KIFF 2017: Govt making arrangements for another grand film fest

That time of the year is around the corner once again when Kolkata will play host to the grand Kolkata International Film Festival (KIFF). It is accepted by one and all that this is one of the best film festivals in India, and it is also the one with the highest prize money.

The Bengal Government has made all the arrangements to make this another successful festival. The dates this time are November 10 to 17.

All through the eight days, films will be shown at 12 auditoria – Nandan 1, 2 and 3, Rabindra Sadan, Sisir Mancha, Navina Cinema, Star Theatre, Mitra Cinema, Inox at Salt Lake City Centre 1 Mall, Purbashree Auditorium at Salt Lake EZCC, Nazrul Tirtha and PVR Mani Square.

The festival is organised by the Information and Cultural Affairs Department of the Bengal Government.

Apart from Amitabh Bachchan, Shah Rukh Khan, Kajol and famous British director Michael Winterbottom in attendance, the government has also managed another coup of sorts by getting to screen a rare Godard film. This will be the first screening of the film in India.

Titled Rise and Fall of Small Film Company, Godard made this film for television, and was screened in 1986. According to many cine buffs, this is a watershed moment for an Indian film festival.

Among the films of Winterbottom that will be screened are Trishna, On the Road and Welcome to Sarajevo.

Source: The Times of India

 

২৩ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সফল করতে উদ্যোগী রাজ্য সরকার

পুজোর মরশুম যত শেষ হওয়ার দিকে এগোয়, কলকাতার চলচ্চিত্রমোদীদের মনের উড়ুউড়ু ভাবটা ততই বাড়তে থাকে। এবার অবশ্য পুজোর মরশুম এসে পড়েছিল কিছুটা আগেই। তাই শেষও হবে আগেভাগে। কিন্তু হেমন্ত যতই এগিয়ে আসছে, ততই তার সঙ্গে কাছে এসে পড়ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার তাঁর বয়স হবে ২৩।

প্রতিবারের মতো এবারও নভেম্বরের ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব। সিনেমোদীদের আগ্রহ থাকে কোন কোন নতুন পরিচালকের ছবি দেখানো হবে, কার কার রেট্রোস্পেকটিভ হবে, কোন কোন নতুন দেশের ছবি দেখা যাবে- সে সব নিয়ে। সব তথ্য পাওয়া যাবে অনলাইনে।

কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ শুরু হয়েছিল আগেই। তার একটি উইমেন ডিরেক্টরস’ ফিল্মস অন্যটি ইনোভেশনস ইন মুভিং ইমেজেস। এবছর শুরু হচ্ছে আরও একটি নতুন প্রতিযোগিতা বিভাগ, ন্যাশনাল কম্পিটিশন সেকশন। এর আগে ন্যাশনাল শর্ট ফিল্ম কম্পিটিশন ও ন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম কম্পিটিশন থাকলেও এই বিভাগটি ছিল না।

৮দিনে ১২টি প্রেক্ষাগৃহে উৎসবের সিনেমাগুলি দেখানো হবে। এই প্রেক্ষাগৃহগুলি হল, নন্দন ১,২,৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নবীনা সিনেমা, স্টার থিয়েটার, মিত্রা সিনেমা, সল্ট লেক সিটি সেন্টারের আইনক্স, সল্ট লেক ইজেডসিসি পূর্বশ্রী অডিটোরিয়াম, নজরুল তীর্থ, মণি স্কোয়ারের পিভিআর।

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল ও ব্রিটিশ ডিরেক্টর উইন্টারবোটম ছাড়াও, আরও চমক থাকছে দর্শকদের জন্য। গদার্দ-এর একটি দুষ্প্রাপ্য সিনেমা ভারতে এই প্রথমবার দেখানো হবে ফেস্টিভ্যালে। ‘রাইজ অ্যান্ড ফল অফ স্মল ফিল্ম কোম্পানি’ গদার্দের এই সিনেমাটি ১৯৮৬ সালে প্রথমবার টিভি’র পর্দায় দেখানো হয়েছিল।

ব্রিটিশ ডিরেক্টর উইন্টারবোটমের ‘তৃষ্ণা’, ‘অন দা রোড’ ও ‘ওয়েলকাম তো সারাজেভো’ এই উৎসবে দেখানো হবে।

Mamata Banerjee inaugurates Phase II of Mother’s Wax Museum

Chief Minister Mamata Banerjee inaugurated the Phase II of Mother’s Wax Museum in New Town today. She has opened Phase II of the museum by pressing the remote button from the dais of 22nd Kolkata International Film Festival scheduled to be held at Netaji Indoor Stadium.

Exactly two years ago, on November 10, 2014 she had inaugurated Mother’s Wax Museum by pressing the remote button at the 20th KIFF held at the Netaji Indoor Stadium. Over the past two years, the Wax Museum has become an important tourist destination with the footfall touching 3.25 lakh.

There will be a Hollywood section where the wax statues of great stars of recent past will be kept. The visitors will be able to go to the new arena after visiting the existing museum.

