Bengal govt to set up mini Mother and Child Hubs for infants and children

Four Mini Mother and Child Hubs are being set up in three districts of Bengal – in Silanpur and Sujapur in Malda district, at Anupnagar in Murshidabad district and in Jalpaiguri.

These 50-bedded facilities would be built at Rs 12 crore each.

Six full-fledged Mother and Child Hubs have recently been started at the Uluberia, Murshidabad and Nadia District Hospitals, and at the Calcutta, Bankura Sammilani and Malda Medical College Hospitals.

Three more are going to come up within this year at Jalpaiguri District Hospital, Midnapore Medical College Hospital and Cooch Behar Medical College Hospital.

Mother and Child Hubs are facilities, mostly set up in district hospitals and medical college hospitals, where infants and their mothers get full care in the first few days after delivery. It is a concept of Chief Minister Mamata Banerjee, who also heads the State Health Department.

 

 

‘মিনি চাইল্ড অ্যান্ড মাদার হাব’ তৈরী করবে রাজ্য সরকার 

 

আমাদের রাজ্যে আগের তুলনায় শিশু এবং প্রসূতির মৃত্যুর হার অনেক কমে গিয়েছে। মু্খ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে  প্রসবের পর প্রসূতি ও শিশু, উভয়ই সুস্থ থাকছে। এই কাজের অঙ্গ হিসাবেই চারটি ‘মিনি চাইল্ড অ্যান্ড মাদার হাব’ তৈরী করা হবে।

মালদহের সিলানপুর ও সুজাপুর, মুর্শিদাবাদের অনুপনগরে এবং জলপাইগুড়িতে এই ‘মিনি চাইল্ড অ্যান্ড মাদার হাব’ তৈরী হবে। প্রত্যেকটি হাবে ৫০টি করে শয্যা থাকবে। ১২ কোটি টাকা ব্যয়ে তৈরী হচ্ছে এগুলি।

এছাড়াও ন’টি জায়গায় পূর্ণ চাইল্ড অ্যান্ড মাদার হাবও গড়া হচ্ছে। যার মধ্যে ছ’টি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। উলুবেড়িয়া জেলা হাসপাতাল, মুর্শিদাবাদ জেলা হাসপাতাল, নদীয়া জেলা হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল, মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এই পূর্ণ চাইল্ড অ্যান্ড মাদার হাব চালু হয়েছে।

জলপাইগুড়ি জেলা হাসপাতালে, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং কোচবিহার জেলা হাসপাতাল চলতি বছরের মধ্যে চালু হয়ে যাবে।

 

Bengal Govt to employ personnel to ensure safety at 279 jetties across the state

The Bengal Transport department has decided to engage two trained men in each of the 279 jetties across the state which are to be upgraded soon. The trained personnel would be tasked to keep a tab on whether the drop gates are functioning properly and to ensure that passengers beyond the capacity of the jetties do not board them at a time.

Experts have framed a Standard Operating Procedure (SOP) which must be followed on all the jetties and accordingly, the identified 279 will be upgraded. There will be drop gates on the jetties to restrict excessive loading of passengers on each vessel. At the same time, there will be life jackets that passengers have to put on to ferry across the river on vessels and arrangements will be made for proper illumination on board.

“In a bid to ensure that the SOP is followed, it has been decided that two trained men will be engaged in each of the jetties. Agencies will be engaged to deploy those trained men,” said Bengal  Transport Minister Suvendu Adhikari on Wednesday, adding that out of these jetties, 28 are in Hooghly, 60 in North 24 Parganas, 16 in Howrah, 12 in South 24 Parganas and 11 of the West Bengal Transport Corporation.

He also informed that there will be an investment of around Rs 10 lakh for the upgradation of each of the jetties and Rs 5 lakh has already been released. The state Transport department has taken the initiative to upgrade some of the 279 jetties to model ones. There will be an investment of around Rs 3.5 crore to build each of the model jetties. There are already 18 model jetties in the state built in the last financial year.

 

রাজ্যের ২৬৯টি মডেল জেটিতে থাকবেন সুরক্ষা কর্মীরা

রাজ্যে ২৬৯টি জেটিকে মডেল জেটি হিসাবে তৈরি করা হবে বলে বুধবার বিধানসভায় জানালেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারি। রাজ্য সরকার জেটি রক্ষণাবেক্ষণ ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কতগুলি পদক্ষেপ নিয়েছে।

ওই মডেল জেটি তৈরির জন্য ১০ লক্ষ টাকা করে খরচ করা হবে। জেলাশাসকদের ওই টাকা দেওয়া হয়েছে। প্রত্যেক জেটিতে দু’জন করে নুলিয়া রাখা হবে। যাঁরা সর্বদা নজর রাখবেন। অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। জেটিতে ড্রপগেট লাগানো হবে। পরিবহণ দপ্তর সব জেটির নিয়ন্ত্রণ নেবে। অস্থায়ী জেটি থাকবে না।

শুভেন্দু অধিকারি জানান, জেটি রক্ষণাবেক্ষণে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী মুখ্যসচিবের সভাপতিত্বে সংশ্লিষ্ট দপ্তর এবং সকল জেলাশাসকদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি ভিত্তিতে জেটি বা ফেরিঘাটে প্রয়োজনীয় সংস্কার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে জেটি ও ফেরিঘাটে যাত্রীদের সতর্কতামূলক সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্বলিত নোটিস বোর্ড লাগানো হবে।

যান্ত্রিক নৌকা চালানোর জন্য জলধারা প্রকল্পের পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্প সম্পর্কে ব্যাখ্যা করে শুভেন্দু বলেন, এই প্রকল্পে মাথাপিছু সর্বাধিক এক লক্ষ টাকা অনুদান দেবে রাজ্য সরকার।

 

 

Nabanna to host blood donation camp to mark 6 years of TMC govt

To mark the completion of the sixth year of the Trinamool Congress government, a blood donation camp will be organised in the state Secretariat Nabanna on May 27.

Chief Minister had directed the organisation of blood donation camps across the state with the target of collecting 50,000 units. The decision was taken to overcome the acute shortage of blood during summers. The state government will be introducing 52 new ambulances. State government employees will donate blood in the camp that will be organised in the state secretariat.

On May 20, 2011 Chief Minister Mamata Banerjee had taken oath. After returning to power in 2016, the Chief Minister had taken oath on May 27. Thus, to mark the completion of the sixth year of the Mamata Banerjee government, it was decided that blood donation camps will be held in the state from May 20 to 27 this year.

Blood donation camps are being organised at different places both by members of the ruling party as well as by different civic bodies. The police are also organising blood donation camps with a target of collecting 20,000 of the total 50,000 units.

After came to power in 2011 the Trinamool government has changed the face of healthcare service in the state by taking several measures. Now, with the introduction of 52 ambulances, hundreds of people will be benefitted.

The state government has also organised a one-month-long programme from May 20 to June 20 to mark the completion of the sixth year of the government. Tableaus displaying different development projects of the state governments are reaching the grass-root level in districts through this month-long initiative.

 

দ্বিতীয় সরকারের বর্ষপূর্তিতে রক্তদান শিবিরের আয়োজন নবান্নে

আগামী ২৭ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় সরকারের বর্ষপূর্তি হতে চলেছে। এই  উপলক্ষে নবান্নে রক্তদান শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার।

একইসঙ্গে নবান্নে ৫২টি নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসব অ্যাম্বুলেন্স বিভিন্ন জেলায় পাঠানো হবে। নবান্নে রক্তদান শিবিরে সরকারি কর্মচারীরা রক্তদান করবেন। শুধু নবান্ন নয়, ওই দিন জেলাতেও বর্ষপূর্তি পালন করা হবে। জেলায় জেলায় রক্তদান অনুষ্ঠান করা হবে।

গ্রীষ্মকালীন রক্তসংকট কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ও প্রশাসনিকভাবে রক্তদানের উদ্যোগ নিয়েছেন। দলীয় কর্মীদের তো বটেই পুলিশকেও রক্তদান শিবিরের আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০ মে নবান্ন থেকে দুটি ট্যাবলো ছাড়া হয়। যেখানে সরকারের কন্যাশ্রীসহ নানা কর্মসূচি তুলে ধরা হয়। ২০১১ সালে ২০ মে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম শপথ নিয়েছিলেন। সেইদিনকে স্মরণ করেই ওই ট্যাবলো ছাড়া হয়েছে। ২০১৬ সালে দ্বিতীয় বারের জন্য জিতে শপথ নিয়েছিলেন ২৭ মে। সেই দিনটিকে স্মরণ করতেই নবান্নে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

 

Gatidhara to empower 10,000 more people towards self-employment

Around 10,000 people will be getting financial assistance to buy their own vehicles under Gatidhara Scheme during the 2017-18 fiscal. The State Transport Department will start the process of taking new applications by the middle of May.

This is the first time when so many people would be getting the benefits of Gatidhara scheme. During the last two financial years, a total of 13,700 people have received the benefits. The budget allocation for Gatidhara this fiscal is around Rs 94 crore.

Gatidhara is one of the dream projects of Chief Minister Mamata Banerjee and the step was taken to create opportunities for self-employment in the State.

Under the scheme, a person gets a financial assistance of Rs 1 lakh to buy a vehicle from the State Government. Most people face difficulty in gathering the minimum amount of money that one has to pay to buy a car against bank loans. This initiative of the State Government helps them to pay the minimum amount to buy the car against a bank loan.

The state Transport department has set up 1,300 centres across the State to help unemployed youth avail the Gatidhara scheme. Officials have been posted at these centres to provide all necessary information, and provide and accept application forms as well. One can also apply for the scheme at the Regional Transport Offices (RTOs).

The applicants also receive assistance in getting road permits and registration numbers for their vehicles without any hassle.

 

 

আরও ১০ হাজার মানুষকে স্বনির্ভরতার পথ দেখাবে গতিধারা

 

২০১৭-১৮ অর্থবর্ষে প্রায় ১০ হাজার মানুষকে আর্থিক সহায়তা দেওয়া হবে গতিধারা প্রকল্পের অধীনে। মে
মাসের মাঝামাঝি থেকে এই প্রক্রিয়া শুরু করবে রাজ্য পরিবহণ দপ্তর।

এই প্রথম এতজন মানুষ একসাথে গতিধারার সুবিধা পাচ্ছে। গত দুই আর্থিক বছরে মোট ১৩,৭০০ জন
গতিধারা প্রকল্পের সুবিধা পেয়েছেন। এই অর্থবর্ষে গতিধারা প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ৯৪ কোটি টাকা।

গতিধারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে একটি, যেটি রাজ্যে স্বনির্ভরতার একটি
নজির সৃষ্টি করেছে।

এই প্রকল্পের অধীনে, একজন ব্যক্তি গাড়ি কেনার জন্য সরকারের কাছ থেকে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য
পাবে। অনেক মানুষকে গাড়ির লোন পাওয়ার জন্য যে ন্যুনতম অর্থ জমা দিতে হয় তা সংগ্রহ করতেও প্রচুর কাঠখড় পোড়াতে হয়। এই গতিধারা প্রকল্প সেয় ন্যুনতম অর্থ জগাড় করতে সহায়তা করে।

পরিবহন বিভাগ রাজ্য জুড়ে প্রায় ১,৩০০ সহায়তা কেন্দ্র স্থাপন করেছে যেখান থেকে গতিধারা প্রকল্প সম্পর্কে সব রকম তথ্য সহ গাড়ির জন্য অ্যাপ্লিকেশন দেওয়া ও জমা নেওয়া হয়। প্রত্যেকটি কেন্দ্রে উপযুক্ত আধিকারিক নিয়োজিত আছে।

এছাড়া রোড পারমিট ও রেজিস্ট্রেশন নম্বর পেতে যাতে কোনরকম সমস্যা না হয় সেই সংক্রান্ত সবরকম সহায়তাও করে এই কেন্দ্রগুলি।

 

Only Bengal can stop the intolerance playing out in the name of religion in the country: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee graced the Buddha Jayanti celebration on Rani Rashmani Avenue, Kolkata as chief guest today.

A good news for all State Government employees is that this year onwards, the occasion has become a gazetted holiday.

Bengal is known for its secular society, where people of every religion celebrate their festivals with equal fervour. The Chief Minister expressed as much through her speech at the function.

 

Salient points of the Chief Minister’s speech:

  • The Buddha had spoken of right vision, right work, right memory and the right way to die
  • It is evident from the Eight-fold Path of the Buddha that he is not only a religious preacher but a philosopher as well
  • Everyone has to be involved for establishing peace
  • Today, it is crucial that we understand the essence behind the path of the Buddha
  • Following a religion does not confer the right to do bad deeds through politics or to butcher people
  • Religion implies love, belief, humanity and keeping away from jealousy and violence
  • What is important is what the people want
  • Religion is not determined by who eats what, wears what, sees what or participates in what events, or by skin colour
  • Those who follow these rules follow fake religion
  • Those who disrespect religion by preaching in the name of fake religions are the fake faces of religion
  • The basic tenets of every religion are the same
  • Like I worship Durga, I participate in Ramzan and Eid
  • Who better than me to maintain religious unity? I have been taught to do that from my childhood
  • Only Bengal can stop the intolerance playing out in the name of religion in the country
  • Religion implies keeping God in one’s heart and not throwing him to the ground
  • Following one’s religion does not imply carrying swords to scare people
  • Following a religion does not imply disrespecting another religion
  • People are questioning my personal details, my gender, my religion from the anonymity of fake accounts
  • I want justice from the people
  • I may be a very bad person, but I still have the right to lead a respectable life
    Who has given them the right to be so arrogant?
  • Those who are indulging in politics of intolerance and of violence, are not of our religion
  • God resides within every one of us, so there is no better philosopher than human beings
  • The essence of India is of tolerance and rebirth
  • In the future, it is Bengal which will show the way
  • The other States may keep quiet, but Bengal simply cannot
  • We only care for Maa-Mati-Manush
  • Our government is ‘by the people, for the people, of the people’
  • We do not believe in ‘government by the dangabaaj, for the dangabaaj, of the dangabaaj’
  • The people’s judgement is the best judgement
  • Keeping my word is the philosophy of my life

 

 

সারা দেশে যে ধর্মের নামে যে অসহিষ্ণুতা চলছে তা একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে বাংলা: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ কলকাতার রাসমণি রোডে বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবছর থেকে রাজ্য সরকারের কর্মচারীদের বুদ্ধ পূর্ণিমায় ছুটি থাকবে।

বাংলা সব ধর্মের সমন্বয়ের স্থান। এখানে সব ধর্মের উৎসব সমান সমারোহে পালন করা হয়। এদিনও এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।
তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • সম্যক দৃষ্টি, সঠিক কর্ম, সঠিক স্মৃতি ও সঠিক সমাধির কথা বলেছিলেন বুদ্ধদেব
  • বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গ থেকে বোঝা যায় তিনি শুধু ধর্ম প্রচারক নয় তিনি ছিলেন দার্শনিক
  • সব মানুষকে নিয়ে একত্রে শান্তি প্রতিষ্ঠা করতে হবে
  • বৌদ্ধ সত্ত্বার যে পরম জ্ঞান তা আজকের দিনে খুব প্রয়োজন
  • ধর্ম মানে রাজনীতির নামে কুকর্ম করা নয়, মানুষ মারার কসাইখানা নয়
  • ধর্ম মানে ভালবাসা, বিশ্বাস, মানবতা, ধর্ম মানে হিংসা-দ্বেষ দূর করা
  • মানুষ যেটা গ্রহণ করবে সেটাই বড় কথা
  • কোন মানুষ কি খাবে, কি পরবে, কি দেখবে, কে কোথায় জন্মগ্রহণ করবে, কার কি গায়ের রঙ এটা দেখে ধর্ম দেখে হয় না
  • ওগুলো নকল ধর্ম
  • ছদ্মবেশী ধর্মের নামে যারা ধর্মকে অশ্রদ্ধা করেন তারা ধর্মের কলঙ্কিত রূপ
  • আমার ধর্মের সাথে অন্য ধর্মের কোন পার্থক্য নেই
  • আমি যেমন দুর্গা পুজোয় যাই, রমজানেও যাই, ঈদেও যাই
  • সবার সাথে সমন্বয় রক্ষা করা আমার থেকে বেশি আর কে করে?ছোটবেলা থেকে এই শিক্ষাই পেয়েছি
  • সারা দেশে যে ধর্মের নামে যে অসহিষ্ণুতা চলছে তা একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে বাংলা
  • ধর্ম মানে হৃদয়ের উপলব্ধি, দেবতাকে হৃদয়ের রাখা, তাঁকে মাটিতে ফেলে দেওয়া নয়
  • ধর্ম মানে রাস্তায় তরোয়াল নাচিয়ে লোককে ভয় দেখানো নয়
  • ধর্ম মানে অন্য ধর্মকে অশ্রদ্ধা করা নয়
  • Fake account এর নাম কতগুলো গ্রুপ তৈরী করে বলা হচ্ছে জন্ম বৃত্তান্ত কি, বাবা-মা কে, আমি হিন্দু না মহিলা না পুরুষ
  • এমনকি আমাকে হিজরা পর্যন্ত বলেছে। আমি মানুষের কাছে বিচার চাই
  • হয়তো আমি সবচেয়ে খারাপ মানুষ কিন্তু একজন সাধারণ মানুষ হয়ে বাঁচার জন্য প্রয়োজনীয় সম্মান আমি নিশ্চয়ই পেতে পারি
  • এত ঔদ্ধত্য, এত অহংকার ওদের কে দিল?
  • ধর্মকে নিয়ে যারা কলঙ্কের রাজনীতি করছে গুন্ডাগিরি করছে তারা আমাদের ধর্মের কেউ নয়
  • মানুষের মধ্যেই দেবতা আছেন, তার চেয়ে বড় দার্শনিক আর কেউ নেই
  • ভারতবর্ষের মাটি সহনশীলতার, বাংলার মাটি নবজাগরণের মাটি
  • আগামী দিনে বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে
  • অন্যান্য রাজ্যগুলি ভয়ে চুপ থাকতে পারে কিন্তু বাংলা কখনো চুপ থাকবে না
  • যত কঠিন পরিস্থিতিই আপনারা তৈরী করুন, We do not care
  • মানুষের বিচার সবচেয়ে বড় বিচার
  • কথা দিয়ে কথা রাখা আমার জীবনের ধর্ম

