BJP is jealous of development in Bengal: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today lashed out at the Centre for withholding funds for the State; she said BJP is jealous of the development in Bengal and hence non-BJP ruled States were deprived of funds.

“I am stating with figures what Bengal can do, others cannot do; more so with the huge debt burden that was incurred by the Left. We do not make false promises to win elections,” the CM said.

“Agriculture growth in India is 1.1% while that of Bengal is 6%. Growth in service sector in India is 9% and that of Bengal is 13.99%. Industrial growth  in India is 7% and that of Bengal is 10 per cent,” she added.

“Institutional delivery has increased from 65% to 90%. Infant mortality has reduced from 32 to 26 per 1000 live births. We do not need lectures from them. Let them show one State where healthcare is free. I challenge them to compare the figures of infant mortality in Bengal and Gujarat,” she said.

The Chief Minister wondered if the claims of Bengal lagging in agriculture are true, how has the State received Krishi Karman award 5 years in a row from Government of India since 2011. She wanted to know from the Centre what happened to the promise of taking over 7 sick tea gardens in north Bengal. She accused the Centre of depriving Bengal by planning to shift the headquarters of Tea Board to Assam.

“Instead of working for the people, BJP is running malicious propaganda campaign on social media,” the Chief Minister added.

 

বাংলার উন্নয়নে বিজেপির খুব হিংসা: মমতা বন্দ্যোপাধ্যায়

আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আমার তথ্যই কথা বলবে। আমি বাজে কথা কম বলি, মিথ্যে ভাষণ কম দিই, ভোটে জেতার জন্য কুতসার রাজনীতি কম করি, যেটুকু কথা বলার সেটুকুই বলি। গুজরাটে অপুষ্টিতে মৃত্যুর হার কত? বাংলায় কত? আমি চ্যালেঞ্জ করছি, গুজরাটে অপুষ্টিতে শিশু কত আক্রান্ত? বাংলায় কত? এত দেনা শোধ করেও?”

মুখ্যমন্ত্রী বলেন, “দেনা আমরা করি নি, সিপিএম করেছে। কেন সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের পারমিট করেছিল দেনা করবার জন্য? আর দেনা যতক্ষণ সম্পূর্ণ শোধ না হয়, সেটা লাফিয়ে লাফিয়ে বাড়ে। আমরা এফারবিএম চালু করেছি, সেটাতে যে টাকা নেওয়া হয়, সবটাই দেনা দিতে চলে যায়, একটা টাকাও আমাদের কাজে লাগে না। এই দেনার যে টাকা, সেই টাকার টোটাল টাই কেন্দ্রীয় সরকারকে দিতে চলে যাচ্ছে। ৪০,০০০ কোটি টাকা কেন কাটে আমাদের থেকে? আবার বড় বড় কথা, বড় বড় ভাষণ। রেশন দেওয়ার ক্ষমতা নেই শুধু ভাষণ।”

পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন বাংলা এগিয়ে চলেছে। “এগ্রিকালচারাল গ্রোথ ইন্ডিয়া ১.১% আর বেঙ্গল অ্যাবাউট ৬%; সার্ভিস সেক্টর, ইন্ডিয়া–৯.২% বেঙ্গল–১৩.৯৯%; ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইন্ডিয়া-৭.৩% বেঙ্গল-১.০.৫৯%; আর জিডিপি, ২০১০-১১য় ছিল ৪.৬ লক্ষ কোটি, ১৫-১৬য় এটা ৯.৩৯ লক্ষ কোটি হয়েছে। যদি এগ্রিকালচারাল গ্রোথ আমাদের খারাপ হয়, পরপর পাঁচ বছর পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের কৃষি কর্মন অ্যাওয়ার্ড পেল কি করে?”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলাকে জ্ঞ্যান দিয়ে লাভ নেই। বাংলা যা পারে, অন্যরা কেউ তা পারে না। আমরা ৩৬৫ দিন কাজ করি, ৩৬৫ দিন মানুষের কাছে থাকি।”

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সাতটা চাবাগান অধিগ্রহন করবে, আজ পর্যন্ত একটা কেউ টেকঅভার করেছে? উপরন্তু বাংলায় চা বাগান বেশী বলে, আমাদের কলকাতায় যে টি বোর্ডের অফিস আছে, সেই টি বোর্ডের অফিসটা হস্তান্তর করে আসামে নিয়ে যাচ্ছে। আমার আপত্তি নেই আসামে যদি আরেকটা করে, কিন্তু বাংলাকে বঞ্চনা কেন?”

Bengal Govt’s textile brand Tantuja to sell sarees in USA

The West Bengal State Handloom Weavers’ Co-operative Society Limited, selling its products under the brand name, Tantuja, has announced its partnership with Amazon to enter the US market. This is the first expansion of Tantuja into the global stage. Through the e-commerce portal, Tantuja would sell sarees in USA.

Amazon is a pioneer in global e-commerce space with over 20 years of experience.

Tantuja has been selling handloom products crafted by local artisans and weavers of Bengal on the portal since last year. The brand has seen excellent response from customers across the country. This association with Amazon will help the co-operative society satisfy the huge global demand for traditional Indian products.

The West Bengal State Handloom Weavers’ Co-operative Society, after being rejuvenated through the personal initiative of Chief Minister Mamata Banerjee, has enabled thousands of local weavers, artisans and craftsmen to get direct access to customers while ensuring that they get the right value for their offerings.

The Trinamool Congress Government has been giving special thrust to the textile sector of Bengal, which has a huge potential. Among other things, the Biswa Bangla brand has been created as an umbrella brand to sell the textile and handicrafts of the State, through the Biswa Bangla-branded showrooms.

 

এবার মার্কিন মুলুকেও পাওয়া যাবে বাংলার তন্তুজর শাড়ি

অ্যামাজনের সাথে চুক্তি করল দি ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভারস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড যারা নিজেদের তৈরি সামগ্রী বিক্রি করে তন্তুজ’র নামে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রেও এবার পাওয়া যাবে বাংলার শাড়ি। এই প্রথম বিশ্ব বাজারে পাড়ি দেওয়ার উদ্যোগ নিল তন্তুজ।

বাংলার তাঁতিদের তৈরি শাড়ি ও অন্যান্য বস্ত্রসামগ্রী অনলাইনে ই-কমার্সের মাধ্যমে তন্তুজ বিক্রি করছে গত বছর থেকে। সারা দেশ থেকে মিলেছে ব্যাপক সাড়া। এবার অ্যামাজনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তন্তুজ মেটাবে আন্তর্জাতিক চাহিদা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় তন্তুজ পুনর্জীবন লাভ করেছে। এর ফলে হাজার হাজার তাঁতি, কারিগররা সরাসরি গ্রাহক পর্যন্ত পৌঁছতে পারছে, তার ফলে তাঁরা নিজেদের পরিশ্রমের উপযুক্ত মুল্য পাচ্ছেন।

তৃণমূল সরকার বিশেষ জোর দিয়েছে বস্ত্রশিল্পের ওপর। অন্যান্য শিল্পের পাশাপাশি বস্ত্রশিল্পেরও আছে বেড়ে ওঠার প্রবল সম্ভাবনা। ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ডের দৌলতে রাজ্যের সকল বস্ত্র ও হস্তশিল্পীরা নিজেদের সামগ্রী বিক্রী করতে পারছেন।

Mamata Banerjee tears into the BJP at Trinamool’s organisational polls

Trinamool Chairperson and Bengal Chief Minister Mamata Banerjee today teared into the BJP at party’s organisational polls. Slamming the ruling party at Centre she said that It is the need of the hour for all regional parties to come together for the sake of the nation. Didi said, my message to all regional parties is ‘Be Together, Be United’.

She said, “Trinamool is targeted because we speak for the common people. How many leaders will you put in jails? I dare you to arrest all our MPs, Ministers, MLAs. They are carrying out malicious propaganda. Wherever I go, London, Puri or Delhi, they send workers to disrupt.”

The Chairperson added, “Who are you to decide what a person can eat or wear? Trinamool works for people of all castes, creed, religions. I believe I am a worker of the party. In Trinamool, workers and not leaders are the biggest assets.”

BJP is dividing people based on religious identities. We respect all religions but humanism is our biggest identity. They (BJP) have destroyed the democratic culture of the country with their vindictive politics and vendetta,” Didi said.

Mamata Banerjee lashed out at the BJP for indulging in divisive politics. She said, “Religion means peace and harmony. But BJP gave arms to children during their rally. BJP only believes in conspiracies not rule of law.

I am proud of my religion. I am proud of all religions. Hinduism means tolerance. BJP is defaming Hinduism. Riots cannot be religion. Religion unites people, does not divide them. Be proud of the land you are born in. This is our motherland. We are proud of it.”

She told party workers that the next two years as a challenge. “We have to fight against the malicious propaganda and conspiracies. They are bringing cadres from other States to incite trouble in Bengal. We have to be very careful,” Didi added.

She also took on the BJP for their malicious propaganda on social media. “BJP spends crores on social media. They put fake photos and distort my words. We have to counter them. They post photos and videos of Bangladesh and say it is Bengal. They are spreading rumours.”

She also reiterated that Trinamool will continue to fight for the people. “As a political party we have a responsibility. We have to fight valiantly. We will not tolerate politics of vindictiveness. India is a vast country with a lot of diversity. We will not allow politics of ‘Divide & Rule’. Let us stand for unity,” was her message.

She slammed the BJP for destroying the federal structure of the country. She maintained the voice of the press-media has been muzzled by the Centre.

 

তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের অনুষ্ঠানমঞ্চ থেকে আরও একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সভানেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন দেশের স্বার্থে আঞ্চলিক দলগুলির একজোট হওয়া প্রয়োজন। সব সব আঞ্চলিক দলগুলির প্রতি দিদির বার্তা ” এক হও, একজোট হও”।

তিনি বলেন, “তৃণমূলকে বারবার টার্গেট করা হয় কারণ তারা সাধারণ মানুষের হয়ে কথা বলে। কত জন নেতাদের ওরা জেলে পাঠাবে? ওদের সাহস থাকলে আমাদের সব সাংসদ, বিধায়ক, নেতা মন্ত্রীদের গ্রেফতার করুক”।

সভানেত্রী আরও বলেন, “মানুষ কি খাবে, কি পরবে সেটা ওরা ঠিক করার কে? তৃণমূল সব ধর্মের, সব জাতির মানুষের জন্য কাজ করে। আমি মনে করি আমি দলের একজন কর্মী। নেতারা নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দলের বড় সম্পদ”।

বিভাজনের রাজনীতি করার জন্য এদিন বিজেপির উদ্দেশ্যে বলেন, “ধর্ম মানে শান্তি ও সম্প্রীতি। অথচ বিজেপির মিছিলে ছোট শিশুদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বিজেপি। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু মানবিকতাই আমাদের প্রধান পরিচয়। কুৎসা ও অপপ্রচার করে ওরা দেশের গণতন্ত্র ও সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে।

বিজেপি শুধু চক্রান্ত ও ষড়যন্ত্র করে। ওরা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে। প্রেস মিডিয়া ওদের বিরুদ্ধে কথা বলছে না, ওদের কণ্ঠ রোধ করে দিয়েছে।

আমি আমার ধর্মের জন্য গর্বিত। হিন্দুধর্ম মানে সহনশীলতা। বিজেপি হিন্দুধর্মকে অপমান করছে। দাঙ্গা কখনো ধর্ম হতে পারে না। ধর্ম মানুষকে জোরে, ভাগ করে না।

আপনি যে মাটিতে জন্মগ্রহণ করেছেন সেই দেশের জন্য গর্বিত হোন। এটা আমাদের মাতৃভূমি”।

দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ওদের কুৎসা ও অপপ্রচার ও চক্রান্তের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্য রাজ্য থেকে লোক নিয়ে এসে ওরা বাংলায় সমস্যার সৃষ্টি করছে। আমাদের আরও সতর্ক হতে হবে। সোশ্যাল মিডিয়াতে কোটি কোটি টাকা ব্যয় করে বিজেপি। জাল ফটো দেয় আর আমার কথাকে বিকৃত করে। ওদের মোকাবিলা করতে হবে। বাংলাদেশের ফটো, ভিডিও পোস্ট করে তা বাংলার বলে চালায়। গুজব ছড়াচ্ছে ওরা, ওতে কান দেবেন না”।

তাঁর বার্তা, “রাজনৈতিক দল হিসেবে আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। সাহসিকতার সঙ্গে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আমরা বরদাস্ত করব না ভারত বৈচিত্র্যময় দেশ। আমরা কাউকে বিভাজনের রাজনীতি করতে দেব না। আসুন আমরা এক হই”।

 

Bengal ahead in fighting child malnutrition

Bengal is ahead of the other States of the country in taking efforts to fight child malnutrition. The State is also ahead in getting children admitted in nutrition rehabilitation centres (NRCs).

These facts were stated in a reply to Parliament by the concerned Central Minister on April 11, 2017. The data on which these facts were established covers the period from April 2015 to March 2016.

It must be mentioned that in the last 5 years, the infant mortality rate in the State has come down from 32 per 1000 live births to 26. Institutional delivery has also increased from 65 to 90%. The Government has set up Mother and Child Hubs in every district, the number of SNCUs, SNSUs have been augmented. Pioneering initiatives like Breast Milk Bank and Cord Blood Bank have been taken.

 

 

শিশুদের অপুষ্টিরোধে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ

শিশুদের অপুষ্টিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অন্যদের থেকে এগিয়েই রয়েছে পশ্চিমবঙ্গ। আর এক্ষেত্রে সংশ্লিষ্ট পুনর্বাসন কেন্দ্রে (নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার বা এনআরসি) শিশুদের সময়মতো ভরতির ক্ষেত্রে দেশের অধিকাংশ রাজ্যের থেকেই এগিয়ে রয়েছে বাংলা।

রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছেন। রিপোর্টে ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্যের উল্লেখ করেছেন। রিপোর্ট থেকে স্পষ্ট, এনআরসি’র সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও তাতে ভর্তি থাকা শিশুর হার অন্যদের থেকে অনেকটাই বেশি বাংলায়।

 

AC mini buses to be flagged off in Kolkata today

State Transport Minister Suvendu Adhikari will flag off a fleet of 10 air-conditioned mini buses today.

Five air-conditioned mini-buses will be flagged off at Netaji Subhas Chandra Bose International Airport. Another five such buses will be flagged off from the bus depot of the West Bengal Transport Corporation at Joka.

This is the first time ever in the history of the state’s transport sector when such air-conditioned mini-buses are getting introduced. Five of the buses will be plying on Kolkata Airport to Esplanade route and the other five on Behala-Joka to Esplanade route.

Each of the buses with 30 seats is the first-of-its-kind in the state to have panic buttons, GPS system and surveillance cameras.

 

কলকাতায় চালু হচ্ছে এসি মিনিবাস পরিষেবা

আজ কলকাতায় এসি মিনিবাস পরিষেবার সূচনা করবেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। দমদম বিমানবন্দর থেকে ৫টি ও জোকার সরকারি বাস ডিপো থেকে আরও ৫টি বাসের শুভ সূচনা করা হবে।

এই প্রথম রাজ্যে এসি মিনিবাস পরিষেবা চালু হচ্ছে।

৩০-সিট বিশিষ্ট এই বাসগুলি দুটো রুটে চলবে – বিমানবন্দর-এসপ্ল্যানেড ও বেহালা/জোকা-এসপ্ল্যানেড। প্রত্যেকটি বসে থাকবে যাত্রীদের জন্য প্যানিক বাটন, জিপিএস ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরা।

Kalyan Banerjee speaks on The Taxation Laws (Amendment) Bill, 2017

FULL TRANSCRIPT

Sir, I do not know from whose mind it has come and it has been changed, but I give you thanks for Clause 2, that is, the extended meaning, after the words “the area of a Customs station”, the words “or a warehouse” shall be inserted. And in your objects and reasons, you said that, in Clause 3 … it is proposed to amend this again to include ‘warehouse’ in the definition of ‘customs area’ to ensure that an importer will not be required to pay the proposed integrated goods and service tax at the time of removal of goods from customs station to warehouse.

This grey area existed for a long period of time and so many interpretations have been made but today you have really clarified and have made a very definite definition and that’s the reason I feel that this part is really very good.

I would like to come to the next point, which is Clause 3, 108A. A person who is responsible for maintaining records of registration or statements of account holding, any other information – it is a liability that they have to maintain this. My second point is about the part where the proper officer considers that the information furnished under sub-section 1 is defective. I would like to know, who is the proper officer? This proper officer has not been defined. You cannot appoint a ‘proper officer’ according to your wish and terms, by any notification.

So far, you have given a chance of giving a reply to them, in case of any defect. But so far 108B is concerned, where you have imposed that if you fail to give the information to the proper officer, every day they have to pay a fine of only Rs 100, which, according to me, a lesser punishment. The punishment should be increased. Why would an authority specified under 108A (1) be failing to discharge statutory duties? If someone fails to discharge statutory duties, that person should be penalised more. All high-ranking officers have been defined under 108 (a) and they are been paid by the State Exchequer, so should they be committing any delay? If they delay, why should there be only a Rs 100 penalty? Why should you not start disciplinary proceedings against them? Why should they not be liable? The officer should give the information immediately. If the penalty is not increased, nobody would be aware of the implications of these statutory things. The officers are bound to do it.

Now, I point out to you the Central Excise Act, as far as Clause 8 is concerned, where the Section A has been amended and Section Survey inserted; wherein, in respect of any goods, if the Central Government is satisfied that the duty to be levied under Section 3 may be increased and that circumstances exist to render immediate action. I say this is an excessive delegation. There cannot be arbitrary exercise of power. In law it is said that absolute power corrupts absolutely. Now, why should you give such an unlimited power, unlimited discretionary power? What are the objective determinations behind the purpose of that? This part gives excessive power, excessive delegatory power, and hence is capable to be abused. Now, so far this part is concerned – Part 3 (b) (i) – this, according to us, gives excessive delegatory power. This should not be there. We are all for constructive criticism; but we are not as such opposing the Bill.

Sir, we understand, this is the Bill and it is the consequential one; these four Bills which have been given in the list, and these Bills are needed. Despite our objections and our Amendments, we have to accept whatever is there, excepting a few things which I have pointed out, and I hope the Hon. Minister of State, who is here, will take care of the points which I have said. You have to understand what the stark reality is at the ground-level. The stark reality is the power with the Central Excise officers, the customs officers, police, etc. If you give them absolute power, with no restrictions, then that power will be abused. Therefore, I request you to keep some safeguards there. One who has committed a fault should be penalised. In my speech I have said so. However, no officer should arbitrarily exercise power. Kindly keep this safeguard in mind.

With this I end my speech.

 

 

People will reject ideology-less CPM, directionless Congress and issue-less BJP: Abhishek at Barasat

Trinamool Youth Congress President and Lok Sabha MP Abhishek Banerjee today addressed a mega rally at Barasat Kacchari Maidan. This was his second public rally after recovering from the frightful car accident in October, 2016.

The first rally, which Abhishek termed as the beginning of a ‘second innings’, was held at Diamond Harbour SDO ground on April 2, 2017.

Abhishek slammed the Opposition calling the CPI(M) ideology-less, Congress as directionless and BJP as issue-less power greedy party. He said that more the attempts are made to malign Mamata Banerjee, the stronger Trinamool will become.

“We will not allow any communal violence in Bengal. We will not allow the peace and harmony of the State to be destroyed,” he said. He asked party workers to prepare posters warning people to beware of ‘chhoddobeshi’ CPI(M) and ‘poddobeshi’ BJP. He slammed the BJP saying Modi promised development but his party is full of rioters and child traffickers. He also said what someone wears or eats is their personal choice and no one should interfered.

On demonetisation he said that Trinamool wants black money to be recovered but not at the cost of the poor people. He slammed the BJP for not allowing obituary references in Parliament to those who died due to demonetisation. “People do not have the right to access their own money. What times are we living in? Our leader held protests across the country on this issue”.

Calling the BJP “Bangla Jalao Party” and “Bachcha Jharo Party”, Abhishek Banerjee said, Trinamool has fulfilled the promises made in the Manifesto and is working towards turning Bengal around. He asked the party workers to start preparing for Panchayat elections.

নীতিহিন সিপিএম, চরিত্রহীন কংগ্রেস আর উদ্দেশ্যহীন-ক্ষমতালোভী বিজেপিকে বাতিল করবে মানুষঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ বারাসাতের কাছারি ময়দানে এক বিশাল জনসভায় অংশগ্রহণ করেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বছর অক্টোবর মাসের দুর্ঘটনার পর এটা হবে তাঁর দ্বিতীয় জনসভা।

গত রবিবার ডায়মন্ড হারবারের এসডিও মাঠে অভিষেক নিজের রাজনৈতিক জীবনের “দ্বিতীয় অধ্যায়” শুরু করেন। সেই সভায় বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হন অভিষেক।

“বাংলা কারো কাছে মাথা নত করে নি। যা করার করুক, আমরা দিল্লীর সামনে হারব না। ইস্যুহীন কংগ্রেস, চরিত্রহীন সিপিএম ও দিশাহীন ক্ষমতা লোভী বিজেপি একসঙ্গে হয়েছে,” বলেন তিনি।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • আপনাদের আশীর্বাদ দোয়া, প্রার্থনার জন্য আজ আমি আপনাদের সামনে এসেছি। উন্নয়নের রথ অব্যাহত রয়েছে সেটা আপনাদের জনসমুদ্রতেই প্রমাণিত
  • তৃণমূল সাধারণ মানুষের অহংকার, অলংকার, জেদ ও আবেগ। তৃণমূলের বিরুদ্ধে যত কুৎসা হয় দল ততই শক্তিশালী হয়
  • আগামী পঞ্চায়েত নির্বাচনে পর উত্তর ২৪ পরগনার কোন গ্রামে সিপিএম-বিজেপি-কংগ্রেস কে খুঁজে পাওয়া যাবে না। এই রাজ্যে নীতিহিন সিপিএম, চরিত্রহীন কংগ্রেস আর উদ্দেশ্যহীন-ক্ষমতালোভী বিজেপি এক হয়ে তৃণমূল নেত্রীকে কলঙ্কিত করে চলেছে। মানুষ এটা মেনে নেয়নি আর নেবেও না
  • সিবিআই, ইডি দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না। এই বাংলাকে ভাগ হতে দেব না। কোন রকম সাম্প্রদায়িকতা বরদাস্ত করব না
  • নেতাজি বলেছিলেন, ‘তোমরা আমাকে রক্ত দাও। আমি তোমাদের স্বাধীনতা দেব’।  বিজেপি বলে আমাকে কুর্সি দাও, আমরা বাংলায় রক্তের বন্যা বইয়ে দেব।
  • আগে ছদ্মবেশী সিপিএম মুখে লাল কাপড় বেঁধে মানুষকে অত্যাচার করত, এখন মুখে গেরুয়া কাপর বেঁধে পদ্মবেশী বিজেপি এই বাংলাকে হিন্দু-মুস্লিমে ভেঙে দিতে চাইছে।
  • যতই সিপিএম জঘন্য ভাষায় আমাদের আক্রমণ করুক, আমি আমাদের দলের কর্মীদের বলব ‘সংযত থাকো উত্তরটা ব্যালট বাক্সে ওরা পেয়ে যাবে’।
  • পোস্টার বানান, ‘ছদ্মবেশী ও পদ্মবেশী হইতে সাবধান’। বাংলাকে ভাতে মারার চক্রান্ত করছে কেন্দ্র। কেন্দ্র কোন টাকা পাঠাচ্ছে না।
  • মোদী প্রতিশ্রুতি দিয়েছিল উন্নয়ন করবে। কিন্তু তিনি বাংলায় দুটি জিনিস দিয়েছেন। দাঙ্গাবাজ ও বাচ্চা চোর। শিশু পাচারে যারা জড়িত তার পূর্ণ তদন্ত হওয়া উচিত।
  • আমাদের সরকার কন্যাশ্রী, সবুজ সাথী, নতুন রাস্তা, খাদ্য সাথী, স্কলারশিপ, গীতাঞ্জলী, হাসপাতাল সব করেছে। আমাদের লক্ষ্য বাংলার মানুষের পাশে থাকা এবং বাংলার মানুষের হয়ে লড়াই করা।
  • আমাদের কর্মীরা আমাদের সম্পদ, পুরনো যেসব কর্মীরা লড়াই করে রক্ত দিয়ে সংগ্রাম করেছে, তাদেরকে সম্মান দিতে হবে। তৃণমূল যারা করবে তাদের দিদির সংগ্রামকে পাথেয় করে চলতে হবে।
  • কে কি পরবে, কে কি খাবে সেটা তাদের পার্সোনাল চয়েস, আমার টাকা আমার কাছে থাকতে পারছে না। এরকম খারাপ দিন আগে কখনও আসেনি। ২০১৯-এ বিজেপি এসবের ফল পেয়ে যাবে।
  • বিজেপি মানে বাংলা জ্বালাও পার্টি আর বাচ্ছা ঝাড়ো পার্টি। আমরা চাই কালো টাকা ধ্বংস হোক কিন্তু গরীবের চোখের জল ফেলে নয়। আমাদের নেত্রীর নেতৃত্বে আমরা একাধিক আন্দোলন করেছি সারা দেশে। ডেরেক ও ব্রায়েন রাজ্যসভাতে এক মিনিট নীরবতা চেয়েছিলেন যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে, কিন্তু, বিজেপি সে প্রস্তাব হেসে উড়িয়ে দিয়েছে।
  • আমাদের ইস্তেহারে যা বলা ছিল, আমরা তা করেছি। যেমন সিঙ্গুরের জমি আমরা ফেরত দিয়েছি। কিন্তু, বিজেপি তাদের কথা অনুযায়ী কালো টাকা ফেরত আনতে পারেনি।
  • আমাদের লড়াই বাংলার সোনালী দিন ফিরিয়ে আনার লড়াই। বিরোধীরা সব কিছুতেই কোর্টে চলে যায়, ওরা কোর্টে থাকুক আর আমরা ভোটে থাকবো। তৃণমূল বাংলার মানুষের মনের মধ্যে রয়েছে।
  • আপনারা এমন ভাবে লড়াই করুন যাতে আগামী পঞ্চায়েতে সিপিএম কংগ্রেস বা বিজেপি কোথাও মাথা তুলে না দাঁড়াতে পারে। সততার কোনও বিকল্প হয় না। উন্নয়নের বার্তাকে ঘরে ঘরে পৌঁছে দিন। সবাইকে শুভ নববর্ষ।

