Be alert against those spreading communal tension through rumour mongering: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today cautioned people against people who indulge in rumour mongering to incite communal violence.

She was speaking at the inauguration of a two day-long conference of the Panchayat and Rural Development Department today at Netaji Indoor stadium.

Panchayats that had performed well were rewarded by the Chief Minister at the conference. She announced hikes in honoriums for the three tier panchayat workers. She said that they will be included in the Swasthya Sathi scheme.

In her speech, the Chief Minister said that trust, efficiency, innovation and transparency are the keys to effective governance. She asked the audience to keep working for the people and take the State to new heights of progress.

She praised Coochbehar and Hooghly for performing well in 100 Days’ Work, Nadia in cleanliness mission, Murshidabad in Anandadhara scheme. She also praised the Hooghly district for returning land to Singur farmers in record time in cultivable condition.

The Chief Minister highlighted the plight of the handicraft workers due to demonetisation. She also said that had the government not inherited a huge debt legacy much more work could have been done.

 

গুজবে কান দেবেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

কিছু মানুষ গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতে চাইছেন, গুজবে কান  দেবেন না, দু’দিন ব্যাপী পঞ্চায়েত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এইভাবেই সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
আজকের এই সম্মেলনে যে সকল পঞ্চায়েত ভাল কাজ করেছে, তাদের পুরস্কৃত করা হয়। গ্রাম সভা, পঁচায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যদের  ভাতাবৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি তাদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্বাস, কর্মদক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং স্বচ্ছতা এগুলোই সরকারের সুশাসনের চাবিকাঠি। তিনি উপস্থিত সকলকে আবেদন করেন মানুষের জন্য কাজ করতে ও বাংলাকে প্রগতির শিখরে নিয়ে যেতে।
মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজ প্রকল্পে কুচবিহার ও হুগলী জেলার প্রশংসা করেন। নদিয়া জেলা প্রশংসিত হয় নির্মল জেলা ঘোষিত হওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার প্রশংসা করেন আনন্দধারা প্রকল্পের কাজ ভাল ভাবে করার জন্য।
হুগলী জেলা পরিষদ যেভাবে অল্পসময়ের মধ্যেই সিঙ্গুরের চাষিদের জমি চাষযোগ্য করে ফিরিয়ে দেয় তারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
নোটবাতিলের ফলে হস্তশিল্পীদের কষ্টের কথাও তিনি উল্লেখ করেন বক্তব্যে। তিনি আরও বলেন, বিগত সরকারের ঋণের বোঝা বইতে না হলে তাঁর সরকার বাংলার উন্নয়নের জন্য আরও অনেক কাজ করতে পারত।

3 districts of Bengal among top 6 in the country in terms of access to sanitation

A survey commissioned by the Union Ministry of Drinking Water and Sanitation on households’ access to sanitation facilities, conducted by Quality Council of India, has found that three districts of West Bengal are among the top six in India.

The districts of Nadia, Purba Medinipur and Hooghly are among the country’s toppers.

The survey was conducted by Quality Council of India on behalf of the Ministry, covering 75 districts, encompassing nearly 70,000 household across 2,530 villages.

In April 2015, West Bengal Chief Minister Mamata Banerjee had declared Nadia as the first Open-Defecation Free (ODF) district in the country. This was the result of Nirmal Bangla Abhiyan, undertaken to eliminate open defecation in West Bengal, which was a pioneering effort in the country.

The achievement was recognised internationally too. UNICEF selected the district administration of Nadia as the first prize winner for the 2015 United Nations Public Service Award in the category of ‘Improving the Delivery of Public Services’.

Since then, the State has made rapid progress. Mamata Banerjee has also declared April 30 as Nirmal Bangla Diwas.

 

দেশের শীর্ষ ৬ নির্মল জেলার মধ্যে বাংলার ৩ জেলা

কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক পরিচালিত একটি সমীক্ষায় জানা গেছে নির্মল জেলার তালিকায় ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি জেলা প্রথম দশের মধ্যে স্থান অর্জন  করেছে।

নদিয়া, পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলা দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে।

মন্ত্রালয়ের পক্ষ থেকে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া ৭৫ টি জেলার ২,৫৩০ গ্রামের প্রায় ৭০,০০০ পরিবারের উপর এই সমীক্ষা চালিয়েছে।

২০১৫ সালের এপ্রিল মাসে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রথম নদিয়া জেলাকে ‘প্রথম উন্মুক্ত শৌচবিহীন জেলা’ হিসেবে ঘোষণা করেন।  সমীক্ষা করে দেখা যায়, গ্রামাঞ্চলে প্রায় ১০ লক্ষ পরিবারের মধ্যে লাখ তিনেকের শৌচাগার নেই। ওই বছর ২ অক্টোবর থেকে জেলা প্রশাসন নিজস্ব ‘সবার শৌচাগার’ প্রকল্প চালু করে।

