KMC Budget for 2017-18 focuses on pro-people measures

Kolkata Mayor Sovan Chatterjee on presented the KMC Budget for the financial year 2017-18.

While tabling the Budget, Mayor said that the projected expenditure for the financial year was Rs 3,38,988 lakh while the income stood at Rs 3,23,050 lakh. The KMC has set a revenue target of Rs 974.11 crore in the next financial year.

The civic body has proposed an allocation of Rs 374.71 crore to the Water Supply Department for 2017-18 to continue the process of development. Mayor also proposed to allocate an amount of Rs 571.99 crore to the Solid Waste Management department for 2017-18. GPRS with vehicle tracking system including post-implementation support and maintenance for a period of five years have been initiated for monitoring 450 vehicles’ movements at major VAT points.

The proposed allotment for the 2017-18 financial year would be Rs 119.69 crore for Lighting and Electricity department, Rs 42.99 crore for parks and squares, Rs 258.33 crore for Sewerage and Drainage department, Rs 143.28 crore for Health, Rs 20.28 crore for the Social Sector and Urban Poverty Alleviation department and Rs 148.89 crore for the Bustee department.

KMC has taken up various development works including construction of roads, by-lanes and laying of drainage pipelines and other beautification works.

 

জন পরিষেবাতে জোর কলকাতা পুরসভার বাজেটে

২০১৭-১৮ আর্থিক বর্ষের জন্য পুরসভার বাজেট পেশ করলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।

বাজেট পেশ করার সময় মেয়র জানান, আগামী অর্থবর্ষে প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ ৩,৩৮,৯৮৮ কোটি টাকা আর আয়ের পরিমাণ ৩,২৩,০৫০ টাকা। আগামী অর্থবর্ষে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় ৯৭৪.১১ কোটি টাকা ধার্য করা হয়েছে।

জি পি আর এস এর মাধ্যমে শহরের পে অ্যান্ড ইউজ টয়লেট ও কমন কালেকশন সেন্টার এর অবস্থানগত তথ্য পাওয়া যায়।

২০১৭-১৮ আর্থিক বর্ষে পানীয় জল সরবরাহ খাতে বরাদ্দর পরিমাণ প্রায় ৩৭৪.৭১ কোটি টাকা। বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে জঞ্জাল সাফাইয়ে। ওই খাতে প্রায় ৫৭১.৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

২০১৭-১৮ অর্থবর্ষে আলো ও বিদ্যুতায়নের জন্য বরাদ্দ করা হয়েছে ১১৯.৬৯ কোটি টাকা। উদ্যান বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে ৪২.৯৯ কোটি টাকা, নিকাশি খাতে বরাদ্দ করা হয়েছে ২৫৮.৩৩ কোটি টাকা, স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে ১৪৩.২৮ কোটি টাকা। সামাজিক খাতে এবং নগরোন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ২০.২৮ কোটি টাকা। বস্তি উন্নয়নের জন্য বরাদ করা হয়েছে ১৪৮.৮৯ কোটি টাকা।

রাস্তা নির্মাণ, নিকাশি ব্যবস্থার সংস্কার সহ অন্যন্য সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা।

 

 

KMC to organise dengue awareness rally on Jan 7

Kolkata Municipal Corporation will organise a rally on January 7 to create awareness against dengue. This is a part of a year-long programme organised by the KMC.

This is for first time in KMC’s history when awareness campaign against dengue is being launched during winter.

The Mayor of Kolkata, Municipal Affairs minister and other MPs and MLAs along with celebrities will take part in the walk which will start from KMC headquarters on SN Banerjee Road. Invitation has been sent to people from all walks of life to take part in the awareness campaign against the dreadful disease.

Rallies will be held in all the 144 wards under KMC on that day. The Councillors will organise the rallies in their respective areas. There will be banners and posters to create awareness among the people.

KMC used to launch anti-dengue drive and campaign after the monsoon season which was considered to be the ideal breeding season for dengue bearing mosquitoes. But as the situation has changed, KMC has taken up a year-long programme to control the spread of the disease.

Dengue clinics have been set up in different parts of the city and civic health workers are visiting flats and individual houses to check underground reservoirs and overhead tanks and steps had been taken in case dengue larvae were found there.

