Transport Dept budget stresses on both new and existing services

The Transport Minister recently presented his department’s budget for financial year 2018-19 in the Assembly. Stress has been given both on developing new services across land, water as well as air, and on improving the existing services.

The budget of the department for 2018-19 stands at Rs 1,588.81 crore, which is the highest budget for the Transport Department so far.

Three hundred new buses have already been introduced and steps have been taken to introduce more. He further said that 40 electric buses will be introduced in Kolkata soon. Another 10 electric buses in the Rajarhat-New Town area and 20 in Asansol and Durgapur will be introduced too.

In another major development, the State Transport department has also decided not to allow any more civic bodies to operate buses. Buses will be operated only by the transport corporations.

From March, there will be two helicopter services. Following the direction of Chief Minister Mamata Banerjee, steps have been taken to develop the airport at Chharra in Purulia district. Air connectivity from Cooch Behar and Malda will also be initiated soon.

Equal stress has been given to improve the water connectivity in the state. Twenty-seven vessels have already been introduced and 86 more will be engaged soon. Moreover, steps have been taken to replace the semi-mechanised vessels with robust ones, to ensure the safety of passengers.

Steps have been taken to ensure the standard operating procedure (SOP) is maintained at all the jetties. Life jackets similar to the ones used by the Coast Guard will also be introduced.

 

পরিষেবায় জোর পরিবহণ দপ্তরের বাজেটে

বিধানসভায় কয়েকদিন আগেই ২০১৮-১৯ সালের বাজেট পেশ করেন পরিবহণ মন্ত্রী। স্থল, জল ও আকাশপথে নতুন ও পুরনো পরিষেবায় জোর দেন মন্ত্রী।

এবছরে পরিবহণ বাজেট মোট ১৫৮৮.৮১ কোটি টাকা, যা দপ্তরের ইতিহাসে সর্বোচ্চ।

মন্ত্রী বলেন, ইতিমধ্যেই পরিবহণ দপ্তর ৩০০টি নতুন বাস নামিয়েছে, আরও নতুন বাস আনার উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ৪০টি ইলেকট্রিক বাস শীঘ্রই কলকাতার রাস্তায় নামবে। রাজারহাট-নিউ টাউন অঞ্চলে ১০টি ও আসানসোল-দুর্গাপুরে ২০টি ইলেকট্রিক বাস শীঘ্রই চালু হবে।

এছাড়াও পরিবহণ দপ্তর সমস্ত সরকারি বাস নিগমকে একত্রিত করে এক ছাতার তলায় নিয়ে এসেছে।

মন্ত্রী জানান মার্চ মাসে চালু হবে দুটি হেলিকপ্টার পরিষেবা। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরুলিয়ায় বিমানবন্দর তৈরী হচ্ছে। কোচবিহার ও মালদা থেকে বিমান পরিষেবাও শুরু হবে শীঘ্রই।

বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে জলপথ পরিবহণের ওপরেও। ২৭টি জলযান ইতিমধ্যেই চালু করা হয়েছে এবং আরও ৮৬টি খুব শীঘ্রই পরিষেবা শুরু করবে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত পুরনো সেমি-মেকানাইজড জলযান বদল করে নামানো হয়েছে অত্যাধুনিক ভেসেল।

সমস্ত জেটির জন্য তৈরী করা হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর। উপকূলরক্ষীবাহিনী যে লাইফ জ্যাকেট ব্যবহার করে, আগামীদিনে সেরকম জ্যাকেট দেওয়া হবে ভেসেল যাত্রীদেরও, বলেন মন্ত্রী।

 

Source: Millennium Post

Kolkata Gate to be thrown open before Poila Boisakh

Housing Infrastructure Development Corporation (HIDCO) is going to open the Kolkata Gate at New Town before the Poila Boishakh (Bengali New Year’s Day in April). The date of the inauguration of the gate, the only one of its kind in eastern India, will be finalised shortly.

Hectic work is on to give finishing touches to the huge construction. Special attention has been given to look after the safety and security of the people who will be climbing the viewers’ gallery.

The construction for the structure began on March 6, 2017. The height of the Kolkata Gate is 55 m. Seventy tonnes of steel have been used. The visitors will be taken to the viewers’ gallery by a lift. The viewers’ gallery is around 25 meters above ground level and is covered by glass. A portion of it has been earmarked for a restaurant, where visitors can get tea, coffee and light refreshments.

The tunnel will have photographs on Kolkata’s heritage and culture. The outer part of the tunnel will be illuminated. The Gate, complete with the Biswa Bangla logo, has been constructed to greet those coming to the city from the airport.

The structure will add another feather in Kolkata’s cap. A splendid view awaits those who would visit the viewers’ gallery, giving a clear sight of New Town and its neighbourhood.

 

পয়লা বৈশাখের আগেই উদ্বোধন হবে কলকাতা গেট

পয়লা বৈশাখের আগেই নিউ টাউনে উদ্বোধন হবে কলকাতা গেট। এই গেট নির্মাণের দায়িত্বে আছে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (হিডকো)। উদ্বোধনের দিনক্ষণ খুব শীঘ্রই ঠিক করা হবে। এখন শেষমুহুর্তের কাজ জোরকদমে চলছে।

৬ই মার্চ, ২০১৭, কলকাতা গেট নির্মাণের কাজ শুরু হয়। যেসকল দর্শক ওপরের গ্যালারিতে উঠবেন, তাদের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখেই কাজ হচ্ছে।

কলকাতা গেটের উচ্চতা ৫৫ মিটার। সত্তর টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। লিফটে করে দর্শকরা ভিউয়ার্স গ্যালারিতে উঠতে পারবেন। এই গ্যালারির উচ্চতা মাটি থেকে ২৫ মিটার। এই পুরো গ্যালারিটি কাঁচ দিয়ে ঢাকা। এখানে একটি রেস্তোরাঁ হবে যেখানে আগত ভ্রমণার্থীরা চা, কফি ও জলখাবার কিনে খেতে পারবেন।

এই টানেলে কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক নানা ছবি থাকবে। টানেলের বাইরের দিকটি আলো দিয়ে সাজানো হবে। এখানে বিশ্ব বাংলার লোগো থাকবে। বিমানবন্দর থেকে কলকাতাগামী যাত্রীদের স্বাগত জানাতেই এই গেটটি নির্মাণ করা হচ্ছে। এই গেট তৈরীতে খরচ পড়েছে আনুমানিক ২৫ কোটি টাকা।

এই গেট নির্মাণের পর কলকাতার মুকুটে আরও একটি পালক যোগ হবে।

 

Image source: The Beacon Kolkata

Focus on Panchayat polls, Didi tells party workers at core committee meet

Trinamool Chairperson Mamata Banerjee today addressed the party workers at an extended core committee meeting of the party at Nazrul Mancha. At the meeting, she gave directions to the party to fight the BJP at the Centre, and also prepare for the upcoming Panchayat Polls.

