Bengal Govt to operate small aircraft to improve regional connectivity

The State Transport Department, in collaboration with private airlines operators, has decided to operate small aircraft to increase regional connectivity.

The aircraft will be operated from Kolkata to Andal, Cooch Behar, Bagdogra, Malda and other small airports. Each aircraft will have seating capacity of 10 to 25 people. Among the airports, Bagdogra, Balurghat and Cooch Behar have been renovated by the government for operating small aircraft.

The State Government has also decided to spend Rs 300 crore for infrastructure development of Kazi Nazrul Islam Airport in Andal near Durgapur including better sewerage and drainage system, transport system as well as for providing better services to air passengers.

আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে সরকার চালাবে ছোট বিমান

 

রাজ্য পরিবহণ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বেসরকারি বিমান সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে সরকার চালাবে ছোট বিমান।

এই বিমান চলবে কলকাতা থেকে অন্ডাল, কোচবিহার, বাগডোগরা, বালুরঘাট, মালদা ও অন্যান্য ছোট বিমানবন্দরে। প্রতিটি বিমানে থাকবে ১০ থেকে ২৫ জনের বসার জায়গা। এই কারণে, বাগডোগরা, বালুরঘাট, কোচবিহার বিমানবন্দরগুলির সংস্কার করা হয়েছে।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুরের নিকটস্থ অন্ডাল বিমানবন্দরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য ৩০০ কোটি টাকা ব্যয় করবে।
Source: The Statesman

Centre must not discriminate between states in providing relief funds: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today surveyed the flood-affected districts of North Bengal, even wading through some of the submerged areas in a bid to feel the suffering of the people. She spoke to some affected villagers and prioritised relief measures. Later, she spoke to the media at the Malda Municipality headquarters.

 
Excerpts from the media interface

 

 

The floods have taken place due to the release of water by the DVC and Farakka Barrage. The state of the reservoirs and river beds has become such that people are getting hit more by the release of water rather than by rains.

 
Necessary steps

I have discussed the situation with the district officials. They as well as the State Government are monitoring the situation. These measures have to be followed:

  • It is necessary to stand by the people in their hour of need – to shelter them, to look after their needs.
  • After the flood waters recede, primary healthcare centres, hospitals, tube-wells and schools need to be cleaned on a priority basis.
  • Authorities have to be alert to combat water-borne diseases.
  • The State Government will reconstruct affected schools, colleges, bridges, agricultural land and betel leaf plantations.

 

The floods have occurred due to the abnormal rise in water levels. The Centre should see to it that dredging is done properly. Bengal has become like a boat. Neither the Farakka Barrage nor the reservoirs under the DVC are dredged.

There is no water during the summer and during the monsoon it is the opposite – an excess of water. I am not in favour of submerging people by building dams and releasing water when they cannot hold it. But then everyone should be careful. We want to maintain good relations with everyone. Let everyone be happy. It is everyone’s duty to stand by the affected people.

 
About the destruction due to floods

Till date, 152 people have died due to floods in the State this year. This is not a small number; it is a very unfortunate situation. Almost 1.5 crore people have been affected all across the State. The State Government does not delay in conveying aid, it is trying its best. About four lakh tents have been distributed; more are being provisioned for distribution. There is enough aid material. We are not stingy about distributing them. Many speed boats are also operating in the flooded areas for distributing relief. The floods have caused losses totalling almost Rs 14,000 crore in 11 districts of the State.

 
On Central Government aid

The Central Government has provided aid packages worth Rs 2,000 crore each to Gujarat and Assam. All states must get Central aid. Bengal has been less affected by floods than Gujarat and Assam. We would send a detailed report and expect the help which is needed. I have also written to the Prime Minister a few times regarding the erosion of the Ganga’s banks but no actions have been taken.

 

 

বন্যায় প্রায় ১৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জলে নেমে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের সঙ্গে কথাও বলেন। এরপর মালদার পৌরভবনে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

বন্যা হচ্ছে নদীর জল ছাড়ার কারণে। দক্ষিণবঙ্গে যখন বর্ষা হয়েছিল তখন ডিভিসির ছাড়া জলে অধিকাংশ লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারতের নদীর গতিপথ এমন হয়েছে যে এখানেও প্রাকৃতিক দুর্যোগের জলের থেকেও নদীর জল বেড়ে গিয়ে বন্যা হয়েছে। কারণ নদীর নীচ থেকে জল ওঠে।

এই অবস্থায় আমাদের করনীয়ঃ

এই সব জেলার আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছি। ওনারাও মনিটারিং করছেন।  ওখান থেকেও আমরা অনবরত মনিটারিং করছি।

  • মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে। মানুষকে আশ্রয় দেওয়া, তাদের সুবিধা-অসুবিধা দেখা
  • বন্যার পর প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল, নলকূপ, স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
  • বন্যার পর জল বাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। সেসব দিকে নজর রাখতে হবে।
  • বাড়িঘর, স্কুল-কলেজ, রাস্তা, সেতু, চাষের জমি, পানের বরজ নষ্ট হয়েছে সেগুলো সরকার দায়িত্ব নিয়ে করে দেবে।

 

নদীর জল বেড়ে গিয়ে বন্যা হয়েছে, এগুলি প্রাকৃতিক ব্যাপার। কেন্দ্রের দেখা উচিত, ভালো করে ড্রেজিং করা উচিত। বাংলা একটা নৌকার মত। ফরাক্কা, DVC কিছুরই ড্রেজিং হয় না।

গরমকালে জল পাওয়া যায় না আর বর্ষাকালে বাঁধ ভেঙে দিয়ে ডুবিয়ে দেওয়া হয়। বাঁধ কেটে অন্য কাউকে ডুবিয়ে দেওয়ার পক্ষে নই আমি। তেমন বাকিদেরও খেয়াল রাখতে হবে তাদের সবার একটা সীমানা আছে। আমরা সকলের সঙ্গে ভালো সম্পর্ক maintain করে চলি। সবাই ভালো থাকুক। সকলেরই কর্তব্য মানুষের পাশে থাকা।

বন্যায় ক্ষয়ক্ষতি প্রসঙ্গেঃ

বন্যায় এখনও পর্যন্ত ১৫২ জন মারা গেছেন। সংখ্যাটা কম নয় – এটা খুবই দুঃখজনক। সব জেলা মিলিয়ে প্রায় দেড় কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। সরকার ত্রাণ নিয়ে অবহেলা করে না, সরকার তাদের সাধ্যমতো সাহায্য করছে। প্রায় ৪ লক্ষ ত্রিপল দেওয়া হয়েছে। আরও মজুত করা আছে। ত্রাণ পর্যাপ্ত আছে। ত্রাণ দিতে আমরা কার্পণ্য করি না। বন্যায় প্রায় ১৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, প্রায় ১১ টি জেলা ক্ষতিগ্রস্ত। অনেকগুলি স্পিড বোট দেওয়া হয়েছে।

কেন্দ্রের সাহায্য প্রসঙ্গেঃ

কেন্দ্রীয় সরকার আসাম, গুজরাতকে ২০০০ কোটি টাকা করে প্যাকেজ দিয়েছে, আমি চাই সব রাজ্যই পাক। গুজরাট, আসামের চেয়ে বাংলা বন্যায় কম ক্ষতিগ্রস্ত নয়। আমরা আমাদের সম্পূর্ণ রিপোর্ট পাঠাবো এবং আশা করব আমরা আমাদের ন্যায্য পাওনা পাব। গঙ্গার ভাঙন নিয়েও কয়েকবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, কিন্তু এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

 

 

Malda mangoes to be exported under Bengal Govt patronage

The famous mangoes of Malda are soon going to be exported, from June 10, in fact. The Malda District Horticulture Department has made all the preparations for the fruits to be exported.

