Six districts from Bengal shine in 100 Days’ Work

Bengal’s Cooch Behar district has been adjudged as one of the best districts in terms of performance under MGNREGA, better known as the 100 Days’ Work Scheme.

It was among the six districts from the State selected by the Centre for a presentation by their district magistrates, among the top-performing districts under MGNREGA in the country. Cooch Behar is also doing well in livelihood programmes.

The other five are Jhargram, Bankura, Purba Medinipur, Paschim Medinipur and Jalpaiguri.

It may be mentioned that Bengal generated a total of 2821.72 man-days, which is 13.94 per cent of the total number of man-days covering all the states. With respect to the expenditure incurred (as a result of the payments for the work done, mostly by people in the rural regions of the state), the amount is Rs 7,35,231.98 lakh, which is 13.06 per cent of the total expenditure of all the states.

Source: Millennium Post

100 Days’ Work: Bengal much ahead of the rest

Bengal is the best when it comes to the MGNREGA scheme, commonly known as the 100 Days’ Work Scheme, according to the latest official data of the Union Government.

In reply to a question asked in the Rajya Sabha, dated March 3, 2018, as on February 24, Bengal is the leading state in terms of the number of man-days generated and consequently, in terms of the total expenditure for the scheme.

Bengal generated a total of 2821.72 man-days, which is 13.94 per cent of the total number of man-days covering all the states. With respect to the expenditure incurred (as a result of the payments for the work done, mostly by people in the rural regions of the state), the amount is Rs 7,35,231.98 lakh, which is 13.06 per cent of the total expenditure of all the states.

 

১০০ দিনের কাজে দেশের সেরা বাংলাই

কেন্দ্রীয় রিপোর্টে ১০০ দিনের কাজে সেরার স্বীকৃতি মিলল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। প্রশংসিত হল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। আজ রাজ্যসভায় একটি প্রশ্নের জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রক লিখিত ভাবে জানিয়েছে, একশো দিনের কাজের প্রকল্পে গত আর্থিক বছরে বরাদ্দ টাকা সমস্ত রাজ্যের মধ্যে সবচেয়ে বেশী খরচ করতে পেরেছে পশ্চিমবঙ্গ। এই প্রকল্পের অধীনে সবচেয়ে বেশী শ্রমদিবস তৈরি করার ক্ষেত্রেও শীর্ষে রয়েছে রাজ্য।

একশো দিনের কাজের পাশাপাশি কন্যাশ্রী প্রকল্প, গ্রামীণ সড়ক, আবাসন, মহিলা স্বনির্ভর যোজনার মতো বিষয়গুলিতেও রাজ্য প্রশাসনের সাফল্যকে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, “শুধুমাত্র কেন্দ্র নয়, ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংগঠনগুলি থেকেও পশ্চিমবঙ্গের কাজ প্রশংসিত হচ্ছে। সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছেন, গ্রামীণ যোজনাগুলির ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে। ধারে-কাছে কেউ নেই। সেটা শৌচাগার নির্মাণই হোক অথবা মহিলাদের স্বনির্ভর করা।”প্রসঙ্গত, ইউপিএ জমানাতেও তৎকালীন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী একাধিক চিঠিতে এই দপ্তরের কাজের প্রশংসা করেছিলেন।

তৃণমূল সাংসদ একটি লিখিত প্রশ্নে গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে জানতে চান, ‘মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প’(মনরেগা)-এ বরাদ্দ অর্থ কোন রাজ্য কতটা খরচ করতে পেরেছে? পশ্চিমবঙ্গের অবস্থান এ ক্ষেত্রে কোথায়? জবাবে মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রত্যেকটি রাজ্যের খরচের বিস্তারিত হিসাব দেন। ২০১৭ থেকে ২০১৮ (২৪ ফেব্রুয়ারি পর্যন্ত) সময়সীমায় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ খরচ করেছে ৭ হাজার ৩৫২ কোটি ৩১ লক্ষ টাকা, যা দেশের সর্বোচ্চ।

Bengal Panchayat Dept presents success of Ushar Mukti Scheme through coffee table book

The success of the Ushar Mukti Scheme, being implemented by the Bengal Government’s Panchayats and Rural Development Department, in transforming fallow land to cultivable land, has been showcased through a coffee table book, titled Transforming Land and Lives.

The scheme is being implemented through the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The book is being done by the department. The book will have 110 pictures, of which 15 will be full-page pictures. The success stories will have an English and a Bengali version on each page. The 70 to 80-page book will be accompanied by an eight to 12-page ‘brief folder’, which will be added to the book jacket.

Two examples of success stories are the large mixed-fruit orchards which have been planted at Keshavpur village in Dunishol gram panchayat and at Duttakeshavpur village in Punishol gram panchayat, both in Bankura district’s Onda block.

 

অনাবাদী জমিকে ফসলি করার উপাখ্যান নিয়েই মলাটবন্দি হচ্ছে ‘ঊষার মুক্তি’

এ রাজ্যে অনাবাদী, রুক্ষ জমিতে ফসল ফলানো ১০০ দিনের প্রকল্পের অন্যতম কর্মসূচি। ‘ঊষার মুক্তি’ নামে এই কর্মসূচির সাফল্যকে মলাটে মুড়ে বইয়ের আকারে প্রকাশ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। বইয়ের নাম দেওয়া হয়েছে ‘কফি টেবিল বুক’।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে বাঁকুড়ার ওন্দা ব্লকের অভাবনীয় সাফল্যকে ঘিরেই আবর্তিত হবে পঞ্চায়েত দপ্তরের এই প্রয়াস। এরপর জঙ্গলমহলের রুক্ষ অনাবাদী পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমের বিভিন্ন ব্লকে অনাবাদী জমি কীভাবে ফসলি হয়ে উঠেছে, তার বিবরণও সাধারণ মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

অনাবাদী, রুক্ষ জমিতে কীভাবে ফসল ফলানো হয়েছে, ইংরেজি ও বাংলায় লেখা সেরকম ২০টি প্রতিবেদন দিয়েই তৈরি হচ্ছে বইটি। এই বইয়ে রাখা হচ্ছে ১১০টি ছবি, যার মধ্যে ১৫টি থাকছে পাতাজুড়ে। বইয়ের প্রতি পাতায় থাকছে একটি ইংরেজি ও একটি বাংলায় লেখা সাফল্যের ‘গল্প’। ৭০ থেকে ৮০ পাতার এই বইয়ের সঙ্গে থাকছে ৮ থেকে ১২ পাতার একটি ‘ব্রিফ ফোল্ডার’ও। কফি টেবিল বুকের জন্য তৈরি সুদৃশ্য জ্যাকেটের সঙ্গেই থাকবে এই ব্রিফ ফোল্ডারটি।

Source: Bartaman

Bengal means business – Economy surges ahead

Bengal is the fourth largest economy in India, and on many economic parameters, is ahead of the all-India average.

During 2016-17, before demonetisation, that is, for the period from April to September 2016, the growth rate of the State Index of Industrial Production (IIP) was (+)4.8 per cent as compared to (–)0.1 per cent for India.

And the growth rate of the State Index of Industrial Production (General) for the period from April 2016 to January 2017 was 6.97 per cent, when that for the period from April 2016 to even March 2017 was just 4.8 per cent.

As compared to 2010-11, the State Plan of Expenditure in 2016-17 is expected to be four times. Similarly, the Capital Expenditure in 2016-17 as compared to 2010-11 is expected to be seven times.

Under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme, the State Government has achieved employment generation to the tune of 128 per cent of proportionate labour budget. Expenditure incurred by the State Government in the scheme of more than Rs 5,600 crore was the highest in the country.

The revenue of the state in 2015-16 as compared to 2010-11, has grown by 103 per cent. This increase is unprecedented in the country.

In the area of e-taxation and reforms, Bengal has achieved number one position in the country on the basis of comparative valuation of performance with other states.

In spite of the tsunami of demonetisation, Bengal was able to create employment opportunities for 13,27,000 people during financial year 2016-17.

