Kolkata Police to organise Safe Drive Save Life Half Marathon on Jan 7

To promote the Bengal Government’s Safe Drive Save Life traffic awareness campaign, a pet project of Chief Minister Mamata Banerjee, Kolkata Police is going to organise a half marathon on January 7 in Kolkata. Kolkata Police will also observe Road Safety Week 2018 from January 7 to 13.

The Safe Drive Save Life Half Marathon, as it will be called, will set the ball rolling for the Road Safety Week. There will be three races as part of the programme on January 7 – a 21 kilometre (km) run, a 10 km run and a 5 km run, the lower age limits for which are 18 years, 15 years and 12 years, respectively.

For the winners, there will be medals and cash prizes. The start timings for the 21 km, 10 km and 5 km races are 6 am, 6.30 am and 7 am, respectively. All the participants in all the categories will get race day and finisher T-shirts. Photographs of the runners will be posted on the Facebook page of the Kolkata Police Traffic Department.

 

পথ নিরাপত্তায় এবার হাফ ম্যারাথন হচ্ছে শহরে

কমেছে পথ দুর্ঘটনা, কমেছে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা। কিন্তু প্রয়োজন আরও সচেতনতার। এই বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে প্রচারের উদ্দেশ্যে এবং ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর সাফল্যকে মাথায় রেখে এবার ‘হাফ ম্যারাথন’ এর আয়োজন করছে কলকাতা পুলিস।

এই নতুন বছরের পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে ৭ই জানুয়ারি থেকে। চলবে ১৩ই জানুয়ারি পর্যন্ত। তারই শুরুতে আগামী ৭ জানুয়ারি, রবিবার এই ‘হাফ ম্যারাথন’-এর আয়োজন করা হয়েছে। এই ম্যারাথন ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার, এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে।

বিজেতাদের জন্য থাকবে মেডেল ও আর্থিক পুরস্কার। ২১ কিঃমিঃ ম্যারাথন শুরু হবে সকাল ৬টায়। ১০ কিঃমিঃ দৌড় শুরু হবে সকাল সাড়ে ৬টায়। ৫ কিঃমিঃ দৌড় শুরু হবে সকাল সাতটায়। প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হবে রেসের টিশার্ট। তাদের ছবি পোস্ট করা হবে কলকাতা ট্রাফিক পুলিশের ফেসবুক পেজে।

২০১৬ সালে পথ দুর্ঘটনায় শহরে মৃত্যুর সংখ্যা ছিল ৪০৭ জন। চলতি বছরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩১২-তে। অর্থাৎ, মুখ্যমন্ত্রী ২০১৬ সালের ৮ই জুলাই যে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর ঘোষণা করেছিলেন, তার সাফল্য মিলতে শুরু করেছে।

Source: The Statesman

Kolkata Police Cyber Wing bags NASSCOM-DSCI Excellence Award

The cyber wing of Kolkata Police (KP) has received the NASSCOM-Data Security Council of India (DSCI) Excellence Award this year for ‘Capacity Building of Law Enforcement’. The award was handed over during an all-India seminar on cyber security in which police personnel from different districts were present.

As part of the application for the award, KP had put forward the cases it has handled covering different forms of cyber crime, and the equipment and technology used.

Kolkata Police also creates awareness among school students about the effect of different social networking sites and online activities on them.