Dubai would be the first destination, followed by Abu Dhabi, South Korea, Australia, etc. – to seven countries in all. Some European countries are also included in list of exporting destinations.

It should be mentioned that Chief Minister Mamata Banerjee, during an earlier visit to Malda, had announced that mangoes from the district would be exported. The efforts have now come to fruition.

Among the varieties of mango to be exported are laxman bhog, gopal bhog, himsagar and fajli. According to district officials involved in the process, because there has been a good crop this year, at least 3 lakh metric tonnes would be exported.

 

রাজ্য সরকারের উদ্যোগে মালদহের আম পাড়ি দিল বিদেশ

জুন মাসের ১০ তারিখ থেকে রাজ্য সরকারের উদ্যোগে মালদহের আম পাড়ি দিল বিদেশে। মালদা জেলা উদ্যানপালন দপ্তর এই জন্য প্রয়োজনীয় সব বন্দোবস্ত কাজ করে নিয়েছে।

প্রথমে যাবে দুবাই, তার পর ক্রমে আবুধাবি, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াতে। সব মিলিয়ে মোট সাত’টি দেশে রপ্তানি করা হবে আম। কয়েকটি ইউরোপীয় দেশেও পাঠানো হবে।

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী এর আগে তাঁর মালদা পরিদর্শনে এই রপ্তানির কথা ঘোষণা করেন। তাঁর উদ্যোগ ইতিমধ্যেই ফলপ্রসু হয়েছে।
যেসব ধরনের আম রপ্তানি করা হবে, সেগুলি হল, লক্ষণ ভোগ, গোপাল ভোগ, হিমসাগর ও ফজলি। এই রপ্তানিতে জড়িত দপ্তরগুলির জেলা আধিকারিকরা জানিয়েছে, যেহেতু এবছর আমের ফলন ভালো হয়েছে, এবার রপ্তানি করা হবে ৩ লাখ মেট্রিক টন।

 

 

 

 

Youth and students must counter the BJP’s false propaganda on social media: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee targeted the BJP for running false propaganda on social media. She said that BJP runs propaganda campaigns by spending crores of rupees using fake profiles and fake photographs.

She said: “A few weeks ago, a Union Minister spread the false news that ‘mangal aarti’ has been stopped in Dakshineswar. They spread pictures of Bangladesh saying violence is being spread in Bengal. Will they pay if I file a defamation suit? During Ganga Sagar Mela, they spread false news of stampede using fake images.”

When she asked the students present at the rally whether Saraswati Puja was banned in Bengal, they gave a resounding ‘no’ for an answer. She advised the students, youths and the intellectuals to counter the BJP’s false online propaganda.

 

সোশ্যাল মিডিয়ায় বিজেপির কুৎসা ও অপপ্রচাররের বিরুদ্ধে ছাত্র ও যুবদের সরব হতে হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

সোশ্যাল মিডিয়ায় বিজেপি যে কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে তার নিন্দা করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি টাকা খরচ হচ্ছে। তার মধ্যে বেশিরভাগই বেনামী অ্যাকাউন্ট।

তিনি বলেন, “কয়েক সপ্তাহ আগে একজন কেন্দ্রীয় মন্ত্রী বললেন দক্ষিণেশ্বরের মঙ্গল আরতি নাকি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের ছবি দেখিয়ে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। গঙ্গাসাগর মেলার সময় ওরা মানুষের পদপিষ্ট হওয়ার মিথ্যে খবর ছড়িয়েছিল”।

যখন তিনি ছাত্রছাত্রীদের প্রশ্ন করেন বাংলার সরস্বতী পুজো নিয়ে ওরা যে মিথ্যে প্রচার চালাচ্ছে তা সত্যি কিনা, ছাত্রছাত্রীরা উত্তর দেয় ‘না’। তিনি ছাত্র-যুব সকলের কাছে আবেদন করেন ডিজিটাল মিডিয়ায় বিজেপির কুৎসার বিরুদ্ধে সরব হতে।

 

Bengal Cabinet gives nod to two new police stations

The state government has decided to set up two new police stations in Malda and Birbhum. The decision has been taken in the Cabinet meeting headed by Chief Minister Mamata Banerjee on Wednesday in the state secretariat, Nabanna.

The decision has been taken to set up a new police station in Malda by bifurcating the jurisdiction under Kaliachak police station. The new police station that would be set up will be named as Mothabari police station. Jurisdiction of another new police station that will come in Birbhum will be created by bifurcating the area of Mayureswar police station. The new police station will be named as Mallarpur police station.

The decisions related to giving land to different organisations for setting up different utilities have also been taken in the Cabinet meeting on Wednesday. Around 10 cottah land will be given to the Pollution Control Board to set up their divisional office in Asansol. Around 2.56 acres of land in Kashberia and Tentulberia Mouza will also be given to India Power Corporation Haldia Limited to set up a power station. The land will be given in a lease for 30 years.

It has also been decided to recruit 969 contractual workers in the transport corporations to ensure better bus services.

 

মালদা ও বীরভূমে নতুন দুটি থানা গঠনে সম্মতি দিল রাজ্য মন্ত্রীসভা

বুধবার নবান্নে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত হয় যে মালদা ও বীরভূম জেলায় আরও দুটি নতুন থানা তৈরী করা হবে।
মালদা জেলার কালিয়াচক থানা ভেঙে তৈরী হবে মোথাবাড়ি থানা। একই ভাবে বীরভূম জেলার ময়ূরেশ্বর থানা ভেঙে তৈরী করা হবে মল্লারপুর থানা।
মন্ত্রীসভার বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে জনপরিষেবা প্রদান করার জন্য বিভিন্ন সংস্থাকে জমি প্রদান করা হবে। আসানসোলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে তাদের অফিস নির্মাণের জন্য ১০ কাঠা জমি দেওয়া হবে। কাশবেড়িয়া ও তেঁতুলবেড়িয়া মৌজার অন্তর্গত ২.৫৬ একর জমি ৩০ বছরের লীজে দেওয়া হবে ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন হলদিয়া লিমিটেডকে। তারা ওখানে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে।
জনগণকে আরও উন্নত বাস পরিষেবা দেওয়ার লক্ষ্যে ৯৬৯ জন অস্থায়ী কর্মী নিয়োগ করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে মন্ত্রীসভার বৈঠকে।

 

Trinamool gains ascendancy in Maldah, Jalpaiguri Zilla Parishads

The Zilla Parishads in Maldah and Jalpaiguri came under the control of Trinamool on Monday.

In Maldah Zilla Parishad, eight Left Front members, along with six Congress and two Samajwadi Party members joined TMC at a function at the party’s headquarters at Trinamool Bhavan. Current strength of Trinamool in the Zilla Parishad thus became 22 out of a total 37.

