Kolkata’s first floating solar power project at Bikramgarh Lake

The State Power and Non-Conventional Energy Sources Department and Kolkata Municipal Corporation (KMC) are together going to implement a unique project – Kolkata’s first floating solar power plant.

The power generating solar photovoltaic (PV) cells are going to be placed on the waters of Bikramgarh Lake in Golf Green in the southern part of the city.

The full project, which includes beautification of the lake, would cost Rs 4 crore. According to State Government sources, the power generated by the solar PV cells would lead to the saving (over conventional generation costs) of about Rs 40.5 crore.

The project would cover an area of 1 acre of the 7.3 acres that the lake is spread over. The rows of cells would be placed on a network of pipes, which would be balanced on the surface of the water with anchors lying at the bottom of the lake.

Preliminary work for setting up the power plant has already started. Echo sounding is being used to measure the depth of the lake and bathymetry is being used to map the lake floor.

বিক্রমগড় ঝিলে হবে কলকাতার প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প

পানাপুকুরেই সৌরবিদ্যুৎ! সেই বিদ্যুৎ যাবে ঘরে ঘরে। সাউথ সিটির পিছনে সাড়ে তিন একরের বিক্রমগড় ঝিলে তৈরী হবে শহরের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প। এই অভিনব পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা ও রাজ্য বিদ্যুৎ দপ্তর। সব কিছু ঠিকঠাক চললে ৩০০ কিলোওয়াটের এই প্রকল্পটিই দেশের সবথেকে ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের নজির গড়বে বলে জানা গেছে। এখানে উৎপাদিত বিদ্যুৎ কিনবে সিইএসসি।

এপ্রিলে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। কাজ শুরু হবে মে মাস থেকে। ঝিলের সৌন্দর্যায়ন ও সৌরপ্রকল্প মিলিয়ে খরচ হবে প্রায় ৪ কোটি টাকা। বছরে প্রায় সাড়ে ৪০ লক্ষ টাকার বিদ্যুৎ সাশ্রয় হবে এই প্রকল্পে। রাতে সৌরবিদ্যুতের আলোয় ঝলমল করবে ঝিল–চত্বর। পর্যায়ক্রমে ঝিল–সংলগ্ন ফাঁকা জমিতে সৌন্দর্যায়নের কাজ শুরু হবে।

‘ইকোসাউন্ডিং’ পদ্ধতিতে জলের গভীরতা মাপা হয়েছে। পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগের নৌকোয় করে ‘ব্যাথিমেট্রি’ পদ্ধতিতে জলের তলার ছবি তৈরির কাজও শেষ।ঝিলের মাঝখানে জলের গভীরতা রয়েছে সাড়ে তিন ফুট। এই অংশের এক একরের মধ্যেই হবে প্রকল্পটি। পাইপের কাঠামোর ওপর ভাসমান থাকবে সৌরবিদ্যুতের প্যানেল।

মাটির তলায় নোঙর কাঠামোটিকে ধরে রাখবে। ঝিলে বসবাসকারী জলজ প্রাণীদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। তিনি বলেন, রক্ষণাবেক্ষণের জন্য মাঝখানে একটি সেতু ও ওয়াকওয়ে তৈরি হবে ঝিলের চারিদিকে।

Source: Aajkaal

Bike taxis to ply on Kolkata’s streets

After its immense success in New Town and Rajarhat, bike taxis are soon going to hit the streets of Kolkata. A notification in this regard will be issued shortly by the State Transport Department.

It may be recalled that a memorandum of understanding (MoU) was signed between the Transport Department and the private company that will operate the bike taxis during the Bengal Global Business Summit (BGBS) in January. Considering the potential, the

Department is confident that once the service starts in the city, more aggregators will show interest in entering into the business of plying bike taxis.

Like in New Town and Rajarhat, all sorts of safety measures will be in place. One would be able to book a bike taxi using a cell phone app as it is now done for booking app-based cabs.

An official of the Transport Department said that gradually bike taxis can be introduced in several other urban areas. They will thus create a new dimension in the public transport sector of the State.

কলকাতার রাস্তায় এবার বাইক-ট্যাক্সি

নিউ টাউন ও রাজারহাটে ব্যাপক সাফল্যের পর এবার কলকাতার রাস্তায় নামতে চলেছে বাইক-ট্যাক্সি। শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে পরিবহণ দপ্তর। ২০১৮ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এই বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে পরিবহণ দপ্তর এবং একটি বেসরকারি সংস্থার মধ্যে।

মোবাইল অ্যাপের মাধ্যমে যেমন ট্যাক্সি ডাকা যায়, ঠিক সেভাবেই বাইক ট্যাক্সিও বুকিং করা যাবে। নিউটাউন ও রাজারহাটের মত যাত্রী নিরাপত্তার সমস্ত ব্যবস্থা থাকবে এই বাইক ট্যাক্সিগুলোতে।

রাজারহাটে একটি বেসরকারি সংস্থা রাজ্য পরিবহন দপ্তরের সমস্ত নির্দেশিকা মেনে এই বাইক ট্যাক্সি পরিষেবা চালায়। সেই সংস্থাই সমস্ত বাইক কেনে এবং চালক নিযুক্ত করে।
তবে কলকাতায় এই সংস্থা কলকাতার বাইক মালিকদের সঙ্গে চুক্তি করে তাদের বাইক দিয়েই এই পরিষেবা চালাবে। ঠিক যেভাবে অ্যাপ নির্ভর ট্যাক্সি চলে।

Source: Millennium Post

A slice of rural Bengal at Eco Park

Eco Park in New Town, one of the most popular weekend destinations in Bengal, now boasts of yet another attraction – Banglar Gram (Bengal Village). Chief Minister Mamata Banerjee recently visited the place and christened the project.

Eco Park has become one of the most popular tourist destinations in Kolkata and one of the finest urban parks in the country. Covering 482 acres, Mamata Banerjee has termed it a Prakriti Tirtha, or ‘nature’s pilgrimage’.

The latest addition, Banglar Gram, is a re-creation of a model village of Bengal. It has come up on three acres and is situated between the herbal garden and the musical fountain. It will be opened to the public before the Bengali New Year in mid-April.

The place will be an oasis far from the hustle and bustle of urban life. The peacefulness and serenity of the area are bound to attract the visitors.

A palki or palanquin, an ancient mode of transport in villages, and a rath or chariot, once kept in many villages and pulled during the festival of Rath Yatra, will adorn the village.

Almost every hut in the village will have a ‘tulsi mandap’, as is still found in many rural households, where a tulsi plant is worshipped every day. A chandi mandap will be set up in every locality, where the idols of various gods and goddesses will be kept and worshipped during different pujas and fairs, like the Charak festival.

Mud houses with replicas of farmers holding ploughs made of fibreglass have been set up. The houses have seasonal vegetables planted in the surrounding open spaces. Gardeners have been engaged for their cultivation. Steps have been taken to ensure that the houses are actual replicas of those in rural Bengal.

Banglar Gram will give an idea of actual village life. This will be a big attraction for tourists not only from Bengal but from other parts of the country and from other countries too.

 

ইকো পার্কে তৈরী হল মুখ্যমন্ত্রীর ‘বাংলার গ্রাম’

ইকো পার্কে তৈরী হওয়া গ্রাম্য পরিবেশের নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। নাম দিলেন, ‘বাংলার গ্রাম’। ইংরাজিতেও নাম দেওয়া হয়েছে ‘বেঙ্গল ভিলেজ’। ২০১৬ সাল থেকে এই পরিবেশ তৈরী করার উদ্যোগ নেওয়া হয়।

শিল্পীরা এখানে গড়ে তুলেছেন তুলসিতোলা থেকে লাঙল, বাজার, গ্রাম্য বাড়ি, কৃষকের মূর্তি, কুমোরের মূর্তি। এই গ্রামে ঢুকতে গেলে কুলোর তৈরী গেট পাড় হতে হবে। চারধারে আছে তালপাতার পাখা। এক একটি বিশাল পাখা দিয়ে সেই গেটের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে।

ইকো পার্কের উত্তর-পশ্চিম কোণে ইকো পার্ক অফিস সংলগ্ন জায়গায় প্রায় ৫ একর জায়গায় তৈরী করা হয়েছে এই গ্রাম। এখানে আগের মতোই ধান চাষ করা হচ্ছে, তাই, গ্রামের দৃশ্য ফোটাতে অসুবিধে হয়নি। ফাইবার গ্লাস দিয়ে তৈরী হয়েছে মানুষের মূর্তি। শহরের যান্ত্রিক জীবনের তাড়াহুড়োর মধ্যে এই গ্রাম যেন মানুষকে তাপমুক্ত হতে সহায়তা করবে।

সারা বিশ্বের কাছে পরিচিত এই ইকো পার্কে সারা বছরই বহু বিদেশী মানুষ এসে থাকেন। তবে আগামী দিনে এই জায়গায় প্রবেশ করতে কিঞ্চিৎ অর্থ খরচ করতে হতে পারে।

Source: Millennium Post

Soon, you can hire trams to set up restaurants, organise weddings

West Bengal Transport Corporation (WBTC) has now taken another initiative to popularise trams, a heritage transport system, to be found only in Kolkata in the country.

People would soon be able to take trams on lease to set up restaurants and organise weddings. WBTC expects the romantic charm of trams to make these ventures popular.

Expressions of interest have been invited by the corporation. Some basic rules have been framed. Non-AC trams would be given on lease. Fitting ACs and the cost thereof would have to be borne by the lessee. Also, no cooking would be allowed inside the trams.

Two similar projects by WBTC have already been successful, according to WBTC officials. A tram has been converted into a museum and kept at the Esplanade terminus. While one bogey houses the museum, depicting the storied history of trams in Kolkata, the other houses a cafeteria. It has become quite popular. Another AC trams is being given on lease for birthdays and other events.

WBTC, seeing the popularity of its AC buses, plans to introduce more and more AC trams in the city.

There are currently 269 trams with the WBTC. Of these, only 45 to 46 are being used daily because of route optimisation. Hence, these extra trams are now being used for non-transport purposes.

 

ট্রামেই খোলা যাবে রেস্তরাঁ, বসানো যাবে বিয়ের আসর

শহরে এবার চলন্ত রেস্তরাঁ। থাকবে আমেজ করে বসে খাওয়ার ব্যবস্থা। পছন্দসই খাবারের স্বাদ চাখতে চাখতেই শহর ভ্রমণ। না, সাধারণ কোনও গাড়িতে, ‘হেরিটেজ’ ট্রামেই গড়ে উঠবে সেই রেস্তরাঁ। তার জন্য এবার ট্রাম ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। এইনিয়ে ইতিমধ্যেই আগ্রহপত্র চাওয়া হয়েছে বলে খবর। তবে শুধু রেস্তরাঁই নয়, নিগম অধিকর্তারা বলছেন, ভাড়া নিয়ে ঐতিহ্যের ওই ট্রামে কেউ বিয়ের আসরও বসাতে পারে। অনেকে বিয়ের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আসর বসান জলযান, এমনকী বিমানেও। এবার পারবেন ট্রামেও।

রেস্তরাঁর জন্য ট্রাম ভাড়া দেওয়ার ব্যাপারে কয়েকদিন আগেই আগ্রহপত্র চাওয়া হয়েছে। আগ্রহপত্র জমা পড়ার পর তা পর্যালোচনা করে দেখা হবে, ইচ্ছুকরা ঠিক কী চাইছেন। আপাতত ঠিক হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য নন-এসি ট্রাম ভাড়ায় দেওয়া হবে। তাতে এসি বসানো সহ যাবতীয় পরিকাঠামো তৈরি করে নিতে হবে বরাতপ্রাপ্ত সংস্থাকে। তবে কোনওভাবেই ট্রামের মধ্যে রান্না করা যাবে না। খাবার অন্যত্র তৈরি করে ট্রামে তুলতে হবে।

শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। নিগমের হাতে ট্রাম রয়েছে কমবেশি ২৬৯টি। বর্তমানে দৈনিক গড়ে ৪৫ থেকে ৪৬টির বেশি ট্রামকে রাস্তায় নামে। তাই বাকি বহু ট্রামকে কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে পরিকল্পনা চলছিল কিছুদিন ধরেই। সেই সূত্রেই রেস্তরাঁর জন্য ট্রাম ভাড়া দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

চলমান রেস্তরাঁর এই পরিকল্পনা সফল হবে বলেই আশায় রয়েছেন অধিকর্তারা। এর আগে শহরে ট্রাম-মিউজিয়ামের পরিকল্পনা ‘সফল’ হয়েছে। ধর্মতলা চত্বরে শহরের ঐতিহ্যবাহী ট্রামের ইতিহাস তুলে ধরতে একটি আস্ত ট্রামকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। তার একটি বগিতে রয়েছে ক্যাফেটেরিয়া। সেখানে থাকছে চা-কফির সঙ্গে বিস্কুট, স্ন্যাকসের মতো খাবার। নিত্যদিন অনেকেই সেখানেই ভিড় জমান। দ্বিতীয়ত, বর্তমানে এক বগির এসি ট্রাম প্রমোদ ভ্রমণের জন্য চালানো হচ্ছে। জন্মদিন সহ অন্যান্য ‘ইভেন্ট’-এ তা ভাড়া দেওয়া হয়। এই প্রকল্পও অনেকটা জনপ্রিয় হয়েছে যাত্রী মহলে। বর্তমানে যাত্রী মহলে এসি বাস বেশ জনপ্রিয় হয়েছে। এবার ট্রামকেও জনপ্রিয় করতে শহরে আরও বেশি করে এসি ট্রাম চালানোর পরিকল্পনা করা হয়েছে।

Source: Bartaman

 

Quick Response Teams in each district for disaster management

The State Disaster Management and Civil Defence Department will set up Quick Response Teams (QRT) for each district of the state, including Kolkata. This will ensure better assistance to people during emergency situations.

Each QRT will function under the respective District Disaster Management Authority (DDMA). The main task of the QRTs will be to plunge into immediate action as soon as there is an alert for any natural calamity or emergency situation.

The QRTs will be made up of civil defence volunteers. The number of volunteers in each will depend on the number of sub-divisions in a district. The plan is to appoint 25 volunteers for each sub-division. So, for example, if a district has three sub-divisions, its Quick Response Team will have 75 volunteers.

A disaster management plan has been prepared for the districts, which includes mapping the areas vulnerable to natural calamities like floods, earthquakes, landslides, drought, fires, among others. The district-wise disaster management plan helps in carrying out proactive work, so that losses due to natural calamities are minimised.

The State Government has given a lot of importance for setting up a coordinated system to counter any disaster, be it natural or man-made. Earlier this year, it started a project, Apat Mitra, for providing training to youths in villages so that they can provide support to rescue operations during a disaster.

 

বিপর্যয়ে মৃত্যু-ক্ষয়ক্ষতি কমাতে প্রতি জেলায় বিশেষ ব্যবস্থা

যে কোনও বিপর্যয়ে একটি মৃত্যুও কাম্য নয়। রাজ্য সরকারের এই উদ্দেশ্যই সফল করতে এবার প্রতি জেলাতে তৈরী করা হচ্ছে ‘জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’ বা ডিসট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথারিটি। পাশাপাশি, সব জেলাতেই তৈরী হচ্ছে ডিএমজির নিজস্ব ‘কুইক রেসপন্স টিম’। কলকাতা পুলিশের আদলে বিপর্যয় মোকাবিলা দপ্তরও এবার বিশেষ প্রশিক্ষিত উদ্ধারকারী দল তৈরী করতে চলেছে। এরা ২৪ ঘণ্টার জন্যই জেলাগুলিতে সতর্ক থাকবে যে কোনও বিপর্যয়ের মোকাবিলা করতে।

প্রতি জেলার ‘কুইক রেসপন্স টিম’ নিয়োগ হবে সেই জেলা থেকেই। এতে ‘কুইক রেসপন্স টিম’এর সেই জেলার ভৌগলিক সুবিধা ও অসুবিধা নিয়ে সম্যক জ্ঞান থাকবে যা উদ্ধারকাজের সময় বাড়তি সাহায্য করবে। প্রতি ডিডিএম-এর মাথায় থাকবে সেই জেলার জেলাশাসক। কলকাতার ক্ষেত্রে জেলাশাসকের জায়গায় থাকবেন পুরসভার কমিশনার।

প্রতি জেলার সাব ডিভিশনগুলিতে ২৫ জন করে ‘কুইক রেসপন্স টিম’-এর কর্মীদের রাখা হবে। প্রতি জেলায় থাকবে ১০০ জন করে ‘কুইক রেসপন্স টিম’-এর প্রশিক্ষিতকর্মী। জেলাশাসক নির্দেশে পরিচালিত হবে এই বাহিনী। নিচের স্তরে বাহিনীকে নির্দেশ দেবে ডিএমজির ফিল্ড লেভেল অফিসাররাই।

আলাদা আলাদা জেলার বিপর্যয়ের প্রকৃতি অনুসারে কি ধরনের প্রস্তুতি রাখা যেতে পারে, সেই সম্পর্কে একটি রূপরেখা তৈরী করবে। পাশাপাশি বিপর্যয়ের সময় করণীয় কর্তব্য সম্পর্কে মানুষকে ধারাবাহিক ভাবে সচেতন করার কাজও করবে।

Source: Millennium Post

 

Successful ‘Sukanyas’ to be felicitated today

After the successful completion of the first two batches of the project, Sukanya that was taken up to provide self-defence training to schoolgirls, the Bidhannagar, Barrackpore and Howrah Police

Commissionerates have now taken steps to start the third batch.
Participants of all the three commissionerates will be felicitated at a programme to be held at Howrah Sarat Sadan on March 28. They will be given certificates.

It may be mentioned that the Sukanya project for all these three commissionerates was launched in July 2017. The project was introduced in the three commissionerates after it became immensely successful in Kolkata.

It is one of the dream projects of Chief Minister Mamata Banerjee and the initiative has provided an international platform to the girls who underwent self-defence training. Six girls had participated in the Kickboxing World Cup in 2016 held in Russia and won five gold medals, two silvers and two bronzes.

In the first phase, girl students of 26 schools in the jurisdiction of the three police commissionerates underwent training and they will be performing at the March 28.

 

 

কৃতী সুকন্যাদের সংবর্ধিত করা হবে আজ

 

মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে শহরের কিছু স্কুলগুলিকে নিয়ে কলকাতা পুলিশ চালু করেছিল ‘সুকন্যা’ প্রকল্প। সেই প্রকল্পের সাফল্যের পর ২০১৭ সালে বিধাননগর, ব্যারাকপুর এবং হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্গত ২৬টি স্কুলে শুরু করা হয় এই প্রকল্প।

এই প্রকল্পের প্রথম দুই ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে শীঘ্রই। আজ হাওড়ার শরৎ সদনে এই কৃতী সুকন্যাদের সংবর্ধিত করা হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালে ৬ জন সুকন্যা রাশিয়ায় অনুষ্ঠিত কিক-বক্সিং বিশ্বকাপে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় তারা পাঁচটি সোনার পদক, দুটি রুপোর পদক, দুটি ব্রোঞ্জ পদক জিতেছিল।

Source: Millennium Post

Bengal driving large percentage of India’s exports, says Centre

In terms of exports, Bengal is ahead of the rest of the states, as per the Union Commerce and Industry Minister. This is another confirmation of the fact that the policies on industry and investment being followed by the Chief Minister Mamata Banerjee-led Bengal Government are on the right track.

Following the initiatives of the Chief Minister, the variety and amount of exports that take place from Bengal have showed a direction to many states. Bengal has been able to leverage its traditional strengths, be it natural resources, industrial resources, food resources or anything else, for the export market and has been reaping the benefits. As a result, the income of Kolkata Port (including its subsidiary, Haldia Port) has also increased handsomely.

It must be mentioned that 14 per cent of Indian tea is exported through Kolkata. Haldia Petrochemicals exports 4 per cent of the country’s petro-products. Bengal exports a huge 61 per cent of the total leather goods from India. In food, 11 per cent of prawns and lobsters exported from India are from Bengal.

With so much activity happening, Bengal is now the sixth largest economic market in India.

 

 

বিশ্ববাজারে রপ্তানিতে দেশের সেরা বাংলা

ভারতবর্ষের মধ্যে রপ্তানি বানিজ্যে সবচেয়ে বেশী এগিয়ে এসেছে বাংলা। এমন দাবি করলেন, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক অভিনব উদ্যোগের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাকে তুলে ধরেছেন এবং প্রায় সারা পৃথিবীর শিল্পপতিদের আহ্বান করে বাংলাতে বিনিয়োগের জোয়ার এনেছেন, তার জেরে একদিকে যেমন বেড়েছে কলকাতা বিমানবন্দরে যাত্রী পরিবহনের সংস্থা, তেমনই দ্বিগুনেরও বেশী পণ্য পরিবহন করে কএকগুন বেশী আয় বাড়াতে সক্ষম হয়েছে কলকাতা ও হলদিয়া বন্দরও।

এছাড়াও বাংলা থেকে সারা দেশের ১৪ শতাংশ চা রপ্তানি হয়। হলদিয়া পেট্রোকেমিক্যাল দেশের মত পেট্রোলিয়ামজাত উৎপাদনের ৪ শতাংশ উৎপাদন করে। চামড়াজাত পণ্য যা রপ্তানি হয়, তার ৬১ শতাংশ বাংলাই করে। চিংড়ি রপ্তানি করে ১১ শতাংশ।

এই মুহূর্তে যে গতিতে বাংলার অর্থনীতি ও শিল্প বৃদ্ধি পাচ্ছে, তাতে ভারতের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির বাজার হিসেবে উঠে এসেছে পশ্চিমবঙ্গ।

Kolkata best among 4 metros in quality of governance: Survey

Kolkata has ranked second among 23 major Indian cities in an annual survey that evaluates the quality of governance in cities, comfortably beating more fancied rivals like Delhi, Mumbai, Chennai, Bengaluru and Hyderabad.

Kolkata has scored over most of the other major metros in the four parameters, finishing second on empowered and legitimate political representation, third in urban planning & development, sixth in urban capacity and resources and 10th in transparency, accountability & participation.

This is the fifth year that the Janaagraha Centre for Citizenship and Democracy, a Bengaluru-based non-profit organisation, has released its report on Annual Survey of India’s City-Systems (ASICS).

The study has found that Kolkata’s per capita capital expenditure has increased steadily over the last three years and is currently around Rs 1,546. It is among the nine cities, out of the total 23, which has adhered to budget timelines as mandated by law. It is also among the 12 cities where audited financial statements are available online.

The city also performed well on parameters like credit rating, publishing e-newsletters and implementation of the double-entry accounting system. It has introduced a live e-procurement system and details on schemes and services and audited annual financial statements are available on the web.

Kolkata is also the only city that has not witnessed any municipal commissioner churn in the last five years.

 

দেশের সেরা মেট্রো শহর কলকাতা: রিপোর্ট

বেঙ্গালুরুর একটি সংস্থা জনাগ্রহ সেন্টার ফর সিটিজেনশিপ এন্ড ডেমোক্রেসি দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় আর্বান গভর্ন্যান্সের নিরিখে দেশের দ্বিতীয় সেরা শহর হিসেবে উঠে এল কলকাতার নাম। দেশের বাকি মেট্রো শহরগুলিকে – দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ – পেছনে ফেলে দিয়েছে কল্লোলিনী কলকাতা।

বেশিরভাগ মাপকাঠিতেই অন্যান্য শহরের তুলনায় এগিয়ে কলকাতা। “ক্ষমতায়ন এবং বৈধ রাজনৈতিক প্রতিনিধিত্ব” মাপকাঠিতে দ্বিতীয় স্থানে আমাদের গর্বের শহর। নগর পরিকল্পনা ও উন্নয়ন এর নিরিখে তৃতীয়, এবং আর্বান ক্যাপাসিটির নিরিখে ষষ্ঠ হয়েছে তিলোত্তমা।

সমীক্ষায় প্রকাশিত যে গত তিন বছরে কলকাতার মাথাপিছু মূলধন ব্যয় (per capita capital expenditure) অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে এই সংখ্যাটি হল ১৫৪৬ টাকা। আইন অনুযায়ী বাজেট নির্ধারিত সময়সীমা পুঙ্খানুপুঙ্খ ভাবে মানা হয়েছে কলকাতা পুরসভার তরফে। আর্থিক ও অডিটের বিভিন্ন নথিও অনলাইন পাওয়ার ব্যবস্থা আছে কলকাতাতে।

ক্রেডিট রেটিং, ই-নিউজলেটার, ডাবল-এন্ট্রি একাউন্টিং ব্যবস্থার মাপকাঠিগুলোতেও ভালো ফল করেছে কলকাতা। পুরসভার তরফে চালু হয়েছে ই-প্রকিউরমেন্ট ব্যবস্থা।

সম্মিক্ষায় উল্লেখ করা হয়েছে কলকাতা একমাত্র শহর যেখানে গত পাঁচ বছরে পৌর কমিশনার পদ নিয়ে কোনও জটিলতা হয়নি।

 

 

Three-day Consumer Awareness Fair begins in Kolkata

The Bengal Government under Trinamool Congress has always recognised the need for the protection of consumers’ rights, and has fulfilled its obligations in terms of formulating and enforcing laws and holding awareness campaigns.

To this end, the Government has been organising consumer awareness fairs every year. The fair in Kolkata for 2018 was inaugurated today and will continue for three days.

The fair would begin at 12 PM and continue till 9 PM on each day. Stalls would be set up from where those attending would get to know about consumer rights, the areas where complaints can be lodged, how to lodge complaints and the procedure for redressal.

The areas range from telecom, electricity, banking and insurance to food adulteration and metrology, among others. Seminars would be held every afternoon. In the evenings, cultural programmes would add entertainment value to the event.

 

কলকাতায় শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা

 

জনসাধারণের স্বার্থ রক্ষায় সর্বদা তৎপর পশ্চিমবঙ্গ সরকার। জনসাধারণ যাতে কোনো ভাবে প্রতারিত বা বঞ্চিত না হন তার জন্য ক্রেতা সুরক্ষা দফতর সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে।

সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবছরও শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা।

আজ উদ্বোধন হল তিন দিন ব্যাপী এই মেলার। এই মেলা চলবে প্রতিদিন দুপুর দুটো থেকে রাত নটা অবধি। মেলায় প্রতিদিন দুপুরে সেমিনার ও সন্ধ্যে বেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Bengal Govt to launch new helicopter and plane services soon

The Bengal Government is soon going to launch helicopter and plane services across the state.

The new helicopter services will cover routes from Kolkata to Malda, Balurghat, Digha and Sagar Island for tourists every Sunday,Wednesday and Saturday. The services will however be suspended if government functions are scheduled on those days.

The tickets for Digha and Sagar Island have been priced at Rs 2,000 per person, for Malda at Rs 2,500 per person and for Balurghat at Rs 3,000 per person.

These announcements were made by the Transport Minister while replying to debates during the presentation of the budget for his Department. He also said that helicopter services would start from Kolkata to Santiniketan and Purulia.

Plane services would be introduced from Cooch Behar Airport. A double-engined nine-seater aircraft would be engaged for the purpose. The airports in Malda, Balurghat and Purulia would also be rebuilt/renovated.

 

কপ্টার , বিমান ভাড়া করছে রাজ্য সরকার

রাজ্য সরকার আরও একটি হেলিকপ্টার ভাড়া নিচ্ছে৷ কলকাতা-কোচবিহার রুটের জন্য ভাড়া নেওয়া হচ্ছে একটি বিমানও৷

পরিবহণমন্ত্রী পরিবহণ দপ্তরের ব্যায়বরাদ্দ নিয়ে বিতর্কের জবাবি ভাষণে বলেন, শীঘ্রই এই দুই পরিষেবা চালু হবে৷

বুধ, শনি ও রবিবার এই কপ্টার কলকাতা থেকে মালদহ, বালুরঘাট, দিঘা ও সাগরে পর্যটকদের নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হবে৷ তবে কোনও সরকারি কর্মসূচী থাকলে সেই পরিষেবা বন্ধ থাকবে৷

দিঘা ও সাগরে যাওয়া বা আসার জন্য মাথাপিছু ২ হাজার টাকা ভাড়া ধরা হয়েছে, মালদহ আড়াই হাজার টাকা, বালুরঘাটের ভাড়া তিন হাজার টাকা৷

পরিবহণমন্ত্রী বলেন, ‘কলকাতা থেকে পুরুলিয়া, শান্তিনিকেতনের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালু করা হবে৷ এ ছাড়া কোচবিহার বিমানবন্দর চালু রাখতে ৯ আসন বিশিষ্ট ডবল ইঞ্জিনের বিমান চালানো হবে৷ টেন্ডার প্রক্রিয়া শেষ৷ মালদহ, বালুরঘাট এবং পুরুলিয়ার বিমানবন্দরগুলির পুনরুজ্জীবনের কাজ চলছে৷’