Books penned by Mamata Banerjee very popular at 42nd Kolkata International Book Fair

Bengal Chief Minister Mamata Banerjee’s books have always been favourites among the book-lovers who visit the Kolkata International Book Fair. This year has been no different.

Nine books penned by her released at this year’s edition of Kolkata Book Fair. on January 30, the day of the inauguration. With these nine, the total number of books penned by Mamata Banerjee touched 79. Many of these have been translated into English, Urdu and Ol Chiki too.

The books that released this year were:

  • Maa, Mati, Manush is a collection of her poems published in Hindi,
  • A book written in Ol-Chiki script,
  • Savera, written in Urdu,
  • My Journey, written in English,
  • Sishu Bela, a book for children,
  • Asahishnuta,
  • Rudraksha, a collection of her poems,
  • Amar Naba Prajanma,
  • Banglar Kanyashree Aaj Biswa Joyee – a book on the internationally-recognised Kanyashree scheme.

All the books are available at the Jago Bangla stall.

 

বইমেলায় জনপ্রিয় মুখ্যমন্ত্রীর লেখা বই

বিগত কয়েক বছরের মত এবছরের বইমেলাতে বিপুল চাহিদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইগুলির। ২০১৮র কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন হয় গত ৩০শে জানুয়ারি। সেদিনই প্রকাশ হয় তার লেখা ৯টি বই। সব মিলিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা ৭৯ ছুঁয়েছে।

প্রথম দিন থেকেই লক্ষ্য করার মতো চাহিদা দেখা গেছে মুখ্যমন্ত্রীর নতুন ও পুরনো বইগুলিকে ঘিরে।

‘মা মাটি মানুষ’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী কবিতার হিন্দী সঙ্কলন যা প্রকাশ করছে রাজকমল প্রকাশন। অন্য একটি বই অলচিকি হরফে যা পশ্চিমবঙ্গ সাঁওতালি আকাদেমি প্রকাশ করছে।

মুখ্যমন্ত্রীর লেখা অন্যান্য বইগুলি হল, ‘সভেরা’ যা লেখা হয়েছে উর্দু ভাষায়। ‘মাই জার্নি’ আরেকটি ইংরাজি বই যা মুখ্যমন্ত্রীর নিজের লেখা নিজের সংগ্রামের দিনগুলিকে নিয়ে।

বাকি পাঁচটি বই বাংলায় লেখা – শিশুদের জন্য ‘শিশু বেলা’, কবিতার সঙ্কলন অসহিষ্ণুতা, রুদ্রাক্ষ, এ ছাড়া ‘আমার নব প্রজন্ম’, ‘বাংলার কন্যাশ্রী আজ বিশ্বজয়ী’।

জাগো বাংলার স্টলে পাওয়া যাচ্ছে বইগুলি।

 

Some pictures of Jago Bangla Stall at Kolkata International Book Fair 2018:

Jago bangla 10

 

 

 

 

 

 

 

A book-lover reading Mamata Banerjee’s books

 

Jago bangla 8

Innovative bookshelves at the Jago Bangla stall

 

Jago bangla 2

Huge crowds at Jago Bangla stall

 

Jago bangla 9

Bibliophiles’ delight

 

Jago bangla 7

Jago Bangla stall generating a lot of enthusiasm among book-lovers

 

Jago bangla 5 - baul

Baul performance at the Jago Bangla stall

 

Jago Bangla stall-Book fair -2018

Mamata Banerjee’s books on display

 

Jago Bangla stall-Book fair -2018 E

The Jago Bangla pavilion

Bengal CM inaugurates 42nd Kolkata International Book Fair

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the 42nd Kolkata International Book Fair today. The focal theme country for 2018 is France.

This is for the first time that the fair will be held at Central Park in Salt Lake.

The state Transport department will run 131 additional buses on weekdays and 177 buses on weekends to facilitate the visitors, particularly those who come from the districts by train and get down at either Howrah or Sealdah railway stations.

France Day will be observed on January 31, followed by Bangladesh Day on February 3, where some Russian authors will interact with Bengali authors.

This will be followed by Children’s Day on February 4. The Kolkata literature festival will be held from February 8 to 10.

Well known publishers from the country and abroad are taking part in the fair along with their local counterparts. One of the major attractions are five books penned by Chief Minister Mamata Banerjee, including a book on rhymes for children.

Following the inauguration, the Chief Minister put up a Facebook post:

The much-awaited festival of books has arrived.

Today, I was present in the inauguration ceremony of 42nd International Kolkata Book Fair at Central Park, Salt Lake.

From 31st January to 11th February, 2018, it is going to be the usual celebration with books here in this great event in Kolkata.

Soumitra Chatterjee was felicitated in today’s programme for his outstanding contribution to the world of creativity.

This year, the theme country is France. Mr Alexander Ziegler, HE Ambassador of France was present on the occasion.

