Improvements in paddy procurement in seven years

The State Government has brought about a lot of improvement in the procurement of paddy and in the quality control mechanism of the foodgrains bought from farmers. Storage capacity infrastructure has also undergone a sea change.

A significant step has been the institution of NEFT mechanism for directly paying farmers through account transfer against the paddy bought from them. This process has made payment easier and quicker, and for this reason, was recently taken up as a model by the Centre for implementation across all States.

The Food & Supplies Department has notched up quite a few successes in the procurement of paddy and custom milled rice (CMR) during the last seven years.

They are as follows:

Krishak Bazars also as paddy procurement centres: From kharif marketing season (KMS) 2014-15, the purchasing of paddy through Krishak Bazars has become prevalent.

Procurement centres increased: In KMS 2014-15, 46 Krishak Bazars having the required infrastructural facilities were identified as centralised procurement centres (CPC). Over just four seasons, that number was increased to 325 (in KMS 2017-18). At the same time, cooperative societies continue to function as paddy procurement centres for CMR agencies; 950 cooperative societies functioned as such for KMS 2017-18.

Farmers incentivised: In order to incentivise farmers for bringing in their paddy to CPCs, in KMS 2014-15, Rs 15 per quintal of paddy was allowed over and above the MSP of Rs 1,360 per quintal. In KMS 2017-18, it was enhanced to Rs 20 per quintal.

Electronic means introduced for procurement and payment: From KMS 2016-17, it was made mandatory to employ e-procurement software capable of recording all relevant information of the farmers as well as recording the details of transactions and payments.

From KMS 2016-17, the system of payment of the price of paddy directly to the farmers’ bank accounts through NEFT was introduced, and was made mandatory from KMS 2017-18. Significantly, electronic payment through NEFT has been recently taken up as a model by the Centre.

Participation of women’s self-help groups: Participation of women’s self-help groups (SHG) and sanghas in paddy procurement is being encouraged. Till March 2018, 300 SHGs have participated in KMS 2017-18 and have procured 31,217 metric tonnes (MT) of paddy from 9,600 small and marginal farmers.

Distress sale eliminated: As a result of the Food & Supplies Department’s procurement initiatives, no distress sale of paddy has been reported in KMS 2017-18. The market rate of paddy has increased and thus it is above MSP across the entire State.

Enhancement of storage capacity

The Food & Supplies Department has created an additional 7.85 lakh metric tonnes (MT) of storage capacity during the period of 2011 to 2018. As a result, the storage capacity has increased from just 63,000 MT in FY 2010-11 to 8.48 lakh MT in May 2017.

Moreover, the department has taken up an ambitious project for the creation of another 3 lakh MT of storage space within the next two years at a cost of Rs 500 crore. With this project, the department will achieve self-sufficiency in the storage of rice.

Quality control mechanism

In order to keep a check on the quality of the foodgrains bought from farmers and of those available in markets, the Food & Supplies Department has taken several initiatives for upgrading laboratories and constructing new ones, through the Directorate of Inspection and Quality Control (I&QC).

Quality control (QC) laboratories in Kolkata (headquarters), Krishnanagar and Bardhaman have been upgraded and modernised. Specialised laboratory furniture and modern benchtop digital refractometers have been set up in the laboratories in Kolkata and Bardhaman.

Seventy-five mini QC laboratories have been set up in government warehouses and 120 in private warehouses.

A target has been set for the construction of four more zonal QC laboratories in Siliguri, Malda, Suri and Medinipur and 15 more laboratories in the offices of district controllers of food and supplies (DCF&S).

In the agriculture sector, Bangla has been one of the best-performing States, acknowledged by the Central Government several times and awarded the Krishi Karman Award for five consecutive years. The government has ensured that not just in production but in procurement and quality control too, processes are streamlined and modern methods adopted.

People will oust BJP from power in 2019: Abhishek Banerjee

National President of Trinamool Youth Congress and MP Abhishek Banerjee today took on the BJP at a rally in Medinipur. He also countered the Prime Minister’s ‘syndicate’ allegations against the party and said Trinamool is people’s syndicate, and that the people will dislodge the BJP from power in 2019.

Highlights of Abhishek Banerjee’s speech:

