Today was the second day of Trinamool’s countrywide protests against demonetisation and political vendetta.
Trinamool MPs of Lok Sabha and Rajya Sabha held a sit-in demonstration at South Avenue for the second day. The dharna began with 2 minutes silence for the 120 people who lost their lives due to demonetisation. Several MPs – Saugata Roy, Kalyan Banerjee, Sukhendu Sekhar Roy, Kakoli Ghosh Dastidar, Sisir Adhikari, Sultan Ahmed – made short speeches highlighting the sufferings of people every hour.
A dharna was organised just three kilometres away from the office of the Central Bureau of Investigation (CBI) in Bhubaneswar. Senior Trinamool Congress leaders including Secretary General of the party Partha Chatterjee, All India General Secretary, Subrata Bakshi, Chandrima Bhattacharya and Manish Gupta attended the dharna.
Dharnas were also organised in front of CGO complex and RBI headquarters in Kolkata. They will continue even today.
Protests are being organised in Punjab, Kishanganj (Bihar), Manipur, Tripura, Assam, and Jharkhand against the note ban and the suffering that is being caused to the people.
নোট বাতিলের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদের আজ দ্বিতীয় দিন
কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নোটবাতিলের সিদ্ধান্ত ও তার ফলে সাধারণ মানুষের ভোগান্তির বিরুদ্ধে এবং কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের দেশব্যাপী প্রতিবাদী আন্দোলনের আজ দ্বিতীয় দিন।
দিল্লির সাউথ এভিনিউতে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ধর্ণা দেন। সকাল ১১টায় নোট বাতিলের ফলে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ধর্ণা। এরপর প্রত্যেক ঘন্টায় বর্ষীয়ান সাংসদরা বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, শিশির অধিকারী, সুলতান আহমেদ।
ওড়িশার ভুবনেশ্বরের সিবিআই অফিসের মাত্র তিন কিঃ মিঃ দুরে আজ ধর্ণা দেওয়া হয়। এই কর্মসূচিতে অংশ নেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সর্বভারতীয় সাধারন সম্পাদক সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, মনীশ গুপ্ত প্রমুখ।
ধর্ণা হয় কলকাতার সিজিও কমপ্লেক্স ও রিজার্ভ ব্যাংকের সামনেও। পাঞ্জাব, বিহারের কিষাণগঞ্জ, মনিপুর, ত্রিপুরা, আসাম ও ঝাড়খণ্ডেও চলবে প্রতিবাদ।