 

 

Soon, six more new Sufal Bangla stalls to come up

Besides setting up more stalls of Sufal Bangla in the districts, the state agriculture marketing department has taken measures to let more people in the city avail the facility with six more stalls coming up at Tollygunj, Shyambazar and Ultadanga respectively.

Tapan Dasgupta, the state Agriculture Marketing minister, said: “More Sufal Bangla stalls are coming up in the city. Some including the one in Alipore and Tollygunge has already started operations. Two more in Bankura and Bishnupur are ready to let the people in the area avail the facility.” In Kolkata, total four Sufal Bangla stalls will come up at Tollygunge and its adjoining areas. One each will be set up at Shyambazar and Ultadanga. It may be mentioned that already there is one stall at Salt Lake and another one at Alipore. The Alipore stall is the first one where the facility of home delivery has been initiated.

The state Agriculture Marketing department has also introduced the service in Sufal Bangla stall at Santiniketan. The work to make the facility available in other places soon has also started. At present, one needs to call at a phone number to place the order after going through rates of different vegetables provided in the website of Sufal Bangla. In a bid to make the process easier, the state Agriculture Marketing department has taken an initiative to launch a cell phone app using the one that can easily locate a Sufal Bangla shop and place orders for home delivery. The department is having plans to set up Sufal Bangla stalls in all districts and letters were also being written to District Magistrates seeking assistance to identify lands where such stalls can be set up.

At present there are total 33 Sufal Bangla stalls including 14 mobile ones which move around in different places to let people buy fresh vegetables at the right price. With setting up of more stalls in Kolkata, the urban populace can easily buy fresh vegetables at the right price. Moreover, the home delivery system would be immensely beneficial for the urban populace as they do not have to go to market places to buy the vegetables and at present fish, eggs and different varieties of rice are also made available in Sufal Bangla stalls.

 

আরও ৬ টি সুফল বাংলা স্টল চালু করছে রাজ্য কৃষি দপ্তর

জেলায় জেলায় সুফল বাংলা স্টল তৈরীর পাশাপাশি শহরেও আরও সুফল বাংলা স্টল চালু করবে রাজ্য কৃষি দপ্তর। এই জায়গাগুলি হল কলকাতার টালিগঞ্জ, শ্যামবাজার, উল্টোডাঙ্গা। বাঁকুড়া ও বিষ্ণুপুর জেলায় ২ টি স্টল তৈরী হয়ে গেছে, সেগুলিও শীঘ্রই চালু হবে।

এর আগে আলিপুর ও সল্টলেকে সুফল বাংলা স্টল চালু হয়ে গেছে। আলিপুর স্টলটিতে প্রথম হোম ডেলিভারির সুবিধা চালু করা হয়েছে।রাজ্য কৃষি বিপণন দপ্তর শান্তিনিকেতনেও সুফল বাংলা স্টল চালু করেছে।

সুফল বাংলার ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন শাক সবজির মুল্য দেখে মানুষ একটি নির্দিষ্ট ফোন নম্বরের মাধ্যমে তাদের প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে পারবেন। প্রক্রিয়াটি সহজ করার জন্য রাজ্য কৃষি বিপণন বিভাগ একটি মোবাইল অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে কোথায় কোথায় স্টল আছে এবং সেখান থেকে কততা দুরত্ব পর্যন্ত হোম ডেলিভারি পাওয়া যাবে সেই সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। বর্তমানে রাজ্যের প্রায় ৩৩ টি সুফল বাংলা স্টল রয়েছে।

এই স্টল গুলিতে শাক সবজি ছাড়াও মাছ, ডিম ও বিভিন্ন রকমের চাল পাওয়া যায়। বাজারে না গিয়ে বাড়িতে বসে মানুষ যাতে সহজেই টাটকা মাছ, ডিম শাকসবজি কিনতে পারে সেইজন্যই এই উদ্যোগ।

 

 

Rabindranath Tagore will continue to live in our hearts: Mamata Banerjee

The Birth Anniversary of Kobiguru Rabindranath Tagore was celebrated with due respect in every part of Bengal on the auspicious Pochishe Boisakh.

Like every year the State Information & Cultural Affairs department held a function at Cathedral Road to mark Kobiguru’s birth anniversary. The function was graced by the Chief Minister along with artistes, singers, intellectuals, dignitaries from various embassies.

The CM said: “People of Bengal consider Rabindra Jayanti as a special day in the year. Our life is incomplete without it. Tagore is evergreen, timeless. He is bishwa kobi. He is bishwa sera.”

The Chief Minister also said, “Our day starts with Rabindranath. His lines stay with us through our daily work. Our day ends with his words. As long as we exist, Rabindranath will continue to live in our hearts. This life is meaningless without him.”

The celebration of Rabindranath’s birth anniversary will continue for 15 days (Kobi Pokkho) from May 10-24, 2017. Cultural programmes will be held at Rabindra Sadan auditorium and complex, Sishir Mancha and Bangla Academy. An exhibition on ‘Tagore and his thoughts on nationalism’ will be held at Gaganendra Pradarshanshahla.

The Wildlife Division of the Forest Department has initiated ‘Forest Bathing’ on the occasion of Rabindra Jayanti. Forest bathing describes the practice of paying a short, leisurely visit to a forest for health benefits. Rabindra Sangeet will be played in the forest during the Forest Bathing programme.

 

“রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, আমাদের প্রাণের কবি”: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ২৫ শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই উপলক্ষে সারা বাংলা জুড়ে আজ পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী।

প্রতি বছরের মত এবছরও রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোড মঞ্চে বিকেল ৫টায় একটি অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি উৎসব। মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন শিল্পীরা, গায়ক-গায়িকা, বুদ্ধিজীবী সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ নাগরিক রবীন্দ্র জয়ন্তী দিনটিকে একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত করেন। এটা ছাড়া আমাদের জীবন পূর্ণ হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর চিরকালের, চিরদিনের। তিনি বিশ্ব কবি, তিনি বিশ্বসেরা”।

তিনি আরও বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, আমাদের প্রাণের কবি, আমরা যতদিন বাঁচব এই নাম আমাদের হৃদয়ে লেখা থাকবে”।

আগামী ১০-২৪ মে ১৫ দিন ধরে কবিপক্ষের অনুষ্ঠান হবে রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহ, রবীন্দ্রসদন মুক্তমঞ্চ, শিশির মঞ্চ ও বাংলা অ্যাকাডেমির সভাঘরে।

রবীন্দ্রনাথের স্বদেশভাবনার ওপর একটি প্রদর্শনীও হবে। আগামী ৯-১৫ মে গগনেন্দ্র প্রদর্শশালায় হবে এই অনুষ্ঠান।

BJP is a party of rioters: Mamata Banerjee in Malda

In a sharp attack on the BJP, Bengal Chief Minister called them a party of rioters. She said they do not do any work and only make tall speeches and create divisions within people.

