Unique Sculpture Garden Coming Up At Eco Park In March

A unique sculpture garden which is coming up at Eco Park will be inaugurated in March. The garden will portray through murals and paintings, the history of Bengal from Sri Chaitanya to Satyajit Ray.

There will be 12 murals associated with great movements that had taken place in Bengal from Sri Chaitanya’s time. There will be a mural on the Battle of Plassey. The contribution of Raja Ram Mohan Roy and Bankim Chandra will also be displayed. There will be murals on the Santal and Indigo revolution.

Swami Vivekananda’s call to the youth will also be displayed along with the contribution of Sri Aurobindo, the revolutionary who later became a saint. The contribution of Netaji Subhas Chandra and INA will be displayed. There will be murals on the history of Bengal’s cultural evolution from Lalan Fakir to Kazi Nazrul Islam.

Life of Rabindranath Tagore and setting up of Visva Bharati will also be displayed. There will be a mural of Satyajit Roy and his world of films. Besides the murals, there will be 52 portraits of great personalities coming from different walks of life. There will be portraits of Sri Chaitanya up to Begum Rokeya.

 

ইকো পার্কে চালু হবে ভাস্কর্য উদ্যান

মার্চ মাসে ইকো পার্কে যাত্রা শুরু হবে এক অনন্য ভাস্কর্য উদ্যানের। নানা ছবির মাধ্যমে এই উদ্যানে তুলে ধরা হবে বাংলার ইতিহাস।

শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় থেকে শুরু করে বাংলায় নানা পর্যায়ের ইতিহাস সংক্রান্ত ১২টি ছবি থাকবে এখানে। পলাশীর যুদ্ধ, রাজা রামমোহন রায়, বঙ্কিম চন্দ্রের অবদান তুলে ধরা হবে। সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে নীল বিদ্রোহের ইতিহাসও থাকবে এখানে।

স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর সাথেও স্থান পাবে লালন ফকির ও নজরুলের কথাও। রবীন্দ্রনাথের জীবনীও বিষয় হবে এখানকার একটি ছবির। সত্যজিৎ রায়ের সিনেমা নিয়েও থাকবে ছবি।

এছাড়াও ৫২জন মনীষীর প্রতিকৃতি থাকবে এই উদ্যানে।

TMCP sweeps CU student union polls

It was a cakewalk for Trinamool Congress Chhatra Parishad (TMCP) in the Calcutta University union elections held on Saturday across the four campuses of College Street, Rajabazar, Ballygunge and Alipore.

In the 140 seats contested, SFI and DSO won 15 seats and 14 seats respectively. TMCP won the remaining seats.

In all, there are 840 seats on eight campuses of CU. Of which 673 were won uncontested by the TMCP.

 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটে জয়ী টিএমসিপি

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ৮২০টি আসনের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ একাই পেয়েছে ৭৫০রও বেশি আসন। মোট ৮২০ জন ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছে। তার মধ্যে টিএমসিপি ৬৭৩টি আসনে বিনা প্রতিদ্বন্দীতায় জয় লাভ করে।

বালিগঞ্জ ক্যাম্পাসে ৭৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে টিএমসিপি। ১১টি আসনে জিতেছে সংগঠন। হোম সায়েন্সে টিএমসিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩২টি আসনে জয়ী হয়েছে। ল ক্যাম্পাসে ৪৫টি আসনে, সল্টলেক ক্যাম্পাসে ৫৩টি আসনে, কঁাটাকল ক্যাম্পাসে (অর্থনীতি) ২৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের ছাত্র সংগঠন।

রাজাবাজার ক্যাম্পাসে ১২৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তারা। কলেজ স্ট্রিট ক্যাম্পাসে টিএমসিপি ভোটে জিতেছে ৭২টি আসনে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১৮৬টি আসনে। আলিপুর ক্যাম্পাসে ভোটে ৩৯টি আসনে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১০০টি আসনে। জুট বিভাগে ভোটে ২টি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১২টি আসনে।

Workers throng Shramik Mela 2017

Over 10,000 workers attended the Shramik Mela 2017 that made them aware of the facilities and schemes they are entitled to avail. An initiative by the state labour department, the Shramik Mela has been a yearly feature of the Mamata Banerjee government, creating awareness among workers.

The programme informs participants of the different labour schemes and benefits that they are entitled to avail. It also allows them to interact with industry owners and government authorities. About 30 stalls were set up in the mela this year. Issues related to labour laws and schemes, including minimum labour wages, were discussed at the mela.

The state labour department has been working to provide ‘Samajik Mukti’ card to about 1.5 crore workers of the unorganised sector in Bengal.

Isolate those who are trying to disturb the peace in Bengal: Mamata Banerjee

Those damaging public property will have to pay compensation from now, Chief Minister Mamata Banerjee announced today.

She was speaking at the Khadya Sathi Dibas function at Red Road, Kolkata. She said a Bill regarding this will soon be placed in the State Assembly.

The CM said: “Some parties are trying to incite violence and riots. Bengal will not tolerate their motives”. She appealed to the people not to “pay heed to the misinformation and rumour-mongering of some political parties.”

She also asked people to “ignore and isolate the destructive elements who are trying to disturb the peace in the State”. She also appealed to the people not to take law into their own hands. “The government is with you,” the Chief Minister added.

 

উদ্ভ্রান্ত, উশৃঙ্খল লোকেদের প্ররোচনায় পা দেবেন নাঃ মমতা বন্দ্যোপাধ্যায় 

যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, আজ একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

খাদ্যসাথী দিবস উপলক্ষে রেড রোডে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, খুব শীঘ্রই রাজ্য সরকার এই সংক্রান্ত বিল আনবে।

তিনি বলেন, “কিছু কিছু রাজনৈতিক দল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বাংলা এসব বরদাস্ত করবে না”। কোনরকম প্ররোচনায় পা না দেওয়ারও আবেদন জানান মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, “যারা বাংলার শান্তি নষ্ট করতে চাইছে তাদের ইগনোর করুন, আইসোলেট করুন। কোন রকম সমস্যায় পড়লে সরকার মানুষের পাশে আছে, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন  না”।

 

 

Bengal Govt to start environment-friendly CNG bus service in Asansol-Raniganj

Bengal government is committed towards prevention of pollution levels in the State. To achieve this goal, the government is taking several initiatives. The government is going to introduce environment-friendly buses in the State.

The Chief Minister will flag off seven CNG buses today on the sidelines of Khadya Sathi Dibas and Police investiture ceremony. The buses will start plying on the roads for public from 30 January, 2017.

Two private bus manufacturing companies have been given the contract to make 20 CNG buses, out of which 10 are ready. Seven of these will be displayed at Red Road today. The CNG bus service will be initially rolled out in Asansol-Raniganj region.

 

রাজ্যে পরিবেশ-বান্ধব সিএনজি বাস পরিষেবা চালু করছে রাজ্য সরকার

দূষণ রোধের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই মতোই সারা রাজ্য জুড়ে পরিবেশ-বান্ধব বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সেই পরিকল্পনা অনুযায়ী আজ রেড রোডে সাতটি সিএনজি বাস উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিবেশ-বান্ধব বাসগুলি রেড রোডের প্রদর্শনীতেই প্রথম বার পথে নামবে। এর পর ৩০ তারিখ থেকে তা রাস্তায় চলবে।

রাজ্য সরকার দু’টি বাস প্রস্তুতকারী সংস্থাকে মোট ২০টি বাস তৈরির জন্য বরাত দিয়েছে। তার মধ্যে ৭টিকে রেড রোডে এ দিন বের করা হবে। এই পরিষেবা প্রথমে রানিগঞ্জ ও আসানসোলের মধ্যে চালু করা হবে ।

More initiatives towards advanced healthcare in Bengal

On the sidelines of Khadya Sathi Dibas celebrations and the police investiture ceremony at Red Road today, Bengal Chief Minister Mamata Banerjee inaugurated several healthcare initiatives that opened new frontiers in the sector in the State.

The Chief Minister inaugurated two Mother and Child Care Hubs – a 126-bedded one at Medical College and Hospital in Kolkata and a 170-bedded one at Bankura Sammilani Medical College and Hospital, the 500-bedded MR Bangur Multi Super-Specialty Hospital in Kolkata, 14 state-of-the art operation theatres and a renovated Ramrikdas Harlalka Hospital in Kolkata, with 100 beds for neurological treatment.

Under the leadership of Mamata Banerjee, healthcare in Government hospitals in Bengal has become more accessible and advanced. Beds and medicines are free at the hospitals and health centres. Infant mortality rate in the State has come down to 26 while institutional delivery has risen to 90%. There has been considerable increase in the number of medical seats in the State, and nine more medical colleges are on the anvil.

 

বাংলায় উন্নততর স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ

খাদ্য সাথী দিবস ও পুলিশ অলঙ্করণ দিবসের সূচনার পাশাপাশি আজ রেড রোডে উন্নততর স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার।

আজ মুখ্যমন্ত্রী বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। সেগুলি হল – কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ১২৬ শয্যা বিশিষ্ট মাদার ও চাইল্ড হাব, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৭০ শয্যা বিশিষ্ট মাদার ও চাইল্ড হাব, কলকাতায় ৫০০ শয্যা ও ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার সমৃদ্ধ এম.আর.বাঙ্গুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও স্নায়ুরোগ চিকিৎসার জন্য ১০০ শয্যার নবরূপে নির্মিত রামরিকদাস হরলালকা হাসপাতাল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারি হাসপাতালগুলির পরিষেবা আরও দ্রুত ও উন্নত হয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ।

রাজ্যে শিশু মৃত্যুর হার কমে হয়েছে ২৬। রাজ্যে অনেকগুলি নতুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে এবং বেশ কিছু মেডিকেল কলেজের পুনঃসংস্করণ করা হয়েছে।

 

Bengal highlights Sharod Utsav at Republic Day parade

Bengal government’s theme for the tableau for this year’s Republic Day Parade in New Delhi was Sharod Utsav. The theme showcased how people from all communities in Bengal participate and rejoice during the biggest festival of the state, Durga Puja.

There was an idol of Goddesses Durga at one end of the tableau and artists from different areas starting from the hills to Sunderbans performing their traditional forms of dances to symbolise how each and everyone in the state turns to be the part of Sharod Utsav.

All the artists, who will be performing in the parade, are receiving the financial assistance of the state government under Lok Prashar Scheme. The state government provides financial assistance to 80,000 folk artists in the state that helped to revive many art forms which would have gone extinct.

Women dhakis mainly from North 24-Parganas played dhaks on the tableau. The rhythmic beat of dhaks is an integral part of Durga Puja. Traditional dancers from Darjeeling and folk dancers from Midnapore also performed on the tableau.

Bengal was awarded twice earlier for the being the best tableau in the Republic Day Parade. In 2014, the tableau that was based on the Chhau Dance of the state had won the prize and again in 2016, the state’s tableau was awarded the first prize.

 

দিল্লির প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে বাংলার থিম শারদ উ९সব

এবছর দিল্লির প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পশ্চিমবঙ্গের থিম ছিল শারদ উ९সব। দুর্গা পুজোয় সব সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে তাই এবছর এই উ९সবকে থিম করা হয়েছে।

ট্যাবলোর শেষে ছিল একটি দুর্গা প্রতিমা আর সামনে পারফর্ম করেন বাংলার লোকশিল্পীরা।

যেসকল লোকশিল্পীরা প্যারেডে অংশগ্রহণ করেন তারা রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পান। এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার প্রায় ৮০০০০ হাজার শিল্পীকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তাদের সরকারি অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগও করে দেন।

এই ট্যাবলোতে উত্তর ২৪ পরগনা জেলার মহিলা ঢাকিরা অংশগ্রহণ করেন। দার্জিলিঙ ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার লোক শিল্পীরাও এখানে অংশগ্রহণ করেন।

এর আগে গত দুবার ২০১৪ ও ২০১৬ সালে প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো পুরস্কার পেয়েছে। ২০১৪ সালে বাংলার থিম হয়েছিল ছৌ নাচ। ২০১৬ সালে বাংলার ট্যাবলো প্রথম পুরস্কার পেয়েছিল, থিম ছিল ‘বাংলার বাউল’।

 

Financial rights of the people have been snatched away: Mamata Banerjee on demonetisation

Attacking the Central Government sharply, Bengal Chief Minister Mamata Banerjee Wednesday said that the Centre snatched away the financial freedom of the common people of India through demonetisation.

“People are not able to withdraw their own money from banks. Democratic and political rights are meaningless without financial rights. Central govt has once again made us dependent despite so many years of independence,” she said while addressing reporters at Sukna.

She made an appeal to the Centre to take back all limits on cash withdrawal immediately. She maintained that people will not forgive the Centre for causing them so much suffering due to demonetisation.

Mamata Banerjee also said that Trinamool is being targeted because the party protested against demonetisation. “Sudip Bandyopadhyay is innocent. He has committed no fault. This is political vendetta, nothing else,” she said.

 

সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নোট বাতিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ মানুষ ব্যাঙ্ক থেকে নিজের টাকা তুলতে পারছেন না। অর্থনৈতিক অধিকার কেড়ে নিলে রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার অর্থহীন হয়ে পড়ে। স্বাধীনতার এত বছর পরেও কেন্দ্রীয় সরকারের হঠকারী সিদ্ধান্তের জন্য আজ মানুষ পরাধীন”।

তিনি কেন্দ্রীয় সরকারের কাছে সব বিধি নিষেধ প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন এই গণতান্ত্রিক শোষণ ও শাসন আগামীদিনে ভারতের মানুষ ক্ষমা করবে না।

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, “উনি কোন অপরাধ করেননি, উনি নির্দোষ। এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়”।

 

HIDCO Inks MoU With South Korea’s Handong Global University

West Bengal Housing Infrastructure Development Corporation (HIDCO) has signed a MoU with Handong Global University of South Korea during the Bengal Global Business Summit for technical cooperation. The areas that will be covered under the MoU include green city, renewable energy, e-governance and start ups.

New Town is coming up as a green city. Around 40,000 saplings were planted in connection with Vanmahotsav to increase green cover of the area. Nurseries have been set up to grow tall trees. Also, a floating jetting is coming up on Bagjola canal. Several parks meant for children, senior citizens and even for pets have come up.

Steps have been taken to replace the old street lights by LED lights. Green buildings have been given additional FAR as an incentive. Rooftop gardens have been encouraged and organic vegetables are being grown on rooftop. Collaboration with a foreign university will help HIDCO to exchange views to develop new ideas.

HIDCO, Nabadiganta Industrial Township Authority (NDITA) and New Town Kolkata Development Authority (NKDA) have already introduced e-governance and attempts have been made to make the offices paperless ones. Already complaints to the residents are registered online and actions are taken. HIDCO has taken up a project to recycle sewer water. As New Town is coming up as a modern city, exchange of views with different institutions is essential to adapt state of the art methods.

 

দক্ষিণ কোরিয়ার হ্যানডং গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ হিডকোর

 

তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে দক্ষিণ কোরিয়ার হ্যানডং গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করলো হিডকো। গ্রীন সিটি, নবীকরণযোগ্য

শক্তি, ই-গভরনেন্স ও স্টার্ট আপের ক্ষেত্রে সহযোগিতার জন্য স্বাক্ষরিত হয়েছে এই মউ।

নিউটাউনকে গ্রীন সিটি বানানোর উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছে রাজ্য সরকার। বনমহো९সব উপলক্ষে আনুমানিক ৪০ হাজার চারাগাছ রোপণ করা হয়েছে এখানে। গাছগুলিকে বড় করতে নার্সারি তৈরি করা হয়েছে। বাগজোলা খালে একটি ভাসমান জেটি তৈরি করা হবে। পরিবেশ বান্ধব বাড়িগুলিকে অতিরিক্ত FAR দেওয়া হচ্ছে। অনেক পার্ক তৈরি করা হচ্ছে শিশু, বৃদ্ধ ও সারমেয়দের জন্য। রাস্তার ধারে পুরনো সব আলো বদলে LED আলো লাগানো হচ্ছে। বাড়ির ছাদের ওপর বাগান গড়তে উ९সাহ দেওয়া হচ্ছে।

আশা করা যায় এই মউ এর ফলে নবউদ্যমে গ্রীন সিটি তৈরির কাজ এগোবে। HIDCO, NDITA ও NKDA ইতিমধ্যেই ই-গভরনেন্স চালু করেছে ও পরিকল্পনা আছে দপ্তরগুলিকে সম্পূর্ণ ভাবে ‘পেপারলেস’ করার। HIDCO একটি প্রকল্প নিয়েছে নর্দমার জল পরিশ্রুত করার জন্য। যেহেতু নিউ টাউনকে অত্যাধুনিক শহর হিসেবে রূপায়িত করা হচ্ছে, ফলে এখানে আরও উন্নতি করতে বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা ও মত বিনিময় খুব প্রয়োজন।

I-T Dept to set up digital depository to store important documents

State Information Technology and Electronics department will set up a digital depository in which government departments and educational institutions will be able to store important documents such as school leaving certificates, college degrees, academic awards, mark-sheets and licenses and other important testimonials.

This will make administration transparent and the files will be properly preserved. To ensure that only the authentic documents are uploaded in the system, the issuer departments, private agencies will be given the right to upload the documents whereas government to citizen services will be made available for viewing and downloading the documents.

The digital depository will benefit the people immensely. Firstly, the issuer departments will directly upload necessary citizen testimonials and also departmental documents onto a secure online platform after digitally signing the same.

Secondly, the depository will ease validation of the authenticity of documents as they will be issued directly and will be digitally signed by the registered issuers.

Thirdly, it will help create a highly secured centralised depository of digitally signed e documents with easy update, retrieval and administration facilities for departments and organisations with the state.

It will eliminate administrative overhead of government and private entities by minimising the use of paper and by uploading digital documents. Authorised people can request for access to important citizen records and digital documents anytime and anywhere.

 

ডিজিটাল ডিপোজিটোরি তৈরি করতে চলেছে রাজ্য সরকার

রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর একটি Digital Depository তৈরি করতে চলেছে যেখানে সরকারি দপ্তরগুলি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি নানা গুরুত্বপূর্ণ নথি জমা রাখতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাত্র ছাত্রীদের স্কুল ছাড়ার সার্টিফিকেট, ডিগ্রী, বিভিন্ন পুরস্কারের নথি যেমন রাখতে পারবে, তেমনই সরকারি দপ্তরগুলি বিভিন্ন লাইসেন্সের ডিজিটাল প্রতিলিপিও জমা করে রাখতে পারবে এই ডিজিটাল ডিপোজিটোরিতে।

এই উদ্যোগের ফলে সরকারি কাজে যেমন স্বচ্ছতা আসবে, তেমনই পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিও যথাযথ ভাবে সংরক্ষিত হবে।

এই উদ্যোগের ফলে জনসাধারন খুব উপকৃত হবেন কারণ তারা যেকোনো সময় যেকোনো জায়গা থেকে তার প্রয়োজনীয় নথি দেখতে ও প্রয়োজন হলে ডাউনলোড করতে পারবেন।