Bengal Govt to set up leopard, bear safari in north Bengal

After tiger safari, the Bengal government has taken initiatives to set up leopard and bear safari near Siliguri. The two separate Safari Parks would be constructed on 20 hectare of land each.

The tiger Safari Park has already been inaugurated by the Chief Minister. The Forest department has been closely working with the Tourism department to develop the leopard park and a bear park in Siliguri.

The Bengal Safari Park is already a popular tourist destination and the herbivore and tiger safaris are a huge hit among the masses. Lesser cats, fresh water crocodile and gharial and representative birds of North Bengal are also displayed in large enclosures in the park here.

 

উত্তরবঙ্গে চিতা ও ভালুক সাফারি চালু করতে চলেছে রাজ্য সরকার

টাইগার সাফারির পর উত্তরবঙ্গে চিতা ও ভালুক সাফারি চালু করতে চলেছে রাজ্য সরকার। প্রতিটি পার্ক তৈরি হবে ২০ হেক্তর জমির ওপর।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী টাইগার সাফারি পার্কের উদ্বোধন করেন। শিলিগুড়িতে চিতা ও ভালুক সাফারি উন্নয়নের জন্য বন দপ্তর পর্যটন দপ্তরের সঙ্গে কাজ করছে।

ইতিমধ্যেই বেঙ্গল সাফারি পার্ক জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এছাড়া টাইগার সাফারিও খুব জনপ্রিয়। বন বিড়াল, কুমির, ঘড়িয়াল এবং বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এই পার্কে।

 

Steps afoot to make Newtown a ‘Happy City’

The New Town authorities have teamed up with IIT Kharagpur to find how happy the township’s people are and ways to make them happier. An IIT team will carry out a study in New Town for two years with logistical support from HIDCO.

The team will hold interactive sessions with residents as well as those who work in the township but live elsewhere to understand what makes them happy and what can be done to make them happier.

Walkability, transport, better education and health system are some of the topics on which the people will be questioned.

The parameters of the study will be existing happiness, subjective well-being and quality of life in New Town.

The study will look into various aspects of living in a city like transport, solid waste management system, greenery and city spaces or squares that offer people a chance to interact with each other.

 

 

নিউ টাউনকে হ্যাপি সিটি করতে উদ্যোগী রাজ্য সরকার

আইআইটি খড়গপুরের সঙ্গে যৌথ উদ্যোগে নিউ টাউনকে হ্যাপি সিটি করতে উদ্যোগী রাজ্য সরকার।

গত ২ বছর ধরে একটি আইআইটি টিম হিডকোর সমর্থনে নিউ টাউনে একটি সমীক্ষা চালাচ্ছে। বৃহস্পতিবার ইকো পার্কে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। নিউ টাউনের মানুষকে কিভাবে খুশি রাখা যায় সেই বিষয়ে আলোচনার জন্যই টাউনশিপ অথরিটি এবং আইআইটি টিম এই কর্মশালার আয়োজন করেছিল।

নিউ টাউনের মানুষকে কিভাবে খুশি রাখা যায় সেই বিষয়ে ওখানকার বাসিন্দা এবং যারা ওই টাউনশিপে কাজ করে অথচ অন্য কোথাও থাকেন তাদের সঙ্গে আলোচনা করবে এই টিম। পরিবহন, উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সহ অন্যান্য বিষয়েও মানুষ তাদের প্রশ্ন করতে পারবেন।

সমীক্ষায় পরিবহন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম ও সবুজায়নের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। আগামী দিনে বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

KMC Budget for 2017-18 focuses on pro-people measures

Kolkata Mayor Sovan Chatterjee on presented the KMC Budget for the financial year 2017-18.

While tabling the Budget, Mayor said that the projected expenditure for the financial year was Rs 3,38,988 lakh while the income stood at Rs 3,23,050 lakh. The KMC has set a revenue target of Rs 974.11 crore in the next financial year.

The civic body has proposed an allocation of Rs 374.71 crore to the Water Supply Department for 2017-18 to continue the process of development. Mayor also proposed to allocate an amount of Rs 571.99 crore to the Solid Waste Management department for 2017-18. GPRS with vehicle tracking system including post-implementation support and maintenance for a period of five years have been initiated for monitoring 450 vehicles’ movements at major VAT points.

The proposed allotment for the 2017-18 financial year would be Rs 119.69 crore for Lighting and Electricity department, Rs 42.99 crore for parks and squares, Rs 258.33 crore for Sewerage and Drainage department, Rs 143.28 crore for Health, Rs 20.28 crore for the Social Sector and Urban Poverty Alleviation department and Rs 148.89 crore for the Bustee department.

KMC has taken up various development works including construction of roads, by-lanes and laying of drainage pipelines and other beautification works.

 

জন পরিষেবাতে জোর কলকাতা পুরসভার বাজেটে

২০১৭-১৮ আর্থিক বর্ষের জন্য পুরসভার বাজেট পেশ করলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।

বাজেট পেশ করার সময় মেয়র জানান, আগামী অর্থবর্ষে প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ ৩,৩৮,৯৮৮ কোটি টাকা আর আয়ের পরিমাণ ৩,২৩,০৫০ টাকা। আগামী অর্থবর্ষে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় ৯৭৪.১১ কোটি টাকা ধার্য করা হয়েছে।

জি পি আর এস এর মাধ্যমে শহরের পে অ্যান্ড ইউজ টয়লেট ও কমন কালেকশন সেন্টার এর অবস্থানগত তথ্য পাওয়া যায়।

২০১৭-১৮ আর্থিক বর্ষে পানীয় জল সরবরাহ খাতে বরাদ্দর পরিমাণ প্রায় ৩৭৪.৭১ কোটি টাকা। বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে জঞ্জাল সাফাইয়ে। ওই খাতে প্রায় ৫৭১.৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

২০১৭-১৮ অর্থবর্ষে আলো ও বিদ্যুতায়নের জন্য বরাদ্দ করা হয়েছে ১১৯.৬৯ কোটি টাকা। উদ্যান বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে ৪২.৯৯ কোটি টাকা, নিকাশি খাতে বরাদ্দ করা হয়েছে ২৫৮.৩৩ কোটি টাকা, স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে ১৪৩.২৮ কোটি টাকা। সামাজিক খাতে এবং নগরোন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ২০.২৮ কোটি টাকা। বস্তি উন্নয়নের জন্য বরাদ করা হয়েছে ১৪৮.৮৯ কোটি টাকা।

রাস্তা নির্মাণ, নিকাশি ব্যবস্থার সংস্কার সহ অন্যন্য সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা।

 

 

Bike Taxis get a thumbs up in Newtown

As many as seventy-five people took a ride on the Bike Taxis around Newtown on Friday and more than 600 people had surfed the K Bike Taxi app.

Suvendu Adhikari, state Transport Minister had inaugurated Bike Taxis known as ‘K Bike Taxi’ at a function on Thursday. If successful, this will be deployed in the entire city and the districts soon.

A passenger will have to pay Rs 20 for the first 2 km and to cover subsequent distance the person will have to pay Rs 5 per kilometre.

Some women drivers are also being trained and soon they will be deployed to drive K Bike Taxis.

 

নিউটাউনে প্রথম দিনেই জনপ্রিয় ‘বাইক ট্যাক্সি’

নিউটাউনে বাইক ট্যাক্সি পরিষেবা চালু হওয়ার পর প্রথম দিনেই এই পরিষেবা গ্রহণ করেছেন ৭৫ জন যাত্রী এবং মোবাইল অ্যাপ ব্যবহার করেছেন ৬০০রও বেশি মানুষ।

বৃহস্পতিবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পরিষেবার সূচনা করেন। এই পরিষেবা নিউটাউনে সফল হলে কলকাতা ও সারা রাজ্যেও চালু করার পরিকল্পনা আছে।

বাইক ট্যাক্সিতে চড়তে প্রথম ২ কিলোমিটার যাত্রার জন্য দিতে হবে মাত্র কুড়ি টাকা। এর পর প্রতি কিঃমিঃ ভাড়া ৫ টাকা।

ভবিষ্যতে মহিলা ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়ারও পরিকল্পনা রয়েছে পরিবহণ দপ্তরের।

Pathadisha app a huge hit on the very first day

The ‘Pathadisha’ app introduced by the state Transport department to help commuters to get real time location of state run buses has become immensely successful within a day.

A large section of commuters possessing smart phones have downloaded the app.

Alapan Bandyopadhyay, Principal Secretary of the Transport department, said this is a major leap taken towards the electronic and smart governance system.

The app is helpful for people as they could easily track the route of a particular bus through which it will pass. Moreover, one can also plan which bus he or she must take to reach his or her destination.

The Transport department has also introduced an online tracking system to keep a tab on the movement of such buses. Steps will also be taken to introduce similar sort of apps for trams and vessels.

It may be mentioned that the name ‘Pathadisha’ was given by Chief Minister Mamata Banerjee.

