Developmental activities taken up in Cooch Behar

Over the last six-and-a-half years, the Trinamool Congress Government has undertaken large-scale developmental activities in Cooch Behar.

Tabulated below are the important developments:

 

Historic handing over of Chitmahal villages

As a result of the agreement signed by Chief Minister Mamata Banerjee on June 6, 2015 in Bangladesh, villages in India belonging to Bangladesh and vice versa along the border in Cooch Behar district were exchanged between the two countries. These scattered villages comprised a region called Chitmahal. Thus, villages on the Indian side became a part of India and on the Bangladeshi side became a part of that country. The exchange took place on the midnight of July 31 of that year. This was a long-standing demand of the people, and Mamata Banerjee fulfilled that demand.

Essential services rendered: For the 15,786 people who became citizens of India, the State Government made special arrangements. Temporary camps were opened in Mekhliganj, Haldibari and Dinhata. All government benefits have been extended to them, like food under Khadya Sathi Scheme, health, drinking water and irrigation facilities, power, job cards for enabling enrolment under the 100 Days’ Work Scheme, land survey, etc.

 

Uttrakanya

For people to better access the government for its services, the government set up a secretariat for the districts of north Bengal – Uttarkanya. Besides offices of the State Government, the secretariat also houses officials of pension, provident fund and group insurance. As a result of the opening of Uttarkanya, people of the region no longer have to run to Kolkata for accessing most government services.

 

Health and Family Welfare

Medical college: Medical college being set up in Cooch Behar

Fair-price medicine shops: 6 set up – in Cooch Behar (MJN Sadar Hospital), Dinhata, Mathabhanga, Tufanganj, Sitai and Mekhliganj; buying from these fair-price shops has resulted in more than 3.7 lakh people getting discounts of more than Rs 8.28 crore

Fair-price diagnostic centres: 2 set up at MJN Sadar Hospital in Cooch Behar

SNSU: 12 sick newborn stabilisation units set up in Dinhata, Mathabhanga, Tufanganj, Haldibari, Dewanhat, Pundibari, Baxhirhat, Bamanhat, Sitai, Ghoksadanga, Sitalkuchi and Changrabandha

SNCU: 4 sick newborn care units set up in Cooch Behar (MJN Sadar Hospital), Mathabhanga, Dinhata and Tufanganj (Tufanganj Subdivisional Hospital)

CCU/HDU: 3 critical care units and high-dependency units set up in Cooch Behar (MJN Sadar Hospital), Mathabhanga and Dinhata

MCH: Mother and Child Hub being set up in Cooch Behar (MJN Sadar Hospital); Skills Lab already set up

Swasthya Sathi: More than 1.96 lakh people enrolled

Sishu Sathi: More than 180 children successfully operated on

 

Education

University: Cooch Behar Panchanan Barma University set up

College: Cooch Behar Government Engineering College built in Harinchaora; government college built in Ghoksadanga

ITI: 3 set up in Dinhata, Mathabhanga-2 and Mekhliganj blocks; another being set up in Sitalkuchi

Polytechnic colleges: 1 set up in Tufanganj; another being set up in Mathabhanga

Utkarsh Bangla: More than 23,800 youths being given skills training

Sabooj Sathi: About 2.42 lakh school children given bicycles

Model schools: 1 set up in Sitalkuchi; another being set up in Sitai

Upgrading of schools: About 45 Madhyamik schools upgraded to Higher Secondary

Mid-Day Meals: Mid-day meals being given in all schools, which has markedly improved attendance

Toilets: Separate toilets for boys and girls built in all schools

 

Land Reforms, Agriculture and Animal Resources Development

Nijo Griha Nijo Bhumi: More than 9,000 landless families handed over patta, and about 1,500 agricultural and forest land patta handed over

Kisan Credit Cards: About 88% of eligible farmer families given KCCs

Kisan Mandi: 8 set up in Dinhata-1, Sitai, Mathabhanga-1, Mathabhanga-2, Mekhliganj, Haldibari, Tufanganj-1 and Sitalkuchi blocks

Hatchlings distributed: More than 10.1 lakh chicken and duck hatchlings distributed for rearing

 

Panchayats and Rural Development

MGNREGS (100 Days’ Work Scheme): About 7.32 crore person-days created at an expenditure of more than Rs 1,600 crore

