Respect all languages but do not neglect Bangla: Mamata Banerjee

Like every year, Bengal Government commemorated International Mother Language Day today in the presence of Chief Minister Mamata Banerjee at Deshapriya Park, Kolkata. Earlier in the day, the Chief Minister paid her tributes at Bhasha Shahid Smarak at 21se Udyan.

Speaking on the occasion, the Chief Minister announced that the Government has decided to give recognition to Kurukh language and also form a committee for the recognition of Rajbongshi/Kamtapuri language. The committee will be headed by Nrisingha Prasad Bhaduri.

The CM expressed sadness at the fact that Bengali language is ignored today. “We have to respect all languages but why should we neglect Bangla,” she said.

Last year the Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the Bhasha Shahid Smarak at the Ekushe Udyan park, opposite MP Birla Planetarium here. It has been built in memory of the martyrs of the Language Movement or Bhasha Andolan in Bangladesh, who gave their lives for the cause of Bengali to be made the national language, on February 21, 1952.

 

সব ভাষাকে শ্রদ্ধা করুন, বাংলা ভাষাকে ভুলবেন নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণ করল রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৯৯ সালে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার পর ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। পরে ২০০৮ সালে জাতীয়সংঘও এই দিনটিকে স্বীকৃতি দেয়।

মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ আজ বাংলা ভাষাকে ভুলতে বসেছে। আমাদের উচিত সব ভাষাকে শ্রদ্ধা করা, কিন্তু কেন আমরা বাংলা ভাষাকে ভুলে যাব।হিন্দি, উর্দু, গুরুমুখী, অল চিকি ভাষাকে আমরা মান্যতা দিয়েছি। আজ ভাষা দিবস উপলক্ষে আমরা কুরুক ভাষা কে মান্যতা দিচ্ছি। নৃসিংহপ্রসাদ ভাদুড়ির অধীনে একটি কমিটি গঠন করা হচ্ছে রাজবংশী/কামতাপুরি ভাষাকে মান্যতা দিতে”।

সবশেষে তিনি বলেন আজ বনশ্রীদি আমাদের মধ্যে নেই। তিনি আমাদের মধ্যে না থাকলেও তার গান আমাদের সাথে চিরকাল থাকবেন।

গত বছর মুখ্যমন্ত্রী বিড়লা প্ল্যানেটরিয়ামের বিপরীতে ২১শে উদ্যানে একটি ভাষা শহীদ স্মারকের উদ্বোধন করেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিতে তৈরী হয়েছে এই স্মারক।

Mamata Banerjee invites Dipa Karmakar’s coach to set up gymnastics academy in Bengal

Bengal Chief Minister Mamata Banerjee today invited Bisheswar Nandi, coach of gymnast Dipa Karmakar to set up a gymnastics academy in Bengal, on the sidelines of ‘Khel Samman’ award ceremony at Netaji Indoor Stadium.

The CM honoured sporting legends on the occasion. She conferred Khel Samman on 13 sportspersons, Banglar Gourab Samman on 15 sportspersons, Krira Guru Samman on 5 coaches. Samar Banerjee and Naresh Kumar were honoured with the Lifetime Achievement Award.

Atanu Das, Soumyajit Ghosh, Mouma Das and Debasree Majumder were honoured with ‘Bishesh Samman’ and Dipa Karmakar was felicitated with ‘Ananya Samman’. The CM also distributed financial aid to 4000 new and 8653 old clubs for developing their sports infrastructure. This programme, launched in 2011-12 is aimed at developing sporting talent in the State.

The CM lashed out at demonetisation again and pointed out that the move has adversely affected sponsorship of sports, but said that the government will always stand by the sports persons. She also announced that 13 clubs will get Rs 50 lakh from the state sports department for development of sports.

Enlisting her government’s achievements in building sports infrastructure, she said, “We have built 16 new stadiums, refurbished 46 and built 23 youth hostels.” She also said that she will compose a theme song for the sports department, and emphasised that there is need for one since it will foster identity and as sense of pride.

 

খেলাধুলোর প্রসার করা আমাদের কর্তব্যঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে খেল সম্মান এর থেকে জিমনাস্ট দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দীকে বাংলায় একটি জিমনাস্টিক অ্যাকাডেমি তৈরির জন্য আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “২০১৫ সালে বাংলায় ক্রীড়া নীতি তৈরি হয়েছে। বাজেটে এর বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। বাংলায় খেলাধুলোর অনেক প্রতিভা রয়েছে। সল্টলেক স্টেডিয়ামে ফুটবল অনুর্দ্ধ-১৭ বিশ্বকাপ হবে। আশা করা যায় এটি বাংলার খেলাধুলোকে আরও এগিয়ে নিয়ে যাবে। ১৩ টি ফুটবল ক্লাবকে ৫০ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে”।

তিনি আরও বলেন, “১৫ টি নতুন স্টেডিয়াম তৈরি হচ্ছে, ৪৬ টি সংস্কার করা হচ্ছে। ২৩ টি যুব আবাস তৈরি হয়েছে, ১৯ টি সংস্কার করা হয়েছে। ২৮৪ টি মাল্টি জিম তৈরি হয়েছে। জঙ্গলমহল, হিমাল-তরাই-ডুয়ার্স ও সুন্দরবন এলাকায় এখন ক্রীড়া প্রতিযোগিতা হয়। যেখানে ৭০০০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। জলপাইগুড়িতে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন তৈরি হয়েছে। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম সংস্কার করা হয়েছে”।

আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে ৪০০০ নতুন ক্লাবকে আর্থিক অনুদান দেওয়া হল তাদের পরিকাঠামো উন্নয়নের জন্য। আগে ৮৬৫৩ টি ক্লাবকে দেওয়া হয়েছে। অলিম্পিক কমিটিগুলিকেও ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে।

বিশিষ্ট কৃতী ক্রীড়াবিদদের সম্মাননা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী।

 

১৩ জন  ক্রীড়াবিদ খেল  সম্মান পেলেন 

১)শ্রী চন্দন বাউরি

২)শ্রীমতী লিলি দাস

৩)জনাব শাহাবাজ আদিল খান

৪)শ্রী দীপ্তায়ন ঘোষ

৫) শ্রীমতি রুমেলি ধর

৬)শ্রী সুদীপ চ্যাটার্জী

৭)শ্রী প্রণয় হালদার

৮)শ্রীমতী পায়েল ভট্টাচার্য

৯)শ্রীমতি প্রণতি দাস

১০)শ্রী রাজেশ মন্ডল

১১)শ্রীমতী সুতীর্থা মুখার্জি

১২)শ্রী ভোলানাথ দলুই

১৩)শ্রীমতী লীলা সাহা

 

১৫ জন পেলেন বাংলার গৌরব সম্মান

১) শ্রী হরিশঙ্কর রায়

২) শ্রীমতী লোপামুদ্রা ব্যানার্জী

৩)শ্রীমতী জুডালিন ডি সিলভা

৪) শ্রী কার্তিক শেঠ

৫) শ্রী মিলন দত্ত

৬) শ্রী শম্ভুনাথ সাহা

৭) শ্রী অশোক কুমার সিং

৮) শ্রীমতী শম্পা গুহ

৯) শ্রী সঞ্জীব চক্রবর্তী

১০) শ্রী সুরজিৎ ঘোষ

১১) শ্রীমতী অনিন্দিতা চক্রবর্তী

১২) শ্রী কমলাকান্ত সাঁতরা

১৩) শ্ৰীমতী জ্যোত্স্না মুখার্জি

১৪) শ্রী প্রবীর সরকার

১৫) শ্রী সোমনাথ মালো

 

ক্রীড়াগুরু সম্মান পেলেন

১)শ্রী শিশির দাস

২)শ্রী সঞ্জয় সেন

৩)শ্রী জয়নারায়ণ দাস

৪)শ্রী বিশ্বজিৎ দে চৌধুরী

৫)শ্রী জগবন্ধু মন্ডল

 

জীবনকৃতী সন্মান পেলেন

১)শ্রী সমর (বদ্রু ) ব্যানার্জি

২)শ্রী নরেশ কুমার

 

 

Turning Bengal around is our determination, dedication and devotion: Mamata Banerjee

Speaking at the inauguration of a pumping booster station at Harish Park in Kolkata, Bengal Chief Minister said that Bengal will turn around. “It is our determination, dedication and devotion,” she said.

The CM said that those who were in power earlier did not do any work and now they are giving lectures. “We have inherited a huge debt burden from the previous govt. Despite financial constraints, we are constantly working for people. We have initiated social welfare schemes like Kanyashree, Sikkha Shree, Sabuj Shree, Yuvashree”.

She added, “Students are getting books, uniforms, shoes for free. We are distributing cycles to students of Class IX-XII. We have improved the infrastructure of govt hospitals. Healthcare is free at govt hospitals. Eight crore people in the State are receiving rice at Rs 2/kilo under Khadya Sathi”.

“When we came to power institutional delivery was 65%. The figure has risen to 90% now. Infant mortality rate has decreased from 32 to 26 in the last five years. We have set up SNCUs, HDUs, SNSUs, Mother & Child Hubs across districts. We started a breast milk bank,” the Chief Minister said.

Mamata Banerjee said that earlier everyone used to say ‘Bengal is finished’. Now people praise the huge progress in the State. She urged the Opposition not to indulge in destructive politics but participate in constructive development.

“CPI(M) is a lost case. Congress should focus on Delhi first. BJP should set its house in order,” she said.

She also came down heavily on demonetisation. “We work for the people. The BJP cannot intimidate anybody by misusing the agencies,” Mamata Banerjee said.

 

 

বাংলাকে ঘুরে দাঁড় করানোই আমাদের ডিটারমিনেশন, ডেডিকেশন অ্যান্ড ডিভোশনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

হরিশ পার্কে বুস্টার পাম্পিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা ঘুরে দাঁড়াবেই। তিনি বলেন, ‘এটা আমদের ডিটারমিনেশন, ডেডিকেশন অ্যান্ড ডিভোশন’।

মুখ্যমন্ত্রীর বলেন, “যারা আগে ক্ষমতায় ছিলেন তখন তারা মানুষের জন্য কোনও কাজ করেননি, এখন শুধু ভাষণ দিচ্ছেন। আগের সরকারের বিপুল ঋণের বোঝা আমরা বহন করছি। অর্থনৈতিক সমস্যা থাকা সত্ত্বেও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের জন্য আমরা কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী এইসব উন্নয়নমূলক প্রকল্প চালু করেছি”।

 তিনি আরও বলেন, “ছাত্রছাত্রীরা এখন বিনামূল্যে বই, ইউনিফর্ম, জুতো পাচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকেল দিচ্ছে রাজ্য সরকার। সরকারি হাসপাতাল গুলির পরিকাঠামো আরও উন্নত করা হয়েছে, সরকারি হাসপাতালে আজ বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাচ্ছে। রাজ্যের ৮ কোটি মানুষ এখন ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন”।  

মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন ইন্সটিটিউশনাল ডেলিভারি ছিল ৬৫% এখন তা বেড়ে হয়েছে ৯০%। গত ৫ বছরে শিশু মৃত্যুর হার ৩২ থেকে কমে হয়েছে ২৬। এসএনসিইউ, এইচডিইউ, এসএনএসইউ, মাদার ও চাইল্ড হাব তৈরি করা হয়েছে। মাতৃ দুগ্ধ ব্যাঙ্ক তৈরি করা হয়েছে”।  

আগে প্রত্যেকে বলত বাংলা শেষ হয়ে গেছে। এখন মানুষ বাংলার উন্নতি ও প্রগতির প্রশংসা করে। তিনি বিরোধীদের আবেদন করেন ধ্বংসাত্মক রাজনীতি না করে কনস্ট্রাকটিভ উন্নয়নে অংশগ্রহণ করুন।

 তিনি বলেন, “সিপিআই(এম) শেষ হয়ে গেছে। কংগ্রেসের উচিত দিল্লির প্রতি নজর দেওয়া। বিজেপি আগে নিজের ঘর সামলাক”।  

নোট বাতিল প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ ব্যাঙ্ক থেকে নিজেদের টাকা তুলতে পারছে না, বিজেপি কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে কাউকেই ভয় দেখাতে পারবে না”।

 

 

Three lakh acre more land roped in for State irrigation programme

The Bengal government has brought in an additional three lakh acre of agricultural land under its irrigation programme, with the objective of helping farmers for better cultivation at a time when they are facing hardships due to demonetisation of high value notes.

The state Irrigation minister said: “Around 12.43 lakh acre of land has been brought under the irrigation project and there will be no shortage of water supply for cultivation of Rabi and Boro crops. In the current fiscal, three lakh acres more has been brought under the irrigation programme.”

Interestingly, a lakh of the newly-acquired three lakh acre is in the Jangalmahal area. This is the highest in the decade that 12.43 lakh acre land has been brought under the irrigation project.

The Minister said that farmers are facing troubles due to demonetisation. Keeping the situation in mind, the step has been taken so that they do not have to worry about the requisite quantity of water for cultivation. He further said that the World Bank has given its clearance for the project where the state government would carry out de-siltation of Lower Damodar river and its channels. Once completed, flood in parts of Howrah, Hooghly, Bankura and Burdwan districts will become a thing of the past.

He also criticised the Centre, saying that it is reducing its share of funds for different projects in the state. Earlier, the Centre-state expenditure ratio for a project used to be 75:25, respectively. But now, the state has to bear 50 percent of the project costs and in some cases the state provides 75 percent of the project cost, while the Centre gives only 25 per cent.

 

 

আরও তিন লক্ষ একর জমি সেচ প্রকল্পে যুক্ত করলো রাজ্য

 

নোটবাতিলের ফলে ক্ষতিগ্রস্ত চাষিদের সাহায্য করতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্য সরকার আরও তিন লক্ষ একর চাষের জমিকে সেচের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। উল্লেখযোগ্য, এই তিন লক্ষ একর জমির মধ্যে এক লক্ষ একর জমিই জঙ্গলমহলে।

রাজ্যের সেচমন্ত্রী বলেন, “আনুমানিক ১২.৪৩ লক্ষ একর জমিকে সেচের আওতায় আনা হয়েছে। রবি ও বোরো শস্যের চাষের সময় কোনও ধরণের জলের ঘাটতি হবে না। চলতি অর্থবর্ষে তিন লক্ষ একর চাষের জমিকে সেচের আওতায় আনা হয়েছে।”

তিনি আরও বলেন, কৃষকরা নোটবাতিলের ফলে ক্ষতিগ্রস্ত। এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে কৃষকদের পর্যাপ্ত পরিমাণে জল পাওয়ার জন্য দুশ্চিন্তা করতে না হয়।

মন্ত্রী আরও বলেন, বিশ্ব ব্যাঙ্ক ইতিমধ্যেই দামোদর নদীর ডি-সিল্টেশন প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বাঁকুড়া, বর্ধমান, হাওড়া ও হুগলী জেলায় বন্যার সমস্যা কমবে।

কেন্দ্রের কড়া সমালোচনাও করেন সেচমন্ত্রী। এতদিন কোনও প্রকল্পের ৭৫ শতাংশ খরচ বহন করত কেন্দ্র, বাকিটা দিত রাজ্য। কিন্তু বর্তমানে রাজ্য সরকারকে ৫০ শতাংশ খরচ, এমনকি কোনও কোনও প্রকল্পে ৭৫ শতাংশও, বহন করতে হচ্ছে।

 

infrastructure bengal

Bengal to set up 177 new Power Sub-stations in 2 years

The state Power department has decided to set up around 177 sub-stations across the state to provide high quality electricity and also to address low voltage problems that still persist in some areas.

State Power minister Sobhandeb Chattopadhyay on Thursday said that around 177 sub-stations of varied capacities will be constructed in the next two years. The main purpose of this initiative is to provide quality electricity to people. Setting up of new sub-stations will also solve the problems of low voltage in some parts of the state.

The minister also reminded that around 44 sub-stations were being constructed in 2016-17, many of which have already been constructed. Altogether, 640 sub-stations have so far been set up in the state.

After coming to power, the Mamata Banerjee-government has done a great deal of work to construct sub-stations so that problems related to electricity, which were a major cause of concern during the Left Front government, could be mitigated. It may be mentioned here that Bengal was the first among the other states to complete the project of rural electrifications. Apart from a few villages, all villages across the states were already brought under the coverage of electricity.

It may be mentioned here that the number of customers of West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) has gone up to 170 lakh from 85 lakh of 2011.

 

 

আগামী দুবছরে ১৭৭টি নতুন বিদ্যু९ সাবস্টেশন তৈরী করবে রাজ্য

রাজ্য জুড়ে লো-ভোল্টেজের সমস্যা মেটাতে এবং মানুষকে উ९কৃষ্ট মানের বিদ্যু९ সরবরাহ করার লক্ষ্যে ১৭৭টি নতুন বিদ্যু९ সাব-স্টেশন তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিদ্যু९ দপ্তর।

বৃহস্পতিবার বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, আগামি দুবছরে মোট ১৭৭টি সাব স্টেশন তৈরী হবে রাজ্যে। এগুলি তৈরী করার প্রধান উদ্দেশ্য হল মানুষকে উ९কৃষ্ট মানের বিদ্যু९ জোগান দেওয়া। এই প্রকল্পগুলির কাজ শেষ হলে লো-ভোল্টেজের সমস্যাও অনেকটা আয়ত্তে আসবে।

মন্ত্রী আরও জানান, ২০১৬-১৭ সালে প্রায় ৪৪টি সাব স্টেশন নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার মধ্যে অনেকগুলি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। সব মিলিয়ে রাজ্যে ৬০৪টি সাব স্টেশন নির্মিত হয়েছে।

ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার সাব স্টেশনের পরিকাঠামো বদল করার একটি চুক্তি করেছিল। বাম আমলে সবচেয়ে বড় সমস্যা এখন অনেকটাই সমাধান হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গ্রামীণ বিদ্যুতায়নের ক্ষেত্রে বাংলা সব রাজ্যের তুলনায় এগিয়ে। কয়েকটি গ্রাম ছাড়া রাজ্যের অধিকাংশ জায়গায় বিদ্যু९ পৌঁছে গেছে।

এটা উল্লেখযোগ্য যে ২০১১ সালে পশ্চিমবঙ্গ বিদ্যু९ নিগমের (WBSEDCL) গ্রাহক সংখ্যা ছিল ৮৫ লক্ষ বর্তমানে এই সংখ্যা ১৭০ লক্ষ।

 

 

WB Govt bringing new Bill for the conservation of wetlands

In a bid to strengthen the regulatory framework for the conservation of the East Kolkata Wetlands, the Bengal Government is planning to introduce a Bill, titled ‘The East Kolkata Wetland (Conversion and Management) Amendment Bill, 2017’ during the ongoing Budget Session.

Chief Minister Mamata Banerjee has often highlighted the need for strict administrative vigilance regarding the protection of wetlands in the State, and this Bill is a result of that.

The conservation of the East Kolkata Wetlands is essential for preserving the balance of nature, as it acts, among other things, as a natural waste management system for the city of Kolkata. During the previous Left Front Government, significant portions of the East Kolkata Wetlands were filled up illegally for the construction of houses. This Bill would help in the safeguarding of this natural urban waste management system.

 

জলাজমি সংরক্ষণের ক্ষেত্রে নতুন বিল আনছে রাজ্য

জলাশয়গুলিকে সংরক্ষণ করার ক্ষেত্রে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বিধানসভায় বাজেট অধিবেশনে জলাশয় সংরক্ষণ বিল এনে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে উদ্যোগী হল রাজ্য সরকার।

এই বিলে ‘জলাশয় সংরক্ষণ কমিটি’ গঠন করার কথা বলা হয়েছে। ‘দি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অ্যামেন্ডমেন্ট বিল-২০১৭’ র মধ্যে দিয়ে জলাশয়গুলিকে রক্ষা করে রাজ্যবাসীর স্বার্থে সেগুলিকে সংরক্ষণ করা সরকারের মূল লক্ষ্য।

বাম আমলে যেখানে একের পর এক জলাশয় বুজিয়ে বিভিন্ন জায়গায় যেভাবে নির্মাণ কাজ চলেছিল, তার ফলে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই এই দিকটি বিশেষভাবে নজর দেওয়া হয়।

 

Picture source: wikimapia.org

 

Bengal Govt to set up new jewellery park for 25,000 demonetisation-hit gold artisans

The humane nature of Bengal Chief Minister Mamata Banerjee was once again prominent with her intention to working out an alternative plan for workers who have lost their jobs due to demonetisation. In an effort to create jobs for the gold artisans who have lost their jobs, the state is coming up with a new jewellery park — the third of its kind — beside Belgharia Expressway in Howrah.

The West Bengal Industrial Development Corporation (WBIDC), has come up with a new plan to develop a jewellery park on an eight-acre plot beside Belgharia Expressway. The Bengal Chief Minister has asked WBIDC officials to submit a detailed report on the project at the earliest. The place has road links to Kolkata, Howrah, Kharagpur and Durgapur and is 12 km from the central business district. The airport is 22 km away from the proposed site.

After the implementing agency finalizes the plan, they will submit it before the cabinet. Once the approval is obtained, there is plan to complete construction within two years.

 

নোটবাতিলে ক্ষতিগ্রস্ত অলংকার কারিগরদের জন্য নতুন জুয়েলারি পার্ক গড়তে চলেছে রাজ্য

নোটবাতিলের ফলে যারা কর্মহীন হয়েছেন তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থার পরিকল্পনা করছে রাজ্য সরকার। এর মাধ্যমে আবারও একবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারের মানবিক মুখ স্পষ্ট। যারা কর্মহীন হয়েছেন তাদের কর্মসংস্থানের জন্য হাওড়ার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে একটি জুয়েলারি পার্ক তৈরি করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশন এই জুয়েলারি পার্ক তৈরির পরিকল্পনা করেছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর ৮ একর জমিতে এই পার্ক তৈরি হবে। কর্মকর্তাদের দ্রুত এই প্রকল্পের ওপর একটি প্রতিবেদন জমা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখান থেকে কলকাতা, হাওড়া, খড়গপুর ও দুর্গাপুরের রাস্তার যোগাযোগ আছে। প্রস্তাবিত এই স্থানটি থেকে মাত্র ২২ কিমি দূরেই রয়েছে বিমানবন্দর।

রূপায়ণকারী সংস্থা এই পরিকল্পনা চূড়ান্ত করার পর তা মন্ত্রিসভার সামনে পেশ করা হবে। একবার অনুমোদন পেয়ে গেলে, দু-বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।

 

 

Now cruise through Ganga on weekends at affordable rates

The Bengal government has organised a ‘weekend Ganga cruise’ at pocket friendly rates. The West Bengal Tourism Development Corporation (WBTDC) has recently started the packaged tour, which can be booked online. The journey which starts from New Babughat Jetty and concludes at Babughat, costs only Rs 450.

The weekend Ganga cruise begins at around 3:30 pm and ends at 7:00 pm. The three-and-half-hour exceptional experience on the river Hooghly at dusk has impressed the tourists, especially foreigners who visit Kolkata. The picturesque view along both sides of Ganga, the localities alongside the riverbank, the setting sun and boats and ships makes for a beautiful experience for the tourists.

The tourists will start their journey boarding the vessel MV Sumangal. They will cross the Dakshineswar Temple and reach Belur Math. They will get down there to visit the Ramakrishna Math and Mission. Later they will return to vessel and the trip concludes at Babughat at around 7 pm.

 

উইকেন্ডে গঙ্গায় ‘ক্রুজ’ প্যাকেজ পর্যটন দপ্তরের

উইকেন্ডে গঙ্গায় ‘ক্রুজ’ এখন মানুষের আরও সাধ্যের মধ্যে। রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে একটি নতুন ‘উইকেন্ড ক্রুজ’। নিউ বাবুঘাট জেটি থেকে শুরু করে সাড়ে তিন ঘন্টার এই ক্রুজ শেষ হবে বাবুঘাটেই। টিকিটের দাম ৪৫০ টাকা। প্যাকেজটি অনলাইনেও বুক করা যাবে।

ক্রুজটি শুরু হবে বিকেল ৩.৩০টেয় ও শেষ হবে ৭টায়। ‘এমভি সুমঙ্গলে’ যাত্রা শুরু করে পর্যটকরা দক্ষিনেশ্বর মন্দির পেরিয়ে বেলুড় মঠ পৌছবেন। সেখানে তারা রামকৃষ্ণ মঠ ও মিশনা সময় কাটিয়ে সন্ধ্যে ৭ টায় বাবুঘাটের উদ্দেশ্যে রওনা হতে পারবেন।

 

 

From demonetisation to railways and online trolls – Trinamool MPs raise several issues of importance in Parliament

It was a busy and productive day for Trinamool MPs in Parliament today. The day began with dharna on the completion of 90 days since demonetisation. The MPs highlighted the sufferings of the common people due to restrictions on cash withdrawal and demanded all restrictions be removed immediately.

Trinamool had given a Notice of Suspension of Business under Rule 267 to discuss the limits on withdrawal of cash. Speaking on the issue, Chief Whip of the party in Rajya Sabha, Sukhendu Sekhar Roy said: “Three months have passed since the Government announced demonetisation.”

