Developmental activities taken up in Paschim Bardhaman

On April 7, 2017, heeding to a long-standing demand of the people, Paschim Bardhaman was made a new district, the state’s 23rd one. This has helped the people of the region to more easily access the various government services. The creation of the new district has also helped in the proper distribution of developmental efforts.

Over the last six-and-a-half years, the Trinamool Congress Government has undertaken large-scale developmental activities in Bardhaman district as a whole. For the last one year, these initiatives have become more focussed as a result of the creation of the district.

Tabulated below are the important developments:

 

Health and Family Welfare

Health district: Asansol Health District created

Medical colleges: State Govt enabled the setting up of two private medical colleges in Durgapur – IQ City Medical College and Gouri Devi Institute of Medical Sciences & Hospital

Multi/Super-speciality hospitals: 1 set up in Asansol

Fair-price medicine shops: 2 set up – at Durgapur Subdivisional Hospital and Asansol District Hospital; buying from these fair-price shops has resulted in more than 26.71 lakh people getting discounts of more than Rs 59.08 crore

Fair-price diagnostic centres: 2 set up at Asansol District Hospital

SNSU: 7 sick newborn stabilisation units set up at Barakar Block Primary Health Centre, Kelejora Block Primary Health Centre, Laudoha Block Primary Health Centre, Mankar Rural Hospital, Pithaikeary Block Primary Health Centre, Pursha Block Primary Health Centre and Raniganj Block Primary Health Centre

SNCU: 2 sick newborn care units set up at Durgapur Subdivisional Hospital and Asansol District Hospital

CCU/HDU: 2 critical care units and high-dependency units set up at Durgapur Subdivisional Hospital and Asansol District Hospital

Hospital renovation: Asansol Nursing College and ESI Hospital in Asansol being modernised

Swasthya Sathi: About 53,000 people enrolled

Sishu Sathi: More than 620 children successfully operated on

 

Education

University: Kazi Nazrul University has come up in Asansol

College: 1 government colleges set up – Asansol Hindi Medium BB College

ITI: 1 coming up in Jamuria

Utkarsh Bangla: More than 21,000 youths being given skills training

Sabooj Sathi: More than 1.42 lakh school children given bicycles

Upgrading of schools: About 180 Madhyamik schools upgraded to Higher Secondary

Mid-Day Meals: Mid-day meals being given in all schools, which has markedly improved attendance

Toilets: Separate toilets for boys and girls built in all schools

 

Land Reforms, Agriculture and Animal Resources Development

Nijo Griha Nijo Bhumi: About 8,000 landless families handed over patta, and more than 3,500 agricultural and forest land patta handed over

Kisan Credit Cards: About 80% of eligible farmer families given KCCs

Kisan Mandi: 1 set up in Kanksa

Hatchlings distributed: More than 6.91 lakh chicken and duck hatchlings distributed for rearing

 

Panchayats and Rural Development

MGNREGS (100 Days’ Work Scheme): About 20 lakh person-days created at an expenditure of more than Rs 50 crore

Rural housing: About 3,250 people benefitted; on January 29, 2018, it was announced that another 4,856 people would be distributed houses under various schemes

Rural roads: About 105 km roads built under Grameen Sadak Yojana; on February 13, 2018, it was announced that another 107 km is being built/renovated

Samabyathi: About 4,220 people benefitted from this scheme

ODF: Paschim Bardhaman has been declared a ‘Nirmal Zila’, that is, open defecation-free (ODF); about 74,000 toilets built, which is about 100% of the target

 

Minorities’ Development

Scholarships: In undivided Bardhaman district, about 11.58 lakh students from minority communities given scholarships worth about Rs 320 crore

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: Youths given loans worth about Rs 73 crore

Karmatirtha: 11 Karmatirthas built to increase employment of local people

 

Backward Classes Welfare Department

Shikshashree: More than 27,000 students have received scholarships under the scheme

SC/ST/OBC certificates: More than 24,000 people handed over SC/ST/OBC certificates

 

Women and Child Development and Social Welfare

Kanyashree: More than 77,000 girls brought under the ambit of the Kanyashree Scheme

 

Food security

Khadya Sathi: As part of the scheme, about 100% of the eligible population of Paschim Bardhaman (about 24.88 lakh) being given foodgrains at Rs 2 per kg (or at half the market price)

 

PWD and Transport

Projects completed: PWD Department has completed more than 63 projects like roads, bridges, etc. by investing about Rs 384 crore

New airport: State Govt enabled construction of Andal Kazi Nazrul Islam Airport – India’s first private Greenfield airport – completed; flights started

Roads: Panagarh six-lane bypass built; about 70 km of roads built/renovated/widened

Bridges: 2 being built over Ajay river – to connect Muchipara-Shibpur road (Paschim Bardhaman) to Jaydev-Kenduli-Khagra road (Birbhum), and to connect Panagarh on NH2 (Paschim Bardhaman) to Dubrajpur on NH60 via Ilambazar (Birbhum); another 2 over Nunia Canal (along Raniganj) at Joyramdanga and Ratibati

Baitarani: As part of Baitarani Scheme, 9 burning ghats being renovated

Traffic awareness programmes: Safe Drive Save Life and Slow Drive Save Life traffic awareness programmes have reduced accidents by a significant number

 

Power – Non-renewable and Renewable Energy

Sabar Ghare Alo: Through implementation of Sabar Ghare Alo Scheme, 100% rural electrification achieved

Power plant: For thermal power plant in Andal, State Govt gave 10,000 acres to DVC

 

Irrigation

Dams repaired: About 10 km of dams repaired

 

Public Health Engineering

Projects completed: Public Health Engineering Department has completed 6 projects at a cost of about Rs 63 crore

 

Forest and Tourism

Sabujshree: Saplings given to more than 53,000 newborns (as per the scheme, after crossing 18 years of age, the tree will be sold and the student’s education funded out of that money)

Tourism: First State Institute of Hotel Management named Aahoran set up in Durgapur

 

Labour

Samajik Suraksha Yojana: 1.96 lakh workers from the unorganised sector documented – of these, about 43,000 beneficiaries have received benefits to the tune of more than Rs 18 crore

Yuvashree: About 2,450 youths given allowances under this scheme

 

Self-Help Group and Self-Employment

Anandadhara: About 4,000 self-help groups set up

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: About 2,700 ventures approved, for which a total grant of about Rs 18 crore given

 

Information and Culture

Lokprasar Prakalpa: More than 2,200 folk artistes getting retainer fee and pension

Rabindra Bhavan renovation: Rabindra Bhavans in Asansol renovated

 

Housing

For the economically disadvantaged: About 1,360 people benefitted as part of Gitanjali and other schemes

Rehabilitation programme: Residential project taken up in Jamuria to house more than 45,000 people whose houses were destroyed as a result of the caving in of the Raniganj coal mines spread over Durgapur and Asansol subdivisions

Pathasathi: 1 Pathasathi motel set up for travellers (also resulting in employment for local people) at Barakar Inspection Bungalow

 

Youth Affairs and Sports

Funds for clubs: More than 81 clubs given more than Rs 3.36 crore for promoting sports

Sporting infrastructure: 12 multi-gyms and 1 mini-indoor stadium built at a cost of Rs 56 lakh approximately

 

Paschimanchal Unnayan

Developmental schemes: Paschimanchal Unnayan Department undertaking lot of developmental schemes related to water conservation, irrigation, agriculture, education, health, road construction, drinking water, etc

 

Law and order

Police commissionerate: Asansol-Durgapur Police Commissionerate created

Police stations: Durgapur and Asansol-Durgapur women’s police stations set up

পশ্চিম বর্ধমান জেলার উন্নয়ন – এক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে পশ্চিম বর্ধমান জেলায়।

নতুন জেলা পশ্চিম বর্ধমান

২০১৭ সালের ৭ই এপ্রিল, এই অঞ্চলের মানুষজনের দীর্ঘদিনের দাবীকে সম্মান জানিয়ে, বর্ধমান জেলাকে বিভক্ত করে পশ্চিম বর্ধমানকে পশ্চিমবঙ্গের ২৩তম জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে, পশ্চিম বর্ধমানের দূরদুরান্তের মানুষের সরকারি এবং অন্যান্য কাজে প্রভূত সুবিধা হয়েছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণঃ

  • আসানসোল, দুর্গাপুরকে নতুন স্বাস্থ্য জেলা হিসেবে গড়ে তোলা হয়েছে।
  • দুর্গাপুরে বেসরকারি ক্ষেত্রে গড়ে উঠেছে নতুন আইকিউ মেডিকেল সিটি ও গৌরীদেবী মেডিকেল কলেজ।
  • এই জেলার আসানসোলে গড়ে উঠেছে ১টি নতুন মাল্টি-সুপার স্পেসালিটি হাসপাতাল।
  • দুর্গাপুর ও আসানসোল হাসপাতালে ২টি ন্যায্য মূল্যের ঔষধের দোকান চালু হয়ে গেছে। জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে, ২৬ লক্ষ ৭১ হাজারেরও বেশি মানুষ, ৫৯ কোটি ৮ লক্ষ টাকারও বেশী ছাড় পেয়েছেন।
  • আসানসোল হাসপাতালে ২টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক পরিষেবা চালু হয়ে গেছে।
  • এই জেলায় ৭টি SNSU চালু হয়ে গেছে (বরাকর, কেলেজোড়া, লাউদোহা, মাঙ্কর, পিথাইকরি, পুরশা, রানীগঞ্জ ইত্যাদি)।
  • দুর্গাপুর এবং আসানসোল হাসপাতালে ২টি SNCU চালু হয়ে গেছে।
  • দুর্গাপুর এবং আসানসোল হাসপাতালে ২টি CCU/HDU চালু হয়ে গেছে।
  • বালুরঘাট ও গঙ্গারামপুর হাসপাতালে ২টি CCU/HDU চালু হয়ে গেছে। হাটে নেওয়া হয়েছে আসানসোল নার্সিং কলেজ ও  ইএসআই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কাজ।
  • ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পে এই জেলায় প্রায় ৫৩ হাজারেরও বেশি মানুষ নথিভুক্ত হয়েছেন।
  • ‘শিশু সাথী’ প্রকল্পে এই জেলার ৬২০টিরও বেশি বাচ্চার সফল অস্ত্রোপচার করা হয়েছে

 

শিক্ষাঃ

  • এই জেলার আসানসোলে গড়ে তোলা হয়েছে নতুন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।
  • জেলার ১টি নতুন সরকারি কলেজ গড়ে তোলা হয়েছে (আসানসোলে হিন্দি মাধ্যম বিবি কলেজ)
  • জামুয়ারিতে ১টি নতুন আইটিআই কলেজ নির্মাণ করা হয়েছে।
  • দুর্গাপুরে আইটিআই কলেজের সংস্কার করা হয়েছে।
  • ‘উৎকর্ষ বাংলা’ কর্মসূচিতে, জেলার ২১ হাজারেরও বেশি যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • এই জেলায়, ১ লক্ষ ৪২ হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
  • সব স্কুলে মিড ডে মিল চলছে, যার ফলে পুষ্টি ও উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল-ছুট ছাত্রছাত্রীদের সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

ভূমি সংস্কারকৃষি ও পশুপালনঃ

  • জেলার প্রায় ৮ হাজার যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে।
  • এই জেলায় প্রায় ৮০% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকিদেরও খুব দ্রুত কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।
  • এই জেলার কাঁকসাতে ১টি কিষাণ মান্ডি গড়ে তোলা হয়েছে।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ৬ লক্ষ ৯১ হাজারেরও বেশি হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ করেছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়নঃ

  • এই জেলায় ১০০ দিনের কাজে, ৫০ কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় ২০ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
  • জেলার প্রায় ৩২৫০ মানুষ গ্রামীণ আবাসন যোজনায় উপকৃত হয়েছেন।
  • এই জেলার আরও প্রায় ৪ হাজার ৮৫৬ জন উপভোক্তাকে বাড়ি তৈরির সহায়তা দেওয়া হয়েছে।
  • জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ১০৫ কিমি রাস্তা নির্মিত হয়েছে।
  • জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ১০৭ কিমি রাস্তা নির্মাণ/সংস্কারের সূচনা করা হয়েছে।
  • ‘সমব্যাথী’ প্রকল্পে জেলার প্রায় ৪ হাজার ২২০ জন উপকৃত হয়েছে।
  • জেলায় ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে, প্রায় ৭৪ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে – যা লক্ষ্যমাত্রার ১০০%।

 

সংখ্যালঘু উন্নয়নঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, অবিভক্ত বর্ধমান জেলার প্রায় ১১ লক্ষ ৫৮ হাজার সংখ্যালঘু ছাত্রছাত্রীকে, প্রায় ৩২০ কোটি টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে।
  • এছাড়া, স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের, প্রায় ৭৩ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
  • এই জেলায় ১১টি ‘কর্মতীর্থ’ গড়ে তোলা হচ্ছে।

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়নঃ

বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় ২৭ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পেয়েছে।

জেলায় বিগত সাড়ে ৬ বছরে, ২৪ হাজারেরও বেশি SC/ST/OBC Certificate প্রদান করা হয়েছে।

 

নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণঃ

এই জেলায়, ৭৭ হাজারেরও বেশি ছাত্রী ‘কন্যাশ্রী’র আওতায় এসেছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসূচী-খাদ্য সাথী’ প্রকল্পঃ

এই জেলায় ১০০% যোগ্য মানুষকে (প্রায় ২৪ লক্ষ ৮৮ হাজারেরও বেশি মানুষকে), ২/- টাকা কেজি দরে (অথবা বাজার দরের অর্ধেক দামে)খাদ্যশস্য দেওয়া হচ্ছে- যা জেলার জনসংখ্যার প্রায় ১০০%।

 

শিল্পঃ

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ৭টি MSME ক্লাস্টার গড়ে উঠেছে।

 

পূর্ত ও পরিবহনঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলার পূর্ত দপ্তর ১১৮টির বেশি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ৬৩টিরও বেশী প্রকল্পের কাজ প্রায় ৩৮৪ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে, প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। বাকী প্রকল্পের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।
  • ওন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর নির্মাণের কাজ সম্পন্ন হয়ে উড়ান চালু হয়েছে। এটি হল আমাদের দেশের সর্বপ্রথম বেসরকারী উদ্যোগে নির্মিত Greenfield Airport।
  • পানাগড়ে ৬-লেন বাইপাস নির্মাণ করা হয়েছে।
  • হাতে নেওয়া হয়েছে প্রায় ১৬৫ কোটি টাকার (পশ্চিম বর্ধমানের মুচিপাড়া-শিবপুর রাস্তার সাথে বীরভুমের জয়দেব-কেন্দুলি-খাগরা রাস্তার যোগাযোগ স্থাপনকারী) অজয় নদের ওপর একটি সেতু নির্মাণের কাজ। এতে সাশ্রয় হবে অসংখ্য মানুষের এখনকার ঘুরপথের প্রায় ২০কিমি পথ ও ৩০ মিনিটেরও বেশী সময়।
  • গড়ে তোলা হচ্ছে পানাগড়-ইলামবাজার রাস্তায় (পশ্চিম বর্ধমানের পানাগড়ে NH-2-এর সাথে বীরভুমের ইলামবাজারের ওপর দিয়ে দুবরাজপুরে NH-60-এর যোগাযোগ স্থাপনকারী) অজয় নদের ওপর আরও একটি সেতু।
  • রানীগঞ্জের নুনীয়া নদীর ওপর জয়রামডাঙ্গা ও রতিবতিতে ২টি সেতু গড়ে তোলা হচ্ছে।
  • জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন জেলা গঠনের পর থেকে, প্রায় ৭০কিমি রাস্তা নির্মাণ/পুনঃনির্মাণ/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে।
  • বৈতরণী প্রকল্পে, ৯টি শ্মশান-ঘাটের উন্নয়নের কাজ চলছে।
  • হাতে নেওয়া হয়েছে, Safe Drive Save Life এবং Slow Drive Save Life কর্মসূচী। ফলে, উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা।

 

বিদ্যু ও অচিরাচরিত শক্তিঃ

  • সমগ্র জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে, ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।
  • অন্ডালে তাদের দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার জন্য, DVC-কে ১০ হাজার একরেরও বেশী জমি দেওয়া হয়েছে।

 

সেচঃ

জেলার প্রায় ১০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরীঃ

  • বিগত সাড়ে ৬ বছরে,১৩ টি জলপ্রল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে ৬ টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। বাকি জলপ্রকল্পগুলির কাজ শীঘ্রই সমাপ্ত হবে।
  • হাতে নেওয়া হয়েছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ।

 

বন ও পর্যটন

  • ‘সবুজশ্রী’ প্রকল্পে, ৫৩ হাজারেরও বেশী সদ্যোজাত শিশুকে মূল্যবান গাছের চারা দেওয়া হয়েছে। ১৮ বছর উত্তীর্ণ হলে, গাছ বিক্রির টাকায় শিশুটির পড়াশোনা, বিয়ে ইত্যাদির খরচ মেটানো যাবে।
  • দুর্গাপুরে গড়ে তোলা হয়েছে রাজ্যের প্রথম স্টেট ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট – ‘আরোহণ’।

 