Here’s what the Chairperson said:

  • Some parties claim they are the true representatives of Hinduism. Hindu religion is ancient, much before BJP was formed.
  • We believe in Swami Vivekananda, Ramakrishna Paramhansa. Not the ideology of BJP.
  • Do not use loudspeakers during board exams. We must ensure peace for the sake of students.
  • Ram Navami rallies should be held in peaceful manner, without arms. Board exams will be going on at that time.
  • A core group of Subrata Bakshi, Partha Chatterjee, Abhishek Banerjee and Aroop Biswas must ensure old workers of Trinamool are not neglected.
  • Workers are our assets. Party is above all. There is no place for individualism.
  • Digital platforms are of significance today. We must motivate our younger generation to use social media seriously. BJP spends crores on digital propaganda. We must counter them effectively.
  • There was a time when tribals in Jangalmahal used to survive on insect eggs. Now 8 crore people receive rice at Rs 2/kg. This is a matter of pride.
  • 45 lakh Kanyashree scholarships, 57 lakh SC/ST scholarships, and 1.71 crore minority scholarships have been distributed.
  • 30 lakh ‘Banglar Bari’ have been constructed, 3 lakh land pattas have been distributed. 70 lakh cycles have been given to students.
  • We had promised to construct 50 lakh water bodies under Jal Dharo Jal Bharo scheme. We have constructed 15 lakh water bodies.
  • We have increased the honorarium for ICDS scheme. Retirement age of contractual and casual workers has been set at 60 years.
  • Car drivers, auto drivers, construction workers, kendu leaf collectors, bidi workers have been brought under social security scheme.
  • We have to pay instalments worth Rs 48,000 crore for the debt incurred by the Left. We have not imposed any burden on people. Instead, we have waived off khajna tax on agricultural land.
  • We have increased pension of farmers. We give monthly stipend to nearly 2 lakh folk artistes. We have started a new pension scheme for the handicapped.
  • We have started a new scheme called ‘Ruposhree’. Poor families with income upto Rs 1.5 lakh receive Rs 25,000 for the wedding of their daughters (18 years and older).
  • They are talking of ‘Achhe Din’. But in reality, people are in great pain. Their savings are not safe in banks.
  • They won in Tripura by merely 0.3% and they are behaving as if they won the world. Had some people not betrayed us, we would have won in Tripura. They used money and muscle power to win. I feel there was an understanding between CPI(M) and Congress.
  • CPI(M), Congress and BJP will unite during Panchayat polls to defeat us.
  • We will never ally with BJP. There was a semblance of liberal thinking during Atal Ji’s time. The discourse has reached its lowest ebb now. Look at the kind of language they use. They only appear on TV to grab eyeballs.
  • TDP, an alliance partner of BJP, has resigned from Union Govt. TRS has decided to go its own way. Shiv Sena has also left the BJP. Even their allies do not trust them anymore.
  • This fight is not trivial. UP will fight its own way. Bihar will fight its own way. Odisha will fight its own way. Rajasthan will fight its own way. Bengal will fights its own way.
  • They have spent crores on their party office. Don’t they have any shame?
  • Majority of the bank frauds happened during demonetisation. Agencies are being used to intimidate opponents. We are not afraid of the fear tactics.
  • Chit funds were formed during CPI(M) rule. But our people were harassed.
  • After a history of riots they captured power in Delhi. And now they are clearing their names. Today they are in office. Tomorrow they may not have power. We believe in politics of culture and courtesy. Our courtesy is not our weakness.
  • We will give our lives, but we will never bow our heads.
  • You have to be strong. You have to be cool. You have to be straight-forward.
  • Du hajar unish (2019), BJP finish. Aage Dilli samla, tarpor dekhbi Bangla (First manage Delhi, then focus on Bengal).
  • We came to power after 34 years of struggle. But our fight is not over. Centre does not cooperate with us. We have a huge debt burden. They treat different States differently.
  • Centre wants to send two officials to oversee our finances. How can they do so in federal structure? We are also democratically elected like them.
  • There is super-emergency in the country. People are not safe. Someone has to bell the cat. We want all Opposition parties to work together to defeat BJP.
  • The party has to focus on Panchayat elections. I will focus on Lok Sabha elections.
  • New frontal organisation will be formed ‘Adivasi Trinamool Congress’. James Kujur will be the President. Bachchu Hansda, Sandhya Tudu, Shrikanta Mahato and others will be members.

লক্ষ্য পঞ্চায়েত ভোট, কোর কমিটি বৈঠকে বললেন তৃণমূলনেত্রী

আজ দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে কর্মীদের পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুতি নিতে বলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে এই বৈঠকে তিনি দলের কর্মীদের বার্তা দেন বিজেপির অপশাসনের বিরুদ্ধে সরব হতে।

ওনার বক্তব্যের কিছু অংশ:

  • কেউ কেউ মনে করে তারাই হিন্দু ধর্মের দায়িত্ব নিয়ে বসে আছে। তাদের কে দায়িত্ব দিয়েছে কেউ জানে না। বিজেপি দল তৈরির অনেক আগেই হিন্দু ধর্মের জন্ম হয়েছিল।
  • আমরা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবকে মানি। অন্য কাউকে মানি না।
  • পরীক্ষা চলবে তাই রাম নবমীর মিছিল শান্তিপূর্ণভাবে করবেন। পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের যাতে কোনরকম অসুবিধা না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। মাইক, অস্ত্র ছাড়া শান্তিপূর্ণভাবে মিছিল করবেন।কারণ সেই সময় বোর্ডের পরীক্ষা চলবে।
  • সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অরূপ বিশ্বাসকে নিয়ে একটি কোর গ্রুপ গঠন করা হয়েছে। তারা লক্ষ্য রাখবেন যাতে আমাদের পুরনো কর্মীরা (যারা দীর্ঘদিন ধরে তৃণমূল করছেন) কোনভাবেই বঞ্চিত না হয়।
  • কর্মীরাই আমাদের সম্পদ। কোন একজনের কথামতো নয়, দলের কথামতো দল চলবে। তৃণমূল মা মাটি মানুষের দল।
  • আজ সোশ্যাল নেটওয়ার্ক, ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যুব সমাজকে সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় হতে হবে। বিজেপি এর পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে। আমাদের সেই টাকা নেই, তাই আমাদের পরিশ্রম করে সেই কাজটা করতে হবে যাতে একতরফা মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার না হয়।
  • একটা সময় ছিল যখন এই বাংলায় জঙ্গলমহলের মানুষরা পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকত। আজ এই রাজ্যের ৮ কোটি লোক ২ টাকা কেজি চাল পায়। এটা গর্বের বিষয়।
  • ৪৫ লক্ষ মেয়েকে কন্যাশ্রী স্কলারশিপ, ৫৭ লক্ষ SC/ST ছেলেমেয়েদের এবং ১.৭১ কোটি সংখ্যালঘু ছেলেমেয়েদের স্কলারশিপ দেওয়া হয়েছে।
  • ৩০ লক্ষ ‘বাংলার বাড়ি’ নির্মাণ করা হয়েছে। ৩ লক্ষ লোককে জমির পাট্টা দেওয়া হয়েছে। ৭০ লক্ষ ‘সবুজ সাথী’ সাইকেল দেওয়া হয়েছে।
  • ‘জল ধরো, জল ভরো’ প্রকল্পে আমরা ৫০ লক্ষ পুকুর কাটার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইতিমধ্যেই ১৫ লক্ষ পুকুর কাটার কাজ সম্পূর্ণ হয়ে গেছে।
  • আমরা আইসিডিএস কর্মীদের মাইনে বাড়িয়েছি। চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির বয়স ৬০ বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে।
  • কেন্দুপাতা সংগ্রহকারী, গাড়ির ড্রাইভার, অটোর ড্রাইভার, কন্সট্রাকশন কর্মী, বিড়ি কর্মীদের স্বাস্থ্যসাথী প্রকল্পে আনা হয়েছে।
  • সিপিএম-এর করা দেনার ফলে আমাদের বছরে ৪৮০০০ কোটি টাকা শোধ করতে হচ্ছে। জনগণের ওপর কোনও বোঝা বাড়ানো হয়নি। বরং, কৃষিজমির খাজনাও মুকুব করে দেওয়া হয়েছে।
  • আমরা কৃষকদের বার্ধক্য ভাতা বাড়িয়েছি, ১ লক্ষ ৯২ হাজার লোকপ্রসার শিল্পীকে ১০০০ টাকা করে পেনশন দিই। কন্যাশ্রী স্কলারশিপের টাকা বাড়ানো হয়েছে। ২ লক্ষ প্রতিবন্ধীকে ১০০০ টাকা করে দেব বলে ঠিক করা হয়েছে।
  • রুপশ্রী পরিকল্পনা চালু হচ্ছে ১লা এপ্রিল থেকে, যে মেয়েদের ১৮ বছর বা তার বেশী বয়স, কিন্তু, বাবা মা’রা বিয়ে দিতে পারবে না, ১.৫ লক্ষ টাকার কম বছরে আয় যাদের, তারা আবেদন করলে সরকার ২৫০০০ টাকা করে তাদের মেয়ের বিয়েতে দেবে।
  • দিল্লীর স্লোগান আচ্ছে দিন, এমন আচ্ছে দিন জনগণকে বাদ দিন। বিজেপি আনল আচ্ছে দিন, জনগণের টাকা লুটে নিন।
  • ত্রিপুরায় জিতেছে ০.৩% ভোটে। এমন করছে যেন পৃথিবী জয় করে ফেলেছে। কিছু লোক গদ্দারি করেছে, নয়তো ত্রিপুরাটা আমরাই জিততাম। তৈরী জায়গায় টাকা ঢেলেছে আর সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে টাকা ডিস্ট্রিবিউশন করিয়ে জিতেছে, সিপিএম আত্মসমর্পণ করেছে। এটা মনে হয়ে সিপিএম বিজেপির বোঝাপড়া।
  • সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে এক হয়ে যায়, পঞ্চায়েতেও হবে।
  • একমাত্র তৃণমূল কংগ্রেস বলতে পারে, বিজেপির সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমরা ওদের সাম্প্রদায়িক রাজনৈতিক দল মনে করি। অটল বিহারী বাজপেয়ীর সময় আমরা ওদের কিছুটা লিবারাল দেখেছিলাম। এখনকার বিজেপি দল সাম্প্রদায়িকতার নিম্নতম স্তরের দল। ভাষার কোনও সৌন্দর্য নেই, যা ইচ্ছে বলে যাচ্ছে। রোজ টিভিতে মুখ দেখাতে হয় আর ভাষণ দিতে হয়।
  • টিডিপি দল একসময় বিজেপিকে সাপোর্ট দিত, মিনিস্ট্রি থেকে রিজাইন করেছে। টিআরএস ও বলছে আমরা আলাদা হব। শিবসেনা বলছে আমরা দরকার হলে একা লড়ব। কোনও জোটসঙ্গী  ওদের সাথী নেই।
  • দেশের রাজনৈতিক মানচিত্র দ্রুত বদলাচ্ছে । ইউপি ইউপির মতো, বিহার বিহারের মতো, ওড়িশা ওড়িশার মতো লড়বে। বাংলা বাংলার মতো লড়বে।
  • পার্টি অফিস তৈরী করেছে ৬০০ কোটি টাকা দিয়ে। লজ্জা করে না?
  • আমি আজও বলছি, ব্যাঙ্কের যত কোরাপশান হয়েছে, তার বেশিরভাগটাই নোটবন্দির সময় হয়েছে। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। মনে রাখবেন, আমরা ভয় পাই নি।
  • চিট ফান্ড তৈরি হয়েছে সিপিএম-র আমলে অথচ আমাদের লোকেদের অনেক হেনস্থা হতে হয়েছে।
  • দাঙ্গা করে, হত্যা করে, মানুষ মেরে আজকে ওরা বসে আছে দিল্লীর গদিতে। নিজেদের কেস গুলো ক্লীয়ার করছে আর অন্যদের পেছনে এজেন্সি লাগিয়ে দিয়ে অ্যারেস্ট করছে। আগামীদিন কী হবে? আমি মনে করি রাজনীতিতে একটা সৌজন্যতা থাকা উচিত, একটা সীমাবধ্যতা থাকা উচিত, একটা লক্ষ্মণের গন্ডী থাকা উচিত। আমার হাতেও অনেক কেস আছে, তা সত্ত্বেও ভদ্রতা রক্ষা করি, কিন্তু ভদ্রতাটা দুর্বলতা নয়।
  • আমরা মরে যাব তাও মনে রাখবেন আমাদের মাথা কোনদিন বিক্রী হবে না।
  • আপনাদের শক্ত হতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে।
  • দু হাজার উনিশ, বিজেপি ফিনিশ। আগে দিল্লী সামলা, তারপর দেখবি বাংলা।
  • আমরা ক্ষমতায় এসেছি ৩৪ বছরের সংগ্রামের পর। আজও লড়াই চলছে আমাদের। দিল্লী পয়সা দেয় না। কেন্দ্র আমাদের সাহায্য করে না। আমাদের টাকা কেটে নিয়েছে বছরের পর বছর। একেক রাজ্যের জন্য একেক রকম নিয়ম।
  • কেন্দ্র হঠাৎ বলল আমার ফাইনান্সিয়াল লোকেরা এসে তোমার ফাইনান্স ডিপার্টমেন্ট দেখবে।যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তা কি করে তা সম্ভব? তুমিও ইলেকটেড, আমরাও ইলেকটেড, যাও তুমি তোমার কাজ কর।
  • সম্পুর্ণভাবে একটা অরাজকতা চলছে দেশে। মানুষের নিড়াপত্তা নেই। কৃষক, শ্রমিকদের জীবনের নিরাপত্তা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে, কাউকে না কাউকে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে। আমরা চাই সবাই এক হয়ে কাজ করুক।
  • পঞ্চায়েতটা আপনারা করবেন আর দিল্লীটা আমি করব।
  • আমি ‘আদিবাসী তৃণমূল কংগ্রেস’ তৈরী করে দিচ্ছি। সভাপতি হবেন জেমস কুজুর; বাচ্চু হাঁসদা, সন্ধ্যা টুডু, শ্রীকান্ত মাহাতো এবং অন্যদের রাখা হবে।