 

এগিয়ে চলেছে বাংলার অর্থনীতি

বাংলা দেশের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, এছাড়া আরও অনেক অর্থনৈতিক ক্ষেত্রে দেশের গড়কে পেছনে ফেলে দিয়েছে এই রাজ্য।

২০১৬-১৭ অর্থবর্ষে সর্বনাশা নোটবাতিলের আগে, মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত রাজ্যের স্টেট ইনডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (আইআইপি) ছিল (+)৪.৮ শতাংশ, যেখানে দেশের এই পরিসংখ্যান ছিল (-) ০.১ শতাংশ।

এপ্রিল ২০১৬ থেকে জানুয়ারি ২০১৭ পর্যন্ত স্টেট ইনডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (জেনারেল)-এর বৃদ্ধির হার ছিল ৬.৯৭ শতাংশ, এপ্রিল ২০১৬ থেকে মার্চ ২০১৭ তে যা হয় ৪.৮ শতাংশ।

স্টেট প্ল্যান এক্সপেন্ডিচার ২০১০-১১ সালের তুলনায় ২০১৬-১৭ সালে প্রায় চার গুন বেড়েছে। পাশাপাশি ক্যাপিটাল এক্সপেন্ডিচার ২০১০-১১ সালের তুলনায় ২০১৬-১৭ তে বেড়েছে প্রায় সাত গুন।

১০০ দিনের কাজের অন্তর্গত, রাজ্য সরকার ১২৮ শতাংশ কর্মসংস্থান করেছে। এই খাতে রাজ্য ব্যয় করেছে ৫৬০০ কোটি টাকা যা দেশে সর্বোচ্চ।
২০১০-১১ সালের তুলনায় ২০১৫-১৬ সালে রাজস্ব বেড়েছে ১০৩ শতাংশ। এই পরিমান রাজস্ব বৃদ্ধি দেশে অভূতপূর্ব।

ই-ট্যাক্সেশন ও সংস্কারের ক্ষেত্রে বাকি রাজ্যের তুলনায় এরাজ্য প্রথম স্থান অধিকার করেছে।

নোটবাতিলের কালো প্রভাব থাকা সত্বেও ২০১৬-১৭ সালে রাজ্য ১৩,২৭,০০০ টি কর্মসংস্থান তৈরীতে সক্ষম হয়েছে।

 

Mumtaz Sanghamita speaks on Supplementary Demands for Grants – Third Batch for 2017-18

FULL TRANSCRIPT

Hon Deputy Speaker Sir, thank you for allowing me to speak on this matter. It is apparent what hon finance minister has said. We have to revive the ailing sick banks, for that he is demanding special grants from our Budget money, he is talking about Rs 80,000 crore.

Sir, we need this because big public banks will give different loans to different publics, or sectors for our national growth. But, my question is, first of all, what is the guarantee that even after giving this amount, next year we will get repaid back and the banks will be solvent? Demonetisation was also touted as a process where the banks will be solvent from the poor people’s money. But, still that is not working. Then what about the solvency of the banks by guaranteeing the bigger loaners in the different corporate sectors and the big businessmen, who are not paid? There is no guarantee at all and we have got no idea how we can recover the amount.

Another thing, we are asking, rather the government is asking, is for a demand of grant for the solvency of the banks. But for the social sector development, employment and the survival of the general public we are not demanding more grants. Rather, the government has given up its major share to the States for expanding these schemes. One of them is MGNREGA. Even in the Mid-Day Meal scheme for the children’s growth who are two-thirds of our society, for their development, we are cutting the money from there. We have heard in the Zero Hour from my colleague, who narrated that widow pensions and other things have been stopped. And then, even the disabled people’s grants have been reduced, so has been the funds for the development of the SC/STs and minorities.

The ratio for PMGSY has been reduced from 80-20 to 50-50. So where do the states, specially some states that are not that solvent, get that money to pay for these schemes?

With these words Sir, I’m supporting this Bill. Thank you very much indeed.

Usharmukti Scheme to provide relief from drought

The Bengal Government has started a unique scheme to provide adequate water for irrigation and increase the level of underground water in six districts with acute water scarcity.

The scheme, Usharmukti is being implemented by the Panchayats and Rural Development Department in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The project has been taken up, as agriculture in these six districts is badly affected every summer due to severe drought. The project will change the agricultural scenario in these six drought-prone districts.

The scheme was first implemented in Bankura district, where several steps have been taken to provide more water for irrigation and improve the health of several rivers.

To make the project a success, the layer of underground water will be raised and the health of several rivers will be improved. A comprehensive watershed management has been taken up to convert barren land into fertile and make single-crop land into multi-crop ones.

The work will be carried out under Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme.

