Blood donation – Efforts and infrastructure in Bengal

The Trinamool Congress Government has always stressed on the need for voluntary donation of blood. Through the year the party conducts, through its various frontal organisations and wings, blood donation camps across all the districts, including in Kolkata.

The State Government also encourages various clubs, NGOs and even corporate to organise and participate in blood donation efforts.

At certain times of the year, like during the hot summer months, there is an extra need for blood. Hence during this time more camps are organised.

During the sixth anniversary celebrations of the Trinamool Congress Government last year, a blood donation camp was organised at the state secretariat, Nabanna on May 27. Similar camps were organised in all the districts, down to the panchayat level, and also at police stations. Various clubs had also participated.

The State Government has also been steadily improving the infrastructure of blood banks. Last October, Chief Minister Mamata Banerjee had inaugurated three more blood banks – two in south Bengal and one in the north. The blood banks were set up in Panskura in Purba Medinipur district, Gopiballavpur in Paschim Medinipur district and Chanchal in Malda district. All the three are located inside multi super-speciality hospitals, a brainchild of the Chief Minister.

With the completion of these three, the number of State Government-run blood banks has risen to 70. Combined with private blood banks, the total number is 131.

To cater to the increasing demand for blood components, like plasma, platelets, etc., the Government set up four more platelet separation units last year – at Nadia and Asansol District Hospitals, Cooch Behar MGN Hospital and Murshidabad Medical College Hospital – bringing the total number of component separation units in State Government hospitals to 17.

Then, information about supplies of blood in the blood banks of Bengal, be they Government or private – how many units of which blood group are available – can now be had online. This service, called e-raktkosh, [may hyperlink http://www.eraktkosh.in/BLDAHIMS/bloodbank/nearbyBBRed.cnt] facilitated by Chief Minister Mamata Banerjee, was also inaugurated last year.

Kolkata Municipal Corporation (KMC) has also set up its first blood bank – at 242, Kalighat Road. This step is meant to help not only the city residents but people from all over the State, especially the poor, who cannot afford high prices.

Nabanna issues instructions for combating storms

After the devastating storms of yesterday in Kolkata and across the southern region of Bengal, the state secretariat, Nabanna has issued instructions for effectively combatingstorms which have been predicted in the next few days.

Quick Response Teams (QRT) of the government have been activated across all needy areas. Government officials have been instructed to provide help wherever necessary.

Chief Minister Mamata Banerjee has asked for reports from the district magistrates of all the affected districts.

Kolkata Municipal Corporation (KMC) has announced ex gratia payments for the families of those killed in yesterday’s storm in Kolkata. It will also repair all the houses destroyed by the storm.

 

কালবৈশাখী দুর্যোগ: কুইক রেসপন্স টিম গঠন রাজ্যের

প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্ক রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের সদর দপ্তর থেকে রাস্তায় নেমে কাজ করার নির্দেশ দেওয়ার হয়েছে সরকারি কর্মীদের। নবান্নের কন্ট্রোল রুম থেকেও নজরদারির কথা জানানো হয়েছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির বর্তমান অবস্থা জানতে জেলাশাসকদের কাছে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী।

নবান্নের তরফে কুইক রেসপন্স টিমগুলিকে সতর্ক করা হয়েছে। দুর্যোগের পর সেই সতর্কতা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে রাস্তায় নেমে কাজ করার।

দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও যেসব বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সারানোর কথা ঘোষণা করা হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে।

 

Kolkata’s first floating solar power project at Bikramgarh Lake

The State Power and Non-Conventional Energy Sources Department and Kolkata Municipal Corporation (KMC) are together going to implement a unique project – Kolkata’s first floating solar power plant.

The power generating solar photovoltaic (PV) cells are going to be placed on the waters of Bikramgarh Lake in Golf Green in the southern part of the city.

The full project, which includes beautification of the lake, would cost Rs 4 crore. According to State Government sources, the power generated by the solar PV cells would lead to the saving (over conventional generation costs) of about Rs 40.5 crore.

