Bengal leads among States in decrease in crimes related to child labour

Bengal is leading the country in eradicating the instances of child labour. Over the last three years, only in Bengal has there been an appreciative decrease in crimes related to child labour. This fact came out in a report presented by the concerned Union Minister in Parliament on March 27.

The State-wise list of the number of crimes concerned with child labour from 2014 to 2016 was presented, according to which, during this period, the law has been moved against only 42 people in Bengal.

Significantly too, during the above-mentioned period, there have been 1,131 operations in the State to rescue children illegally engaged in labour.

 

Bengal Govt to prepare database of steps taken to end bonded labour

The State Labour Department has taken up an initiative to prepare a database containing detailed information about the steps taken to abolish bonded labour in the state. It will also contain information related to the initiatives taken to extend total support to such labourers who were rescued at different times.

According to a departmental official, data from all the districts will be compiled at the department’s headquarters. A day-long workshop will also be held, in collaboration with the National Human Rights Commission (NHRC), on elimination of bonded labour. It will be attended by senior representatives of NHRC and all concerned officials of the State Government, including those involved in the work of abolishing bonded labour in districts.

There is one vigilance committee in every district headed by district magistrate to carry out the work of abolishing bonded labour and maintain strict vigil. Initiatives including helping them to get proper rehabilitation and at the same time, getting them enrolled with employment schemes and opening of bank accounts are taken.

 

Source: Millennium Post

Labour Dept for massive campaign to bring in more people under SSY

0The State Labour Department is going to start a massive campaign soon to bring in more people from the unorganised sectors under Samajik Suraksha Yojana (SSY).

Already, 92 lakh people have been made beneficiaries of different schemes under SSY. The department also introduced an online system last October to enable people from any part of the state to apply for schemes under SSY without having to visit the offices of the department.

It may be mentioned that SSY was introduced by converging the social security schemes for construction workers, transport workers, bidi workers and workers in other unorganised sectors. Under the scheme, they get education benefits for their children, support for marriage of two of their daughters, health cards and other benefits.

In this connection, it also needs mention that the Trinamool Congress Government started the Samarthan Scheme last February for unorganised sector workers from Bengal working in other states, left jobless after the promulgation of demonetisation by the Central Government, which has turned out to be a massive fraud committed on the people of the country.

 

সামাজিক সুরক্ষা প্রকল্পে আরও মানুষকে সংযুক্ত করতে প্রচার শ্রম দপ্তরের

 

অসংগঠিত ক্ষেত্রের আরও শ্রমিককে সামাজিক সুরক্ষা প্রকল্পে সংযুক্ত করতে সচেতনতা প্রচার করবে রাজ্য শ্রম দপ্তর।

ইতিমধ্যেই সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্গত বিভিন্ন প্রকল্পে ৯২ লক্ষ মানুষ উপকৃত। গত বছর অক্টোবর মাসে রাজ্য সরকার এই প্রকল্পে অনলাইন আবেদন করার ব্যাবস্থা চালু করেছে, যার ফলে শ্রম দপ্তরের অফিসে না গিয়েও যে কোনও শ্রমিক এই প্রকল্পে নিজেকে নথিভুক্ত করতে পারেন।

অসংগঠিত ক্ষেত্রে বেশি শ্রমিককে এই প্রকল্পের আওতায় আনাটাই এই প্রচারের মূল লক্ষ্য হবে সেটাই।

প্রসঙ্গত, নির্মাণ শ্রমিক, বিড়ি কর্মী ও অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য যে সব সামাজিক সুরক্ষা প্রকল্প ছিল, সেগুলিকে একত্রিত করেই এই সামাজিক সুরক্ষা প্রকল্পের সূচনা হয়। এই প্রকল্পে শ্রমিকরা নিজেদের স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে সন্তানের শিক্ষা, এমনকি মেয়ের বিয়ে দেওয়ার জন্যও সুবিধা পাবেন।

প্রসঙ্গত, যে সব শ্রমিক নোটবন্দির ফলে ভিন রাজ্যে কাজ হারিয়ে বাংলায় ফিরে এসেছে, তাদের জন্য ‘সমর্থন’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পে ৫০০০০টি পরিবারকে ৫০০০০ টাকা আর্থিক সহায়তা করা হবে নতুন উদ্যোগ শুরু করতে।

Source: Millennium Post

Workers throng Shramik Mela 2017

Over 10,000 workers attended the Shramik Mela 2017 that made them aware of the facilities and schemes they are entitled to avail. An initiative by the state labour department, the Shramik Mela has been a yearly feature of the Mamata Banerjee government, creating awareness among workers.

