Infrastructure for seaside tourist spots to be developed

The West Bengal Forest Development Corporation (WBFDC) is exploring the development of infrastructure for accommodating tourists at sylvan seaside spots. The Corporation has already successfully created boarding facilities for tourists in the hilly and forest areas of the State.

Digha and its surroundings have been chosen as one of the spots where such infrastructure will be developed, in collaboration with the Digha Sankarpur Development Authority (DSDA).

The WBFDC is already developing accommodation facilities at Tajpur. If everything goes as planned, the facility will be thrown open for tourists by April 15.

It may be mentioned that a major share of the Corporation’s profits comes from the resorts in the hilly and forest areas in the State. The profits are expected to increase further once the accommodation facilities in Tajpur and Digha are thrown open.

At present, WBFDC has resorts at Garubathan, Lava, Lolegaon, Mongpong, Murti, Jaldhaka, Jhargram and Mukutmanipur. It has put in place an online booking system which will also be applied to the accommodation facilities at Tajpur and Digha.

 

 

উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে জোর রাজ্যের

 
উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। ইতিমধ্যেই পাহাড় ও জঙ্গলে পর্যটকদের থাকার সুবন্দোবস্ত করেছে এই নিগম।

দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির সহযোগিতায় নিগম দীঘায় ও তাজপুরে থাকার জন্য রিসর্ট করছে নিগম। সবকিছু ঠিকঠাক চললে আগামী পয়লা বৈশাখের আগেই এখানে পর্যটকরা থাকতে পারবেন।

প্রসঙ্গত, নিগমের লাভের সিংহভাগটাই আসে পাহাড় ও বনাঞ্চলের রিসর্ট ও ইকো-রিসর্টগুলি থেকে। এই পর্যটন কেন্দ্রগুলি তৈরী হওয়ার পর লাভের মাত্রা আরও বাড়বে বলে আশা করা যায়।

এই মুহূর্তে গোরুবাথান, লাভা, লোলেগাঁও, মংপো, মূর্তি, জলঢাকা, ঝাড়গ্রাম, মুকুটমণিপুরে নিগমের রিসর্ট আছে। ইতিমধ্যেই রিসর্টগুলিতে অনলাইন বুকিং পরিষেবা চালু হয়েছে। দীঘা ও তাজপুরের ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে।

Source: Millennium Post

WB CM takes stock of tourism facilities around Suntalekhola in Dooars

On her three-day visit to North Bengal, West Bengal Chief Minister Ms Mamata Banerjee took a walk around Suntalekhola in Dooars.

The West Bengal Chief Minister trekked around six km up to Mouchuki in the Neoravalley Reserve Forest. She expressed her desire to plan to develop a large scale tourism circuit comprising the entire area consisting Mouchuki, Suntalekhola, Samsing and Rocky Island. She met the local people and spent time with the children. She also had interactions with the local MLA.

The West Bengal Chief Minister took stock of the roads and the facilities in the area and pointed out to the officials present the measures to be taken. She also expressed the need of setting up a youth hostel in the area.

Later she expressed her desire to visit Lava and Lolegaon during her next trip to North Bengal.

Incidentally, Ms Mamata Banerjee is probably the first Chief Minister to visit these interior areas of Dooars and take stock of the facilities.

মঙ্গলবার সুনতালেখোলায় প্রায় ১৪ কিলোমিটার হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারই ফাঁকে সেরে ফেললেন এলাকার পর্যটন শিল্পকে ঢেলে সাজার পরিকল্পনাও।

দু’দফায় প্রায় গোটা এলাকা পায়ে হেঁটে ঘুরে ফেলেন তিনি। একটানা দীর্ঘ পথ হাঁটতে পারেন। তা সে সমতলেই হোক বা পাহাড়ে। প্রথম দফায় সাত কিলোমিটার। তার পর আধ ঘণ্টার বিরতি নিয়ে ফের সাত কিলোমিটার।

পর্যটন এবং বন দফতরের আধিকারিকদের নিয়ে প্রথমে ওই এলাকায় প্রায় সাত কিলোমিটার ঘোরেন। এর পর আধ ঘণ্টা বিরতি নিয়ে ফের বেরিয়ে পড়েন। এ বার লক্ষ্য, নেওড়া ভ্যালি প্রকল্পের আওতায় থাকা প্রায় আড়াই হাজার মিটার উঁচু মৌচুকি। খাড়াই এবং রুক্ষ পাথুরে ঠেঙিয়ে এক সময় সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী।