 

 

People will give a fitting reply to the Centre democratically: Abhishek Banerjee at Diamond Harbour

Trinamool Youth Congress President and Diamond Harbour MP Abhishek Banerjee addressed a huge public meeting at Diamond Harbour today. This was his first public meeting in six months, after he met with an accident last October.

During his speech he thanked the people for their love, support and blessings. He said he is back from near-death experience because of the wishes and prayers of people. Terming this as his ‘second innings’ in politics, Abhishek said we have to reach out to people with a renewed vigour.

“Even if all political parties come together against Trinamool in Panchayat polls, nobody can defeat us. People are with us. There is no alternative to Mamata Banerjee in Bengal. People have rejected the unholy nexus of CPI(M) and Congress,” he said.

Attacking the Centre for its step-motherly attitude, Abhishek said, “We will not bow our heads before Delhi.” He added that the Centre is misusing the agencies to intimidate Trinamool. “But they do not know Trinamool is different from other parties,” Abhishek commented, adding that people will give a fitting reply to the Centre democratically.

He came down heavily against a party that was involved in child trafficking. Demanding a thorough investigation into the issue, he said they have place in Bengal. “We will protect the rights of the people of Bengal,” the MP said.

Abhishek also gave out a strong message of communal harmony at the rally. “There is no difference between Hindus and Muslims. Our culture teaches us ‘Sarva Dharma Samannay’. Swami Vivekananda had said everyone has the freedom to eat what they please,” he said. Nobody has the right to dictate what people will eat, what they will wear, Abhishek added.

Sharpening the attack on BJP, he said Trinamool has fulfilled the promises it made during elections but the Centre has failed to live up to the promises they made.

 

মানুষ কেন্দ্রকে গণতান্ত্রিকভাবে জবাব দেবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দীর্ঘ ছয়মাস পর একটি জনসভা করলেন। গত বছর অক্টোবর মাসে একটি দুর্ঘটনার পর মৃত্যুর সাথে লড়াই করে সুস্থ হয়ে তিনি ফিরে এলেন জনতার দরবারে।

বক্তব্য রাখার সময় তিনি সকলকে ধন্যবাদ জানান তাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য। তিনি বলেন মানুষের আশীর্বাদ ও প্রার্থনার জন্যই তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছেন। আজকের জনসভাকে তিনি তার রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায় বলে অভিহিত করেন। তিনি বলেন দলের কর্মীদের মানুষের কাছে নতুন উদ্যমে পৌঁছে যেতে হবে।

সব রাজনৈতিক দল এক হয়ে লড়লেও তৃণমূলকে হারাতে পারবে না। মানুষ আমাদের সাথে আছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। মানুষ সিপিএম ও কংগ্রেসের অনৈতিক জোটকে প্রত্যাখ্যান করেছে,” বলেন অভিষেক।

বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করায় কেন্দ্রকেও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, “দিল্লির কাছে বাংলা হার মানবে না।” তিনি ও বলেন যে নানা এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূলকে দমাতে পারবেনা কেন্দ্র। মানুষ কেন্দ্রকে গণতান্ত্রিকভাবে জবাব দেবে, বলেন তিনি।

শিশু পাচার নিয়েও সরব হন অভিষেক। তিনি বলেন শিশু পাচারের চাইতে ঘৃণ্য অপরাধ হয় না। পাচারচক্রের সাথে জড়িতদের কড়া শাস্তি দাবি করেন তিনি এবং বলেন যারা এই কাজে যুক্ত তাদের বাংলায় স্থান নেই।

জনসভায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দেন তরুণ এই সাংসদ। তিনি বলেন, হিন্দু আর মুসলমানের কোনো তফাৎ নেই। আমাদের সংস্কৃতি শেখায় সর্ব ধর্ম সমন্বয়ের কথা। তিনি আরও বলেন যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন সবার নিজের পছন্দের খাবার খাওয়ার স্বাধীনতা আছে। কেউ ঠিক করে দিতে পারে না কে কি খাবে বা কে কি পরবে।

বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে অভিষেক বলেন, তৃণমূল নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি পালন করেছে কিন্তু কেন্দ্র এখনও নিজেদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ।

Opposition engaging in political pollution: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee on Friday said that a political vendetta campaign had been taken up against the Trinamool Congress by the BJP government at the Centre. “What they (the Centre) are doing is political pollution. It is political vendetta. They are scaring people with the CBI,” the Chief Minister added.

She advised business leaders to form groups and protest against any political vendetta by the Centre. “Do not be scared of the CBI so much. You pay your taxes. So why are you scared so much? You should make groups and protest against such threats,” she said.

She assured that she would be always with the businessmen. “I am always with you. But you should work for the betterment of society. Companies need to do welfare work under their corporate social responsibility (CSR) programme,” the Chief Minister said.

Speaking on development, she referred to the Metro rail construction works in the city. “I can remember that I received criticism while allocating money for those Metro rail projects. Now the work is underway.  After completion of the project, these tracks will solve the transport problems in the city,” she observed.

The Chief Minister invited the industrialists to invest in manufacturing sector. She also informed that Bengal has achieved 6 per cent growth in infrastructure development. “We have Rs 40,000 crore debt on us. But the state government has been able to provide rice for Rs 2 per kg, we treat people free of cost in government-run hospitals, we have set up 307 paediatrics units in hospitals, you can find ICCU, mother and child care hub. You can find a milk bank at SSKM hospital,” the Chief Minister noted.

“Recently, we introduced laws on clinical establishments as well as a law against ransacking of property. Everybody should remember that there are two laws. Both the parties have to be cautious about their approach,” she concluded.

 

বিরোধীরা কুৎসা করছে, যা ‘সলিউশন’ নয়, ‘পলিটিক্যাল পলিউশন’: মমতা বন্দ্যোপাধ্যায়

ভয় না পেয়ে একজোট হোন। শিল্পপতিদের এই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কিছু বললেই সিবিআই, আয়কর চলে আসবে। আমার সঙ্গে কথা বললেও আপনাদের বিপদ হতে পারে। প্রয়োজনে রাস্তায় নামুন। শিল্পোদ্যোগীদের বিভিন্ন সংগঠন রয়েছে। একজন আক্রান্ত হলে অন্যরা পাশে দাঁড়াবেন না কেন? একজন আঘাত পেলে ৫০ জন পাশে দাঁড়ান। প্রয়োজনে রাস্তায় নামুন। মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু লেডিজ স্টাডি গ্রুপ করলে হবে না। পথে নামতে হবে। বাড়ির মহিলাদের আন্দোলনের পথে নামান। আপনাদের চিন্তা কীসের? আপনারা তো নিয়ম মেনে কাজ করেন। রাজ্য সরকার যা সাহায্য করার তা তো করবেই।

শুক্রবার বেহালা চৌরাস্তার কাছে এস এল ধানুকা গার্লস হস্টেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যা নার্জি। তিনি বলেন, নির্বাচিত সরকারকে ১০টা বাধা পেরিয়ে কাজ করতে হচ্ছে। কখনও সবুজ, কখনও হলুদ বেঞ্চ, কখনও রায়, আবার কখনও সংস্থা, এটা, সেটার বাধা আসছে। এদিন নাম না করে কেন্ত্রীয় সরকারকে আক্রমণ করেন। তিনি শিল্পপতিদের বলেন, নোটবন্দীর ফলে ৩ মাস দুঃসময় গেছে। মানুষকে ঘা, গুঁতো খেতে হয়েছে। শিল্পের ক্ষতি হয়েছে। আপনারাও তা জানেন। তবে কিছু বললেই সিবিআই, আয়কর বিভাগ চলে আসবে। প্রতিবাদ করায় তৃণমূলের বিরুদ্ধে সিবিআই, আয়কর বিভাগ নেমে পড়েছে। দলের একাংশকে জেলে পাঠালে আর এক অংশ তৈরি বলে জানান তিনি। বলেন, ভয় পাই না। কেউ একটা কিছু ভাঙলে এক লক্ষ গড়ি। যে কাজ ভাল না, তা সকলের বর্জন করা উচিত। সরকার কোনও নীতি গ্রহণ করতেই পারে। তবে সবার সঙ্গে কথা বলে, বুঝিয়ে।

রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও ভাল করতে আইন আনার কাজ করেছি। তাদের কাজে নাক গলাতে চাইনি। মঞ্চ থেকে ঘোষণা করা হয় ধানুকা ধানসেরি গোষ্ঠী মহিলাদের জন্য নিউ টাউনে তাদের তৃতীয় হস্টেল তৈরি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবেশমন্ত্রী, কলকাতার মহানাগরিক শোভন চ্যাটার্জি, শিল্পোদ্যোগী সি কে ধানুকা, ভারতী ধানুকা।

বিজেপির তোলা বিভাজনের রাজনীতির অভিযোগের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেন, ৪০ লক্ষ ছাত্রী ‘কন্যাশ্রী’ প্রকল্পের আওতায়। ৩৫ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে । রাজ্যের ৮ কোটি মানুষ ২ টাকা কেজি চাল পান। কোনও তারতম্য নেই। রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা সবাই পায়। অনেকে মিথ্যে বলেন, কুৎসা করেন। এটা কোনও ‘সলিউশন’ নয়, ‘পলিটিক্যাল পলিউশন’।

তিনি বলেন, সরকারের কাজে দল হস্তক্ষেপ করে না। এ জন্য গর্বিত । তিনি জানান, রাজ্যে বিনিয়োগের জন্য পোল্যান্ড, জার্মানি , চীন, রাশিয়া আগ্রহ দেখিয়েছে। উৎপাদন শিল্প যাতে আরও বাড়ে দেখতে হবে। আস্তে আস্তে আরও শিল্প হোক। শুধু কংক্রিটের শিল্পই শিল্প নয়। একটার জায়গায় ২০টি শিল্প হোক। তিনি জানান, রেলমন্ত্রী থাকার সময় যে প্রকল্প ঘোষণা করে ছিলেন তা শেষ হবেই। বছর দুয়েকের মধ্যে মেট্রো প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে।

 

Bengal CM inaugurates a girls’ hostel in Behala

Chief Minister Mamata Banerjee inaugurated a girls’ hostel that has come up at Behala on Diamond Harbour Road on Friday.