  • We are not a rich party like BJP. We do not have enough financial resources. We could not erect shades at this rally venue, like the BJP did by selling the country for crores of money. Those who cannot even erect a pandal properly are dreaming of winning in Bengal. The soil of Medinipur is one of struggle and fighting. This soil does not tolerate lies. People of Medinipur have not learnt to bow down.
  • Those who have come to this rally, braving the downpour, have come here not to listen to political speeches, but with the resolve to oust BJP from Delhi in 2019.
  • The Prime Minister addressed a rally here in this venue on July 16. It was titled ‘Krishi Kalyan Samabesh’. But one could hardly spot a farmer that day. They brought people from UP, Bihar, Odisha, and 10 districts. We have the details.
  • BJP does not understand the pain of farmers. The highest number of farmer suicides occurs in Maharashtra and Madhya Pradesh. If the Prime Minister really cares for them, he should organise a farmers’ rally in these States. More than 12,000 farmers have committed suicide. Seven farmers were killed, in the same way like Nandigram, in Madhya Pradesh. Nearly 80 children died in a hospital in Gorakhpur due to lack of oxygen. More than 120 people died due to demonetisation, while waiting in queues.
  • The Prime Minister did not utter a word on development. He only uttered lies after lies. There is autocracy going on in the country. Everyday names of stations are being changed, Red Fort is being given away to private entities, Taj Mahal is being insulted. Farmer suicides are increasing. Yet, the PM and BJP President are giving bhashan.
  • The Prime Minister said, Trinamool is running a syndicate. We are a syndicate of the people. Our syndicate ended the 34-year old misrule of the Left. The syndicate brought peace of Jangalmahal and Darjeeling. In the days to come, the syndicate will dislodge BJP from power.
  • We are ready to give our lives but we will not these people dupe the people of Bengal. We will not allow communal tension in the State. We believe in Hinduism of Swami Vivekananda not that of Yogi Adityanath. Our Hinduism does not talk of divisive politics, destruction or violence. We also have devotees of Ram in our party, but unlike their Ram Bhakts, we do not organized rallies with arms. Religion for Trinamool is a unifying force, not divisive force.
  • I want to ask the BJP what they have done for Hindus? They started a project to clean the Ganga, and allocated crores of rupees, but they could not even clean a pond. They only use Hinduism for politics.
  • We are not atheists ike the CPI(M). We do not indulge in politics over religion like the BJP. They allege that Mamata Banerjee indulges in Muslim appeasement. I want to tell them, Mamata Banerjee has worked for the development of both Furfura Sharif and Dakshineshwar. She has brought a tide of development to Gangasagar as well as Tarapith.
  • The Prime Minister said Durga Puja is under threat. He does not know Mamata Banerjee has started the Bisarjan Carnival at Red Road. My advice to the BJP is to first take care of the pandal and then think of Bengal. In 2018, the pandal broke. In 2019, the government will break.
  • Our leader has fixed our target from the July 21 rally stage. Her message was 42 out of 42 in 2019, BJP finish. This should be our motto. We did not concede ground to the CPI(M), neither will we concede ground to the BJP. Let us resolve to protect the unity, culture, harmony of Bengal with our lives. Let us rid Bengal of the dirt called BJP, in a democratic way.
  • Let them fight us politically. Those who think they can win in Bengal by communally polarising the people, I want to remind them that people of Bengal cannot be brought for money. This is our Bengal, our pride.
  • They say they will win 22 seats in Bengal. We have to ensure that they don’t even win in 22 booths. A secular government will be formed in India in the coming days. That government will be for the common people, the farmers. That government will work for the progress in every sphere.
  • The only clash in Bengal will be one between 10 crore people of Bengal versus the BJP, not Hindu-Muslim clash.
  • Today is the death anniversary of Mahasweta Devi. She had a deep connection to this district. My deepest respects to her.

Soil Health Card Scheme: Towards sustainable agriculture

The Soil Health Card (SHC) Scheme is designed to provide information to farmers on soil acidity/salinity/alkalinity and nutrient content, and provide recommendations for nutrient management and the use of fertilizers. The State Agriculture

Department has been successfully implementing the since financial year (FY) 2014-15.

The data on soils is obtained after the testing of samples in government and government-accredited laboratories. The government laboratories in the state are located in Bankura, Bardhaman, Cooch Behar, Kalimpong, Kolkata (Tollygunge), Malda, Medinipur, Berhampore, Kandi, Purulia and Raiganj.

As part of the scheme, farmers are issued soil health cards (SHC) containing all soil-related information and advisories on crop-specific doses for fertilizers and micro-nutrients. SHCs are issued every three years.

Another aim of the scheme is to build capacities of staff and progressive farmers for the promotion of nutrient management practices.

The scheme is implemented in cycles of two years. During the first two-year cycle from 2015 to 2017, 13 lakh soil samples were collected and tested, and about 42 lakh SHCs generated and distributed to farmers. During FY 2018-19, a target of collecting and analysing 6.5 lakh soil samples and distributing 25 lakh SHC has been envisaged.

By maintaining data of the tests, a record of soil health may be built thus facilitating the effect of management practices on soil health. Maintaining soil health will undoubtedly increase the sustainability of farming in the future.

 

সয়েল হেলথ কার্ড প্রকল্প

 

২০১১ সালে ক্ষমতায় আসা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন কৃষিজ ক্ষেত্রে ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করা। এর জন্য দিয়েছেন কৃষিতে ব্যাপক গুরুত্ব। চাষযোগ্য জমিতে চাষ বাড়ানোর পাশাপাশি পতিত জমিকে সেচ যোগ্য করে তোলার চেষ্টাও করা হচ্ছে। এর পাশাপাশি জমির স্বাস্থ্যের যত্নও নেওয়া হচ্ছে

সয়েল হেলথ কার্ড প্রকল্প

২০১৪-১৫ সালে সয়েল হেলথ কার্ড প্রকল্প চালু করা হয় নিম্নলিখিত বিষয়গুলির ওপর নজর রেখেঃ-

  • প্রতি তিন বছরে সমস্ত কৃষককে সয়েল হেলথ কার্ড প্রদান করা।
  • ক্ষমতা উন্নয়নের মাধ্যমে মাটি পরীক্ষা কেন্দ্রগুলি শক্তিশালী করা।
  • মাটির উর্বরতা বিচার করে সেইমতো সার ব্যবহার করতে নিদান দেওয়া।
  • মাটির পরীক্ষা নির্ভর পুষ্টির ব্যবস্থাপনার প্রক্রিয়া তৈরী করা।
  • পুষ্টির ব্যবস্থাপনার কাজে চাষিদের ও কর্মীদের তৈরী করা।

