Week 2: Trinamool Congress leads the Opposition’s charge against demonetisation

The second week of the 2016 Winter Session of Parliament was quite eventful. On November 24, Derek O’Brien in the Rajya Sabha gave a scathing reply to the Centre’s decision on demonetisation, outlining the hardships that the people of the country have been facing for the last 15 days (since demonetisation).

A day earlier, Sudip Bandyopadhyay in the Lok Sabha, as the voice of the united Opposition, had demanded a discussion on the issue of demonetisation under Rule 56, which entails voting after the debate.

On November 23, the opposition parties represented in Parliament, including Trinamool Congress, had staged a joint protest against the Government’s decision on demonetisation at the statue of Gandhi Ji inside the Parliament complex.

On November 25, Derek O’Brien strongly criticised the attitude of the Centre towards those who oppose its views and policies: “I said this in the House yesterday. If we oppose the Government’s policy it does not mean we are in favour of corruption”. He also asked for the Prime Minister to come to the Rajya Sabha and apologise for his comments earlier in the morning. He said, “Does the Prime Minister think he alone is a saint and we are all devils? The Prime Minister must come to the House and apologise”.

On the same day, Sudip Bandyopadhyay also came down severely on the Prime Minister’s insult to those opposing the draconian decision of demonetisation through his comments earlier that day. As he said, “On a day when we are trying to find a solution as to how the House can function, the Prime Minister has made comments that have hurt the Opposition. We demand that the Prime Minister withdraws his comments and apologises for the comments he has made”.

Thus, the second week of the Winter Session was one in which the Opposition parties came together in a major way to oppose a policy of the Centre which has brought untold hardships on the common people of the country.

দ্বিতীয় সপ্তাহ : নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সকল বিরোধী দলকে নেতৃত্ব দিল তৃণমূল কংগ্রেস

নানারকম ঘটনার মধ্যে দিয়ে কাটল পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ। ২৪শে নভেম্বর রাজ্য সভায় ডেরেক ও ব্রায়েন উপযুক্ত জবাব দেন কেন্দ্রের এই দিশাহীন নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের ও তা কার্যকর করে বিগত ১৫ দিনের দেশের মানুষের কি পরিমান ভোগান্তি বাড়ানো হয়েছে, তার জবাব হিসেবে।

তার আগের দিন সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় সকল বিরোধী দলের পক্ষ থেকে ৫৬ নম্বর নিয়ম মেনে নোট বাতিলের ওপর আলোচনা ও তার পর ভোটাভুটির দাবি তোলেন।
২৩শে নভেম্বর তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সংসদের সামনে গান্ধী মূর্তির তলায় একসঙ্গে বিক্ষোভ প্রদর্শন করেন কেন্দ্রের নোট বাতিলের তুঘলকি নীতির প্রতিবাদে।

যে সকল দল সরকার ও তার এই কার্যকলাপের বিরোধিতা করছে, তাদের প্রতি সরকারের আচরণের তীব্র সমালোচনা করেন ডেরেক ও ব্রায়েন ২৫শে নভেম্বর, তিনি বলেন, “আমি গতকাল কক্ষে বলেছি, আমরা যদি সরকারের নীতির সমালোচনা করি, তার মানে এই না যে আমরা কালো টাকার পক্ষে”, তিনি প্রধানমন্ত্রীকে রাজ্যসভায় আসার ও সেদিন সকালে বিরোধীদের ব্যাপারে এরকম কটূক্তি করার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি বলেন, “প্রধানমন্ত্রী কি ভাবেন যে সব বিরোধীরা চোর আর উনি একা সাধুপুরুষ? প্রধানমন্ত্রী এই সভায় আসুন ও বিরোধীদের কাছে ক্ষমা চান।”

ওই দিনই তার কিছুক্ষন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তীব্র প্রতিবাদ জানান প্রধান মন্ত্রীর বিরোধীদের ব্যাপারে কটূক্তির বিরোধিতা করে। তিনি বলেন , “যে সময় আমরা একটি উপায় খুঁজছি কি করে সভা চালানো যায়, সেসময় প্রধানমন্ত্রীর এরকম একটি উক্তি বিরোধী দলগুলিকে খুব বেদনা দিয়েছে। আমরা দাবি জানাই প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য ফিরিয়ে নিন ও বিরোধীদের থেকে ক্ষমা চান।”