There will be a zone where there will be statues of great personalities of Bengal in the 19th and 20th century. There will also be a children’s section where there will be statues of Harry Potter and Mr Bean among others that are very popular among children.

There will be a zone for “Alien” like characters created by famous film director Steven Spielberg in series of films like Close Encounters of the Third Kind or ET.

There will be a scary zone or screaming zone where a visitor can suddenly find a ghostly figure appearing beside them. There will be special light effects and the ambience will be artificially created for the zone. The visitor can also have a wax casting of their hands.

মাদার্স ওয়াক্স মিউজিয়ামের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন। ২২তম কলকাতা আন্তর্জার্তিক চলচ্চিত্র উত্সবের মঞ্চ থেকে বোতাম টিপে তিনি এই উদ্বোধন করেন।

ঠিক দুবছর আগে ২০১৪ সালের ১০ই নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২০তম কলকাতা আন্তর্জার্তিক চলচ্চিত্র উত্সবের মঞ্চ থেকে বোতাম টিপে তিনি প্রথম পর্যায়ের সূচনা করেন। দুবছরের মধ্যেই মিউজিয়ামটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সোয়া তিন লক্ষ মানুষ এখনো পর্যন্ত মিউজিয়ামে গেছেন।

এই নতুন অংশটিতে হলিউড তারকাদের মূর্তি থাকবে। প্রথম পর্যায়ের অংশ থেকে এই দ্বিতীয় ভাগে প্রবেশ করা যাবে। ঊনবিংশ ও বিংশ শতাব্দীর বাংলার বিখ্যাত মনিষীদের মূর্তিও থাকবে এই পর্যায়ে।

শিশুদের জন্য থাকবে তাদের মধ্যে জনপ্রিয় চরিত্রদের মূর্তি, যেমন- মিস্টার বিন, হ্যারি পটার। পাশাপাশি স্পিলবার্গের বিখ্যাত ETর চরিত্রদেরও মূর্তি থাকবে।

Bengal CM attends the star-studded inauguration of 22nd Kolkata International Film Festival

The 22nd edition of Kolkata International Film Festival (KIFF) was inaugurated today in the presence of a galaxy of stars including Amitabh Bachchan, Jaya Bachchan, Shah Rukh Khan, Kajol, Sanjay Dutt, Parineeti Chopra and host of stars from the Bengali film industry.

Hundreds of people from different parts of the state made a beeline for the Netaji Indoor Stadium on Friday afternoon to witness the inauguration of the week-long film festival. The ceremony was presided over by Chief Minister Mamata Banerjee.

Speaking on the occasion, the Chief Minister said, “I extend my heartiest greetings to all delegates present here today. This is a festival of the people, by the people, for the people. Nowhere in the world so many people come together for a film festival. We show films in every neighourhood.  Cinema speaks a language that no other medium can”.

The programme began with a performance by Pandit Tanmoy Bose and folk artistes of Lok Prasar Prakalpa. Shah Rukh Khan enthralled the audience by delivering a speech in Bangla.

Shri Amitabh Bachchan spoke at length about the portrayal of women’s issues in Indian cinema. During the course of his speech, he congratulated the CM for naming a flyover in Kolkata as “Maa” and praised Bengal’s Kanyashree Prakalpa.

155 films from 65 countries will be screened across 105 screens at 13 venues in Kolkata. A Bengali film ‘The Song of Life’ will kick off proceedings at the cine fiesta. This is the first time that a Bengali movie has been selected as the opening film.

 

 

শুরু হল ২২ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উ९সব

আজ থেকে শুরু হল ২২তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উ९সব। ৬৫ দেশের ১৫৫টি ছবি নিয়ে শুরু হচ্ছে এই চলচ্চিত্র উ९সব। দেখানো হবে ১৩ টি পর্দায়।

আজ নেতাজী ইনডোরে এই উ९সবের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান সহ বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার পথ ধরেই এগিয়েছে এই উ९সবের সুর।এবার চলচ্চিত্র উ९সবের থিম হল ‘সিনেমার সবাই, সবার সিনেমা’। আক্ষরিক অর্থে ২২ তম চলচ্চিত্র উ९সবে যেন বৈচিত্র্যের সমাহার।

চলচ্চিত্র উ९সবের ছবি দেখানো হবে নন্দন–১, নন্দন–২, নন্দন–৩ ছাড়াও শিশির মঞ্চ, রবীন্দ্রসদন, রক্সি, নজরুল তীর্থ, নবীনা, স্টার থিয়েটার, কার্নিভাল সিনেমা, মিত্রা ও সিটি সেন্টার–১ এর আইনক্সে। ইতিমধ্যেই রবীন্দ্র সদন ও নন্দন চত্বর সবুজায়ন কড়া হচ্ছে ও আরও জায়গা বাড়ানো হচ্ছে। উ९সব চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।‌‌‌‌