I also inaugurated stalls of Kolkata Police, West Bengal Police and “Jago Bangla”.

9 books authored by me, including 2 translated versions in Santali and Hindi of my earlier works, have been published today from the book fair. With these, the number of books authored by me during the spare time I can manage goes up to 79.

The next Kolkata Book Fair will be inaugurated on 19th January, 2019.

My best wishes to all.

 

 

কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বিধাননগর সেন্ট্রাল পার্কে ৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বইমেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। উপস্থিত ছিলেন ফরাসি রাষ্ট্রদূত আলেকজান্ডার জেইগলার এবং অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

মেলা–‌প্রাঙ্গণে আলোকস্তম্ভ, ওয়াচ টাওয়ার লাগানো হয়েছে। বসেছে পথ–‌নির্দেশিকাও। মেলা–‌চত্বরে এবারও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে থাকছে পাউচে পানীয় জলের ব্যবস্থা।বইমেলায় আসা বইপ্রেমীদের নিরাপত্তায় বেশ কিছু পদক্ষেপ করেছে বিধাননগর পুলিস। মানুষের যাতায়াতে ও মেলা–‌প্রাঙ্গণের ভেতরে–‌বাইরে যাতে অসুবিধে না হয়, তার জন্য নানা ব্যবস্থা করা হয়েছে। গাড়ি কোথায় পার্কিং করা যাবে?‌ সেখানে জায়গা আছে কি?‌ জেনে নেওয়া যাবে বিধাননগর পুরসভার নতুন অ্যাপ ‘‌IKBF-BMC Car Park‌’‌ থেকে।

এই প্রথম শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকছে। কোনও শিশু হারিয়ে গেলে দ্রুত যাতে তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা যায়, তার জন্য থাকছে ‘‌চিলড্রেন কার্ড’‌। সেখানে শিশুর নাম, বয়স, অভিভাবকের নাম, তাঁর সঙ্গে সম্পর্ক এবং ফোন নম্বর লেখার জায়গা থাকবে। বইমেলায় ঢুকেই ওই কার্ড নিয়ে, পূরণ করে শিশুর পকেটে রেখে দিতে হবে।

নিরাপত্তা–‌নজরদারিতে বইমেলাকে ৪টি ‘‌জোনে’‌ ভাগ করা হয়েছে। ৮টি ওয়াচ টাওয়ার, সিসিটিভি–‌র মাধ্যমেও নজরদারি চলবে। ব্যাগ পরীক্ষা করা হবে। অস্ত্র নিয়ে ঢোকা যাবে না। মেলায় কোথায় কোন্‌ স্টল রয়েছে তা জেনে নেওয়া যাবে ‌‘‌International Kolkata Book Fair 2018‌’‌ অ্যাপ থেকে। ‘‌বইমেলা স্পেশ্যাল’‌ বাস পাওয়া যাবে ৯ নম্বর ট্যাঙ্কের কাছে খোলা জায়গা থেকে।বইমেলার দিনগুলোয় পরিবহণ দপ্তরের তরফে অতিরিক্ত ২০০টি সরকারি এসি, নন-এসি বাস চালানো হবে।

Singur landowners to get back land after Durga Puja: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today said landowners in Singur will get possession of land after Durga Puja festival.

“After Puja all land owners will get their land back. It will be fit for agriculture,” Chief Minister said after an administrative review meeting here in Hooghly district.

She said she was happy to be part of the fight of farmers who were getting back their land.

1,768 land owners have so far taken cheques from the government while 10,747 ‘parchas’ (land deeds) have been given so far, Partha Chatterjee said.

 

সিঙ্গুরের চাষীরা পুজোর পরে চাষযোগ্য জমি পাবেন:‌ মমতা

পুজোর পর সিঙ্গুরের জমি চাষযোগ্য করে কৃষকদের ফিরিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার চূচূঁড়া ময়দানে এক সভায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

হুগলি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ২১ অক্টোবরের মধ্যে সিঙ্গুরের জমি চাষের উপযুক্ত করে তুলতে হবে। এই লক্ষ্যমাত্রা সামনে রেখে সব দপ্তরকেই কাজ জোরদার করতে হবে।

‘‌রাজনৈতিক স্থিরতা মানেই উন্নয়নে গতিশীলতা। আর সবাই ভাল না থাকলে আমি ভাল থাকি না’‌, বলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর প্রসঙ্গ টেনে বলেন, সিঙ্গুরের মানুষ জমি ফিরে পেয়েছেন। তাঁরা পরচা পেয়েছেন, চেকও দেওয়া হয়েছে। পুজোর পরে জমিও ফিরিয়ে দেওয়া হবে। সেখানে তাঁরা চাষ শুরু করতে পারবেন।

Mamata Banerjee chronicles her Singur andolan in a book

The historic Singur Andolan will now be chronicled in a book which has been written by none other than Mamata Banerjee, who had been at the helm of the mass movement. The movement had lent a voice to millions of the farmers and working-class people who have been fighting for their rights.