সব মিলিয়ে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহে সকল বিরোধী দল একজোট হয়ে কেন্দ্রের এই নোট বাতিলের তুঘলকি নীতি ও তার ফলে অগণিত দেশবাসীর অসীম কষ্টের বিরুদ্ধে সোচ্চার হন।

 

Sudip Bandyopadhyay demands a discussion on demonetisation under Rule 56 in Lok Sabha | FULL TRANSCRIPT

Madam, first of all you should thank the Indian National Congress because they have withdrawn their placards, which you requested for in your chamber. We should not always be criticised. We should also extend thanks to the main opposition party because they acceded to your request in the meeting.

Secondly, Madam, our party too has been protesting against black money; if you remember, we entered the House wearing black shawls demanding the recovering of black money from abroad. It stalled the House and you directed that the shawls be withdrawn and accordingly we did so.

Madam, when the Prime Minister came here today, I wanted to make a request to him that you are not only the Prime Minister of a particular party, you are also the leader of the House. Madam, we have approached you with the request to let the discussion take place under Adjournment Motion; this is the demand of most of the MPs from the Opposition.

Even today, Madam, near about 300 MPs from both the Houses sat for a sit-in demonstration in front of Gandhi ji’s statue. So what is the harm in starting the discussion? We will give our observation; we can start the discussion just now. With a brute majority, they will win it if it comes to voting; if it doesn’t come to voting, it is another thing.

But I will fervently request you to sit in discussion with the Government and to see that the debate starts from tomorrow under Adjournment Motion under Rule 56.

Running the House is the responsibility of the Govt: Sudip Bandyopadhyay

In conversation with Sudip Bandyopadhyay, Leader of the party in Lok Sabha

1. Trinamool have been in the forefront of the movement against demonetisation. How did Mamata Banerjee react so correctly and so fast after the announcement?

Sudip Bandyopadhyay: The moment you are asking me this question, I am watching the results of three bypolls in Bengal. What a massive victory. She enjoys the support of the people. I believe, Mamata Banerjee is the only leader in the whole country who can gauge the pulse of the people.

Mamata Banerjee was the first person to raise her voice against the draconian decision of demonetisation. And now, as we can see, several Opposition parties have come together to protest on this matter of national importance.

2. More than a dozen parties are in a dharna tomorrow at Gandhi statue outside Parliament. What is the objective?

Sudip Bandyopadhyay: We want to expose the government. In the name of a good cause (curbing the use of black money) they have hastily and shoddily implemented the demonetisation of 500 and 1000 rupees notes.

The downtrodden people of the society – the farmers, the labourers, tea garden workers, jute mill workers among others – are suffering. The common people have been severely affected. It is unimaginable. People are forced to stand in queues to collect their own money from banks and ATMs.

3. You spoke in Lok Sabha today. Please update us what happened in the Lower House.

Sudip Bandyopadhyay: I categorically demanded to know why the government is not ready for a discussion on demonetisation under adjournment motion. I requested the Hon. Speaker to rise to the occasion. Even the MPs of AIADMK supported the demand for discussion under adjournment motion.

There is unequivocal support for the adjournment motion. This is on record on the floor of the House. Normally the support of 50 MPs is required for an adjournment motion. Right now, almost double the number of MPs want a discussion under adjournment motion. I fail to understand why it is not being allowed. In my long experience as a lawmaker, I have never seen this kind of a situation.

4. With due respect to the Constitutional position of Lok Sabha Speaker, we have observed that the Lok Sabha Speaker normally does not like to adjourn the House even if people are in the well. This time we noticed she is adjourning the House quite easily. Why do you think so?

Sudip Bandyopadhyay: The impression we have gathered is that the government is building pressure on the Speaker. They have a positive role to play in the House, which they have failed to do. When people are suffering and many lives have been lost, it is incumbent on the Parliament to hold a discussion. It is the responsibility of the government to see that the House runs properly.

In this situation, only Mamata Banerjee’s movement is showing us a ray of hope.

