2D, 3D tech for Madhyamik schools

2D and 3D technology is soon going to be used to enhance the effectiveness of traditional classroom teaching in schools under the West Bengal Board of Secondary Education (WBBSE), or the Madhyamik Board.

According to a senior official of WBBSE, the introduction of the technologies is a step towards hands-on education, on which the Board is increasingly giving stress, as a way to a holistic environment of learning. According to another official, as students will be encouraged to do things according to their interests, the adoption of technologies will enable much better understanding of the subjects.

The syllabus committee of WBBSE has been entrusted with the responsibility of delving into the nitty-gritty of embracing this technology. The committee has already developed some e-materials for classes IX and X, which would be incorporated into 2D and 3D technology formats.

It may be mentioned that classrooms at the Madhyamik level which are involved in teaching the science subjects are being upgraded to smart classrooms, of which 2D and 3D technologies are an intrinsic part.

মাধ্যমিক বিদ্যালয়ের জন্য এবার 2D ও 3D প্রযুক্তি

 

রাজ্য সরকারের অন্তর্গত যত মাধ্যমিক বিদ্যালয় আছে, সেখানে চিরাচরিত ক্লাসরুম শিক্ষার মান আরও উন্নত করতে এবার ব্যবহার করা হবে 2D ও 3D প্রযুক্তি।

মধ্যশিক্ষা পর্ষদ পড়াশোনায় প্রযুক্তিকে কাজে লাগানোর ওপর খুব জোর দিচ্ছে যাতে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে তোলা যায়। পাঠ্যবইয়ের বাইরে গিয়ে যাতে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী নানা বিষয় হাতেকলমে শিখতে পারে সেটাই উদ্দেশ্য। এর ফলে কোনও বিষয়ে জ্ঞান অর্জন করাটা হয়ে উঠবে আরও সহজ।

মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে সিলেবাসের সাথে প্রযুক্তির সংমিশ্রণ কিভাবে করা যায় সেটা নিশ্চিত করার। কমিটি ইতিমধ্যেই নবম ও দশম শ্রেণীর জন্য কিছু ই-মেটেরিয়াল তৈরী করেছে, যা 2D ও 3D প্রযুক্তিকে কাজে লাগাবে।

মাধ্যমিক স্তরের সমস্ত ক্লাসরুম, যেখানে বিজ্ঞান পড়ানো হয়, স্মার্ট ক্লাসরুমে উন্নীত করা হয়েছে। এর ফলে ওই ক্লাসরুমগুলিতে 2D ও 3D প্রযুক্তি ব্যবহার হবে সহজাত।

Source: Millennium Post

Kanyashree empowers girls to beat poverty and sit for Madhyamik

Chief Minister Mamata Banerjee’s Kanyashree Scheme is playing a crucial role in lighting the lamp of knowledge in far corners of West Bengal. Consequently, school dropout rates are also going down significantly.

Lack of money had forced Srabani Maity to stop going to school. Thanks to Kanyashree, she has been able to sit for the Madhyamik exams this year.

Similar was the case of Sarada Pramanik of Diamond Harbour: the reason being the death of her father, when she was just four. She said that on completing 18 years she would get Rs 25,000, and so would continue her studies.

According to Firdausi Khatoon, student of Saswati Nahla High School at Chanpabar in Shyampur block of Howrah district, whose father is a labourer at a bakery in Kolkata, the Kanyashree scholarship money is a lot of help for her.

Somnath Dey, the father of Ayanika Dey of Siuri, is currently unemployed. According to her, lack of financial resources had, at one point of time, led her to almost abandon her studies; the Kanyashree Scheme came to her help at the right time.

Sathi Pal is a resident of Satish Chandra Ghosh Lane of Sreerampur. Her father is a labourer at a jute mill. According to her mother, Anima Pal, the scholarship money from Kanyashree Scheme and free books from schools enabled her daughter to go on with her studies; otherwise Sathi would have had to leave her studies.

Adri Chakravarty of Udaynarayanpur in Howrah district is giving Madhyamik exams this year. her father, Uttam Chakravarty, who is a priest by profession said that whatever be the amount of money, its value is immense for poor families. Had it not been for the Kanyashree money, he said, perhaps he would never have been able to let his daughter continue her studies.