Source: Millennium Post

পশ্চিমাঞ্চলে খরা থেকে স্বস্তি দিতে সরকারের ঊষরমুক্তি প্রকল্প

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে খরা রুখতে রাজ্য সরকার ‘ঊষরমুক্তি’ নামে এক অভিনব প্রকল্প শুরু করেছে। রাজ্যের এই ৬টি জেলায় জলকষ্ট সবথেকে বেশী প্রকট। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই জেলাগুলিতে সেচের জন্য পর্যাপ্ত জল সরবরাহ করা হবে; বাড়ানো হবে ভূগর্ভস্থ জলের পরিমাণও।

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের ৫৫টি ব্লক, ৪৭২টি গ্রাম পঞ্চায়েত, ২০০০টি ওয়াটারশেড অঞ্চলে এই প্রকল্পের কাজ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সব মিলিয়ে এই অঞ্চলের আয়তন ১৪ লক্ষ হেক্টর। প্রতি বছর এই অঞ্চলে গ্রীষ্মকালে খরার জন্য কৃষির প্রচণ্ড ক্ষতি হয়। আশা করা যায়, এই প্রকল্প পাল্টে দেবে ওই অঞ্চলের কৃষির চিত্র।

এই প্রকল্প প্রথম শুরু হয় বীরভূম জেলায়। সেচে পরিকাঠামো উন্নত করা থেকে শুরু করে অঞ্চলের নদীগুলোর সংস্কারও করা হয়েছে। এই সমস্ত কাজ করা হচ্ছে ১০০ দিনের কাজের আওতায়।

এই ওয়াটারশেড ব্যাবস্থার মাধ্যমে চাষের অযোগ্য জমিকে চাষের যোগ্য করে তোলা হবে এবং এক ফসলি জমিকে বহু ফসলি জমিতে রুপান্তরিত করা হবে।

Bengal Govt introduces scheme to empower women through a green movement

The Panchayat Department of the Bengal government has brought about a scheme for creating employment as well as empowering women through a green movement, through the planting and taking care of trees. Women would be given preference under the scheme.

The scheme is aimed at poor villagers. One has to plant 100 trees and if the person manages to save 90 per cent of the trees within six months, Rs 900 would be given as reward by the department. Similarly, if the person manages to plant 200 trees and save 90 per cent, Rs 1,800 would be given as a reward. The payment would be per month, and would continue for three to five years.

The land to plant the trees as well as the saplings would be provided by the State government.

After the trees grow big, 75 per cent of their ownership would remain with the planters, which means that they would get part of the earnings from selling fruits and wood from the trees

Through this programme, the Panchayat Department plans to bring sustenance for 80,000 poor families of the state. The programme would be funded under the provisions of the MGNREGA Scheme.

The scheme was initiated in Howrah and Bardhaman two months back on a pilot basis, and has tasted success. About 55,000 trees have been planted till now. Through this scheme, the State Government has introduced a new concept – that of ‘briksha patta’, which translates to tree patta.
 

গাছ বাঁচালে হাতে টাকা দেবে সরকার

 

গাছ বাঁচালেই এবার মিলবে নগদ ইনাম। এর জন্য অন্তত ১০০টি গাছ লালনপালনের দায়িত্ব নিতে হবে। তার মধ্যে অন্তত ৯০ শতাংশ গাছ বাঁচাতে পারলে মাসের শেষে মিলবে ৯০০টাকা। গাছগুলি বড় হওয়ার পর ৭৫ শতাংশ মালিকানা থাকবে পরিচর্যাকারীর এবং ফল বা কাঠ বিক্রির ভাগও পাবেন। সেই গাছ লাগানোর জন্য জমি ও চারাগাছের জোগান দেবে রাজ্য সরকার। সবুজ রক্ষায় এমনই এক অভিনব প্রকল্প হাতে নিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। এর নাম দেওয়া হয়েছে ‘বৃক্ষ পাট্টা’।

সারা রাজ্যে মোট ৮০ হাজার দরিদ্র পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের আওতায় তাঁরা গাছ বাঁচানোর কাজে নিযুক্ত হবেন। গাছ পরিচর্যার বিনিময়ে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত পরিবার পিছু মাসে ৯০০টাকা পারিশ্রমিক পাবেন। এই কাজে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এর ফলে যেমন গ্রামীণ মহিলালা স্বনির্ভর হতে পারবে, তেমন গ্রামের সবুজও রক্ষা করবে তারা। গাছের বয়স যখন ৬ মাস হবে, তখন সেটিকে পুর্নাঙ্গ বলে ধরা হবে। তারপর থেকে মাসে ৯০০ টাকা করে দেবে সরকার। কেউ চাইলে ২০০ টি গাছের দায়িত্বও নিতে পারেন। সেক্ষেত্রে ১৮০০ টাকা পাওয়া যাবে।

