1000 new Matri Jaans flagged off by Bengal CM

Chief Minister Mamata Banerjee, on December 11, inaugurated 1,000 Matri Jaan ambulances for the service of people across Bengal from Kanksa in Paschim Bardhaman district, where she had gone to attend an administrative review meeting.

These ambulances are meant for transporting pregnant and lactating women, and children to hospitals, especially those staying in rural regions. With these 1,000 new Matri Jaan ambulances in service, a large area of Bengal has now been covered. Being meant for the rural populace, the cost of availing these ambulances is paid by the State Government.

The infrastructure of the new Matri Jaan ambulances has also been enhanced. A health worker would be present inside every Matri Jaan to assist the patient and the patient’s family members. Life-saving medicines would be available so that emergency medical help can be given.

 

হাজারটি নতুন মাতৃযান উপহার মুখ্যমন্ত্রীর

গ্রামের গরীব মানুষদের জন্যে বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবাতে আরও জোর দিতে চাইছে রাজ্য সরকার।

কাঁকসার বনকাঠির রঘুনাথপুর জঙ্গলমহল মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের জন্য নতুন ১০০০টি মাতৃযান চালুর কথা ঘোষণা করেন।

এই পরিষেবা বাড়ানোর পাশাপাশি এই যানগুলির পরিকাঠামো বাড়ানো হচ্ছে। একজন চালক ছাড়াও থাকবে একজন স্বাস্থ্যকর্মী। এছাড়া থাকবে জীবনদায়ী ওষুধ। মাঝরাস্তায় অসুস্থকে যাতে ন্যুনতম চিকিৎসা দেওয়া যায়, তার জন্যই এই ব্যবস্থা। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবার মাধ্যমে গ্রামের গরীব মানুষদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া হবে।

 

Source: Sangbad Pratidin