Dear Boys: An initiative by Kolkata police on respecting women

Kolkata Police has launched an initiative named ‘Dear Boys’ to educate teenage school boys – from class IX to XII in 20 schools – in showing respect to women.

The project is directed at teenage boys especially because it is pertinent to realise at a young age that women too are humans with every right to stay out for as long as they want to, wear what they wish to – and everyone must respect that.

Boys who inculcate these values in them will grow up into sensitive and responsible men, and will not be unnecessarily judgmental about women’s choices.

Kolkata Police is conducting this campaign also through posts on its Facebook page. The initiative has found support on social media with many users welcoming the move and giving valuable suggestions.

 

ডিয়ার বয়েজঃ কলকাতা পুলিশের নবতম উদ্যোগ

কিশোর বয়সেই যাতে ছেলেরা মহিলাদের সম্মান করতে শেখে তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ নিয়েছে এক অভিনব উদ্যোগ। স্কুলপড়ুয়া কিশোরদের প্রশিক্ষণ দেবে পুলিশ যাতে তারা মহিলাদের সম্মান জানাতে শেখে। ২০টি স্কুলের ক্লাস ৯ থেকে ১২ এর ছাত্রদের মধ্যে মহিলাদের প্রতি সম্মানবোধ জাগিয়ে তুলতে দেওয়া হবে প্রশিক্ষণ।

এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ডিয়ার বয়েজ’। কিশোর বয়সেই ছেলেদের নারীর প্রতি সম্মানের ব্যাপারে অবগত করানোই উদ্দেশ্য এই উদ্যোগের। বড় হয়ে এই ছাত্ররা যাতে দায়িত্ববান পুরুষ হতে পারে, তাই নিশ্চিত করবে কলকাতা পুলিশ।

এর উদ্যোগকে অনেকেই সোশ্যাল মিডিয়াতে বাহবা জানিয়েছে।

Source: inuth.com

 

ADB to give Rs 14 crore to KMC for traffic and safety management in city

Satisfied with the all-round development work by the Kolkata Municipal Corporation (KMC) in the city, the Asian Development Bank (ADB) will be providing a grant of Rs 14 crore for traffic and safety management.

Kolkata Mayor expressed optimism that the safety and security aspects in Kolkata would witness a sea change, as the city police will be utilising the funds to bring every nook and corner under CCTV surveillance.

It has been planned that the CCTVs installed in the city will be wi-fi enabled and connected with the central server at the police headquarters in Lalbazar. This will help in curbing untoward incidents and also in enhancing the quality of traffic management in the city.

With the money now available from ADB, the KMC along with Kolkata Police will be able to fast track their project of Security Safety App.

Once implemented, a person within the wi-fi enabled area can directly send videos or stills from a problematic area through this app which can be seen at the control room. This will help us to see the real time situation on our own and we will be able to plan quickly the strength that needs to be deployed in that area. Petty crimes like snatching often take place in the lanes and bylanes of the city. The police will be able to put a leash on such activities if CCTVs are installed in strategic locations.

 

ভালো কাজের ইনাম পেয়ে শহরের নিরাপত্তা ঢেলে সাজাবে পুরসভা

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর টাকায় শহরের নিরাপত্তা নতুন করে সাজতে চলেছে, জানালেন মেয়র।

মেয়র বলেন, “এডিবি’র টাকায় শহরের একাধিক কাজ হচ্ছে। সেই কাজ নিয়ে উচ্ছ্বসিত এডিবি প্রতিনিধি দল। তাইতাদের সিটি সেফটি অ্যাপ প্রকল্পের আওতায় কলকাতাকে অনুদান দেওয়ার কথা জানিয়েছে। প্রাথমিক পর্যায়ে দুই মিলিয়ন ডলার(প্রায় ১৪ কোটি) টাকা দেবেন তারা। কলকাতা পুলিশ কমিশনারকে দ্রুত ডিপিআর জমা দেওয়ার জন্য বলেছি। ডিপিআর জমা দিলেইএই প্রকল্পকে বাস্তবায়িত করা হবে। এতে একদিকে যেমন শহরের নিরাপত্তা সুনিশ্চিত হবে তেমনই ট্রাফিক ম্যানেজমেন্টেরকাজ করা যাবে। একটি অ্যাপও তৈরি করা হবে।”