 

একদিনেই জনপ্রিয়তার শিখরেপথদিশাঅ্যাপ

রাজ্য পরিবহণ দপ্তর ‘পথদিশা’ অ্যাপ চালু করেছে যা একদিনের মধ্যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসের রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে।

অনেকেই ইতিমধ্যেই তাদের স্মার্ট ফোনে এই অ্যাপ ডাউনলোড করেছে।

WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে। এছাড়া, যাত্রীরা নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কোন বাসে যাবেন সেটাও নিজেরা পছন্দ করতে পারবেন।

পরিবহণ দপ্তর একটি অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করেছে এই সব বাসগুলির গতিবিধির ওপর নজর রাখতে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও ফেরির ক্ষেত্রেও চালু করা হবে।

উল্লেখ্য এই ‘পথদিশা’ নামটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া।

 

Bengal Govt launches bike-taxi service in Rajarhat-Newtown

Bengal Transport Minister today flagged off bike-taxi service in the Rajarhat-Newtown area. The service, described as Last Mile Connectivity, is a pilot project and will be introduced elsewhere soon.

The bike-taxis, which will ferry a single passenger by trained motorcyclists, can be booked through a mobile-based app. The trained motorcyclists will maintain safe speed thus providing pace as well as safety to its passenger.

Techies who have problems in reaching their workplaces on time in Sector V and Rajarhat, where the majority of the software firms are in place,  or find difficult to return home at wee hours will be hugely benefited.

 

রাজারহাট-নিউটাউনে চালু হল ‘বাইক-ট্যাক্সি’ পরিষেবা

রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে রাজারহাট নিউটাউনে উদ্বোধন হল বাইক-ট্যাক্সি পরিষেবার। এই পাইলট প্রকল্পের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

মোবাইল অ্যাপের মাধ্যমে এই পরিষেবা বুকিং করা যাবে। সুদক্ষ এক বাইক চালক বাইক নিয়ে এসে যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেবে। এই প্রশিক্ষিত বাইক চালক বাইকের গতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি যাত্রীর নিরাপত্তারও খেয়াল রাখবে।

রাজারহাট ও সেক্টর ৫-এর তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মীরা প্রায়ই নির্দিষ্ট সময় নিজেদের কর্মস্থলে পৌছতে সমস্যায় পড়েন বা বাড়ি ফিরতে অসুবিধায় পড়েন। তারা এই পরিষেবার ফলে খুব উপকৃত হবেন।

রাজ্যের অন্যান্য জায়গাতেও এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

Nadimul Haque speaks on medical negligence in private hospitals

FULL TRANSCRIPT

Sir, in the absence of doctors and due to dissatisfaction with quality standards at State-run or public hospitals, an increasing proportion of people are using private healthcare facilities, though they are more expensive. In 2014, the average cost of hospital care by a public utility was Rs 6,120 while private institutions were four times more costly at Rs 25,850. Sir, in the last decade, while the cost of treatment has more or less doubled, insurance cover is still less than 15 per cent.

However, recent cases in multi-speciality hospitals across the country show an abysmal state of private healthcare. Private hospitals lack transparency, often resulting in an increase in medical negligence amounting to severe injuries and even deaths.

A case in point is that of Sanjay Roy, a Dankuni resident, at a world-famous private hospital in Kolkata. He sadly died due to alleged medical negligence. Sir, here I want all honourable Members to listen, and listen with feelings, because only then will you understand what pains his family had to go through. The point that I want to highlight is that hospitals authorities refused to release his body unless the hospital dues were cleared. His family had to keep their fixed deposit certificates as a security, only then his body was released.

Sir, the West Bengal Government has passed an Act which seeks to bring more transparency in healthcare, ending harassment of patients and checking medical negligence in private hospitals and nursing homes. Private hospitals will now have to pay compensation in cases of medical negligence with fines as high as Rs 10 lakh or more.

Sir, similarly, there ought to be a Central law regulating private hospitals in terms of over-pricing of medical treatment, cancellation of licenses and payment of compensations in cases of medical negligence. Other States may want to enact law following the example set by Bengal. Finally, what we all need to understand is that health service is not a commercial proposition; it is a service which needs to be delivered with humility and a human touch.

I end with a Urdu couplet, Sir.

 

Aise mahol mein tabah kya hain, dua kya hain

Jahan qatil hi khud poochen ki hawa kya hain

 

 

Bengal CM offers subsidy to potato farmers

The Mamata Banerjee government will procure potatoes from farmers across the state.

“The government will directly purchase 28,000 tonnes from farmers at Rs 4.60 a kg for mid-day meal and Integrated Child Development Services (ICDS),“ the CM said on Tuesday.

