West Bengal Chief Minister Ms Mamata Banerjee inaugurated a host of developmental projects in Nayagram, Paschim Medinipur district.
Two bridges were inaugurated – one over the Subarnarekha River at Bhasraghat in Nayagram, named Jangal Kanya, connecting Keshiary and Nayagram block, and the other, Lalgarh Bridge, over the Kansabati River at Aamkala Ghat in Lalgarh, connecting Medinipur and Jhargram.
The Chief Minister also inaugurated six super-speciality hospitals and other health projects from Nayagram. The six are Jhargram Super-speciality Hospital, Kakdwip Super-speciality Hospital, Bishnupur Super-speciality Hospital, Panskura Super-speciality Hospital, Baruipur Super-speciality Hospital and Gopiballavpur Super-speciality Hospital.
The other health projects are a Mother & Child Hub at Krishnanagar District Hospital, Critical Care Units at Bankura and Burdwan Medical College & Hospitals, a High-Dependency Unit at Kakdwip Sub-divisional Hospital, an SNCU at Alipurduar, Digital X-Ray Units at Rampurhat and Raiganj District Hospitals, and Canning Sub-divisional Hospital, Nutrition Rehabilitation Centres at Tapsia Rural Hospital in Gopiballavpur Block-II, Mohanpur Block Primary Health Centre (BPHC) in Jhargram Block, Salboni Rural Hospital in Salboni Block, Kewakole BPHC in Garbeta Block-II and Depara BPHC in Medinipur Sadar Block.
Foundation stones of two health units – Trauma Care Unit and High-Dependency Unit at Amtala Rural Hospital, South 24-Parganas – were laid.
Two wildlife projects were also inaugurated by Chief Minister Mamata Banerjee – naturalistic enclosures of Jangalmahal Zoological Park in Jhargram and the State Forest Training Institute in Hijli.
Jangalmahal under the Trinamool Congress has seen a huge surge of developmental activities. The dark days of Amlasole are over. Now, the picture of plenty is eye-catching. Various schemes on food security, health, irrigation and drinking water have put smiles on the faces of all the people of Jangalmahal.
The salient points of the Chief Minister’s speech at the inauguration ceremony:
- I feel proud that I am able to be present with you here in Nayagram.
- I convey my best wishes to all the Madhyamik and Higher Secondary examinees this year.
- I have named the new bridge over the Subarnarekha river inaugurated today ‘Jangal Kanya.’
- This is the longest bridge in West Bengal.
- We have spent Rs 170 cr to build the Jangal Kanya Bridge. It will benefit the people on both sides.
- Nayagram Stadium is going to be built soon.
- Of 25 lakh bicycles to be distributed, 20 lakh have already been given, 2 lakh are being given today, and the rest 3 lakh are going to be given soon.
- Jhargram is to be made into a district, within the next six months. Now it is a subdivision.
- Six super-speciality hospitals have also been inaugurated from Nayagram today.
- In the first six months, only the out-patients department (OPD) would operate; after that would the hospitals become fully operational.
- Many other health projects have been inaugurated today.
- A Forest Training Institute has come, and renovations have been done to two zoological parks.
- We are extending benefits of Government programmes to 93% of the people of the district.
- Within the next 6 months, Jhargram will become a new district.
- Two Kisan Mandis have come up in Paschim Medinipur district – in Binpur-2 and Garbeta-2 blocks.
- This district has seen all-around development.
- The earlier Government did nothing for Jangalmahal for 34 yrs, and transformed it into a land of bloodshed.
- We have brought the smiles back to the people of Jangalmahal, we have brought back peace.
- What did those people, who are making so much of noise now, do in the 34 yrs that they had?
- This Government has been under a huge debt, but the work that has been done has reached the people in the grassroots.
- The good work that has been done is only due to the blessings of ‘Maa, Mati, Manush.’
- I do not want the ICDS to close down, I want it to function smoothly for the benefit of the people.
- That is why the State is funding the programme; the Central Government has stopped its funding.
- Those who are doing politics with the Sabuj Sathi programme today did not think of anything close to it in the 34 years.
- We have allotted Rs 500 crore for the areas which are dry, so that water can be conserved.
- Rs 700 crore has been spent for a programme to safeguard Purba and Paschim Medinipur districts from flooding.
- We have put in place a mechanism so that the police constables are recruited from the civic volunteers and Home Guards; there is a 15% quota in those two forces.
- We have worked for all people irrespective of their status.
- We have distributed livestock to the people to support their livelihood.
- We have introduced a security programme for the kendu leaf collectors.
- We love the people of Jangalmahal and we love the soil of this region which has stood through so much.
- We answer all the slander from the Opposition through development.
- Bengal will show the way forward in the future.
- Jangalmahal zindabad. Jai Hind.