SS Roy reminded the House that the PM had asked for 50 days for situation to normalise but 90 days are over and cash crunch is still there. “Our party is against the restrictions on cash withdrawal. Govt must immediately remove these restrictions,” he added.

Read the full transcript of his speech

Dola Sen raised the issue of electoral reforms in her Zero Hour Mention in Rajya Sabha. She said, “The issue has been part of my party’s DNA, its very existence, since it was established on 1st January, 1998. In last 18 yrs, Trinamool has dedicated first section of every manifesto to electoral reforms.” She said solution to electoral reforms is state funding through Election Commission.

Read the full transcript of her speech

 

During Question Hour, Leader of the AITC Parliamentary Party in Rajya Sabha, Derek O’Brien raised the issue of online trolls. He said: “In today’s digital medium, everyone from civil society, every citizen can be a journalist because you can broadcast from your mobile phones.” He wanted to know if the government is planning to issue an advisory for high Constitutional authorities, including the Prime Minister of India, who are following unknown people on the digital medium.

Read the full transcript of his speech

MP Ahamed Hasan Imran raised the issue of job losses due to demonetisation during Question Hour. He asked the government, “what steps have been initiated for rehabilitation and compensation of the workers who have lost their jobs in the manufacturing sector due to demonetisation.”

Read the full transcript of his speech

During Question Hour in Lok Sabha, Mathurapur MP CM Jatua raised the issue of railway connectivity in Sunderbans. Arambagh MP Aparupa Poddar asked a question about railway safety mechanisms. Balurghat MP Arpita Ghosh raised the issue of internet penetration in rural areas.

Read the full transcript of CM Jatua’s speech

Read the full transcript of Aparupa Poddar’s speech

Read the full transcript of Arpita Ghosh’s speech

Be alert against those spreading communal tension through rumour mongering: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today cautioned people against people who indulge in rumour mongering to incite communal violence.

She was speaking at the inauguration of a two day-long conference of the Panchayat and Rural Development Department today at Netaji Indoor stadium.

Panchayats that had performed well were rewarded by the Chief Minister at the conference. She announced hikes in honoriums for the three tier panchayat workers. She said that they will be included in the Swasthya Sathi scheme.

In her speech, the Chief Minister said that trust, efficiency, innovation and transparency are the keys to effective governance. She asked the audience to keep working for the people and take the State to new heights of progress.

She praised Coochbehar and Hooghly for performing well in 100 Days’ Work, Nadia in cleanliness mission, Murshidabad in Anandadhara scheme. She also praised the Hooghly district for returning land to Singur farmers in record time in cultivable condition.

The Chief Minister highlighted the plight of the handicraft workers due to demonetisation. She also said that had the government not inherited a huge debt legacy much more work could have been done.

 

গুজবে কান দেবেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

কিছু মানুষ গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতে চাইছেন, গুজবে কান  দেবেন না, দু’দিন ব্যাপী পঞ্চায়েত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এইভাবেই সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
আজকের এই সম্মেলনে যে সকল পঞ্চায়েত ভাল কাজ করেছে, তাদের পুরস্কৃত করা হয়। গ্রাম সভা, পঁচায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যদের  ভাতাবৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি তাদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্বাস, কর্মদক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং স্বচ্ছতা এগুলোই সরকারের সুশাসনের চাবিকাঠি। তিনি উপস্থিত সকলকে আবেদন করেন মানুষের জন্য কাজ করতে ও বাংলাকে প্রগতির শিখরে নিয়ে যেতে।
মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজ প্রকল্পে কুচবিহার ও হুগলী জেলার প্রশংসা করেন। নদিয়া জেলা প্রশংসিত হয় নির্মল জেলা ঘোষিত হওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার প্রশংসা করেন আনন্দধারা প্রকল্পের কাজ ভাল ভাবে করার জন্য।
হুগলী জেলা পরিষদ যেভাবে অল্পসময়ের মধ্যেই সিঙ্গুরের চাষিদের জমি চাষযোগ্য করে ফিরিয়ে দেয় তারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
নোটবাতিলের ফলে হস্তশিল্পীদের কষ্টের কথাও তিনি উল্লেখ করেন বক্তব্যে। তিনি আরও বলেন, বিগত সরকারের ঋণের বোঝা বইতে না হলে তাঁর সরকার বাংলার উন্নয়নের জন্য আরও অনেক কাজ করতে পারত।