এই কৃতিত্ব আন্তর্জাতিক স্তরেও স্বীকৃটি পেয়েছে। ২০১৫ সালে ইউনিসেফ নদিয়া জেলাকে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডের জন্য বিজয়ী ঘোষণা করে এবং পুরস্কৃত করে।

তারপর থেকে  রাজ্য দ্রুত গতিতে এগোচ্ছে। মুখ্যমন্ত্রী ৩০ এপ্রিল দিনটিকে ‘নির্মল বাংলা দিবস’ ঘোষণা করেছেন।

 

Week-long Cleanliness Drive in Bengal from today

West Bengal Chief Minister has instructed all district administrations to conduct a week-long ‘Cleanliness Drive’ till September 5 (Teachers’ Day). She made an announcement about the drive after the administrative review meeting at Chopra in North Dinajpur on August 24, 2016.

The ‘Cleanliness Drive’ will be taken up in all the blocks, from cities to the rural areas.

The State has been undertaking social awareness programmes like ‘Safe Drive, Save Life’ and ‘Mission Nirmal Bangla’, all of which have met huge success. West Bengal has secured the top position in the country with ‘Mission Nirmal Bangla’.

The Chief Minister has requested all clubs, Puja committees, students, intellectuals and other organisations to participate in the ‘Cleanliness Drive’.

 

‘পরিচ্ছন্ন বাংলা’ গড়ার ডাক মুখ্যমন্ত্রীর

‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এ অভূতপূর্ব সাফল্যের পর এবার পরিচ্ছন্ন বাংলা গড়তে বিশেষ অভিযানে নামছে রাজ্য৷ মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়ায় প্রশাসনিক বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ থেকে গোটা রাজ্যজুড়েই শুরু হচ্ছে এই বিশেষ সাফাই অভিযান৷ চলবে ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবস পর্যন্ত৷ সাতদিন ধরে রাজ্যের প্রতিটি ব্লক, শহর থেকে গ্রামাঞ্চলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ওই অভিযান হবে৷

এর আগে ঢাকঢোল পিটিয়ে ‘স্বচ্ছ ভারত’ অভিযানের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু দু’বছর পর তা শুধু স্লোগানই থেকে গিয়েছে৷ সেখানে দাঁড়িয়ে পরিচ্ছন্ন বাংলা গড়ে তুলতে কার্যত চ্যালেঞ্জ নিলেন মুখ্যমন্ত্রী৷ এর আগে সৌন্দর্যায়ন কর্মসূচিতে যথেষ্ট সাফল্য পেয়েছে রাজ্য৷ সাফল্য এসেছে সবুজায়নের কর্মসূচিতেও৷

প্রসঙ্গত, কিছুদিন আগেই দুর্ঘটনা রুখতে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ অভিযান শুরু হয়েছে বাংলায়৷ সেই অভিযানে যে পরিমাণ উৎসাহ, উদ্দীপনা ও অংশগ্রহণ দেখা গিয়েছে তাতে অনুপ্রাণিত হয়েই এবার এই পরিচ্ছন্নতার অভিযান শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী৷ স্কুল ছাত্র-ছাত্রীদের পাশাপাশি ক্লাব, পুজো কমিটিগুলিকেও এই অভিযানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি৷

নির্মল বাংলা অভিযানে ইতিমধ্যেই দেশের সেরা হয়েছে রাজ্য৷ এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের পুরস্কার জিতেছে বাংলার একাধিক জেলা৷ এবার পরিচ্ছন্ন বাংলা গড়তে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর৷

WB Govt to construct toilets in and around forest areas

In an unprecedented move to minimise the incidents of human-elephant confrontation, the state forest department has come up with an idea to set up toilets at the households in and around the forest area as villagers often face wild tuskers while going for open defecation in the forest.

The move taken by the forest department has been widely appreciated by various sections of the society in the state.

It has been observed that in the forest adjoining areas, people need to go to the forest for open defecation and get attacked by the wild elephants. To check such incidents, the State Forest Department is planning to set up toilets at every households situated in and around the forest areas in different sub-divisions.

Forest Minister Binay Krishna Burman on Sunday flagged off the project at Baikunthapur forest division in North Bengal under which around 350 households situated at the forest area have got toilets. The department has a plan to set up toilets at other households at other forest ranges as well in various phases.

“Our department has constructed 350 toilets in the houses of the villagers living in Baikunthapur range. This will reduce the incidents of human-animal conflict. We have a plan to set up toilets for the villagers residing at other forest ranges through various phases as the project requires huge fund,” the Minister said.

