Not taking steps to prevent mosquito breeding? Pay penalty

West Bengal Municipal Corporation (Amendment) Bill, 2018, has been passed in the Assembly that would allow the imposition of a penalty if steps are not taken to prevent mosquito breeding.

Besides the West Bengal Municipal Corporation (Amendment) Bill, 2018, the Howrah Municipal Corporation (Amendment) Bill 2018 and the West Bengal Municipal (Amendment) Bill 2018 were also passed in the Assembly on Wednesday.

While discussing the Bills, state Urban Development and Municipal Affairs minister Firhad Hakim said the main intention is not to impose a penalty on anyone but the move will make people aware to do the needful in order to check mosquito breeding.

It may be mentioned that “if the owner or occupier or any person…fails or refuses to take measures…the Commissioner himself or any officer duly authorised by him may take measures and recover the cost of doing the same from the owner or the occupier…and shall also be liable to a penalty which shall not be less than Rs 1,000 but which may extend to Rs 1 lakh only.”

 

মশা নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছেন না? হতে পারে জরিমানা

মশা দমনে কোনও পদক্ষেপ না নিলে, দিতে হবে জরিমানা। এই মর্মে বিধানসভায় পাস হল দি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৮।

এছাড়া, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৮ এবং ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৮-ও একই দিনে বিধানসভায় পাস হয়। এই বিলগুলি নিয়ে আলোচনার সময় পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, এই আইনের উদ্দেশ্য মানুষের থেকে জরিমানা আদায় নয়। এই পদক্ষেপের ফলে মশা দমনে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেই ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।

আইনে বলা হয়েছে, যদি কোনও বাড়ির মালিক নিজে মশা দমনে কোনও ব্যবস্থা না নেন, পুর কমিশনার নিজে বা তাঁর নিয়োগ করা কোনও পুর আধিকারিক ওই স্থানে মশা দমনের জন্য যথাযথ ব্যবস্থা নেবেন। পাশাপাশি ওই জমির মালিককে জরিমানা দিতে হবে। এই জরিমানার অঙ্ক ১ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকার মধ্যে হবে।

 

No need to panic: Mamata Banerjee on dengue situation in Bengal

Chief Minister Mamata Banerjee on Monday said that some people were trying to create panic regarding dengue outbreak in the state and asserted that her government was taking adequate measures to combat the situation. She said that so far 40 people have died in the state due to vector-borne diseases.

“There is no need to panic. Some people are trying to create a panic with a vested interest. We are monitoring the situation 24 hours. The government is taking all measures to control the situation and provide relief to the people. Some doctors are also working 24 hours. We have also alerted all municipalities to launch special drive to kill mosquitoes,” Mamata Banerjee said after holding a meeting with state health department officials at state secretariat.

The Chief Minister said that so far 13 dengue deaths have been verified by the state government and examining other potential dengue deaths reports. “So far 13 people have been died due to dengue in government hospitals. These deaths have been verified as dengue deaths. We have also received a report of 20 deaths which were caused by malaria, dengue or swine flu. These deaths occurred in private hospitals and we are yet to verify the reports” she said.

The Chief Minister informed that deaths caused by vector-borne diseases in West Bengal were less compared to other states:

  • Gujarat: 435
  • Maharashtra: 695
  • Rajasthan: 230
  • Uttar Pradesh: 165
  • Madhya Pradesh: 141
  • Kerala: 111
  • Assam: 87
  • Odisha: 83

 

The Chief Minister said that she will not hesitate to take action against municipalities which will be seen not taking measures to combat the dengue outbreak despite receiving funds from the state health department.

“Taking care of the people is my priority. I will not compromise on that. The Opposition is trying to take political mileage out of it. We have to be human first,” she added.

 

 

অকারণে আতঙ্কিত হবেন নাঃ বাংলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ নবান্নে ডেঙ্গু সহ বিভিন্ন অজানা জ্বর নিয়ে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু অংশ:

ব্লকে ব্লকে ডেঙ্গু সচেতনতা কর্মসূচী নেওয়া হচ্ছে। দমদম বিধাননগর, ভাঙ্গড় সহ কিছু কিছু জায়গায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

আমাদেরও সচেতন হতে হবে। ফুলের টব, বালতি, বাগান – কোথাও জল জমতে দেবেন না । সংবাদমাধ্যমকেও অনুরোধ করব সচেতনতা প্রচার করার।

অকারণে প্যানিক করার কারণ নেই, আবহাওয়া, বৃষ্টিও ডেঙ্গুরর জন্য কিছুটা দায়ী।

ডেঙ্গু চরিত্র বদল করেছে। কোথাও ডেঙ্গু, কোথাও অজানা জ্বর, কোথাও ম্যালেরিয়া, কোথাও সোয়াইন ফ্লু হচ্ছে, আরও রিসার্চ করা দরকার।

স্বাস্থ্য রাজ্যের বিষয়, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে। সব রাজ্যে ব্যাপক হারে হচ্ছে এই রোগগুলি, আমরা এর জন্য কাউকে দায়ী করছি না।