Today several Opposition leaders met and decided to hold joint protests tomorrow near the Gandhi statue outside Parliament. Our leader and Hon. Chief Minister of Bengal, Mamata Banerjee has extended her full support to these protests.

5. One last question. Opposition parties are joining the protests tomorrow. What is the message do you want to give through these protests?

Sudip Bandyopadhyay: The government must have a much broader outlook while dealing with demonetisation. We believe sustained protests will bring results. Tomorrow is just a beginning. The instruction from our leader Mamata Banerjee is that whichever political party sends us a proposal to launch a movement against demonetisation, Trinamool Congress will try to stand by them and extend all possible help and support.

Trinamool MPs protest against ‘financial emergency’ in Parliament

Trinamool MPs from Lok Sabha and Rajya Sabha today protested at the entrance of Parliament today raising slogans against the ‘financial emergency’ unleashed by Centre due to demonetisation.

Wearing placards saying ‘Financial Emergency’ the MPs demanded rollback of demonetisation and asked the Centre to bring back all the black money stashed abroad.

‘Modi Sarkar Financial Emergency Vapas Lo, Vapas Lo’, ‘Tanashahi nahin chalegi’ and ‘Videsh se kala dhan vapas lao, vapas lao’ were some of the slogans raised by the MPs.

 

অর্থনৈতিক অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের সাংসদদের

কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের ফলে দেশে যে অর্থনৈতিক জরুরি অবস্থা তৈরী হয়েছে তার প্রতিবাদে প্রতিবাদে তৃণমূল সাংসদরা আজ সংসদের প্রবেশ দ্বারে বিক্ষোভ প্রদর্শন করেন।

সাংসদরা দাবি করেন নোট বাতিলের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া হোক ও বিদেশ থেকে সব কালো টাকা ফেরত নিয়ে আসা হোক।

“অর্থনৈতিক জরুরি অবস্থা” লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে তারা “মোদী সরকার ফিনান্সিয়াল ইমার্জেন্সি বাপাস লো বাপাস লো”, “তানশাহী নেহি চলেগি”, “বিদেশ সে কালা ধন বাপাস লাও, বাপাস লাও” সহ আরও অনেক স্লোগান দেন।

 

Not a single new Rs 500 note has been circulated in Bengal: Mamata Banerjee

Today, Bengal Chief Minister Mamata Banerjee visited the Reserve Bank of India (RBI) office in Kolkata to take stock of the situation following the demonetisation of Rs 500 and Rs 1000 currency notes.

Mamata Banerjee asked RBI officials to provide details of currency notes despatched to Bengal, as senior citizens were complaining that even they were not getting cash on a day designated for them.

She said, “Not a single new Rs 500 note has been circulated in Bengal”. As a result, and as a result of demonetisation in general, the people are suffering. Long queues are seen every day outside banks and ATMS.

Mamata Banerjee said, “People cannot access their savings accounts”, and questioned whether even their money in the savings accounts is safe.

She further said, “The whole of rural India is crying, farmers are crying. If food is not available what will the common people eat? Plastic?”

Reflecting the sentiment of the people, she raised the slogan, “Ghar ghar mein shor hai, aam janta ro raha hai!” Continuing in the same vein, she said, “How will people and families survive? There is an acute shortage of notes in the society”.

She complained that demonetisation has caused bankruptcy.

She said, “It is very painful that people are unable to purchase medicines”. She also raised serious concerns about the agricultural sector as farmers were unable to buy seeds for sowing crops.

The Chief Minister requested the Centre to “keep all the Rs 10, 100 and 500 notes in circulation”, and most importantly, “to help the people in the rural areas where there are no banks and post offices”.

Mamata Banerjee also empathized with the over-worked bank officials. She said, “My heart goes out to bank employees and officers. All are under severe stress. Sadly, they are victims of circumstance”. She also offered her “condolences to the bereaved families”.

After this, she paid a surprise visit to Asia’s biggest market, Burrabazar, in central Kolkata, where she interact with the people and reviewed the situation first-hand.

Following the Burrabazar visit, the Chief Minister said that “all have expressed deep anguish” about the current market situation.

“People of all castes, communities and creeds belonging to all states, especially Uttar Pradesh, Bihar and Punjab, spoke about the big problems they are facing”.