The CM also announced a 50 paisa subsidy for every kilo of potato exported by railways and ship given the demand for Bengal potatoes in Sri Lanka and Bangladesh.

The government also said the government has provided soil health cards to 20 lakh farmers. “We test the soil to ascertain properties and give them to farmers so that they can choose the crops suitable for the soil of their land. This would also make optimum use of fertilizer and pesticides,“ the CM said.

 

আলু চাষিদের পাশে রাজ্য সরকার

আলু চাষিদের পাশে দাঁড়াতে উদ্যোগী হলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে মিড ডে মিলের জন্য আলু সরাসরি কৃষকদের কাছ থেকে কিনবে সরকার। রাজ্যের বাইরে রপ্তানির ক্ষেত্রেও মিলবে সরকারি ভর্তুকি।

মিড ডে মিলের জন্য প্রয়োজনীয় আঠাশ হাজার মেট্রিক টন আলু সরাসরি কৃষকদের থেকে কিনে নেবে সরকার। সিদ্ধান্ত হয়েছে চার টাকা ষাট পয়সা কিলো দরে কেনা হবে এই আলু।

মাননীয়া মুখ্যমন্ত্রী আরও বলেন যে ২০ লক্ষ কৃষককে রাজ্যে ‘সয়েল হেলথ কার্ড’ দেওয়া হচ্ছে যার মাধ্যমে তারা মাটির গুণমান সম্বন্ধে অবগত হতে পারবেন। মাটি পরীক্ষা করে সেই মাটিতে কি কি চাষ করা যেতে পারে, এই তথ্যও পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে।

 

Bengal Govt brings ‘Pathadisha’ app and smart cards for bus commuters

Gone are those days when you wasted precious minutes waiting for the bus to your workplace. Thanks to ‘Pathadisha’ – an app the state transport minister will launch on Wednesday – you will get to track your bus from your home and plan your journey accordingly.

The transport department is also introducing a smart card for the commuters – quite similar to the Metro card – that would help a commuter get rid of the perpetual problem of change. For every recharge, there will be some free rides as promotional offer.

“To begin with, commuters will get to track and use smart cards on 700 government buses but gradually , all private buses, trams and vessels will be covered by the Vehicle Tracking System (VTS),“ said the Transport Minister.

Once the smart card is introduced, commuters will be able to swipe the card with a machine available with the bus conductor. It will help us in curbing revenue pilferage.

 

 

বাসযাত্রীদের জন্য ‘পথদিশা’ অ্যাপ ও স্মার্ট কার্ড নিয়ে এল রাজ্য সরকার

কর্মস্থলে যাওয়ার জন্য এখন আর বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে মূল্যবান সময় নষ্ট করতে হবে না। বাস যাত্রীদের জন্য রাজ্য পরিবহন দপ্তর নিয়ে এল ‘পথ দিশা’ অ্যাপ। আজ এই অ্যাপ চালু করবেন পরিবহন মন্ত্রী।

স্মার্ট ফোনে ‘পথ দিশা’ অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসে রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে। WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে।

পরিবহন দপ্তর একটি ট্রান্সপোর্ট কার্ড চালু করছে। এটি মেট্রোর স্মার্ট কার্ডের মতো। এবার প্রি-পেড ইলেক্ট্রনিক কার্ডের মাধ্যমে ভাড়া দিয়ে WBTC –র বাসে যাতায়াত করা যাবে।  প্রতি রিচার্জে প্রমোশনাল অফার হিসেবে বেশ কিছু ফ্রি রাইড থাকবে।

পরিবহন মন্ত্রী জানান, “এই পরিষেবা চালু হলে যাত্রীরা যেমন সবকিছু ট্র্যাক করতে পারবে তার সঙ্গে সঙ্গে সরকারী বাসে এই ট্রান্সপোর্ট কার্ডও ব্যবহার করতে পারবে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও জলযানের ক্ষেত্রেও চালু করা হবে”।

একবার স্মার্ট কার্ড চালু হয়ে গেলে যাত্রীরা বাস কন্ডাক্টরের কাছে থাকা মেশিনে সোয়াইপ করতে পারবেন।

Bengal Govt allots Rs 3300 crore to spruce up state-run health system

After proposing a regulatory body to keep tabs on private health facilities, Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday turned the focus on the government healthcare system, raising the plan budget from Rs 2,999.22 crore in 201617 to Rs 3,299 crore, as a first step to augment the infrastructure. The Rs 300-crore raise seems to be in sync with the steady increase in budgetary allocation since 2011-12, when the plan budget was merely Rs 871.87 crore.