পুরসভা সূত্রে খবর, সিটি সেফটি এই প্রকল্পের আওতায় শহরের রাজপথ থেকে অলিগলিতে বসানো হবে কয়েক হাজার সিসিটিভি।যার মাধ্যমে শহরের যে কোনও অপরাধের ছবি পৌঁছে যাবে লালবাজার কন্ট্রোল রুমে। একইসঙ্গে শহরের যান নিয়ন্ত্রণও অনেকসহজ হবে পুলিশের পক্ষে।

এডিবি’র টাকায় এবার সেই পরিষেবা যদি শহরে করা যায় তাহলে প্রতিমুহূর্তের ‘ওয়াইফাই এনাবেল’ সিসিটিভি থেকেঅপরাধের ‘লাইভ ফুটেজ’ পৌঁছে যাবে লালবাজারে।

 

Bengal CID to create Suraksha Sathi app to give crime control a fillip

The investigation and intelligence wing of Bengal’s police force, CID (Criminal Investigation Department) is soon going to come out with an app, ‘Suraksha Sathi’ to enable people to send information anonymously to the police, which can be of immense help.

It must be mentioned that the police force in Bengal has done a lot in the last few years to form a closer bond with the people, from launching apps for establishing a police-public interface (‘Bondhu’ app by Kolkata Police) to running self-defence programmes for women (‘Suraksha’) to conducting public awareness programmes all through the year.

The Suraksha Sathi app is another effort at reaching out to the public. Through this app, anyone can send information regarding any crime or suspicious activity to the police, and also complaints against any errant cop.

Another useful aspect about this app is that any user can send information to the police if he/she himself/herself is in trouble too.

Chief Minister Mamata Banerjee wants the public to work hand-in-hand with the police everywhere in the state, and become an integral part of law-keeping. The Suraksha Sathi app is a major step up towards achieving that aim. After all, a little caution on the part of everyone would be a big step towards upholding the security of the state.

Source: Aajkal

 

রাজ্যে অপরাধ কমাতে সুরক্ষা সাথী অ্যাপ

রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি উদ্যোগ নিচ্ছে রাজ্যের অপরাধ কমাতে, শান্তি বজায় রাখতে।

রাজ্যবাসী একটু সতর্ক হলে বাইরের শত্রু ঘরে ঢুকতে পারবে না-এটাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের কাছে হয়ত তথ্য-প্রমাণ রয়েছে। কিন্তু তাঁরা এ সব বিষয়ে মুখ খুলতে চান না। বন্ধুত্বপূর্ণ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে পাশে চাইছে প্রশাসন। তার প্রথম পদক্ষেপ হল ‘সুরক্ষা সাথী অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে আপনি সব রকম তথ্য সেখানে দিতে পারবেন। আপলোড করতে পারবেন ছবি। আপনার নামধাম কেউ জানতে পারবেন না।

সিআইডি চাইছে রাজ্যের মানুষ পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে অপরাধ কমাতে সাহায্য করুক। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই সিআইডি আরও সতর্ক এবং এই ধরনের পদক্ষেপ নিয়েছে। পুলিশ মানে ভয়ের কিছু নয়, পুলিশ মানুষের সঙ্গে রয়েছে এবং থাকবে।

এই অ্যাপে যুক্ত হলে আরও অনেক সুবিধা পাবেন আপ ব্যবহারকারীরা। নিজে কোনও সমস্যায় পড়লে, তা সহজেই পৌঁছে যাবে সিআইডি-র কাছে। এতে আপনি পুলিশের বন্ধু হতে পারেন। নিজের রাজ্যের জন্য একটু দায়িত্বশীল হলেই নিজের ঘরও নিরাপদ থাকবে।

 

 

Now it’s adventure sports on the Ganga, courtesy Kolkata Police

Adventure sports activities have started on the Ganga under the aegis of Kolkata Police. ‘Kolkata River Water Sports’, as the initiative has been named, started on August 12. The activities are held every Saturday and Sunday.

There are three types of rides at present – jet skis, bumpy rides and boating. Anyone can enjoy the rides, be they trained or novices. Before going on the rides, one has to have one’s name uploaded on the Kolkata Police website.

According to a senior official of Kolkata Police, the rides have gained a lot of popularity. During the last week, about 300 people have enjoyed the rides. Though people of all ages are trying it out, youngsters are especially enjoying the rides. The authorities are hoping the rides will become even more popular in the coming days.

গঙ্গাতেও ওয়াটার স্পোর্টসের অ্যাডভেঞ্চারের স্বাদ

অবশেষে শুরু হল গঙ্গায় মনোরঞ্জন, সৌজন্যে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের উদ্যোগে শুরু হল ‘কলকাতা রিভার ওয়াটার স্পোর্টস’। চলতি মাসের ১২ তারিখ শুরু হয়েছে ওয়াটার স্পোর্টস।

প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার চলছে এই ওয়াটার স্পোর্টস। মূলত তিন ধরনের রাইড থাকছে এই মুহূর্তে। জেটস কি, বাম্পি রাইডস ও বোট। যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাঁরা অংশ গ্রহণ করতে পারবেন। কিন্তু যারা প্রশিক্ষণ প্রাপ্ত নয় তারাও এই রাইডে অংশ গ্রহণ করতে পারবেন। অপ্রশিক্ষিতদের জন্য এই রাইডে চালক থাকবে।

রাইড এনজয় করার আগে আপনাকে কলকাতা পুলিশের কাছে তাদের ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে। ডিসি পোর্ট ওয়াকার রাজা জানান, বেশ সাড়া পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে প্রায় ৩০০ জন এই রাইড এনজয় করেছে। বাচ্চা থেকে বয়স্করা ওয়াটার স্পোর্টসে অংশ গ্রহণ করেছে। বিশেষ করে ইওং স্টারদের মধ্যে এই রাইড করার ঝোঁকটা বেশী। আগামী দিনে এটা আরও সফল হবে বলে মনে করেন পুলিশ কর্তারা।

Source: Khobar 365 Din

Bengal CM inaugurates renovated Bhabani Bhavan, discusses various issues with police officials

Bengal Chief Minister today inaugurated the renovated complex of the West Bengal Police at Bhabani Bhavan. Later she discussed various important issues with the State Police DG and other police officials.

She asked the State Traffic Police to follow the example of the Kolkata Police and be the face of the State. She lauded the State police for their various roles besides curbing down crime.

The State Police have been providing relief those who are affected by flood in north Bengal besides helping them to get to safer places. They have been constantly managing vehicles on broken down roads controlling smooth flow of traffic in the flooded areas.

She said that the State Police is taking steps against the criminals on cyberspace who are instigating communal disharmony.

 

নব রূপে সজ্জিত ভবানী ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নব রূপে সজ্জিত ভবানী ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গোটা ভবনটি নতুন করে সাজানো শুরু হয়েছে৷ সেইসঙ্গে নিরাপত্তা জোরদার করতে মূল প্রবেশদ্বারটিও নতুন করে সাজানো হয়৷ উদ্বোধনের পর পুলিশ আধিকারিকদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন।

কলকাতা ট্রাফিক পুলিশ এখন কলকাতার মুখ হয়ে উঠেছে। রাজ্যের ট্রাফিক পুলিশও যাতে অনুরূপ হয়ে ওঠে সেই নির্দেশই দেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের কাজের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।

অপরাধ দমন করা ছাড়াও আরও অনেক কাজ করতে হয় পুলিশকে। উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের সাহায্য করছে পুলিশ। জল জমে যাওয়া সত্ত্বেও যাতে যান চলাচলের অসুবিধা না হয় সেজন্য ব্যবস্থা নিয়েছে পুলিশ।

সাইবার অপরাধীরা গুজব ছড়িয়ে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

 

Kolkata Police launches ‘Karma-Meter’ app for better public transport services

Just like rating app-cab drivers ensures better services from the aggregator, Kolkata Police’s ‘Karma-Meter’ app promises better public transport services based on commuter ratings. Launched on Wednesday, the app allows users to rate auto or bus drivers based on their performance, behaviour and compliance to traffic rules.

Additionally, the Karma app allows sergeants to rate drivers and any offences registered against them will be visible on it. A unique ID displayed behind the driver’s seat will grant users access to his details. The drivers, in turn, will be ranked according to the scores. While those at the top will get rewards, those lagging behind will have to undergo training at traffic guards. This, in turn, will allow traffic police a reckoner of driver behaviour and driving in the city.

Attending the Kolkata Jaaago Safe Drive Save Life function at the police training school on Wednesday, state transport minister Subhendu Adhikari said: “We are going to make the process of issuing fitness certificates and driving licences transparent. In Howrah, we are launching a programme to bring the process under CCTV surveillance. Other districts will follow suit”.

The Minister promised to provide all help to the city police in installing more CCTV cameras. “I had kept my last promise and sanctioned funds for the last round of CCTV installation. I am willing to do so again once a proper plan is received on behalf of Kolkata Police.“ The Minister also announced the launch of a new driving syllabus that will come into effect from April 1.

Kolkata traffic police said it has plans to bring about 1.5 lakh drivers under the Karma app programme and reach out to about 2.5 lakh school students to inculcate safe driving practices.

 

পরিবহন পরিষেবা সুগম করতে কলকাতা পুলিশের নতুন অ্যাপ ‘কর্ম মিটার’

সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দিতে ‘কর্ম মিটার’ অ্যাপ চালু করল কলকাতা পুলিশ। বুধবার আলিপুরে ‘জাগো কলকাতা’ নামের পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক একটি প্রচারের অনুষ্ঠানে চালু হয় অ্যাপটি।

এই কর্ম-মিটার অ্যাপে বিভিন্ন চালক নিয়ম মেনে গাড়ি চালাচ্ছেন কিনা সেই সম্পর্কে ওই অ্যাপে ট্রাফিক সার্জেন্টরাও তাদের মতামত জানাতে পারবেন। ড্রাইভারের সিটের পিছনে একটি ইউনিক আইডি প্রদর্শিত থাকবে সেখানে তার সমস্ত বিবরণ দেওয়া থাকবে। এই অ্যাপের মাধ্যমে চালক সম্পর্কে ভালো-মন্দ মতামত দিতে পারবেন যাত্রীরা। যাত্রীদের দেওয়া রেটিংয়ের ওপর নির্ভর করবে তাদের স্কোর।

কলকাতা পুলিশ জানিয়েছে প্রায় ১.৫ লক্ষ ড্রাইভারকে এই অ্যাপের আওতায় আনার এবং প্রায় ২.৫ লক্ষ স্কুল পড়ুয়াকে পথ নিরাপত্তা সংক্রান্ত এই সচেতনতা প্রচারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

 

 

Safe Drive, Save Life success: Number of road accidents drops

The Kolkata Police’s Safe Drive Save Life campaign has proved to be effective as the number of deaths owing to helmetless two-wheeler ride has halved ever since the drive was launched.

The initiative is a brainchild of Chief Minister Mamata Banerjee and was launched in July, 2016. Between July 8 and December 31, 2016, 32 helmetless bikers and pillion riders died on city roads, while the figure in the corresponding period the previous year stood at 61.

During the drive, a total 184 accidents were registered in the city, in which 195 people were killed. The corresponding period in 2015 saw 216 accidents, in which 220 people died.

Thanks to the drive, the total accidental deaths recorded through 2016 dropped to the lowest figure in the past half decade to 407. In 2016, pedestrian deaths also reduced to 193 from 218 in 2015. Those injured in non-fatal accidents also came down from 3,329 in 2015 to 3,182 in 2016.