He also said that people living in the forest areas have to confront various wild animals when they go for open defecation. After considering the matter which is of great importance, the State Forest Department has chalked out an elaborate plan to solve problem. The project which was inaugurated at North Bengal was a part of weeklong Bono Mohotsav celebration started on July 14 by the Forest Department.

The Forest Department has urged the district administration and various Panchayat functionaries in the district having forest areas, to come forward and join hands with the department to conduct the project in a smoother way.

It may be mentioned that the state government had launched Mission Nirmal Bangla in October 2014 under which various sanitation projects were taken up at various levels. The state government had also set up a target before various departments to achieve cleanliness and sanitation by forming an administrative mechanism. Mission Nirmal Bangla was a brainchild of the Chief Minister Mamata Banerjee who had laid emphasis on the cleanliness drive.

In less than a year’s time, Nadia had become the first Indian district to earn Open Defecation Free (ODF) status, on April 30 in 2015. Nadia launched an aggressive sanitation project in the name or everyone’s toilet.

In around 18 months, nearly 347,000 toilets were built in the district. Mission Nirmal Bangla which has now become a showcase project of the state government has been carried out by various district administrations and the UNICEF.

 

বন ও বন সংলগ্ন এলাকায় শৌচাগার নির্মাণের পরিকল্পনা রাজ্য সরকারের

রাজ্য বন দপ্তরের উদ্যোগে বনাঞ্চলের সব বাড়িতে শৌচাগার তৈরির নতুন অভিনব পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

বন দপ্তরের গৃহীত এই পদক্ষেপ সমাজের বিভিন্ন বিভাগ দ্বারা প্রশংসিত হয়েছে।

এটা লক্ষ্য করা গেছে যে বন সংলগ্ন এলাকায়, মানুষ খোলা আকাশের নিচে মলত্যাগ জন্য বনে যান এবং বন্য হাতির দ্বারা আক্রান্ত হয়। এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য, রাজ্য বন বিভাগ ইতিমধ্যে বিভিন্ন মহকুমায় ও  বনাঞ্চলে প্রায় প্রত্যেক বাড়িতে টয়লেট স্থাপনের পরিকল্পনা নিয়েছে।

রবিবার বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ উত্তরবঙ্গের বৈকুণ্ঠপুরে এই প্রকল্পের সূচনা করেন যেখানে প্রায় ৩৫০টি পরিবার রয়েছে। পাশাপাশি অন্যান্য অঞ্চলেও পর্যায়ক্রমে এই শৌচাগার তৈরির পরিকল্পনা রয়েছে।

২০১৪ সালের অক্টোবর মাসে রাজ্য সরকার নির্মল মিশন বাংলা প্রকল্প চালু করে।একটি প্রশাসনিক প্রক্রিয়া গঠন করে পরিচ্ছন্নতা ও স্যানিটেশনের ক্ষেত্রে একটি লক্ষ্য স্থির করেছে রাজ্য সরকার। মিশন নির্মল বাংলা এই উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

প্রকল্প শুরুর এক বছরেরও কম সময়ের মধ্যে ২০১৫ সালের ৩০ এপ্রিল নদিয়া দেশের মধ্যে প্রথম ODF status অর্জন করেছে। সকলের জন্য শৌচাগার এই স্যানিটেশন প্রকল্প চালু করেছে নদিয়া।

গত ১৮ মাসে জেলায় প্রায় ৩৪৭০০০ শৌচাগার নির্মাণ হয়েছে। মিশন নির্মল বাংলা যা এখন রাজ্য সরকারের একটি গ্লাসকেস প্রকল্প হয়ে উঠেছে যা ইউনিসেফ দ্বারা প্রশংসিত।

 

Nirmal Bangla: Leading the way in India

Rural Bengal has progressed tremendously under the Trinamool Congress Government over the past five years. Panchayats are the agents through which the government’s development programmes for the rural populace are implemented.

One  programme in which the State has performed very well and has received glowing commendations is Mission Nirmal Bangla.

Mission Nirmal Bangla

Mission Nirmal Bangla has been a revolutionary scheme of the West Bengal Government, aimed at making the State open defecation free (ODF), and it has had a great success. In 2014-15 alone, the State’s Individual Household Latrines (IHHL) count was 8.47 lakh, the highest in the country.

Among the top four districts in the country, in terms of making them ODF (counted on the basis of the construction of individual toilets), Nadia is at number one position and is immediately followed by Hooghly and Bardhaman.

In record time, Nadia district has reached out to all the households and constructed more than 3.47 lakh toilets to ensure that everyone in the district has got access to sanitation.

The project has achieved for West Bengal milestones which are the pride not only of India but internationally too. The Trinamool Congress Government has made the State really proud.