She slammed a BJP leader who had made insulting personal remarks about her: “How dare they question who my parents are, what is my religion? How arrogant of them. One BJP leader asked a few days ago if I am a male, a female or a transgender. How do they get the audacity?”

She reminded the BJP that religion stands for peace and love and not for hatred. “We worship Maa Durga and Maa Kali. We celebrate Eid too. We go to churches as well during Christmas. I am a Hindu. I perform Chandi path. We have Kali Puja at home. But that does not stop me from attending Eid celebration. Ramakrishna Paramahamsa and Swami Vivekananda are true Hindus, not them.”

She also warned the BJP that “if anyone tries to defame Bengal I will stand up to them; this is my matribhoomi and my karmbhoomi”. Regarding repeated incidents across the country of mobs beating up people on suspicions of possessing beef, the Chief Minister said, “Who are they to decide whether a person will eat goat’s meat or buffalo’s meat or beef or vegetables? Why does an actor have to give a clarification for the meat he ate? They want to control what a person will eat, wear, read or write. Binash kaale buddhi naash (loss of wisdom during times of destruction).”

 

বিজেপি দাঙ্গাবাজের দলঃ মালদায় মুখ্যমন্ত্রী

এদিন মালদার জনসভা থেকে আরও একবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি দাঙ্গাবাজের দল। ওরা কোন কাজ করে না, শুধু ভাষণ দেয় আর মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে”।

তিনি বলেন, “আমার মা কে, বাবা কে, আমার ধর্ম কি এইসব প্রশ্ন করছে। একজন বিজেপি নেতা জিজ্ঞেস করছেন আমি মেয়ে, ছেলে না হিজরা। কত আস্পর্ধা ওদের?”

তার কথায়, “ধর্ম মানে শান্তি, ধর্ম মানে ভালোবাসা। ধর্ম মানে হিংসা নয়। আমি মা দুর্গা, মা কালীকে যেমন পুজো করি, ঈদ যেমন পালন করি, বড়দিনে চার্চেও যাই। আমি চণ্ডী পাঠ করি, আমার বাড়িতে কালী পুজো হয়। কই কোন মুসলিম বন্ধু তো আমায় বলেন না কেন আমি ঈদে যাই?”

তিনি হুঁশিয়ারি দেন, “বাংলাকে যদি কেউ বদনাম করে আমি তা মেনে নেব না। কারণ বাংলা আমার মাতৃভূমি, কর্মভূমি। মানুষ ছাগল, মোষ না গরুর মাংস খাবে না লাউ বা কুমড়ো খাবে সেটা ওরা ঠিক করার কে? একজন অভিনেত্রীকে কৈফিয়ত দিতে হচ্ছে সে কিসের মাংস খেয়েছে, কেন তাকে কৈফিয়ত দিতে হবে ? মানুষ কি খাবে, কি পড়বে, কি লিখবে, কি পরবে সেটা ওরা ঠিক করার কে? বিনাশকালে বুদ্ধিনাশ”।

 

 

With an eye on new policy, State Depts engaging in organic farming

With an eye to frame an organic farming policy in Bengal, the State Agriculture Department and the Food Processing Industries and Horticulture Department have started organic farming activities in across the State.

The increasing demand for organic vegetables, especially among urban residents, has convinced the State Government to formulate the organic farming policy.

The Food Processing Industries and Horticulture Department has asked the rural agricultural farms to begin organic farming and assured them of technical assistance in promotion and marketing as well. The department will supply greenhouses and pack houses along with organic fertilizers. It will also provide cars to ferry those farm products to the markets.

The department is also taking up organic farming at its own farms.

The Agriculture Department, on the other hand, has set a target to prepare 32 organic villages across Bengal — especially in the districts of North and South 24 Parganas, Howrah and Hooghly. It has set up 120 clusters, of 50 acres each, where organic farming is taking place. Around 194 farmhouses under the department are also farming organic vegetables separately.