 

সাফল্য পেল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’, কমল সড়ক দুর্ঘটনার সংখ্যা

সাফল্য পেল কলকাতা পুলিসের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ উদ্যোগ। সড়ক দুর্ঘটনায় হেলমেটহীন বাইক আরোহীর মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে প্রচার শুরুর পর থেকে।

মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই উদ্যোগটি শুরু হয় ২০১৬র জুলাই মাস থেকে। ২০১৬র ৮ই জুলাই থেকে ৩১সে ডিসেম্বরের মধ্যে ৩২জন হেলমেটহীন বাইক আরোহীর মৃত্যুর সংখ্যা ৩২; এই একই সময়ে ২০১৫তে সংখ্যাটা ছিল ৬১।

২০১৬ সালে সব মিলিয়ে ১৮৪ টি দুর্ঘটনা ঘটেছে যার ফলে ১৯৫ জন প্রান হারিয়েছেন; ২০১৫ সালে দুর্ঘটনার সংখ্যা ছিল ২১৬ এবং তাতে প্রাণ হারিয়েছিলেন ২২০ জন।

সরকারের এই উদ্যোগের ফলে ২০১৬ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৪০৭, যা গত ৫বছরে সর্বনিম্ন। পথচারীদের মৃত্যুর সংখ্যাও ২০১৫ সাল (২১৮) থেকে ১৯৩ তে নেমে এসেছে। সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যা ২০১৫ সালে ছিল ৩,৩২৯ যা ২০১৬ সালে কমে দাঁড়িয়েছে ৩,১৮২তে।

Elaborate preparations for Durga Puja Immersion made by Bengal Govt

Elaborate security arrangements by Kolkata police as well as civic authorities were in place on various ghats of Hooghly river to ensure that the immersion of the Durga idols passed peacefully. Officers of the Kolkata Police manned the riverfront to prevent onlookers from getting too close to the river. Special vigil was being maintained from a watch tower near the ghat.

Cranes have been deployed at certain ghats to lift and extricate the remains of idols from the river to avoid pollution. Additional lights have been put up at the immersion ghats and the flowers, levers and metallic weapons were dumped in separate vats to avoid polluting the river.

Other than maintaining law and order during immersion, the teams of river police and disaster management groups patrolled the river. Closed-circuit television cameras were installed at certain ghats, a senior police officer said.

 

Immersion procession

This year the Government is also planning to highlight the immersion processions of various Durga Pujas.  The immersion procession of idols along Red Road on October 14 from 6 PM to 12 midnight will be a major attraction this year.

The Red Road show is being planned so as to allow enthusiasts to view the immersion processions safely. Moreover, those who won’t be pandal hopping on the Puja days, can view the idols at Red Road. Some cultural shows are also being planned at the venue.

 

 

শান্তিপূর্ণভাবে দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার

দুর্গা প্রতিমার বিসর্জন যাতে শান্তিপূর্ণভাবে হয় সেজন্য প্রতিবারের মত এবারও কলকাতা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে।

বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিসর্জন দেখার জন্য প্রতিটি ঘাটে সাধারণ মানুষের জন্য একটি নির্দিষ্ট জায়গা তৈরি করা হয়েছে। বিশেষ ওয়াচ টাওয়ারও বসানো হয়েছে এর মাধ্যমে নজর রাখা হবে সমগ্র পদ্ধতির ওপর।

দূষণ প্রতিরোধের জন্য প্রতিটি ঘাটে ক্রেন রাখা হয়েছে। প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে মূর্তি ও অন্যান্য জিনিস জল থেকে তুলে নেওয়া হবে ক্রেনের মাধ্যমে। অতিরিক্ত আলো লাগানো হয়েছে। ফুল ও পুজোর অন্যান্য সামগ্রী ফেলার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে।