The project would cover an area of 1 acre of the 7.3 acres that the lake is spread over. The rows of cells would be placed on a network of pipes, which would be balanced on the surface of the water with anchors lying at the bottom of the lake.

Preliminary work for setting up the power plant has already started. Echo sounding is being used to measure the depth of the lake and bathymetry is being used to map the lake floor.

বিক্রমগড় ঝিলে হবে কলকাতার প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প

পানাপুকুরেই সৌরবিদ্যুৎ! সেই বিদ্যুৎ যাবে ঘরে ঘরে। সাউথ সিটির পিছনে সাড়ে তিন একরের বিক্রমগড় ঝিলে তৈরী হবে শহরের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প। এই অভিনব পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা ও রাজ্য বিদ্যুৎ দপ্তর। সব কিছু ঠিকঠাক চললে ৩০০ কিলোওয়াটের এই প্রকল্পটিই দেশের সবথেকে ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের নজির গড়বে বলে জানা গেছে। এখানে উৎপাদিত বিদ্যুৎ কিনবে সিইএসসি।

এপ্রিলে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। কাজ শুরু হবে মে মাস থেকে। ঝিলের সৌন্দর্যায়ন ও সৌরপ্রকল্প মিলিয়ে খরচ হবে প্রায় ৪ কোটি টাকা। বছরে প্রায় সাড়ে ৪০ লক্ষ টাকার বিদ্যুৎ সাশ্রয় হবে এই প্রকল্পে। রাতে সৌরবিদ্যুতের আলোয় ঝলমল করবে ঝিল–চত্বর। পর্যায়ক্রমে ঝিল–সংলগ্ন ফাঁকা জমিতে সৌন্দর্যায়নের কাজ শুরু হবে।

‘ইকোসাউন্ডিং’ পদ্ধতিতে জলের গভীরতা মাপা হয়েছে। পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগের নৌকোয় করে ‘ব্যাথিমেট্রি’ পদ্ধতিতে জলের তলার ছবি তৈরির কাজও শেষ।ঝিলের মাঝখানে জলের গভীরতা রয়েছে সাড়ে তিন ফুট। এই অংশের এক একরের মধ্যেই হবে প্রকল্পটি। পাইপের কাঠামোর ওপর ভাসমান থাকবে সৌরবিদ্যুতের প্যানেল।

মাটির তলায় নোঙর কাঠামোটিকে ধরে রাখবে। ঝিলে বসবাসকারী জলজ প্রাণীদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। তিনি বলেন, রক্ষণাবেক্ষণের জন্য মাঝখানে একটি সেতু ও ওয়াকওয়ে তৈরি হবে ঝিলের চারিদিকে।

Source: Aajkaal

KMC machines to replace manual cleaning of drains

In a move sure to bring cheer to both workers and activists, Kolkata Municipal Corporation (KMC) has decided to pumps and other machinery in order to do away with the manual cleaning of drains.

Trinamool Congress has always been vociferous about abolishing manual scavenging, and this move would add to that effort.

Several of the machines required for cleaning the underground sewage pipelines have already been bought. According to the mayor, the KMC wants to start the cleaning process well before monsoon.

ড্রেন পরিষ্কার করতে এবার যন্ত্র ব্যবহার করবে কলকাতা পুরসভা

ড্রেন পরিষ্কার করতে এবার থেকে পাম্প ও অন্যান্য যন্ত্র ব্যবহার করবে কলকাতা পুরসভা। এবার থেকে আর কর্মীদের ড্রেন পরিষ্কার করতে হবে না।

তৃণমূল কংগ্রেস চিরকালই মানুষের মাধ্যমে নালা পরিষ্কার করানোর (যাকে বলা হয় ম্যানুয়াল স্ক্যাভেনজিং) বিরোধী, এই উদ্যোগের ফলে সেই লক্ষ্যে আরও কিছুটা অগ্রসর হওয়া যাবে।

ভূগর্ভস্থ পাইপলাইনের ময়লা পরিষ্কার করতে প্রয়োজনীয় যন্ত্রের বেশীর ভাগ কেনা হয়ে গেছে। কলকাতার মহানাগরিক জানিয়েছেন আগামী বর্ষার আগেই এই কাজ শুরু হয়ে যাবে।

Source: The Statesman

Mamata Banerjee inaugurates Vivek Chetana Utsab

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated Vivek Chetana Utsab at a function held at Ganga Sagar Mela Camp, Babughat.