Kolkatans to get electric buses by June

Come this June, city dwellers will be travelling in electric buses at Kolkata and its suburbs. The state Transport minister, made the announcement of introducing the pollution-free bus service.
The tender process to procure 40 electric buses is complete and it will take another three months for the buses to hit the city roads. It may be mentioned that as per the initial plan, a total of 80 electric buses will be put into service, including the 40 procured in the first phase.
Twenty out of the 40 buses are 9 metres in length and they will have a seating capacity of around 30. The rest are 12 metres in length, with a seating capacity of 40. There will also be sufficient space for passengers to stand while travelling.
30 battery chargers will be bought which will be installed at the depots, while 10 ‘fast battery chargers’ will also be bought, which will be kept at different bus terminals.

 

জুন মাস থেকে কলকাতার রাস্তায় চলবে ইলেকট্রিক বাস

আগামী জুন মাস থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় চলবে ইলেকট্রিক বাস। রাজ্যের পরিবহন মন্ত্রী এই ঘোষণা করেছেন।
৪০টি ইলেকট্রিক বাস কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ। এই বাসগুলি রাস্তায় নামতে আরও তিনমাস লাগবে। মোট ৮০টি ইলেকট্রিক বাস চালানোর পরিকল্পনা রয়েছে দপ্তরের।
এই ৪০টি বাসের মধ্যে ২০টি বাসের দৈর্ঘ্য ৯ মিটার এবং আসনসংখ্যা আনুমানিক ৩০। বাকিগুলি হবে ১২ মিটার লম্বা, আসন সংখ্যা হবে ৪০। এই দুই ধরণের বাসেই মানুষের দাঁড়ানোর জন্য যথেষ্ট জায়গা থাকবে।
শহরের বাস ডিপোগুলিতে ৩০টি ব্যাটারি চার্জার বসানো হবে। আরও ১০টি ফাস্ট ব্যাটারি চার্জার বসানো হবে কয়েকটি বাস টার্মিনালে।

Bengal Health Dept to come up with SOP for performing autopsy

In a bizarre practice, the procedures of performing autopsy were starkly different, till date, among different hospitals in Kolkata and that of districts. This system is set for a change as the State Health Department has come up with a set of ‘Standard Operating Procedures’ (SOP) for autopsies. A draft set of guidelines was prepared in 2015.
As per the new guidelines, the process of autopsy that has to be followed will be clearly mentioned. All hospitals – whether in the State capital or in districts – have to follow that. Additionally, the 5-page SOP lists the basic requirements for the morgues – their dimensions, internal environment etc.
Incidentally, for the last three months, autopsy reports in Kolkata are made available online by the Kolkata Police. An OTP is sent to the mobile number of a relative of the deceased, using which they can download it from the police’s website. Measures are being taken to launch this service across the State.

 

 

ময়নাতদন্তের অভিন্ন নিয়ম চালু হতে চলেছে রাজ্যে

 
একই রাজ্য৷ অথচ এতকাল অস্বাভাবিক প্রতিটি মৃত্যুর ঘটনায় বাধ্যতামূলক যে ময়নাতদন্ত , তা চলে আসছিল ভিন্ন ভিন্ন নিয়মে৷ শহরের মেডিক্যাল কলেজে এক রকম, জেলায় অন্য রকম৷ এহেন ব্যবস্থাটা বদলাতে চলেছে৷ গোটা রাজ্যে চালু হতে চলেছে ময়নাতদন্তের অভিন্ন নিয়ম, পদ্ধতি৷ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ২০১৫ সালে তৈরি হয় প্রথম খসড়া নিয়মাবলি৷
কী থাকবে নয়া নিয়মাবলিতে? প্রথমত, কোন পদ্ধতিতে ময়নাতদন্ত সম্পন্ন করবেন এক জন বিশেষজ্ঞ, সেটা চিহ্নিত করা রয়েছে৷ পাশাপাশি , মর্গের পরিবেশ কেমন হবে , আকার -আয়তন কেমন হবে , তা -ও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে ৫ পাতার ‘এসওপি ’তে৷ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়েও দিশা দেখাতে চলেছে নয়া নিয়মাবলি৷
মাস তিনেক হল , কলকাতার মর্গে হওয়া ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সরাসরি ডাউনলোডের পদ্ধতি চালু হয়েছে৷ মৃতের ঘনিষ্ঠ আত্মীয়ের মোবাইল নম্বরে পাঠানো হয় একটি ওটিপি৷ সেই ওটিপি -র সাহায্যে ময়নাতদন্তের রিপোর্ট এখন সরাসরি কলকাতা পুলিশের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন নিকটজনেরা৷ এই পদ্ধতি যাতে গোটা রাজ্যেই চালু হয় , সেই ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর৷

Trinamool stands beside IMA against NMC Bill

All India Trinamool Congress MPs Sudip Banerjee and Saugata Roy on Sunday joined Indian Medical Association’s (IMA) movement against the National Medical Commission Bill, extending their moral support to the campaign.

IMA Bharat Yatra was flagged off at Kolkata on Sunday. IMA’s Bharat Yatra is a nationwide campaign against the implementation of the National Medical Commission Bill.

According to the IMA, once the NMC Bill is implemented, it would strengthen the hands of private companies in the health service industry. Medical aspirants will not be able to study medical courses on the basis of their merit and it would help those who can get their children admitted in MBBS course against a huge amount of money. They called the Bill anti-people and undemocratic.

 

এনএমসি বিলের বিরোধিতায় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পাশে তৃণমূল

রবিবার কলকাতা থেকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) ন্যাশনাল মেডিকেল কাউন্সিল (এনএমসি) বিলের বিরোধিতায় ভারত যাত্রার সূচনা করে। এই যাত্রা এনএমসি বিলের বিরোধিতায় একটি দেশব্যাপী কর্মসূচী।

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায় এই কর্মসূচিতে যোগ দিয়ে এনএমসি বিল বিরোধী এই আন্দোলনকে নৈতিক সমর্থন জানালেন।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বক্তব্য অনুযায়ী, এই এনএমসি বিল একবার চালু হলে, স্বাস্থ্য পরিষেবায় বেসরকারি সংস্থার হাত শক্ত হবে। ডাক্তারি পড়তে ইচ্ছুক কোনও যোগ্য প্রার্থী তার মেধার ভিত্তিতে ডাক্তারি পড়তে পারবে না, শুধুমাত্র বিপুল টাকার পরিবর্তেই ডাক্তারি পড়ার আসন পাওয়া যাবে।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মতে, এই বিল জনবিরোধী ও অগণতান্ত্রিক।

Dakshin Dinajpur will get a university soon: Bengal CM in Gangarampur

Chief Minister Mamata Banerjee today inaugurated a slew of projects for Dakshin Dinajpur district during a public programme today. She also laid the foundation stones of several projects.

Among the projects inaugurated were Waiting Hubs for pregnant women, AC ambulances, nine renovated roads, five clusters of tube-wells, office of the newly-constituted Integrated Tribal Development Agency in Buniadpur, a Panchayats and Rural Development Department building, etc.

Foundation stones were laid for a seven sub-health centres, tube-wells, boys’ hostels for tribals, eight check dams, multi-gymnasiums, etc.

Besides these, Mamata Banerjee distributed the benefits of schemes like Kanyashree, Sabuj Sathi, Swasthya Sathi and Gitanjali, relief for farmers affected by natural disasters, Kisan Credit Cards, etc.

Several senior ministers and local leaders were present during the function.

 

Highlights of the Chief Minister’s speech:

  • We have allotted Rs 2.4 crore for the upgradation of Gangarampur Stadium.
  • We will set up a new university in Dakshin Dinajpur district.
  • A tribal girl was raped in Kushmandi. I visited her in the hospital yesterday. I want her to get well soon and return to normalcy of life. We are providing all assistance.
  • We must increase awareness about crimes against women. Women and girls have to take the lead. Youths and students must come forward to create awareness.
  • Women are the driving force of the society. Is there any task that they do not perform?
  • We have distributed 70,000 cycles to students for free. These cycles will help them to commute to schools faster.
  • We have increased the Kanyashree stipend to Rs 1,000. The scheme has been extended to universities also. 45 lakh girls have received scholarships.
  • Our SC/ST students receive Siksha shree scholarship. We have special loans for them to pursue higher education.
  • We have given scholarships to minority students. We also have merit scholarship fund for general students.
  • Primary students receive shoes, uniforms, notebooks, mid-day meals.
  • Girls are our assets. I request their families not to neglect them.
  • Families with income less than Rs 1.5 lakh will receive financial assistance for their daughter’s wedding under the new ‘Ruposhree’ scheme.
  • We have abolished all khajna tax on agricultural land. Even mutation fees have been abolished on agri land. Old age pension has been increased.
  • We have distributed Kisan Credit Cards, agricultural equipment. We also provided compensation for floods.
  • 12,000 farmers have committed suicide in the country. The Centre only talks of doubling farmers’ income. We have shown that in action.
  • Farmers do not receive loans but a few people are running away with crores of rupees. Centre is not taking action against these defaulters.
  • Farmers commit suicide if they cannot repay their loans. We had asked Centre to waive off farmers’ loans. They did not listen to us.
  • Some parties only make tall promises, deliver little. And whenever elections approach, they create divisions between Hindus and Muslims.
  • Unemployment has increased in the country. We have not imposed any burden on the people for developmental projects.
  • We provide 30% subsidy on bank loans to self-help groups. We have also decreased the rate of interest from 4% to 2%.
  • Centre does not take any step for the welfare of the poor. They have even imposed cess on education of students.
  • From the Tughlaqi decision of demonetisation to the hasty implementation of GST, this government is not fit for governance.
  • In their bid to make economy cashless, the Centre have made the banks cashless.
  • The Left were in power for 34 years in the State. But they have not done anything good for Bengal.
  • People have to be alert and prevent any untoward incident. Do not pay heed to any provocation.

