Kulik Bird Sanctuary to be redeveloped by Tourism Dept

Kulik Bird Sanctuary near Raiganj in Uttar Dinajpur district is going to be redeveloped, and the tourist lodge inside the forest renovated, by the State Tourism Department at a cost of Rs 4 crore.

The place is also known as Raiganj Wildlife Sanctuary. Kulik is one of the largest bird sanctuaries in Asia.

Another measure that would be taken to draw more tourists would be to free the Kulik River of pollution. The areas around the bird sanctuary would also be developed, for which a separate fund would be allotted. The Tourism Department has asked the district administration to prepare a report on which action would be taken.

 

কুলিক পখিরালয় সংস্কার করবে পর্যটন দপ্তর

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কাছে কুলিক পখিরালয় সংস্কার করবে রাজ্য পর্যটন দপ্তর। ওই পখিরালয়ে অবস্থিত ট্যুরিস্ট লজের সংস্কার করা হবে। খরচ হবে ৪কোটি টাকা।

এই অঞ্চলটি রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারি নামেও পরিচিত। এই পখিরালয়টি এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম।

এই কুলিক নদীকে দূষণমুক্ত করলে এখানে আরও পর্যটকরা আসতে পারবেন। পখিরালয়ের চারপাশের বনাঞ্চলটিরও সংস্কার করা হবে। এর জন্য আলাদা করে টাকা অনুমোদন করা হবে।

পর্যটন দপ্তর জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এই কাজের জন্য একটি রিপোর্ট তৈরী করতে, যার ওপর ভিত্তি করে এই কাজ শুরু হবে।

Source: The Statesman