এই গোটা পথ-পরিক্রমার পরে বোঝা গেল, পর্যটন শিল্পকে ঢেলে সাজতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লামাহাটা, তাগদার পর এ বার দার্জিলিং জেলার সুনতালেখোলাকে ঘিরে একটি বড় পর্যটন প্রকল্প হাতে নিচ্ছে তাঁর সরকার। পর্যটন, বন এবং যুবকল্যাণ দফতরের সঙ্গে স্থানীয় প্রশাসনকে সঙ্গে রেখে ওই প্রকল্প গড়ে তোলার কথা জানিয়েছেন তিনি।

সুনতালেখোলায় ঘোরার সময় ওই জায়গাকে ঘিরে ছয়-সাত কিলোমিটার এলাকা জুড়ে একটি বড় পর্যটন প্রকল্পের কথা বলেন মুখ্যমন্ত্রী। পর্যটন ও বন দফতরের আধিকারিকদের এ বিষয়ে নির্দেশ দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মোবাইলে কথা বলেন যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গেও।

এলাকায় অনেক নতুন নতুন ভিউ পয়েন্ট তৈরি করতে হবে। কটেজের সংখ্যা বাড়ানোর পাশাপাশি গড়ে তুলতে হবে সুইস কটেজও। ঠিক করতে হবে এলাকার রাস্তাঘাট। তবে, পরিকাঠামো ব্যবস্থার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চেয়েছেন তিনি। অরূপবাবুকে ওই এলাকায় একটি যুব আবাস গড়ে তোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যেখানে ডর্মেটরিতে কম খরচে পর্যটকেরা থাকতে পারবেন। এর আগে লামাহাটা ও তাগদায় মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এই ধরনের পর্যটন প্রকল্প গড়ে তোলা হয়। কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলনে বছরখানেকের মধ্যেই পুড়ে যায় তাগদা ক্যান্টনমেন্ট ক্লাবের বাংলো।

এমনিতে কালিম্পং মহকুমার মধ্যে পড়ে সুনতালেখোলা। কিন্তু, আলিপুরদুয়ার থেকেও খুব বেশি দূরে নয় এই পর্যটনকেন্দ্রটি। এই মুহূর্তে বন উন্নয়ন নিগমের আটটি কটেজ আছে এখানে। আছে দু’টি হনিমুন কটেজ এবং ২৮টি তাঁবু। চালসা পেরিয়ে সামসিং হয়ে সুনতালেখোলা পৌঁছতে হয়। এখানে যেমন চা-বাগান, পাহাড় রয়েছে, তেমনই মূর্তি নদী বা জঙ্গল এলাকাও খুব একটা দূরে নয়। কয়েক কিলোমিটারের মধ্যেই রয়েছে গরুমারা জাতীয় উদ্যান এবং চাপড়ামারি অভয়ারণ্য। সুনতালে মানে কমলালেবু এবং খোলার অর্থ নদী। সেই সুনতালে নদীর উপরের ঝুলন্ত ব্রিজ পেরিয়ে যেতে হয় বন উন্নয়ন নিগমের কটেজগুলিতে। ভুটান সীমান্তও এখান থেকে বেশ কাছে।

আন্তর্জাতিক পর্যটকদের কাছে এই প্রকল্পকে তুলে ধরতে চেয়ে মুখ্যমন্ত্রী আঞ্চলিক পর্যটকদেরকেই বেশি গুরুত্ব দিতে চেয়েছেন। বছরের বিভিন্ন সময়ে কলকাতা-সহ এ রাজ্যের নানা জায়গা থেকে পর্যটকরা ভিড় জমান পাহাড় ও ডুয়ার্সে। বাদ যান না অন্য রাজ্যের পর্যটকরাও। পর্যটন মরসুমে দেশি-বিদেশিদের চাপে এই এলাকার সব ক’টি থাকার জায়গাই প্রায় ভর্তি থাকে। অনেকে জায়গা না পেয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন। মরসুম বাদে অন্য সময়েও প্রায় ৫০ শতাংশ জায়গা ভর্তি থাকে। মুখ্যমন্ত্রী সে জায়গা থেকেই এই প্রকল্প গড়ে তোলার বিষয়ে জোর দিয়েছেন। যাতে বাণিজ্যিক ভাবে প্রকল্পটি সফল হয়। শুধু সরকারি উদ্যোগ নয়, মুখ্যমন্ত্রী ‘হোম স্টে’র সংখ্যাও বাড়াতে বলেছেন। যার ফলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে বলে তাঁর আশা।