Residents have been asked to clean the containers where water is stored at least once a week along with flower pots and vases. KMC is successful in bringing down the number of dengue cases in the areas under its jurisdiction drastically.

 

ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য ৭ই জানুয়ারী মিছিল করবে কলকাতা পুরসভা

ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে ৭ জানুয়ারি এক মিছিলের আয়োজন করবে এই কলকাতা পৌরসংস্থা।  এটি কলকাতা পুরসভা আয়োজিত বছরব্যাপী কর্মসূচির একটি অংশ।

এই প্রথমবার শীতকালে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার করবে পুরসভা যা পুরসভার ইতিহাসে আগে কখনো হয়নি।

কলকাতার মেয়র, অন্যান্য সাংসদ, বিধায়ক এবং সেলিব্রিটিরা অংশ নেবে এই কর্মসূচিতে। এটি শুরু হবে এস এন ব্যানার্জি রোডে পুরসভার কার্যালয় থেকে। সব স্তরের মানুষকে এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ওইদিন কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। কাউন্সিলররা তাদের নিজেদের এলাকায় সমাবেশের আয়োজন করবে। সেখানে ব্যানার ও পোস্টারের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে।

সাধারণত বর্ষাকালে কলকাতা পুরসভা এই সচেতনতা মূলক প্রচারের আয়োজন করে যেহেতু বর্ষাকাল এসবের প্রকোপ বেড়ে যায়। কিন্তু পরিস্থিতি বদলে গেছে, কলকাতা পৌরসংস্থা তাই বছরব্যাপী এই সচেতনতা কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে।

Govt to set up panel to decongest, beautify Posta: Mamata Banerjee

Bengal Government will set up a committee to prepare a comprehensive plan for the development of Posta in Burrabazar, Chief Minister Mamata Banerjee announced on Monday. She said this while inaugurating a Jagadhatri Puja function organised by Posta traders on Monday evening.

The committee will include the Kolkata Mayor, Trinamool MP Sudip Bandopadhyay, the commissioner of Kolkata Municipal Corporation (KMC), Kolkata’s Commissioner of Police, local MLA and 10 traders who will be selected by the local trading community. The committee will meet to prepare the master plan and submit a report within three months.

“You sit and discuss the issues and come up with a master plan to carry out comprehensive development of Burrabazar,” she said, adding “there should be proper parking places and amenities for the workers”.

She said lorries are parked in the narrow lanes and by-lanes making it difficult for other vehicles and pedestrians to enter the area. “These problems need to be addressed and only a proper planning can accomplish this,” she pointed out. “It is the place where you do business and so you need to put in efforts to beautify the area,” she added.

“There are many old buildings which have not been repaired for several years. KMC has declared them dangerous and dilapidated and given notices to the owners. But despite that people continue to reside in them, risking their lives. The owners and the tenants should sit together to resolve the matter,” she maintained.

 

পোস্তার উন্নয়নে কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

সোমবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাজ করজে আমাদের কেউ রুখতে পারবে না। কাজ নিয়ে আমি কারও সঙ্গে আপস করব না। ভিড়ে ঠাসা পোস্তায় জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পোস্তাকে ঢেলে সাজাতে হবে। পোস্তার উন্নয়ন করতে হবে। এদিন তিনি ১০ জনের একটি কমিটি গঠন করার কথা ঘোষণা করেন।

মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা কাদের কমিটিতে রাখবেন, তাদের নাম পাঠান। নগরপাল রাজীব কুমারের কাছে নামের তালিকা জমা দিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, আলোচনার সময় কোনও ঝড়গাঝাটি যেন না হয়। ভিন্ন প্রস্তাব থাকতেই পারে। মাথায় রাখতে হবে পোস্তাকে আমরা আরও ভালো করব। পোস্তায় বড় মার্কেটের প্রয়োজন। আপনারা যদি সহযোগিতা করেন, তা হলেই এ কাজ সম্ভব। সরকার আপনাদের পাশে আছে। আপনারা সবসময় আমাদের সাহায্য করেন। যখন আলুর দাম বাড়ে, তখন আপনাদের সঙ্গে আমরা আলোচনা করি।