বিসর্জনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখার জন্য বিশেষ পুলিশ বাহিনী চারদিকে টহল দেবে। এছাড়া প্রতিটি ঘাটে ক্লোজ সার্কিট ক্যামেরাও বসানো হয়েছে। সবমিলিয়ে কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে

এই বছর সরকার সারা রাজ্য জুড়ে দুর্গা প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান করার নতুন পরিকল্পনা নিয়েছে। প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান এমনভাবে আগে কখনো হয়নি।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা হবে ১৪ অক্টোবর সন্ধ্যে ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত। প্রতিমা বিসর্জনের পাশাপাশি পর্যটকদের জন্য রাস্তায় ও ঘাটে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কিছু সাংস্কৃতিক শো ও প্রদর্শিত হবে। রাজ্য পর্যটন বিভাগ পুজোর বিভিন্ন মুহূর্তের ছবি রাস্তার দুপাশে গ্যালারির মাধ্যমে প্রদর্শিত হবে।

Kolkata Police gears up for smooth traffic management during Durga Puja

Crowd and traffic control during Durga Puja in the added areas of Kolkata – where there’s been a phenomenal rise in number of mega-budget pujas – is turning into a bigger challenge every year for Kolkata Police but they have been doing the job with great dedication and professionalism.

Deployment of forces

The Kolkata Police have decided to deploy the additional policemen to control the crowd and ensure smooth traffic movement from Chaturthi onward. All senior police officers will be on duty. Around 4,500 special forces, 2000 volunteers of National Cadet Corps and 500 home guards will be deployed to ensure that no untoward incidents take place in the city during Puja. Traffic will be barred on many roads from 3 PM to 1 AM on Panchami and up to 3 AM till Navami. Kolkata Police has also drawn up specific traffic regulations on 133 streets.
There will be around 5,000 policemen on Chaturthi and the number will go up to 12,000 from Panchami. There will be 21 quick response teams and 25 heavy radio flying squads (HRFS). Around 76 additional surveillance cameras will be installed and there will be 46 watch towers all around the city.  The Rashbehari and Gariahat area has been divided into four zones for better policing. Necessary legal steps would be taken against bikers without helmets or riding bikes with two persons on the pillion.

A few hundred constables and over hundreds of trainee traffic sergeants will be the additional forces on the road on all Puja days. Most of the divisions and the traffic wing have increased their staff strength. This extra force will be deployed in the added areas where road space is restricted. In addition, help will be taken of the numerous of CCTV cameras to cover all the major crossings of the added areas. Based on real time inputs, necessary deployments will be made.

Newly-added areas under Kolkata Police

The added areas spread over 104 sq km and include 13 police stations. Unlike other years, this time the full police bandobast will begin on Panchami itself.

There are at least 28 big pujas in this new area and over 1,000 medium-scale pujas. Additional manpower has been sought from the state police but top officers have been asked to prepare their plan with existing resources.

Other arrangements

NCC cadets, scouts, students and several NGOs has sought for support for managing crowds at pandals,. Like last year, information regarding traffic, the situation at pandals and those lost in crowd will be transmitted on the AIR FM channel.

Both the state police and Kolkata Police held a series of meetings and chalked out elaborate plans to avoid any sort of untoward incidents during Durga Puja.

Bengal Chief Minister Mamata Banerjee recently held a meeting with various Durga Puja committees at Netaji Indoor Stadium in Kolkata, where she spoke about all forms of cooperation between the administration and the Puja committees.

দুর্গা পুজোর সময় যান চলাচল স্বাভাবিক রাখতে কলকাতা পুলিশের বিশেষ উদ্যোগ

কলকাতা ও তার সঙ্গে যুক্ত হওয়া নতুন অঞ্চল গুলোয় বিগ বাজেট পুজোর সংখ্যা যত বাড়ছে, ততই  কলকাতা পুলিশের পক্ষে প্রতি বছর পুজোর দিনগুলোতে একদিকে মানুষ ও অন্যদিকে যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করা ততটাই চ্যালেঞ্জিং হয়ে উঠছে।

কর্মী বিন্যাস

এবার ৪০০০ জন পুলিশ কর্মী রাস্তায় থাকবেন, সঙ্গে থাকবেন হোমগার্ড। পঞ্চমী অবধি দুপুর ৩টে থেকে রাত ১টা ও ষষ্ঠী থেকে নবমী অবধি দুপুর ৩টে থেকে রাত ৩টে অবধি বহু রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হবে। কলকাতা পুলিশ ১৩৩টি রাস্তায় যানবাহন চলাচলের জন্য একটি বিশেষ নির্দেশিকাও জারি করেছে।

অতিরিক্ত ব্যবস্থা হিসেবে চতুর্থীতে রাস্তায় প্রায় ৫০০০ পুলিশ কর্মী এবং পঞ্চমীতে প্রায় ১২০০০ পুলিশ কর্মী রাস্তায় থাকবে। এছাড়া ২১টি কুইক রেসপন্স টিম এবং ২৫টি রেডিও ফ্লায়িং স্কোয়াড থাকবে। এছাড়া সমগ্র শহর জুড়ে ৭৬টি সিসিটিভি ক্যামেরা এবং ৪৬টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে।

রাসবিহারী ও গড়িয়াহাট এলাকাকে ৪টি জোনে ভাগ করা হয়েছে। হেলমেট না পরে বাইক চালালে তাদের জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুজোর দিনগুলিতে ১০০ জনের বেশি কনস্টেবল, ১০০ জন ট্রাফিক সার্জেন্ট সহ অতিরক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। প্রতিটি থানা ও ট্রাফিক বিভাগ তাদের কর্মী সংখ্যা বাড়িয়েছে। যেসব রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রাখা হবে, সেসব জায়গায় এই অতিরিক্ত পুলিশ বাহিনীকে মজুদ রাখা হবে। সব রাস্তার সংযোগস্থলগুলি ও গুরুত্বপূর্ণ জায়গাগুলির ওপর থাকবে সিসিটিভির নজরদারি যাতে যেকোনো পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়।

কলকাতা পুলিশের আওতায় আসা নতুন অঞ্চল

১৩টি থানা ও তার সঙ্গে ১০৪ বঃ কিঃমিঃ অঞ্চল কলকাতা পুলিশের আওতায় নথিভুক্ত হয়েছে। এই নতুন অঞ্চল গুলির মধ্যে অন্তত ২৮টি  বিগ বাজেট পুজো ও ১০০০এর বেশি মাঝারি পুজো হয়ে থাকে।

অতিরিক্ত ব্যবস্থা

সূত্রের পাওয়া খবর অনুযায়ী, এনসিসি ক্যাডেট, স্কাউট, স্কুল পড়ুয়ারা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা প্যান্ডেলে মোতায়েন থাকবে। বিভিন্ন রাস্তায় যানবাহনের গতিবিধি, প্যান্ডেলের অবস্থা ও কেউ হারিয়ে গেলে তা সরাসরি এয়ার এফএম চ্যানেলে ঘোষণা করা হবে।

দুর্গা পুজোর সময় কিভাবে যান চলাচল নিয়ন্ত্রিত হবে, কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিয়ে বেশ কয়েক দফা বৈঠক করেছে রাজ্য ও কলকাতা পুলিশ।

কয়েকদিন আগেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি বলেন পুজো কমিটিগুলিকে সব রকম সহযোগিতা করবে প্রশাসন।

 

Kolkata Police introduces app for pandal-hoppers during Durga Puja

Kolkata Police has introduced the updated Android based mobile application “KOLKATA POLICE SMART PUJA GUIDE ”. Released last year, the App has been updated on September 2016.

The Commissioner of Kolkata Police on Monday unveiled the road map to guide pandal hoppers and the mobile phone app has also been introduced using which one can easily get direction to reach his or her destination. The most important part of the app is that photograph and information of a missing child can be uploaded in it. Some children go missing in the crowd during Durga Puja. Introduction of the app would help the police return the children to their parents easily.

This App will provide also Puja Pandal related information to the citizens during Pujas.

The application, Utsav app, will provide to its uses news and updates, the nearest Durga Puja which is around the place you are in, the road and route maps of different puja pandas and the the time to drive to a paju pandal from your current location.

The application is also providing the contact number, address and theme of different puja pandals.

 

KP app

Screenshot of the Utsavapp

 

 

The app may be downloaded and installed in smartphones from Google Play Store.

Click here to download

 

পুজো প্যান্ডেল পরিদর্শনের জন্য মোবাইল অ্যাপ চালু করেছে কলকাতা পুলিশ

শারদীয়ার দিনগুলি  শান্তিপূর্ণ ভাবে উপভোগ করার জন্য কলকাতা পুলিশ গত বছর নাগরিকদের সাহায্যার্থে একটি বিশেষ মোবাইল অ্যাপলিকেশন ‘কলকাতা পুলিশ স্মার্ট পূজা গাইড’ চালু করেছে। ২০১৬-র সেপ্টেম্বর মাসে অ্যাপটি আপডেট করা হয়েছে।
সোমবার কলকাতা পুলিশের কমিশনার পূজা গাইড ম্যাপের পাশাপাশি উৎসব অ্যাপ্লিকেশনটিরও সূচনা করলেন। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজেই তার গন্তব্যে পৌঁছাতে পারবেন। অ্যাপ্লিকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল – কেউ হারিয়ে গেলে তার ছবি সহ যাবতীয় তথ্য এই অ্যাপ্লিকেশনে আপলোড করা যাবে। পূজা ভিড়ের মধ্যে অনেক সময়ই শিশুরা হারিয়ে যায়। অ্যাপ্লিকেশনের তথ্যের মাধ্যমে সহজেই পুলিশ সেইসব হারিয়ে যাওয়া শিশুদের তাদের বাবা-মায়ের কাছে পৌঁছে দিতে পারবে।
পুজোর সময় পুজো প্যান্ডেল সংক্রান্ত সবরকম তথ্যও পাওয়া যাবে এই অ্যাপটিতে।এই  মোবাইল অ্যাপ্লিকেশনটির মাধ্যমে  চারপাশের সব পূজামণ্ডপের সন্ধানের সঙ্গে সঙ্গে সেখানে যাওয়ার দিকনির্দেশ পাওয়া যাবে।বিভিন্ন পুজো মণ্ডপগুলির ঠিকানা, উদ্যোক্তাদের ফোন নম্বর ও প্যান্ডেলটি কোন থিমের ওপর করা হয়েছে সেই সংক্রান্ত সব তথ্যও পাওয়া যাবে এই অ্যাপটিতে।

যেকোনো অ্যান্ড্রোয়েড ফোনের গ্রাহক তার ফোন থেকে এটি ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে।

এছাড়া পুজোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কলকাতা পুলিশ তার একমাত্র ড্রোন ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।পুজো উপলক্ষে বিধাননগর কমিশনারেট এলাকায় ২৮ টি সি সি টি ভি ক্যামেরা বসানো হচ্ছে। সেক্টর ফাইভ ও ভি আই পি রোডের দিকে পর্যাপ্ত নজরদারির জন্য পুজোর আগেই এগুলো চালু করা হবে।সব মিলিয়ে দুর্গা পুজো ও মহরম উপলক্ষে কলকাতা পুলিশ শহরের বিভিন্ন প্রান্তে ৭৬ টি অস্থায়ী ক্যামেরা বসিয়েছে। পুজোর দিনগুলোতে ভিড়ের মধ্যে শিশুদের হারিয়ে যাওয়া রুখতে দুটি মিসিং পার্সনস স্কোয়াড থাকছে।

পুজোর দিনগুলোতে শহরের বিভিন্ন প্রান্তে অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় ২১ টি কুইক রেসপন্স টিম, ২৫ টি হেভি রেডিও ফ্লায়িং স্কোয়াড, ২৫ টি ডিভিশনাল মোবাইল ভ্যান ও ৮৬ টি ওয়াচ টাওয়ার থাকবে।