Vivek Chetana Utsab is being observed across the State on the occasion of 155th birth anniversary of Swami Vivekananda.

The festival is being organised in all 341 blocks, 118 municipalities, 6 corporations, Kolkata Municipal corporation, GTA, and all district headquarters of the State.

As part of the festival, padyatras will be held across the State. There will be symposiums, exhibitions, quiz, debates on Swami Vivekananda’s life. Football matches will also be organised. There will sit-and-draw competitions, along with essay-writing competitions and cultural events.

 

 

বিবেক চেতনা উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

 

আজ বিবেক চেতনা উৎসবের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাবুঘাটে গঙ্গাসাগর মেলা ক্যাম্প থেকে আজ এই উৎসবের উদ্বোধন করেন তিনি।

স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজ্যব্যাপী এই উৎসবের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর।

রাজ্যের ৩৪১টি ব্লক, ১১৮টি পুরসভা, ৬টি কর্পোরেশন, কলকাতা পৌর সংস্থার অধীন ১৪৪টি ওয়ার্ড এবং জিটিএ সহ রাজ্যের প্রতিটি জেলাসদরে এই উৎসব আয়োজিত হবে।

এই উৎসবে থাকবে পদযাত্রা, বিবেকানন্দের জীবন ও কর্ম বিষয়ক প্রদর্শনী, ছাত্র-যুবদের চরিত্র গঠন বিষয়ক আলোচনা, বিবেকানন্দ বিষয়ক ক্যুইজ, বিতর্ক, প্রদর্শনী ফুটবল ম্যাচ, বসে আঁকো, প্রবন্ধ রচনা সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান।

Vivek Utsav and Subhas Utsav to be celebrated in a big way

State Youth Affairs Department, in association with Kolkata Municipal Corporation (KMC), has decided to celebrate the birth anniversaries of Swami Vivekananda and Netaji Subhas Chandra Bose in a big way.
The anniversaries fall on January 12 and January 23, respectively. In the memory of Swami Vivekananda, January 12 is celebrated as Youth Day.

The celebrations would be named as Vivek Utsav and Subhas Utsav. KMC has decided to allot a total of Rs 50,000 for celebrating the two anniversaries through official functions – Rs 20,000 for Vivek Utsav and Rs 30,000 for Subhas Utsav.

The celebration would be taking place in all the 144 wards under the jurisdiction of the KMC.

রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ ও নেতাজী সুভাষ উৎসব পালন করবে প্রতি ওয়ার্ডে

জানুয়ারি মাসের ১২ তারিখ স্বামী বিবেকানন্দ ও ২৩ তারিখ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন।
রাজ্য সরকারের যুবকল্যাণ দপ্তরের খরচে কলকাতা পুরসভার সবকটি ওয়ার্ডেই ওই দুই মনিষীর জন্মদিন কেন্দ্রিক বিবেক উৎসব এবং সুভাষ উৎসব পালন করা হবে।
এর জন্য ১৪৪টি ওয়ার্ডের প্রতিটির জন্য রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর মোট ৫০হাজার টাকা করে দিচ্ছে। এর মধ্যে বিবেক উৎসবের জন্য ওয়ার্ড পিছু ২০ হাজার ও সুভাষ উৎসবে ওয়ার্ড পিছু ৩০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
Source: Bartaman

KMC to set up more night shelters

To accommodate people who come to Kolkata for various purposes but are too poor to put up in hotels or hire a place to stay, many of whom come to earn a living, and some for purposes like medical treatment, etc., as well as vagabonds and pavement and slum dwellers, the State Government and the Kolkata Municipal Corporation (KMC) run night shelters.

