Kolkata best among 4 metros in quality of governance: Survey

Kolkata has ranked second among 23 major Indian cities in an annual survey that evaluates the quality of governance in cities, comfortably beating more fancied rivals like Delhi, Mumbai, Chennai, Bengaluru and Hyderabad.

Kolkata has scored over most of the other major metros in the four parameters, finishing second on empowered and legitimate political representation, third in urban planning & development, sixth in urban capacity and resources and 10th in transparency, accountability & participation.

This is the fifth year that the Janaagraha Centre for Citizenship and Democracy, a Bengaluru-based non-profit organisation, has released its report on Annual Survey of India’s City-Systems (ASICS).

The study has found that Kolkata’s per capita capital expenditure has increased steadily over the last three years and is currently around Rs 1,546. It is among the nine cities, out of the total 23, which has adhered to budget timelines as mandated by law. It is also among the 12 cities where audited financial statements are available online.

The city also performed well on parameters like credit rating, publishing e-newsletters and implementation of the double-entry accounting system. It has introduced a live e-procurement system and details on schemes and services and audited annual financial statements are available on the web.

Kolkata is also the only city that has not witnessed any municipal commissioner churn in the last five years.

 

দেশের সেরা মেট্রো শহর কলকাতা: রিপোর্ট

বেঙ্গালুরুর একটি সংস্থা জনাগ্রহ সেন্টার ফর সিটিজেনশিপ এন্ড ডেমোক্রেসি দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় আর্বান গভর্ন্যান্সের নিরিখে দেশের দ্বিতীয় সেরা শহর হিসেবে উঠে এল কলকাতার নাম। দেশের বাকি মেট্রো শহরগুলিকে – দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ – পেছনে ফেলে দিয়েছে কল্লোলিনী কলকাতা।

বেশিরভাগ মাপকাঠিতেই অন্যান্য শহরের তুলনায় এগিয়ে কলকাতা। “ক্ষমতায়ন এবং বৈধ রাজনৈতিক প্রতিনিধিত্ব” মাপকাঠিতে দ্বিতীয় স্থানে আমাদের গর্বের শহর। নগর পরিকল্পনা ও উন্নয়ন এর নিরিখে তৃতীয়, এবং আর্বান ক্যাপাসিটির নিরিখে ষষ্ঠ হয়েছে তিলোত্তমা।

সমীক্ষায় প্রকাশিত যে গত তিন বছরে কলকাতার মাথাপিছু মূলধন ব্যয় (per capita capital expenditure) অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে এই সংখ্যাটি হল ১৫৪৬ টাকা। আইন অনুযায়ী বাজেট নির্ধারিত সময়সীমা পুঙ্খানুপুঙ্খ ভাবে মানা হয়েছে কলকাতা পুরসভার তরফে। আর্থিক ও অডিটের বিভিন্ন নথিও অনলাইন পাওয়ার ব্যবস্থা আছে কলকাতাতে।

ক্রেডিট রেটিং, ই-নিউজলেটার, ডাবল-এন্ট্রি একাউন্টিং ব্যবস্থার মাপকাঠিগুলোতেও ভালো ফল করেছে কলকাতা। পুরসভার তরফে চালু হয়েছে ই-প্রকিউরমেন্ট ব্যবস্থা।

সম্মিক্ষায় উল্লেখ করা হয়েছে কলকাতা একমাত্র শহর যেখানে গত পাঁচ বছরে পৌর কমিশনার পদ নিয়ে কোনও জটিলতা হয়নি।

 

 

Opposition engaging in political pollution: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee on Friday said that a political vendetta campaign had been taken up against the Trinamool Congress by the BJP government at the Centre. “What they (the Centre) are doing is political pollution. It is political vendetta. They are scaring people with the CBI,” the Chief Minister added.

She advised business leaders to form groups and protest against any political vendetta by the Centre. “Do not be scared of the CBI so much. You pay your taxes. So why are you scared so much? You should make groups and protest against such threats,” she said.

She assured that she would be always with the businessmen. “I am always with you. But you should work for the betterment of society. Companies need to do welfare work under their corporate social responsibility (CSR) programme,” the Chief Minister said.

Speaking on development, she referred to the Metro rail construction works in the city. “I can remember that I received criticism while allocating money for those Metro rail projects. Now the work is underway.  After completion of the project, these tracks will solve the transport problems in the city,” she observed.

The Chief Minister invited the industrialists to invest in manufacturing sector. She also informed that Bengal has achieved 6 per cent growth in infrastructure development. “We have Rs 40,000 crore debt on us. But the state government has been able to provide rice for Rs 2 per kg, we treat people free of cost in government-run hospitals, we have set up 307 paediatrics units in hospitals, you can find ICCU, mother and child care hub. You can find a milk bank at SSKM hospital,” the Chief Minister noted.

