Bengal CM targets Centre over the development of tea gardens

Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday made a scathing attack on the Centre for not taking up the issue of the tea gardens. She was speaking at the administrative review meeting of three districts — Alipurduar, Cooch Behar and Jalpaiguri — at Uttarkanya on Wednesday afternoon.

“What have they done to the tea gardens? Central ministers had assured before the election that seven tea gardens would be taken over. They won the polls but did not keep their word. We always keep our promises. We spent Rs 40,000 crore to repay loans. But despite financial constraint, we have taken up so many projects and successfully implemented them,” she said.

Mamata Banerjee asked the officials to take measures to end drinking water scarcity at the tea gardens. “We have always stood beside the tea garden workers and will continue to do so in future,” she maintained.

Two state ministers, Subrata Mukherjee (Panchayat and Rural Development) and Aroop Biswas (PWD and Youth Services and Sports) along with Chief Secretary and two additional Chief Secretaries along with a host of principal secretaries were present at the meeting. The Director General of Police and senior officials of these three districts and MLAs, Sabhadhipatis and Panchayat pradhans also attended the meeting.

চা বাগানের উন্নয়ন নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

গতকাল উত্তরকন্যায় তিনটি জেলার – আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কুচবিহার – আধিকারিকদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে চা বাগানের উন্নয়ন নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, চা বাগানগুলির জন্য কি করেছে কেন্দ্র? নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রীরা বলেছিলেন সাতটি চা বাগান তারা অধিগ্রহণ করবেন। সেই প্রতিশ্রুতি তারা পূরণ করেননি। আমরা কথা দিয়ে কথা রাখি। বাম সরকারের ঋণ শোধ করতে আমাদের ৪০০০০ কোটি টাকা কেটে নিয়ে গেছে। কিন্তু আমরা কোনও প্রকল্প বন্ধ করিনি, উন্নয়নের কাজও বন্ধ হয়নি।

তিনি আধিকারিকদের নির্দেশ দেন চা বাগানে পানীয় জলের সমস্যা মেটানোর জন্য। “আমরা চা বাগানের কর্মীদের পাশে ছিলাম, এবং তাদের উন্নয়নের জন্য ভবিষ্যতেও কাজ করব,” বলেন মুখ্যমন্ত্রী।

এদিনকার বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্যসচিব, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, রাজ্যের ডিজি, তিন জেলার বিধায়ক, পঞ্চায়েত প্রধান, সভাধিপতি প্রমুখ।

Trinamool protests outside RBI office in Kolkata against demonetisation

Trinamool Congress legislators staged a demonstration outside RBI office in BBD Bag over the ever-increasing ordeal of common people even after one month of demonetisation of high value notes.

The Trinamool MLAs, led by party secretary general Partha Chatterjee and senior leaders Firhad Hakim, Sovan Chatterjee and Sobhandeb Chatterjee, marched towards RBI building on BBD Bag. The MLAs held posters and placards highlighting the ordeal of people.

Partha Chatterjee said that one month had lapsed but no relief had been given to the people. Long queues are still seen in front of ATMs and banks and there was shortage of notes. “People are standing in the queues for hours to get their own money. More than 100 people have died and RBI is not informing about the exact amount of notes it has given in different banks in the state. This is most unfortunate. RBI should come out with a statement,” he said.

Trinamool Congress will hold meetings and rallies all over the state for the next three days to protest against demonetisation.

 

নোট বাতিল ইস্যুতে কলকাতায় রিজার্ভ ব্যাঙ্ক অভিযান তৃণমূলের

নোট বাতিলের প্রতিবাদে কলকাতার বুকে রিজার্ভ ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখিয়ে তৃণমূল সুর চড়াল।

বুধবার তৃণমূলের মন্ত্রী ও বিধায়কেরা বিধানসভা থেকে হেঁটে রিজার্ভ ব্যাঙ্কের সামনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ দেখান; অন্যদিকে, বাংলার সব ব্লকে নোটবন্দীর প্রতিবাদে মিটিং–‌মিছিল করেন তৃণমূলের নেতার ও কর্মীরা। তাঁরা স্লোগান তোলেন, মোদি হঠাও, দেশ বাঁচাও। নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

বুধবার সকালে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দল ঠিক করে বিধানসভা থেকে হেঁটে বিধায়কেরা বিক্ষোভ দেখাতে যাবেন রিজার্ভ ব্যাঙ্কের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এদিনের এই কর্মসূচি নেওয়া হয়। বিধায়কেরা বিধানসভা থেকে হেঁটে যান রিজার্ভ ব্যাঙ্কের সামনে। ব্যাঙ্কের সামনে একটি ছোট লরিও রাখা হয়। সেখান থেকে মাইক্রোফোনে বক্তব্য পেশ করেন পার্থ চ্যাটার্জি, শোভনদেব চ্যাটার্জি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভন চ্যাটার্জি, সুব্রত বক্সি।

বিক্ষোভে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু, শশী পাঁজা, অসীমা পাত্র, বিধায়ক সুজিত বসু, নির্মল ঘোষ, তাপস রায়, নার্গিস বেগম, গুলশান মল্লিক, মালা সাহা, বৈশালী ডালমিয়া–‌সহ অনেকে। স্লোগান দেওয়া হয়।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, বৃহস্পতিবারও বেলা সাড়ে ১২টা নাগাদ রিজার্ভ ব্যাঙ্কের সামনে একইভাবে বিক্ষোভ দেখানো হবে। তৃণমূল ভবনে খবর এসেছে, বিভিন্ন জেলায় এদিনের কর্মসূচি সফল হয়েছে। বৃহস্পতিবারও এই কর্মসূচি পালন করা হবে। চলবে শুক্রবার পর্যন্ত।‌