According to her, they said that “for the last 10 days everything is down to almost zero”.

She expressed her deep anguish about the enormous problems created as a result of the decision of demonetisation by the Central Government, saying, “It is a very sad situation”.

 

 

 

 

এখনও পর্যন্ত একটাও ৫০০ টাকার নতুন নোট বাংলায় এসে পৌঁছয়নি

 

আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতার শাখায় যান এটা জানতে যে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর তাদের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে।

মুখ্যমন্ত্রী ব্যাঙ্কের আধিকারিকদের কাছে জানতে চান কলকাতার জন্য কত নতুন নোট তাদের শাখায় পাঠানো হয়েছে কারণ বহু বৃদ্ধ মানুষ অভিযোগ করছেন আজ তাদের নোট পাল্টে দেয়ার কথা থাকলেও তাদের ব্যাঙ্ক কিছুই দিতে পারছে না।

তিনি বলেন “একটা নতুন ৫০০ টাকার নোটও কলকাতায় পাঠানো হয়নি এখনও পর্যন্ত।”এই নোট বাতিলের ফলে মানুষকে চরম এখনো

ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে ও সারাক্ষন ব্যাঙ্ক ও এটিএমের বাইরে বিশাল লাইনে দাঁড়াতে হচ্ছে।

মানুষ তাঁর নিজের জমানো টাকাও তুলতে পারছে না, তাদের টাকা আদৌ সুরক্ষিত আছে তো?

তিনি আরও বলেন পুরো দেশের গ্রামাঞ্চলের মানুষ হাহাকার করছে। যদি খাবার পাওয়া না যায়, মানুষ খাবে কি? প্লাষ্টিক?

মানুষের চরম ভোগান্তির কথা স্মরণ করে তিনি বলেন “ঘর ঘর মে শোর হ্যায়, আম জনতা রো রাহা হ্যায়।” আরো বলেন, এই মুহূর্তে চরম সংকট হচ্ছে নোটের, মানুষ বাঁচবে কিকরে?

তিনি বলেন এই নোট বাতিলের ফলে দেশের মানুষ পুরো দেউলিয়া হয়ে গেছে।

অসুস্থ মানুষ প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না। তিনি গম্ভীর উদ্বেগ প্রকাশ করেন কৃষিকার্যের প্রতি কারণ কৃষকরা বীজ কিনতে ও বপন করতে পারছে না।

মুখ্যমন্ত্রী অনুরোধ করেন কেন্দ্রের কাছে ১০, ১০০ ও ৫০০ টাকার নোটের যোগান বাড়াতে। যেসব প্রত্যন্ত অঞ্চলে ব্যাঙ্ক ও পোস্ট অফিস নেই, সেই সকল অঞ্চলের মানুষকে সাহায্য করার আবেদন জানান।

সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করতে থাকা ব্যাঙ্ক কর্মীদের প্রতিও তিনি সমবেদনা জানান। তিনি বলেন ব্যাঙ্ক কর্মচারীরা প্রচন্ড চাপের মধ্যেও প্রচন্ড পরিশ্রম করে চলেন। তিনি সেই সকল পরিবার পরিজনদের প্রতি শ্রদ্ধা জানান যারা এই তুঘলকি সিদ্ধান্তের ফলে তাঁদের স্বজন হারিয়েছেন।

এরপর তিনি এশিয়ার বৃহত্তম বাজার, মধ্য কলকাতার বড়বাজারে যান ও প্রতি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তাদের অসুবিধের কথা শোনেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তিনি জানান, প্রতিটি ব্যবসায়ীই এই কান্ডজ্ঞানহীন নোট বাতিলের জন্য ক্ষুব্ধ।

সকল রাজ্যের সকল জাতির সকল ধর্মের মানুষ তাদের দুর্দশার কথা বলছেন বিশেষ করে উত্তর প্রদেশ, বিহার ও পাঞ্জাবের জনগণ।

তিনি বলেন এই ১০ দিনে সকলে প্রায় নিঃস্ব হয়ে গেছে।

তিনি কেন্দ্রের নোট বাতিলে এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ করে বলেন পরিস্থিতি খুবই দুঃখজনক।

 

Trinamool corners Centre over demonetisation

Trinamool Congress cornered the Centre over the issue of demonetisation in both the Lok Sabha and the Rajya Sabha during the opening week of the Winter Session of Parliament.