Now, KMC has decided to build more such shelters. So the civic body is holding talks with various government organisations like Kolkata Metropolitan Development Authority (KMDA), Kolkata Improvement Trust (KIT), Hooghly River Bridge Commissioners (HRBC), Port Trust and the Railways to request them to hand over some of the extra vacant land plots they have. It is already preparing a detailed project report (DPR) to set up a night shelter on Mahatma Gandhi Road in ward 122

At present, Kolkata has 40 night shelters, of which 35 have been set up by the State Government and five by the KMC. These five are located in Chetla, Bhowanipore, Galiff Street, Gauribari Lane and Raja Manindra Road, and can accommodate around 2,500 people on a daily basis.

শহরে নাইট শেল্টারের জন্য জমির সন্ধান পুরসভার

 

রুটি-রুজির টানে রাতের শহরে থেকে যেতে হয় অনেককেই। এমন বহু মানুষ ফুটপাতে বা রাস্তার একধারে রাত কাটাতে বাধ্য হন। কলকাতায় এরকম মানুষজনের থাকার জন্য হিসেব অনুযায়ী প্রায় ৪৫টি নাইট শেল্টার থাকার কথা।

এখন শহরে রাজ্য সরকার ও পুরসভার ৪০টি নাইট শেল্টার রয়েছে। শহরে নাইট শেল্টারের জন্য জমির সন্ধান চালাচ্ছে পুরসভা। জমি দেখা চূড়ান্ত হয়ে গেলেই শুরু হবে কাজ।

শীঘ্রই কমপক্ষে আরও দু’টি নাইট শেল্টার তৈরির কাজে পুরসভা হাত দেবে বলে জানা গিয়েছে। বর্তমানে শহরে কলকাতা পুরসভার তৈরি পাঁচটি এবং রাজ্য সরকারের তৈরি প্রায় ৩৫টি নাইট শেল্টার রয়েছে।

Source: Millennium Post

Trinamool Congress turns 20 – Looking back at the journey

It is now 20 years since All India Trinamool Congress was formed. From a small regional party in 1998, when it was formed under the leadership of the firebrand leader, Mamata Banerjee, Trinamool Congress is now a force to reckon with in national politics.

Over these 20 years, there have been numerous memorable moments, and it would not be a feasible idea to list all of them here. However, let us take a look at 20 crucial events along the timeline of 20 years, events which have proved to all and sundry that Trinamool Congress always strives to serve the common people, come hell or high weather.
1. Formation of the party

Trinamool Congress was founded on January 1, 1998, and Mamata Banerjee was chosen as the leader of the party. In that year too, the party fought the general elections for the first time and significantly, won eight seats in the Lok Sabha from Bengal.

2. Railways Minister

After the 1999 general election, Mamata Banerjee became the Union Railways Minister, which she remained till 2001.

3. Winning the Kolkata Municipal Corporation (KMC)

In 2000, Trinamool Congress fought in the election for the Kolkata Municipal Corporation for the first time, and won overwhelmingly. For the first time, the Kolkata Mayor was a Trinamool candidate.

4. First Assembly elections

In 2001, Trinamool Congress fought the State Assembly election for the first time, and won in 60 seats.

5. Keshpur and Garbeta massacres

On January 4, 2001, Trinamool workers were massacred in Chhoto Angariya by the workers of CPI(M).

6. Jago Bangla

In 2004, the official mouthpiece of All India Trinamool Congress, Jago Bangla was first published. It is a weekly publication.

7. Singur Movement

In 2006, the then State Government forcibly acquired 1,000 acres of prime farmland from farmers in Singur for a car factory. Trinamool Congress, led by Mamata Banerjee, started a huge movement to compel the government to return the plots to the unwilling farmers.

8. 26-day hunger strike

Trinamool Congress Chairperson Mamata Banerjee undertook a hunger strike, which lasted for 26 days, against the forcible acquisition of 1,000 acres of farmland in Singur for a car factory by Tata Motors.