In Jalpaiguri , six Left Front members joined Trinamool thus taking the party’s tally to 10 in the 19 member Zilla Parishad.

Opposition leaders in the State are joining Trinamool to become a part of the surge of development initiated by Mamata Banerjee in the Bengal.

 

মালদা ও জলপাইগুড়ি জেলা পরিষদ এল তৃণমূলের দখলে

সোমবার মালদা ও জলপাইগুড়ি জেলা পরিষদ এল তৃণমূল কংগ্রেসের দখলে।

সোমবার তৃণমূল ভবনে একসঙ্গে বামেদের আটজন, কংগ্রেসের ছয়জন এবং সমাজবাদী পার্টির দু’জন মিলিয়ে মোট ১৬ জন মালদা জেলা পরিষদ সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন৷ এর ফলে সেখানে মোট ৩৭টি সদস্যের জেলা পরিষদের মধ্যে ২২ জন সদস্য তৃণমূলের।

জলপাইগুড়ি জেলা পরিষদে ৬ জন বাম সদস্য তৃণমূলে যোগদান করলেন। এর ফলে ১৯ জন জেলা পরিষদ সদস্যের মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা হল ১০।

বিরোধী দলের নেতারাও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের শরিক হতে চলেছেন।

 

WB CM to visit north Bengal today

West Bengal Chief Minister Mamata Banerjee will start for north Bengal to hold the administrative review meeting of three districts – Malda, North and South Dinajpur.

The administrative review meeting of the three districts will be held at Islampur in North Dinajpur on Tuesday.

The West Bengal Chief Minister will leave the city on Monday evening for Bagdogra from where she will go to Sukana and the next day she would head towards the venue of the administrative review meeting.

After the meeting, she would be returning to Siliguri from Islampur. The Chief Minister will return to the city on August 24. The meeting is a crucial one as she will take stock of three districts at a time.

Like all other administrative review meetings, the Chief Minister will be discussing on the present status of progress of different projects and at the same time the projects those will be taken up for an overall development of the districts will also be discussed.

The Chief Minister will be inaugurating several projects and lay stone of some after the administrative review meeting on Tuesday. An elaborate security arrangement has been made to ensure that no untoward incident takes place in the area in the next two days.

 

আজ উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী

উন্নয়নে আরও গতি আনতে আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের তিন জেলায় – মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে চোপড়ার সোনাপুর মহাত্মা গান্ধী হাইস্কুল প্রাঙ্গণে তিন জেলার প্রশাসনিক পর্যালোচনা সভা হবে। সময় বিকেল তিনটে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে যেখানে তিনি শুকনা যেতে হবে এবং পরের দিন তিনি প্রশাসনিক পর্যালোচনা সভার ভেন্যু দিকে আগাইয়া হবে বাগডোগরা জন্য সোমবার সন্ধ্যায় শহর ছেড়ে চলে যেতে হবে.

এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রী সেখান থেকে তিনি যাবেন শুকনায় এবং পরের দিন তিনি প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি ইসলামপুর থেকে শিলিগুড়ি ফিরবেন। আগামী ২৪ আগস্ট মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরছেন।

সব অন্যান্য প্রশাসনিক পর্যালোচনা সভা মতো মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বর্তমান অবস্থা এবং ঐ জেলার  সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। বৈঠকে বিভিন্ন কাজের খতিয়ান পর্যালোচনার পাশাপাশি উত্তরের উন্নয়নে বেশ কিছু নয়া প্রকল্পের সূচনা ও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। বৈঠক শেষে বেশ কিছু ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

 

 

Malda: Development reaches every corner of the district

As experienced in the rest of West Bengal, there has been unprecedented development in Malda district over the last four-and-a-half years.

For the benefit of people from North Bengal, the Trinamool Congress-led government has established a branch secretariat of the State Government in North Bengal, named ‘Uttarkanya’. Along with other departments, pension, provident fund and group insurance branch offices have started operations here.

 

Health and Family Welfare

  • 4 fair-price medicine shops set up in Manikchak, Chanchal and Silampur Hospitals and in Malda Medical College and Hospital
  • As a result, more than 8 lakh people have benefitted to the tune of Rs 10.56 crore
  • Fair-price diagnostic centre started in Malda Medical College and Hospital
  • Sick newborn care unit (SNCU) started in Malda Medical College and Hospital
  • 18 sick newborn stabilisation units (SNSUs) started in the district
  • Critical care unit (CCU) in Malda Medical College and Hospital
  • High-dependency unit (HDU) has been started in Chanchal subdivisional hospital
  • Mother & Child Care Hub (MCH) being built in Malda Medical College and Hospital

 

Education

  • 2 industrial training institutes (ITIs) established in Kaliachak-III and Chanchal-II blocks
  • SN Bose Government Polytechnic College established in Ratua
  • Rs 20 crore sanctioned for the advancement of Gour Banga University
  • More than 1.26 lakh students given bicycles under the Sabuj Sathi Scheme
  • 56 primary schools and 242 upper primary schools established
  • 3 primary schools upgraded to the upper primary level and 83 secondary schools to higher secondary
  • Mid-day meals being provided in all schools in the district
  • Separate toilets constructed for boys and girls in every school in the district

 

Agriculture, Land Reforms, Fisheries, Animal Resources Development

  • 12,000 landless families given patta under Nijo Griha Nijo Bhumi (NGNB) Scheme
  • Kisan Credit Cards (KCC) distributed to almost 100% of the families dependent on agriculture
  • 5 Krishak Bazaars set up in Chanchal, Bamangola, Old Malda, Kaliachak-III and Habibpur blocks
  • Fruits and vegetables being preserved by applying Fruwash technology
  • Fishery projects worth Rs 35 lakh, benefitting
  • Animal Resources Development Department has distributed 9 lakh ducklings and chickens among numerous self-help groups

 

Panchayat and Rural Development

  • In 100 Days’ Work Scheme, Rs 551 crore spent to create 2.83 crore man-days
  • 272 km of rural roads built
  • State Government has facilitated the building of more than 22,000 houses under Indira Awaas Yojana
  • 1.94 lakh toilets built under Mission Nirmal Bangla

 

Minorities’ Development

  • 7.21 lakh minority students handed out scholarships worth Rs 132 crore
  • Rs 68 crore worth loans provided to minority youths to create opportunities for self-employment
  • Rs 168 crore spent on Multi-Sectoral Development Programme (MSDP) for the development of minorities
  • Karma Tirtha marketing hub built in Ratua-I block which is mostly inhabited by the minorities; two more built in Ratua-II and Englishbazar (Narhatta) blocks

 

Backward Classes and Adivasi Development

  • Almost 63,000 students getting benefit under the Shikshashree Scheme
  • About 2.31 lakh SC/ST/OBC certificates handed over

 

Women and Child Welfare

  • More than 1.88 lakh girl students in the district brought under Kanyashree Scheme

 

Khadya Sathi

  • Food security: Almost 34 lakh people getting foodgrains at Rs 2 per kg
  • 4.28 lakh children aged 0-6 years and 3.67 lakh mothers taken care of by 5,500 anganwadi centres
  • The number of malnourished children has reduced by 40%, and acutely malnourished children, by 69%