তিনি আরও বলেন, তিন মাসের মধ্যে কমিটি করতে হবে। ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাজ দ্রুত আরম্ভ করুন। সম্প্রতি অঙ্গ প্রতিস্থাপনের সময় যে গ্রিন করিডর তৈরি করা হয়েছিল, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যদপ্তরের কাজের প্রশংসা করেন। গোটা পোস্তা জুড়ে মোট ৪৫টি সি সি ক্যামেরা বসানো হচ্ছে।

 

 

We celebrate festivals of all religion with equal importance: Mamata Banerjee

Propagating the message of communal harmony, Bengal Chief Minister Mamata Banerjee on Sunday said: “We celebrate festivals of all religion with equal importance and give significance to the feeling of the people.”

She visited Doi Ghat and Takta Ghat to greet people on Chhath Puja on Sunday evening. The state Urban Development minister, and the Kolkata Mayor and state Fire minister, accompanied the Chief Minister on the occasion.

Hundreds of people gathered at the bank of river Hooghly to offer Chhath puja. After greeting the people, Banerjee said that the state government had developed and improved the condition of the ghats on the bank of river Hooghly, which were in a dilapidated state for decades.

“We value the traditions. I visit the ghats on the day of Chhath Puja every year and we celebrate all festivals with equal importance. Durga Puja and Kali Puja are over. In December, there will be Christmas and it will also be celebrated in the state with equal pomp and pleasure,” she said, adding that this year Monday has been declared a holiday for state government employees for Chhath Puja.

The Chief Minister urged the people not to hurry unnecessarily and to reach the river bank peacefully to offer their puja. She said that the administration and the police were working to help the people.

 

আমরা সব ধর্মের উৎসব সমান মর্যাদার সঙ্গে পালন করিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আবারও সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা সকল জাতি ধর্মের মানুষকে সমান মর্যাদা দিই, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের উত্সব আমরা সমান উদ্দীপনার সঙ্গে পালন করি।”

তিনি দহি ঘাট ও তক্তা ঘাটে গিয়ে ছট পুজোর উপলক্ষে উপস্থিত জনতাকে শুভেচ্ছা বার্তা জানান।  সেখানে উপস্থিত ছিলেন রাজ্য নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র ও দমকল মন্ত্রী।

ছট পুজোর উদ্দেশ্যে হুগলী নদীর ধারে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানানোর পর মুখ্যমন্ত্রী বলেন, হুগলী নদীর দুই পাড় দশকের পর দশক ধরে জীর্ণ অবস্থায় পড়ে ছিল, রাজ্য সরকার পুরো ঘাটের সংস্কার করেন ও উন্নয়ন করেন।

“আমরা ঐতিহ্যের মর্যাদা দিই। আমি প্রতি বছর ছট পুজোর সময় ঘাটে আসি পুজো দেখতে, আমরা সকল ধর্মের সকল উত্সব সমান মর্যাদার সঙ্গে পালন করি। দুর্গা পুজো ও কালী পুজো শেষ হয়ে গেছে। ডিসেম্বর মাসে খ্রিষ্টমাস, সেটাও সমান মর্যাদার সঙ্গে পালন করা হবে।” তিনি আরো জানান, ছট পুজো উপলক্ষে সোমবার ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

তিনি আরও বলেন, “অযথা কেউ পুজো নিবেদনের উদ্দেশ্যে গঙ্গার ঘাটে যাওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে সকলে নিজের পুজো নিবেদন করুন, রাজ্য প্রশাসন ও পুলিশ তাদের সাহায্য করতে ওখানে উপস্থিত আছে।”

 

Düsseldorf keen to be sister-city of Kolkata

Kolkata Mayor Sovan Chatterjee, who is on a visit to Germay along with the Bengal Chief Minister Mamata Banerjee, today held a meeting with Giesel Thomas, Mayor of North Rhine-Westphalia and invited him to the BGBS in 2017. Chatterjee initiated a dialogue with the city of Duesseldorf for a sister city partnership. Mayor Giesel said that he would take up the matter at the next council meeting and once it is through, a formal agreement would be signed.

The Kolkata Mayor said that steps had been taken to improve the infrastructure of Kolkata by making it greener and cleaner. He mentioned that a number of measures had also been taken to ease doing business in Bengal.

Kunming, the main city of the Yunnan province in China, has a twin city arrangement with Kolkata besides Jersey City, New Jersey, United States.

 

কলকাতার ‘সিস্টার শহর’ হতে ইচ্ছুক ডুসেলডর্ফ

ডুসেলডর্ফ শহরের সঙ্গে কলকাতার মউ স্বাক্ষরের হল। উল্লেখ্য,গতকাল ডুসেলডর্ফ শহরের সঙ্গে তিলোত্তমার ‘সিস্টার সিটি’ হওয়ার বিষয়টি নিয়ে চুক্তি করেন কলকাতার মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷জার্মানি পৌঁছেই ডুসেলডর্ফের মেয়র গিজেল থমাসের সঙ্গে এক প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেন শোভন৷ আগামী বছর কলকাতায় যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে সেখানে জার্মান শিল্পপতিদের সঙ্গে নিয়ে আসার জন্য ডুসেলডর্ফের মেয়রকে আমন্ত্রণ জানান বাংলার মেয়র।

কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন কলকাতাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজায়ন করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকও করছেন তিনি৷ মেয়রের সঙ্গে আসা শিল্পপতিরাও এদিন ডুসলডর্ফে জার্মান বিনিয়োগকারীদের সঙ্গে বাংলায় যৌথ উদ্যোগে প্রকল্প বৈঠক করেন৷ মেয়রের সঙ্গে রয়েছেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, ময়াঙ্ক জালান, পার্থ ঘোষ, সুমিত বাজাজ প্রমুখ৷

চীনের ইউনান প্রদেশের প্রধান শহর কুনমিং কলকাতার সঙ্গে একটি টুইন সিটি তৈরি করতে চায়, মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সি সিটি নিউ জার্সির পাশাপাশি।

 

Bouquet of projects for the people of Kolkata

The Trinamool Congress-run Kolkata Municipal Corporation is going to gift a bouquet of projects to the people of Kolkata over the next few days.

Some of these projects, which were planned earlier, are now being wrapped up. The civic officials are also laying the foundation of a few other projects in the city.

From the augmentation of filtered water supply to the strengthening of the roads and sewerage systems, to the beautification of parks, KMC is ensuring the convenience of people in every sector.

Water

Among the developmental projects, water supply is one of the top priorities for the civic body. Within a span of 10 days, two water booster pumping stations were inaugurated by the KMC.

While the first pumping station was inaugurated in Bansdroni, the second one was inaugurated at Behala’s Parnasree.

The booster pumping station in Bansdroni will cater to large areas of Kudghat and Bansdroni while thousands living in Behala East will benefit from the booster pumping station at Parnasree.

Roads

Next in the civic body’s priority list is improvement of the city’s roads. The KMC Roads Department took up as many as 80 full-length roads or stretches of major roads for re-laying or strengthening.

Some of the major roads where strengthening (application of mastic asphalt) works are currently on include Chittaranjan Avenue, Amherst Street, Rashbehari Avenue, Ashutosh Mukherjee Road and Raja SC Mullick Road. The KMC Roads Department has also taken up the entire length of the Prince Anwar Shah Road connector to EM Bypass for repair.

Sewerage

The civic body has taken up strengthening of underground sewerage lines to combat waterlogging. The KMC Drainage and Sewerage Department has invited a national tender for procurement of sophisticated machines for de-silting of sewerage lines.

Greenery

The KMC Parks Department is also in the race. On Friday, the mayor inaugurated three machines with water sprinklers that will take care of the city’s full-grown trees and roadside plants. More such machines will be pressed into service this year, the mayor said.

Footnote

The Trinamool Congress, under the leadership of Mamata Banerjee, has been dedicated to the service of people. The continuous endeavours of the KMC to serve people are a testimony in this regard.

 

কলকাতার মানুষের জন্য একগুচ্ছ প্রকল্প

তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরসভা আগামী কয়েক দিনে এক গুচ্ছ প্রকল্প উপহার দিতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে।

এর মধ্যে বেশ কিছু প্রকল্প আগেই হয়েছে পরিকল্পিত হয়েছে, এখন সেগুলি বাস্তবায়িত হবে।  বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন।

বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, সুন্দর রাস্তা, নিকাশি ব্যবস্থা,পার্কের সৌন্দর্যায়ন সব ক্ষেত্রেই কলকাতা পুরসভা প্রতিটি ক্ষেত্রেই জনগণের সুবিধা সুনিশ্চিত করেছে।

জল

বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে জল সরবরাহ একটি অতি গুরুত্বপূর্ন প্রকল্প। ১০ দিনের মধ্যে ২টি বুস্টার পাম্পিং স্টেশন উদ্বোধন করেছে কলকাতা পুরসভা।

প্রথম বুস্টার পাম্পিং স্টেশনটি হয়েছে বাঁশদ্রোণিতে এবং দ্বিতীয়টি হয়েছে বেহালায়। বাঁশদ্রোণির বুস্টার পাম্পিং স্টেশনের মাধ্যমে বাঁশদ্রোণি ও কুঁদঘাটের অনেকটা এলাকা এবং পর্ণশ্রীর বুস্টার পাম্পিং স্টেশনের মাধ্যমে পশ্চিম বেহালার হাজার হাজার মানুষ উপকৃত হবেন।

রাস্তা

শহরের রাস্তাঘাট সাড়াইও পুরসভার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শহরের মোট ৮০টি রাস্তা সাড়াইয়ের কাজ হাতে নিয়েছে পুরসভা।

কলকাতার বেশ কিছু প্রধান রাস্তার ব্যপক পরিবর্তন হয়েছে, যেমন চিত্তরঞ্জন অ্যাভিনিউ, আমহার্স্ট স্ট্রিট, রাসবিহারি অ্যাভিনিউ, আশুতোষ মুখার্জি রোড, রাজা এস সি মল্লিক রোড ইত্যাদি। ইএম বাইপাস ও আনোয়ারশাহ সহ আরও কিছু রাস্তা মেরামত করেছে কলকাতা পুরসভা।

নিকাশি ব্যবস্থা

ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে যাতে জল না জমে থাকে। কলকাতা পুরসভার কাছে নিকাশি দপ্তর নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য অত্যাধুনিক মেশিন তৈরির জন্য আবেদন জানিয়েছে।

সবুজায়ন

কলকাতার গাছগুলোর সবুজ রঙ ও উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য নতুন উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। গাছের পাতাকে সবুজ এবং কার্বনমুক্ত রাখতে শুক্রবার নতুন পাতা ধোয়ার গাড়ির উদ্বোধন করলেন পুরসভার মেয়র শোভন চ্যাটার্জি। মেয়র আরও জানান, এই ধরনের আরও বেশ কিছু মেশিন আনা হবে এই বছরেরে মধ্যেই।

পরিশেষে

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত তৃণমূল সরকার জনগণের সেবায় নিয়োজিত হয়েছে। সব শ্রেণীর মানুষের জন্য দিন রাত কাজ করে চলেছে কলকাতা পুরসভা।

Boost for Kolkata greenery: KMC gets sprayers to clean trees

On Friday , the Kolkata Municipa Corporation (KMC) launched four carbon-removing vehicles to clean the trees.

These vehicles, which are fitted with pumps, will be used to spray water on trees and roadside plants.

Debasish Kumar, the mayor in-council member overseeing the KMC parks department, credited Chief Minister Mamata Banerjee for influencing the civic body in introducing these machines to protect and enhance greenery of the city.

“These ma chines will help carbon-soaked plants to produce more oxygen,” he added.

Mayor Sovan Chatterjee, who inaugurated the special service, narrated a story behind buying these machines.

“Once I visited a garden in the city and noticed that the garden had lost its greenery due to pollution. I decided to water the trees regularly and when I visited the place again after two weeks, I saw the garden had turned into lushy green place. I got an idea to introduce such machines for watering trees and plants to bring back their shine,” he said.

The civic body would invest Rs 2 crore to buy eight more machines in phases, the mayor added.

According to a KMC official, these vehicles will be on Kolkata streets everyday in the morning.The drivers have been assigned in contract basis.

 

Image Source

 

গাছের পাতা কার্বনমুক্ত করতে নতুন উদ্যোগ কলকাতা পুরসভার

গাছের পাতাকে সবুজ এবং কার্বনমুক্ত রাখতে শুক্রবার নতুন উদ্যোগ নিল কলকাতা পুরসভা।

পানীয় জলের গাড়িগুলিতেই জেনারেটর ও মোটর, পাইপ বসিয়ে পাতা ধোয়ার গাড়ির রূপ দেওয়া রয়েছে।

কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতাকে স্বচ্ছ-সুন্দর ও সবুজ করে তোলার জন্য এটি আর একটি পদক্ষেপ”।

তিনি আরও বলেন, “এই পাম্পগুলো গাছের পাতাকে কার্বনমুক্ত করে সেগুলিকে আরও অক্সিজেন মুক্ত করতে সাহায্য করবে”।

শুক্রবার কার্বন রিমুভার পাতা পরিষ্কারের গাড়ির উদ্বোধন করলেন কলকাতা পুরসভার মেয়র শোভন চ্যাটার্জি।

মেয়র বলেন, “কলকাতার গাছগুলোর সবুজ রঙ ও উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য আমরা এই মাশিন চালু করার কথা ঠিক করি। এই মেশিন গুলোর জন্য বরাদ্দ করা হয়েছে ২ কোটি টাকা”।

KMC plans mega water project to link north and south Kolkata

In one of the biggest water projects ever considered in Kolkata, the civic body plans to link two of its major water pumping stations through a 70-km-long pipeline, creating a ‘water grid’ that will not only end the city’s water woes in five years but also prepare it for the future.

Kolkata Municipal Corporation has submitted the proposal to the state government to be included in the AMRUT scheme. It will cost a whopping Rs 1,400 crore and ensure uninterrupted supply of filtered water to every home even in the added areas and protect groundwater from further depletion.

The plan is to link Palta waterworks near Barrackpore with the Garden Reach water treatment plant in the south-western part of the city.

Once the link-up happens, KMC can get water from Palta to supply all the ‘dry’ areas.

The new pipeline will run along EM Bypass till Garia and then travel along Tolly’s Nullah to Kudghat, where it will take a left turn to meet MG Road and finally merge with an existing line on James Long Sarani to link up with the Garden Reach network.

An added advantage of running the pipeline along EM Bypass is that the newly built Dhapa water treatment plant will also be connected with both Palta and Garden Reach waterworks.

Mayor Sovan Chatterjee is gung ho about the project and said it will be “really useful” to the city.

EM Bypass flats will get filtered water soon

Buoyed by the warm response to its pilot project on piping filtered water to some apartment complexes, Kolkata Municipal Corporation has decided to lay a dedicated water pipeline to supply filtered water from the Dhapa plant to all major complexes along EM Bypass.

In the first phase, KMC will lay a 24-inch pipeline along EM Bypass, which will be linked to all major housing complexes. In the second phase, based on applications from the cooperative societies, the civic body will install water meters in these apartments.

Mayor Sovan Chatterjee said that the civic body would definitely supply filtered water to the major housing complexes along the EM Bypass as part of a plan to ban drawing of ground water.

“We need to supply filtered water to the multistoried buildings and housing complexes. This is necessary to save city’s groundwater from being depleted,” he said.

KMC service centre on way

The KMC authorities have decided to build a citizens’ service centre adjacent to the civic headquarters on S N Banerjee Road. The construction will begin in December with an 18-month deadline in mind.

The G+ IV building will be constructed on a 12 cottah plot where the Chaplin cinema building once stood.

Once the building was complete, it would ease the pressure from the headquarters as some of the departments, like the treasury , trade licence and information technology, will be shifted to the new set up.

According to plans, the civic body will open up a whole floor for the citizens’ service centre. This centre will be modelled after some of the cash collection centres set up in different locations across the city .

“We will dedidate a 6,000 sq ft floor to the tax payers who can turn up at the new centre for paying property tax bills. Traders will also be entertained to pay their trade licence renewal fee at the new centre. Once construction is complete, we will offer a single window system for our citizens to avail of different civic services,” mayor Sovan Chatterjee said.