Bengal Govt launching app for online payment of municipal taxes

To make payment of property and other municipal taxes easier, the State Government is going to launching a mobile app through which the taxes can be made. This service will be gradually rolled out for all the types of taxes paid by citizens to civic bodies.

Online mode of payment would enable people to pay their taxes from the comfort of their homes or from wherever they want.
Twenty municipalities have been identified for the pilot project. The pilot project has been named ‘Online Module/Portal and Mobile App for Payment and Other Allied Matters of Municipal Property Tax’.

The selected municipalities are: Alipurduar, Bangaon, Bankura, Bansberia, Behrampore, Bolpur, Chakdaha, Chapadani, Egra, English Bazar, Haldia, Jalpaiguri, Kamarhati, Kanchrapara, Katwa, Konnagar, Medinipur, Nalhatri, Pujali and Titagarh.

 

ঘরে বসেই এবার পুরকর জমা দেওয়া যাবে,অ্যাপ আনছে রাজ্য

সম্পত্তি সহ বিভিন্ন ধরনের পুরকর জমা নেওয়ার প্রক্রিয়া সরলীকরণ করতে অ্যাপ আনছে রাজ্য সরকার। রাজ্যের ২০টি পুরসভাতে পাইলট প্রজেক্ট হিসাবে এই অ্যাপ ও অনলাইন ওয়েব পোর্টাল চালু করা হচ্ছে। পুরদপ্তর সূত্রে জানা গিয়েছে, ধীরে ধীরে তা রাজ্যব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।

এই পোর্টাল ও অ্যাপ মারফত পুরবাসীরা সহজেই নিজেদের ইচ্ছেমতো সময়ে পুরসভার বিভিন্ন ধরনের কর মিটিয়ে দিতে পারবেন।

মুখ্যমন্ত্রী মানুষকে যেমন অধিকতর পুরপরিষেবা দিতে চাইছেন, তেমনি তাঁদের জন্য বিভিন্ন সুবিধার ব্যবস্থাও করতে চাইছেন। এই অ্যাপ ও পোর্টালের মাধ্যমে মানুষ সেই সুবিধা পাবেন।

নতুন এই পাইলট প্রকল্পের নাম দেওয়া হয়েছে অনলাইন মডিউল/পোর্টাল অ্যান্ড মোবাইল অ্যাপ ফর পেমেন্ট অ্যান্ড আদার অ্যালায়েড ম্যাটার্স অব মিউনিসিপ্যাল প্রপার্টি ট্যাক্স। পুরদপ্তরের নির্দেশিকা অনুসারে ইংলিশবাজার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার পুরসভাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে মুর্শিদাবাদের বহরমপুর পুরসভাও এই প্রকল্পের আওতায় এসেছে। এছাড়া নলহাটি, বোলপুর, কোন্নগর, চাঁপদানি, টিটাগড়, বনগাঁ, কাটোয়া, হলদিয়া, বাঁশবেড়িয়া, বাঁকুড়া, চাকদহ, কাঁচড়াপাড়া, মেদিনীপুর, এগরা, পূজালি, কামারহাটি পুরসভাকেও পাইলট প্রকল্পে রাখা হয়েছে।

সাম্প্রতিক সময়ে অ্যান্ড্রয়েড মোবাইল মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ফলে মোবাইল অ্যাপ মারফত কর দেওয়ার পদ্ধতি চালু করা হলে তার মাধ্যমে যে কোনও জায়গা থেকে যে কোনও সময়ে পুরসভার সম্পত্তি কর মিটিয়ে দেওয়া সহজ হবে। একই কাজ পোর্টাল মারফতও করা সম্ভব।

উল্লেখ্য, রাজ্যের বিদ্যুৎ বণ্টন কোম্পানি এই ধরনের একটি পদ্ধতি ইতিমধ্যেই চালু করে রেখেছে।

Bengal Education Dept to help teachers teach English better through mobile app

To help primary school teaches in government schools teach English better, the School Education Department is going to introduce a mobile phone app.

The app would contain lessons and other help topics for teaching English in Bengali. This way, even those who are more comfortable in their mother tongue would be able to get immediate help while teaching by just consulting their mobile phones.

The app would contain extensive explanations of all topics in the subject of English language from classes I to V. Each lesson would be explained through a four-to-five-minute audio presentation.

Stress would also be given on spoken English.

 

প্রাথমিক স্তর থেকে ইংরেজির ভিত শক্ত করতে রাজ্য সরকার প্রযুক্তির ব্যবহার করবে

রাজ্যের ছেলেমেয়েদের ইংরেজির ভিত শক্ত করতে উদ্যোগ নিল শিক্ষা দপ্তর । প্রাথমিক স্তর থেকেই ছাত্র-ছাত্রীদের ইংরেজি শিক্ষায় নজর দেওয়া হবে।

শিক্ষকদের মোবাইলেই দেওয়া হবে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে ইংরেজির বিভিন্ন বিষয় বাংলায় অনুবাদ করে দেওয়া থাকবে। পড়ানোর সময় অসুবিধা হলে এই চিপ থেকেই বিষয়গুলি যাচাই করতে পারবেন শিক্ষকরা।

ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে তৈরি হয়েছে প্রস্তাব। মার্চ মাস থেকেই শুরু হবে প্রক্রিয়া। শিক্ষকদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ।

এই নতুন পদ্ধতির মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষিকাদের এবং ছাত্র-ছাত্রীদের কাছে ইংরেজিকে আরও সহজ করে তোলা যাবে বলে মত আধিকারিকদের। আর তাই শিক্ষকদের প্রশিক্ষণের সময়ই এই পদ্ধতি কীভাবে অবলম্বন করা হবে তা শেখানো হবে।

Source: bengali.news18.com

Image is representative

Mobile app-based hired bicycle service to start in New Town

New Town is getting a new pollution-free public transport service – mobile app-based hired bicycles. The service will be launched on Christmas Day (December 25) by Housing Infrastructure Development Corporation (HIDCO) in collaboration with a private organisation.

This is the first time in Bengal that a State Government organisation will be running such a service. Environmentalists have welcomes this decision to introduce a green transport service.

Bicycle stands will be set up at 10 important spots in New Town, like Rabindra Tirtha, Akansha More, Narkelbagan More, Eco Park and others. Each bicycle will have a number. On the app, the hirer has to key in the starting point and the destination. The charge also has to be paid through the app, which is Rs 10 per kilometre.

As soon as a bicycle is booked, a message will come on the person’s mobile phone containing the number of the bicycle. After the vehicle is parked at the destination stand, it will automatically lock. The bicycles have to be drives on the specified bicycle lanes in New Town. Helmets have to be worn for safety, which would be provided to the riders.

Initially, 150 bicycles will be launched. The number will be increased in stages, depending on the demand. Two routes would be available initially – from gate number 1 to gate number 4 of Eco Park and from Technopolis Building to Nazrul Tirtha.

 

অ্যাপ -নির্ভর সাইকেল চালু হচ্ছে নিউ টাউনে

 

দূষণমুক্ত রেখে পরিবহণ ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে এ বার হিডকো একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় অ্যাপ নির্ভর সাইকেল চালু হতে চলেছে নিউ টাউনে৷ আগামী ২৫ ডিসেম্বর থেকে উপনগরীতে এই ব্যবস্থা চালু হয়ে যাবে। রাজ্যে নিউ টাউনেই সরকারি সংস্থার উদ্যোগে প্রথম এই ধরনের সাইকেল পরিষেবা চালু হচ্ছে বলে দাবি এক অধিকর্তার৷ এই উদ্যোগের প্রশংসা করেছেন পরিবেশবিদরাও।

ঠিক হয়েছে রবীন্দ্রতীর্থ, আকাঙ্ক্ষা মোড় , নারকেলবাগান মোড় , ইকো পার্ক-সহ ১০টি গুরুত্বপূর্ণ জায়গায় সাইকেল স্ট্যান্ড গড়ে তোলা হবে৷ সেখানে থাকবে সাইকেল৷ মোবাইলে অ্যাপ ডাউনলোড করতে হবে৷ অ্যাপের মাধ্যমে সাইকেল বুক করা যাবে৷ দিতে হবে বুকিংয়ের জায়গা ও গন্তব্যের নাম৷ টাকাও মেটানো যাবে অনলাইনে৷ বুক হয়ে গেলেই সংশ্লিষ্ট সাইকেলের নম্বর যাত্রীর কাছে মেসেজ মারফত পৌঁছে যাবে৷ খুলে যাবে সাইকেলের লক৷ এর পরে সেই সাইকেলে যাত্রী গন্তব্যে পৌঁছলে নিজে থেকে সাইকেলটি লক হয়ে যাবে৷ প্রতি কিলোমিটারের জন্য ১০ টাকা ভাড়া বরাদ্দ করা হয়েছে৷

হিডকো জানাচ্ছে , প্রথম ধাপে ১৫০টি সাইকেল নামানো হলেও , ধাপে ধাপে এই সাইকেল সমগ্র নিউ টাউনেই চালানোর পরিকল্পনা রয়েছে৷ ইতিমধ্যেই নয়া উপনগরীতে সাইকেল চালানোর জন্য পৃথক লেন তৈরি করেছে হিডকো৷ ওই লেন দিয়েই চালাতে হবে সাইকেল৷ নিরাপত্তার স্বার্থে মাথায় পরতে হবে হেলমেট৷ তা দেওয়া হবে সংস্থার পক্ষ থেকেই৷ আপাতত ইকো পার্কের ১ থেকে ৪ নম্বর গেট এবং টেকনোপলিস থেকে নজরুল তীর্থ এই পরিষেবা মিলবে৷

Source: Ei Samay

NBSTC to launch app for booking tickets

The North Bengal State Transport Corporation (NBSTC) will soon launch a mobile app through which people across the state will be able to book bus tickets for long-distance buses to go anywhere in north Bengal.

More than 500 buses are operational under NBSTC. Cooch Behar-Kolkata and Siliguri-Kolkata are some of the popular routes for which demand is high most of the year.

NBSTC officials said the app would be specially useful for students, who want to travel to and from north Bengal on weekends and avoid harassment of ticket booking.

They also said that NBSTC is also working on updating its website. The updated website will now include details of the popular tourist destinations across north Bengal and their route of travel.

Source: Indian Express

 

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে

উত্তরবঙ্গের যেকোনো জায়গায় যাওয়ার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসের টিকিট এবার কাটা যাবে অ্যাপে। শীঘ্রই এই অ্যাপটি তৈরি করবে উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।

উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় ৫০০র বেশী বাস চলে। কোচবিহার-কলকাতা ও শিলিগুড়ি-কলকাতা রুটগুলিতে টিকিটের চাহিদা সারা বছর থাকে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আধিকারিকরা জানান, এই অ্যাপটি পড়ুয়াদের জন্য খুব উপকারী হবে। কারণ অনেক পড়ুয়াই সপ্তাহান্তে উত্তরবঙ্গে গিয়ে থাকে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা তাদের ওয়েবসাইটটি আপডেটেরও কাজ করছে। এবার এই ওয়েবসাইটে উত্তরবঙ্গের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র গুলির বিবরণ ও সেখানে যাওয়ার রুটের বর্ণনাও থাকবে।

Haringhata Meat products can soon be ordered via mobile app

Products from the Bengal Government-owned brand Haringhata Meat, which sells raw, processed and cooked meat, meat products, eggs and other poultry items, can soon be ordered from the comfort of one’s home, courtesy a mobile app being developed under the aegis of the Animal Resources Development Department. The app is being developed by West Bengal Electronics Industry Development Corporation Limited (WEBEL), the government agency responsible for technology development in Bengal.