On the opening day, that is, November 16, Trinamool Congress parliamentarians from both houses of Parliament staged a demonstration outside the Parliament in New Delhi, opposing the move of demonetisation by the Centre and demanding its rollback.

On the third day too, that is, November 18, too, the party’s MPs from both the Houses assembled near the Gandhi statue outside Parliament to stage a dharna, highlighting the plight of the common people due to demonetisation.

Trinamool Congress was the first political party to give a notice of suspension in the Rajya Sabha.

On November 17, in the Rajya Sabha, Derek O’Brien demanded voting after discussion on the issue of demonetisation. He said, “We think that beyond the debate there should be a voting”.

On the same day, in the Lok Sabha, Sudip Bandyopadhyay moved an Adjournment Motion under Rule 56 on the issue. He said, “Let this decision be withdrawn temporarily to chalk out a final plan”.

On November 18, Sudip Bandyopadhyay once again demanded a discussion under Rule 56 to censure the Central Government on demonetisation.

Thus ended an eventful week for the party, in which Trinamool Congress dominated the parliamentary proceedings.

 

 

কেন্দ্রীয় সরকারকে পার্লামেন্টে কোনঠাসা করল তৃণমূল কংগ্রেস

 

চলতি পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা দু’জায়গাতেই কেন্দ্রীয় সরকারকে পুরো কোনঠাসা করল তৃণমূল কংগ্রেস।

শীতকালীন অধিবেশনের প্রথম দিন মানে ১৬ই নভেম্বর পার্লামেন্টের সদস্যরা পার্লামেন্টের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন এই নোট বাতিলের বিরুদ্ধে।

তৃতীয় দিনেও একই ভাবে পার্লামেন্টের বাইরে তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টের সদস্যরা নোট বাতিলের ফলে সাধারণ মানুষের দুর্ভোগের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন।

তৃণমূল কংগ্রেস প্রথম পার্টি যারা মুলতুবি প্রস্তাব আনেন রাজ্যসভায়।

১৭ই নভেম্বর রাজ্য সভায় ডেরেক ও ব্রায়েন আলোচনার পর ভোটের দাবি জানান।

একই দিনে লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ৫৬ নম্বর নিয়ম অনুযায়ী মুলতুবি প্রস্তাব আনেন ও বলেন একটি সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করে তারপর এই নোট বাতিল কার্যকর করা হোক।

পরের দিনও লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় একই দাবি তোলেন

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহ অতিক্রান্ত হলো, যেখানে দাপিয়ে বেড়াল তৃণমূল কংগ্রেস।

 

Sudip Bandyopadhyay moves Adjournment Motion on #DeMonetisation issue in Lok Sabha | FULL TRANSCRIPT

Our party has submitted an Adjournment Motion. We want a discussion on that Adjournment Motion because what we feel is that demonetisation of Rs 500 and Rs 1000 notes have caused tremendous difficulties to the poor people, to the common people. They are passing their days with huge difficulties. So, let this decision be temporarily be withdrawn to chalk out a final plan. We should all fight against black money, together.

Trinamool ups the ante against Centre on demonetisation issue in Parliament

Trinamool today stepped up the pressure against the Centre on the issue of demonetisation. Party MPs from both the Houses assembled near the Gandhi statue outside Parliament to do a dharna highlighting the suffering of common people due to demonetisation.

In Lok Sabha, Leader of the party in Lower House, Sudip Bandyopadhyay submitted an Adjournment Motion and sought an immediate discussion on the issue.

“We want to categorically state that we are all against Black Money and should fight against it together. We feel that ban on Rs 500 & Rs 1000 notes has caused tremendous difficulties to the poor  & common people. Let this decision be withdrawn temporarily to chalk out a final plan,” he said.

In Rajya Sabha, Trinamool submitted a Notice under Rule 168 seeking voting along with discussion on demonetisation. Leader of the party in Rajya Sabha, Derek O’Brien said, “We are ready for a discussion, even if the Prime Minister is not here, but we want voting”.