Rural housing: About 1.2 lakh people benefitted; on January 29, 2018, it was announced that 3,060 more people would be distributed houses under various schemes

Rural roads: About 540 km roads built under Grameen Sadak Yojana; on February 13, 2018, it was announced that 320 km more is being built/renovated

Samabyathi: About 5,700 people benefitted from this scheme

ODF: Cooch Behar has been declared a ‘Nirmal Zila’, that is, open defecation-free (ODF); about 4.3 lakh toilets built, which is 100% of the target

 

Minorities’ Development

Scholarships: About 5.25 lakh students from minority communities given scholarships worth about Rs 124 crore

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: Youths given loans worth about Rs 40 crore

MSDP: About Rs 134 crore spent for various schemes under Multi-sectoral Development Programme – more than 3,930 health sub-centres, additional classrooms, anganwadi centres, houses, etc.

Karmatirtha: 5 Karmatirthas built to increase employment of local people – in Sitalkuchi, Mathabhanga-1, Mathabhanga-2, Tufanganj-1 and Cooch Behar-1 blocks

 

Backward Classes Welfare Department

Shikshashree: More than 3.25 lakh students have received scholarships under the scheme

SC/ST/OBC certificates: More than 2.75 lakh people handed over SC/ST/OBC certificates

Recognition of languages: Rajbanshi and Kamtapuri given the recognition of official state languages

Developmenr board: Rajbanshi Development and Cultural Board and Rajbanshi Bhasha Academy formed

 

Women and Child Development and Social Welfare

Kanyashree: More than 1.82 lakh girls brought under the ambit of the Kanyashree Scheme

Food security

Khadya Sathi: As part of the scheme, 100% of the eligible population of Cooch Behar (about 26.63 lakh) being given foodgrains at Rs 2 per kg (or at half the market price)

 

PWD and Transport

Projects completed: PWD Department has completed more than 125 projects like roads, bridges, etc. by investing about Rs 1,940 crore

Bridges: Joyee Beridge being built over Teesta to connect Haldibari and Mekhliganj, Bhawaiya Bridge built to connect the town of Dinhata with Tufanganj-1 block

Roads: 65% of the part of Asian Highway48 connecting Bhutan and Bangladesh completed; about 960 km of roads built/renovated/widened, the important ones being Changrabandha-Mathabhanga-Cooch Behar road, Sitalkuchi-Gosanimari road, Tufanganj-Kamakhyaguri road, Tufanganj-Balabhoot road, Dinhata-Gitalda road, Atiyabari-Fakirtakiya-Kurshahat road, Bamanhat-Chaudhurihat road, and renovation of NH-31

Baitarani: As part of Baitarani Scheme, 30 burning ghats being renovated, 1 electric crematorium being built

Gatidhara: Through Gatidhara Scheme, about 560 youths managed to buy vehicles for commercial use

Traffic awareness programmes: Safe Drive Save Life and Slow Drive Save Life traffic awareness programmes have reduced accidents by a significant number

 

Power – Non-renewable and Renewable Energy

Sabar Ghare Alo: Through implementation of Sabar Ghare Alo Scheme, about 100% rural electrification achieved

 

Irrigation

Dams repaired: About 160 km of dams repaired

 

Public Health Engineering

Projects completed: Public Health Engineering Department has completed 60 projects at a cost of about Rs 200 crore

 

Forest and Tourism

Sabujshree: Saplings given to more than 52,000 newborns (as per the scheme, after crossing 18 years of age, the tree will be sold and the student’s education funded out of that money)

Tourism: Eco-tourism project and picnic spot built around Damdama Lake in Bhogrampur in Mathabhanga-1 block; bird zone created in Rashikbil Mini Zoo; picnic spot and children’s park built in Ambari; renovation and beautification of Baneswar Temple and Bairagi Dighi

 

Labour

Samajik Suraksha Yojana: 2.79 lakh workers from the unorganised sector documented – of these, about 78,000 lakh beneficiaries have received benefits to the tune of more than Rs 32 crore

Yuvashree: About 5,000 youths given allowances under this scheme

 

Self-Help Group and Self-Employment

Anandadhara: About 35,000 self-help groups (SHG) set up; taking together expert committee members under Anandadhara for sitalpati, dhari, jute products, dry foods, etc., working groups formed, which have signed agreements with CII, FICCI, CINI, SIT, etc. to enable the SHGs to sell their products