The programme informs participants of the different labour schemes and benefits that they are entitled to avail. It also allows them to interact with industry owners and government authorities. About 30 stalls were set up in the mela this year. Issues related to labour laws and schemes, including minimum labour wages, were discussed at the mela.

The state labour department has been working to provide ‘Samajik Mukti’ card to about 1.5 crore workers of the unorganised sector in Bengal.

Shramik Mela to be organised in 36 different places in state

In a bid to help all workers from both the organised and unorganised sectors derive the benefits given by the state government, the state Labour department has taken a unique initiative of making people aware of the benefits by organising state-wide Shramik Mela.

Besides providing different benefits to workers of organised sectors, the state Labour department is targeting to provide Samajik Mukti Card to all the 1.5 crore workers in the unorganised sector. After the change of the guard in the state, the state Labour department has given Samajik Mukti Card to around 90 lakh workers. While from 2000 to 2011, the erstwhile Left Front government had brought only 23 lakh workers from unorganised sector under the scheme to provide them different benefits.

The Shramik Mela will get organised at 36 different places including Darjeeling, Kalimpong, Raiganj, Alipurduar, Cooch Behar, Malda, Berhampore, Kalyani, Bolpur, Burdwan, Katwa, Asansol, Purulia, Bankura, Khatra, Tamluk, Haldia, Baruipur, Barrackpore, Diamond Harbour, Chinsurah, Arambagh and Kolkata. In each of the places, the mela will continue for two days in January.

In Kolkata, the Shramik Mela will be organised on January 27 and 28 at Jatin Das Park. There will be discussions on different issues related to labour laws and other aspects of the lives of workers. There will be stalls in the Shramik Mela from where visitors will get aware of the labour laws.

There will also be awareness camp on minimum wages of labourers. At the same time, they could also learn what their family members should do in case they face any accident while working in their respective places of work. There will also be programmes like financial assistance distribution among workers from 61 different unorganised sectors. There will also be awareness camp in the Shramik Mela about the employment bank.

 

রাজ্যের ৩৬টি স্থানে অনুষ্ঠিত হবে শ্রমিক মেলা

সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা যাতে রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করা সকল সুযোগ সুবিধার ব্যাপারে অবগত হতে পারেন, তাই রাজ্যের ৩৬টি জায়গায় শ্রমিক মেলা অনুষ্ঠিত করার উদ্যোগ নিয়েছে রাজ্য শ্রমিক দপ্তর।

শ্রমিক মেলা অনুষ্ঠিত হবে দার্জিলিং, কালিম্পং, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, বহরমপুর, কল্যাণী, বোলপুর, বর্ধমান, কাটোয়া, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, খাটরা, তমলুক, হলদিয়া, বারুইপুর, বারাকপুর, ডায়মন্ড হারবার, চুঁচুড়া, আরামবাগ ও কলকাতা সহ রাজ্যের ৩৬টি জায়গায়। প্রতিটি স্থানে ২দিন করে মেলা অনুষ্ঠিত হবে।

কলকাতায় শ্রমিক মেলা অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮শে জানুয়ারি যতীন দাস পার্কে।

এই মেলার বিভিন্ন স্টল থেকে শ্রমিক আইন সম্বন্ধে বিস্তারিত জানতে পারা যাবে। ন্যুনতম মজুরির ব্যাপারেও সচেতনতা বাড়ানো হবে। শ্রমিক পরিবারের লোকেরাও জানতে পারবেন কর্মস্থলে দুর্ঘটনা ঘটলে তাঁদের কি করনীয়। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ব্যাপারেও সচেতনতা ক্যাম্প থাকবে শ্রমিক মেলায়।

