7 lakh and counting – Mother’s Wax Museum witnesses staggering footfall

The only one of its kind in eastern India, Mother’s Wax Museum (MWM) has become a star attraction for the people of Kolkata as well as tourists to the city. As of now, seven lakh people have visited this museum, since its opening four years ago.

This museum of wax statues of famous Indian people is the brainchild of Chief Minister Mamata Banerjee. It was inaugurated by her on November 10, 2014. The place was named after the icon of Kolkata, Mother Teresa, and her wax figure finds a pride of place there.

There are wax figures of great personalities including social reformers of the 19th century, writers, poets and scientists, people from the field of entertainment and sports, as well as a Hollywood section and a children’s section with statues of popular cartoon characters. As photography is allowed inside the museum, people find a lot of joy in taking selfies with the statues.

People include Vidyasagar, Shri Ramakrishna, Maa Sarada, Swami Vivekananda, Sister Nivedita, Mahatma Gandhi, Rabindranath Tagore, Acharya Jagadish Chandra Bose, Satyajit Ray, Manna Dey, Kishore Kumar, Lata Mangeshkar, Uttam Kumar, Suchitra Sen, Amitabh Bachchan, Mithun Chakrabarty, Shah Rukh Khan, Audrey Hepburn, Mr Bean (the popular character from British television), Sachin Tendulkar, Sourav Ganguly, Kapil Dev, Diego Maradona and several others.

A new attraction is getting one’s own statues made. At the museum store, at a cost of Rs 2,000 per person, people can get their own faces made out of stone dust. As souvenirs, people can also buy miniatures of the wax figures and framed photographs of views of old Kolkata.

Free passes for mothers at Mother’s Wax Museum

Mother’s Wax Museum in New Town has instituted a Mother’s Day gift this year – free passes to mothers and their kids.

On Mother’s Day, celebrated all over the world on May 14, many children take their mothers out for treats. So, those kids who would visit Café Ekante at Eco Park, opposite the wax museum, with their mothers, would be given two free tickets for Mother’s Wax Museum.

HIDCO, the Bengal Government agency which looks after the museum as well as Eco Park, has instituted this gift.

Picture: YouTube – WBHIDCO Ltd.

 

 

মাতৃদিবসে মায়েদের জন্য মাদার্স ওয়াক্স মিউজিয়ামে ফ্রি পাস

আজ মাদার্স ডে-র উপলক্ষে মাদার্স ওয়াক্স মিউজিয়ামে নতুন এক পদ্ধতিতে পালন করার জন্য ব্যাবস্থা করেছে হিডকো। জানা গিয়েছে, এই দিনে মা এবং তার সন্তানকে একসঙ্গে করে মাদার টেরেজার মোমের মূর্তিতে মাল্যদান করা হবে। তাও যারা করবেন তাঁদের জন্য বিনামূল্যে প্রবেশ করার সুযোগ করে দিয়েছে হিডকো।

এই গরমের দিনে খাটি বাঙালি খাবারের জন্য নিউটাউনে হিডকো বছর খানেক আগেই তৈরি করেছিল ক্যাফে একান্তে নামক একটি রেস্তোরাঁ। যেখানে বছরের নানা সময়ের সঙ্গে তাল মিলিয়ে খাবার পাওয়া যায়। তাই ওই দিন যারা ক্যাফে একান্তে রেস্তোরাতে খেতে যাবেন তাদেরকে দুটি করে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের জন্য বিনামূল্যে পাস দেওয়া হবে।

প্রসঙ্গত মাদার্স ডে-র দিনে অনেক সন্তানই তাঁর মাকে একটা ভাল ট্রিট দিতে চায়। তাই ওই দিন এমনিতেই যে ক্যাফে একান্তে রেস্তোরাঁতে ভিড় বাড়বে তা আগে থেকেই জানে কর্তৃপক্ষ। সেই কারণে মাদার্স ডে-তে যাতে ‘মা’কে তার সন্তান আরও ভাল কিছু উপহার দিতে পারে তার জন্যই হিডকোর পক্ষ থেকে ওই ব্যাবস্থাপনা করা হয়েছে।

নিউটাউনকে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে তাতে যে কোনও আন্তর্জাতিক মানের ভ্রমণস্থলের সঙ্গে পাশাপাশি জায়গা পায় ওই নিউটাউন। সেখানে লন্ডনের মাদাম তুসোর আদলে তৈরি মাদার্স ওয়াক্স মিউজিয়াম বর্তমান দিনে যে কোনও মানুষের কাছেই একটা বড় পাওনা। তাই সেই জায়গাকে যারা এতদিন পর্যন্ত চোখের দেখা দেখে উঠতে পারেননি তাঁদের কাছে এবার একটা বড় সুযোগ গড়ে দিল হিডকো কর্তৃপক্ষ।

Bengal Govt to conserve Durga Puja artwork

HIDCO, the State Government agency which has already undertaken the mammoth task of beautifying New Town, will begin conservation of handicrafts and artworks that were created by various Durga Puja organisers.