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: About 11,000 ventures approved, for which a total grant of about Rs 60 crore given

 

Information and Culture

Lokprasar Prakalpa: More than 18,000 folk artistes getting retainer fee and pension

 

Housing

For the economically disadvantaged: About 12,000 people benefitted as part of Gitanjali and other schemes

Pathasathi: 1 Pathasathi motel set up for travellers (also resulting in employment for local people) in Jamaldaha

 

Youth Affairs and Sports

Funds for clubs: More than 239 clubs given more than Rs 6 crore for promoting sports

Sporting infrastructure: 85 multi-gyms and 15 mini-indoor stadiums built at a cost of Rs 5 crore approximately; first phase of work for renovation of Rajbati Stadium and basketball court started; Uttarbanga Utsav regularly celebrated in 8 districts of north Bengal, including Cooch Behar; Cooch Behar Sports Tournament being held annually

 

North Bengal development

Some developments undertaken by North Bengal Development Department:

  • Panchanan Barma University
  • Cooch Behar Government Engineering College in Harinchaora
  • Colleges in Bakshirhat, Ghoksadanga, Dewanhat and Nishiganj
  • Strengthening of bank of Manasi river
  • Kapaidanga-Bochamari road
  • Bridge over Kaljani river
  • Eco-tourism spot and picnic spot in Bhogrampur
  • Bridge over Raidak river in Salbari

 

Law and order

Police stations: Police stations in Pundibari and Sahebganj and Cooch Behar women’s police station set up

 

 

কোচবিহার জেলার উন্নয়ন – এক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে কোচবিহার জেলায়।

ঐতিহাসিক ছিটমহল হস্তান্তরঃ

২০১৫ সালের জুন মাসের ৬ তারিখে মাননীয়া মুখ্যমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় যে ভারত-বাংলাদেশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তারই ফলশ্রুতি স্বরূপ সম্পন্ন হয়েছে বহু-কাঙ্খিত ভারত-বাংলাদেশ ছিটমহল হস্তান্তর। ২০১৫ সালের ৩১শে জুলাই মধ্যরাতে, ভারতে এসেছে ৭১১০ একরের ৫১টি ছিটমহল, যা যুক্ত হয়েছে কোচবিহার জেলায়, আর বিনিময়ে বাংলাদেশ পেয়েছে ১৭১৬০ একরের ১১১টি ছিটমহল। স্থাপিত হয়েছে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে এক অবিচ্ছেদ্য মৈত্রীর বন্ধন। এরই ফলশ্রুতিতে, ১৫,৭৮৬ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কোচবিহার জেলায়।

পূর্বতন ছিটমহলগুলির এই সব মানুষের পুনর্বাসনের জন্য মেখলীগঞ্জ, হলদিবাড়ি ও  দিনহাটায় অস্থায়ী ক্যাম্প স্থাপন সহ ‘খাদ্যসাথী’, চিকিৎসা ব্যবস্থা, পানীয় ও সেচের জলের সরবরাহ, বিদ্যুৎ সংযোগ, ১০০ দিনের কাজে জব-কার্ড, জমি জরিপ ইত্যাদি বিভিন্ন পরিষেবামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

‘উত্তরকন্যা’

সমগ্র উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে উত্তরবঙ্গে আমরা আগেই স্থাপন করেছি রাজ্য সরকারের শাখা সচিবালয় – ‘উত্তরকন্যা’। এখানে অন্যান্য বিভাগের সাথে সাথে পেনশন, ভবিষ্যনিধি এবং গ্রুপ ইনস্যুরেন্স অধিকর্তার একটি শাখা কার্যালয়ও চালু হয়ে গেছে। এর দরুন সমগ্র উত্তরবঙ্গের মানুষজনকে আজ আর সরকারি কাজের জন্য কোলকাতায় ছুটে যেতে হয় না। সরকারি কাজ ও পরিষেবা মানুষের কাছে আরও দ্রুততার সাথে পৌঁছে যাচ্ছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণঃ

• কোচবিহারে গড়ে তোলা হচ্ছে ১টি নতুন মেডিকেল কলেজ।
• MJN সদর, দিনহাটা, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ, সিতাই ও মেখলীগঞ্জ মহকুমা হাসপাতালে ৬টি ন্যায্য মূল্যের ঔষধের দোকান চালু হয়ে গেছে। জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে, ৩ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষ, ৮ কোটি ২৮ লক্ষ টাকারও বেশি ছাড় পেয়েছেন।
• MJN সদর হাসপাতালে ২টি ডায়াগনস্টিক পরিষেবা চালু হয়ে গেছে।
• এই জেলায় ১২টি SNSU চালু হয়ে গেছে (দিনহাটা, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ, হলদিবাড়ি, দেওয়ানহাট, পুন্ডিবাড়ি, বক্সীরহাট, বামনহাট, সিতাই, ঘোক্সাডাঙ্গা, শীতলকুচী ও চ্যাংড়াবাঁধা)।
• MJN সদর, মাথাভাঙ্গা, দিনহাটা ও তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ৪টি SNCU চালু হয়ে গেছে।
• MJN সদর, মাথাভাঙ্গা, দিনহাটা হাসপাতালে ৩টি CCU/HDU চালু হয়ে গেছে।
• MJN সদর হাসপাতালে চালু হয়েছে স্কিলস ল্যাব, গড়ে তোলা হচ্ছে Mother & Child Hub।
• দিনহাটা ও মাথাভাঙ্গা হাসপাতালে গড়ে তোলা হচ্ছে ২টি ব্লাড ব্যাঙ্ক।
• ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পে এই জেলায় প্রায় ১ লক্ষ ৯৬ হাজারেরও বেশি মানুষ নথিভুক্ত হয়েছেন।
• ‘শিশু সাথী’ প্রকল্পে এই জেলার ১৮০টিরও বেশি বাচ্চার সফল অস্ত্রোপচার করা হয়েছে

শিক্ষাঃ

• এই জেলায় গড়া হয়েছে নতুন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়।
• হরিণচাওড়ায় নতুন কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে তোলা হয়েছে।
• ঘোক্সাদাঙ্গায় ১টি নতুন সরকারি কলেজ গড়ে তোলা হয়েছে।
• দেওয়ানহাট ও বক্সীগঞ্জ কলেজ উন্নীতকরণের কাজ সমাপ্ত হয়েছে।
• দিনহাতা, মাথাভাঙ্গা-২ ও মেখলিগঞ্জে ৩টি নতুন আইটিআই কলেজ নির্মাণ করা হয়েছে। শীতলকুচীতে আরও ১টি আইটিআই কলেজ গড়ে তোলা হচ্ছে।
• তুফানগঞ্জে ১টি নতুন পলিটেকনিক কলেজ গড়ে তোলা হয়েছে। মাথাভাঙ্গায় আরও ১টি পলিটেকনিক কলেজ গড়ে তোলা হচ্ছে।
• ‘উৎকর্ষ বাংলা’ কর্মসূচিতে, জেলার ২৩ হাজারেরও বেশি যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
• এই জেলায়, ২ লক্ষ ৪২ হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
• শীতলকুচীতে ১টি নতুন মডেল স্কুল গড়ে তোলা হয়েছে। সিতাইয়ে আরও ১টি মডেল স্কুল গড়ে তোলা হয়েছে।
• জেলায় গত সাড়ে ৬ বছরে ৪৫টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।
• সব স্কুলে মিড ডে মিল চলছে, যার ফলে পুষ্টি ও উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল-ছুট ছাত্রছাত্রীদের সংখ্যা কমেছে।
• প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

ভূমি সংস্কার, কৃষি ও পশুপালনঃ

• জেলার ৯ হাজারেরও বেশী যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এছাড়া, ১৫০০রও বেশী কৃষি ও বনাধিকার পাট্টা প্রদান করা হয়েছে।
• এই জেলায় প্রায় ৮৮% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকিদেরও খুব দ্রুত কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।
•  এই জেলার দিনহাটা-১, সিতাই, মাথাভাঙ্গা-১, মাথাভাঙ্গা-২, মেখলীগঞ্জ, হলদিবাড়ি, তুফানগঞ্জ-১ ও শীতলকুচীতে ৮টি ‘কিষাণ মান্ডি’ গড়ে তোলা হয়েছে।
• জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ১০ লক্ষ ১০ হাজারেরও বেশি হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ করেছে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়নঃ