The app is being developed by West Bengal Electronics Industry Development Corporation Limited (WEBEL), the government agency responsible for technology development in Bengal.Till now, Haringhata Meat products could be ordered online via an e-commerce company. They are also sold in

Till now, Haringhata Meat products could be ordered online via an e-commerce company. They are also sold in Kolktata from branded mobile vans, which sell both raw and cooked meat and meat products.

Through the app, initially only raw meat can be ordered. Ready-to-eat stuff would be added to the list of products later on. Products sold under the brand are all sourced from the government farm in Haringhata in Nadia distirct.

হরিণঘাটা মাংস বিক্রির জন্য মোবাইল অ্যাপ চালু করছে দপ্তর

শীঘ্রই প্রানিসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে একটি মোবাইল অ্যাপ আনা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকেরা এবার বাড়ি বসেই হরিণঘাটা মিট ব্র্যান্ডের মাংস ও মাংসজাত সব পণ্য পেয়ে যাবেন। এজন্য কোন অতিরিক্ত টাকাও খরচ করতে হবে না গ্রাহকদের।

রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে এখন আর হরিণঘাটার চিকেন সসেজ কিংবা টার্কি রোস্ট কিংবা হ্যাম ফিলেট খাতে আর দোকানে ছুটতে হবে না। মোবাইলের মাধ্যমে অর্ডার দিলেই তা হাজির হবে দোরগোড়ায়।

এতদিন একটি ই-কমার্স সংস্থার অ্যাপের মাধ্যমে এই খাবার অর্ডার করা যেত। এখন সংস্থা নিজেদের অ্যাপ আনছে। রাজ্যের তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবেল এই অ্যাপ তৈরি করছে।

আপাতত এই অ্যাপের মাধ্যমে হরিণঘাটা ব্র্যান্ডের কাঁচা পণ্যই পাওয়া যাবে। পড়ে অবশ্য ‘রেডি টু ইট’ পণ্যও অনলাইনে বিক্রি করার উদ্যোগ করা হবে। ইতিমধ্যেই কলকাতা শহরে হরিণঘাটা ব্র্যান্ডের চলমান বিপণী খোলা হয়েছে, সেখানে কাঁচা মাংসের পাশাপ্সহি রান্না করা মাংসও পাওয়া যায়।

Source: Dainik Jugashankha

 

Bike Taxis get a thumbs up in Newtown

As many as seventy-five people took a ride on the Bike Taxis around Newtown on Friday and more than 600 people had surfed the K Bike Taxi app.

Suvendu Adhikari, state Transport Minister had inaugurated Bike Taxis known as ‘K Bike Taxi’ at a function on Thursday. If successful, this will be deployed in the entire city and the districts soon.

A passenger will have to pay Rs 20 for the first 2 km and to cover subsequent distance the person will have to pay Rs 5 per kilometre.

Some women drivers are also being trained and soon they will be deployed to drive K Bike Taxis.

 

নিউটাউনে প্রথম দিনেই জনপ্রিয় ‘বাইক ট্যাক্সি’

নিউটাউনে বাইক ট্যাক্সি পরিষেবা চালু হওয়ার পর প্রথম দিনেই এই পরিষেবা গ্রহণ করেছেন ৭৫ জন যাত্রী এবং মোবাইল অ্যাপ ব্যবহার করেছেন ৬০০রও বেশি মানুষ।

বৃহস্পতিবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পরিষেবার সূচনা করেন। এই পরিষেবা নিউটাউনে সফল হলে কলকাতা ও সারা রাজ্যেও চালু করার পরিকল্পনা আছে।

বাইক ট্যাক্সিতে চড়তে প্রথম ২ কিলোমিটার যাত্রার জন্য দিতে হবে মাত্র কুড়ি টাকা। এর পর প্রতি কিঃমিঃ ভাড়া ৫ টাকা।

ভবিষ্যতে মহিলা ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়ারও পরিকল্পনা রয়েছে পরিবহণ দপ্তরের।

Pathadisha app a huge hit on the very first day

The ‘Pathadisha’ app introduced by the state Transport department to help commuters to get real time location of state run buses has become immensely successful within a day.

