Country’s first financial and legal hub coming up in Newtown

The country’s first ever financial and legal services hub will soon come up on 100 acre of land in the Commercial Business District Zone of Newtown.

Twenty two financial institutions have bought plots in the hub, namely State Bank of India, Bank of India, Allahabad Bank, Bank of Baroda, Corporation Bank, Canara Bank, Punjab National Bank, Syndicate Bank, Karnataka Bank, Union Bank of India, Indian Bank, Andhra Bank, Vijaya Bank, United Bank of India, Shriram Credit, Bandhan Bank, UCO Bank, National Insurance, Directorate of Revenue Intelligence, West Bengal Industrial Development Finance Corporation, The Institute of Chartered Accountants of India and West Bengal Financial Corporation.

Participation has also been invited for strategic investors in an ‘iconic tower’ at the financial and legal services hub by means of reverse e-auctioning. A cluster of financial institutions will be involved in the project. Additional plots are also available.

In addition to the legal hub, a commercial court is also planned to come up at the location. A Bench of the National Green tribunal is already functioning and a business and arbitration centre is in operation for promoting ease of doing business.

দেশের প্রথম অর্থনৈতিক ও আইনি পরিষেবার হাবতৈরী হচ্ছে নিউটাউনে

কলকাতার নিউ টাউনে তৈরি হচ্ছে দেশের প্রথম ‘অর্থনৈতিক ও আইনি পরিষেবার হাব’। ১০০ একর জমির অপ্র তৈরি হবে এই হাবটি।

২২টি প্রতিষ্ঠান এই হাব থেকে জমি কিনেছে। সেগুলি হল – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ  বরোদা, কর্পোরেশন ব্যাংক, কানাড়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সিন্ডিকেট ব্যাঙ্ক, কর্ণাটক ব্যাংক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাংক, বিজয়া ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, শ্রীরাম ক্রেডিট, বন্ধন ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া, ও ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স কর্পোরেশন।

অর্থনৈতিক প্রতিষ্ঠানের একটি ক্লাস্টারও এই প্রজেক্টের অন্তর্ভুক্ত। এছাড়া  অনেক অতিরিক্ত জমিও রয়েছে।

আইন পরিষেবার হাব ছাড়াও কমার্শিয়াল কোর্ট তৈরির পরিকল্পনা চলছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের একটি বেঞ্চ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।