শ্রমঃ

  • এই জেলায় ‘সামাজিক সুরক্ষা যোজনা’য়, প্রায় ১ লক্ষ ৯৬ হাজার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক নথিভুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত, প্রায় ৪৯ হাজার উপভোক্তা, ১৮ কোটি টাকারও বেশি সহয়তা পেয়েছেন।
  • ‘যুবশ্রী’ প্রকল্পে, এই জেলার প্রায় ২৪৫০জন যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসুচীঃ

  • ‘আনন্দধারা’ প্রকল্পে, প্রায় ৪ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।
  • বিগত সাড়ে ৬ বছর, ‘স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে’, প্রায় ২ হাজার ৭০০ উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ১৮ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

তথ্য ও সংস্কৃতিঃ

  • এই জেলায় ২ হাজার ২০০-রও বেশী লোকশিল্পী, ‘লোকপ্রসার প্রকল্পে’ রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন।
  • আসানসোল রবীন্দ্রভবনকে নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে।

 

আবাসনঃ

  • জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ১৩৬০ জন মানুষ উপকৃত হয়েছেন।
  • হাতে নেওয়া হয়েছে রানীগঞ্জ কয়লা খনি এলাকার ধ্বসপ্রবণ দুর্গাপুর ও আসানসোল মহকুমার বিস্তীর্ণ অঞ্চলের ক্ষতিগ্রস্থ প্রায় ৪৫ হাজার মানুষের পুনর্বাসনের জন্য জামুরীয়ায় আবাসন তৈরির একটি বৃহৎ প্রকল্প।
  • ভ্রমনার্থীদের সুবিধা এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের জন্য বরাকর ইন্সপেকশন বাংলোয় ১টি ‘পথসাথী’-মোটেল গড়ে তোলা হয়েছে।

 

ক্রীড়া ও যুব কল্যাণঃ

  • ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ৮১টিরও বেশী ক্লাবকে ৩কোটি ৩৬ লক্ষ টাকারও বেশী অর্থ সাহায্য করা হয়েছে।
  • জেলায় প্রায় ১২টি মাল্টি জিম ও ১টি মিনি ইন্ডোর স্টেডিয়াম, প্রায় ৫৬ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে।

 

পশ্চিমাঞ্চল উন্নয়নঃ

পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর জলসংরক্ষণ, সেচ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা প্রভৃতি প্রকল্পগুলি অগ্রাধিকার ভিত্তিতে রূপায়ন করছে।

 

আইন শৃঙ্খলাঃ

  • গঠন করা হয়েছে নতুন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
  • এই জেলায় স্থাপন করা হয়েছে নতুন দুর্গাপুর ও আসানসোল-দুর্গাপুর মহিলা থানা।

 

 

Developmental activities taken up in Jhargram

On April 4, 2017, heeding to a long-standing demand of the people, Jhargram was made a new district, the state’s 22nd one. This has helped the people of the region to more easily access the various government services. The creation of the new district has also helped in the proper distribution of developmental efforts.

Over the last six-and-a-half years, the Trinamool Congress Government has undertaken large-scale developmental activities in Paschim Medinipur district, which then included Jhargram. In the last one year, these activities have become more focused after the formation of Jhargram.

Tabulated below are the important developments:

 

Health and Family Welfare

  • Multi/Super-speciality hospitals: 3 set up in Jhargram, Nayagram and Gopiballavpur
  • Fair-price medicine shops: 1 set up in Jhargram; buying from these fair-price shops has resulted in more than 12.73 lakh people getting discounts of more than Rs 22.72 crore
  • Fair-price diagnostic centres: 2 set up in Jhargram
  • SNSU: 8 sick newborn stabilisation units set up at hospitals in Bhangagarh, Gopiballavpur, Topsia, Chilkigarh, Mantipa Mohanpur, Binpur, Balpahari, Kharikamathani
  • SNCU: 1 sick newborn care unit set up at Jhargram Hospital
  • CCU/HDU: 1 critical care unit and high-dependency unit set up at Jhargram Hospital
  • Swasthya Sathi: About 94,000 people enrolled
  • Sishu Sathi: More than 199 children successfully operated on

 

Education

  • University: 1 university set up
  • Colleges: 4 government colleges set up – Women’s Wing of Jhargram Raj College, Nayagram Pandit Raghunath Murmu Government College, Lalgarh Government College, Gopiballavpur-2 Government College
  • ITIs: 5 industrial training institutes being set up in Binpur-1, Binpur-2, Gopiballavpur-2, Nayagram and Sankrail blocks
  • Polytechnic college: 1 set up in Binpur-1 block
  • Utkarsh Bangla: More than 7,000 youths being given skills training
  • Sabooj Sathi: More than 65,000 school children given bicycles
  • Model schools: 2 set up in Gopiballavpur-1 and Nayagram blocks
  • Mid-Day Meals: Mid-day meals being given in all schools, which has markedly improved attendance
  • Toilets: Separate toilets for boys and girls built in all schools

 

Land Reforms, Agriculture and Animal Resources Development

  • Nijo Griha Nijo Bhumi: More than 5,400 landless families handed over patta, and about 450 agricultural and forest land patta handed over
  • Kisan Credit Cards: About 90% of eligible farmer families given KCCs
  • Kisan Mandi: 4 set up in Jhargram, Binpur-1, Binpur-2 and Nayagram blocks
  • Hatchlings distributed: More than 5.46 lakh chicken and duck hatchlings distributed for rearing

 

Panchayats and Rural Development

  • MGNREGS (100 Days’ Work Scheme): About 39 lakh person-days created at an expenditure of more than Rs 102 crore
  • Rural housing: About 9,500 lakh people benefitted; on January 29, 2018, it was announced that about 11,027 people would be distributed houses under various schemes
  • Rural roads: About 1,125 km roads built under Grameen Sadak Yojana; another about 369 km being built/renovated
  • Samabyathi: 2,968 people benefitted from this scheme
  • Mission Nirmal Bangla: About 1.66 lakh toilets built, which is 100% of the target

 

Minorities’ Development

  • Scholarships: About 1,000 students from minority communities given scholarships worth about Rs 34 crore
  • Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: Youths given loans worth about Rs 1 crore
  • Karmatirtha: 8 Karmatirthas being built to increase employment of local people, in Jhargram, Binpur-2, Jamboni (two), Gopiballavpur-1, Gopiballavpur-2, Sankrail and Nayagram blocks

 

Backward Classes Welfare Department

  • Shikshashree: More than 24,000 students have received scholarships under the scheme
  • SC/ST/OBC certificates: More than 27,600 people handed over SC/ST/OBC certificates
  • Promotion of local language: Santhali Language made an elective paper for WBCS examination; school books are being published in Ol Chiki script

 

Jangalmahal Unnayan

  • JAP: Under State Government’s Jangalmahal Action Plan, special developmental work being undertaken in 34 blocks in Bankura, Jhargram, Purulia, Jhargram and Birbhum; Rs 110 crore allocated
  • Jalatirtha: To help in irrigation, building of check dams and water storage tanks being undertaken over 32,000 hectares (ha) at a cost of Rs 500 crore under Jalatirtha Scheme
  • Employment: More than 33,000 youths in the Jangalmahal region enrolled in the Employment Bank got employment in police forces

 

Women and Child Development and Social Welfare

Kanyashree: More than 53,600 girls brought under the ambit of the Kanyashree Scheme

 

Food security

Khadya Sathi: As part of the scheme, 100% of the eligible population of Jhargram (more than 12.26 lakh) being given foodgrains at Rs 2 per kg (or at half the market price)

 

Industry

MSME: 3 MSME clusters established in the micro, small and medium enterprises sector – among which the important ones are 2 MSME clusters and 1 khadi cluster

 

PWD and Transport

  • Projects completed: PWD Department has completed more than 110 projects like roads, bridges, etc. by investing about Rs 554 crore
  • Bridges: Bridge named Jangalkanya built over Subarnerekha at a cost of Rs 170 crore, connecting Kharagpur-Keshiary and Nayagram-Dhumsahi roads; Lalgarh Bridge built over Kansabati in Amkala
  • Roads: 46 km of roads, comprising the Gopiballavpur-Nayagram, Keshiary-Nayagram, Gopiballavpur-Phankaghat, and Madinipur-Anandanagar-Chandra-Dharuaghat roads, widened and strengthened; about 105 km of roads built/re-built/widened
  • Baitarani: As part of Baitarani Scheme, 4 burning ghats being renovated and 1 electric furnace being constructed
  • Gatidhara: Through Gatidhara Scheme, about 350 youths managed to buy vehicles for commercial use
  • Traffic awareness programmes: Safe Drive Save Life and Slow Drive Save Life traffic awareness programmes have reduced accidents by a significant number

 

Power – Non-renewable and Renewable Energy

Sabar Ghare Alo: Through implementation of Sabar Ghare Alo Scheme, 100% rural electrification achieved

 

Irrigation

  • Dam repair: About 30 km of dams strengthened; river banks of Kansabati river renovated in Debra block
  • Canal repair: Renovation of Keleghai-Kapaleswari-Bagai Canal going on at a cost of Rs 650 crore, to benefit about 4 lakh people in 14 blocks in Paschim Medinipur, Purba Medinipur and Jhargram districts; Medinipur Main Canal being renovated at Rs 114 crore
  • Ghatal Master Plan: Flood control plan set up at a cost of Rs 2,000 crore to control floods in Panskura-1 and Panskura-2 blocks and Ghatal region in Jhargram, to benefit about 17 lakh people

 

Public Health Engineering

Projects completed: Public Health Engineering Department has completed 44 projects at a cost of about Rs 49 crore

 

Forest and Tourism

  • Sabujshree: Saplings given to more than 98,700 newborns (as per the scheme, after crossing 18 years of age, the tree will be sold and the student’s education funded out of that money)
  • Tourism: Jhargram Rajbari renovated, and several tourist cottages built there; Jhargram Tourism Circuit set up which includes Living Art Museum, Eco-Tourism Centre and trekking routes; Jhargram-Bankura-Paschim Medinipur Tourism Circuit being set up; Hatibari Eco-Tourism Centre set up; first phase of renovation of Chilkigarh Kanak Durga Temple and Rameswar Temple completed

 

Labour

  • Samajik Suraksha Yojana: About 84,770 workers from the unorganised sector documented – of these, about 26,647 beneficiaries have received benefits to the tune of more than Rs 10 crore
  • Yuvashree: About 4,000 youths given allowances under this scheme

 

Self-Help Group and Self-Employment

  • Anandadhara: About 11,000 self-help groups set up
  • Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: About 978 ventures approved, for which a total grant of about Rs 94 lakh given

 

Urban Development and Town and Country Planning

  • Municipality development: 1 municipality in Jhargram district spent more than Rs 46 crore for developmental schemes
  • Urban housing for the poor: About 1,952 people benefitted

 

Information and Culture

  • Lokprasar Prakalpa: More than 13,000 folk artistes getting retainer fee and pension
  • Language: Paschim Banga Santali Academy set up; Kurmi Development Board set up, for which Rs 10 crore allocated; Kuruk and Kurmi made official state languages; Manbhum Sahitya Parishad and Kuruk Sahitya Academy to be set up

 

Housing

  • For the economically disadvantaged: About 3,700 people benefitted as part of Gitanjali and other schemes
  • Pathasathi: 1 Pathasathi motels set up for travellers (also resulting in employment for local people) in Ladhashuli

 

Youth Affairs and Sports

  • Funds for clubs: More than 228 cubs given more than Rs 7.86 crore for promoting sports
  • Sporting infrastructure: 38 multi-gyms and 26 mini indoor stadiums set up at a cost of about Rs 5.69 crore
  • Stadiums: Jhargram Stadium renovated; Jhargram Sports Academy set up
  • Jangalmahal Cup: Jangalmahal Cup being organised every year to identify and celebrate talent

 

Paschimanchal Unnayan

  • Developmental schemes: Paschimanchal Unnayan Department undertaking lot of developmental schemes related to water conservation, irrigation, agriculture, education, health, road construction, drinking water, etc
  • Water conservation: For water conservation, Paschimanchal Unnayan Department has built multiple check dams in Jangalmahal

 

Law and order

  • New division: Medinipur Division set up for administrative convenience, comprising of the districts of Jhargram, Purba Medinipur, Paschim Medinipur, Purulia and Bankura
  • Police stations: Jhargram Police District created; Jhargram women’s police station set up

 

ঝাড়গ্রাম জেলার উন্নয়ন- এক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে ঝাড়গ্রাম জেলায়।

নতুন জেলা ঝাড়গ্রাম

  • ২০১৭ সালের ৪ঠা এপ্রিল, এই অঞ্চলের মানুষজনের দীর্ঘদিনের দাবিকে সম্মান জানিয়ে, পশ্চিম মেদিনীপুর জেলাকে বিভক্ত করে, ঝাড়গ্রামকে পশ্চিমবঙ্গের ২২তম জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে ঝাড়গ্রামের মানুষের সরকারি এবং অন্যান্য কাজে প্রভূত সুবিধা হয়েছে।এছাড়া গঠন করা হয়েছে নতুন মেদিনীপুর বিভাগ।
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ-
  • এই জেলার ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুরে গড়ে উঠেছে ৩টি নতুন মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল।
  • ঝাড়গ্রাম হাসপাতালে ১টি ন্যায্য মুল্যের ঔষধের দোকান চালু হয়ে গেছে। জেলার এই ন্যায্য মুল্যের ঔষধের দোকান থেকে ঔষধ কেনার ফলে ১২ লক্ষ ৭৩ হাজারেরও বেশি মানুষ, ২২ কোটি ৭২ লক্ষ টাকারও বেশি ছাড় পেয়েছেন।
  • ঝাড়গ্রাম হাসপাতালে ২টি ন্যায্য মুল্যের ডায়াগ্নস্টিক পরিষেবা চালু হয়ে গেছে।
  • এই জেলায় ৮টি SNSU চালু হয়ে গেছে (ভাঙ্গাগড়, গোপিবল্লভপুর, তাপসিয়া, চিল্কিগড়, মন্তিপা মোহনপুর, বিনপুর, বেলপাহাড়ি, খাড়িকামাথানি হাসপাতাল)।
  • ঝাড়গ্রাম হাসপাতালে ১টি SNCU চালু হয়ে গেছে।
  • ঝাড়গ্রাম হাসপাতালে ১টি CCU/HDU চালু হয়ে গেছে।
  • ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে এই জেলায় প্রায় ৯৪ হাজারেরও বেশি মানুষ নথিভুক্ত হয়েছেন।
  • ‘শিশুসাথী’ প্রকল্পে, এই জেলার ১৯৯টিরও বেশি বাচ্চার সফল অস্ত্রোপচার করা হয়েছে।

শিক্ষা

  • এই জেলায় গড়ে তোলা হচ্ছে একটি নতুন বিশ্ববিদ্যালয়।
  • এই জেলায় ৪ টি নতুন সরকারি কলেজ গড়ে তোলা হচ্ছে (ঝাড়গ্রাম রাজ কলেজ-মহিলা বিভাগ, নয়াগ্রাম পণ্ডিত রঘুনাথ মুর্মূ গভঃ কলেজ, লালগড় গভঃ কলেজ, গোপীবল্লভপুর-২ গভঃ কলেজ)
  • বিনপুর-১, বিনপুর-২,গোপীবল্লভপুর-২, নয়াগ্রাম, সাঁকরাইলে ৫টি নতুন আই.টি.আই কলেজ নির্মান করা হয়েছে।
  • বিনপুর-১এ ১টি পলিটেকনিক কলেজ গড়ে তোলা হচ্ছে।
  • ‘উৎকর্ষ বাংলা’ কর্মসুচিতে, জেলার ৭ হাজারেরও বেশি যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • এই জেলায়, ৬৫ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রীকে ‘সবুজ সাথী’ প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
  • গোপীবল্লভপুর-১, নয়াগ্রামে ২ টি নতুন মডেল স্কুল নির্মাণ করা হয়েছে।
  • সব স্কুলে মিড-ডে মিল চলছে, যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল-ছুট ছাত্র-ছাত্রীর সংখ্যা কমেছে।
  • প্রায় সব বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

ভূমি সংস্কার, কৃষি ও পশুপালন

  • জেলার প্রায় ৫ হাজার ৪০০-রও বেশি যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এছাড়া, প্রায় ৪৫০টি কৃষি ও বনাধিকার পাট্টা প্রদান করা হয়েছে।
  • এই জেলার, প্রায় ৯০% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকীদেরও খুব দ্রুত কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।
  • এই জেলার ঝাড়গ্রাম, বিনপুর-১, বিনপুর-২, নয়াগ্রামে ৪ টি ‘কিষাণ মান্ডি’ গড়ে তোলা হয়েছে।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ৫ লক্ষ ৪৬ হাজারেরও বেশি হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ করেছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