A large section of commuters possessing smart phones have downloaded the app.

Alapan Bandyopadhyay, Principal Secretary of the Transport department, said this is a major leap taken towards the electronic and smart governance system.

The app is helpful for people as they could easily track the route of a particular bus through which it will pass. Moreover, one can also plan which bus he or she must take to reach his or her destination.

The Transport department has also introduced an online tracking system to keep a tab on the movement of such buses. Steps will also be taken to introduce similar sort of apps for trams and vessels.

It may be mentioned that the name ‘Pathadisha’ was given by Chief Minister Mamata Banerjee.

 

একদিনেই জনপ্রিয়তার শিখরেপথদিশাঅ্যাপ

রাজ্য পরিবহণ দপ্তর ‘পথদিশা’ অ্যাপ চালু করেছে যা একদিনের মধ্যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসের রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে।

অনেকেই ইতিমধ্যেই তাদের স্মার্ট ফোনে এই অ্যাপ ডাউনলোড করেছে।

WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে। এছাড়া, যাত্রীরা নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কোন বাসে যাবেন সেটাও নিজেরা পছন্দ করতে পারবেন।

পরিবহণ দপ্তর একটি অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করেছে এই সব বাসগুলির গতিবিধির ওপর নজর রাখতে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও ফেরির ক্ষেত্রেও চালু করা হবে।

উল্লেখ্য এই ‘পথদিশা’ নামটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া।

 

Bengal Govt launches bike-taxi service in Rajarhat-Newtown

Bengal Transport Minister today flagged off bike-taxi service in the Rajarhat-Newtown area. The service, described as Last Mile Connectivity, is a pilot project and will be introduced elsewhere soon.

The bike-taxis, which will ferry a single passenger by trained motorcyclists, can be booked through a mobile-based app. The trained motorcyclists will maintain safe speed thus providing pace as well as safety to its passenger.

Techies who have problems in reaching their workplaces on time in Sector V and Rajarhat, where the majority of the software firms are in place,  or find difficult to return home at wee hours will be hugely benefited.

 

রাজারহাট-নিউটাউনে চালু হল ‘বাইক-ট্যাক্সি’ পরিষেবা

রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে রাজারহাট নিউটাউনে উদ্বোধন হল বাইক-ট্যাক্সি পরিষেবার। এই পাইলট প্রকল্পের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

মোবাইল অ্যাপের মাধ্যমে এই পরিষেবা বুকিং করা যাবে। সুদক্ষ এক বাইক চালক বাইক নিয়ে এসে যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেবে। এই প্রশিক্ষিত বাইক চালক বাইকের গতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি যাত্রীর নিরাপত্তারও খেয়াল রাখবে।

রাজারহাট ও সেক্টর ৫-এর তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মীরা প্রায়ই নির্দিষ্ট সময় নিজেদের কর্মস্থলে পৌছতে সমস্যায় পড়েন বা বাড়ি ফিরতে অসুবিধায় পড়েন। তারা এই পরিষেবার ফলে খুব উপকৃত হবেন।

রাজ্যের অন্যান্য জায়গাতেও এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

Bengal Govt brings ‘Pathadisha’ app and smart cards for bus commuters

Gone are those days when you wasted precious minutes waiting for the bus to your workplace. Thanks to ‘Pathadisha’ – an app the state transport minister will launch on Wednesday – you will get to track your bus from your home and plan your journey accordingly.

The transport department is also introducing a smart card for the commuters – quite similar to the Metro card – that would help a commuter get rid of the perpetual problem of change. For every recharge, there will be some free rides as promotional offer.

“To begin with, commuters will get to track and use smart cards on 700 government buses but gradually , all private buses, trams and vessels will be covered by the Vehicle Tracking System (VTS),“ said the Transport Minister.

Once the smart card is introduced, commuters will be able to swipe the card with a machine available with the bus conductor. It will help us in curbing revenue pilferage.

 

 

বাসযাত্রীদের জন্য ‘পথদিশা’ অ্যাপ ও স্মার্ট কার্ড নিয়ে এল রাজ্য সরকার

কর্মস্থলে যাওয়ার জন্য এখন আর বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে মূল্যবান সময় নষ্ট করতে হবে না। বাস যাত্রীদের জন্য রাজ্য পরিবহন দপ্তর নিয়ে এল ‘পথ দিশা’ অ্যাপ। আজ এই অ্যাপ চালু করবেন পরিবহন মন্ত্রী।

স্মার্ট ফোনে ‘পথ দিশা’ অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসে রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে। WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে।

পরিবহন দপ্তর একটি ট্রান্সপোর্ট কার্ড চালু করছে। এটি মেট্রোর স্মার্ট কার্ডের মতো। এবার প্রি-পেড ইলেক্ট্রনিক কার্ডের মাধ্যমে ভাড়া দিয়ে WBTC –র বাসে যাতায়াত করা যাবে।  প্রতি রিচার্জে প্রমোশনাল অফার হিসেবে বেশ কিছু ফ্রি রাইড থাকবে।

পরিবহন মন্ত্রী জানান, “এই পরিষেবা চালু হলে যাত্রীরা যেমন সবকিছু ট্র্যাক করতে পারবে তার সঙ্গে সঙ্গে সরকারী বাসে এই ট্রান্সপোর্ট কার্ডও ব্যবহার করতে পারবে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও জলযানের ক্ষেত্রেও চালু করা হবে”।

একবার স্মার্ট কার্ড চালু হয়ে গেলে যাত্রীরা বাস কন্ডাক্টরের কাছে থাকা মেশিনে সোয়াইপ করতে পারবেন।

Forest dept launches e-patrolling app in Buxa Tiger Reserve

The state Forest department officers can now monitor the movement of the beat officers who work in the deep forest regions. The department launched a mobile application, by which the movements of the forest beat officers can
be observed.

This will not only boost the work culture but also ensure the safety and security of the beat officers who
work in deep forest areas risking their lives.

The state Forest department has launched the app service in Buxa Tiger Reserve at the Buxa National Park in Alipurduar district.

The is an android application and was earlier launched in Sundarbans Tiger reserve at Sundarbans National Park.

বক্সা ব্যাঘ্র প্রকল্প অঞ্চলের জন্য ‘ই-প্যাট্রোলিং অ্যাপ’ চালু করলো বন দপ্তর

গভীর বনাঞ্চলে যেসব কর্মীরা কাজ করেন তাদের ওপর নজর রাখতে পারবে রাজ্য বন বিভাগের কর্মকর্তারা। বন দপ্তর ‘ই-প্যাট্রোলিং অ্যাপ’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করছে।

শুধু তাই নয়, গভীর অরণ্যে কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। এর মাধ্যমে তাদের নিরাপত্তার দিকেও নজর রাখা হবে।  রাজ্য বন বিভাগ আলিপুরদুয়ার জেলার বক্সা ন্যাশনাল পার্কের বক্সা ব্যাঘ্র প্রকল্পও এই অ্যাপ্লিকেশন চালু করেছে।

এটি একটি অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশন এবং সুন্দরবনের জাতীয় পার্কে সুন্দরবন টাইগার রিজার্ভে এটি চালু করা হয়েছিল।