 

Industry

  • Phase I and II of Industrial Growth Centre built in Malda
  • 21 micro, small and medium enterprise (MSME) clusters set up
  • More than Rs 4,500 crore worth bank loans provided to MSMEs
  • An Information Technology (IT) Park being built in Malda

 

PWD and Transport

  • 131 projects completed by the PWD Department at a cost of Rs 223 crore, benefitting 21 lakh people
  • 303 km of roads built/re-built/widened/improved
  • The projects for the betterment of roads in the district include those for the Paharpur-Swarupganj road, Maltipur-Chandrapara road and Kaliachak-Golapganj road
  • Foodgrains being procured from farmers at a price higher than the minimum support price (MSP)

 

Power

  • Under the Sabar Ghore Alo project, 100% of rural electrification work has been completed

 

Irrigation

  • 207 km of irrigation dam conservation work completed
  • Irrigation projects, including those under the Rural Infrastructure Development Fund (RIDF) and the Accelerated Development of Minor Irrigation (ADMI) projects, have helped to build 560 small irrigation schemes
  • 4,832 hectares of agricultural land have come under irrigation

 

Public Health Engineering

  • 50 water projects worth Rs 123 crore completed, benefitting 4 lakh people

 

Tourism

  • Son-et-lumiere projects at the historical site of Barduari Soudha in Gour block, and at those in Adina and Pandua
  • First phase of the Kendpur-Jagjivanpur road project over
  • Rs 2.15 crore allocated for the archaeological museum at Jagjivanpur Baudh Vihar set to improve tourism in the district
  • Extension of Malda Museum completed

 

Labour

  • About 3.13 lakh unorganised workers have been registered under State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers (SASPFUW), about 2.17 lakh construction workers under Building and Other Construction Workers Welfare Act (BOCWA) scheme and about 22,000 transport workers under West Bengal Transport Workers’ Social Security Scheme (WBTWSSS).
  • 4,500 youths receiving unemployment allowance under the Yuvashree Scheme

 

Self-Help Groups and Schemes

  • More than 2,500 self-help groups (SHGs) set up under the Anandadhara Scheme
  • 50 families in Bamangola block, and 200 families in Chanchal-I and Chanchal-II blocks, provided livelihood through small poultry farms
  • More than 6,000 projects, worth Rs 34 crore, sanctioned under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa
  • 19 Karma Tirtha, involving various departments, being built

 

Urban Development

  • The two municipalities in Malda district have executed development projects costing more than Rs 300 crore
  • Almost 1,400 homes built for the urban poor

 

Housing

  • 7,000 homes built under Gitanjali and other schemes

 

Information and Broadcasting

  • Around a thousand folk artistes getting retainer fees and pensions

 

Youth Affairs and Sports

  • Rs 12 lakh provided for building 6 multi-gym centres
  • Malda DSA stadium and Brindabani Maidan in Malda renovated
  • Satya Chowdhury Indoor Stadium in Englishbazar nearing completion

 

Police

  • Englishbazar Women Police Station and Pukuria Police Station established

 

North Bengal Development

  • North Bengal Development Department has given shape to many development projects in the Malda district. These include conservation of the left bank of Fulahar River, construction of asphalt roads from Sonari to Bidyanandapur in Chanchal block and setting up of the Central Bus Terminus in Malda.

 

Refugee Relief And Rehabilitation

  • Refugee Relief and Rehabilitation Department has provided deeds without riders to 125 refugee families in the 49 refugee colonies in Malda district, and to 120 refugee families during 2015-16
  • Various projects for the development of refugee colonies initiated, including those for the construction of roads, drinking water supply systems, sanitation systems, toilets, etc.

 

In the last four-and-a-half years, 93% people from the district have been brought under the ambit of various government schemes. The State Government has been continuously executing development projects for the betterment of the people in Malda district.

 

 

মালদা: জেলার কণে কণে উন্নয়নের ছোঁয়া

 

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই মালদা জেলায়। এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৯৩ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুুবিধা পৌঁছে দেওয়া গেছে।

 

সমগ্র উত্তরবঙ্গের মানুষের সুুবিধার্থে উত্তরবঙ্গে আমরা স্থাপন করেছি রাজ্য সরকারের শাখা সচিবালয় – জ্ঞউত্তরকন্যাঞ্চ। এখানে অন্যান্য বিভাগের সাথে সাথে পেনশন, ভবিষ্যনিধি এবং গ্রুপ ইনস্যুুরেন্স অধিকর্তার একটি শাখা কার্যালয়ও চালু হয়ে গেছে। এর দরুন সমগ্র উত্তরবঙ্গের মানুষজনকে আজ আর সরকারি কাজের জন্য কলকাতায় ছুটে যেতে হয় না। সরকারি কাজ ও পরিষেবা মানুষের কাছে আরও দ্রুততার সাথে পৌছে যাচ্ছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যান

 

  • স্জেলায় ৪টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান – মানিকচক, চাঁচল, সিলামপুর ও মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হয়ে গেছে।
  • জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে ৮ লক্ষাধিক মানুষ ১০ কোটি ৫৬ লক্ষ টাকার ছাড় পেয়েছেন।
  • ১টি ন্যায্য মূল্যের ডায়াগ্নস্টিক কেন্দ্র মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হয়ে গেছে।
  • মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১টি জগইঞ চালু হয়ে গেছে। চাঁচল মহকুমা হাসপাতালে১টি জগইঞ গড়ে তোলা হচ্ছে, আগামী মে মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে।

 

জেলায় মোট ১৮টি জগজঞ চালু হয়ে গেছে।

  • চাঁচলে ১টি নতুন মাল্টি-সুুপার স্পেশালিটি হাসপাতাল মার্চ মাসের মধ্যে চালু হয়ে যাবে।
  • মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১টি ইইঞ চালু হয়ে গেছে।         চাঁচল মহকুমা হাসপাতালে একটি এঈঞ চালু হয়ে গেছে।
  • মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১টি খষঢ়বনক্ষ & ইবভরধ ইতক্ষন এয়থ গড়ে তোলা হচ্ছে ।

 

শিক্ষা

 

  • কালিয়াচক-৩ ও চাঁচল-২ ব্লকে ২টি আইটি আই নির্মাণের কাজ শেষ হয়ে গেছে। পাশাপাশি হরিশচন্দ্রপুর-১ ব্লকে একটি নতুন আইটি আই নির্মাণের কাজ দ্রূতগতিতে চলছে, আগামী মে মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে।
  • রতুয়াতে এস এন বোস সরকারী পলিটেকনিক চালু হয়ে গেছে। কালিয়াচক-১-এ একটি নতুন পলিটেকনিক নির্মানের কাজ চলছে।
  • গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কভথক্ষতক্ষঁ & ঐশপষক্ষলতঢ়ভষশ জদভনশদন, ককখ ও ঙবঁড়ভষরষফঁ-তে স্নাতকোত্তর স্তরে পাঠক্রম চালু হয়েছে।গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য উচ্চ শিক্ষা দপ্তর ২০ কোটি টাকা অনুমোদন করেছে।
  • গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পন্ডিত বিধুশেখর শাস্ত্রী কেন্দ্রীয় গ্রন্থাগার এবং আচার্য্য বিনয় কুমার সরকার কলা ভবনের উদ্বোধন করা হয়েছে।
  • এই জেলায় ১ লক্ষ ২৬ হাজারের ও বেশি ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হচ্ছে।
  • ওল্ড মালদা, মানিকচক ও কালিয়াচক -৩ ব্লকে নতুন মডেল স্কুল নির্মানের কাজ শেষ হয়েছে।হরিশচন্দ্রপুর-১ ও রতুয়া -১ ব্লকে কাজ চলছে।
  • বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ৫৬টি প্রাথমিক বিদ্যালয় ও ২৪২টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।
  • পাশাপাশি ৩টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ৮৩টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।
  • সব স্কুলে মিড-ডে-মিল চলছে যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল ছুট ছাত্রের সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্যে পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