  • নতুন জেলা গঠনের পর থেকে, এই জেলায় ১০০-দিনের কাজে, ১০২ কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় ৩৯ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
  • জেলার প্রায় ৯৫০০ মানুষ গ্রামীণ আবাসন যোজনায় উপকৃত হয়েছেন।
  • এই জেলার আরও প্রায় ১১ হাজার ২৭ জন উপভোক্তাকে বাড়ি তৈরির সহায়তা দেওয়া হয়েছে।
  • জেলায় গ্রামীণ সড়ক যোজনায় ১১২৫ কিমি রাস্তা নির্মিত হয়েছে।
  • এই জেলায় আরও প্রায় ৩৬৯ কি.মি. রাস্তা নির্মাণ/সংস্কারের সূচনা করা হয়েছে।
  • ‘সমব্যাথী’ প্রকল্পে জেলার প্রায় ২ হাজার ৯৬৮ জন উপকৃত হয়েছেন।
  • জেলায় ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে প্রায় ১ লক্ষ ৬৬ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে- যা লক্ষ্যমাত্রার ১০০%।

 

সংখ্যালঘু উন্নয়ন

  • নতুন জেলা গঠনের পর থেকে, এই জেলায় প্রায় ১ হাজার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে প্রায় ৩৪ লক্ষ টাকার স্কলারশিপ দেওয়া হয়েছে।
  • এছাড়া, স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের, প্রায় ১ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
  • এই জেলার ঝাড়গ্রাম, বিনপুর-২, জামবনী(২টি), গোপীবল্লভপুর-১, গোপীবল্লভপুর-২, সাঁকরাইল ও নয়াগ্রামে ৮টি ‘কর্মতীর্থ’ গড়ে তোলা হয়েছে।

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় ২৪ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পেয়েছে।
  • জেলায় বিগত সাড়ে ৬ বছরে, ২৭ হাজারে ৬০০-রও বেশি SC/ST/OBC Certificate প্রদান করা হয়েছে।
  • সাঁওতালি ভাষাকে বিশেষ মর্যাদা দিয়ে WBCS পরীক্ষায় ঐচ্ছিক বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অলচিকি লিপিতে স্কুলের পাঠ্যপুস্তক প্রকাশ করা হচ্ছে।
  • জাহের থানের পাট্টা ও সেগুলির চারিদিকে প্রাচীর দেওয়া হচ্ছে।

 

নারী ও শিশু এবং সমাজকল্যাণ

এই জেলায়, ৫৩ হাজার ৬০০-রও বেশি ছাত্রী ‘কন্যাশ্রী’র আওতায় এসেছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসুচী- খাদ্য সাথী প্রকল্প

এই জেলার ১০০% যোগ্য মানুষকে (প্রায় ১২ লক্ষ ২৬ হাজারেরও বেশি মানুষকে), ২/- টাকা কেজি দরে খাদ্যশস্য দেওয়া হচ্ছে- যা জেলার মোট জনসংখ্যার প্রায় ৮৫%।

 

শিল্প

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ৩টি ক্লাস্টার গড়ে উঠেছে। এগুলির মধ্যে ২ টি MSME ক্লাস্টার এবং ১ টি Khadi ক্লাস্টার

 

পূর্ত ও পরিবহন

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় পূর্ত দপ্তর ১৪৫ টিরও বেশি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ১১০ টিরও বেশি প্রকল্পের কাজ প্রায় ৫৫৪ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে, প্রচুর মানুষ উপকৃত হবেন। বাকি প্রকল্পের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।
  • কেশিয়াড়ী ও নয়াগ্রাম ব্লকে খড়গপুর-কেশিয়াড়ী রাস্তা ও নয়াগ্রাম-ধূমসাই রাস্তার মাঝে সুবর্ণরেখা নদীর উপর ১৭০ কোটি টাকা ব্যয়ে ভসরাঘাট সেতু প্রকল্পটি রূপায়িত হয়েছে। এর ফলে জঙ্গলমহলের মানুষের দীর্ঘ দিনের প্রতিক্ষার অবসান ঘটল। ১৪৭২ মিটার লম্বা এই সেতুটি খড়গপুর-কেশিয়াড়ী রাস্তা ও নয়াগ্রাম-ধূমসাই রাস্তার মধ্যে সংযোগ স্থাপন করেছে। সেতু নির্মাণের সঙ্গে সঙ্গে গোপীবল্লভপুর-নয়াগ্রাম, কেশিয়াড়ী-নয়াগ্রাম, গোপীবল্লভপুর- ফেকোঁঘাট ও মেদিনীপুর-আনন্দনগর-চাঁদড়া-ধেড়ুয়াঘাট রাস্তাগুলি মোট ৪৬ কিমি রাস্তার প্রশস্তিকরণ ও দৃঢ়িকরণ করা হয়েছে। এই সেতুটির নামকরণ করা হয়েছে ‘জঙ্গলকন্যা’। জঙ্গলমহলের বড় ভরসা ‘জঙ্গলকন্যা’।
  • আমকলাতে কংসাবতী নদীর ওপর ‘লালগড়’ সেতু গড়ে তোলা হয়েছে।
  • জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলায় বিগত সাড়ে ৬ বছরে, প্রায় ১০৫ কিমি রাস্তা নির্মাণ/পুর্ননির্মাণ/সম্প্রসারণ ও উন্নতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।
  • ‘বৈতরনী’ প্রকল্পে, ৪ টি শ্মশান ঘাটের উন্নয়ন সহ ১টি বিদ্যুতের চুল্লি বসানোর কাজ চলছে।
  • হাতে নেওয়া হয়েছে Safe Drive Save Life এবং Slow Drive Save Life কর্মসূচি। ফলে, উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা।

 

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি

সমগ্র জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।

 

সেচ

জেলার প্রায় ৩০ কিমি দৈর্ঘের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।

প্রায় ৬৫০ কোটি টাকা ব্যয়ে কেলেঘাই-কপালেশ্বেরী-বাগাই খাল সংস্কারের কাজ চলছে। এই প্রকল্পে তিনটি জেলার ১৪ টি ব্লকের মোট ৪ লক্ষ মানুষ উপকৃত হবেন।

 

জনস্বাস্থ্য কারিগরী

বিগত সাড়ে ৬ বছরে, ৪৮টি জলপ্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে ৪৪টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে, জেলার প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন।বাকী জলপ্রকল্পগুলির কাজ শীঘ্রই সমাপ্ত হবে।

 

বন ও পর্যটন

  • ‘সবুজশ্রী’ প্রকল্পে, ৯৮ হাজার ৭০০-রও বেশি সদ্যোজাত শিশুকে মুল্যবান গাছের চারা দেওয়া হয়েছে। ১৮ বছর উত্তীর্ণ হলে, গাছ বিক্রির টাকায় শিশুটির পড়াশুনা, বিয়ে ইত্যাদির খরচ মেটানো যাবে।
  • ঝাড়গ্রাম রাজবাড়ির সংস্কার সহ একাধিক কটেজ তৈরি করা হয়েছে।
  • ঝাড়গ্রাম টুরিজ্‌ম সার্কিটে লিভিং আর্ট মিউজিয়াম, ইকো-টুরিজ্‌ম সেন্টার-কাম-ট্রেকিং রুট গরে তোলা হয়েছে।
  • হাতিবাড়ি ইকো-টুরিজ্‌ম সেন্টার গড়ে তোলা হয়েছে।
  • চিল্কিগড় কণকদুর্গা মন্দির সংস্কার(প্রথম পর্যায়) করা হয়েছে।
  • রামেশ্বর মন্দির সংস্কার (প্রথম পর্যায়)করা হয়েছে।
  • হাতে নেওয়া হয়েছে ঝাড়গ্রাম-বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর টুরিস্ট সার্কিটের কাজ।

 

শ্রম

  • এই জেলায় ‘সামাজিক সুরক্ষা যোজনা’য়, প্রায় ৮৪ হাজার ৭৭০ জন অসংঘটিত ক্ষেত্রের শ্রমিকরা নথিভুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত, প্রায় ২৬ হাজার ৬৪৭ জন উপভোক্তা ১০ কোটি টাকারও বেশি সহায়তা পেয়েছেন।
  • ‘যুবশ্রী’ প্রকল্পে, এই জেলায় প্রায় ৪ হাজার যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচী

  • ‘আনন্দধারা’ প্রকল্পে, প্রায় ১১ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।
  • বিগত সাড়ে ৬ বছরে, ‘স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী’ প্রকল্পে, প্রায় ৯৭৮ উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৯৪ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

পুর ও নগরোন্নয়ণ

  • জেলায় ১ টি মিউনিসিপালিটি, ৪৬ কোটি টাকারও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে।
  • শহরাঞ্চলে গরীবদের জন্য বাসস্থান প্রকল্পে, প্রায় ১ হাজার ৯৫২ জন মানুষ উপকৃত হয়েছেন।

 

তথ্য ও সংস্কৃতি

  • এই জেলায় ১৩ হাজারেরও বেশি লোকশিল্পী, ‘লোকপ্রসার প্রকল্পে’ বহাল ভাতা এবং পেনশন পাচ্ছেন।
  • সাঁওতালী ভাষা আকাদেমি গঠন করা হয়েছে।
  • কুড়মী উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে। উন্ন্যন খাতে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • কুরুক ও কুড়মীকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • মানভূম সাহিত্য পর্ষদ ও কুরুক সাহিত্য আকাদেমি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

আবাসন

  • জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ৩৭০০ জন মানুষ উপকৃত হয়েছেন।
  • ভ্রমনার্থীদের সুবিধা এবং স্থানীয় মানুষদের কর্মসংস্থানের জন্য লোধাশুলিতে ১টি ‘পথসাথী’ মোটেল গড়ে তোলা হয়েছে।

 

ক্রীড়া ও যুব কল্যাণ

  • ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ২২৮ টিরও বেশি ক্লাবকে ৭ কোটি ৮৬ লক্ষ টাকারও বেশি অর্থ সাহাজ্য করা হয়েছে।
  • জেলায় প্রায় ৩৮ টি মাল্টিজিম ও ২৬ টি মিনি ইন্ডোর স্টেডিয়াম, প্রায় ৫ কোটি ৬৯ লক্ষ টাকায় গড়ে তোলা হয়েছে।
  • ঝাড়গ্রাম স্টেডিয়াম নবরূপে গড়ে তোলা হয়েছে।
  • ঝাড়গ্রাম স্পোর্টস আকাদেমি গড়ে তোলা হয়েছে।
  • নতুন প্রতিভার অন্বেষণে নিয়মিত ভাবে আয়োজিত হচ্ছে বার্ষিক ‘জঙ্গলমহল কাপ’ ক্রীড়া প্রতিযোগিতা।

 

পশ্চিমাঞ্চল উন্নয়ন

  • পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর জলসংরক্ষণ, সেচ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা প্রভৃতি প্রকল্পগুলি অগ্রাধিকার ভিত্তিতে রূপায়ণ করছে।
  • পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর জল সংরক্ষণের জন্য, জঙ্গলমহল এলাকায় একাধিক চেক ড্যাম নির্মাণের কাজ সম্পন্ন করেছে।

 

আইন- শৃঙ্খলা

  • গঠন করা হয়েছে নতুন মেদিনীপুর বিভাগ।
  • এই জেলায় স্থাপন করা হয়েছে নতুন ঝাড়গ্রাম পুলিশ জেলা ও ঝাড়গ্রাম মহিলা থানা।

 

Developmental activities taken up in Purba Medinipur

Over the last six-and-a-half years, the Trinamool Congress Government has undertaken large-scale developmental activities in Purba Medinipur.

 

 

 

Tabulated below are the important developments:

Health and Family Welfare

Multi/Super-speciality hospitals: 3 set up in Nandigram, Panskura and Egra

Fair-price medicine shops: 5 set up at Purba Medinipur District Hospital, Tamluk, Digha Subdivisional Hospital, and at hospitals in Contai, Egra and Haldia; buying from these fair-price shops has resulted in more than 9.31 lakh people getting discounts of more than Rs 20.9 crore

Fair-price diagnostic centres: 2 set up at Tamluk District Hospital
SNSU: 20 sick newborn stabilisation units set up in Digha, Haldia, Mugberia, Gonora, Janubasan, Nandigram, Moyna, Bararankua, Riyapara, Anantapur, Basulia, Sillaberia, Uttar Mechogram, Basantia, Bhagwanpur, Kamarda, Gangadharpur, Khejurberia, Erashal and Paikpari

SNCU: 2 sick newborn care units set up at Tamluk and Egra hospitals

CCU/HDU: 6 critical care units and high-dependency units set up at Tamluk, Contai, Haldia, Nandigram, Egra and Digha hospitals
Hospital beds: Number beds at Contai Subdivisional Hospital increased from 200 to 300

Swasthya Sathi: More than 1.93 lakh people enrolled

Sishu Sathi: 523 children successfully operated on

 

Education

College: 3 government colleges set up – Shahid Matangini Hazra Women’s College, Tamluk and Swarnamayee Jogendranath College – and a college in Shyamsundarpur

ITI: 3 industrial training institutes set up in Deshapran block (formerly Contai-2), and in Nandigram and Egra

Polytechnic colleges: 1 set up in Kolaghat

Utkarsh Bangla: More than 82,000 youths being given skills training

Sabooj Sathi: More than 3.28 lakh school children given bicycles

Upgrading of schools: 170 Madhyamik schools upgraded to Higher Secondary

Mid-Day Meals: Mid-day meals being given in all schools, which has markedly improved attendance

Toilets: Separate toilets for boys and girls built in all schools

 

Land Reforms, Agriculture and Animal Resources Development

Nijo Griha Nijo Bhumi: About 9,000 landless families handed over patta, and about 4,000 agricultural and forest land patta handed over

Kisan Credit Cards: Almost 95% of eligible farmer families given KCCs

Kisan Mandi: 6 set up in Panskura-1, Bhagwanpur-1, Patashpur-1, Deshapran (formerly Contai-2) and Egra-1 blocks and in Nandigram
Hatchlings distributed: More than 24.58 lakh chicken and duck hatchlings distributed for rearing

 

Panchayats and Rural Development

MGNREGS (100 Days’ Work Scheme): About 9.04 crore person-days created at an expenditure of more than Rs 2,220 crore
Rural housing: About 1.41 lakh people benefitted; on January 29, 2018, it was announced that about 26.764 people would be distributed houses under various schemes

Rural roads: About 700 km roads built under Grameen Sadak Yojana; another 395 km being built/renovated

Samabyathi: 4,267 people benefitted from this scheme

ODF: Purba Medinipur has been declared a ‘Nirmal Zila’, that is, open defecation-free (ODF); 2.16 lakh toilets built, which is 100% of the target

 

Minorities’ Development

Scholarships: About 4.12 lakh students from minority communities given scholarships worth about Rs 110 crore

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: Youths given loans worth about Rs 32 crore

MSDP: About Rs 6 crore spent for various schemes under Multi-sectoral Development Programme (MSDP) – more than 30 health sub-centres, additional classrooms, anganwadi cnetres, houses, etc.

Karmatirtha: 14 Karmatirthas built to increase employment of local people – in Egra-2, Panskura-1, Panskura-2, Patashpur-2 (two), Sutahata-1, Ramnagar-1 (two), Contai-3, Nandigram-1, Khejuri-2, Shahid Matangini, Tamluk and Moyna blocks

 

Backward Classes Welfare Department

Shikshashree: More than 1.4 lakh students have received scholarships under the scheme

SC/ST/OBC certificates: More than 2.16 lakh people handed over SC/ST/OBC certificates

 

Women and Child Development and Social Welfare

Kanyashree: More than 2.84 lakh girls brought under the ambit of the Kanyashree Scheme

 

Food security

Khadya Sathi: As part of the scheme, almost 95% of the eligible population of Howrah (about 51.71 lakh) being given foodgrains at Rs 2 per kg (or at half the market price)

 

Industry

Industrial Growth: Industrial Growth Centre set up in Haldia

MSME: 27 MSME clusters established in the micro, small and medium enterprises sector – among which the important ones are a cashew nut cluster in Contai, 8 steel utensils clusters in Tamluk, Haldia, Mecheda, Panskura, Contai, Moyna, Egra and Daisai, and readymade garments cluster in Basulia; convention centre to help in development of industry and tourism in Digha; IT hub and industrial estate in Haldia; bank loans worth more than Rs 6,975 crore given

 

PWD and Transport

Projects completed: PWD Department has completed more than 85 projects like roads, bridges, etc. by investing about Rs 570 crore

Roads: About 650 km of roads built/re-built/widened, among which 2 important ones are Panskura-Durgachowk Road and Dakshin Shitla Dadanpatrabar-Mandarmani Road

Baitarani: As part of Baitarani Scheme, 33 burning ghats being renovated and 1 electric furnace being constructed

Gatidhara: Through Gatidhara Scheme, about 270 youths managed to buy vehicles for commercial use

Traffic awareness programmes: Safe Drive Save Life and Slow Drive Save Life traffic awareness programmes have reduced accidents by a significant number

 

Power – Non-renewable and Renewable Energy

Sabar Ghare Alo: Through implementation of Sabar Ghare Alo Scheme, 100% rural electrification achieved

Power stations: India Power Corporation (Haldia) Limited has set up thermal power plant in Haldia, consisting of three 150 MW units

 

Irrigation

Dam repair: About 330 km of dams strengthened

Canal repair: Renovation of Keleghai-Kapaleswari-Bagai Canal going on at a cost of Rs 650 crore, to benefit about 4 lakh people in 14 blocks in Purba and Paschim Medinipur and Jhargram districts

Ghatal Master Plan: Flood control plan set up at a cost of Rs 2,000 crore to control floods in Panskura-1 and Panskura-2 blocks and Ghatal region in Paschim Medinipur, to benefit about 17 lakh people

Bridges: 2 bridges built over Chandika river in Ejmalich and Sridharpur in Moyna block; Dakshin Narikelda Bridge built over Pratapkhali Canal in Nandakumar block

Jetties: 2 jetties built over Rasulpur river in Rasulpur and Boga

 

Public Health Engineering

Projects completed: Public Health Engineering Department has completed 55 projects at a cost of about Rs 240 crore.

