Uttam Kumar’s films to be digitally restored, announces Bengal CM

Chief Minister Mamata Banerjee, during her speech on July 24 on the occasion of the Mahanayak Samman awards ceremony at Nazrul Mancha in Kolkata, said films of Uttam Kumar would be digitally restored by the Bengal Government.

Not just the Mahanayak, but films involving other masters of celluloid like Satyajit Ray, Ritwik Ghatak, Tapan Sinha and other stalwarts would be restored as well.

The archive would be located at the Cinema Centenary Building, being rebuilt into a nine-storied structure.

Mamata Banerjee also said that work for the new Film City would be completed in the next eight to nine months, and a studio will be set up for the shooting of telefilms as well.
Source: 365 Din

 

 

উত্তম কুমারের ছবি সংরক্ষণ হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

অত্যাধুনিক পদ্ধতিতে বাংলা ছবির রেস্টোরেশনের কাজে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়, ঋত্ত্বিক ঘটক থেকে শুরু করে মহানায়ক উত্তম কুমারের একাধিক ছবি ডিজিটাল পদ্ধতিতে পুনরুদ্ধার করে আর্কাইভ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নজরুল মঞ্চে মহানায়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, “সিনেমা সেন্টেনারি অফিসটিকে নতুনভাবে ন’তলা নির্মাণ করে সেখানেই গড়ে উঠবে রাজ্যের অত্যাধুনিক আর্কাইভ হল। একইসঙ্গে চলতি বছরেই ফিল্ম সিটি নির্মাণের কাজ শেষ হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। ফিল্ম সিটির যে টেন্ডার হয়ে গেছে, আমরা চেষ্টা করছি, ৮-৯ মাসের মধ্যে কাজ শেষ করা হবে। রাজ্য সরকার টেলিফিল্ম স্টুডিও গড়ার কাজও শুরু করেছে।”

“তপন সিনহা থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ, ঋত্ত্বিক ঘটক থেকে শুরু করে মহানায়ক উত্তম কুমার, প্রত্যেকেরই ছবি সংরক্ষণ করা হবে। ডিজিটালাইজড হয়ে যাওয়া উচিত। যাতে জিনিসগুলি রক্ষা হয়। আর্কাইভটা ভালো করে হওয়া উচিত।”

 

 

Uttam Kumar will continue to reside in our hearts: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today gave away Mahanayak Samman Awards at a ceremony held at Nazrul Mancha.

Veteran actress Shakuntala Barua was conferred ‘Mahanayika Samman’ by the CM. This is the sixth edition of the awards, which were constituted by the Chief Minister to honour the best contributors to the Bengali film industry.

July 24 is the 37th death anniversary of ‘Mahanayak’ – or ‘superstar’ – Uttam Kumar. Tributes were paid to him through a cultural function.

List of winners:

Best Film: Bishorjon
Best Director: Arindam Sil
Best Actor: Prosenjit Chatterjee
Best Actress: Nusrat
Best Cinematographer: Soumik Halder
Best Screenplay: Padmanabha Dasgupta
Best Music: Bickram Ghosh

Excerpts of the Chief Minister’s speech:

My heartfelt homage to Mahanayak Uttam Kumar. My best wishes to his family members present here. I extend my greetings to all film artistes and technicians present here.

I believe ‘Bangla hobe Biswa Sera’. We have proved it with Kanyashree. Our films will also make Bengal the best in the world. This is my firm belief.

Uttam Kumar was always the best. He will continue to reside in our hearts.

We are proud to have been able to honoured Shakuntala Barua with ‘Mahanayika Samman’. Better late than never.

We have formed a committee for television industry as well as the film industry. Sabitri Di (Chatterjee) has been made the Chairperson of the International Kolkata Film Festival Committee. The work for film city will be completed soon. A new studio will be set up for the shooting of telefilms.
We have to attract filmmakers from outside to come to Bengal to make films. Bengal will also have to win Bollywood and Hollywood.