It will also display the beautiful handicrafts and artworks across Eco Park in New Town.

While artworks made out of fibreglass, stone, steel and similar materials will be kept outdoors at Eco Park, those made out of wood, cotton and earth will be kept indoors.

For outdoor installations, a brick and cement foundation with spotlights and fencing would be built by HIDCO. For indoor objects, an air-conditioned facility would be set up at Mother’s Wax Museum-II, which is to be commissioned shortly: till then, these are to be kept in storage rooms within Eco Park.

 

দুর্গাপুজো মণ্ডপগুলির শিল্প সংরক্ষণে উদ্যোগী রাজ্য

রাজ্য সরকারী সংস্থা হিডকো নিউ টাউনে নানা দুর্গাপুজো মণ্ডপগুলির শিল্প–নিদর্শন সংরক্ষণের ব্যবস্থা করবে। নিউ টাউনের ইকো পার্কে দুর্গাপুজো মণ্ডপগুলির বিভিন্ন হস্তশিল্প এবং কারুকার্য প্রদর্শন করা হবে।

ফাইবার গ্লাস, পাথর, ইস্পাত এবং অনুরূপ উপকরণ দিয়ে তৈরি হস্তশিল্পগুলি রাখা হবে ইকো পার্কের বাইরের অংশে। আর কাঠ, কাপড় এই জাতীয় হস্তশিল্পগুলি স্থান পাবে প্রদর্শনশালার ভিতরের অংশে।

বাইরে  ইনস্টলেশনের জন্য, স্পটলাইট এবং বেড়া দিয়ে একটি ইট ও সিমেন্ট ভিত্তিপ্রস্তর নির্মাণ করবে হিডকো। ভেতরের শিল্প–নিদর্শন মাদার অয়াক্স মিউজিয়াম -II তে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে রাখা হবে। যতদিন না এগুলো ইকো পার্কের অন্য কোন স্থানে পাঠানো হচ্ছে ততদিন পর্যন্ত এগুলো ওখানেই রাখা থাকবে।

Second phase of Mother’s Wax Museum to be inaugurated after Puja

West Bengal Housing and Infrastructure Development Corporation (WBHIDCO) will inaugurate the second phase of Mother’s Wax Museum in New Town after the Puja. Chief Minister Mamata Banerjee inaugurated the only museum of its kind in the state at a function at Netaji Indoor Stadium on Nov 10, 2014.

Over a period of time, the Wax Museum has become an important tourist destination. There will be a Hollywood section where the wax statues of great stars of recent past will be kept. The visitors will be able to go to the new arena after visiting the existing museum.

Taking selfies with friends and acquaintances in the backdrop of some importance person, scenes, statues of famous persons, historical monuments or buildings has become quite popular among the youth.

There will be a zone where there will be statues of great personalities of Bengal in the 19th and 20th century. Then there will be a children’s section where there will be statues of Harry Potter, Mr Bean which are very popular among children.

There will be a zone for aliens like the characters created by famous film director Steven Spielberg in series of films like Close Encounters of the third kind or ET.

There will be a scary zone or screaming zone where a visitor can suddenly find a figure appearing beside them. There will be special light effects and the ambience will be artificially created for the zone. The visitor can also have a wax casting of their hands.

 

মাদার্স ওয়াক্স মিউজিয়ামের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন পুজোর পর

দুর্গাপুজোর পরেই হিডকো নিউটাউনে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবে। ২০১৪ সালের ১০ই নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই মিউজিয়ামটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি রাজ্যের প্রথম ওয়াক্স মিউজিয়াম।

অল্প সময়ের মধ্যেই মিউজিয়ামটি খুবই জনপ্রিয়  হয়ে উঠেছে। এবার এখানে হলিউডের বিখ্যাত অভিনেতাদের মোমের প্রতিকৃতিও থাকবে।

যে নতুন অংশ উদ্বোধন হবে সেখানে  বাংলার বিখ্যাত মনিষীদের প্রতিকৃতি থাকবে।  শিশুদের জন্য থাকবে জনপ্রিয় চরিত্রদের প্রতিকৃতি, যেমন-  মিস্টার বিন, হ্যারি পটার ও স্পিলবার্গের বিখ্যাত ET। লোকেরা এখানে সেলফিও তুলতে পারবে।

এছাড়াও কৃত্রিম ভৌতিক পরিবেশও তৈরি করা হবে এই মিউজিয়ামে।

এছাড়াও থাকবে নিজের হাতের তৈরি ‘wax casting’ করার সুযোগ।

 

 

WB CM gifts New Town more tourist attractions

Last Friday, West Bengal Chief Minister Mamata Banerjee inaugurated four projects in and around Eco Park in New Town, Kolkata, from Kshudiram Anushilan Kendra.