 

Forest and Tourism

Sabujshree: Saplings given to more than 38,000 newborns (as per the scheme, after crossing 18 years of age, the tree will be sold and the student’s education funded out of that money)

Tourism: Digha Gate built in a record 18 months at Rs 6.5 crore; Marine Drive in Digha; 9 more projects including watch towers in Digha, Sankarpur, Tajpur and MadarmaniBiswa Bangla Park in Digha, youth hostel in Digha renovated; seaside road till Nayakali, and Digha Mohana Road; lighting set up in Tajpur town and sea coast; Digha-Kolkata helicopter service started

 

Labour

Samajik Suraksha Yojana: About 9.86 lakh workers from the unorganised sector documented – of these, about 1.25 lakh beneficiaries have received benefits to the tune of more than Rs 57 crore

Yuvashree: About 5,000 youths given allowances under this scheme

 

Self-Help Group and Self-Employment

Anandadhara: About 38,000 self-help groups set up

Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: About 11,000 ventures approved, for which a total grant of about Rs 85 crore given

 

Urban Development and Town and Country Planning

Municipality development: 3 municipalities in Purba Medinipur district spent more than Rs 130 crore for developmental schemes

Urban housing for the poor: About 5,600 people benefitted

 

Information and Culture

Lokprasar Prakalpa: More than 23,000 folk artistes getting retainer fee and pension

 

Housing

For the economically disadvantaged: About 19,000 people benefitted as part of Gitanjali and other schemes

Pathasathi: 2 Pathasathi motels set up for travellers (also resulting in employment for local people) in Nandakumar and Mecheda

 

Youth Affairs and Sports

Funds for clubs: More than 955 cubs given more than Rs 32 crore for promoting sports

Sporting infrastructure: About 300 multi-gyms and 60 mini indoor stadiums set up at a cost of about Rs 18.53 crore

Youth Hostel: Youth Hostel being built in Nandakumar

 

Law and order

Police stations: 3 coastal police stations set up in Mandarmani, Junput and Nayachar; 2 women’s police stations set up Contai and Haldia

 

 

পূর্ব মেদিনীপুর জেলার উন্নয়ন – এক নজরে

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণঃ

  • এই জেলার নন্দীগ্রাম, পাশকুঁড়া ও এগরায় গড়ে উঠেছে ৩টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল।
  • পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল, কাঁথী, হলদিয়া ও দীঘা মহকুমা হাসপাতালে ৫টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়ে গেছে। জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে ৯ লক্ষ ৩১ হাজারেরও বেশি মানুষ ২০ কোটি ৯০ লক্ষ টাকারও বেশি ছাড় পেয়েছে। তমলুক জেলা হাসপাতালে ২টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক পরিষেবা চালু হয়ে গেছে।
  • এই জেলায় ২০টি SNSU চালু হয়ে গেছে (দীঘা, হলদিয়া, মুগবেড়িয়া, গোনেরা, জানুবাসান, নন্দীগ্রাম, ময়না, বারারানকুয়া, রিয়াপাড়া, অনন্তপুর, বাসুলীয়া, সীন্নাবেড়িয়া, উত্তর মেছোগ্রাম, বাসন্তিয়া, ভগবানপুর, কামারদা, গঙ্গাধরপুর, খেজুরবেড়িয়া, এরাশাল ও পাইকপারি)।
  • তমলুক ও এগরা হাসপাতালে ২টি SNCU চালু হয়ে গেছে।
  • তমলুক, কাঁথী, হলদিয়া, নন্দীগ্রাম, এগরা ও দীঘা হাসপাতালে ৬টি CCU/HDU চালু হয়ে গেছে।
  • কাঁথী মহকুমা হাসপাতালকে ২০০ থেকে ৩০০ শয্যায় সম্প্রসারিত করা হচ্ছে।
  • ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে এই জেলায় প্রায় ১ লক্ষ ৯৩ হাজারেরও বেশি মানুষ নথিভুক্ত হয়েছেন।
  • ‘শিশুসাথী’ প্রকল্পে, এই জেলার ৫২৩টিরও/ হাজারেরও বেশি বাচ্চার সফল অস্ত্রোপচার করা হয়েছে।

 

শিক্ষাঃ

  • এই জেলার, তমলুক শহীদ মাতঙ্গিনী হাজরা মহিলা কলেজ, স্বর্ণময়ী জোগেন্দ্রনাথ কলেজ এবং শ্যামসুন্দরপুরে ৩টি নতুন সরকারী কলেজ গড়ে তোলা হচ্ছে।
  • দেশপ্রাণ (কাঁথী-২), নন্দীগ্রাম ও এগরায় ৩টি নতুন আই টি আই কলেজ নির্মাণ করা হয়েছে।
  • কোলাঘাটে একটি নতুন পলিটেকনিক কলেজ গড়ে তোলা হয়েছে।
  • ‘উৎকর্ষ বাংলা’ কর্মসূচিতে জেলার ৮২ হাজারেরও বেশি যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • এই জেলায়, ৩ লক্ষ ২৮ হাজারেরও বেশি ছাত্র ছাত্রীকে ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
  • জেলায়, গত সাড়ে ৬ বছরে, প্রায় ১৭০টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।
  • সব স্কুল মিড-ডে-মিল চলছে, যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল-ছুট ছাত্র-ছাত্রীর সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

ভূমি সংস্কার, কৃষি ও পশুপালনঃ

  • জেলার ৯ হাজারেরও বেশি যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এছাড়া ৪ হাজারেরও বেশি কৃষি ও বনাধিকার পাট্টা প্রদান করা হয়েছে।
  • এই জেলার, প্রায় ৯৫% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকিদেরও খুব দ্রুত কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।
  • এই জেলার পাঁশকুড়া-১, ভগবানপুর-২, পটাশপুর-১, দেশপ্রাণ (কাঁথী-২), এগরা-১ ও নন্দীগ্রামে ৬টি ‘কিষাণ মান্ডি’ গড়ে তোলা হয়েছে।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ২৪ লক্ষ ৫৮ হাজারেরও বেশি হাঁস ও মুরগীড় বাচ্চা বিতরণ করেছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়নঃ

  • এই জেলায় ১০০-দিনের কাজে, ২২২০ কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় ৯ কোটি ৪ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
  • জেলার প্রায় ১ লক্ষ ৪১ হাজার মানুষ গ্রামীণ আবাস যোজনায় উপকৃত হয়েছেন।
  • এই জেলার আরও প্রায় ২৬ হাজার ৭৬৫ জন উপভোক্তাকে বাড়ি তৈরির সহায়তা দেওয়া হয়েছে।
  • জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ৭০০ কিমি রাস্তা নির্মিত হয়েছে।
  • এই জেলায় আরও প্রায় ৩৯৫ কিমি রাস্তা নির্মাণ/সংস্কারের সূচনা করা হয়েছে।
  • ‘সমব্যাথী’ প্রকল্পে জেলার প্রায় ৪ হাজার ২৬৭ জন উপকৃত হয়েছেন।
  • পূর্ব মেদিনীপুর ‘নির্মল জেলা’। জেলায় ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে প্রায় ২ লক্ষ ১৬ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে – যা লক্ষ্যমাত্রার ১০০%।

 

সংখ্যালঘু উন্নয়নঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলার প্রায় ৪ লক্ষ ১২ হাজার সংখ্যালঘু ছাত্রছাত্রীকে প্রায় ১০০ কোটি টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে।
  • এছাড়া, স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের, প্রায় ৩২ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
  • MSDP তে প্রায় ৬ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়িত করা হয়েছে।
  • এই প্রকল্পে, জেলায় ৩০টির ও বেশি হেলথ সাব সেন্টার, অতিরিক্ত শ্রেণী কক্ষ।অঙ্গনওয়াড়ী কেন্দ্র, বাসগৃহ ইত্যাদি গড়ে তোলা হয়েছে
  • এই জেলার এগরা-২, পাঁশকুড়া-১, পাঁশকুড়া-২, পটাশপুর-২(২টি), সুতাহাটা-১, রামনগর-১ (২টি), কাঁথী-৩, নন্দীগ্রাম-১, খেজুরী-২, শহীদ মাতঙ্গিনী, তমলুক ও ময়নায় ১৪টি ‘কর্মতীর্থ’ গড়ে তোলা হয়েছে।