 

‘নির্মল বাংলা’: ভারতবর্ষের এক অনন্য মডেল

গত পাঁচ বছরে তৃণমূল কংগ্রেসের আমলে গ্রামবাংলার মানুষ উন্নয়নের এক নতুন আস্বাদ পেয়েছে। পঞ্চায়েতের মাধ্যমে সরকার তাদের এই উন্নয়ন কর্মসূচী বাস্তবায়িত করেছে।

মিশন নির্মল বাংলা কর্মসূচীতে রাজ্য খুব ভালো কাজ করেছে এবং  আন্তর্জাতিক স্তরেও যথেষ্ট প্রশংসা পেয়েছে।

মিশন নির্মল বাংলা

‘মিশন নির্মল বাংলা’ পশ্চিমবঙ্গ সরকারের একটি বৈপ্লবিক প্রকল্প যার লক্ষ্য রাজ্যকে ওপেন ডেফিকেশন ফ্রি করা এবং রাজ্য সরকার এক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পেয়েছে।

২০১৪-১৫ আর্থিক বর্ষে ‘নির্মল বাংলা’ স্বাস্থ্যবিধান কর্মসূচীতে ভারত সরকারের কাছ থেকে ‘দেশ সেরার’ শিরোপা জিতেছে পশ্চিমবঙ্গ। এই কর্মসূচীতে প্রায় ৮.৪৭ লক্ষ শৌচালয় নির্মাণ হয়েছে পশ্চিমবঙ্গে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

সারা দেশের পারিবারিক শৌচাগার নির্মাণের ক্ষেত্রে অগ্রগণ্য প্রথম চারটি জেলার মধ্যে তিনটি হল নদিয়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি ও বর্ধমান।

নদিয়া দেশের মধ্যে প্রথম উন্মুক্ত শৌচবিহীন জেলা হিসেবে পুরস্কার অর্জন করেছে। ৩.৪৭ লক্ষেরও বেশি শৌচালয় নির্মাণ হয়েছে এই জেলায়।

পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প শুধুমাত্র ভারতে নয় আন্তর্জাতিক স্তরেও খ্যাতি অর্জন করেছে। তৃণমূল কংগ্রেস রাজ্যকে গর্বিত করেছে।

 

mamata banerjee sagar island

Mamata brings ‘toilets for all’ plan to the Sunderbans

After making Nadia the first ‘open defecation free’ district in the country, West Bengal Chief Minister Mamata Banerjee is all set to implement the Sabar Shouchagar (toilets for all) model in the Sunderbans, a UNESCO world heritage site.

The Sunderbans, a tourist hub, has been declared a World Heritage site by UNESCO for its rich biodiversity and is a home to the famed Royal Bengal Tiger.

Located in South 24-Parganas district of West Bengal, it is a vast area covering 4,262 sq km including a mangrove cover of 2,125 sq km in India alone, with a larger portion in Bangladesh.

The district administration of Kolkata’s adjoining South 24-Parganas has embarked upon the project by selecting 13 out of 29 blocks for the cleanliness drive.

“We have selected 13 inaccessible rural blocks of the Sunderbans region to transform them into open defecation free areas. Slowly, we will also work in other 16 blocks,” South 24-Parganas district magistrate said.

“We have also decided to make Sagar Island an open defecation free area by January, before the Ganga Sagar Mela. In 2007, when I was an additional district magistrate here I had thought of implementing it. This time, we have been able to do that successfully,” the district magistrate said.

He further said that this time the Sagar mela (to be held early next year) will be a completely plastic-free zone as well.

“Understanding the importance of eliminating open defecation, we had decided to accord highest priority to sanitation. We built about 3,55,609 toilets in Nadia over a period of time”, said Salim.

The district leadership of Nadia also took a collective decision on October 2, 2013 and launched an innovative Sabar Shouchagar movement.

The district ensured 100 percent sanitation coverage by March 2015. Later, the model was taken up by the state government for implementation in each and every district.

 

Published on Daily Mail dated 28 September 2015

Nadia only district from India to be awarded the United Nations Public Service Awards

West Bengal Chief Minister Ms Mamata Banerjee announced on social media that the district of Nadia is the only district in the country to be awarded the the prestigious United Nations Public Service Awards this year for excellence in delivery of public services for “Sabar Souchagar” under Mission Nirmal Bangla.

The West Bengal Chief Minister on social media wrote:

“Nadia is the only district from India to have been awarded the prestigious United Nations Public Service Awards this year for excellence in delivery of public services for “Sabar Souchagar” under Mission Nirmal Bangla.

This is the highest global recognition in public service delivery.

In a programme at Columbia, South America, Dr P B Salim, District Magistrate, Nadia and Shri Bani Kumar Roy, Sabhadhipati, Nadia Zilla Parishad received the coveted award and citation from Acting Secretary General of the United Nations on 26th June, 2015.

I am proud of my entire Nadia team for this outstanding achievement. My best wishes to all of them.”