• এই জেলায় ১০০ দিনের কাজে, ১৬০০ কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় ৭ কোটি ৩২ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
• জেলার প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষ গ্রামীণ আবাসন যোজনায় উপকৃত হয়েছেন।
• এই জেলার আরও প্রায় ৩ হাজার ৬০ জন উপভোক্তাকে বাড়ি তৈরির সহায়তা দেওয়া হয়েছে।
• জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ৫৪০ কিমি রাস্তা নির্মিত হয়েছে।
• জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ৩২০ কিমি রাস্তা নির্মাণ/সংস্কারের সূচনা করা হয়েছে।
• ‘সমব্যাথী’ প্রকল্পে জেলার প্রায় ৫ হাজার ৭০০ জন উপকৃত হয়েছে।
• জেলায় ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে, প্রায় ৩০ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে – যা লক্ষ্যমাত্রার ১০০%।

সংখ্যালঘু উন্নয়নঃ

• বিগত সাড়ে ৬ বছরে, এই জেলার প্রায় ৫ লক্ষ ২৫ হাজার সংখ্যালঘু ছাত্রছাত্রীকে, প্রায় ১২৪ কোটি টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে।এছাড়া, স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের, প্রায় ৪০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
• MSDP-তে, প্রায় ১৩৪ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়িত করা হয়েছে।
• এই প্রকল্পে জেলায় ৩ হাজার ৯৩০টিরও বেশি হেলথ সাব-সেন্টার, অতিরিক্ত শ্রেণী কক্ষ, অঙ্গনওয়ারী কেন্দ্র, বাসগৃহ ইত্যাদি গড়ে তোলা হয়েছে।
• এই জেলায় ৫ টি ‘কর্মতীর্থ’ গড়ে তোলা হচ্ছে (শীতলকুচী, মাথাভাঙ্গা-১, মাথাভাঙ্গা-২, তুফানগঞ্জ-১ ও কোচবিহার-১)।

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়নঃ

• বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় ৩ লক্ষ  ২৫ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পেয়েছে।
• জেলায় বিগত সাড়ে ৬ বছরে, ২ লক্ষ ৭৫ হাজারেরও বেশি SC/ST/OBC Certificate প্রদান করা হয়েছে।
• রাজবংশী ও কামতাপুরীকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার হয়েছে।
• রাজবংশী ভাষা আকাদেমি গঠনের পাশাপাশি রাজবংশী সাংস্কৃতিক উন্নয়ন বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণঃ

• এই জেলায়, ১ লক্ষ ৮২ হাজারেরও বেশি ছাত্রী ‘কন্যাশ্রী’র আওতায় এসেছে।

খাদ্য সুরক্ষা কর্মসূচী-‘খাদ্য সাথী’ প্রকল্পঃ

• এই জেলায় ১০০% যোগ্য মানুষকে (প্রায় ২৬ লক্ষ ৬৩ হাজারেরও বেশি মানুষকে), ২/- টাকা কেজি দরে (অথবা বাজার দরের অর্ধেক দামে)খাদ্যশস্য দেওয়া হচ্ছে- যা জেলার জনসংখ্যার প্রায় ৯৪%।

শিল্পঃ

• জেলায় ২টি Industrial Growth Centre তৈরী করা হয়েছে (কোচবিহার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার – প্রথম ও দ্বিতীয় পর্যায়)।
• কোচবিহার জেলা শিল্প কেন্দ্রে Jute Park গড়ে তোলা হয়েছে।
• জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ১২টি ক্লাস্টার গড়ে উঠেছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-
• কোচবিহার ও দিনহাটায় ২টি স্টিলের আসবাব তৈরীর ক্লাস্টার
• তুফানগঞ্জ, ভোগরামগুড়ি, বাইশগুড়ি ও ঘুঘুমারিতে ৪টি শীতলপাটি তৈরীর ক্লাস্টার,
• দিনহাটা-১, কোচবিহার-২ ও তুফানগঞ্জে ৩টি হ্যান্ডলুম ক্লাস্টার প্রভৃতি।
• ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে এই জেলায় ২৬৪০ কোটি টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে।

 