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়নঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, ১ লক্ষ ৪০ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পেয়েছে।
  • জেলায় বিগত সাড়ে ৬ বছরে, ২ লক্ষ ১৬ হাজারেরও বেশি SC/ST/OBC Certificate প্রদান করা হয়েছে।

 

নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণঃ

  • এই জেলায়, ২ লক্ষ ৮৪ হাজারেরও বেশি ছাত্রী ‘কন্যাশ্রী’র আওতায় এসেছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসূচী – ‘খাদ্য সাথী’ প্রকল্পঃ

  • এই জেলার ১০০% যোগ্য মানুষকে (প্রায় ৫১ লক্ষ ৭১ হাজারেরও বেশি মানুষকে), ২/- টাকা কেজি দরে (অথবা বাজার দরের অর্ধেক দামে) খাদ্যশস্য দেওয়া হচ্ছে – যা জেলার মোট জনসংখ্যা প্রায় ১০০%।

 

শিল্পঃ

  • হলদিয়ায় ১টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে।
  • জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ২৭টি ক্লাস্টার গড়ে উঠেছে।
  • কাঁথীতে একটি কাজু বাদামের ক্লাস্টার, তমলুক, হলদিয়া, মেছেদা, পাঁশকুড়া, কাঁথী, ময়না, এগরায় ও দাইসাইয়ে ৮টি স্টিলের আসবাব তৈরির ক্লাস্টার, বাঁসুলীয়ায় একটি জামাকাপড় তৈরির ক্লাস্টার প্রভৃতি।
  • শিল্প ও পর্যটনের বিকাশে গড়ে তোলা হচ্ছে দীঘায় একটি কনভেনশন সেন্টার।
  • হলদিয়ায় গড়ে তোলা হয়েছে আইটি হাব ও ইন্ডাস্ট্রিয়াল এস্টেট।
  • ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে এই জেলায় ৬৯৭ কোটি টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে।

 

পূর্ত ও পরিবহনঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় পূর্ত দপ্তর ১১০টিরও বেশি রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি রুপায়নের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ৮৫টিরও বেশি প্রকল্পের কাজ ৫৭০ কোটি টাকা ব্যয় ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে/ এর ফলে প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। বাকি প্রকল্পের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।
  • জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলায় বিগত সাড়ে ৬ বছরে প্রায় ৬৫০ কিমি রাস্তা নির্মাণ/পুনর্নির্মাণ/সম্প্রসারণ ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ পাঁশকুড়া-দুর্গাচক রাস্তা,দক্ষিণ শিতলা দাদনপাত্রবার-মান্দারমনি রাস্তা প্রভৃতি।
  • ‘বৈতরিনী’ প্রকল্পে ৩৩টি শ্মশান ঘাটের উন্নয়ন সহ ১টি বিদ্যুতের চুরি বসানোর কাজ চলছে।
  • এই জেলার প্রায় ২৭০ জন যুবক-যুবতী গাড়ি কেনার ঋণ পেয়ে আত্মনির্ভর হয়েছেন।
    হাতে নেওয়া হয়েছে Safe Drive Save Life এবং Slow Drive Save Life কর্মসূচী। ফলে, উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা।

 

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তিঃ

  • সমগ্র জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে, ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরনের কাজ সম্পন্ন হয়েছে।
  • হলদিয়ায় Indian Power Corporation (Haldia) LIMITED-এর একটি নতুন ৩ ১৫০ মেগা ওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

 

সেচঃ

  • জেলায় প্রায় ৩৩০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
  • প্রায় ৬৫০ কোটি টাকা ব্যয়ে কেলেঘাই-কপালেশ্বরী-বাগাই খাল সংস্কারের কাজ চলছে।
  • এই প্রকল্পে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার ১৪টি ব্লকের প্রায় ৪ লক্ষ মানুষ উপকৃত হবেন।
  • পাঁশকুড়া-১ ও পাঁশকুড়া-২ ব্লক সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এলাকার বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রায় ২ হাজার কোটি টাকার ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ তৈরি হয়েছে। এটি রূপায়িত হলে এই বিস্তীর্ণ অঞ্চলের প্রায় ১৭ লক্ষ মানুষ প্রতি বছর বন্যার সমস্যা থেকে মুক্তি পাবেন।
  • ময়না ব্লকের চণ্ডিকা নদীর উপরে এজমালিচক ও শ্রীরামপুরে ২টি সেতু নির্মাণ করা হয়েছে।
  • রসুলপুর ও বোগায় রসুলপুর নদীর ওপর ২টি নতুন জেটি গড়ে তোলা হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরীঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, ৭০টি জল প্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ২৪০ কোটি টাকা ব্যয়ে ৫৫টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন।বাকি জল প্রকল্পগুলির কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।

 

বন ও পর্যটনঃ

  • ‘সবুজশ্রী’ প্রকল্পে, ৩৮ হাজারেরও বেশি সদ্যোজাত শিশুকে মূল্যবান গাছের চারা দেওয়া হয়েছে। ১৮ বছর উত্তীর্ণ হলে, গাছ বিক্রির টাকায় শিশুটির পড়াশোনা, বিয়ে ইত্যাদির খরচ মেটানো যাবে।
  • মাত্র ১৮ মাসের রেকর্ড সময়ে ‘দীঘা গেট’ নির্মাণ করা হয়েছে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে।
  • দীঘায় মেরিন ড্রাইভ গড়ে তোলা হয়েছে।
  • এছাড়া দিঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমনিতে ওয়াচ টাওয়ার, দীঘায় বিশ্ব বাংলা উদ্যান , দীঘা যুব আবাসের সংস্কার, নয়াকালীন মন্দির পর্যন্ত সমুদ্র তীরবর্তী রাস্তা, দীঘা-মোহনা রাস্তা সহ মোট ৯টি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে।
  • দীঘায় বিশ্ব বাংলা উদ্যান সম্পূর্ণ করা হয়েছে।
  • তাজপুর শহর ও সৈকতের আলোকায়ন করা হয়েছে।
  • দীঘা-কলকাতা হেলিকপ্টার পরিষেবা সূচনা হয়েছে।

 

শ্রমঃ

  • এই জেলায় সামাজিক সুরক্ষা যোজনায় প্রায় ৯ লক্ষ ৮৬ হাজার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক নথিভুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত প্রায় ১ লক্ষ ২৫ হাজার উপভোক্তা, ৫৭ কোটি টাকার ও বেশি সহায়তা পেয়েছেন।
  • যুবশ্রী প্রকল্পে, এই জেলায় প্রায় ৫ হাজার যুবক-যুবতী উতসাহ ভাতা পাচ্ছেন।

 

স্ব-নির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচীঃ

  • ‘আনন্দধারা’ প্রকল্পে প্রায় ৩৮ হাজার স্ব-নির্ভর দল গঠিত হয়েছে।
  • বিগত সাড়ে ৬ বছরে, ‘স্বামী বিবেকানন্দ স্ব-নির্ভর কর্মসূচী’ প্রকল্পে প্রায় সাড়ে ১১ হাজার উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৮৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

পুর ও নগরোন্নয়নঃ

  • জেলায় ৩টি মিউনিসিপ্যালিটি, ১৩০ কোটি টাকারও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে।
  • শহরাঞ্চলে গরীবদের জন্য বাসস্থান প্রকল্পে, প্রায় ৫ হাজার ৬০০ জন মানুষ উপকৃত হয়েছেন।

 

তথ্য ও সংস্কৃতিঃ

  • এই জেলায় ২৩ হাজারেরও বেশি লোকশিল্পী, ‘লোকপ্রসার প্রকল্পে’ রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন।

 

আবাসনঃ

  • জেলায় আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ১৯ হাজার মানুষ উপকৃত হয়েছেন।
  • ভ্রমনার্থীদের সুবিধা এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের জন্য নন্দকুমার ও মেছেদায় ২টি ‘পথসাথী’ মোটেল গড়ে তোলা হয়েছে।

 

ক্রীড়া ও যুবকল্যাণঃ

  • ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ৯৫৫টিরও বেশি ক্লাবকে ৩২ কোটি টাকারও বেশি অর্থ সাহায্য করা হয়েছে।
  • জেলায় প্রায় ৩০০টি মাল্টি জিম ও ৬০টি মিনি ইনডোর স্টেডিয়াম, প্রায় ১৮ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে।
  • নন্দকুমারে একটি যুব আবাস গড়ে তোলা হচ্ছে।

 

আইন-শৃঙ্খলাঃ

  • এই জেলায় স্থাপন করা হয়েছে নতুন মন্দারমণি, জুনপুট ও নয়াচর উপকূলীয় থানা এবং কাঁথী ও হলদিয়া মহিলা থানা।