Esha Chatterjee of Sreerampur is the first Madhyamik examinee from her family, giving the exams this year. Her father drives rented vehicles. Esha’s mother Pratima Chatterjee said that the opportunities they didn’t get, her daughter got because of the West Bengal Government’s Kanyashree Scheme. She can at least complete her Madhyamik.

Babita Mandal is a Madhyamik examinee of Khanakul in Jairampur. Her father Srikanta Mandal is a labourer. Babita said that Kanyashree has provided opportunities to her to continue her studies. She said that she would continue her studies as far as possible.

The above examples are not stray cases. Till now, 37 lakh girls have come under the Kanyashree Scheme, for a large percentage of whom the scheme is the sole reason for being able to write their Madhyamik exams. Not just helping to continue with their studies, Kanyashree has also helped in preventing their early marriages. The scheme has brought smiles on to the faces of countless families.

 

কন্যাশ্রীতে ভর করে মাধ্যমিকে বাংলার ছাত্রীরা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্প’ এখন রাজ্যের সব প্রান্তে আলো জ্বালছে মেয়েদের শিক্ষা প্রসারে। উল্লেখযোগ্য ভাবে কমছে স্কুলছুটের হার।

টাকার অভাবে স্কুল যাওয়া বন্ধ করতে বাধ্য হয়েছিলেন শ্রাবণী মাইতি। কিন্তু ‘কন্যাশ্রীর’ দৌলতে সিনেমার মতোই পাল্টে গেল ছবিটা। এবারে মাধ্যমিক বসাটাই ছিল যার কাছে এক সময় ছিল মস্ত চ্যালেঞ্জ। কন্যাশ্রীর দৌলতে আর পাঁচ জনের মতোই এ বছর মাধ্যমিকে বসছে সে।

ডায়মন্ড হারবারের সারদা প্রামাণিকের লেখাপড়া চালিয়ে যাওয়ার লড়াইটাও ছিল আরও দুর্লঙ্ঘ। বাবা শ্রীমন্ত প্রামাণিকের মৃত্যুর সময় তার বয়স ছিল চার বছর। তিনি নিজেই বলেন, ’১৮ বছর বয়স হলে ২৫ হাজার টাকা পাব। লেখাপড়া চালিয়ে যাব।’

হাওড়ার শ্যামপুরের চাঁপাবারের শাশ্বতী নহলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফিরদৌসি খাতুনের বাবা ফরিদুল ইসলাম কলকাতার বেকারির সামান্য দিনমজুর। ফিরদৌসির কথায়, ‘কন্যাশ্রীর টাকা আমার জন্য অনেক।’

সিউড়ির অয়নিকা দে’র বাবা সোমনাথ বর্তমানে বেকার। অয়নিকা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বলে, ‘অনটনে এক সময় মেয়েটার পড়াশোনাই বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। ভাগ্যিস কন্যাশ্রী ছিল।’

শ্রীরামপুর সতীশচন্দ্র ঘোষ লেনের বাসিন্দা সাথী পাল। বাবা সনাতন পাল চটকলের সামান্য শ্রমিক। সাথীর মা অনিমা পালের কথায়, ‘স্কুল থেকে বই পাওয়ায় আর সঙ্গে কন্যাশ্রীর টাকাতেই কষ্ট করে হলেও পড়াটা চালিয়ে যেতে পেরেছে মেয়ে। না হলে হয়তো মাঝপথেই বন্ধ করে দিতে হত লেখাপড়া।’

হাওড়ার উদয়নারায়ণপুরের অদ্রি চক্রবর্তী এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তাঁর বাবা উত্তম চক্রবর্তী (পেশায় পুজারি ব্রাহ্মণ) বলেন, ‘টাকার পরিমাণ যাই হোক না কেন, তার মর্ম গরিব পরিবারগুলি বোঝে। এই সাহায্য না পেলে মেয়ের পড়া চালানোর খরচই হয়তো টানতে পারতাম না।’

শ্রীরামপুরের তাপস চ্যাটার্জি ভাড়ার গাড়ি চালান। তার মেয়ে এষাই এই পরিবার থেকে প্রথম মাধ্যমিক পরীক্ষার্থী। এষার মা প্রতিমা চ্যাটার্জির বক্তব্য, ‘যে সুযোগ আমরা পাইনি, সরকারের কাছ থেকে সেই সুযোগ পাওয়ায় আমার মেয়েটা অন্তত মাধ্যমিক দিতে পারছে।’