ভূমি সংস্কার, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন, মৎস্য ও পশুপালন

 

  • জেলার প্রায় ১২ হাজার ভূমিহীন পরিবারের হাতে জ্ঞনিজ গৃহ নিজ ভূমিঞ্চ প্রকল্পে প্রায় ৩৮২ একর খাস জমির পা-া তুলে দেওয়া হয়েছে। বাকিদেরও খুব শীঘ্রই পা-া প্রদান করা হবে।
  • অনুরূপভাবে এই জেলার ১০০% কৃষিজিবী পরিবারের হাতে ঔইই তুলে দেওয়া হয়েছে।
  • জেলার চাঁচল, বামনগোলা, ওল্ড মালদা, কালিয়াচক-৩ ও হবিবপুরে ৫টি কিষান মান্ডি চালু হয়ে গেছে।
  • এর পাশাপাশি গাজোল, হরিশ্চন্দ্রপুর-১ ও কালিয়াচক-১ ব্লকে আরও ৩টি কিষান মান্ডি গড়ে তোলা হচ্ছে।
  • মালদায় সেন্ট্রাল ইন্সটিটিউট্‌ ফর সাবট্রপিকাল হর্টিকালচার (ই.ঐ.জ.এ.), লখনৌ – এর আঞ্চলিক গবেষনা কেন্দ্র (ছনফভষশতর ছনড়নতক্ষদব জঢ়তঢ়ভষশ) স্থাপনের উদ্দেশ্যে ইংরেজবাজারের মাধবনগরে মোট ৭০.০৪ একর জমি বিগত অক্টোবর মাসে হস্তান্তর করা হয়েছে। এই গবেষনা কেন্দ্রে বিভিন্ন গ্রীষমমন্ডলীয় বা সাবট্রপিকাল ফল, ফুল, সবজি ইত্যাদি চাষের উন্নতির লক্ষ্যে গবেষনা করা হবে।
  • প্রতিবেশী বাংলাদেশের সাথে বানিজ্যের ক্ষেত্রে স্থানীয় রপ্তানীকারকদের সুুবিধার্থে মালদার মহদিপুরে বিভিন্ন পচনশীল উদ্যানজাত ফসল সংরক্ষনের জন্য ৫০০ মেট্রিক টন আয়তনের একটি কার্গো সেন্টার স্থাপনের প্রকল্প গ্রহন করা হয়েছে।
  • আম চাষের ক্ষেত্রে উদ্যানপালন প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে মালদা জেলায় আমের ফলন বিগত বছরে ৩ লক্ষ ৭৫ হাজার মেট্রিক টনে পৌঁছেছে। রাজ্যের বাইরে মালদার আমের বিপনন বৃদ্ধির লক্ষ্যে এই বছর দিল্লীতে আম উৎসব, কোলকাতার শহীদ মিনারে এবং মিলনমেলায়, মালদার বারোদুয়ারী, গৌড়ে অনুষ্ঠিত রামকেলি উৎসবে আম প্রদর্শনী ও বিক্রয়, আম প্রদর্শনী ও বিক্রয়, মালদা টাউন রেল স্টেশনে আম বিক্রির স্টল স্থাপন ইত্যাদি উদ্যোগ গ্রহন করা হয়েছে।
  • মালদা জেলার হবিবপুর ও বামনগোলা ব্লকের শুষ্ক এলাকায় সাফল্যের সাথে আনারস চাষের এলাকা সম্প্রসারন করা হয়েছে এবং পরীক্ষামূলক ভাবে আঙ্গুর চাষের প্রকল্প গ্রহন করা হয়েছে।
  • ফ্রু-ওয়াশ প্রয়ুক্তির (ঊক্ষয়ংতড়ব ঝনদবশষরষফঁ) প্রয়োগের মাধ্যমে ফল ও সবজির সংরক্ষন করার উদ্যোগ গ্রহন করা হয়েছে।
  • ইংরেজবাজারের গৌড় রোডে উদ্যানপালন প্রযুক্তি সম্প্রসারন কেন্দ্র নির্মানের কাজ সমাপ্তহয়েছে। এই কেন্দ্র থেকে জেলার কৃষক সম্প্রদায় আধুনিক উদ্যানপালন প্রযুক্তি গ্রহন করতে পারবেন।
  • জেলায় প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে মাছের চারা উৎপাদন ও মাছ চাষের একটি প্রকল্প হাতে নেওয়ার ফলে প্রচুর মৎস্যজীবি এবং তাঁদের পরিবার উপকৃত হয়েছেন।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ণ দপ্তর বিগত সাড়ে চার বছরে ৯ লক্ষ হাঁস ও মুরগীর বাচ্চা, বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে বিতরণ করেছে।
  • পাশাপাশি বেকার যুবক, যুবতীদের কর্ম সংস্থানের লক্ষে ৬০টি আনশফতর ঈভতক্ষঁ ঔভষড়য জেলায় জেলায় গড়ে তোলা হয়েছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

 

  • ১০০ দিনের কাজে প্রায় ৫৫১ কোটি টাকা ব্যয় করে ২ কোটি ৮৩ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। ২০১৬ সালের মে মাসের মেধ্েয বিভিন্ন চালু প্রকল্প রূপায়ণের মাধ্যমে আরো অতিরিক্ত ২০৩ কোটি টাকা খরচ হবে।
  • গ্রামীণ সড়ক যোজনায় ২৭২ কি. মি. রাস্তা নির্মিত হয়ে গেছে। আরো ১৭২ কি.মি. রাস্তা আগামী মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
  • গত সাড়ে ৪ বছরে জেলায় ২২ হাজারের বেশি ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরো ১৭ হাজার ঘর নির্মিত হয়ে যাবে।
  • জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে প্রায় ১ লক্ষ ৯৪ হাজার শৌচালয় নির্মাণ সম্পূর্ণ হয়েছে।

 

সংখ্যালঘু উন্নয়ন

 