উল্লেখ্য, সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নানারকম সুবিধা প্রদানের পাশাপাশি, রাজ্য শ্রমিক দপ্তর অসংগঠিত ক্ষেত্রে দেড় কোটি শ্রমিককে ‘সামাজিক মুক্তি কার্ড’ প্রদান করার লক্ষ রেখেছে। সরকার বদলের পর রাজ্য শ্রমিক দপ্তর ৯০ লক্ষ সামাজিক মুক্তি কার্ড ইতিমধ্যেই প্রদান করেছে। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত তৎকালীন বাম সরকার মাত্র ২৩ লক্ষ সামাজিক মুক্তি কার্ড প্রদান করেছিল।

 

Mamata Banerjee slams Modi Govt for dissolving BIFR

Opposing the Narendra Modi government’s decision to dissolve the Board for Industrial and Financial Reconstruction (BIFR), Bengal Chief Minister Mamata Banerjee on Friday said the central government is “breaking the spine” of the country’s economy.

“BIFR was constituted for reconstruction of industries and protection of workers. Sick industries registered in the Board could reconstruct their assets and run the company accordingly. Suddenly, the centre dissolved it,” she said.

“They are breaking the spine of the country,” said Mamata Banerjee adding that centre sent a letter to her government.

The letter sent to West Bengal Chief Secretary said that BIFR and its appellate body, the Appellate Authority for Industrial Finance and Reconstruction (AAIFR), which were entrusted with the revival and rehabilitation of sick industrial companies under the Sick Industrial Companies (Special Provisions) Act 1985, has been dissolved.

Mamata Banerjee said, “We have a lot of companies registered in the Board. We have asked what would happen to old cases. They said fresh application are needed.”

The CM called for a national government led by Advani ji or Rajnath ji or Jaitley ji to rid the country of the current situation. She said the current Prime Minister has to go.

 

বিআইএফআর তুলে দেওয়ায় মোদী সরকারের সমালোচনা মুখ্যমন্ত্রীর

বোর্ড ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন বা বিআইএফআর তুলে দেওয়ায় মোদী সরকারের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, চিঠি দিয়ে কেন্দ্র বলছে বিআইএফআর তুলে দেওয়া হল। তাঁর প্রশ্ন, এখন পুরনো কেসের কী হবে? মমতা যোগ করেন, কেন্দ্র বলছে, নতুন করে চালু করতে হবে। কিন্তু, বিআইএফআর ভেঙে দেওয়ায় শ্রমিক-মজদুরদের চরম সমস্যা হবে।

বিআইএফআরের অধীনে রাজ্যে চারশোর কাছাকাছি কারখানা রয়েছে। রাজ্য সরকারের মতে, বিআইএফআর তুলে দেওয়ায় এই সব কারখানা এবং কয়েক লক্ষ শ্রমিকের ভবিষ্যত এখন অথৈ জলে। কারণ, বিকল্প ব্যবস্থা কী তার কোনও দিশা দেখায়নি কেন্দ্র। শুক্রবার, টাউন হলের বৈঠকে এ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, রুগ্ন শিল্প সংস্থাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই বোর্ড গঠন করা হয়। ১৯৮৫ সালে তৈরি হওয়া ‘দ্য সিক ইন্ডাস্ট্রিয়াল কম্পানিজ অ্যাক্ট’ অনুযায়ী ১৯৮৭ সালে গঠিত হয় বিআইএফআর। যা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ। অরবিন্দ মিলস, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, নর্থ ইস্টার্ন রিজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং কর্পোরেশন, স্কুটার ইন্ডিয়া-র মতো বিভিন্ন সংস্থা, বিআইএফআর -এর হাত ধরে নতুন জীবন পায়।

WB CM Bengal Global Summit

Floods in Bengal ‘man-made’ due to release of water by DVC: WB CM

West Bengal Chief Minister today accused the Damodar Valley Corporation (DVC) of releasing water as per its own wishes, thus causing ‘man-made’ floods in parts of Bengal. She said, DVC should not release water without consulting the State or else the government would have to look for legal recourse.

WB CM was addressing the press after an administrative review meeting for the districts in north Bengal. West Bengal is the only State to regularly conduct administrative review meetings at block level, she said. Review meetings for only four districts are pending, of which the one in Hooghly will be held in September.

