Implementing ICDS – Bengal shows the way

Integrated Child Development Scheme (ICDS) plays a pivotal role in providing health and nutrition service to pregnant mothers, lactating mothers and children. During the last few years, the State Government has consistently increased the financial support to these workers and helpers.

Hon’ble Chief Minister has recently brought all the Anganwadi workers and helpers under the comprehensive health insurance ‘Swasthya Sathi’. Their monthly honourium has also been increased by Rs 500.

A total of 1377360 pregnant and lactating women have been provided supplementary nutrition (January, 2015). The state has introduced enhanced financial provision for ICDS SNP in all the districts from Nov’14 at the rate of Rs. 9, Rs. 7 and Rs. 6 for severely malnourished children, pregnant & lactating mothers and others respectively.

 

মা ও শিশুদের পুষ্টির জোগানে মমতার স্পর্শ বাংলায়

গর্ভবতী মা, প্রসূতি ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম বা আইসিডিএসের ভুমিকা অপরিসীম।

এ রাজ্যে, জানুয়ারি ২০১৫ পর্যন্ত ১৩৭৭৩৬০ জন গর্ভবতী ও প্রসূতিদের পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়েছে। ২০১৪ সালের নভেম্বর মাস থেকে রাজ্য সরকার সব জেলায় বর্ধিত হারে অর্থনৈতিক সহায়তা করছে আইসিডিএস এসএনপি-তে।

গত ছ’বছরে রাজ্যসরকার এই প্রকল্পে নিযুক্ত কর্মী ও সহযোগীদের জন্য অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়ে চলেছে যাতে প্রকল্প বাস্তবায়নে ত্রুটি না থাকে।

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহযোগীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এনেছেন। তাঁদের মাসিক ভাতা বাড়ানো হয়েছে।

Welfare of mothers – Always a priority for Maa, Mati, Manush Govt

A mother is the first, foremost and best friend of everyone’s life as no one can be true and real like her.

Trinamool’s slogan in 2011 was Maa, Mati, Manush. Mothers have always been a pillar of support, and a source of strength for us.

Inspired by Mamata Banerjee, the Bengal Government has taken several steps in the last six years for the welfare of mothers.

Due to sustained effort of the State Government in improving the health infrastructure through its various programmes, noticeable improvements have been observed in health parameters of the State.

Here are some of the welfare measures for mothers by Trinamool Government:

  • The State Government has initiated a process of setting up of 13 Mother and Child Hubs (MCH).
  • Three new Waiting Huts have been set up for pregnant mothers in remote areas of Sunderbans.
  • 35 Nutritional Rehabilitation Centres (NRCs) have been operationalized for management of severely malnourished children with counselling of their mothers.
  • Eastern India’s first Human Milk Bank – ‘Madhur Sneha’ – and Cord Blood Bank have been set up at SSKM Hospital.
  • During the last five years, Infant Mortality Rate (IMR) has been reduced from 32 to 26 and Institutional Delivery in health centres and hospitals has increased from 65% to 90%.

 

মাতৃকল্যাণে নানা উদ্যোগ মা, মাটি, মানুষের সরকারের

সবার জীবনেই মায়ের গুরুত্ব অপরিসীম। মা হল আমাদের সবথেকে প্রিয় বন্ধু, কেউ তার জায়গা নিতে পারে না। ২০১১ সালের নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল ‘মা মাটি মানুষ’ – মা, মাদার, আম্মা আমাদের প্রেরণা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত ৬ বছরে রাজ্য সরকার মাতৃকল্যাণের জন্য নিয়েছে অনেক পদক্ষেপ। তারই ফলস্বরূপ অভূতপূর্ব পরিবর্তন এসেছে রাজ্যে।

রাজ্য সরকারের নেওয়া কিছু উদ্যোগ:

  • ১৩ টি মাদার এন্ড চাইল্ড হাব তৈরী করছে রাজ্য
  • সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে গর্ভবতী মায়েদের জন্যও তৈরি হয়েছে তিনটি ওয়েটিং হাব
  • অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য ৩৫টি নিউট্রিশ্যানাল রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরী করছে রাজ্য
  • এসএসকেএম হাসপাতালে নির্মিত হয়েছে পূর্ব ভারতের প্রথম মাতৃদুগ্ধ ব্যাঙ্ক “মধুর স্নেহ” ও কর্ড ব্লাড ব্যাঙ্ক
  • গত পাঁচ বছরে রাজ্যে শিশু মৃত্যুর ৩২ থেকে হার কমে হয়েছে ২৬, হেলথ সেন্টার ও হসপিটালে ইন্সটিট্যুশানাল ডেলিভারি ৬৫% বেড়ে হয়েছে থেকে ৯০%