জঙ্গলমহলে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম ও অন্যান্য জায়গায় বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন।
২টি সেতুর উদ্বোধন হল – একটি নয়াগ্রামের ভসরাঘাটে সুবর্ণরেখা নদীর ওপর, যার নাম জঙ্গলকন্যা এটি খড়গপুর। এই সেতুটি কেশিয়াড়ি ও নয়াগ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে। অপরটি লালগড় সেতু, আমকলা ঘাটে কংসাবতী নদীর ওপর অবস্থিত, এর মাধ্যমে মেদিনীপুর ও ঝাড়গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে।
আজ নয়াগ্রামে ৬ টি সুপার স্পেশালিটি হসপিটালেরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এগুলি হল, ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হসপিটাল, কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটাল,বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটাল, পাঁশকুঁড়া সুপার স্পেশালিটি হসপিটাল, বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটাল এবং গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হসপিটাল।
কৃষ্ণনগর জেলা হাসপাতালে মাদার ও চাইল্ড হাব, বাঁকুড়া ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, কাকদ্বীপ মহকুমা হাসপাতালে এস.এন.সি.ইউ, রামপুরহাট জেলা হাসপাতালে, ক্যানিং মহকুমা হাসপাতালে এবং রায়গঞ্জ জেলা হাসপাতালে ডিজিটাল এক্স-রে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এছাড়া, গোপীবল্লভপুর-২ ব্লকের তপসিয়া গ্রামীণ হাসপাতাল, ঝাড়গ্রাম ব্লকের মোহনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, শালবনি গ্রামীণ হাসপাতালেরও উদ্বোধন করলেন।
আমতলা গ্রামীণ হাসপাতালে (দক্ষিণ ২৪ পরগণা) ট্রমা কেয়ার ইউনিট ও হাই-ডিপেনডেন্সি ইউনিটের শুভ শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।
জঙ্গলমহলের ঝাড়গ্রামে প্রকৃতি পরিবেষ্টিত চিড়িয়াখানা এবং খড়গপুরের হিজলিতে রাজ্য বোন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
আমলাশোল থেকে শুরু করে সমগ্র জঙ্গলমহলে উন্নয়নের জোয়ার বইছে, তৃণমূল সরকারের আমলে। শিক্ষা, খাদ্য সুরক্ষা, পানীয় জল, স্বাস্থ্য, সেচ সব ক্ষেত্রেই নতুন প্রকল্প চালু হয়েছে। জঙ্গলমহলের সর্বত্র শান্তি বিরাজ করছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্যর কিছু বিষয়ঃ
- মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার অনেক অভিননদন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার অনেক শুভেচ্ছা
- নয়াগ্রামের ভসরাঘাটে সুবর্ণরেখা নদীর ওপর বাংলার বৃহত্তম সেতুর উদ্বোধন হল
- আমি এই সেতুর নাম দিয়েছি ‘জঙ্গলকন্যা’, জঙ্গলমহলের মানুষদের কাছে আজ আমি ‘জঙ্গলকন্যা’ নিবেদন করলাম
- লালগড়ে আমকলা ঘাটে কংসাবতী নদীর ওপর আর একটু সেতুর উদ্বোধন হল আজ
- জঙ্গলমহল থেকে আমি কাজ শুরু করেছিলাম, জঙ্গলমহলে আসতে পেরে আমি গর্বিত
- ৬ টি সুপার স্পেশালিটি হসপিটালেরও উদ্বোধন হল আজ
- ৯৩ শতাংশ লোকের কাছে আমরা সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছি
- এই জঙ্গল্কন্যা সেতু তৈরি করতে মোট ১৭০ কোটি টাকা খরচ হয়েছে
- আগামী ৬ মাসের মধ্যে নয়াগ্রাম নতুন জেলায় পরিণত হবে
- বাঁকুড়া ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, কাকদ্বীপ মহকুমা হাসপাতালে এস.এন.সি.ইউ উদ্বোধন করা হল
- ১১ কোটি টাকা ব্যয়ে ২ টি কিষান মাণ্ডির উদ্বোধন করা হল
- আমতলা গ্রামীণ হাসপাতালে (দক্ষিণ ২৪ পরগণা) ট্রমা কেয়ার ইউনিট ও হাই-ডিপেনডেন্সি ইউনিটের শিলান্যাস হল
- আমরা সাড়ে চার বছরের প্রত্যাশা পূরণ করেছি
- আমরা জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে এনেছি আপনাদের আশীর্বাদে
- জঙ্গলমহলের প্রতিটি পরিবার ৩৫ কেজি করে ২ টাকা কিলো চাল গম পায়
- খড়গপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ,ঝাড়গ্রাম কটেজ তৈরি হয়েছে
- যারা কাজ করে না তারা শুধু কথা বলে, ৩৪ বছরে জঙ্গলমহলকে রক্তাক্ত করেছেন
- ৫৯ হাজার সংখ্যালঘু ছেলেমেয়ে উচ্চ শিক্ষায় সুযোগ পেয়েছে
- ৭০০ কোটি টাকা প্রকল্পের একটি কাজ হচ্ছে এর ফলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বন্যার হাত থেকে রক্ষা পাবে
- কেন্দু পাতা সংগ্রহকারীদের আমরা সামাজিক সুরক্ষা দিয়েছি
- আমরা কু९সার জবাব দিই উন্নয়নের মাধমে
- কু९সা করে উন্নয়ন রোধ করা যাবেনা
- আমাদের স্লোগান হল ‘বিশ্ববাংলা’
- বিনামূল্যে চিকি९সার সুযোগ দেওয়া হচ্ছে মানুষকে, মা মাটি মানুষের সরকারের পক্ষেই এটা সম্ভব
- বল বল বল সবে, শত বীণা বেণু রবে, বাংলা আবার বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন লবে