On top of that, under Swanirbhar Krishi Prakalpa, the department is collaborating with private agencies on organic farming.

জৈব চাষের জন্য নতুন নীতি বানানোর উদ্যোগ রাজ্য সরকারের

জৈব চাষের জন্য নতুন নীতি বানানোর উদ্যোগ রাজ্য সরকারের। রাজ্য কৃষি দপ্তর, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর ও উদ্যানপালন দপ্তর ইতিমধ্যেই গ্রামীণ এলাকায় জৈব চাষে জোর দিচ্ছে।

খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী বলেন, শহরাঞ্চলে জৈব শাক-সবজি সম্বন্ধে মানুষের আগ্রহ বাড়ছে, সাথে বাড়ছে চাহিদা। তাই সরকারের এই উদ্যোগ।

ইতিমধ্যেই গ্রামীণ কৃষি কেন্দ্রগুলিকে নির্দেশ জৈব চাষ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে; রাজ্য সরকার তাদের সবরকম সাহায্য করবে বলে জানিয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী।

কৃষি দপ্তর উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া ও হুগলী জেলায় ৩২টি জৈব গ্রাম তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে।

কৃষি দপ্তর ৫০ একর আয়তনের ১২০ টি ক্লাস্টার তৈরি করেছে যেখানে জৈব চাষ করা হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় কৃষি দপ্তরের আনুমানিক ১৯৪টি খামারে এই চাষ করা হবে। এখানেই শেষ নয়, স্বনির্ভর কৃষি প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগেও জৈব চাষ করা হচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, “আমরা নিজেরা ও পাশাপাশি বেসরকারি সংস্থার সহযোগিতায় কাজ শুরু করেছি। এই কাজের পর্যবেক্ষণ করার পরেই জৈবিক চাষের নীতির খসড়া তৈরি করা হবে।”

A counter to BJP’s claims about Bengal

Finance minister Amit Mitra provides a point-by-point reply to Amit Shah’s “blatant and motivated attempt to distort the truth and misguide the people of Bengal.”

Excerpts:

Claim: We thought after end of Left rule, development will begin in Bengal. But we have been disappointed in the last 6 years

Fact: They are comparing a government of 6 years with 34 years of Left rule. They are like the seasonal birds who come and go and thus cannot see the development in Bengal. During the first five years of this government, the planed expenditure has increased from Rs 14,615 cr to Rs 54,069 crore. Capital expenditure too has increased 7 times and the state’s Own Revenues have doubled.

 

Claim: Share of Bengal in GDP growth was 25% during independence. Now it is 4%

Fact: GDP of Bengal has more than doubled from nearly Rs 4.61 lakh crore in 2010-11 to Rs 9.20 lakh crore in 2015-16

 

Claim: Bengal had a debt of Rs 1.9 lakh crore when Left was voted out. It has become Rs 3 lakh crore now

Fact: Of the Rs.113,000 crore increase in the state’s debt stock during the past five years, around Rs.94,000 crore went into debt servicing. Bengal’s debt-GSDP ratio has improved from 41% to 35%

 

Claim: Power production in Bengal is not at par with national average

Fact: Bengal one of the few power surplus States in the country. By June, 2017, 100% rural electrification will be achieved, the first State in India to do so.

 

Claim: Agriculture growth has slowed in Bengal

Fact: Bengal has won Krishi Karman award 5 years in a row from Govt of India for excellence in agriculture, since 2011

 

Claim: TMC promoted appeasement politics. Huge akrosh because of it

Fact: Kanyashree, Yuvashree, Sabuj Shree, Sabuj Sathi, Gatidhara, Geetanjali, Khadya Sathi, Baitarani, Samabyathi, Samarthan – these schemes are for all. Govt of Bengal works for all. Our reforms in e-governance, financial matters and in other areas of public service delivery have benefited all sections of society.

 

Claim: Bengal Govt failed to curb FICN, made it a laughing stock by opposing demonetisation

Fact: After demonetisation, the BJP claimed note-bandi has eliminated fake notes in the country. Everyone knows the truth.

 

Claim: Industries shutting down, bomb making factories booming

Fact: Industry growth – India 7% Bengal 10%. Furthermore, 40% investment proposals received at Bengal Global Business Summit are in process of fructification. (Figure for same in Gujarat is 2-3%).