 

 

দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় হবে: মুখ্যমন্ত্রী

 

আজ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, গর্ভবতী মহিলাদের জন্য ওয়েটিং হাব, উপ-স্বাস্থ্যকেন্দ্র, শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স, পানীয় জল সরবরাহ প্রকল্প, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রাস্তার সংস্কার, নতুন রাস্তা, সংখ্যালঘু ছাত্রদের হোস্টেল ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, কর্মতীর্থ, মার্ক টু টিউবয়েল স্থাপন, সদ্ভাব মণ্ডপ, সার্কিট হাউসের সংস্কার, বক্স ব্রিজ ইত্যাদি।

এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজসাথী, সমাজসাথী, গতিধারা, ট্র্যাক্টর, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা প্রদান করেন। উপস্থিত ছিলেন আরও অনেক মন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

  • গঙ্গারামপুর স্টেডিয়ামের সংস্কারের জন্য ২.৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • দক্ষিণ দিনাজপুরে একটি বিশ্ববিদ্যালয় তৈরী করা হবে।
  • কুশমুণ্ডিতে একটি আদিবাসী মেয়ে নির্যাতিত হয়েছে। গতকাল আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। আমি চাই সে ভালো হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আমরা তাকে সব রকম সাহায্য করব।
  • মেয়েদের ওপর নির্যাতনের বিরুদ্ধে আমাদের আরও সচেতন হতে হবে। এজন্য আমাদের মা ভাই বোনেদের ও ছাত্র যুবক সকলকে এগিয়ে আস্তে হবে এবং প্রতিবাদ করতে হবে।
  • ‘সবুজ সাথী’ প্রকল্পের আওতায় আমরা বিনামূল্যে নবম-দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ৭০ হাজার সাইকেল দিয়েছি। এর ফলে তারা অল্প সময়ে স্কুলে পৌঁছে যেতে পারবে।
  • ‘কন্যাশ্রী’ প্রকল্পের ভাতা বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। ৪৫ লক্ষ ছাত্রীকে কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে।
  • SC/ST ছাত্রছাত্রীরা ‘শিক্ষাশ্রী’ স্কলারশিপ পাচ্ছে। তাদের উচ্চ শিক্ষার জন্য আলাদা ঋণ দেওয়া হচ্ছে।
  • সংখ্যালঘু ছেলেমেয়েদেরও স্কলারশিপ দেওয়া হচ্ছে। জেনারেল স্টুডেন্টদের জন্য আমরা মেরিট স্কলারশিপ চালু করেছি।
  • প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের জুতো, পোশাক, বই-খাতা, মিড ডে মিল দেওয়া হচ্ছে।
  • মেয়েরা আমাদের সম্পদ।তাদের পরিবারের কাছে আমার অনুরোধ মেয়েদের অবহেলা করবেন না।
  • কন্যাশ্রীর মতো আরেকটা স্কিম আমি চালু করছি, নাম রুপশ্রী। গরীব বাড়ির মেয়েদের যদি ১৮ বছরের মধ্যে বিয়ে না হয়, বাবা মা – যাদের বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকার কম – যদি দরখাস্ত করে সরকার তাদের মেয়ের বিয়েতে ২৫০০০ টাকা দেবে।
  • আমরা একমাত্র রাজ্য যারা কৃষকদের কৃষিজমির খাজনা মুকুব করে দিয়েছি। কৃষিজমির কোনও মিউটেশন ফি লাগবে না। বয়স্ক কৃষকরা এবার থেকে ৭৫০ টাকার বদলে ১০০০ টাকা করে পেনশন পাবে।
  • কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড, কৃষক রত্ন, নানারকম কৃষির জিনিসপত্র দিচ্ছি আমরা। বন্যায় জমি দুবে গেলেও ক্ষতিপূরণ দেওয়া হয়।
  • ১২,০০০ কৃষক দেশে আত্মহত্যা করেছে। আজ দিল্লী বলছে আমরা কৃষকদের আয় ডবল করব। আমরা করে দেখিয়েছি।
  • ৫০,০০০ টাকা কৃষকদের লোন দিতে গেলে গায়ে কাঁটা ফোটে, আর কেউ কেউ হাজার হাজার কোটি টাকার লোন নিয়ে পালিয়ে যায় দুর্নীতি করে, তখন গায়ে কাঁটা ফোটে না? জনগণের টাকা যারা লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে কিছু করে না।
  • ঋণ শোধ করতে না পেরে কৃষকরা আত্মহত্যা করে, আমরা বলেছিলাম কৃষকদের খাজনা মুকুব করতে, আমাদের কথা শোনে নি।
  • ইলেকশন এলে হিন্দু মুসলমান করবে, ইলেকশন মিটে গেলে, কৃষকরা লোন না মেটাতে না পারলে, তাঁর জমি ক্রোক করবে।
  • বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের সরকার আসার পর থেকে কোথাও কোনও ট্যাক্স বাড়ায়নি। আমরা বিনা পয়সায় সামাজিক প্রকল্প করি।
  • সেলফ হেল্প গ্রুপ যা লোন নেয়, তাতে আমাদের সরকার ৩০% ভর্তুকি দেয়। ওদের ইন্টারেস্ট রেটও ৪ শতাংশ থেকে ২ শতাংশ করে দিয়েছি।
  • কেন্দ্র কোনও পরিষেবা দেয় না, কিন্তু, সব কিছুর সেস নেয়।
  • নোটবন্দীর জন্য কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। কখনও তুঘলকের মতো নোটবন্দী করছে। জিএসটির জন্য কত দোকান বন্ধ হয়ে গেছে।
  • ক্যাশলেস ইকনমি করতে গিয়ে ব্যাঙ্কগুলোকেই ক্যাশলেস করে দিয়েছে।
  • বামফ্রন্ট ৩৪ বছর ক্ষমতায় থেকে লক্ষ লক্ষ কোটি টাকা দেনা করে গেছে। বাংলাকে কিচ্ছু দেয়নি।
  • কোনও কিছু ছোট বলে অবহেলা করবেন না, যখনই কোনও ঘটনা ঘটবে, সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে।

 

Now, get a ‘machh-bhaat’ meal for Rs 21 at govt stalls

Bengal Government is going to provide low-cost meals for citizens.

Ekushe Annapurna, named after the typically Bengali lunch of dal, rice and fish curry that will come at a princely sum of Rs 21, will start as a pilot project at five places in the city from March. The final plan envisages having a total of a hundred such stalls across the state.

Initially this pilot project will be rolled out at five places – the Ruby crossing, Gariahat, DLF in New Town, Shyambazar and Salt Lake — in Kolkata, where people will get their lunch at Rs 21 only. This will start from March. There will be a hundred stalls across the state from May.

The meals will be available at a specific time to start with but, at a later stage, there are plans to make this an all-day affair.