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন
  • অমিতাভ জি কে ছাড়া আমরা কলকাতা চলচ্চিত্র উ९সবে ভাবতে পারি না। উনি আমাদের পারমানেন্ট অতিথি
  • এই বছর এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শাহরুখকে অনেক ধন্যবাদ
  • শাহরুখ-কাজল জুটি সবার প্রিয়। আজ ওদের এখানে একসাথে পেয়ে আমরা খুব খুশি
  • ‘ধন্যি মেয়ে’ জয়া দি কে ছাড়া অমিত জি অসম্পূর্ণ
  • চিন এবছর আমাদের পার্টনার দেশ। চিনের সকল প্রতিনিধিদের আমার শুভেচ্ছা
  • আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উ९সব মানুষের উ९সব
  • সকল দেশের সেরা মোদের বাংলা ভুমি
  • বিশ্বের অন্য কোন চলচ্চিত্র উ९সবে একসাথে এত লোক সিনেমা দেখে না
  • সিনেমার ভাষা অন্য কোন মাধ্যমের সঙ্গে তুলনা হতে পারে না

 

 

Kolkata International Film Festival 2016 to screen films from 65 countries

The Kolkata International Film Festival (KIFF) will kickstart the carnival of cinema on November 11 this year with the screening of 155 films from 65 countries across 105 screens at 13 venues in the city.

After being upgraded into a festival of masses, not a selected few, by Chief Minister Mamata Banerjee in 2011, the festival now boasts a competitive section too.

In this edition, in a new initiative, 18 shows of nine films will be screened as part of the ‘Parae Parae Cinema’. An exhibition on Uttam Kumar is also on the cards. Mamata Banerjee wanted KIFF to be a festival for all. That has been the endeavour for all the organisers.

China is the focal country this year. Seven films from China, including ‘American Dreams in China’, ‘Black Coal, Thin Ice’ and ‘Wolf Totem’, have been included in the festival.

Another new section in KIFF would be biopics where seven films on the lives of filmmakers will be shown. Besides large screens, a selection of old classical films will also be shown in theatres across the city.

The government has upgraded the screens at Rabindra Sadan and Nandan-II to 2k projection system, he added. The Bengal government has taken an initiative with actress Jaya Bachchan to restore old films.

 

বাংলার গন্ধ মেখে উঠবে চলচ্চিত্র উ९সবের পর্দা

শুরু হচ্ছে ২২ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উ९সব। ৬৫ দেশের ১৫৫টি ছবি নিয়ে শুরু হচ্ছে এই চলচ্চিত্র উ९সব। দেখানো হবে ১৩ টি পর্দায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার পথ ধরেই এগিয়েছে এই উ९সবের সুর।

এবার চলচ্চিত্র উ९সবের থিম হল ‘সিনেমার সবাই, সবার সিনেমা’। আক্ষরিক অর্থে ২২ তম চলচ্চিত্র উ९সবে যেন বৈচিত্র্যের সমাহার। ১১ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানেও দেখানো হবে বাংলা ছবি।

‘পাড়ায় পাড়ায় সিনেমা’ এর অংশ হিসাবে ৯ টি ছবির ১৮টি শো প্রদর্শিত হবে। উত্তম কুমারের ছবির উপর একটি প্রদর্শনী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চান সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী সকলে এই উ९সবে সামিল হোক।

এবছরের উ९সবে চিনকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। রয়েছে সেই দেশের ৭ টি সিনেমা। অ্যামেরিকান ড্রিমস ইন সিনেমা, ব্ল্যাক কোল, থিন আইসএবং উল্ফ টোটেম দেখানো হবে এই উ९সবে।

চলচ্চিত্র উ९সবের ছবি দেখানো হবে নন্দন–১, নন্দন–২, নন্দন–৩ ছাড়াও শিশির মঞ্চ, রবীন্দ্রসদন, রক্সি, নজরুল তীর্থ, নবীনা, স্টার থিয়েটার, কার্নিভাল সিনেমা, মিত্রা ও সিটি সেন্টার–১ এর আইনক্সে। ইতিমধ্যেই রবীন্দ্র সদন ও নন্দন চত্বর সবুজায়ন কড়া হচ্ছে ও আরও জায়গা বাড়ানো হচ্ছে। উ९সব চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।‌‌‌‌

 

Tabu gives away Golden Royal Bengal Tiger Awards at KIFF closing ceremony

After the star-studded opening ceremony and week-long screenings of world cinema, City of Joy was witness to a gala closing ceremony of the 21st Kolkata International Film Festival.

Veteran actors Sharmila Tagore and Tabu graced the event, to be held at Nazrul Mancha at 5 PM, along with delegates from all over the world. Honourable ministers Firhad Hakim and Aroop Biswas will be present on the occasion while Subrata Mukherjee will preside over the function.

As many as 149 films by 137 directors from 61 countries were screened across 12 venues in the week-long extravaganza. This year for the second time, the KIFF was a competitive event. The competition focussed on films helmed by women filmmakers.

Headed by Sharmila Tagore, the jury comprising well-known Chinese-American actress Bai Ling, Polish director Filip Marczewski, Israeli filmmaker Samuel Maoz and Sri Lankan actress Swarna Mallawarachchi, selected the Best Film and Best Director from 14 short-listed movies.