পূর্ত ও পরিবহনঃ

• বিগত সাড়ে ৬ বছরে, এই জেলার পূর্ত দপ্তর ২৭০টির বেশি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ২১৫ টিরও বেশী প্রকল্পের কাজ প্রায় ১৯৪০ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে, প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। বাকী প্রকল্পের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।
• হলদিবাড়ি ও মেখলীগঞ্জের মধ্যে তিস্তা নদীর ওপর ‘জয়ী’ সেতু গড়ে তোলা হয়েছে।
• দিনহাটা ও তুফানগঞ্জ-১ ব্লকের মধ্যে কালজানী নদীর ওপর ‘ভাওয়াইয়া’ সেতু গড়ে তোলা হয়েছে।
• জেলার মধ্যে অবস্থিত ভূটান-বাংলাদেশ সংযোগকারী এশিয়ান হাইওয়ে-৪৮ অংশের কাজ প্ত্রায় ৬৫% হয়ে গেছে।
• জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলায় বিগত সাড়ে ৬ বছরে, প্রায় ৯৬০ কিমি রাস্তা নির্মাণ/পুননির্মান/সম্প্রসারন ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ
• চ্যাংড়াবাঁধা-মাথাভাঙ্গা-কোচবি হার রাস্তা,
• শীতলকুচি-গোঁসাইমারি রাস্তা,
• তুফানগঞ্জ-কামাক্ষাগুড়ি রাস্তা
• তুফানগঞ্জ-বালাভূত রাস্তা
• দিনহাটা-গীতালদা রাস্তা
• আটিয়াবাড়ি-ফকীরটিকিয়া-কুড়শাহাট রাস্তা
• বামনহাট-চৌধুরীহাট রাস্তা
• NH-31 রাস্তা সংস্কার ইত্যাদি।
• বৈতরণী প্রকল্পে, ৩০টি শ্মশান-ঘাটের উন্নয়ন সহ ১টি বিদ্যুতের চুল্লি বসানোর কাজ চলছে।
• এই জেলার প্রায় ৫৬০ জন যুবক-যুবতী গাড়ি কেনার ঋণ পেয়ে আত্মনির্ভর হয়েছেন।
হাতে নেওয়া হয়েছে, Safe Drive Save Life এবং Slow Drive Save Life কর্মসূচী। ফলে, উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা।

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তিঃ

• সমগ্র জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে, ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।

 

সেচঃ

• জেলার প্রায় ১৬০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরীঃ

• বিগত সাড়ে ৬ বছরে,৮০টি জলপ্রল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ৬০ টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। বাকি জলপ্রকল্পগুলির কাজ শীঘ্রই সমাপ্ত হবে।

 

বন ও পর্যটনঃ

• ‘সবুজশ্রী’ প্রকল্পে, ৫২ হাজারেরও বেশী সদ্যোজাত শিশুকে মূল্যবান গাছের চারা দেওয়া হয়েছে। ১৮ বছর উত্তীর্ণ হলে, গাছ বিক্রির টাকায় শিশুটির পড়াশোনা, বিয়ে ইত্যাদির খরচ মেটানো যাবে।
• মাথাভাঙ্গা-১ ব্লকের ভোগরামপুরে দমদমা ঝিলকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজম এবং পিকনিক স্পট গড়ে তোলা হয়েছে।
• রসিকবিল মিনি চিড়িয়াখানায় একটি পক্ষীশালা গড়ে তোলা হয়েছে।
• আমবাড়িতে পিকনিক স্পট ও শিশু উদ্যান গড়ে তোলা হয়েছে।
• কাজ চলছে বাণেশ্বর মন্দির ও বৈরাগী দিঘির সংস্কার ও সৌন্দর্জায়নের।

 

শ্রমঃ

• এই জেলায় ‘সামাজিক সুরক্ষা যোজনা’য়, প্রায় ২ লক্ষ ৭৯ হাজার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক নথিভুক্ত হয়েছেন। এখনও পর্যন্ত, প্রায় ৭৮ হাজার উপভোক্তা, ৩২ কোটি টাকারও বেশি সহয়তা পেয়েছেন।
• ‘যুবশ্রী’ প্রকল্পে, এই জেলার প্রায় ৫ হাজার যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসুচীঃ

• ‘আনন্দধারা’ প্রকল্পে, প্রায় ৩৫ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।
• ‘আনন্দধারা’র অন্তর্গত শীতলপাটি, ধারী, পাটজাত দ্রব্যাদি, শুকনো খাবার ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ দলগুলিকে নিয়ে কার্যকরী সংঘ গঠিত হয়েছে এবং তাদের উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য CII, FICCI, CINI, SIT প্রভৃতি সংস্থাগুলির সঙ্গে সংঘগুলি চুক্তিবদ্ধ হয়েছে।
• বিগত সাড়ে ৬ বছর, ‘স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে’, প্রায় ১১ হাজার উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৬০ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