 

কলকাতা পুলিশের সাইবার শাখা পেল উৎকর্ষের সম্মান

বিরল সম্মান পেল কলকাতা পুলিশের সাইবার সেল। গুড়গাঁওয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে ন্যাসকম-এর ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া এক্সিলেন্স পুরস্কার তুলে দেওয়া হল কলকাতা সাইবার সেলের হাতে।

সর্বভারতীয় ক্ষেত্রে সব রাজ্যের সাইবার সেলের প্রতিনিধিদের নিয়ে একটি সেমিনার আয়োজন করা হয় গুড়গাঁওয়ে। ক্যাপাসিটি বিল্ডিং অফ ল এনফোর্সমেন্ট বিভাগে সেরা হয় কলকাতা পুলিশের সাইবার সেল।

খবরটি কলকাতা পুলিশ নিজেদের ফেসবুক পেজে শেয়ার করে জানায়। সেখানে পুলিশের পক্ষ থেকে লেখা হয়: ‘সাইবার সেল আমাদের গর্বিত করেছে। কলকাতা পুলিশের সাইবার পুলিশ সেল এ বছরের ন্যাসকম-ডিএসসিআই এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ক্যাপাসিটি অফ ল এনফোর্সমেন্ট বিভাগে। গুড়গাঁওয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে এই পুরস্কার আমাদের হাতে তুলে দেওয়া হয়। সেখানে দেশের সব রাজ্যের সাইবার সেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই জাতীয় স্বীকৃতি আমাদের আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রেরণা জোগাবে।’

Source: Millennium Post

Image is representative 

Kolkata Police sets up Olympic-standard shooting range for public

Kolkata Police (KP) has set up a modern indoor shooting range of Olympic standard, equipped with electronic target system, for everyone’s use. It was opened to the public on November 11. This is a first-of-its-kind shooting range not only in Kolkata, but in the entire eastern India.

It is located at the Police Training School (PTS) on 247 AJC Bose Road.

According to a post on KP’s Facebook page, the shooting range has been opened with a view to promote shooting as a sport and to provide opportunity to the common people.

Specifically, as the DC (Traffic), who is in charge of the whole process, said during the opening, the primary focus is on creating world-class shooters from Bengal. Bengal has talent; Kolkata Police is just trying to give an opportunity to those talents.

Applications have to be made online. The participants are selected through a draw of lots. Till now, 600 applications have been submitted.

A nominal fee of Rs 100 is charged towards the cost of ammunition and maintenance. For those seriously interested in pursuing the sport, facility for practice is offered at Rs 200 per month.

Click here to apply (https://kolkatatrafficpolice.net/FiringSkills/Firingskills.aspx)

Source: The Times of India

 

অলিম্পিয়ান শুটার চাই, উদ্যোগী কলকাতা পুলিশ

বাংলাকে নতুন অলিম্পিয়ান শুটার দিতে অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের!

বিশ্বমানের শুটিং রেঞ্জ আগেই তৈরি হয়েছিল পুলিশ ট্রেনিং স্কুলে৷ যার নাম ‘মডার্ন শুটিং রেঞ্জ’৷ এবার সেটা উন্মুক্ত করা হল আম-বাঙালির জন্য৷ যাতে বাংলা থেকে উঠে আসে নতুন শুটার৷ পুরো প্রক্রিয়ার দায়িত্বে ডিসি ট্রাফিক ৷ যিনি নিজে আবার জাতীয়স্তরের পিস্তল শুটারও৷

মাত্র কদিন আগে পুলিশের ফেসবুক পেজে বিজ্ঞাপন দেওয়ার পর সাড়া পড়ে যায়৷ আবেদন করেছেন প্রচুর মানুষ শুটিং করার জন্য৷ কলকাতায় শুটিংয়ের কয়েকটা অ্যাকাডেমি রয়েছে৷ কিন্ত্ত খরচ এত বেশি যে, ইচ্ছে থাকলেও শুটিং ইভেন্টের দিকে পা বাড়াতে পারেন না অনেকেই৷ পুলিশের এই উদ্যোগে তারও সমাধান রয়েছে৷ যাঁরা শুটিং প্র্যাক্টিস করবেন, তাঁদের মাসিক ২০০ টাকা চাঁদা দিতে হবে৷

ভারতে দিল্লি সহ আরও অনেক জায়গাতেই পুলিশের এমন শুটিং রেঞ্জ আছে৷ যেখানে সাধারণ মানুষরাও শুটিং প্র্যাক্টিস করেন৷ কলকাতায় প্রথম৷

পুলিশের মানবিক মুখ অনেক দেখেছে রাজ্য৷ খেলোয়াড়ী-উদ্যোগ এই প্রথম!

primary education

Smart classroom for street children

On the occasion of Children’s Day on November 14, a smart classroom was inaugurated under the Nabadisha school project of Kolkata Police. It is located in the already existing classroom for footpath children adjacent to the Tollygunge police station.