9. Nandigram Movement

In a re-run of Singur, in 2007 in Nandigram, the then State Government, tried to forcibly acquire agricultural land. A movement built up, again led by Trinamool Congress. On March 14 of that year, police fired indiscriminately on protesters, killing 14 people.

10. Panchayat election win

In the 2008 Panchayat election, Trinamool Congress put up a great show, forming the Zilla Parishad in East Midnapore and South 24 Parganas districts.

11. Lok Sabha win

In the 2009 general elections, Trinamool Congress won 19 of the 42 Lok Sabha seats from Bengal.

12. Second KMC win

In 2010, Trinamool Congress won the Kolkata Municipal Corporation for a second time, winning handsomely.

13. Assembly election win

In 2011, Trinamool Congress won a historic Assembly election, bringing to an end 34 years of Left Front rule. It formed the first Ma-Mati-Manush Government in Bengal under the leadership of Mamata Banerjee.

14. Decimation of Left in Panchayat polls

In 2013, Trinamool Congress won 13 out of 17 Zila Parishads in the State, decimating the Left Front completely.

15. Winning majority of the seats in Lok Sabha from Bengal

Achieving another milestone, in 2014, Trinamool Congress won 34 of the 42 seats in the Lok Sabha election, which is currently the fourth highest in the Lok Sabha.

16. 33% female MPs in Lok Sabha

In the 2014 election for the Lok Sabha, Trinamool Congress hit another milestone – 12 women became Members of Parliament (MP).

17. Victory in Municipal polls

In 2015, Trinamool Congress retained the Kolkata Municipal Corporation, as well as winning 77 other civic body elections. Trinamool Congress has thus proved its name – ‘trinamool’ means ‘grassroots’ – as it now has holds power in the majority of elected bodies in Bengal at all levels, and has brought about a golden reign of governance.

18. Second Assembly win

In 2016, Trinamool Congress won the Assembly election for a second consecutive time, this time more overwhelmingly than ever. The party, under the strident leadership of Mamata Banerjee, won 211 of the 294 seats, decimating the opposition with the power of the people. Mamata Banerjee became the Chief Minister for a second consecutive term.

19. Singur land returned

After the historic judgment by Supreme Court on August 31, 2006, the land acquisition at Singur was termed unconstitutional. Fulfilling her promise, Mamata Banerjee returned the land deeds to farmers in Singur in September.

20. National party

In recognition of the growing influence that Trinamool Congress is having in national politics, in 2016, the Election Commission recognised the party as a national party. Trinamool Congress thus became the seventh national party.

 

২০ বছরের স্মৃতি রোমন্থন

দেখতে দেখতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ২০ বছর পেরিয়ে গেল। অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে বাংলার রাজনীতিতে নিজের জায়গা পাকাপাকি ভাবে তৈরী করে নিয়েছে তৃণমূল।

শুধু তাই নয়, বিগত সাড়ে ছয় বছর ধরে বাংলার শাসনভারে গ্রহণ করে মা,মাটি, মানুষের সেবায় নিমজ্জিত তৃণমূল। বাংলার পাশাপাশি দেশের রাজনীতিতেও নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, প্রায় নিজের জন্মলগ্ন থেকেই।

২০ বছরে এই দলের ইতিহাসে আছে অগণিত স্মরণীয় মুহূর্ত। দেখে নেওয়া যাক সেরকমই ২০টি অবিস্মরণীয় মুহূর্ত।

১. দল গঠন

১৯৯৮ সালের ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলটি তৈরী হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী নির্বাচিত হন। প্রথম বার লোকসভা ভোটে অংশ নিয়ে ৮টি আসনে জয়লাভ করে এই দল।

২. রেল মন্ত্রীত্ব

১৯৯৯ সালের পুনরায় লোকসভা নির্বাচন হয়। ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রেল মন্ত্রী হন, তিনি ২০০১ সাল পর্যন্ত রেল মন্ত্রী ছিলেন।

৩. কলকাতা পুরসভা জয়

২০০০ সালে কলকাতা পুরসভা ভোটে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল। এই প্রথম কলকাতার মহানাগরিক হন এক তৃণমূল সদস্য।