 

 

নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের ওপর চাপ বাড়াল তৃণমূল

মানুষের হয়রানির প্রতিবাদে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল সাংসদরা জমায়েত হয়ে ধর্ণা দেন।

লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মুলতুবি প্রস্তাব এনে নোট বাতিলের ওপর আলোচনার দাবি জানান।

তিনি বলেন “আমরা দৃঢ়তার সঙ্গে জানিয়েছি আমরা সকলে কালো টাকার বিরোধী, সবাইকে এর বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে।  কিন্তু ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার ফলে মানুষকে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। আপাতত এই সিদ্ধান্ত বাতিল করে সঠিক পরিকল্পনা করে তবেই সিদ্ধান্ত কার্যকর করা হোক।”

আলোচনার পাশাপাশি রাজ্যসভাতে নোট বাতিল ইস্যুতে ১৬৮ নম্বর নিয়ম অনুসারে ভোটের দাবি জানান রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন। তিনি বলেন যে তৃণমূল আলোচনায় রাজি কিন্তু শেষে ভোটাভুটি চাই। 

 

Trinamool announces the names of candidates for bypolls

Secretary General of Trinamool Congress Partha Chatterjee today announced the names of candidates for the by-elections to be held on 19 November.

Dibyendu Adhikary will be the candidate from Tamluk Lok Sabha constituency while Saikat Panja will be fighting from Monteswar Vidhan Sabha constituency. The name of the candidate for Coochbehar Lok Sabha seat will be announced soon, Partha Chatterjee said adding that Mamata Banerjee had given her approval to the names of the candidates.

Tamluk Lok Sabha seat fell vacant after sitting MP Suvendu Adhikari contested and won the Vidhan Sabha polls from Nandigram. Cooch Behar Lok Sabha seat fell vacant due to the passing of MP Renuka Sinha. The death of Sajal Panja, MLA of Monteswar, necessitated bypoll to the Assembly constituency.

 

১৯ নভেম্বরের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের

আজ ১৯ নভেম্বরের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়।  সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আসন্ন উপনির্বাচনের প্রার্থীদের নামে অনুমোদন  দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২টি লোকসভা কেন্দ্রে এবং ১টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১৯ নভেম্বর। ভোট গণনা হবে ২২ নভেম্বর।

তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হবেন দিব্যেন্দু অধিকারী। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হবেন সৈকত পাঁজা। কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে।

তমলুক লোকসভা আসনের সাংসদ শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং  জয়ী হওয়ার পর ওই আসনটি খালি হয়ে যায়। কোচবিহারের সাংসদ রেণুকা চৌধুরী এবং মন্তেশ্বরের বিধায়ক সজল পাঁজার মৃত্যুর কারণে এই লোকসভা ও বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।

 

Trinamool Congress recognised as national party

After winning two consecutive Assembly polls in West Bengal, Mamata Banerjee on Friday added yet another feather to her cap with Trinamool Congress being extended the national party status by the Election Commission.

The Election Commission said the Trinamool Congress has satisfied one of the conditions mentioned in the Election Symbols (Reservation and Allotment) Order, 1968 to be recognised as a national party — having been recognised as a State party in at least four States.

It is a recognised State party in West Bengal, Manipur, Tripura and Arunachal Pradesh.

 

জাতীয় দলের স্বীকৃতি পেল তৃণমূল

জাতীয় দলের স্বীকৃতি পেল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস৷শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া হল এই স্বীকৃতি৷

যে দল জাতীয় দলের মর্যাদা পাওয়ার দাবি জানায়, অন্তত ৪টি রাজ্যে লোকসভায় তাদের আসন থাকতে হবে৷ এই মুহূর্তে বাংলা ছাড়া ত্রিপুরা, মণিপুর ও অরুণাচল প্রদেশে প্রতিনিধিত্ব রয়েছে তৃণমূলের৷ আর তাই এল নির্বাচন কমিশনের এই স্বীকৃতি৷

এই স্বীকৃতি পাওয়ার পর রোম থেকে উচ্ছসিত টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

 

Reacting to the news, Mamata Banerjee tweeted from Rome: