Bengal Finance and Industries Minister Dr Amit Mitra made a major announcement yesterday from the UK, where he has gone as part of Chief Minister Mamata Banerjee’s entourage for meeting potential investors for Bengal as well as for inviting prominent industrialists to the upcoming Bengal Global Business Summit.
He announced that Mitsubishi Chemicals is going to set up a large-capacity plant for manufacturing components required in the textile industry.
Explaining the process, he said that the PTA (purified terephthalic acid) made by the company would be converted through the process of continuous polymerisation in the plant to fibre, which would then be converted by spinning mills into the textile components.
The plant is going to provide employment opportunities for 50,000 to 1 lakh people. This number would be gradually upped to 5 lakh. The minister said that work is going to start on a priority basis.
The initial investment amount would be Rs 5,000 crore, which would be scaled up to Rs 10,000 crore in due course.
Dr Mitra said that Bengal would soon be at the forefront of the textile sector in the country.
রাজ্যে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে মিৎসুবিশি: অমিত মিত্র
রাজ্যের বস্ত্রশিল্পে এবার বিনিয়োগ আসছে মিৎসুবিশির হাত ধরে। এ বার রাজ্যে পলিয়েস্টার ফ্যাব্রিক তৈরি করবে মিৎসুবিশি। এর জন্য ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তারা। ফলে ৫০ হাজার থেকে ১ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে।
মিৎসুবিশি কেমিক্যাল কর্পোরেশন ইন্ডিয়া এই প্রথম একটি বাইপ্রডোক্ট তৈরি করবে। নাম পিটিএ অর্থাৎ পিউরিফায়েড টেরিপ্যাথিলিক অ্যাসিড। এই বাইপ্রোডাক্ট থেকেই পলিয়েস্টার ফ্যাব্রিক তৈরি করা যাবে।
এতদিন রাজ্যে এধরনের ফ্যাব্রিক তৈরি হত না। মিৎসুবিসি তা তৈরি করা শুরু করলে বাংলাদেশে রফতানিও বিপুল বাড়বে বলে আশাবাদী শিল্পমন্ত্রী। রাজ্যে বস্ত্রশিল্পের নবদিগন্ত খুলতে চলেছে।
মঙ্গলবার রাতে লন্ডনে বৈঠক সেরে ট্রেনে করে এডিনবরার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার এডিনবরায় বসছে রাজ্যের বাণিজ্য সম্মেলন। সেখানে বাংলার সাম্প্রতিক উন্নয়নের খতিয়ান শিল্পপতিদের জানানো হবে।
তার আগে মিৎসুবিসির এই বিনিয়োগের আশ্বাস রাজ্যের বাড়তি পাওনা বলেই মনে করছে শিল্পমহলের একাংশ।