৪. প্রথম বিধানসভা ভোট

২০০১ সালে প্রথমবার তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে অংশগ্রহণ করে ও ৬০টি আসনে বিজয়ী ঘোষিত হয়।

৫. কেশপুর ও গড়বেতার নারকীয় হত্যাকান্ড

২০০১ সালের ৪ঠা জানুয়ারী মেদিনীপুর জেলার ছোট আঙারিয়ায় তৃণমূল কর্মীদের কুপিয়ে খুন করে হার্মাদরা।

৬. জাগো বাংলা

২০০৪ সালে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’ প্রথম প্রকাশিত হয়। এটি একটি সাপ্তাহিক পত্রিকা।

৭. সিঙ্গুর আন্দোলন

২০০৬ সালে টাটা কোম্পানির গাড়ির কারখানা তৈরীর জন্য সিঙ্গুরের ১০০০ একর জমি বলপূর্বক অধিগ্রহণ করে নেয় তৎকালীন সরকার। অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার দাবীতে আন্দোলন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৮. ২৬ দিনের অনশন

সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের স্বার্থে এবং গ্রামবাসীদের ওপর সিপিএম হার্মাদবাহিনীর নারকীয় অত্যাচারের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী ধর্মতলায় অনির্দিষ্টকালীন অনশন শুরু করেন। ২৬ দিন পর, মাননীয় রাজ্যপাল ও বিদ্বজ্জনদের অনুরোধে অনশন প্রত্যাহার করেন তিনি।

৯. নন্দীগ্রাম আন্দোলন

সিঙ্গুরের মতো নন্দীগ্রামেও বেসরকারি কেমিক্যাল হাব তৈরী করার জন্য অনিচ্ছুক কৃষকদের থেকে বলপূর্বক জমি ছিনিয়ে নিতে বিজ্ঞপ্তি জারি করে তৎকালীন সরকার। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে শুরু হয় আন্দোলন। ১৪ই মার্চ ২০০৭ সালে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে (সরকারি হিসেবে) ১৪ জন গ্রামবাসীর প্রাণ কেড়ে নেয়।

১০. পঞ্চায়েত জয়

২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনে অংশ নিয়ে সারা রাজ্যে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ব্যাপক ফল করে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ দখল করে তৃণমূল।

১১. লোকসভায় জয়

২০০৯ সালে বামবিদায়ের ঘন্টা বাজিয়ে লোকসভা নির্বাচনে ব্যাপক জয়লাভ করে তৃণমূল। রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৯টি আসনে বিজয়ী হয়।

১২. পুরসভা জয়

২০১০ সালে বিপুল জনসমর্থন নিয়ে পুনরায় কলকাতা পুরসভা দখল করে তৃণমূল কংগ্রেস।

১৩. বিধানসভা জয়

৩৪ বছরের অপশাসন ঘুচিয়ে, বাম সরকারকে পর্যুদস্ত করে মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার বাংলার শাসনভার গ্রহণ করে।

১৪. জেলা পরিষদ জয়

২০১৩ সালে বামেদের কার্যত নিশ্চিহ্ন করে দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ১৩টি জেলা পরিষদ জয় করে তৃণমূল কংগ্রেস।

১৫. লোকসভা নির্বাচনে বিপুল জয়

২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৩৪টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। দেশের চতুর্থ বৃহত্তম দল হিসেবে উঠে আসে তৃণমূল।

১৬. ৩৩ শতাংশ মহিলা সাংসদ

২০১৪ সালের তৃণমূলের নির্বাচিত লোকসভার সাংসদদের মধ্যে ৩৩ শতাংশ মহিলা সাংসদ। সংসদে মহিলা সংরক্ষণ বিল বহু বছর ধরে আটকে। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন ইচ্ছে থাকলে উপায় হয়।

১৭. পুরসভা জয়

২০১৫ সালে কলকাতা পুরসভা সহ রাজ্যের ৭৮টি পুরসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