 

চালু হচ্ছে ‘একুশে অন্নপূর্ণা’ প্রকল্প, ২১ টাকাতেই মাছ-ভাত

কথায় বলে মাছে ভাতে বাঙালি। যত‌ই বিরিয়ানি বা চাউমিন দিয়ে উদরপূর্তি করা হোক না কেন, সারাদিনে একবার জমিয়ে মাছ ভাত না খেলে, বাঙালির যেন দিনের খাওয়া সম্পূর্ণ হয় না। কিন্তু মাছের যা দাম তাতে বাজারে গেলে আঁতকে উঠতে হয়। তবে রাজ‍্য মৎস্য দপ্তরের নতুন পাইলট প্রজেক্টের মাছ ভাতের জন‍্য আর হাপিত্যেশ করতে হবে না আম বাঙালিকে। ‘একুশে অন্নপূর্ণা’ নামের এই প্রকল্পে মাত্র ২১ টাকায় পাওয়া যাবে ৫০ গ্রাম মাছ, ভাত, ডাল ও সবজি।

পাইলট প্রকল্প হিসাবে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগের এই প্রকল্প আপাতত চালু হয়েছে সল্টলেকের ডিএল‌এফ, রুবি, গড়িয়াহাট, শ‍্যামবাজার এলাকায়। আপাতত জেলার ডিএম অফিসের সামনে বিক্রি হবে। ব্যাটারিচালিত গাড়িতেই খাবার নিয়ে বিক্রেতারা পৌঁছে যাবেন এসব এলাকায়।

পরবর্তীকালে ১ মে থেকে রাজ‍্যের সব জেলার জেলাশাসকের দপ্তরের সামনে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ‘একুশে অন্নপূর্ণা‘র স্টল দেওয়া হবে। এই প্রকল্পর কথা নবান্ন সূত্রে আগেই ঘোষণা করা হয়েছিল। এবার তারই পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে শহরে। এমন আয়োজনে বড়সড় সাড়া মিলবে বলেই আশা প্রকল্পের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিরও।

সস্তায় মাছ, ভাত খাওয়ার এমন সুবর্ণ সুযোগ করে দেওয়ায় সাধারণ মানুষের যে দারুণ সুবিধা হতে চলেছে, তা বলাইবাহুল্য। প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন, এই পরিষেবা কবে থেকে চালু হবে সেদিকে।

The surge of development in Jangalmahal will continue: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and laid the foundation stones for several schemes and projects at Nadia district.

Some of the projects inaugurated by the CM today include Anganwadi centres, Gramin Haat, road projects, new police station, solar-powered lamp posts among others.

The Chief Minister also distributed benefits under schemes like Kanyashree, Sabuj Sathi, Anandadhara, Gatidhara, and gave away land pattas, Kisan Credit Cards and other benefits.

 

Highlights of her speech:

  • My connection with Jangalmahal goes back a long way. I had started my Jana Sanjog Jatra in 1993 from Belpahari.
  • There was a time when my Adivasi brothers and sisters survived on insect eggs.
  • There was a time when there was a reign of violence in Jangalmahal. Tourists did not come to this region.
  • After coming to power, we started giving rice at Rs 2/kg to the tribals in Jangalmahal.
  • My best wishes and greetings to the people of Jangalmahal for restoring peace in the region.
  • We have made Jhargram a new district, fulfilling a long-standing demand of the people.
  • A university will be set up in Jhargram.
  • Stipend for Kanyashree girls has been increased. The old age pension of farmers has also been increased.
  • Kanyashree scheme has been extended to universities.
  • We have created a special fund to desist farmers from distress selling.
  • We have started pension scheme for kendu leaf collectors.
  • Girls are our assets. We have launched a new scheme ‘Ruposhree’ to help in the marriage of girls from poor families.
  • Nearly 1.9 lakh folk artistes receive monthly stipends and perform at government functions.
  • Those who received prizes during Jangalmahal Sports Festival, they will be recruited as civic volunteers.
  • We have started Jala Tirtha project worth Rs 500 crore to augment irrigation facilities.
  • We have started many eco-tourism projects for Jangalmahal.
  • We have written to the Centre to enlist the Kurmi community under Scheduled Tribe list.
  • We are bringing Bills to give recognition to Kuruk and Kurmali languages.
  • We have already come up with a dictionary in Ol Chiki script.
  • We have constructed 25 lakh houses for the poor. We have started construction of 13,000 km of rural roads.
  • I have written again to the Centre against the FRDI Bill. They have to withdraw the draconian bill.
  • Look what happened at Punjab National Bank? A scam of more than 11,000 crore. People’ savings are not safe. There must be a thorough enquiry.
  • Some parties are trying to incite violence and disturb law and order. Do not pay heed to their provocations.
  • The surge of development in Jangalmahal will continue. For that we need your cooperation.
  • Our government is Maa, Mati, Manush government. We always work for the people.
  • We have created 81 lakh jobs in six years. This year we will create 10 lakh additional jobs.
  • We are No. 1 in creating rural employment.
  • Centre had stopped funds for ICDS and ASHA projects. Despite our financial constraints, we are running these projects with our own funds.
  • We will always stay beside the people. I have no personal agenda. I have always struggled for the rights of the people. S long as I am alive, I will work for them.

 

 

জঙ্গলমহলের উন্নয়ন চলবে: বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রী

আজ ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, আঙ্গনওয়াড়ি কেন্দ্র, গ্রামীণ হাট, হোমিওপ্যাথি ডিসপেনসারি, রাস্তার উন্নতিকরন, কমিউনিটি হল, ডিপ টিউবওয়েল, সৌরচালিত বাতিকেন্দ্র, সৌর পানীয় জল প্রকল্প, নতুন থানা ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, স্বাস্থ্যকেন্দ্রে ওপিডি কমপ্লেক্স, ইকো-ট্যুরিস্ম পার্ক, কালচারাল সেন্টার, জল সরবরাহ প্রকল্প, ক্ষুদ্র গভীর নলকূপ, প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও নতুন ভবন, খাল সংস্কার প্রকল্প ইত্যাদি।

এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজসাথী, সমাজসাথী, গতিধারা, ট্র্যাক্টর, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা প্রদান করেন।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