এবছর পরীক্ষামূলক ভাবে দুই জেলার কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃক্ষরোপণ শুরু হয়েছে। জেলাগুলি হল হাওড়া এবং বর্ধমান। এখনও পর্যন্ত ৫৫ হাজার গাছ লাগানো হয়েছে।

Source: Ei Samay

Bengal Govt to arrange for more women to become self-reliant through fly ash brick kilns

The Bengal Panchayat and Rural Development Department has decided to set up more kilns to produce bricks from fly ash.

The units are non-polluting and require less space than the traditional kilns. Also, the bricks have been tested by IIT Kharagpur and National Test House, and have been found to be stronger than traditional bricks.

New brick kilns are coming up at Andal in Paschim Bardhaman district, at Sagardighi in Murshidabad district, at Bakreshwar in Birbhum district and at three places in Nadia district.

Kilns to manufacture bricks made from fly ash were first set up two years ago. There are already 10 such brick kilns in the state. All these brick kilns are being run by Self-Help Groups managed by women.

They have been set up under Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) and have helped women to become economically self-reliant.

The production cost of each fly ash brick is Rs 2 and are sold at Rs 4 per brick, whereas bricks available in the market are priced anything between Rs 8 to Rs 12 per piece.

The bricks made out of fly ash are being used in various constructions carried out by the Panchayats and Rural Development department, in the construction of pavements and in buildings.

মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকার বাড়াবে উড়ো ছাই দিয়ে তৈরি ইট ভাঁটার সংখ্যা

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর আরও ইটভাঁটা তৈরি করবে যেখানে উড়ো ছাই থেকে ইট তৈরি হবে। এই ইটভাঁটা গুলি অপেক্ষাকৃত কম দূষণকারী ও কমজায়গায় তৈরি হয়। আইআইটি খড়গপুর ও ন্যাশানাল টেস্ট হাউস পরীক্ষা করে জানিয়েছেন এই ইটগুলি সাধারণ ইটের থেকে বেশী শক্ত এবং এই ইট তুলনামূলকভাবে অনেক কম তাপ বিকিরণ করে।

এই নতুন ইটভাঁটা গুলো তৈরি হবে পশ্চিম বর্ধমানের অন্ডাল, মুর্শিদাবাদের সাগরদিঘি ও বীরভূম জেলার বক্রেশ্বরে। আরওতিনটি নতুন ইটভাঁটা তৈরি হবে নদীয়া জেলায়।

এই উড়ো ছাই থেকে ইটভাঁটায় ইট উৎপাদন শুরু হয় আজ থেকে ২ বছর আগে। মালদায় প্রথম এই ধরনের ইটভাঁটা চালু হয়। এই মুহূর্তে রাজ্যে ১০টি ইটভাঁটা আছে, দুটি বাঁকুড়ায়, তিনটি নদীয়ায়, দুটি পূর্ব মেদিনীপুরে ও একটি করে পুরুলিয়া, মালদা ওহুগলীতে। এই সবকটি ইটভাঁটা চালাবে মহিলাদের দ্বারা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী।

১০০দিনের কাজের মাধ্যমে এই ইটভাঁটাগুলি তৈরি হয়েছে। রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।

এই ইট তৈরির কাঁচামাল, মানে ছাই-এর যোগান দেবে তাপবিদ্যুত কেন্দ্রগুলি। এই পদ্ধতিতে প্রতিটি ইট তৈরি করতে খরচ পড়বে ২টাকা, যা বিক্রী করা হবে ৪ টাকা করে। যেখানে বাজারে ইটের দাম ৮ টাকা থেকে ১২ টাকা।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন প্রকল্পে এই ইট ব্যাবহার করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এই ইটের ব্যাবহার বৃদ্ধির জন্য প্রচার করা হচ্ছে।
Source: Millennium Post

Bengal again no. 1 in 100-Days’ Work

Another feather has been added to the cap of Bengal as the State has recently been declared the country’s number one in 100-Days’ Work, in the aspect of convergence and livelihood augmentation, for financial year 2015-16.

This was conveyed to the State Government by the Union Ministry of Rural Development on June 2. The fact was announced to by Chief Minister Mamata Banerjee in a Facebook post.