We organise Jatra Utsav, Sangeet Utsav, Kobita Utsav. I believe a civilisation cannot progress without artistes. Without them, life would resemble a desert. As long as artistes are there, culture and harmony will prosper.

We will register 80,000 additional folk artistes under Lok Prasar Prakalpa, taking the total number of beneficiaries to 1.8 lakh.

We feel honoured to be able to honour artistes and technicians with Mahanayak Samman awards. Keep up the good work.

 

উত্তম কুমার চিরকাল আমাদের মনের মণিকোঠায় থাকবেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নজরুল মঞ্চে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ‘মহানায়ক সম্মাননা’ প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রবীণ অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া’কে ‘মহানায়িকা’ সম্মান প্রদান করা হয়। এই নিয়ে ষষ্ঠ বছর এই সম্মান প্রদান করা হল। মুখ্যমন্ত্রীর একান্ত উদ্যোগেই এই সম্মান প্রদান শুরু করা হয়।

২৪শে জুলাই ‘মহানায়ক’ উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

পুরস্কার প্রাপকদের তালিকা

শ্রেষ্ঠ চলচ্চিত্রঃ বিসর্জন
সেরা পরিচালকঃ অরিন্দম শীল
সেরা অভিনেতাঃ প্রসেনজিৎ
বর্ষসেরা অভিনেত্রীঃ নুসরৎ
বর্ষসেরা চিত্রগ্রাহক হলেনঃ সৌমিক হালদার
সেরা চিত্র নাট্যকারঃ পদ্মনাভ দাশগুপ্ত
সংগীতে সেরাঃ বিক্রম ঘোষ

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

মহানায়ক উত্তমকুমারকে আমার শদ্ধার্ঘ্য। তাঁর পরিবারের সকল সদস্য যারা আজ এখানে উপস্থিত হয়েছেন তাদের আমার শুভেচ্ছা। সব চলচ্চিত্র শিল্পী ও কলা-কুশলীদের আমার শুভেচ্ছা।

আমি বিশ্বাস করি বাংলা হবে বিশ্ব সেরা। কন্যাশ্রী দিয়ে আমরা প্রমাণ করেছি। আগামী দিন আমরা চলচ্চিত্র দিয়ে প্রমাণ করব – এটা আমার স্বপ্ন, আমার বিশ্বাস।

উত্তম কুমার সবার ওপরে ছিলেন। তিনি সবসময় আমাদের মনের মণিকোঠায় থাকবেন।

শকুন্তলা বড়ুয়াকে আজ আমরা মহানায়িকা সম্মানে সম্মানিত করতে পেরে গর্বিত।

টেলিভিশন আক্যাডেমির জন্য আমরা একটা কমিটি গঠন করেছি। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন হয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। ফিল্ম সিটির কাজ খুব শীঘ্রই সম্পন্ন হবে। টেলিফিল্ম শুটিং এর জন্য আমরা একটি নতুন স্টুডিও তৈরি করা হবে।

বাংলার চলচ্চিত্রের প্রতিভা বিশ্বজুড়ে বন্দিত। বাংলার বাইরে সকলকে এখানে সিনেমা করার জন্য আকৃষ্ট করতে হবে। বাংলাকেও বলিউড, হলিউড জয় করতে হবে।

আমরা যাত্রা উৎসব করি, সঙ্গীত উৎসব করি, কবিতা উৎসব করি। আমি বিশ্বাস করি শিল্পীরা না থাকলে শিল্প কখনো গড়ে ওঠে না। শিল্পীরা না থাকলে মানুষের জীবন মরুভুমি হয়ে যেত। শিল্পীরাই সজীবতার প্রাণ, তারাই প্রাণ সঞ্চয় করে, তারাই আমাদের স্পন্দন।

লোক প্রসার প্রকল্পের আওতায় ৮০ হাজার শিল্পীর নাম নথিভুক্ত আছে, আরও ১ লক্ষকে সংযুক্ত করা হবে। মোট সংখ্যা হবে ১ লক্ষ ৮০ হাজার।

মহানায়ক সম্মান অনুষ্ঠান আমরা এই সব শিল্পীদের দিয়ে করাই। ভালো কাজ করুন, এগিয়ে যান। এগিয়ে যাওয়ার নামই জীবন।

 

 

WB CM gives away Mahanayak Samman awards

West Bengal Chief Minister Ms Mamata Banerjee today gave away the annual Mahanayak Samman awards at Nazrul Mancha and felicitated the actors and technicians of the Bengali film industry.

The awards were instituted in the year 2012, on the initiative of the Chief, in the memory of the legendary actor Mahanayak Uttam Kumar. The state government felicitates actors, technicians and music directors at this annual event on the occasion of death anniversary of Uttam Kumar, legendary Bengali actor.

Various singers including Haimanti Shukla, Banashree Sengupta, Sabita Chowdhury, Arundhati Hom Chowdhury, Shibaji Chattopadhyay, Sreerdha Bandyopadhyay and others paid tributes to Uttam Kumar through musical performances.

Paran Bandyopadhyay and Jishu Sengupta were honoured with Best Actor awards while Sohini Sarkar received the Best Actor (Female) award. Kaushik Ganguly and Gautam Ghosh were honoured with Best Director awards. Bappi Lahiri was conferred with Mahayanak Samman 2016.

Speaking on the occasion, WB CM said: “We hope and pray the artistes and technicians of Bengali film industry receive worldwide acclaim.”

 

 

মহানায়ক সম্মান প্রদান করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী

আজ  নজরুল মঞ্চে বাংলা চলচ্চিত্র শিল্পের অভিনেতা ও কুশলীদের হাতে মহানায়ক সম্মান পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১২ সাল থেকে এই পুরষ্কার দেওয়া শুরু হয়। কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের স্মরণে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে বাংলা সিনেমা জগতের অভিনেতা, সঙ্গীত পরিচালক এবং কুশলীদের সম্মানিত করে রাজ্য সরকার।

এ বছর পরান বন্দ্যোপাধ্যায় এবং যীশু সেনগুপ্ত বর্ষসেরা অভিনেতার পুরস্কার পান। সোহিনী সরকারকে বর্ষসেরা অভিনেত্রীর শিরোপা দেওয়া হয়। বর্ষসেরা পরিচালকের সম্মান যুগ্মভাবে দেওয়া হয় গৌতম ঘোষ এবং কৌশিক গাঙ্গুলীকে।

এবছরের মহানায়ক সম্মান পেলেন বাপ্পি লাহিড়ী।

WB CM felicitates cine artists with Mahanayak Samman

West Bengal Chief Minister Ms Mamata Banerjee today gave away the annual Mahanayak Samman awards at Nazrul Mancha to felicitate the actors and technicians of the Bengali film industry.

“It is our honour to felicitate the veterans. We instituted Banga Bibhushan awards, Sangeet Samman, Tele Samman to felicitate our cultural icons,” WB CM said.

The awards were instituted in the year 2012, on the initiative of the Chief, in the memory of the legendary actor Mahanayak Uttam Kumar.

Veteran actors Sabyasachi Chakraborty and Rituparna Sengupta were conferred Mahanayak and Mahanayika Samman. Lifetime achievement awards were conferred on veterans Paran Bandyopadhyay, Anjan Dutta, Sandhya Roy, Chiranjeet Chakraborty, director Utpalendu Chakraborty.

Special awards were given to actors Debalina Roy, Rajatabha Dutta, Dulal Sarkar, Dulal Lahiri, Rahul Bandyopadhyay, Abhishek Chatterjee, Tanushree Chakraborty, Sreelekha Mitra, Biswanath Basu.

Composer Shantanu Moitra was conferred a special award along with director Shiboprosad Mukhopadhyay, cinematographers Gopi Bhagat and Sudip Chattopadhyay. Art director Indranil Ghosh was also felicitated on the occasion.

Calling Uttam Kumar a nostalgia, WB CM prided the fact that Bengal is the cultural capital of the world. “Culture unites everyone. No one can create a rift in the world of art,” she said.

WB CM said she was confident one day Tollywood will give tough competition to Hollywood.