  • বিগত সাড়ে ৪ বছরে, ৭ লক্ষ ২১ হাজার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ১৩২ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে। আরো ২ লক্ষ ৪৪ হাজার ছাত্রছাত্রী আগামী মে মাসের মধ্যে স্কলারশিপ পেতে চলেছে।
  • এছাড়া স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের ৬৮ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। আরো ৯ কোটি টাকা ঋণ প্রদান করা হবে আগামী মে মাসের মধ্যে।
  • খজঈঙ- তে প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিবিধ প্রকল্প রূপায়িত করা হয়েছে।
  • সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পে ১টি আই.টি.আই, ১২৬টি হেলথ সাব-সেন্টার, ৪টি ছাত্রাবাস, ৫টি ছাত্রীনিবাস, ৬৪৮টি অতিরিক্ত শ্রেণী কক্ষ, ৮৪৫টি অঙ্গনওযাড়ী কেন্দ্র ও ২৭৯৬টি বাসগৃহ গড়ে তোলা হয়েছে।
  • সংখ্যালঘু অধ্যুষিত রতুয়া-১ ব্লকে একটি কর্মতীর্থ – মার্কেটিং হাব – গড়ে তোলা হয়েছে। রতুয়া-২ ও ইংরেজ বাজার (নরহ-া) ব্লকে আরও ২টি কর্মতীর্থ-গড়ে তোলা হয়েছে। এর পাশাপাশি গাজোল, হরিশ্চন্দ্রপুর-২, চাঁচল-২, মানিকচক, ইংরেজ বাজার (অভিরামপুর), এবং ওল্ড মালদা ব্লকে আরও ৫টি কর্মতীর্থ গড়ে তোলা হচ্ছে।

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ণ

 

  • প্রায় ৬৩ হাজার ছাত্র-ছাত্রী জ্ঞশিক্ষাশ্রীঞ্চ প্রকল্পে সহায়তা পাচ্ছে। আরো ৩৭ হাজার ছাত্র-ছাত্রী আগামী মে মাসের মধ্যে প্রকল্পের আওতাভূক্ত হতে চলেছে।
  • বিগত সাড়ে ৪ বছরে প্রায় ২ লক্ষ ৩১ হাজার জই/জঝ/ঘআই ইনক্ষঢ়ভপভদতঢ়ন প্রদান করা হয়েছে।

 

নারী ও শিশু উন্নয়ন

 

  • মালদা জেলায় ১ লক্ষ ৮৮ হাজারের ও বেশি ছাত্রী কন্যাশ্রীর আওতাভূক্ত হয়েছে।
  • জেলায় সাড়ে ৫ হাজার অঙ্গনওয়াড়ী কেন্দ্র গুলি থেকে বিগত সাড়ে চার বছরে মোট (০-৬) বছরের ৪ লক্ষ ২৮ হাজার শিশু ও ৩ লক্ষ ৬৭ হাজার মা পরিষেবা পেয়েছে।
  • জেলায় সম্প্রতি ৪০% অপুষ্ট শিশুর সংখ্যা ও ৬৯% অতি অপুষ্ট শিশুর সংখ্যা হ্র্রাস পেয়েছে।

 

খাদ্য সুুরক্ষা কর্মসূচী- খাদ্য সাথী প্রকল্প

 

  • আমরা রাজ্যের মানুষের জন্যে খাদ্যের যোগান সুুনিশ্চিত করেছি। রাজ্যের ৮ কোটিরও বেশি মানুষ ২ টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন। এবং আরও ৫০ লক্ষ মানুষ বাজার দরের অর্দ্ধেক দামে খাদ্যশস্য পাচ্ছেন।
  • জেলায় প্রায় ৩৪ লক্ষ মানুষ ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য পাচ্ছেন।
  • খাদ্য শস্যের যোগান সুুনিশ্চিত করতে আমরা কৃষকদের থেকে খভশভলয়ল জয়সসষক্ষঢ় ঙক্ষভদন (খজঙ) এর চেয়ে বেশি দামে খাদ্য শস্য ক্রয় করছি। এতে আমাদের কৃষকরাও বিশেষভাবে উপকৃত হচ্ছেন,তাঁরা ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন। রাজ্যের ব্লকে ব্লকে কৃষকদের থেকে ধান্য ক্রয় কেন্দ্রের মাধ্যমে সরাসরি ধান কেনা ও চেকের মাধ্যমে দাম মেটানোর কাজ চলছে।

 

শিল্প

 

  • মালদায় ঐশধয়ড়ঢ়ক্ষভতর ঋক্ষষংঢ়ব ইনশঢ়ক্ষন – ঙবতড়ন ঐ, ঙবতড়ন ঐঐ, মোট ২৫০ একর জমির উপর গড়ে তোলা হয়েছে। প্রায় ৫০০ কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে।
  • জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ২১টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে। এর ফলে প্রচুর মানুষের কর্মসংস্থান সুুনিশ্চিত করা গেছে।
  • ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এই জেলায় সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে, আগামী বছর মে মাসের মধ্যে আরো অতিরিক্ত ৩৫০ কোটি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।
  • মালদায়১টি আই.টি পার্ক গড়ে তোলা হচ্ছে।

 

পূর্ত ও পরিবহন

 

  • বিগত সাড়ে চার বছরে এই জেলায় পূর্ত দপ্তর ১৭৭টি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ১৩১টি প্রকল্পের কাজ প্রায় ২২৩ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে প্রায় ২১ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। বাকি ২৫টি প্রকল্পের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।
  • জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলায় বিগত সাড়ে চার বছরে ৩০৩ কিমি রাস্তা নির্মাণ /পুর্ননির্মাণ/ সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে।
  • এর মধ্যে উল্লেখযোগ্য হল পাহাড়পুর – স্বরূপগঞ্জ রাস্তা, মালতিপুর – চন্দ্রপাড়া রাস্তা, কালিয়াচক – গোলাপগঞ্জ রাস্তা প্রভৃতি।
  • ফুলহার নদীর উপর শঙ্করীতলা ঘাটে ভুতনিচর সংযোগকারী ব্রিজ নির্মাণের কাজ চলছে।

 

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি

 

  • সমগ্র মালদা জেলায় জ্ঞসবার ঘরে আলোঞ্চ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।

 

সেচ

 

  • ২০৭ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
  • মালদা জেলায় বিগত সাড়ে চার বছরে বিভিন্ন প্রকল্পের যথা আর-আই-ডি-এফ প্রকল্প, আদমি প্রকল্প এবং অন্যান্য প্রকল্পের মাধ্যমে ৫৬০টি ক্ষুদ্র সেচ স্কীম সম্পাদিত হয়েছে।
  • বর্তমানে মালদহ জেলার সেচ সেবিত এলাকার পরিমান ১.৫২ লক্ষ হেক্টর। গত সাড়ে চার বছরে ৪৮৩২ হেক্টর কৃষি জমি সেচ সেবিত এলাকার আওতাভুক্ত হয়েছে এবং উপভোক্তা কমিটিকে হস্তান্তর করা হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরী

 

  • বিগত সাড়ে চার বছরে ৯০টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে ১২৩ কোটি টাকা ব্যয়ে ৫০টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রায় ৪ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। আরো ১৮টি জলপ্রকল্পের কাজ আগামী মে মাসের মধ্যে সমাপ্ত হবে।

 

পর্যটন

 