তথ্য ও সংস্কৃতিঃ

• এই জেলায় ১৮ হাজারেরও বেশী লোকশিল্পী, ‘লোকপ্রসার প্রকল্পে’ রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন।

 

আবাসনঃ

• জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ১২ হাজার মানুষ উপকৃত হয়েছেন।
• ভ্রমনার্থীদের সুবিধা এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের জন্য জামালদহে ১টি ‘পথসাথী’-মোটেল গড়ে তোলা হয়েছে।

 

ক্রীড়া ও যুব কল্যাণঃ

• ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ২৩৯টিরও বেশী ক্লাবকে ৬কোটি টাকারও বেশী অর্থ সাহায্য করা হয়েছে।
• জেলায় প্রায় ৮৫টি মাল্টি জিম ১৫টি মিনি ইন্ডোর স্টেডিয়াম, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে।
• রাজবাটী স্টেডিয়াম সংস্কারের প্রথম পর্যায়ের কাজ ও বাস্কেটবোল কোর্ট নির্মাণ করা হয়েছে।
• কোচবিহার সহ উত্তরবঙ্গের ৮টি জেলা জুড়ে নিয়মিত পালিত হচ্ছে বার্ষিক উত্তরবঙ্গ উৎসব।
• নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ‘কোচবিহার স্পোর্টস’ ক্রীরা প্রতিযোগিতা।

 

উত্তরবঙ্গ উন্নয়নঃ

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বিভিন্ন উন্নয়নমূলক কাজের রুপায়ন করেছে। এর মধ্যে অন্যতম হলঃ-
• পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি
• হরিণচাওড়ায় কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ
• মাথাভাঙ্গায় নতুন পলিটেকনিক কলেজ
• বক্সিরহাট, ঘোক্সাদানগা, দেওয়ানহাট ও নিশিগঞ্জ কলেজ ভবন।
• শালবাড়িতে মরা রায়ডাক নদীর ওপর সেতু ইত্যাদি।
• মানসী নদীর পাড় বাঁধাই
• কাপাইডাঙা-বোচামারি রাস্তা
• কালজানি নদীর ওপর সেতু
• ভোগরাম্পুরে ইকো-ট্যুরিস্ম ও পিকনিক স্পট

 

আইন শৃঙ্খলাঃ

• এই জেলায় স্থাপন করা হয়েছে নতুন পুন্ডিবাড়ি ও সাহেবগঞ্জ থানা এবং কোচবিহার মহিলা থানা।

 

 

Modernisation of police force: Initiatives of TMC Government

The law and order situation in West Bengal has improved immensely under the Trinamool Congress Government. Peace has prevailed in the State, unlike the 34 years of Left Front rule. From creating new police stations and commissionarates to appointing new personnel to providing much more funding, the government has done a lot for the State’s police force.

The State has remained peaceful without any major incidents of violence or communal tension. Life in Jangalmahal and Darjeeling has also continued to be normal.

Crime has decreased significantly. Kolkata has been adjudged the ‘Best City in Crime & Safety Category’ by India Today in 2014. The city is the safest in terms of incidents of crime against women, according to the latest data released by National Crime Records Bureau (NCRB). Incidents of crime against women, dacoity, robbery, murder, etc. are also on the decline.

The Government has adopted a ‘zero tolerance’ approach towards crime against women. Sixty-five women’s police stations have been planned, out of which 30 have already been created. Ten more such police stations have been approved recently.

Eight new Coastal Police Stations have been created under West Bengal Police. Eighteen Fast Interceptor Boats regularly patrol the coastal areas.

In all, 89 new police stations have been set up during the first four years of the Trinamool Congress Government.

The State Government has sanctioned model police station buildings for 32 police stations under the State Plan.

Five police commissionerates – Howrah, Bidhannagar, Assansol-Durgapur, Barrackpore and Siliguri Police Commissionerates – have been set up.

The State Government has set up dedicated Anti-Human Trafficking Unit and Special Juvenile Police units in each district.