The Chief Minister inaugurated several projects today and took stock of the progress of various schemes and programmes. She announced that a court of the Labour Department in Siliguri and Malda. She added that beginning 29 August, 2016, a week-long cleanliness drive will be undertaken in every block.

Accusing the Centre of discriminating against States on financial matters, the Chief Minister said that her government had created a special fund of Rs 100 Crore for the welfare of tea garden workers and set up a separate directorate for tea gardens in north Bengal. She also registered her protest against the attempts to shift Tea Board HQ outside Bengal.

 

ডিভিসি খুশিমতো জল ছাড়ছে বলে বাংলায় ম্যান-মেড বন্যাঃ মুখ্যমন্ত্রী 

নিজেদের খুশিমতো জল ছাড়া নিয়ে আজ দামোদর ভ্যালি কর্পোরেশনকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি খুশিমতো জল ছাড়ছে বলেই বাংলার বিভিন্ন অংশে ম্যান-মেড বন্যা হয়েছে। তিনি বলেন, রাজ্যের সঙ্গে কথা না বলে ডিভিসির জল ছাড়া উচিত নয়।

উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যারা নিয়মিত ব্লক স্তরে প্রশাসনিক বৈঠক করে। আর ৪টি জেলার প্রশাসনিক বৈঠক বাকি রয়েছে, সেপ্টেম্বর মাসে হুগলিতে প্রশাসনিক বৈঠক হবে।

আজ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি চলতি প্রকল্পগুলির অগ্রগতি নিয়েও খবর নেনে তিনি। শিলিগুড়ি ও মালদায় জন্য শ্রম দপ্তরের আলাদা কোর্ট গঠন করার কথা ঘোষণা করেন। তিনি আরও বলেন, ২৯ অগাস্ট থেকে এক সপ্তাহব্যাপী ‘ক্লিনলিনেস ড্রাইভ’ হবে ব্লকে ব্লকে।

রাজ্যের কাজে কেন্দ্র হস্তক্ষেপ করছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “চা বাগানের শ্রমিকদের জন্য আমরা ১০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছি। চা বাগানগুলির জন্য উত্তরবঙ্গে আমরা আলাদা ডিরেক্টোরেট গঠন করেছি। টি বোর্ডের হেডকোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি”।

 

Bengal Labour Dept campaigns in factories, reduces fatal accident numbers

A rigorous campaign conducted by the West Bengal Labour Department at various factories throughout West Bengal has reduced the number of fatal accidents by 1/3 in last three years.

As per the data available with the Labour department, in 2015 around 38 people met with fatal accidents at factories, while in 2014 the number stood at 63 which is much lower than its previous year when the figure was 96. The records show that in last three years the figure has gone down nearly three times following the campaign carried out by the department.

Around 142 accident training camps have been done by the department in 2015-16 and those have resulted in reducing the rate of accidents. Even in 2011-12 there were 101 camps conducted in the state. In 2014 also there were nearly 80 such camps in the factories.

 

The image is representative (source)

 

রাজ্য শ্রম দপ্তরের প্রচেষ্টায় কমল কারখানায় দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনা

পশ্চিমবঙ্গে বিভিন্ন কারখানায় পশ্চিমবঙ্গ শ্রম দপ্তর কর্তৃক পরিচালিত একটি সচেতনতামূলক প্রচার অভিযানের ফলে গত তিন বছরে মারাত্মক দুর্ঘটনা এক তৃতীয়াংশ কমে গেছে।

শ্রম দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে ৩৮ জন দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, ২০১৪ সালে সংখ্যা ছিল ৬৩। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ৯৬। রেকর্ড অনুযায়ী, দপ্তরের এই প্রচারাভিযানের হাত ধরে গত তিন বছরে এই সংখ্যা তিন গুন কমে গেছে।

দুর্ঘটনার পরিমাণ কমানোর জন্য ২০১৫-১৬ সালে এই দপ্তর প্রায় ১৪২টি দুর্ঘটনা প্রশিক্ষণ ক্যাম্প তৈরি করেছে। ২০১১-১২ সালে ১০১টি ক্যাম্প করা হয়েছিল রাজ্যে। ২০১৪ সালে এরকম ৮০টি ক্যাম্প করা হয়েছে কারখানাগুলিতে।