  • আদিনা এবং পান্ডুয়ার ঐতিহাসিক স্থানে ধ্বনি ও আলোক সজ্জার কাজ চলছে।
  • কেন্দপুর হইতে জগজীবনপুর পর্যন্ত রাস্তার প্রথম দফার কাজ সম্পূর্ন হয়েছে, দ্বিতীয় দফার কাজ চলছে।
  • জগজীবনপুর বৌদ্ধবিহারের পুরাতাত্বিক নিদর্শন মিউজিয়ামের জন্য ২ কোটি ১৫ লক্ষ টাকার কাজ শুরু হতে চলেছে, এই প্রকল্পের রূপায়ণ মালদা জেলার পর্যটনের বিকাশ তথা পুরাতাত্বিক গুরুত্ব বর্ধনের সাহায্য করবে।
  • ইংরেজবাজার ব্লকের গৌড়ে বারদুয়ারী সৌধে ধ্বনি ও আলোক সজ্জা প্রকল্পের কাজ সম্পূর্ন হয়েছে।
  • মালদা মিউজিয়ামের সম্প্রসারনের কাজ সম্পন্ন হয়েছে।

 

শ্রম

 

  • জঅজঙঊঞঠ (জঢ়তঢ়ন-অড়ড়ভড়ঢ়নধ জদবনলন ষপ ঙক্ষষৎভধনশঢ় ঊয়শধ পষক্ষ ঞশষক্ষফতশভড়নধ ঠষক্ষযনক্ষড়) প্রকল্পে অদ্যাবধি প্রায় ৩ লক্ষ ১৩ হাজার অসংগঠিত কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • আঘইঠঅ প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ ১৭ হাজার নির্মান কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • অনুরূপভাবে, ঠআঝঠজজজ (ঠনড়ঢ় আনশফতর ঝক্ষতশড়সষক্ষঢ় ঠষক্ষযনক্ষড়ঞ্চ জষদভতর জনদয়ক্ষভঢ়ঁ জদবনলন) প্রকল্পে ২২ হাজারের ও বেশি পরিবহন কর্মী নথিভুক্ত হয়েছেন।
  • জ্ঞযুবশ্রীঞ্চ প্রকল্পে সাড়ে ৪ হাজার যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচী

 

  • আনন্দধারা প্রকল্পে আড়াই হাজারের বেশি স্বনির্ভর দল গঠিত হয়েছে, আগামী মে মাসের মধ্যে আরো ৩ হাজারের বেশি স্বনির্ভর দল গঠিত হতে চলেছে।
  • মালদা জেলার বামনগোলা ব্লকে ৫০টি পরিবারকে ক্ষুদ্র মুরগী খামার ব্যবস্থার মাধ্যমে জীবন-জীবিকার ব্যবস্থা করা হয়েছে এবং চাঁচল-১ ও চাঁচল-২ ব্লকের ২০০টি পরিবারের জন্য একই ব্যবস্থা করা হচ্ছে।
  • বিগত সাড়ে চার বছরে স্বামী বিবেকান্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে ৬ হাজারের ও বেশি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৩৪ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।
  • জেলায় বিভিন্ন দপ্তরের মোট ১৯টি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই ৫টির কাজ সমাপ্ত হয়েছে, বাকী গুলির কাজ চলছে।

 

 

পুর ও নগরোন্নয়ণ

 

  • মালদা জেলায় ২টি মিউনিসিপ্যালিটি বিগত সাড়ে চার বছরে প্রায় ৩০০ কোটি টাকার ও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে। শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় ১৪০০ বাসস্থান নির্মিত হয়েছে।

 

তথ্য ও সংস্কৃতি

 

  • বর্তমানে মালদা জেলায় প্রায় হাজার লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন। আরো ২০০ লোকশিল্পী রিটেনার ফি ও পেনশন পেতে চলেছেন।

 

আবাসন

 

  • মালদা জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে ১১ হাজারের বেশি বাসস্থান নির্মিত হচ্ছে, এর মধ্যে প্রায় ৭ হাজার বাসস্থানের নির্মাণ কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গেছে। বাকী বাসস্থান নির্মাণ আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হবে।

 

ক্রীড়া ও যুব কল্যাণ

 

  • ক্রীড়ার মান উন্নয়নে মালদা জেলায় মোট ১১৭টি ক্লাবকে অর্থ সাহায্য করা হয়েছে।
  • জেলায় ৬টি মাল্টি জিম সেন্টার গড়ে তুলতে ১২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
  • মালদা ঈজঅ স্টেডিয়াম ও বৃন্দাবনী ময়দান সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। ইংরেজবাজারে সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়াম সংস্কারের কাজ শেষের পথে।

 

স্বরাষ্ট্র

 

  • মালদা জেলায় নতুন থানা হিসাবে ইংরেজবাজার মহিলা থানা ও পুকুরিয়া থানা গঠন করা হয়েছে।

 

উত্তরবঙ্গ উন্নয়ন

 

  • মালদা জেলায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ফুলাহার নদীর বাম পার্শ্বের বাধের রক্ষনাবেক্ষন, চাচল ব্লকের সোনারী হইতে বিদ্যানন্দপুর পর্যন্ত পিচের রাস্তা নির্মান, মালদায় সেণ্ট্রাল বাস টার্মিনাস নির্মান প্রভৃতি কাজ সম্পন্ন করেছে।

 

উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন

 

  • মালদা জেলায় ৪৯টি উদ্বাস্তু কলোনি রয়েছে। উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন  দপ্তর স্থাপন কাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ৫৭১৭টি উদ্বাস্তু পরিবারকে নিঃশর্ত দলিল প্রদান করেছে, যার মধ্যে ২০১১-১৫ সালে ১২৫টি উদ্বাস্তু পরিবারকে নিঃশর্ত দলিল প্রদান করা হয়েছে।

 

 

২০১৫-১৬ সালে ১২০টি উদ্বাস্তু পরিবারকে নিঃশর্ত দলিল প্রদানের ব্যবস্থা করা হয়েছে। উদ্বাস্তু কলোনির পরিকাঠামোর উন্নয়নও করা হয়েছে,  যার মধ্যে রাস্তা নির্মাণ, পানীয় জল সরবরাহ, পয়ঃপ্রণালীর ব্যবস্থা, শৌচাগার নির্মাণ প্রভৃতি উল্লেখযোগ্য।

 

 

 

Didi slams the ‘unethical’ alliance in Alipurduar & Jalpaiguri

Mamata Banerjee Tuesday slammed the Congress and the CPI(M) for their “unethical alliance” at two rallies in Alipurduar and Jalpaiguri.

She also slammed the Centre for the plight of tea garden workers.

“The Prime Minister comes here and speaks at length. He talks about selling tea. Ask him… three months back, the central government had said it would take over seven tea estates. Nothing has happened till date… he has made such comments for votes. Under whose jurisdiction are the tea estates? He will not do anything,” she said.

The Chairperson added that  tea garden workers would starve if she didn’t provide food grains to them. “If I do not provide it to you, you can’t have food. I will always do your work. But you please strengthen my party. Please vote for us,” she said, referring to the supply of subsidised food grains to tea gardens.

“I have come to the Hills and the Dooars at least 100 times. I love you,” she said in Alipurduar

“The situation had become tense in the Terai and the Dooars because of the movement in the hills. We could pacify all of them and there is peace across the region now. I want to make it clear to the BJP that to be courageous is good, but over-confidence is not good,” she told the audience in Jalpaiguri.

Birbhum: Scaling new heights of development

As experienced in the rest of West Bengal, there has been unprecedented development in Birbhum district over the last five years. There has been progress in every sector of governance.