The State Government has recently decided to provide additional benefits to surrendered Maoist extremists, which is over and above the benefits given by the Central Government. It consists of an instant grant of Rs 50,000 with additional Rs 2 lakh redeemable after 3 years.

About 50,000 posts have been created in the police force of the State. This is in addition to 1,35,900 civic volunteers and 3351 village police volunteers engaged during the same period.

Conclusion

The State’s police force has seen some of its best days under the Trinamool Congress administration over the last five years. The government has been by the side of the police in its hour of need, and has encouraged it to constantly strive to serve the people in better ways.

 

রাজ্য পুলিশের উন্নতিকরণে তৃণমূল সরকারের উদ্যোগ

তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে পশ্চিমবঙ্গ সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক উনত হয়েছে। রাজ্যে এখন শান্তি বিরাজমান যা ৩৪ বছরের বাম শাসনকালে অদৃশ্য ছিল। নতুন পুলিশ স্টেশন, পুলিশ কমিশনারেট থেকে শুরু করে মহিলা পুলিশ থানা তৈরি করেছে রাজ্যসরকার।

রাজ্যে কোন সাম্প্রদায়িক ঘটনা নেই। জঙ্গলমহল ও পাহাড়ের মানুষ এখন সাধারণ জীবনযাপন করছে।

উল্লেখযোগ্যভাবে, এখন অপরাধের পরিমাণ কমেছে। NCRB-রিপোর্ট অনুযায়ী নারী সুরক্ষার ক্ষেত্রে দেশের মধ্যে কলকাতাই সবচেয়ে সুরক্ষিত নগরী। মহিলাদের বিরুদ্ধে অপরাধ, রাহাজানি, ডাকাতি, খুন, ঘটনার পরিমাণ কমেছে।

নারী সুরক্ষায় এক অনমনীয় মনোভাব নিয়েছে রাজ্য সরকার। ৬৫টি পরিকল্পিত পুলিশ স্টেশনের মধ্যে ইতিমধ্যেই ৩০টি তৈরি হয়ে গেছে। এরকম ১০টি পুলিশ স্টেশন সম্প্রতি অনুমোদিত হয়েছে।

৮টি নতুন উপকূলবর্তী থানা তৈরি করেছে রাজ্য সরকার। উপকূলবর্তী এলাকায় নজরদারির জন্য ১৮টি বিশেষ নৌকার ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল সরকারের আমলে প্রায় ৮৯টি নতুন পুলিশ স্টেশন তৈরি করেছে। আরও ৩২ টি পুলিশ স্টেশন তৈরির পরিকল্পনাকে অনুমোদন দিয়েছে এই সরকার।

হাওড়া, বিধাননগর, আসানসোল-দুর্গাপুর, ব্যারাকপুর-শিলিগুড়ি মোট ৫টি পুলিশ কমিশনারেট তৈরি হয়েছে।

অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট ও স্পেশ্যাল জুভেনহাইল পুলিশ ইউনিট চালু হয়েছে সব জেলায়।

সম্প্রতি রাজ্য সরকার আত্মসমর্পণকারী মাওবাদী চরমপন্থীদের অতিরিক্ত সুবিধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। যারা আত্মসমর্পণ করবেন তারা ৫০ হাজার টাকা পাবেন এবং ৩ বছর পর ২ লাখ টাকার একটি প্যাকেজ পাবেন।

প্রায় ৫০ হাজার পদ তৈরি করা হয়েছে রাজ্য পুলিশ বাহিনীতে। ১,৩৫,৯০০ জন সিভিক পুলিশ এবং ৩৩৫১ গ্রাম পুলিশ ভলেনটিয়ার নিযুক্ত করা হয়েছে।

 

Law and order in Bengal better than other states: Partha Chatterjee

West Bengal Education and Parliamentary Affairs Minister, Dr Partha Chatterjee today slammed Union Home Minister Rajnath Singh for his comments on the law and order situation in West Bengal.

Partha Chatterjee said, “Rajnath Singh Ji spoke like a party leader and not a Central Minister. Was he trying to please his party workers?” He also added, “Law and order situation in Bengal is far better than other states.”

The minister also took Rajnath Singh Ji to task for his comments on Teesta water sharing treaty, describing it as “uncalled for”. “He should not have spoken about Teesta water sharing treaty without consulting State government,” said Partha Chatterjee while addressing reporters at the State Assembly.