The Bengal Panchayat and Rural Development Department has recently launched watershed-based initiatives for livelihood augmentation in several districts.
The government has initiated watershed-based initiatives in soil and moisture conservation, plantation and livelihood augmentation in 54 blocks in Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Paschim Bardhaman districts.
It may be mentioned that the department had already taken up several schemes for watershed development for livelihood augmentation under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme.
Source: Millennium Post
ওয়াটারশেড ভিত্তিক উদ্যোগ জেলায় জেলায়
রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সম্প্রতি কয়েকটি জেলায় ওয়াটারশেড ভিত্তিক উদ্যোগ শুরু করেছে জীবিকার উন্নতির জন্য।
পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলার ৫৪টি ব্লকে মাটি ও আর্দ্রতা সংরক্ষণ, চাষাবাদ এবং জীবিকানির্বাহের কাজ করা হচ্ছে ওয়াটারশেড ভিত্তিক পদ্ধতিতে।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যেই ১০০ দিনের কাজের আওতায় জীবনযাত্রার উন্নয়নের জন্য ওয়াটারশেড ভিত্তিক অনেক উদ্যোগ নিয়েছে।