The hostel has come up on a 1 acre land and is just one kilometre away from Behala Chowrasta. A G+7 storeyed building has come up covering around 80,000 square feet which will house 400 girls who have come from outside Kolkata and are pursuing professional courses like CA, CS, CFA, ICWA and graduation or higher studies at an affordable rate.

The hostel has spacious, well-lit ventilated fully furnished rooms to accommodate students. There is a modern outsourced kitchen and a well-planned dining room. There is a library containing course specific books. There are well furnished classrooms with video conferencing facility. There will be shuttle bus services for the borders to the nearest Metro station.

A foolproof security system has been introduced with hi-tech surveillance camera with biometric access. There is a state-of-the-art gymnasium with a yoga centre which will be run by professional women instructors.  In addition to this, there will be a roof-top jogging path. There will be in house medical room and on-call doctor facility along with a full-fledged in house laundry.

 

Excerpts of her speech:

  • We want manufacturing industry to grow in Bengal. We assure all cooperation to interested investors
  • Opposition is spreading political pollution
  • We cannot be intimidated by CBI. We maintain a distinction between party and govt
  • I started the Joka-BBD Bag metro work when I was Railway Minister. Behala will be transformed when metro is complete
  • We have prepared a land bank and land-use policy
  • We have received investment proposals from America, Russia, China and many other countries
  • 36 lakh girls have benefited from Kanyashree. We have distributed cycles under Sabuj Sathi. We have built 1000 girls’ hostels
  • Demonetisation has affected the unorganised sector and agriculture. They are trying to intimidate us for speaking out
  • Even if they put all of us jail, our protests will continue

 

 

 

বেহালায় ছাত্রী হোস্টেলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বেহালার ডায়মন্ড হার্বার রোডের ওপর নির্মিত ছাত্রী হোস্টেলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেহালা চৌরাস্তা থেকে মাত্র এক কিলোমিটার দূরে নির্মিত এই ছাত্রী হোস্টেল এক একর জমির ওপর নির্মিত। ৮০,০০০ বর্গ ফুটের এই হোস্টেলে আনুমানিক ৪০০ জন ছাত্রী থাকতে পারবেন। যে সকল ছাত্রী কলকাতার বাইরে থেকে স্নাতক স্তরে বিভিন্ন কোর্স করতে কলকাতায় এসেছেন, তারা স্বল্প খরচে এখানে থাকতে পারবেন।

হোস্টেলটির পরিবেশ মনোরম ও ঘরগুলি সুসজ্জিত। আধুনিক ভাবে তৈরি করা হয়েছে রান্নার ও খাবার ঘর। এখানে থাকবে লাইব্রেরী, যেখানে বিভিন্ন পাঠ্যক্রমের বই মজুদ থাকবে। এখানে ভিডিও কনফারেন্সের সুবিধাযুক্ত আধুনিক ক্লাসরুমও থাকছে। এই হোস্টেলের আবাসিকদের জন্য নিকটতম মেট্রো রেল স্টেশন পৌছনোর সাটেল বাস সার্ভিসও থাকবে।

মহিলাদের নিরাপত্তার দিকেও জোর দেওয়া হয়েছে। থাকবে অত্যাধুনিক সুরক্ষা ব্যাবস্থা। প্রশিক্ষিত মহিলা ট্রেনার দ্বারা পরিচালিত জিম ও যোগা কেন্দ্রও থাকবে। ছাদের ওপর থাকবে জগিং করার জায়গা। লন্ড্রি সুবিধাও পাওয়া যাবে হোস্টেলের ভেতরেই। ডাক্তারখানাও থাকছে হোস্টেলের ভেতর। পাশাপাশি “অন-কল-ডক্টর” সুবিধাও পাওয়া যাবে।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • বিরোধীরা সারা বাংলা জুড়ে কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে, পলিটিকাল পলিউশন ছড়াচ্ছে
  • আমরা চাই বাংলায় ম্যানুফ্যাকচারিং শিল্প হোক। আমরা সব বিনিয়োগকারীদের সহযোগিতার আশ্বাস দিচ্ছি
  • রেলমন্ত্রী থাকাকালীন আমি জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজ চালু করেছি। মেট্রো চালু হলে বেহালার চেহারা পালটে যাবে
  • আমরা ল্যান্ড ব্যাঙ্ক, ল্যান্ড-ইউজ পলিসি চালু করেছি
  • আমেরিকা, রাশিয়া, চীনসহ আরও অনেক দেশে বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী
  • ৩৬ লক্ষ ছাত্রী কন্যাশ্রী প্রকল্পে উপকৃত হয়েছে। সবুজসাথী প্রকল্পে সাইকেল দিয়েছি ছাত্রছাত্রীদের। ১০০০ ছাত্রী নিবাস তৈরী হয়েছে
  • কৃষি ও অসংগঠিত ক্ষেত্রে নোট বাতিলের যথেষ্ট প্রভাব পড়েছে
  • ওরা যদি আমাদের সকলকে জেলে পাঠায় তাও আমাদের প্রতিবাদ চলবে