A total of 42 multi and super-speciality hospitals, each with 300-500 beds, are being built in 15 districts at a cost of Rs 2,714 crore. Besides, 33 critical care units (CCU) and 21 high-dependency units (HDU) are already functional in tertiary and secondary hospitals. Fourteen more such CCUs and HDUs will operate by 2017-’18.

Eight health districts have been created at Nandigram, Jhargram, Bishnupur, Rampurhat, Diamond Harbour, Bashirhat, Asansol and Kalimpong to streamline the functioning of the district health administration. 27,000 beds have been added in the new and existing government hospitals together. To cater to the pressure, 4,544 doctors, 6,535 nurses, 833 pharmacist and 1,001 technicians have been added to the existing medical and paramedical force of the state.

At present, 113 Fair Price Medicine Shops offer discount up to 72%. 52 Fair Price Diagnostic Centres offer CT scan, MRI and Digital X-ray at low rate. Four State-run and three private Medical colleges offer 3150 MBBS seats, 133 PG seats and 31 post-doctorate seats. At present there are nine nursing training schools and five more are coming up. The Milk Bank at SSKM and the cord blood bank at Calcutta School of Tropical Medicine are now functioning. The number of sick newborn stabilization unit now stands at 370 while there are 70 sick newborn care units.

 

স্বাস্থ্য খাতে ৩৩০০ কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার

বেসরকারি হাসপাতালের গতিবিধির ওপর নজর রাখতে রেগুলেটরি কমিশন তৈরীর পর বুধবার বিধানসভায় পেশ হল স্বাস্থ্য বাজেট। ২০১৬-১৭ আর্থিক বছরে এই বাজেটে বরাদ্দ অর্থের পরিমাণ ২,৯৯৯.২২ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৩২৯৯ কোটি টাকা করা হয়েছে। ২০১১-১২ সালে যেখানে স্বাস্থ্য বাজেটে বরাদ্দ টাকার তুলনায় এবারের বাজেটে বরাদ্দ টাকার পরিমাণ ৩০০ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে যখন পরিকল্পনা খাতে বরাদ্দ টাকার পরিমাণ ৮৭১,৮১ কোটি টাকা।

১৫টি জেলায় ২,৭১৪ কোটি টাকা খরচে মোট ৪২টি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরী হয়েছে। এগুলির প্রত্যেকটিতে ৩০০-৫০০টি বেড রয়েছে। এর পাশাপাশি ৩৩টি সিসিইউ, ২১টি এইচ ডি ইউ চালু হয়ে গেছে।২০১৭-১৮ সালে এই রকম আরও ১৪টি সিসিইউ, ২১টি এইচ ডি ইউ চালু হবে।

নন্দীগ্রাম, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, রামপুরহাট, ডায়মন্ড হারবার, বসিরহাট, আসানসোল ও কালিম্পং সহ ৮টি স্বাস্থ্য জেলা তৈরী হয়েছে। নতুন ও পুরনো সরকারী হাসপাতালগুলিতে বেডের সংখ্যা ২৭০০০ বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন মেডিকেল ও প্যারামেডিকেল সেন্টারগুলিতে ৪৫৪৪ জন ডাক্তার, ৬৫৩৫ জন নার্স, ৮৩৩ ফার্মাসিস্ট এবং ১০০১ জন টেকনিশিয়ানকে নিযুক্ত করা হয়েছে।

বর্তমানে ১১৩ টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান রয়েছে যেখানে প্রায় ৭০% ছাড়ে ওষুধ পাওয়া যায়। ৫২ টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যেখানে কম খরচে সিটি স্ক্যান, এম আর আই এবং ডিজিটাল এক্স-রে করা হয়। ৪টি সরকারী ও ৩টি বেসরকারী মেডিকেল কলেজ রয়েছে যেখানে এম বি বি এস এর আসন সংখ্যা ৩১৫০, পিজি-র আসনসংখ্যা ১৩৩ এবং পোস্ট ডক্টরেটের আসন সংখ্যা ৩১। বর্তমানে ৯টি নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে আরও ৫টি স্কুল তৈরী হচ্ছে। এস এস কে এমে মাতৃদুগ্ধ ব্যাঙ্ক, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কর্ড ব্লাড ব্যাঙ্ক পরিষেবা চালু হয়ে গেছে। ৩৭০টি এসএনএসইউ তৈরী হয়েছে আগে এই সংখ্যা ছিল ৭০।