Bengal Govt to provide year-round training to farmers

The State Agriculture Department has initiated steps to ensure round-the-year training programmes for farmers at Mati Tirtha, located in the district of Purba Bardhaman.

The requirement for year-round training was felt to ensure that farmers keep getting regular updates on agricultural activities, including on the latest techniques, and are able to implement the same.

A team of senior officials from the Agriculture Department had visited Mati Tirtha on June 13 and prepared a detailed report on the sort of infrastructure required for round-the-year training of farmers.

Mati Tirtha is the permanent venue of Mati Utsav that takes place in January every year where, among other activities, Chief Minister Mamata Banerjee felicitates successful farmers from different parts of the State.

Source: Millennium Post

Soil is our inspiration, our ‘karmabhoomi’: Mamata Banerjee at Mati Utsav inauguration

Chief Minister Mamata Banerjee today felicitated 21 farmers with Mati Samman award for their extraordinary achievements in the agriculture sector, on the sidelines of Mati Utsav in Burdwan.

Mamata Banerjee had initiated Mati Utsav after coming to power to promote the agriculture sector of the state. This year it will continue from January 9 for the next five days at Mati Tirtha. This year around 116 stalls of different departments of the state government have been set up from where the farmers would get opportunity to showcase, promote and sell their produce.

Speaking on the occasion she said that the soil is “our inspiration, our karmabhoomi”. She said while Bengal started Mati Utsav in 2012, United Nations declared 2015 as the ‘International Year of the Soils’. She said, “What Bengal thinks today, the world thinks tomorrow.”

The Chief Minister announced that 14 March will be observed as Krishak Divas and ‘Krishi Ratna’ and ‘Krishi Samman’ awards will be given away on that day. Lyangcha Hub in Burdwan will also be inaugurated on that day.

The Chief Minister said, “I believe in constructive development. We must not engage in destructive politics.”

 

 

মাটি আমাদের অনুপ্রেরণা, মাটি আমাদের কর্মভুমি: মাটি উ९সবের সূচনায় মুখ্যমন্ত্রী

আজ মাটি উ९সবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কৃষিক্ষেত্রে অসাধারন নৈপুণ্যের পরিচয় দেওয়ার জন্য ২১জন কৃষককে আজ মাটি সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান শহর সংলগ্ন সাধনপুর কৃষিখামারে ‘মাটি তীর্থ কৃষি কথা’র স্থায়ী মঞ্চে ১৩০টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষিক্ষেত্রকে আরও উন্নত করতেই এই মাটি উ९সবের সূচনা করেন। আজ থেকে শুরু হয়ে আগামী ৫ দিন ব্যাপী চলবে এই উ९সব।

এবারের উ९সবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ১১৬টি বিপনন কেন্দ্র থাকবে এই উ९সব প্রাঙ্গনে যেখানে কৃষকরা সুযোগ পাবেন তাদের ফসল মানুষের সামনে তুলে ধরার ও পাশাপাশি বিক্রিরও।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • ২০১২ সালে আমরা প্রথম মাটি উ९সবের সূচনা করি, ২০১৫ সালে মাটি উৎসবের ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘ
  • বাংলা আজ যা ভাবে সমগ্র বিশ্ব তা ভাবে আগামীকাল
  • মাটি তীর্থকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলতে হবে
  • মাটি আমাদের অনুপ্রেরণা, মাটি আমাদের করমভুমি ভুমি, সংস্কৃতির ভুমি
  • চাষবাস ও কৃষিকাজে এক নম্বরে বর্ধমান
  • বাঁকুড়া, পুরুলিয়া বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে ৫০০ কোটি টাকার প্রকল্পের কাজ নিয়েছি
  • বর্ধমানে কর্মতীর্থ, কৃষক বাজার, পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে
  • বর্ধমানে কৃষি বিশ্ববিদ্যালয়, মিষ্টির হাব (ল্যাংচা হাব, মিহিদানা হাব) তৈরি হচ্ছে
  • আগামী ১৪ মার্চ কৃষক দিবসের দিন ‘কৃষি সম্মান’ ও ‘কৃষক রত্ন’ পুরস্কার দেওয়া হবে
  • আগামী ১৪ মার্চ ল্যাংচা হাবের উদ্বোধন হবে
  • আমি গঠনমূলক কাজ পছন্দ করি, ধ্বংসাত্মক কাজের পক্ষে আমি নই
  • মুরগীর মত হাঁসের পোল্ট্রি করার পরিকল্পনা রয়েছে আমাদের, এর ফলে অনেক কর্মসংস্থান হবে

 

Centre of excellence to be developed at Mati Tirtha

The state government has decided to develop a centre of excellence at Mati Tirtha in Burdwan. It may be mentioned that an Agriculture College has been set up near Mati Tirtha recently which would turn to a university in future.

Agro scientist from across the globe will be visiting the centre of excellence to take lessons. Initiatives have also been taken for better research work and facilities will be provided to students to work along with farmers in Mati Tirtha as well.

Steps will also be taken to organise regular activities in the centre of excellence in Mati Tirtha which has come up on a plot of 15 acre.

Projects starting from rain harvesting, horticulture, fishery and animal husbandry would be the topic of discussion in the centre of excellence and there will be workshops on the same on regular basis. Steps would be taken to organise training camps for farmers and an administrative building will also come up to monitor the projects in Mati Tirtha.

Mati Tirtha is a dream project of Chief Minister Mamata Banerjee and she had taken the initiative to set it up to help farmers know new methods and technologies of farming.

 

মাটি তীর্থে তৈরী হবে ‘সেন্টার অফ এক্সেলেন্স’

বর্ধমানের মাটি তীর্থে ‘সেন্টার অফ এক্সেলেন্স’ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উল্লেখ করা যেতে পারে যে সম্প্রতি একটি কৃষি কলেজ মাটি তীর্থের কাছাকাছি তৈরি করা হয়েছে যা ভবিষ্যতে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।

সারা বিশ্ব থেকে কৃষি বিজ্ঞানীরা এই কেন্দ্র পরিদর্শনে এবং প্রয়োজনীয় পাঠ নিতে এখানে আসবেন।গবেষণার জন্যও অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং মাটি তীর্থে কৃষকদের সঙ্গে শিক্ষার্থীরা যাতে একসাথে কাজ করতে পারেন সেজন্য সমস্ত সুবিধাও প্রদান করা হবে।

মাটি তীর্থের ‘সেন্টার অফ এক্সেলেন্স’ এ নিয়মিত কার্যক্রম সংগঠিত করার জন্য একটি ১৫ একরের জমি চিনহিত করা হয়েছে। ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এর আলোচনার বিষয় হবে ফসল ফলানো, উদ্যানপালন, মৎস্য ও পশুপালন ইত্যাদি এবং সেখানে নিয়মিত কর্মশালাও অনুষ্ঠিত হবে।

কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার জন্য ক্যাম্প তৈরির পদক্ষেপ নেওয়া হবে। মাটি তীর্থ পর্যবেক্ষণের জন্য একটি প্রশাসনিক ভবনও তৈরি হবে।

‘মাটি তীর্থ’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। তিনি এটি তৈরির উদ্যোগ নিয়েছিলেন যাতে চাষের নতুন পদ্ধতি এবং প্রযুক্তিতে তা কৃষকদের সহায়তা করে।