  • গুজরাত – ৪৩৫ জন
  • মহারাষ্ট্র – ৬৯৫ জন
  • রাজস্থান – ২৩০ জন
  • উত্তরপ্রদেশ – ১৬৫ জন
  • মধ্যপ্রদেশ – ১৪১ জন
  • কেরালা – ১১১ জন
  • তামিলনাড়ু – ১২০ জন
  • অসম – ৮৭ জন
  • ওড়িশা – ৮৩ জন
  • বাংলা – ১৩ জন (সরকারি) + ২০ জন (বেসরকারি) = ৩৩ জন

 

যেখানে দায়িত্বশীলতার প্রয়োজন সেখানে মানুষকে দায়িত্বশীল হতে হবে। পুরসভা, পঞ্চায়েত, আশা কর্মীরা বাড়ি বাড়ি প্রচার করছে। এটা আমাদের সকলের কাছে priority।

অনেক সময় মানুষ জানে না, কি করতে হয় কি করতে হয় না, তাই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এটা পাবলিক সার্ভিস। আমরা ২৪ ঘণ্টা মনিটারিং করছি। একটা মৃত্যুও দুঃখের।

কয়েকটা রাজনৈতিক দলের কোন কাজ নেই, তারা নোংরা রাজনীতি করছে। ওরা কোন কাজ করতে চায় না।

 

Govt not to tolerate any negligence in dengue cases: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee said that the State Government will not tolerate any kind of negligence to tackle dengue cases in the state. In her speech during the Assembly session, she said that everybody has to work together to prevent further spread of the disease.

“The State Government did not neglect diseases like dengue, malaria and encephalitis,” she said. She emphasised on taking preventive measures and asked the MLA s of the Opposition parties for helping the State Government to spread awareness of this disease.

She also said that the State Government has taken several drives to combat the deadly mosquito-borne virus. During this campaign, 87,000 additional workers have been deployed for cleaning of roads, drains, water bodies, regular lifting of waste and garbage from roads, markets,hospitals and major places of the town, scientific management of solid waste by way of using around 200 compactors.

Various cleanliness activities are being undertaken in each ward by involving councillors, health functionaries, self-help groups, ICDS workers, conservancy workers, schools, colleges, clubs, market committee members and various government organisations. In all, the 125 municipalities intensive awareness campaigns are being conducted to spread health awareness on vector-borne diseases.

 

ডেঙ্গু মোকাবিলায় কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না: মুখ্যমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় কর্তব্যে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় এদিন তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘ডেঙ্গু নিয়ে রাজনীতি করা উচিত নয়৷ এই সময়ে রাজ্যের পাশে থাকা উচিত বিরোধীদের’৷ অন্যদিকে, ডেঙ্গু মোকাবিলায় কড়া ব্যবস্থা নিয়েছে কলকাতা পুরসভা৷

তিনি বলেন, “রাজ্য সরকার ডেঙ্গু, ম্যালেরিয়া এবং এনসেফালাইটিসের মত রোগ অবহেলা করে না”। তিনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে বিরোধী দলের বিধায়কদের রাজ্য সরকারকে সাহায্য করার কথা বলেন।

তিনি আরও বলেন, যে সরকার মশাবাহিত বিভিন্ন রোগের বিরুদ্ধে অনেক প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। রাস্তা, ড্রেন, জলাশয়, বর্জ্য ও রাস্তাঘাট, বাজার, হাসপাতাল ও শহরের বিভিন্ন স্থান পরিষ্কার করার জন্য ৮৭,০০০ অতিরিক্ত শ্রমিক মোতায়েন করা হয়েছে এবং ২০০টি কম্প্যাক্টর বসানো হয়েছে।

বিভিন্ন কাউন্সিলরসহ স্বাস্থ্য কর্মকর্তা, স্বনির্ভর গোষ্ঠী, আই সি ডি এস কর্মী, শ্রমিক, স্কুল, কলেজ, ক্লাব, বাজার কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দ্বারা প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছনতার কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে ১২৫টি পৌরসভায় মশা বাহিত বিভিন্ন রোগের জন্য সচেতনতামূলক কাজ শুরু হয়েছে।

WB CM expresses concern on rising incidents of Swine flu

West Bengal Chief Minister Mamata Banerjee today expressed concern over the increasing rates of swine flu in the country.

The CM today expressed distress over the matter saying:

“The incidents of Swine Flu have been on the increase. Certain diseases become a matter of concern. But instead of getting panicky, we must work together to widely spread awareness about the do’s and don’ts to prevent it as much as possible.

As of now, 833 deaths have taken place due to Swine Flu this year in the entire country of which, the number of deaths are 214 in Rajasthan, 207 in Gujarat, 112 in Madhya Pradesh, 99 in Maharashtra, 51 in Telengana, 33 in Karnataka, 20 in Haryana, 10 in Andhra Pradesh, 8 in Delhi, etc.

Despite all our efforts and making available necessary medicines, 5 unfortunate deaths, including 1 patient from Mumbai, have taken place in our State so far.

It is time for the Central Government, State Governments and NGOs to work together to take all necessary remedial measures.”

The CM also expressed concern on the same matter over Twitter.