  • জঙ্গলমহলের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। ১৯৯৩ সালে আমি বেলপাহাড়ি থেকেই জনসংযোগ যাত্রা করেছিলাম।
  • আগে একটা সময় ছিল যখন এলাকার আদিবাসী ভাই বোনেরা পিঁপড়ের ডিম খেয়ে জীবনধারণ করতো।
  • আগে জঙ্গলমহলের দিকে কেউ তাকিয়েও দেখত না।
  • আমরা ক্ষমতায় আসার পর আমরা প্রথম জঙ্গলমহলের আদিবাসীদের ২ টাকা কেজি দরে চাল দেওয়া শুরু করেছি।
  • জঙ্গলমহলে আবার শান্তি ফিরে এসেছে। আপনারা ভালো থাকুন, আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
  • ঝাড়গ্রাম নতুন জেলা তৈরি করা হয়েছে – এটা ঝাড়গ্রামের মানুষের অনেক দিনের ইচ্ছা ছিল।
  • ঝাড়গ্রামে একটি নতুন বিশ্ববিদ্যালয়ও নির্মাণ করা হবে।
  • কন্যাশ্রী প্রকল্পের ভাতা ৭৫0 টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। কৃষকদের পেনশন বৃদ্ধি করা হয়েছে।
  • কন্যাশ্রী প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আনা হয়েছে।
  • অভাবী কৃষকদের রক্ষার্থে আমরা ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল তৈরি করেছি।
  • কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য পেনশন প্রকল্প চালু করা হয়েছে।
  • মেয়েরা আমাদের সম্পদ, আমাদের মর্যাদা। গরীব পরিবারের মেয়েদের বিবাহের খরচ বাবদ আর্থিক সহায়তা দেওয়া হবে সেজন্য আমরা নতুন প্রকল্প ‘রূপশ্রী’ চালু করেছি।
  • প্রায় ১.৯ লক্ষ লোক শিল্পীদের প্রত্যেক মাসে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং তারা সরকারী অনুষ্ঠানে অংশগ্রহনের সুযোগ পাচ্ছেন।
  • জঙ্গলমহলে যারা ভালো খেলাধুলো করে চ্যাম্পিয়ন হয়েছে তাদের সিভিক পুলিশে চাকরি দেওয়া হবে।
  • আমরা জল তীর্থ প্রকল্প চালু করেছি, এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • জঙ্গলমহলে আমরা ইকো – ট্যুরিজম প্রকল্প চালু করেছি।
  • কেন্দ্রীয় সরকারকে বারবার করে রিকুয়েস্ট করেছি কুর্মি কমিউনিটিকে তাড়াতাড়ি শিডিউল্ড ট্রাইব লিস্টে ঢোকানোর জন্য।
  • কুরুক ভাষার বিল পাস হয়ে গেছে, কুরমালি ভাষারও আমরা বিল আনছি।
  • অলচিকি ভাষায় ইতিমধ্যে ডিক্সনারিও করা হয়েছে।
  • আমরা প্রায় ২৫ লক্ষ পরিবারকে বাড়ি তৈরী করে দিয়েছি। নতুন আরও ১৩০০০ কিঃমিঃ রাস্তা তৈরীর ব্যবস্থা করে দিয়ে এলাম।
  • আমি চিঠি লিখেছি এফআরডিআই বিল উইথড্র করতে। আমরা বিজেপিকে বলেছি এই বিল উইথড্র কর।
  • কি হয়েছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে? ১১০০০ কোটি টাকার কেলেঙ্কারি। জনগণের টাকা কে খেল? এই সমস্ত দুর্নীতির তদন্ত করতে হবে।
  • মানুষ ভালো আছে, শান্তিতে আছে, এটা ওদের সহ্য হয় না, জঙ্গলমহলেও আগুন লাগানোর চেষ্টা করবে, একদম শুনবেন না।
  • জঙ্গলমহলের উন্নয়ন যেন থেমে না যায়। আপনাদের কাছে এই আবেদন থাকল।
  • ৯০% মানুষের কাছে আমাদের সরকারের কোনও না কোনও পরিষেবা পৌঁছে যায়। মা মাটি মানুষের সরকার এটাই।
  • ৬ বছরে প্রায় ৮১ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, এ বছরেও ১০ লক্ষ কর্মসংস্থান হবে।
  • গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে ভারতবর্ষে আমরা নাম্বার ওয়ান।
  • কেন্দ্র আইসিডিএস, আশার টাকা বন্ধ করে দিয়েছে। আমরা এত অসুবিধের মধ্যেও সব প্রকল্প নিজের টাকায় চালিয়ে যাচ্ছি, মাইনেও বাড়িয়ে দেওয়া হয়েছে।
  • আমাদের সরকার সবসময় মানুষের পাশে থাকে, আমার নিজস্ব কোনও অ্যাজেন্ডা নেই, আমার জীবন সংগ্রামী জীবন, যতদিন বাঁচব, মানুষের জন্য কাজ করব।

 

KMC machines to replace manual cleaning of drains

In a move sure to bring cheer to both workers and activists, Kolkata Municipal Corporation (KMC) has decided to pumps and other machinery in order to do away with the manual cleaning of drains.

Trinamool Congress has always been vociferous about abolishing manual scavenging, and this move would add to that effort.

Several of the machines required for cleaning the underground sewage pipelines have already been bought. According to the mayor, the KMC wants to start the cleaning process well before monsoon.

ড্রেন পরিষ্কার করতে এবার যন্ত্র ব্যবহার করবে কলকাতা পুরসভা

ড্রেন পরিষ্কার করতে এবার থেকে পাম্প ও অন্যান্য যন্ত্র ব্যবহার করবে কলকাতা পুরসভা। এবার থেকে আর কর্মীদের ড্রেন পরিষ্কার করতে হবে না।

তৃণমূল কংগ্রেস চিরকালই মানুষের মাধ্যমে নালা পরিষ্কার করানোর (যাকে বলা হয় ম্যানুয়াল স্ক্যাভেনজিং) বিরোধী, এই উদ্যোগের ফলে সেই লক্ষ্যে আরও কিছুটা অগ্রসর হওয়া যাবে।

ভূগর্ভস্থ পাইপলাইনের ময়লা পরিষ্কার করতে প্রয়োজনীয় যন্ত্রের বেশীর ভাগ কেনা হয়ে গেছে। কলকাতার মহানাগরিক জানিয়েছেন আগামী বর্ষার আগেই এই কাজ শুরু হয়ে যাবে।

Source: The Statesman