At the Singur Diwas rally, Mamata Banerjee said that she has already started penning a book on Singur.

It was the Singur Land Movement that started a nationwide debate on the draconian 1894 land acquisition act and finally forced the Centre to draft a new legislation.

The new book, which is expected to be released at the Kolkata International Book Fair 2017, will feature the leader’s experiences and thoughts relating to the Singur Movement.

Mamata Banerjee has so far authored 63 books, including ten in English, all of which have been bestsellers.

 

সিঙ্গুর আন্দোলন নিয়ে বই লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

সিঙ্গুরের ১০ বছরের ঐতিহাসিক আন্দোলন এবার নথিভুক্ত হবে বইয়ের পাতায়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক ও শ্রমিদের অধিকার রক্ষার লড়াইয়ের বৃহত্তর আন্দোলন নিয়ে বই লিখবেন।

সিঙ্গুর দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, ইতিমধ্যেই সিঙ্গুরের আন্দোলন নিয়ে তিনি একটি বই লিখছেন।

এটি সিঙ্গুরের সেই জমি আন্দোলন, ১৮৯৪ সালের ভূমি অধিগ্রহণ আইন যা নিয়ে দেশব্যাপী বিতর্ক শুরু হয়েছিল এবং পরিশেষে কেন্দ্র একটি নতুন আইন প্রণয়ন করতে বাধ্য করেছিল।

২০১৭ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যে নতুন বইটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে তা সিঙ্গুর আন্দোলন নিয়েই রচিত হবে।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৬৩টি বই (এর মধ্যে ১০টি ইংরেজি) ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে।

West Bengal CM inaugurates 40th International Kolkata Book Fair

West Bengal Chief Minister Ms Mamata Banerjee inaugurated the 40th International Kolkata Book Fair (IKBF) at the Milan Mela fairground.

The world’s largest non-trade book fair would open to the public on January 26, and would run till February 7, 2016. It would remain open from 12 pm to 8 pm every day.

Entry to the Kolkata Book Fair is free for everyone, a benefit extended by Mamata Banerjee after she became the Chief Minister.

Every year, the book fair has a theme country. This year the Focal Theme Country is Bolivia. Vietnam is the Guest of Honour Country. As 2016 signifies 60 years of diplomatic relationship between India and Spain, it will be celebrated by a special appearance by Spain too.

The 40th International Kolkata Book Fair will have a Literature Festival in February where authors from across the world will participate.

The salient features of her speech are as follows:

  • I welcome every delegate from the theme country to the #Kolkata Book Fair.
  • Why only Kolkata, the fair should be spread to every distritct, which is being done now.
  • Welcome my brothers and sisters from Vietnam, and also Bolivia.
  • The joy of holding a book in one’s hands, that cannot be described in words.
  • When I see school kids carrying books, how wonderful I feel.
  • The internet cannot replace paper books.
  • Come with a pure mind to the Book Fair.
  • Let the Kolkata Book Fair be successful. Wishing for a great future for it.

 

৪০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ মিলন মেলা প্রাঙ্গনে ৪০তম কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পৃথিবীর বৃহত্তম অবানিজ্যিক এই বইমেলা ২৬শে জানুয়ারী থেকে ৭ই ফেব্রুয়ারী অবধি খোলা থাকবে; সময়: দুপুর ১২টা থেকে রাত ৮টা। সাধারণ মানুষ বিনামূল্যে মেলা প্রাঙ্গনে ঢুকতে পারবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ই বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করেন।

এবারে বইমেলার থিম দেশ হল বলিভিয়া। বিশেষ অতিথি দেশ হিসেবে উপস্থিত ভিয়েতনাম। ভারত ও স্পেনের কুটনৈতিক সম্পর্কের ৬০বছর উদযাপন করতে এবছর স্পেনও মেলার কেন্দ্রবিন্দুতে থাকবে।

ফেব্রুয়ারী মাসে বইমেলায় অনুষ্ঠিত হবে সাহিত্য উত্সব। সেখানে দেশ-বিদেশের বিশিষ্ট সাহিত্যিকরা উপস্থিত থাকবেন।

 মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ 

  • শুধু কলকাতায় নয়, সব জেলাতেই প্রায় বইমেলা হয়
  • বইয়ের কোন বিকল্প হয়না
  • ভিয়েতনাম ও ব্লিভিয়ার সকল প্রতিনিধিদের আমি অভিবাদন জানাই
  • স্বারথক হোক কলকাতা বইমেলা, আপনাদের অনেক অনেক উন্নতি হোক
  • ইন্টারনেটকে বইয়ের সাথে তুলনা করা উচিত না, বই হাতে নিয়ে পড়ার আনন্দই আলাদা