It was inaugurated by the School Education and Higher Education Minister. He said that the Chinese consulate in Kolkata has extended support in setting up the smart classroom.

He also said that the State Government has taken a lot of initiatives for footpath-dwellers, like setting up night shelters and opening schools.

Source: Millennium Post

পথশিশুদের জন্য স্মার্ট ক্লাসরুম উপহার রাজ্যের

১৪ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে পথশিশুদের স্মার্ট ক্লাসরুম উপহার দিল রাজ্য সরকার। কলকাতা পুলিশের নবদিশা স্কুল প্রকল্পের অন্তর্গত টালিগঞ্জ ফাঁড়ির পাশে পথশিশুদের জন্য যে ক্লাসরুম আছে, সেখানেই উদ্বোধন হল এই স্মার্ট ক্লাসরুম।

এই ক্লাসরুমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান এই ক্লাসরুম তৈরিতে চীনের কন্স্যুলেট সাহায্য করেছে। তিনি আরও বলেন, নাইট শেল্টার খোলা থেকে শুরু করে স্কুল খোলা, ফুটপাথবাসীদের উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছে সরকার।

Kolkata Police makes autopsy reports available online

Kolkata Police has taken a step ahead by developing a system to make post-mortem reports available online to the next of kin of victims.

One just needs to log in to the website pmr.kolkatapolice.org to avail the service, key in the required information including the number that is provided by the authorities during post-mortem, the date of the post-mortem and a registered mobile number, to receive an OTP (one-time password). Guidelines on the steps to download the report will be sent to the phone.

This makes the process of getting a post-mortem report simple, quick, hassle-free and transparent. However, the manual process of applying for a post-mortem report will also continue for some time.

It may be mentioned that this comes at a time when Chief Minister Mamata Banerjee, who is also the Home Minister, is stressing upon e-governance. She has directed all State Government departments to take necessary measures in this connection.

Source: Millennium Post

কলকাতা পুলিশের উদ্যোগে এবার অনলাইনে মিলবে ময়না-তদন্তের রিপোর্ট

কলকাতা পুলিশের নতুন উদ্যোগ – এবার অনলাইনে মিলবে ময়না-তদন্তের রিপোর্ট, নিহতের পরিবারের সাহায্যার্থে।

এই পরিষেবা পেতে হলে pmr.kolkatapolice.org ওয়েবসাইটটিতে লগইন করতে হবে। এর পর ময়না তদন্তের তারিখ ও মোবাইল নম্বর দিলেই ওটিপি পাওয়া যাবে। এর পর ওই ময়না তদন্তের রিপোর্ট কি করে পাওয়া যাবে তার নির্দেশাবলী মোবাইলে পাঠানো হবে।

এর ফলে, এই রিপোর্ট পাওয়া হবে অনেক সহজ, স্বচ্ছ ও দ্রুত। পাশাপাশি, চিরাচরিত প্রথায় রিপোর্ট পাওয়ার প্রণালীও বলবৎ থাকছে।

প্রসঙ্গত, মা মাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন ই-গভর্নেন্সে। এই উদ্যোগও ই-গভর্নেন্স এর একটি প্রয়াস।

Kolkata Police to acquire electric scooters for easier patrolling

If things go according to plan, Kolkata Police is soon going to get self-driving electric scooters for patrolling. After Puducherry and Mumbai, where the police use such vehicles for patrolling beaches, Kolkata is next in line to acquire the scooters.