This is not the first time though. Bengal has consistently performed very well in the 100-Days’ Work Scheme, formally known as Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme.

Another achievement, along with being overall number one, is that the districts of Nadia and Cooch Behar have won awards under different categories for performing especially well.

The way Mamata Banerjee and her Government has driven the scheme forward in the State and, as a result, brought a huge change to the rural landscape of Bengal has been acknowledged as exemplary across the country.

 
The full text of the Facebook post is given below:

Bengal does it again!

We are No.1 in the country in 100-days work on convergence and livelihood augmentation for financial year 2015-16, as per announcement of the Ministry of Rural Development, Government of India yesterday.

Also among the districts in the country for awards under various categories of 100-days work are our Nadia and Cooch Behar districts.

Congratulations and best wishes to all.

Click here to visit the page

 

১০০ দিনের কাজে ১ নম্বরে বাংলা

১০০ দিনের কাজে আর একবার সাফল্য অর্জন করল রাজ্য। ২০১৫-১৬ অর্থবর্ষে ১০০ দিনের কাজের খাতে বরাদ্দ অর্থসম্পদের যথোপযুক্ত ব্যবহার ও সম্পদ বৃদ্ধির হিসাবে দেশের সব রাজ্যকে পিছনে ফেলে এক নম্বরে পশ্চিমবঙ্গ। শুক্রবার এ বিষয়ে ঘোষণা করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।

মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে বরাবরই ১০০ দিনের কাজের খাতে বরাদ্দ অর্থ যথোপযুক্ত ব্যবহার করায় শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ। আবারও এই ঐতিহ্য বজায় রাখা সম্ভব হয়েছে।

এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফেসবুকে মুখ্যমন্ত্রী লেখেন, “আর একবার আমরা এক নম্বরে”।

মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্ট পড়তে এখানে ক্লিক করুন

 

 

 

Bengal Govt sets record in 100 Days’ Work

The Bengal Government has set a record in the 100 Days’ Work Scheme by creating 33 per cent more man-days during financial year 2016-17, the highest increase in the country. Almost 24 crore more man-days were created during the year.

Another record was the number of women employed in the scheme, set up under MGNREGA. In the last financial year, 46.46 per cent of the workforce in Bengal comprised of women.

Enthused by this record-breaking performance, the Panchayats and Rural Development Department has set a target of 23 lakh man-days for financial year 2017-18.

Most of the workers were engaged in irrigation-related work. More people are planned to be engaged in this type of work in the next financial year.

Over the last few years, the Mamata Banerjee-led Trinamool Congress Government has consistently performed well in the 100 Days’ Work Scheme and this is just the latest feather in the cap.

 

শ্রমদিবস বাড়িয়ে ১০০ দিনের কাজে ‘রেকর্ড’ গড়ল বাংলা

২০১৬-১৭ অর্থবর্ষে ৩৩ শতাংশ বেশি শ্রমদিবস তৈরী করে সারা দেশে ১০০ দিনের কাজে রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ সরকার। উল্লেখযোগ্যভাবে এই অর্থবর্ষে প্রায় ২৪ কোটি শ্রমদিবস তৈরী হয়েছে৷

নারীশক্তিরও ক্ষমতায়ন হয়েছে৷ তথ্য অনুযায়ী, গ্রামের কাজে পুরনো রেকর্ড ভেঙে এবারই বিগত বছরগুলির তুলনায় সর্বাধিক মহিলা MGNREGA প্রকল্পে কাজ পেয়েছেন৷ রাজ্যে পঞ্চায়েত ভোটের আগের বছরে নারী ক্ষমতায়নের নতুন নজির এটি৷ এবার নিযুক্ত মোট কর্মীর মধ্যে ৪৬.৪৬ শতাংশই মহিলা।

রাজ্যের সাফল্যের কারণে চলতি অর্থবর্ষে লক্ষ্যমাত্রাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে ২৩ কোটি শ্রমদিবস তৈরি করার ‘টার্গেট’ রয়েছে।

মূলত সেচের কাজে এই কর্মীদের যুক্ত করা হয়েছে৷ এবার আরও মানুষকে এই কাজে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য।

গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেস ১০০ দিনের প্রকল্পের কাজের ক্ষেত্রে ভালো পারফর্ম করছে এবং এরসঙ্গে এক নতুন পালক যোগ হল তার মুকুটে।