১৮. দ্বিতীয়বার বিধানসভা জয়

২০১৬ সালে ২৯৪ আসনের মধ্যে ২১১ আসন জিতে দ্বিতীয় বারের জন্য বাংলার শাসনভার গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।

১৯. সিঙ্গুরে জমি ফেরত

কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ আগস্ট, ২০১৬ তে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে সিঙ্গুরের জমি অধিগ্রহণকে অসাংবিধানিক আখ্যা দেয়। এরপর মমতা ববন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাসে সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেন। সিঙ্গুর ফিরে আসে শস্যের ভাণ্ডারে।

২০. সর্বভারতীয় দলের স্বীকৃতি

২০১৬ সালে দেশের সপ্তম সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায় তৃণমূল কংগ্রেস।

 

KMC to install CCTV cams to enhance security in schools

To further bolster the students’ safety, Kolkata Municipal Corporation (KMC) has decided to instal closed-circuit television (CCTV) cameras in the schools run by it.

KMC already employs trained nursemaids (ayah) in its schools to take special care of small children. Then there are inspectors who tour the schools regularly. Now they have been inspected to visit the schools every day and submit reports to the mayoral officer in charge of education.

কলকাতা পৌরসভা এবার তাদের সব স্কুলে বসাবে সিসিটিভি

স্কুল পড়ুয়াদের নিরাপত্তা আরও জোরদার করতে পৌরসভা পরিচালিত স্কুলগুলিতে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা।

ইতিমধ্যেই ছোট শিশুদের যত্ন নিতে পৌরসভার স্কুলগুলিতে আয়া নিযুক্ত করেছে কলকাতা পৌরসভা। এছাড়া স্কুল মাঝে মধ্যে পরিদর্শনের জন্য থাকছে স্কুল ইন্সপেক্টর। এখন এই ইন্সপেক্টররা

Source: Khabar 365 Din

KMC project for converting garbage to biogas and organic fertilizers

Kolkata Municipal Corporation (KMC) has decided to take up a project to make biogas and organic fertilizers from the tons of garbage it collects daily.

Biogas is a source of cheap fuel while organic fertilizers are environment-friendly.

The project would start as a pilot project, with the garbage to be collected from some of the bigger dumps like the ones at Jodhpur Park, Lansdowne Market and a few others. The infrastructure for the conversion of the garbage would be set up at Dhapa, the site of Kolkata’s dumping ground.

To get the project off the ground would cost Rs 5 crore approximately, the first tranche of which has already been released.

Daily, almost 4,500 metric tonnes of garbage is generated in the area under KMC, with almost 20 per cent being generated in the various markets.

Source: Ebela

 

জঞ্জাল থেকে বায়ো গ্যাস ও জৈব সার

শহরের বাজারের জঞ্জাল থেকেই এবার বায়ো গ্যাস ও জৈব সার তৈরির পরিকল্পনা করেছে কলকাতা পুরসভা। জঞ্জাল থেকে উৎপন্ন বায়ো গ্যাস পুরসভার ছোট গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেমনই জৈব সারের বাণিজ্যিক বিপণনও করা হবে। যোধপুর পার্ক, ল্যান্সডাউন মার্কেটের মতো কয়েকটি বাজারের ক্ষেত্রে এই পাইলট প্রজেক্ট গ্রহণ করা হবে।

শহরে প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার মেট্রিক টন জঞ্জাল উৎপন্ন হয়। ওই জঞ্জালের প্রায় ২০ শতাংশই বাজার এলাকার জঞ্জাল। প্রায় পাঁচ কোটি টাকার ওই প্রকল্পের প্রথম পর্যায়ের অর্থও পুর দপ্তরের তরফে বরাদ্দ করা হয়েছে। তাঁর পরেই প্রকল্পের জন্য দরপত্র আহ্বানের প্রাথমিক ধাপ হিসেবে পরিষদের বৈঠকে প্রস্তাবটি গ্রহণ করা হয়।

বায়ো গ্যাস ও জৈব সার উৎপাদনের জন্য বাজারের সংগৃহীত জঞ্জালের প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে ধাপাতেই।