Week 1: Trinamool protests against the Centre’s unfair policies and actions

The first week of the first part of the 2017 Budget Session of Parliament started on January 31 with the President’s Address.

On February 1, the Leader of the Party in the Rajya Sabha, Derek O’Brien gave his Motion of Thanks speech on the President’s Address, where he highlighted Trinamool Congress’ views on the severe shortcomings of the BJP-led Central Government.

Earlier that day, he had given a Notice under Rule 267 regarding the political vendetta being carried out against Bengal by the Centre, during which speech he had also spoken out against the apathy of the Centre to the 135 deaths that have occurred across the country till now as a result of the promulgation of demonetisation. (You can read the full notice here)

On the same day, in the Rajya Sabha, Md Nadimul Haque asked a question on the empowerment of rural women.

February 3 began with the Trinamool Congress Members of Parliament (MPs) protesting inside Parliament complex against the political vendetta by the Centre.

Derek O’Brien demanded Parliament observes a minute’s silence for the unfortunate victims of demonetisation.

On the same day, the Leader of the Party in the Lok Sabha, Saugata Roy, intervened to oppose the introduction of Specified Bank Notes (Cessation of Liabilities) Bill, 2017.

Later, he raised the issue of misusing of CBI for political purposes by the Central Government, during which time BJP MPs disrupted the House, leading to the adjournment of the Lok Sabha.

Thus, the first week saw Trinamool Congress protesting strongly against the unfair policies and actions of the Centre.

 

 

Centre is misusing CBI for political purpose: Saugata Roy

Madam, with your permission, I want to raise the issue of the misuse of CBI for political purposes by the Central government.

Madam, as you know, the Leader of our party in Lok Sabha, Sudip Bandyopadhyay was arrested on January 3, 2017. The CBI is a caged parrot. Also, another MP of our party, Shri Tapas Pal was arrested on December 30, 2016.

<Saugata Roy’s intervention in Lok Sabha is disrupted by BJP MPs leading to adjournment till Lok Sabha>

 

 

Saugata Roy opposes the introduction of Specified Bank Notes (Cessation of Liabilities) Bill, 2017

Let me first respond to the Point of Order by Hon’ble Finance Minister. He, not having been ever a Member of this House, is not aware of the Rules of Procedure of this House. Madam, please allow me.

“If a leave to introduce a Bill is opposed, the Speaker, if he thinks fit, after permitting brief statements from the Member who opposes the motion and the Member who moved the motion, may without further debate put the question.”

The rule is up to this. The Finance Minister, the clever lawyer that he is, read the proviso. The proviso is not connected with this. Any member can say ‘I oppose the introduction of this Bill’. Whether I am questioning the legislative competence or not comes later, that is part of the provision. Just read the first paragraph of section 72(1), any member may oppose the introduction of the Bill. I am not raising question on the legislative competence, so let me now be allowed to raise my objection.

Madam, this Bill is actually illegal because the basic statement by the Prime Minister, without any notification, on the November 8, 2016, announcing demonetisation was illegal. No reference was made to the Parliament.

And again Madam, you see Sub-Section 1 of Section 34 of the Reserve Bank of India Act, 1934, on the liabilities of the Reserve Bank. The RBI writes on the note ‘I promise to pay the bearer the sum of rupees 1000 or 500’.

The notification of demonetisation should not have been given by the government, rather than the RBI. What happened in this case is that the government wrote to the RBI to hold a meeting because the Prime Minister wanted to announce a demonetisation, a disruptive step overnight, that’s why the RBI wrote back to the government.

The notification should have been issued under Sec 34(1) of the Reserve Bank of India Act, 1934 and Sec 26(1) of the Reserve Bank of India Act, 1934. That’s why I think that this is outside of the minister’s competence and legislative competence to bring this rule.

This notification should have come from the RBI because according to the Act, RBI is the ultimate authority which will guarantee the safety of the legal tender. It is the RBI that should be saying that they are notifying. That is why this ordinance is illegal and the government has imposed a disruptive step on the whole economy and the whole country, disrupting rights of millions and crores of people, they have put everybody to shame. This is totally illegal and unparliamentary and I oppose the introduction of this Bill.

 

 

Trinamool MPs protest inside Parliament complex against political vendetta by Centre

Trinamool MPs from Lok Sabha and Rajya Sabha today protested against the political vendetta by Central government inside Parliament complex.

Carrying placards the MPs marched inside the complex shouting slogans against the Centre’s misuse of agencies like CBI. They also protested against the arrest of a party MP and Trinamool Lok Sabha leader.

The protests ended with the MPs assembled near the Gandhi statue inside Parliament complex where they continued their sloganeering.

In Rajya Sabha, leader of AITC Parliamentary Party, Derek O’Brien registered protest against the arrest of party’s leader in Lok Sabha. He also demanded that the House maintain one minute silence on the hundreds of deaths caused due to demonetisation. Later, Trinamool walked out of the Rajya Sabha protesting against the political vendetta by Centre.

In Lok sabha Saugata Roy registered his protest on this issue.

He said, “Madam, with your permission, I want to raise the issue of misuse of CBI for political purposes by the Central government. CBI is a caged parrot”.

His speech was disrupted by BJP MPs leading to the adjournment of the House for the day.

 

 

কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূল সাংসদরা

কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির বিরুদ্ধে সংসদ চত্বরে আজ বিক্ষোভ প্রদর্শন করেন রাজ্যসভা ও লোকসভার তৃণমূল সাংসদরা।

প্রতিহিংসাপরায়ণ রাজনীতির লক্ষ্যে সিবিআই-এর মত কেন্দ্রীয় সংস্থাগুলোকে অপব্যবহার করা এবং তৃণমূলের লোকসভার দলনেতা ও অন্য এক সাংসদের গ্রেপ্তারের বিরুদ্ধে হাতে প্ল্যাকার্ড ধরে স্লোগান দিতে দিতে সংসদ চত্বরে আজ মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল সাংসদরা।

গান্ধী মূর্তির কাছে তাদের মিছিল শেষ হয়।

রাজ্যসভায় তৃণমূলের পরিষদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন দলের সাংসদদের গ্রেপ্তারের প্রতিবাদ করেন। যারা নোটবাতিলের ফলে প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশে রাজ্যসভায় এক মিনিট নিরবতা পালনের দাবী জানান ডেরেক।

কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির প্রতিবাদে সভাকক্ষ থেকে ‘ওয়াক আউট’ করেন তৃণমূল সাংসদরা।

 

Trinamool MPs not to attend first two days of Budget Session

Statement by All India Trinamool Congress Parliamentary Party:

Trinamool MPs will not be present in Parliament on the first two days of the Budget Session in protest against demonetisation which was implemented without taking Parliament into confidence, and restrictions on withdrawal limits from bank accounts which are still in force.

In the ensuing session, Trinamool will, among other issues, raise the issue of the illegal arrest of its Lok Sabha leader and another MP which is a clear case of political vendetta by the ruling party at the Centre by misusing CBI and abusing its power.

 

Issued on behalf of AITC Parliamentary Party,

Derek O’Brien,
Kalyan Banerjee,
Sukhendu Sekhar Roy,
Saugata Roy,
Dinesh Trivedi.

 

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের পক্ষ থেকে বিবৃতিঃ 

সংসদকে না জানিয়ে কেন্দ্রীয় সরকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয়। ব্যাঙ্ক থেকে টাকা তোলার বিধি নিষেধও এখনোও তোলা হয়নি। এর প্রতিবাদে বাজেট অধিবেশনের প্রথম দু’দিন সংসদে উপস্থিত থাকবে না তৃণমূলের কোনও সাংসদ।
কেন্দ্রীয় সরকার সিবিআইকে নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যাবহার করছে এবং লোকসভায় তৃণমূলের দলনেতা ও অন্য একজন সাংসদকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। আসন্ন অধিবেশনে অন্যান্য বিষয়ের পাশাপাশি এই বিষয়গুলিও সংসদে তুলবে তৃণমূল।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের পক্ষ থেকে
ডেরেক ও’ব্রায়েন,
কল্যাণ বন্দ্যোপাধ্যায়,
সুখেন্দু শেখর রায়,
সৌগত রায়,
দীনেশ ত্রিবেদী।

अखिल भारतीय तृणमूल कांग्रेस परिषदीय दल के तरफ से बयान:

नोटबंदी के मुद्दे पे संसद को विश्वास में नहीं लेने के कारण और cash withdrawal की सीमा नहीं हटाने के विरोध में , बजट सत्र के पहले दो दिनों में तृणमूल के कोई भी सांसद Parliament में मौजूद नहीं रहेंगे।
आने वाले सत्र में, दूसरे मामलों के साथ, तृणमूल अपने लोक सभा के नेता और दूसरे एक सांसद के अवैध गिरफ़्तारी का मुद्दा उठायेगा। उनकी गिरफ़्तारी राजनैतिक प्रतिशोध का एक नमूना है और जिसे केंद्र के ruling पार्टी ने CBI का ग़लत इस्तेमाल कर और अपनी क्षमता का दुरुपयोग कर सिद्ध किया है।
अखिल भारतीय तृणमूल कांग्रेस परिषदीय दल के तरफ से
डेरेक ओ’ब्रायन,
कल्याण बंद्योपाध्याय,
सुखेंदुशेखर राय,
सौगात राय,
दिनेश त्रिवेदी।

CPI(M) had ‘Harmads’ and BJP has ‘Jallads’: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today accused him of “removing crucial files” related to the notes ban. She also alleged that demonetisation was a “ploy to transform white money into black and black money into white”.

“They (Modi government) have turned the CBI into the Conspiracy Bureau of India and are using it for pursuing vendetta politics. The CBI has created a back office to come up with false evidence against our leaders to implicate them in chit fund cases,” she alleged.

Mamata Banerjee alleged that the CPI(M) had entered into a “political match-fixing” with the BJP as it was “under the Left rule that the chit funds had mushroomed in the state”.

“It was during the CPI(M) regime that Rose Valley and Saradha chit funds came into being. What were the SEBI and RBI doing then? Several top CPI(M) leaders were involved in the chit fund business but none of them was summoned. It only shows that the CPI(M) and the BJP have teamed up in Bengal,” she said.

 

 

সিপিএমের ছিল ‘হার্মাদ’, বিজেপির আছে ‘জল্লাদ’: মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব ফাইল সরিয়ে ফেলা হয়েছে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ নোট বাতিল সাদা টাকাকে কালো টাকায় রুপান্তরিত করার এক কৌশল।

তিনি বলেন, “ওরা সিবিআই কে কন্সপিরেসি ব্যুরো অফ ইন্ডিয়ায় পরিণত করে তা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কাজে লাগাচ্ছে।  একটা ব্যাক অফিস তৈরি করেছে সেখানে আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগের প্রমাণ তৈরি করছে”।

সিপিএমএর সঙ্গে বিজেপির ম্যাচ ফিক্সিং হয়েছে। বাম আমলে রাজ্যে যখন চিট ফান্দ তৈরি হয়েছিল তখন ওরা কি করছিল?কেন পদক্ষেপ নেয়নি এই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, “রোজ ভ্যালি, সারদা তৈরি হয়েছে সিপিএমের আমলে। সেই সময় আরবিআই, সেবি কেন চিট ফাণ্ড ব্যবসা করতে দিয়েছিল? অনেক সিপিএম নেতা এই চিট ফান্ডের সঙ্গে জড়িত। তাদের কেন তলব করা হচ্ছে না? এর থেকেই স্পষ্ট সিপিএম-বিজেপি বাংলায় একজোট হয়েছে”।

 

A destructive party is selling off the country: Mamata Banerjee

Coming down heavily on the Centre on the issue of demonetisation and political vendetta, Bengal Chief Minister and Trinamool Chairperson Mamata Banerjee today said everyone is suffering due to ‘Super Emergency’.

“Modi Babu bulldozed his decision. Institutions were not allowed to do their job. Whoever is speaking up is being silenced with fear-mongering. Agencies are hounding them,” she said.

“Within hours of announcement of demonetisation I raised my voice. Why did they introduce Rs 2000 notes after banning Rs 1000? People will ban Modi Sarkar soon,” the CM added.

She thundered, “They promised situation will normalise within 50 days. Nothing has improved. Are 50 days not over? Why are restrictions on withdrawal limit still in place?”

She said Trinamool cannot be scared by fear-mongering tactics. “They thought TMC is made of soft mud so even rats can dig it. We fight with tigers, we won’t get rattled by a push from rats,” the Chief Minister said.

She reiterated that CBI has become ‘Conspiracy Bureau of India’.

Highlighting the sufferings of people across all strata of society, she said the protests will continue and the next course of action will be decided after Gangasagar Mela.

Day 3 of Trinamool’s nationwide protests against demonetisation & political vendetta

Today was the third day of Trinamool’s nationwide protests against demonetisation and political vendetta by the Centre. A delegation of Trinamool MPs met the Honourable President today in Delhi.

From November 8, 2016, the day demonetisation was announced, Mamata Banerjee has been vocally protesting against the policy which has led to immense suffering of the people. She has been actively tweeting against the Narendra Modi government and has also addressed rallies in Delhi, Lucknow, Patna and Kolkata.

Trinamool MPs had been sitting on dharna for the last three days in Delhi. Similar dharnas were held in front of RBI office and CGO complex in Kolkata. Dharnas were held in Punjab, Manipur, Tripura, Bihar, Jharkhand, Odisha also.

Mamata Banerjee has given the slogan ‘Modi Hatao, Desh Bachao’ and demanded that a ‘National Government’ be formed to save the country from this mess.

 

নোট বাতিল ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদের আজ তৃতীয় দিন

কেন্দ্রীয় সরকারের হঠকারী নোটবাতিলের সিদ্ধান্ত ও কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের দেশব্যাপী প্রতিবাদী আন্দোলনের আজ ছিল তৃতীয় দিন।

আজ দিল্লিতে দুপুর ২ টোয় তৃণমূল সাংসদদের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন।

২০১৬-র ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। টুইটারেও তিনি মোদীর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। একইসঙ্গে দিল্লি, লখনউ, কলকাতা ও পাটনার জনসভাতেও তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ জানান।

গত ৩ দিন ধরে তৃণমূল সাংসদরা নোটবাতিলের সিদ্ধান্ত ও প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে দিল্লীর সাউথ অ্যাভিনিউতে ধর্ণায় বসছেন। ধর্ণা হয় কলকাতার সিজিও কমপ্লেক্স ও রিজার্ভ ব্যাংকের সামনেও। পাঞ্জাব, বিহারের কিষাণগঞ্জ, মনিপুর, ত্রিপুরা, আসাম ও ঝাড়খণ্ডেও চলেছে প্রতিবাদ।

দেশকে রক্ষার স্বার্থে ইতিমধ্যেই জাতীয় সরকার গঠনের দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ‘মোদী হাঠাও, দেশ বাঁচাও’ স্লোগানও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Present Budget after 8 March and pass it before 31 March: Trinamool Congress

Trinamool Congress, INC, SP, BSP, JDU, RJD and some other Opposition parties held a meeting with the Election Commissioner at 11am. The Subject of the meeting was that the Union Budget date too close to the Assembly polls in Uttar Pradesh, Manipur, Punjab, Uttarakhand and Goa.

Three MPs from Trinamool Congress including party Chief National Spokesperson and Leader of the party in Rajya Sabha, Derek O’Brien, Lok Sabha MPs Dinesh Trivedi, Saugato Roy were part of Opposition party delegation to meet Election Commissioner in Delhi.

Trinamool’s statement after the meeting:

Today an 11 member delegation of 15 to 16 Opposition parties met the Election Commission. The simple solution is to present budget after 8 March and pass it before 31 March. That is the fair way to do it.

– Derek O’Brien, Chief National Spokesperson and Leader of the Parliamentary Party, Rajya Sabha

 

 

৮ মার্চের পর বাজেট পেশ করে ৩১ মার্চের মধ্যে তা পাশ করিয়ে দেওয়া হোকঃ তৃণমূল কংগ্রেস

আজ সকাল ১১টায় তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, এস পি, বি এস পি, জে ডি ইউ, আর জে ডি সহ বেশ কিছু বিরোধী দলনেতা নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। সামনেই পাঁচ রাজ্যের (উত্তর প্রদেশ, মণিপুর, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া) নির্বাচন। ইউনিয়ন বাজেটের দিন নির্বাচনের খুবই কাছে এই প্রসঙ্গেই তারা নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন।

তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন তিনজন সাংসদ – দলের জাতীয় মুখপাত্র এবং রাজ্য সভার সংসদীয় দলের নেতা ডেরেক ও ব্রায়েন, লোকসভার দলনেতা দীনেশ ত্রিবেদী, সৌগত রায়।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর তৃণমূলের বিবৃতিঃ

আজ আমরা ১৫-১৬ টি বিরোধী দলের মোট ১১ জন সদস্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছি। আমাদের কাছে একটি সহজ সমাধান আছে। ৮ মার্চের পর বাজেট পেশ করে ৩১ মার্চের মধ্যে তা পাশ করিয়ে দেওয়াই হল । এটাই সবচেয়ে ভাল উপায়।

– ডেরেক ও ব্রায়েন, দলের জাতীয় মুখপাত্র এবং রাজ্য সভার সংসদীয় দলের নেতা

 

We will fight till the finish: Trinamool

Statement by Derek O’Brien, Chief National Spokesperson, Member of Parliament and Leader of the Parliamentary Party in Rajya Sabha:

20 MPs and senior Ministers met Sudip Da from outside. We gave him the confidence that we are all together. We are fighting this Modi Govt and Amit Shah. We will continue out fight against Note Bandi. This is not the end. We will fight this till the finish. We will sit on a dharna at our Parliamentary Party Office in Delhi tomorrow.

 

Statement by Partha Chatterjee, Secretary General:

Our leader Mamata Banerjee asked us to stand beside Sudip Da. We will not bow down our heads. Our movement cannot be stopped by politics of vendetta. We will launch series of protests from tomorrow in Bengal & other states.
This is a dark chapter in the history of Indian politics.

 

আমরা শেষ পর্যন্ত লড়াই করবঃ তৃণমূল

তৃণমূলের রাজ্যসভার মুখপাত্র ও দলনেতা ডেরেক ও ব্রায়েনের বিবৃতি

২০ জন সাংসদ এবং দলের মন্ত্রীরা সুদীপ দার সঙ্গে দেখা করেছেন। আমরা ওনাকে জানিয়েছি যে আমরা সকলে ওনার পাশে আছি। আমরা সকলে একসাথে এই মোদী সরকার ও অমিত শাহর বিরুদ্ধে লড়াই করব। নোট বাতিলের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এটাই শেষ নয়। আমরা এর শেষ দেখে ছাড়ব। আগামীকাল দিল্লিতে সংসদে দলীয় অফিসের সামনে আমরা ধর্নায় বসব।

 

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিবৃতি

আমাদের দলনেত্রী বলেছেন সুদীপ দার পাশে থাকতে। আমরা ওনার মাথা নত হতে দেব না।  আমাদের আন্দোলন চলবে। রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না।  আগামীকাল থেকে সমগ্র বাংলা ও অন্যান্য রাজ্য জুড়ে প্রতিবাদ হবে। এটা ভারতের রাজনৈতিক ইতিহাসের একটি কালো অধ্যায়।