কৃষি দপ্তর এই প্রকল্প সাফল্যের সঙ্গে বাস্তবায়িত করে চলেছে। এই প্রকল্প দুবছরের চক্রে হয়ে থাকে। ২০১৫-১৭ সালের প্রথম চক্রে আনুমানিক ১৩ লক্ষ মাটির নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। আনুমানিক ৪২ লক্ষ সয়েল হেলথ কার্ড, সঙ্গে শস্য বিশেষে পুষ্টি ও সার ও সঙ্গে অন্যান্য পরামর্শ সহ বিলি করা হয়ে গেছে। এর জন্য ব্যয় হয়েছে ২৮.১৯ কোটি টাকা, যার ৪০ শতাংশই দেবে রাজ্য সরকার। ২০১৮-১৯ সালে লক্ষ্য নেওয়া হয়েছে ৬.৫ লক্ষ মাটির নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার। পাশাপাশি আরও ২৫ লক্ষ কার্ড বিলির লক্ষ্য নেওয়া হয়েছে।

 

 

Bengal CM advises use of drone to spot strayed tiger

To spot the tiger that has strayed into the forests around Lalgarh in Paschim Medinipur district, Chief Minister Mamata Banerjee has advised the use of drones. The tiger has been eluding Forest Department officials for the past many days, and hence the measure suggested by the Chief Minister would be a very effective one.

Mamata Banerjee gave this advice to Forest Department officials during an administrative review meeting on March 7 in Bankura district.

The tiger has has also been spotted near Medinipur town; its pug marks have been seen in the outskirts, in Mukarta and Muchiberia villages, less than 10 km away.

The department has already placed a cage in the Chandra Range area, said the divisional forest officer (DFO) of Medinipur. Other measures include the placing of traps in Madhupur in Lalgarh, which was done on March 2.

Earlier, on February 27, the department had installed cameras after villagers complained of cattle vanishing in the area.

According to forest officials, the Royal Bengal tiger is an adult male, and that it might have strayed from Odisha’s Simlipal that is about 190 km away.

 

জঙ্গলে বাঘের খোঁজে ড্রোন ব্যবহারের পরামর্শ মুখ্যমন্ত্রীর

গাছে লাগানো ক্যামেরা তো থাকছেই, এবার রয়্যাল বেঙ্গল টাইগারের সন্ধানে ড্রোন ওড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া জেলার প্রশাসনিক বৈঠকে পশ্চিম মেদিনীপুর সীমানা বরাবর এলাকার বিডিও এবং বনাধিকারিকদের নির্দেশ দেন, প্রয়োজনে জঙ্গলজুড়ে যেন ড্রোনের নজরদারি চালানো হয়।

প্রসঙ্গত, গত ২রা মার্চ দক্ষিণবঙ্গের লালগড় জঙ্গলে প্রথম বাঘ থাকার প্রমাণ মেলে। এরপর তাকে লক্ষ্য করা গিয়েছিল ধেড়ুয়ার সিয়ারবনিতে। কিন্তু, প্রায় ৭ দিন নজরদারি করেও মেলেনি সেই বাঘের দেখা, অথচ, মিলেছে বাঘের অস্তিত্বের বহু প্রমাণ। এবার এই আতঙ্ক থেকে সাধারন মানুষকে মুক্তি দিতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগেও বিভিন্ন সময়ে দুষ্কৃতীদের সন্ধানে, চোরাচালান আটকাতে ড্রোনের নজরদারিতে এসেছে সাফল্য।

Source: Hindustan Times

 

Bengal Govt’s fourth open-air correctional home coming up in Medinipur

The Bengal Government has decided to set up the state’s fourth open-air correctional home beside the Medinipur Correctional Home. The three existing are in Lalgola, Raiganj and Durgapur.

Initially, 50 inmates will be kept at the two-storied correctional home. Each room will house two to three people. Eleven people are being hired to look after the place. The three open correctional homes currently house 200 inmates in all; the latest one would add another 50 initially.

According to the Minister for Correctional Administration, moving inmates to open correctional homes is part of the reforms process. Staying there increases their chances of getting reformed and being able to lead a good life after release. Another essential aspect of the reforms process is for inmates to be able to stay with their families, which would be allowed at the open-air correctional home later on.

The Bengal Government puts in a lot of efforts towards the welfare of correctional home inmates. From organising cultural programmes and allowing inmates to perform outside for the general public to teaching them to make items of handicrafts and other things like sanitary napkins to organising food festivals, the reforms process has been a big hit among the inmates.

Source: Anandabazar Patrika

রাজ্যে চতুর্থ ‘মুক্ত সংশোধনাগার’ মেদিনীপুরে

রাজ্যে আরও একটি মুক্ত সংশোধনাগার গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের কারা দফতর। সেটি তৈরি হচ্ছে মেদিনীপুর সেন্ট্রাল জেলের পাশেই। রাজ্য মন্ত্রিসভার ৮ সেপ্টেম্বরের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে তিনটি মুক্ত সংশোধনাগার খোলা হয়েছে লালগোলা, রায়গঞ্জ ও দুর্গাপুরে, সেখানে বন্দিদের সংখ্যা প্রায় ২০০।

কারা দফতর সূত্রের খবর, নতুন মুক্ত সংশোধনাগারে প্রথম দিকে ৫০ জন বন্দি থাকবেন। বাড়িটি হবে দোতলা। এক-একটি ঘরে দু’তিন জন থাকবেন। এটি দেখভালের জন্য ১১ জন কর্মী নিয়োগ করা হচ্ছে।

মুক্ত সংশোধনাগার কি?

‘মুক্ত জেলে বন্দিদের বন্দিদশা অনেকটাই চলে যায়, সাধারণ জেলের বন্দিরা বাইরে যাওয়ার সুযোগ পান না। মুক্ত জেলের আবাসিকেরা চাইলে জেলের বাইরে কাজে যেতে পারেন। তবে সন্ধ্যা ৬টার মধ্যে তাঁদের জেলে ফিরে আসতে হয়।

সাধারণ জেলে নতুন ও পুরনো সব বন্দিই থাকেন। কিন্তু ১৫ বছর ধরে জেলে থাকলে তবেই মুক্ত সংশোধনাগারে থাকার অনুমতি পাওয়া যায়। সাধারণ জেলে বন্দিরা কোনও নিকটজনকে সঙ্গে নিতে পারেন না। অনেক মুক্ত জেলেই পরিবার নিয়ে থাকার সুযোগ দেওয়া হয় আবাসিকদের।

মুক্ত সংশোধনাগারে থাকার সুযোগ পেলে তবেই হাতের কাজ করে উপার্জন করা যায়। অনেক বন্দি হাতের কাজ গান, ছবি আঁকা, নাটকে শিখছেন। মুক্ত জেল সংশোধন প্রক্রিয়ারই একটি অঙ্গ। যত বেশি মুক্ত জেল তৈরি হবে, বন্দিদের সংশোধিত হয়ে ওঠার সুযোগ তত বাড়বে।

Mamata Banerjee launches BJP Bharat Chhoro Andolan from Medinipur

On the 75th anniversary of Quit India movement, Mamata Banerjee today raised the slogan “BJP Bharat Chhoro” at a public meeting in Medinipur.

Mamata Banerjee said she will go for a tour of different states to garner national support for Trinamool Congress’s “BJP Quit India” movement.

“I will go to New Delhi tomorrow. On August 27, I shall attend an anti-BJP rally at Patna. On August 30, I shall visit Jharkhand that is witnessing frequent incidences of attacks over dalits,” she said at the party rally.

She said her anti-BJP movement will continue till the current Union government is unseated in the 2019 Lok Sabha elections.

“Yesterday throughout the night we saw the battle between democracy and autocracy. I am glad that finally democracy won,” she said referring to the victory of Ahmed Patel for election to Rajya Sabha from Gujarat.

She also said that in Bengal, Trinamool Congress will organise block-level programmes in support of “BJP Quit India” movement till September 5. “We will give a break during the festive season and after that again the party will go ahead in full swing with different political programmes that will continue till 2019 Lok Sabha elections,” she said.

Mamata Banerjee also took at a dig at BJP general secretary, Amit Shah, without naming him for having lunch at the residence of a dalit in north Bengal. “On the one hand, BJP will encourage atrocities on dalits and one the other their leaders will have lunch at the residence of a dalit. These two things cannot go on together,” she remarked.

The Trinamool Congress chief also described CPI(M) as a hypocrite and alleged it is a clandestine partner of BJP. “CPI(M) is a party of hypocrites that follow double-standards. When they go to the hills they speak of division of the state and in the plains they speak differently. They have clandestine understanding with BJP,” she said.

 

মেদিনীপুরে ‘বিজেপি ভারত ছাড়ো’ আন্দোলনের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিজেপি’র সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আজ থেকে শুরু হল ‘বিজেপি ভারত ছাড়ো’ আন্দোলন। চলবে আগামী ৫ই সেপ্টেম্বর পর্যন্ত। এই আন্দোলন হবে সারা বাংলা জুড়ে। আজ মেদিনীপুরের কলেজ মাঠে একটি জনসভা থেকে এই কর্মসূচীর সূচনা করলেন তিনি।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আমরা ভারত ভাগ হতে দেব না। যারা দিল্লিতে ক্ষমতায় আছেন তারা দেশটাকে ভাগ করতে চাইছে। কেউ কেউ রাজনৈতিক স্বার্থে আবার বাংলাও ভাগ করতে চাইছেন।

সিপিএম-বিজেপির কোন পার্থক্য নেই। সিপিএম এক এক জায়গায় এক একরকম কথা বলে। পাহাড়ে গেলে বলে বাংলা ভাগ করে নিতে, সমতলে থাকলে বলে আমরা ওয়াক আউট করলাম।

৩৪ বছর ধরে সিপিএম বাংলাকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। মেদিনীপুরে এখনোও মাটির নীচে কত নরকঙ্কাল পুঁতে রেখেছে তাঁর কোন হিসেব নেই। সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই কোথাও বাকি নেই ওদের অত্যাচারের। কেউ কেউ সম্পত্তি আর নিজেদের রক্ষার স্বার্থে দিল্লির নেতাদের হাত ধরেছে। বিজেপির হাত ধরে সিপিএম ভারতেও বাঁচা যাবে না, বাংলাতেও বাঁচা যাবে না।

এটা রাজনৈতিক লড়াই। গণতন্ত্রের লড়াই। সংঘাত আদর্শের, দর্শনের, চিন্তনের, মননের। ব্যক্তিগতভাবে কারো সাথে আমার কোন শত্রুতা নেই।

দলিতদের পিটিয়ে মারব, আর ফাইভ স্টার হোটেলের খাবার নিয়ে দলিতদের বাড়িতে গিয়ে লোক দেখিয়ে খেয়ে ছবি তুলব, এই রাজনীতি দিয়ে দলিতদের ভালোবাসা যায় না। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। আগামী ৩১ আগস্ট আদিবাসীদের সমর্থনে সভা করতে আমি ঝাড়খণ্ড যাব। ২৭ তারিখ বিহারে লালু প্রসাদ যাদব জি-র পাটনার সভায় যাব।

ভারত ভাগ করার খেলা আমরা করতে দেব না। ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু এটা কি হচ্ছে – যারা ক্ষমতায় থাকবে শুধু তারাই থাকবে, আর বিরোধীদের কণ্ঠরোধ করতে হবে, মুখ বন্ধ করে দিতে হবে? আজ শাসকদলের under এ ভারতবর্ষ বিপন্ন। ভারতবর্ষের গণতন্ত্র , মানুষের স্বাধীনতা বিপন্ন, মানুষের ব্যক্তিগত অধিকার বিপন্ন।

তাই আমাদের স্লোগান – বিজেপি ভারত ছাড়ো, সাম্প্রদায়িকতা ভারত ছাড়ো, অসহিষ্ণুতা ভারত ছাড়ো। আমাদের এই লড়াই চলছে, চলবে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত সব ব্লক, বুথে মিটিং-মিছিল চলবে।

কাল সারা রাত ধরে গুজরাত নিয়ে গণতন্ত্র বনাম একনায়ক তন্ত্রের খেলা হয়েছে। অবশেষে গণতন্ত্রের জয় হয়েছে; এটাই ভারতবর্ষের সহিষ্ণুতা, ভারতবর্ষের শক্তি।

জোর করে নোট বাতিল, নোট বন্দি থেকে জনগণ বন্দি, GST র নামে জনগণকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কখনো বলে এসব গরিব লোকেদের স্বার্থে করেছে। গরিব মানুষ কারা? তাদের চিনি, কেরোসিন তেল বন্ধ করে দিয়েছে, ICDS এর টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আধার কার্ড না হলে মিড ডে মিল পাবে না, ডেথ সার্টিফিকেট পাওয়া যাবে না, জিনিসপত্র কেনা যাবে না – কোন আঁধারে আমরা রয়েছি? মানুষকে জোর করে বাধ্য করছে।

কেন নোট বন্দির জন্য ভারতবর্ষের ১০০ জন প্রাণ দিয়েছে। কার দোষে এতগুলো নিরীহ মানুষকে প্রাণ দিতে হল?

আমি একটা কথা বলি বিজেপি সরকারকে, কো-অপারেটিভ ব্যাঙ্কে নোট বন্দির নামে প্রায় ৪৫ হাজার কোটি টাকা জমা হয়েছিল, সেই টাকাগুলো আজও সেইভাবে পড়ে আছে কেন? সদুত্তোর চাই। টাকাটা যদি জনগণের হয়, তাহলে জনগণের টাকায় কি করবেন সরকার? জানান। আর যদি জনগণের না হয়, সেটাও কি করবেন সরকার জানান। ৪৫ হাজার কোটি টাকার মুল্য তো কম নয়, একটা স্টেটের বাজেট হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে।

নোট বন্দির নামে বেকারি বেড়েছে, যারা বাইরে কাজ করত, ফিরে এসছে, কৃষকরা জমিতে ফসল করতে পারে নি, ১০০র ওপর লোক মারা গিয়েছে।

এই জিএসটি আমরা চাই না। আমরা বাধ্য হয়েছি আইন করতে কারণ আমাদের স্টেটের ট্রেসারির ট্রানজাকশন বন্ধ করে দিচ্ছিল।

মিষ্টির দোকানে যান, দই খেলে ২৮% ট্যাক্স, আর লস্যি খেলে ট্যাক্স নেই। বাংলার ঘিয়ে ১৪% ট্যাক্স, গুজরাতে ঘিয়ে তিন% ট্যাক্স। আমরা কারোর বিরুদ্ধে নই। কিন্তু, এটা কেন হবে?

আমরা বারবার বলেছিলাম জিএসটি নিয়ে তাড়াহুড়ো করে করতে যেও না, মানুষকে সময় দাও, বুঝতে দাও, জানতে দাও। তা না, সব বন্ধ, খুচরো বাজার বন্ধ, টেক্সটাইল বাজার বন্ধ, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আজকে প্রায়।

ওরা মানুষের মধ্যে ভাগাভাগি করে দিচ্ছে। আমরা চিরকাল সব ধর্ম সকলে একসাথে বসবাস করেছি।

একতাই সম্প্রীতি এটাই আমাদের বাংলার সংহতি। ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতবর্ষের বড় কথা।

দিল্লি থেকে এল নকল রাম, সাথে জুটল সিপিএমের বাম। বাবুরা শিখিয়ে দিচ্ছেন তরোয়াল নিয়ে রাস্তায় নামতে।

দাঙ্গার থেকে বড় শত্রু আমাদের জীবনে আর কিছু নয়।

Purba Medinipur: Surging ahead

In the last five years, East Medinipur has seen a surge of development, keeping up with other districts in Bengal. Around 85% of the people in the district are getting aid from government schemes.

 

 

 

Health and Family Welfare

  • Nandigram will be developed as a separate district
  • Four Fair Price Medicine Shops have been opened in Kanthi, tamluk, haldia and Egra. This has benefitted more than five and a half crore people in the district with a discount of Rs 11.58 crore
  • Fair Price Diagnostic Centre started in Tamluk district hospital
  • Two SNCUs opened in Tamluk and Egra hospital
  • 20 SNSUs have opened in the district. CCU opened in Tamluk district hospital
  • Multi super-specialty hospital opened in Panskura

 

Education

  • A new building has been erected in Shahid Matangini Hazra Women’s College
  • Two ITIs established in Egra-1 and Kathi-2 blocks
  • Kolkaghat Polytechnic is operational
  • More than 1.55 lakh students have received bicycles under Sabuj Sathi Scheme
  • 12 primary schools and 342 upper primary schools have been established in the last five years
  • 47 primary schools have been upgraded to upper primary schools and 157 secondary schools have been upgraded to higher secondary schools
  • Mid-day meals in all schools have led to the children becoming healthier and has reduced the number of absentees

 

Agriculture and Animal Husbandry

  • Around 6.20 lakh (97%) farmers have received Kisan Credit Cards
  • Five farmers’ markets established in Panskura-1, Nandigram, Bhagwanpur-2, and Patashpur-1A blocks
  • More than 9,000 landless families have been awarded NGNB patta
  • Due to the work done by the Fisheries department, more than 30 thousand fishermen have benefitted
  • The Animal Husbandry department has distributed more than 13.5 lakh chieckens and ducklings

 

Panchayat and Rural Development

  • In the last four-and-a-half years, more than Rs 1400 crore have been spent to create 6 crore man days under 100 days work
  • Under rural road scheme 312 km of roads have been constructed
  • More than 78,000 houses have been built under Indira Awaas Yojana
  • Under Mission Nirmal Bangla, around 1.40 lakh toilets have been built

 

Minority Welfare

  • More than 2 lakh students from minority classes have received scholarships worth Rs 30 crore
  • Around Rs 14 crore have been given to youth from minority classes to help them become self-sustained
  • More than Rs 5 crore has been spent under various MSDP schemes for development of the minority community
  • Karma Tirthas are being developed in Panskura-1, Panskura-2, Patashpur-2, and Sutahata-1 blocks

 

Backward Classes Welfare and Adivasi Development

  • Almost 47,000 students receiving assistance under the Sikshashree Scheme
  • Around 1.44 lakh SC/ST/OBC certificates have been given out

 

Women and Child Development

  • 2.25 lakh students are receiving aid under the Kanyashree Scheme

 

Khadya Sathi

  • More than 38 lakh people in the district are getting foodgrains at Rs. 2 per kg

 

Industry

  • An Industrial Growth Centre is being set up in Haldia on more than 10 acres of land, which will bring employment to more than three thousand people
  • 25 clusters have been set up in the district to aid micro, small and medium enterprises
  • Industrial Estate established in Haldia

 

PWD and Transport

  • Digha-Kolkata helicopter service has started
  • The PWD Department has taken up 130 projects out of which 94 have been completed at a cost of Rs 256 crore
  • More than 578 km of roads constructed/repaired/renovated

 

Power

  • 100% electrification of rural areas under the Shobar Ghore Alo Scheme

 

Irrigation

  • 234 km of irrigation dams have been renovated
  • Kalaghai-Kapaleshwari-Bagai canal renovated at a cost of Rs 650 crore
  • 7.5 km of the Digha-Shankarpur beach has been beautified

 

Public Health Engineering

  • 66 drinking water-related projects taken up, out which 30 have been completed at a total cost of Rs 103 crore

 

Tourism

  • Digha Gate has been constructed in a record time of just 18 months at a cost of Rs 6.5 crore
  • Watch towers set up in Didha, Shankarpur, Tajpur, and Mandarmani

 

Labour

  • Around 6.21 lakh unorganised workers receiving assistance under State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers
  • More than 22,000 transport workers registered under West Bengal Transport Workers’ Social Security Scheme
  • More than 3,000 youth receiving assistance under Yuvashree Scheme

 

Self-Help Groups

  • 7,400 self help groups created under Anandadhara Scheme
  • A total of 13 Karma Tirthas established in the district

 

Urban Development

  • Rs 175 crore have been spent on various schemes in five municipalities

 

Information and Culture

  • More than 5000 artistes are getting a retainer fee and pension at present

 

In the last five years, the Trinamool Congress Government has ensured developments in all areas across all districts. Projects have been completed covering all departments of the administration.

 

পূর্ব মেদিনীপুর জেলায় উন্নয়ন এক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই পূর্ব মেদিনীপুর জেলায়।এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৫ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

স্বাস্থ্য পরিবার কল্যান :

নন্দীগ্রামকে পৃথক স্বাস্থ্য জেলা হিসাবে গড়ে তোলা হয়েছে ।

কাঁথি, তমলুক, হলদিয়া ও এগরা হাসপাতালে ৪টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে। দীঘা মহকুমা হাসপাতালে একটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান খুব শীঘ্রই চালু হয়ে যাবে।

জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে সাড়ে ৫ লক্ষের বেশি মানুষ ১১ কোটি ৫৮ লক্ষ টাকার ছাড় পেয়েছেন।

তমলুক জেলা হাসপাতালে ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক কেন্দ্র চালু হয়ে গেছে।

তমলুক ও এগরা হাসপাতালে ২টি SNCU চালু হয়ে গেছে।

জেলায় ২০টি SNSU চালু হয়ে গেছে।

তমলুক জেলা হাসপাতালে একটি ইইঞ চালু হয়ে গেছে।

পাঁশকুড়ায় একটি নতুন মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হয়ে গেছে।

তমলুক জেলা হাসপাতালে একটি নার্সিং ট্রেনিং স্কুল নির্মিত হচ্ছে।

শিক্ষা :

শহীদ মাতঙ্গিনী হাজরা মহিলা কলেজের নতুন ভবন নির্মিত হয়েছে এবংপঠন-পাঠন শুরু হয়ে গেছে।

এগরা-১ ও কাঁথি-২ (দেশপ্রাণ) ব্লকে ২টি নতুন আইটি আই নির্মান সম্পূর্ণ হয়েছে।

পাশাপাশি কাঁথি-৩, নন্দীগ্রাম-১ ও মহিষাদল ব্লকে ৩টি নতুন আইটি আই গড়ে তোলা হচ্ছে। খেজুরি, রামনগর-১ ও চন্ডীপুরে আইটি আই গড়ে তোলা হবে।

কোলাঘাট পলিটেকনিক চালু হয়ে গেছে।

এই জেলায় প্রায় ১ লক্ষ ৫৫ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।

বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৪২টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।

সব স্কুলে মিড-ডে-মিল চলছে যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।

প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

কৃষি, ভূমি সংস্কার,মৎস্য পশুপালন :

এই জেলার প্রায় ৬ লক্ষ ২০ হাজার (৯৭%) কৃষিজিবী পরিবারের হাতে কিষাণ ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছে।

বিগত সাড়ে ৪ বছরে, ৯ হাজারেরও বেশি ভূমিহীন পরিবারকে পাট্টা প্রদান করা হয়েছে।

পঞ্চায়েত গ্রামোন্নয়ন :

বিগত সাড়ে চার বছরে ১০০ দিনের কাজে প্রায় ১৪০০ কোটি টাকা ব্যয় করে প্রায় ৬ কোটি শ্রম দিবস সৃষ্টি হয়েছে।

গ্রামীণ সড়ক যোজনায় ৩১২ কিমি রাস্তা নির্মিত হয়ে গেছে।

গত সাড়ে ৪ বছরে জেলায় ৭৮ হাজারেরও বেশি ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে।

জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে বিগত সাড়ে চার বছরে প্রায় ১ লক্ষ ৪০ হাজার শৌচালয় নির্মান সম্পূণ হয়েছে।

সংখ্যালঘু উন্নয়ন:

বিগত সাড়ে ৪ বছরে, ২ লক্ষেরও বেশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ৩০ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরও প্রায় ৫৫ হাজার ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।

এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের প্রায় ১৪ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। আরও ৪ কোটি টাকা ঋণ প্রদান করা হবে আগামী মে মাসের মধ্যে।

খজঈঙ-তে ৫ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে  বিবিধ প্রকল্প রূপায়িত করা হয়েছে।

পাঁশকুড়া-১, পাঁশকুড়া-২, পটাশপুর-২ ও সূতাহাটা-১ কর্মতীর্থ নির্মাণের কাজ চলছে।

অনগ্রসর কল্যান আদিবাসী উন্নয়ন:

প্রায় ৪৭ হাজার ছাত্র-ছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে সহায়তা পাচ্ছে।

বিগত সাড়ে ৪ বছরে, প্রায় ১ লক্ষ ৪৪ হাজার জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।

নারী শিশু উন্নয়ন:

পূর্ব মেদিনীপুর জেলায় ২ লক্ষ ২৫ হাজার ছাত্রী কন্যাশ্রী প্রকল্পে সুবিধা পাচ্ছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী – খাদ্য সাথী:

জেলায় প্রায় ৩৮ লক্ষ মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।

শিল্প:

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ২৫টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে। এর ফলে প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করা গেছে।

হলদিয়াতে ১টি শিল্প তালুক গড়ে তোলা হয়েছে।

ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় ৪৫৩০ কোটি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরও অতিরিক্ত ৬৬০ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।

পূর্ত পরিবহন :

যাত্রী সুবিধার্থে কলকাতা-দীঘা হেলিকপ্টার পরিষেবা চালু হয়ে গেছে।

বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ১৩০টি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ৯৪টি প্রকল্পের কাজ প্রায় ২৫৬ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।

জেলায় বিগত সাড়ে চার বছরে ৫৭৪ কিমি রাস্তা নির্মান/পুর্ননির্মান/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে।

বিদ্যুঅচিরাচরিত শক্তি:

সমগ্র পূর্ব মেদিনীপুর জেলায় জ্ঞসবার ঘরে আলোঞ্চ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।

সেচ:

২৩৪ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

পাঁশকুড়া-১ ও ২ ব্লক সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার মোট ১২টি ব্লকে বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রায় ২ হাজার কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদিত হয়েছে।

দীঘা-শঙ্করপুর সৈকতে ১০.৫ কিমি সমুদ্র ভাঙ্গন প্রতিরোধ ও ৭.৫ কিমি সৌন্দর্যায়ন প্রকল্প রূপায়িত হয়েছে। এই প্রকল্প রূপায়িত হওয়ার ফলে পর্যটকদের কাছে দীঘার আকর্ষণ আরও বৃদ্ধি পেয়েছে।

প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ময়না ব্লকের চন্ডিকা নদীর উপরে এজমালিচক ও শ্রীধরপুরে ২টি সেতু এবং নন্দকুমার ব্লকের প্রতাপখালি খালের উপরে দক্ষিণ-নারিকেলদা সেতুর নির্মান করা হয়েছে।

প্রায় ৪ কোটি ব্যয়ে এগরা-২ ব্লকের বালিঘাই-বারোমাইল খাল এবং দেশপ্রান ব্লকের মীর্জাপুর খালের পুনঃখননের কাজ শুরু হয়েছে।

জনস্বাস্থ্য কারিগরী:

বিগত সাড়ে চার বছরে ১০৩ কোটি টাকা ব্যয়ে ৬৬টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ৩০টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রায় সাড়ে ৪ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। আরও ১০টি জলপ্রকল্পের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।

পর্যটন:

মাত্র আঠারো মাসের রের্কড সময়ে দীঘা গেট (সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে) নির্মান করা হয়েছে।

এছাড়া দীঘা, শঙ্করপুর, তাজপুর ও মান্দারমনিতে ওয়াচ্‌ টাওয়ার, দীঘায় বিশ্ববাংলা উদ্যান, দীঘা যুব আবাসের অধুনিকীকরণ, নয়াকালী মন্দির পর্যন্ত সমুদ্র তীরবর্তী রাস্তা, দীঘা-মোহনা রাস্তা সহ মোট ৯টি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে।

আড়াই কোটি টাকা ব্যয়ে দীঘায় বিশ্ববাংলা উদ্যান-এর সমম্প্রসারন সহ গাড়ী পার্কিং ও সংশ্লিষ্ট অন্যান্য সকল পরিষেবা নির্মানের কাজ চলছে।

দীঘা-কলকাতা হেলিকপ্টার পরিষেবার সূচনা হয়েছে।

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী:

আনন্দধারা প্রকল্পে ৭৪০০টি স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরও ৩২০০টি স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।

জেলায় মোট ১৩টি কর্মতীর্থ গড়ে তোলা হচ্ছে ; এর মধ্যে ২টির নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।

বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে ৭ হাজার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৪৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

পুর নগরোন্নয়ন :

পূর্ব মেদিনীপুর জেলায় ৫টি মিউনিসিপ্যালিটি বিগত সাড়ে চার বছরে প্রায় ১৭৫ কোটি টাকা পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ৩৩০০টি বাসস্থান নির্মিত হয়েছে।

তথ্য সংস্কৃতি :

বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ৫ হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরও প্রায় ২৫০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

আবাসন :

পূর্ব মেদিনীপুর জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় সাড়ে ৮ হাজার বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে ৫ হাজার বাসস্থান নির্মিত হয়ে গেছে।

ক্রীড়া যুব কল্যান :

পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের প্রথম পর্যায়ের কাজও কাঁথিতে অরবিন্দ স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ হয়েছে।

ক্রীড়ার মান উন্নয়নে বিগত দু বছরে ক্রীড়া দপ্তর জেলায় মোট ৮২৬টি ক্লাবকে অর্থ সাহায্য করেছে।

জেলায় ১০৭টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ২ কোটি ১৪ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

স্বরাষ্ট্র :

জেলায় নতুন থানা হিসাবে কাঁথি মহিলা থানা ও হলদিয়া মহিলা থানা এবং মন্দারমণি উপকূলীয় থানা, জুনপুট উপকূলীয় থানা ও নয়াচর উপকূলীয় থানা স্থাপন করা হয়েছে।

 

 

Bengal is the destination for industries today: WB CM at Salboni

West Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated a cement plant at Salboni belonging to the Jindal Steel Works Group’s.

JSW’s cement plant marks the revival of the biggest investment proposal in Bengal since Independence -Rs 35,000 crore for an integrated steel, power and cement plant -would attract over Rs 800 crore.

The company plans to set up a 2.4 MT cement grinding unit followed by a 300 MW captive power plant at Salboni, involving a total investment of Rs 2,700 crore.

Speaking on the occasion, the Chief Minister thanked the Jindals for their initiative. “Development cannot take place by force, it needs to be done with love,” she said.

“We will set up a 300 bedded multi super hospital in Salboni in addition to an ITI & polytechnic college. This area will shine in days to come,” she added.

She said that Jindals wanted to expand their industries in Salboni but iron-ore was a problem. “There should be a national iron ore policy, it will bring about parity and ease the business process,” the CM said.

Reiterating that Jangalmahal is smiling, the Chief Minister added that Bengal is surging ahead in every sphere:

  • Gross Value Added (GVA) of India is 7.5% and that of Bengal is 10.5%
  • The increase in Per Capita Income in 2014-15 in West Bengal is 12.84% while that of India is 6.1%
  • The increase in Industry in 2014-15 in West Bengal stands at 8.34% while that of India is 5.6%
  • The growth in Agriculture, Forestry and Fishery in 2014-15 has been 6.49% while that of India is 1.1%

 

She also highlighted the social sector intiatives of the state:

  • 7.7 crore people have been brought under the Food Security Scheme. Rice & wheat is being given at Rs 2 per kg
  • There are 31 lakh Kanyashrees & around 40 lakh cycles being given under Sabuj Sathi
  • 58,000 artists will get a pension of Rs 1000 as well as opportunities in government programmes

 

She concluded her speech with the hope that lives of the local people will transform in the days to come.