Ever since its inception, Eco Park has been a magnet of attraction for children and adults alike. No weekend goes by that does not see happy faces milling around the place and adjoining places like Mother’s Wax Museum.

New sites are constantly added to make it a happening place. Like last Friday, when a beautiful deer park-cum-deer treatment centre, spread over 12 acres, named Harinalaya, was inaugurated.

Three other sites were inaugurated. The park got a model of the famous Ghum railway station near Darjeeling, complete with a model toy train (Darjeeling Himalayan Railway, better known as the Toy Train, is a UNESCO World Heritage site).

A wax model of Maa Sarada, along with those of 23 others, was inaugurated at Mother’s Wax Museum. Also inaugurated was a pedestrian subway connecting the museum and Eco Park, designed with brilliant graphics.

 

নিউটাউনকে আরও কিছু পর্যটন স্থান উপহার দিলেন মুখ্যমন্ত্রী

গত শুক্রবার নিউটাউনের ইকো পার্কে হরিণালয় উদ্বোধন করলেন মাননিয়া মুখ্যমন্ত্রী। প্রায় এক বছরের মধ্যে ইকো পার্কের ৫ ও ৬ নং গেট সংলগ্ন প্রায় ১০ একর জায়গায় গড়ে তোলা হয়েছে এই হরিণালয়টি। এখানে হরিণদের জন্য একটি চিকিৎসালয় ও গড়ে তোলা হয়েছে।

এছাড়াও ইকো পার্কে দার্জিলিঙের ঘুম স্টেশনের ছোট সংস্করণ তৈরি করা হয়েছে। গতকাল এটিরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এখন থেকে এটি সাধারন মানুষের পরিদর্শনের জন্য খুলে দেওয়া হল।

পাশাপাশি নিউটাউনের মাদার ওয়াক্স মিউজিয়ামে সারদা মায়ের মূর্তি উদ্বোধন করেন এদিন। এই নিয়ে মাদার ওয়াক্স মিউজিয়ামে মোট ২১টি মূর্তি বসানো হল। মাদার ওয়াক্স মিউজিয়াম বর্তমানে কলকাতার মানুষের কাছে একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এদিন নিউটাউনের দ্বিতীয় সাবওয়েরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Bengal Tourism launches new tour packages

West Bengal Tourism Development Corporation has come up with two new tour packages. One is for Kolkata, called ‘New City Tour’ and the other is for the Dooars region.

The ‘New City Tour’ is exactly that – a day trip through some of the newer places of interest. The spots include Nicco Park, Arts Acre, Mother’s Wax Museum and Eco Park (Prakriti Tirtha). It would start from and end at the Tourism Centre in BBD Bag. The tour is priced at Rs 1050 per head (including vegetarian lunch and tax).

The Dooars tour – named ‘Dooars Package Tour’ – is a two nights-three days package for Rs 9200 per heard (including tax). It would start and end in Siliguri, covering the wildlife havens of Jaldapara, Gorumara and Buxa, and Cooch Behar.

 

পশ্চিমবঙ্গ পর্যটনে নতুন দিগন্ত

পশ্চিমবঙ্গ পর্যটন নিগম ২ টি নতুন ভ্রমণ ব্যবস্থা চালু করতে চলেছে। একটি কলকাতার জন্য যার নাম ‘নিউ সিটি ট্যুর’ এবং দ্বিতীয়টি ডুয়ার্স এর জন্য।

‘নিউ সিটি ট্যুর’ হল একদিনের একটি প্যাকেজ যেখানে নতুন কিছু জায়গা দেখানো হবে। এখানে নিকো পার্ক,আর্টস একর, মাদার ওয়াক্স মিউজিয়াম এবং ইকো পার্ক ঘোরানো হবে। এই ভ্রমণ যাত্রা শুরু এবং শেষ হবে বিবাদী বাগে। মাথাপিছু ১০৫০ টাকা ধার্য (কর এবং নিরামিষ মধ্যাহ্নভোজ সমেত)।

‘ডুয়ার্স ভ্রমণ ব্যবস্থা’ এটি ২ রাত ৩ দিনের একটি প্যাকেজ, মাথাপিছু ৯২০০ টাকা (কর সমেত)। এই ভ্রমণ যাত্রার  শুরু এবং শেষ হবে শিলিগুড়িতেই। জলদাপারা, গরুমারা, বক্সা ও কুচবিহার ভ্রমণও রয়েছে এই প্যাকেজের মধ্যেই।