These scooters are driven standing up. Being electric scooters, they are environment-friendly. Each charge would drive the scooter for 30 to 35 km. they run at a speed of 15 to 20 kilometres per hour. They are also much lighter than normal scooters. According to police sources, four of these vehicles would be bought initially.

However, unlike Puducherry and Mumbai, police sources said that the vehicles in Kolkata would be used for patrolling areas along the bank of the Hooghly and in the Maidan, where a lot of people come for morning and evening walks. The scooters can also be used in narrow lanes, where cars are difficult to manoeuvre.

Police personnel would be given trained to handle this special type of electric scooters. These scooters would have pockets for keeping walkie-talkie and radio sets. Special charging kiosks would also be set up for convenient charging.

 

Source: Ei Samay

 

নজরদারিতে কলকাতা পুলিশ ব্যবহার করবে ইলেকট্রিক স্কুটার

সবকিছু পরিকল্পনামাফিক চললে পুডুচেরী বা মুম্বইতে সমুদ্রতটের ওপর নজরদারি চালাতে যেরকম ইলেকট্রিক স্কুটার ব্যবহার করে, সেরম স্কুটার পেতে চলেছে কলকাতা পুলিশ।

এই স্কুটারগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাতে হয়। ইলেকট্রিক চালিত হওয়ার কারণে এই স্কুটার পুরোপুরি পরিবেশ বান্ধব। প্রতিবার চার্জিং-এ এই স্কুটার চলবে ৩০-৩৫ কিঃ মিঃ। এই স্কুটার চলে ঘণ্টায় ১৫-২০ কিঃ মিঃ গতিবেগে। এগুলি সাধারন স্কুটারের থেকে অনেক হালকা। প্রাথমিক ভাবে ৪টি স্কুটার আনা হবে।

কলকাতা পুলিশ এগুলি ব্যবহার করবে হুগলী নদীর দুপাশে নজরদারি চালাতে। পাশাপাশি নজরদারি চলবে ময়দানেও। এই স্কুটার নিয়ে খুব সরু গলিতেও ঢোকা যাবে।

পুলিশ কর্মীদের এই বিশেষ স্কুটার চালানোর প্রশিক্ষণও দেওয়া হবে। এই স্কুটারে ওয়াকি-টকি ও রেডিও-সেট রাখার পকেট থাকবে। বিশেষ চার্জিং কিয়স্ক তৈরি করা হবে চার্জিং-এর সুবিধার্থে।

After Durga Puja, Kali Puja immersion carnival to become another showpiece event

After the immense success of the Durga Puja immersion carnival, now another immersion carnival, or ‘bishorjon carnival’, has been conceived – for Kali Puja. This would be organised by Kolkata Police from next year, and it has the potential to become another success story.

During a recent meeting between Kolkata Police and Kali Puja organisers at Kala Mandir, this idea was agreed upon, as anything that is good and appreciated by people can take place again and again.

During the meeting, the Kolkata Police commissioner said that from this year, Kali Puja organisers can also avail the Aasaan app (like Durga Puja organisers) to get necessary clearances to organise Kali Puja.

The police requested organisers to spread awareness about the ‘Safe Drive, Save Life’ road safety awareness programme, for which they will provide hoardings.

The police also asked puja committees to take necessary steps so that pandal-hoppers do not face any trouble. With the FIFA Under-17 World Cup in full swing, many foreigners are also expected to visit Kali Puja pandals this year.

 

আগামী বছর থেকে সেরা কালী পুজো নিয়ে কার্নিভাল করবে কলকাতা পুলিশ

দুর্গাপুজোর মতো এবার সেরা কালীপুজো নিয়ে কার্নিভাল করতে চায় কলকাতা পুলিশ। আগামী বছর থেকেই এই কার্নিভাল শুরু করতে চান কলকাতা পুলিশ কর্তারা।

কলামন্দিরে শহরের কালীপুজো কমিটিগুলির সঙ্গে পুলিশের বৈঠক হয়। অনেক কালীপুজো কমিটি এই কার্নিভালের দাবি জানান। পুলিশ কমিশনার জানান, “দুর্গাপুজোর মতো কালীপুজোর মন্ডপেও -সেফ ড্রাইভ সেভ লাইফ- থিম চালু করুন। এর পাশাপাশি শহরে এখন চলছে যুব বিশ্বকাপ। সেই কারণে প্রচুর বিদেশী শহরে এসেছেন, তাই, দুর্গাপুজোর মতো কালী পুজোতেও ফুটবলের থিম রাখুন।”

এই বৈঠকে কলকাতা পুরসভা, সিইএসসি, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং দমকলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দুর্গাপুজোর মতো কালী পুজোতেও এবার থেকে সেরা পুজো বাছতে প্রতিযোগিতার ব্যবস্থা করবে কলকাতা পুলিশ।

Source: Millennium Post

Mamata Banerjee thanks people, puja committees and administration after Durga Puja

Bengal CM took to her Facebook page to thank the crores of people who participated in the festivities of the Durga Puja, the Puja committees for their cooperation and the police and the administration for maintaining discipline and smoothness.

Here is her full Facebook post:

At the end of Durga Puja, the biggest festival in the world, I would like to thank the crores of people who visited the puja mandaps and participated in the festivities and made the festival celebration so joyful.

I would also like to thank the puja committees, clubs and all communities for their total cooperation and overwhelming support.
I thank the police and civil administration for their tireless endeavour to make the puja celebration smooth, peaceful and disciplined.

Some of the noted puja organisers will be participating in the carnival at Red Road on 3 October, being organised by the state government for the second time.

I invite all of you to come and witness the beautiful event.

My best wishes to all.

 

দূর্গা পুজোর শেষে সমস্ত পুজো আয়োজক কমিটিকে ও  পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী নিজের  ফেসবুক পেজে সমস্ত পুজো আয়োজক কমিটিকে তাদের সহায়তার জন্য ও  পুলিশ প্রশাসনকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ধন্যবাদ জানালেন।

Here is the link to her post today.

Bengal Govt makes elaborate preparations for Durga Puja immersion

Elaborate security arrangements were made by Kolkata police as well as the civic authorities for the peaceful conduct of the immersion processions to the various ghats and the ceremonies thereon.

Officers of the Kolkata Police manned the riverfront to prevent onlookers from getting too close to the river. Special vigil was being maintained from a watch tower near the ghat.

Cranes were deployed at certain ghats to lift and extricate the remains of idols from the river to avoid pollution. Additional lights were put up at the immersion ghats and the flowers, levers and metallic weapons were dumped in separate vats to avoid polluting the river.

Other than maintaining law and order during immersion, teams of river police and disaster management groups patrolled the river. Closed-circuit television cameras were installed at certain ghats too.

শান্তিপূর্ণভাবে দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার

 

দুর্গা প্রতিমার বিসর্জন যাতে শান্তিপূর্ণভাবে হয় সেজন্য প্রতিবারের মত এবারও কলকাতা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে।

বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিসর্জন দেখার জন্য প্রতিটি ঘাটে সাধারণ মানুষের জন্য একটি নির্দিষ্ট জায়গা তৈরি করা হয়েছে। বিশেষ ওয়াচ টাওয়ারও বসানো হয়েছে এর মাধ্যমে নজর রাখা হবে সমগ্র পদ্ধতির ওপর।

দূষণ প্রতিরোধের জন্য প্রতিটি ঘাটে ক্রেন রাখা হয়েছে। প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে মূর্তি ও অন্যান্য জিনিস জল থেকে তুলে নেওয়া হবে ক্রেনের মাধ্যমে। অতিরিক্ত আলো লাগানো হয়েছে। ফুল ও পুজোর অন্যান্য সামগ্রী ফেলার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে।

বিসর্জনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখার জন্য বিশেষ পুলিশ বাহিনী চারদিকে টহল দেবে। এছাড়া প্রতিটি ঘাটে ক্লোজ সার্কিট ক্যামেরাও বসানো হয়েছে।

প্রতিমা বিসর্জনের পাশাপাশি পর্যটকদের জন্য রাস্তায় ও ঘাটে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Kolkata Police’s Utsav App to help pandal-hoppers during Durga Puja

With smartphones becoming ubiquitous, apps for various purposes are the norm. Keeping this in mind, Kolkata Police created the Utsav App a few years back to help pandal-hoppers during Durga Puja.

The Utsav App becomes one of the most popular apps during the Durga Puja days. It acts as a comprehensive guide to the pandals. This year, the existing features of the app have been enhanced and some new features have been added too.

All the 350 major pujas of Kolkata have been covered – for each, there is a route guide, a detailed storyline, including information on the theme, contact numbers and addresses, and pictures. Since the app links the puja pandals with an online map, one can get turn-by-turn navigation to these destinations.

One can also upload photos and rate and review the pujas. Using the app, a user can check-in and share their status on Facebook.

This year a new section has been added to the app, which the police are expecting to be of major help. Pandal-hoppers will be able to gauge the rush and time required to reach the top 20 puja pandals in Kolkata.

According to a senior official of Kolkata Police, the app will provide an estimated time of arrival (ETA) from the last person in the queue to the pandals of these pujas.

One can also check the nearest pay-and-use toilets, police stations, hospitals and restaurants. Another important section of the app is where photograph and information about a missing child can be uploaded for the police to track and find.

The app also incorporates a ‘Chat and Adda’ feature through which users can find new friends and chat with them.

Click here to download the app from the Google Play store 

 

হাতে অ্যাপ, উৎসবে বন্ধু পুলিশ

 

কোন পথে পুজো? বলে দেবে উৎসব-অ্যাপ। ডাউনলো়ড করা যায় বন্ধু-অ্যাপও!
কলকাতা পুলিশের উদ্যোগে তৈরি এই দুই অ্যাপ হাতে থাকলেই কেল্লাফতে। পথ হারানোর জো নেই। পুজোর মণ্ডপের রাস্তা, ম্যাপ থেকে শুরু করে আশপাশে কোথায় গাড়ি পার্ক করা যাবে, কোথায় খাবারের দোকান— বলে দেবে অ্যাপ।

গত কয়েক বছরের মতো এ বার পুজোতেও এ ভাবেই নাগরিকদের পাশে থাকবে কলকাতা পুলিশ। শহরের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, উত্তর, মধ্য বন্দর এলাকা থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ শহরতলির বড় বড় পুজোর রুট-ম্যাপ থাকছে তাদের উৎসব অ্যাপে। শুধু কি ঠাকুর দেখা? থাকছে আরও অনেক কিছুই। অ্যাপ খুললেই জানা যাবে কোন এলাকায় রয়েছে কোন রেস্তোঁরা। পুজোর শহর সাফ রাখতে সুলভ শৌচাগারগুলির খবরও রয়েছে সেই অ্যাপে।

তবে যাঁরা এই সব অ্যাপ ডাউনলোড করার মতো স্মার্ট ফোন ব্যবহার করেন না, তাঁদের কথাও মাথায় রেখেছে পুলিশ। তৈরি হয়েছে লিফলেট। পুজোর মণ্ডপের খুঁটিনাটি ছাড়াও সেখানে বাংলা এবং ইংরাজিতে লেখা থাকছে শৌচাগারের তথ্য।

উৎসব অ্যাপ ছাড়াও কলকাতা পুলিশের দৈনন্দিন ‘বন্ধু অ্যাপ’ থাকলেও একই সুবিধা পাবেন সাধারণ মানুষ।

Source: DNA