“Recently, we introduced laws on clinical establishments as well as a law against ransacking of property. Everybody should remember that there are two laws. Both the parties have to be cautious about their approach,” she concluded.

 

বিরোধীরা কুৎসা করছে, যা ‘সলিউশন’ নয়, ‘পলিটিক্যাল পলিউশন’: মমতা বন্দ্যোপাধ্যায়

ভয় না পেয়ে একজোট হোন। শিল্পপতিদের এই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কিছু বললেই সিবিআই, আয়কর চলে আসবে। আমার সঙ্গে কথা বললেও আপনাদের বিপদ হতে পারে। প্রয়োজনে রাস্তায় নামুন। শিল্পোদ্যোগীদের বিভিন্ন সংগঠন রয়েছে। একজন আক্রান্ত হলে অন্যরা পাশে দাঁড়াবেন না কেন? একজন আঘাত পেলে ৫০ জন পাশে দাঁড়ান। প্রয়োজনে রাস্তায় নামুন। মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু লেডিজ স্টাডি গ্রুপ করলে হবে না। পথে নামতে হবে। বাড়ির মহিলাদের আন্দোলনের পথে নামান। আপনাদের চিন্তা কীসের? আপনারা তো নিয়ম মেনে কাজ করেন। রাজ্য সরকার যা সাহায্য করার তা তো করবেই।

শুক্রবার বেহালা চৌরাস্তার কাছে এস এল ধানুকা গার্লস হস্টেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যা নার্জি। তিনি বলেন, নির্বাচিত সরকারকে ১০টা বাধা পেরিয়ে কাজ করতে হচ্ছে। কখনও সবুজ, কখনও হলুদ বেঞ্চ, কখনও রায়, আবার কখনও সংস্থা, এটা, সেটার বাধা আসছে। এদিন নাম না করে কেন্ত্রীয় সরকারকে আক্রমণ করেন। তিনি শিল্পপতিদের বলেন, নোটবন্দীর ফলে ৩ মাস দুঃসময় গেছে। মানুষকে ঘা, গুঁতো খেতে হয়েছে। শিল্পের ক্ষতি হয়েছে। আপনারাও তা জানেন। তবে কিছু বললেই সিবিআই, আয়কর বিভাগ চলে আসবে। প্রতিবাদ করায় তৃণমূলের বিরুদ্ধে সিবিআই, আয়কর বিভাগ নেমে পড়েছে। দলের একাংশকে জেলে পাঠালে আর এক অংশ তৈরি বলে জানান তিনি। বলেন, ভয় পাই না। কেউ একটা কিছু ভাঙলে এক লক্ষ গড়ি। যে কাজ ভাল না, তা সকলের বর্জন করা উচিত। সরকার কোনও নীতি গ্রহণ করতেই পারে। তবে সবার সঙ্গে কথা বলে, বুঝিয়ে।

রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও ভাল করতে আইন আনার কাজ করেছি। তাদের কাজে নাক গলাতে চাইনি। মঞ্চ থেকে ঘোষণা করা হয় ধানুকা ধানসেরি গোষ্ঠী মহিলাদের জন্য নিউ টাউনে তাদের তৃতীয় হস্টেল তৈরি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবেশমন্ত্রী, কলকাতার মহানাগরিক শোভন চ্যাটার্জি, শিল্পোদ্যোগী সি কে ধানুকা, ভারতী ধানুকা।

বিজেপির তোলা বিভাজনের রাজনীতির অভিযোগের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেন, ৪০ লক্ষ ছাত্রী ‘কন্যাশ্রী’ প্রকল্পের আওতায়। ৩৫ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে । রাজ্যের ৮ কোটি মানুষ ২ টাকা কেজি চাল পান। কোনও তারতম্য নেই। রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা সবাই পায়। অনেকে মিথ্যে বলেন, কুৎসা করেন। এটা কোনও ‘সলিউশন’ নয়, ‘পলিটিক্যাল পলিউশন’।

তিনি বলেন, সরকারের কাজে দল হস্তক্ষেপ করে না। এ জন্য গর্বিত । তিনি জানান, রাজ্যে বিনিয়োগের জন্য পোল্যান্ড, জার্মানি , চীন, রাশিয়া আগ্রহ দেখিয়েছে। উৎপাদন শিল্প যাতে আরও বাড়ে দেখতে হবে। আস্তে আস্তে আরও শিল্প হোক। শুধু কংক্রিটের শিল্পই শিল্প নয়। একটার জায়গায় ২০টি শিল্প হোক। তিনি জানান, রেলমন্ত্রী থাকার সময় যে প্রকল্প ঘোষণা করে ছিলেন তা শেষ হবেই। বছর দুয়েকের মধ্যে মেট্রো প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে।