Six districts from Bengal shine in 100 Days’ Work

Bengal’s Cooch Behar district has been adjudged as one of the best districts in terms of performance under MGNREGA, better known as the 100 Days’ Work Scheme.

It was among the six districts from the State selected by the Centre for a presentation by their district magistrates, among the top-performing districts under MGNREGA in the country. Cooch Behar is also doing well in livelihood programmes.

The other five are Jhargram, Bankura, Purba Medinipur, Paschim Medinipur and Jalpaiguri.

It may be mentioned that Bengal generated a total of 2821.72 man-days, which is 13.94 per cent of the total number of man-days covering all the states. With respect to the expenditure incurred (as a result of the payments for the work done, mostly by people in the rural regions of the state), the amount is Rs 7,35,231.98 lakh, which is 13.06 per cent of the total expenditure of all the states.

Source: Millennium Post

100 Days’ Work: Bengal much ahead of the rest

Bengal is the best when it comes to the MGNREGA scheme, commonly known as the 100 Days’ Work Scheme, according to the latest official data of the Union Government.

In reply to a question asked in the Rajya Sabha, dated March 3, 2018, as on February 24, Bengal is the leading state in terms of the number of man-days generated and consequently, in terms of the total expenditure for the scheme.

Bengal generated a total of 2821.72 man-days, which is 13.94 per cent of the total number of man-days covering all the states. With respect to the expenditure incurred (as a result of the payments for the work done, mostly by people in the rural regions of the state), the amount is Rs 7,35,231.98 lakh, which is 13.06 per cent of the total expenditure of all the states.

 

১০০ দিনের কাজে দেশের সেরা বাংলাই

কেন্দ্রীয় রিপোর্টে ১০০ দিনের কাজে সেরার স্বীকৃতি মিলল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। প্রশংসিত হল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। আজ রাজ্যসভায় একটি প্রশ্নের জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রক লিখিত ভাবে জানিয়েছে, একশো দিনের কাজের প্রকল্পে গত আর্থিক বছরে বরাদ্দ টাকা সমস্ত রাজ্যের মধ্যে সবচেয়ে বেশী খরচ করতে পেরেছে পশ্চিমবঙ্গ। এই প্রকল্পের অধীনে সবচেয়ে বেশী শ্রমদিবস তৈরি করার ক্ষেত্রেও শীর্ষে রয়েছে রাজ্য।

একশো দিনের কাজের পাশাপাশি কন্যাশ্রী প্রকল্প, গ্রামীণ সড়ক, আবাসন, মহিলা স্বনির্ভর যোজনার মতো বিষয়গুলিতেও রাজ্য প্রশাসনের সাফল্যকে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, “শুধুমাত্র কেন্দ্র নয়, ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংগঠনগুলি থেকেও পশ্চিমবঙ্গের কাজ প্রশংসিত হচ্ছে। সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছেন, গ্রামীণ যোজনাগুলির ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে। ধারে-কাছে কেউ নেই। সেটা শৌচাগার নির্মাণই হোক অথবা মহিলাদের স্বনির্ভর করা।”প্রসঙ্গত, ইউপিএ জমানাতেও তৎকালীন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী একাধিক চিঠিতে এই দপ্তরের কাজের প্রশংসা করেছিলেন।

তৃণমূল সাংসদ একটি লিখিত প্রশ্নে গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে জানতে চান, ‘মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প’(মনরেগা)-এ বরাদ্দ অর্থ কোন রাজ্য কতটা খরচ করতে পেরেছে? পশ্চিমবঙ্গের অবস্থান এ ক্ষেত্রে কোথায়? জবাবে মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রত্যেকটি রাজ্যের খরচের বিস্তারিত হিসাব দেন। ২০১৭ থেকে ২০১৮ (২৪ ফেব্রুয়ারি পর্যন্ত) সময়সীমায় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ খরচ করেছে ৭ হাজার ৩৫২ কোটি ৩১ লক্ষ টাকা, যা দেশের সর্বোচ্চ।

Sanitation Campaign – Bengal leads among States

In a video conference held earlier today with all the States, Government of India announced that West Bengal was the best among all in the sanitation campaign.

In a Facebook post, West Bengal Chief Minister Ms Mamata Banerjee wrote: “We had constructed 8.47 lakh toilets last year, the highest in the country. This year, till now, we have done 3.22 lakh, which again is the highest.”

She also said, “Our expenditure in 100-days work in 2014-15 was Rs 4009.76 Cr, highest in the country. We created 16.7 Cr person days, 2nd highest in India.”

We are committed to do our best for Bengal. My best wishes to everyone, WB CM said.