 

Health and family welfare

  • Rampurhat developed as a separate hub for healthcare
  • 4 fair-price medicine shops started at Birbhum, Rampurhat, Bolpur and Sainthia Hospitals
  • As a result, more than 6 lakh people benefitted to the tune of Rs 10.25 crore
  • 3 fair-price diagnostic centres started in Birbhum, Rampurhat and Bolpur
  • 3 sick newborn care units (SNCUs) started at Suri, Bolpur and Rampurhat Hospitals
  • 13 sick newborn stabilisation units (SNSUs)
  • 2 critical care units (CCUs) started at Suri and Rampurhat Hospitals
  • Medical college being set up in Rampurhat

Education

  • Industrial training institutes (ITIs) set up in Khairasole, Elambazar and Rampurhat-I blocks
  • Seacom Skills University has started functioning
  • Almost 1.2 lakh students provided with bicycles under the Sabuj Sathi Scheme
  • Model schools constructed in Murari-I, Dubrajpur and Mohammad Bazar blocks
  • 31 primary and 280 upper primary schools built
  • 31 primary schools upgraded to upper primary, and 71 secondary schools to higher secondary
  • Mid-day meals being provided in all schools in the district
  • Separate toilets constructed for boys and girls in every government school in the district

Agriculture, Land Reforms, Fisheries, Animal Resources Development

 

  • 15,000 landless people given patta under Nijo Griha Nijo Bhumi (NGNB) Scheme
  • Kisan Credit Cards (KCC) distributed to almost 100% of the families dependent on agriculture
  • 13 Krishak Bazaars set up
  • Projects worth Rs 7 crore for mini-kit distribution, conservation of canals, and building of homes and roads have benefitted almost 4,000 fishermen and their families
  • Animal Resources Development Department has distributed 23 lakh ducklings and chickens among numerous self-help groups for rearing
    For the employment of the youth, 51 Bengal Dairy Kiosks created

Panchayat and Rural Development

  • In the 100 Days’ Work Scheme, Rs 1,430 crore spent to create 8.1 crore man-days
  • 710 km of rural roads built
  • State Government has facilitated the building of more than 56,000 homes under Indira Awaas Yojana
  • 2.7 lakh toilets built under Mission Nirmal Bangla

Minorities’ Development

  • 5.34 lakh minority students handed out scholarships worth Rs 90 crore
  • Rs 90 crore worth of loans provided to youths from minority communities for self-employment purposes
  • Rs 160 crore spent on Multi-Sectoral Development Programme (MSDP) for the development of minorities
  • Under the cyber-village programme, almost 13,000 madrasa students being given computer training
  • Under skill development programme, 7,000 youths from minority communities being trained

Backward Classes and Adivasi Development

  • 65,000 students getting benefits under the Sikshashree Scheme
  • About 2 lakh SC/ST/OBC certificates handed over

Women and Child Welfare

  • More than 1.4 lakh girl students brought under the Kanyashree Scheme
  • All malnourished children being given supplementary food
  • The district administration has put in place a continuous monitoring system to check the nutritional status of every malnourished child in the district

Khadya Sathi

  • Almost 26 lakh people getting foodgrains at Rs 2 per kg
  • Foodgrains are being procured from the farmers at a price higher than the minimum support price (MSP)

Industry

  • The State Government has undertaken a coal mining project in Birbhum district worth Rs 22,000 crore in a joint venture with five other States. Deocha-Panchami is set to become the country’s largest coal mine due to the presence of approximately 210 crore metric tonnes of coal. The Bengal Birbhum Coalfield Limited (BBCL) has already started the ground work for the mining project at Deocha-Panchami and Dewanganj-Harinsinga coalfields in Birbhum district. This huge project has boosted the prospects for industry for the district as well as the State. Apart from the economic development of the region, more than one lakh people are set to be employed here.
  • 11 micro, small and medium enterprise (MSME) clusters set up
  • An industrial estate established in Bolpur
  • Rs 3,500 crore worth bank loans provided to cottage industries
  • One Information Technology (IT) Park in Bolpur

PWD and Transport

  • 121 projects for roads, bridges, etc. completed at a cost of Rs 570 crore, benefitting 25 lakh people
  • 470 km of roads have been built/rebuilt/widened
  • NH-60 has been improved during 2015-16

Power

  • Under the Sabar Ghore Alo Scheme, 100% of rural electrification work has been completed

 

Irrigation

  • Conservation work for 23 km of irrigation embankments completed
  • 2 check dams constructed under Jal Tirtha Scheme
  • Work on five river irrigation projects, six small irrigation projects and two medium-sized irrigation projects completed under the Accelerated Development of Minor Irrigation (ADMI) project
  • As a result of these projects, 412 hectares of agricultural land has been irrigated, benefitting 1,284 farmers
  • 9 check dams and two huge water reservoirs have brought 90 hectares of agricultural land under irrigation, benefitting 500 farmers

Public Health Engineering

  • 24 drinking water projects worth Rs 23 crore completed, benefitting 1 lakh people
  • In areas polluted by fluoride, rainwater is being conserved for the supply of fluoride-free water

Tourism

  • Tourism infrastructure developed includes Bakreswar Tourist Lodge and Amar Kutir Eco-Tourism Park in Bolpur
  • Daata Baba (Saheb) Mazar in Patharchapuri, the birthplace of Kavi Chandidas, Saraswati Temple in Nanur and Hat Janbazar Park being renovated

Labour

  • About 1.51 lakh unorganised workers registered under State-Assisted Scheme of Provident Fund for Unorganised Workers (SASPFUW), about 1.32 lakh construction workers under Building and Other Construction Workers Welfare Act (BOCWA), about 17,000 transport workers under West Bengal Transport Workers’ Social Security Scheme (WBTWSSS)
  • More than 6,000 youths receiving unemployment allowance under the Yuvashree Scheme

Self-Help Groups and Schemes

  • About 5,000 self-help groups (SHGs) set up under the Anandadhara Scheme
  • Under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa, more than 10,000 projects, worth Rs 47 crore, sanctioned
  • 11 Karma Tirtha built

Urban Development

  • The six municipalities in Birbhum district have executed development projects costing more than Rs 400 crore
  • Almost 2,500 homes built for the urban poor

 

Information and Broadcasting

  • More than 5,000 folk artistes getting retainer fees and more than 1,000 folk artistes getting pensions
  • For the development of baul culture and for the uplift of baul artistes, the Joydeb-Kenduli Baul Academy has been set up in Kenduli, at a cost of about Rs 2.5 crore

Housing

  • 8,000 homes for the homeless, under Gitanjali and other schemes

 

Police

  • Suri Women Police Station, Chandrapur Police Station, Lokpur Police Station, Tarapith Police Station and Santiniketan Police Station set up

 

Youth Affairs & Sports

  • Rs 58 lakh provided for building 29 multi-gym centres
  • Suri Stadium constructed

From 2015, 10 blocks of Birbhum district included under the Jangalmahal region
After the Central Government stopped the Integrated Action Plan (IAP) project from 2015-16, the West Bengal Government has launched the Jangalmahal Action Plan (JAP), under which Rs 110 crore has been sanctioned. Eighty-nine per cent people of the district have been brought under the ambit of various government schemes.

 

Image: trekearth website