খানাকুলের জয়রামপুরের মাধ্যমিক পরীক্ষার্থী ববিতা মণ্ডল, বাবা শ্রীকান্ত মণ্ডল দিনমজুর। ববিতার কথায়, ‘সুযোগ করে দিয়েছে কন্যাশ্রী। যতদূর পারব, লেখাপড়া চালিয়ে যাব আমি। চাকরি করে বাবার পাশে দাঁড়াতে চাই।’

সারদা, লাবণি, ফিরদৌসি, অয়নিকাদের নজিরগুলি বিক্ষিপ্ত নিদর্শন নয়। এখনও পর্যন্ত রাজ্যে প্রায় ৩৭ লাখ ছাত্রী কন্যাশ্রীর আওতায় এসেছে। যার একটি বড় অংশের কাছেই মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া চালিয়ে যাওয়াটাই এক সময়ে আকাশকুসুম ছিল। কিন্তু সরকারের কন্যাশ্রীর জেরে একদিকে যেমন ছাত্রীদের স্কুলছুটের হার কমানো যাচ্ছে, তেমনই কম বয়েসে বিয়ের প্রবণতাও কমানো যাচ্ছে। সব ধরনের পরিবারের মুখেই ফুটছে হাসি।

 

West Bengal gears up to ensure a peaceful Madhyamik examination

The West Bengal Madhyamik examination 2016 starts today. A record 11,53,432 students have enrolled for the examination.

In order to ensure a glitch-free exam on an election year, the State Government has made strict security arrangements.

Education Minister Partha Chatterjee said that state administration and the West Bengal Board of Secondary Education have taken all necessary steps to ensure that the students can take the exam peacefully and without any hassle. “I wish everyone will do well in the upcoming Madhyamik exam … We at the administration would do whatever is necessary for this,” he said.

 

সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষার জন্য উদ্যোগ রাজ্য সরকারের

২০১৬-র মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১১,৫৩,৪৩২।

নির্বাচনের সামনে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি জানান, পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য মধ্যশিক্ষা পর্ষদ সব রকম প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন। আমি সকল পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানাই, সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে, প্রশাসনের তরফ থেকে আমরা সব রকম সহযোগিতা করব।

WB Govt to distribute free text books and test papers to Madhyamik students

The state government has decided to distribute test papers for 11.58 lakh Madhyamik candidates for free. Easy availability of test papers will do a world of good to the board examinees.

And what’s more: The state is also contemplating making the higher secondary (HS) test papers available for free.

“Chief Minister Mamata Banerjee herself decided that the Madhaymik test papers should be available for free to each and every student. The students will be able to collect the test papers for free from their schools,” said education minister Partha Chatterjee.

“From the coming academic session, all the books published by the Madhaymik board will be available for free for the class 10 students. We are also contemplating offering higher secondary (HS) test papers for free,” he added.

The free text books for class 10 will be given to the students from the 2016-2017 academic session for Bengali, English and Mathematics.

The state government has already started distributing bicycles to students for free. “We are ensuring that the students can avail free transport while going to school. Hence, the work of distribution of free bicycles has already started. Now, after making test papers available for free we are also aiming at helping the class 10 students to get free textbooks. Our aim is to ensure that every student is encouraged to go to school by fighting all impediments,” Partha Chatterjee said.

WB CM felicitates 2015 HS and Madhamik toppers at Town Hall

West Bengal Chief Minister Ms Mamata Banerjee today felicitated the top achievers of Madhyamik and Uccha Madhyamik (HS) Examinations 2015. The West Bengal Government under the initiative of the Chief Minister has made it a practice to felicitate the achievers and encourage them in for future days.

The top achievers of Madhyamik and Uccha Madyamik Examination 2015, were presented with books and laptops. After the felicitation ceremony, the Chief Minister listened to the students who had personal problems and immediately directed the officials to take steps.

The Chief Minister in her brief speech said that the students present there were the future of the Nation but they should never forget their roots in Bengal, wherever they will be in future days. He urged the students to motivate other students as they had been motivated by their teachers and family members. She said that she was very happy to see that even districts which are far flung have also produced excellent results.

The West Bengal Chief Minister said that plans will be made so that workshops may be organised for the Kanyashree girls where these top achievers may find some time and motivate the girl students.

The Chief Minister said to the students that wherever they go and whatever they do in their future days, her blessing will always be with them because they can fulfill the dreams and make Bengal proud.