The youth hostels of the Bengal Government are being renovated by the Youth Affairs and Sports Department. Among the services to be introduced after the renovation is online booking facility for the hostels.
Eighteen housing facilities are being renovated. These facilities have been constructed in Kolkata and in the districts of North and South 24 Parganas, Howrah, Purba Bardhaman, Purba and Paschim Medinipur, Birbhum, Bankura, Purulia, Murshidabad, Alipurduar and Darjeeling.
Twenty-one more youth housing facilities are being constructed at various tourist spots of the state.
Source: Aajkal
যুব আবাসগুলিতে অনলাইন পরিষেবা চালু করল রাজ্য সরকার
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর যুব আবাস কেন্দ্রগুলির পুনঃসংস্কার হচ্ছে। নবরূপে সজ্জিত চালু যুব আবাসের অনলাইন বুকিং পরিষেবা চালু করছে রাজ্য সরকার।
নবরূপে ১৮ টি যুব আবাস তৈরি হয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার ও দার্জিলিং সহ আরও বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে এই যুব আবাসগুলি।
এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য পর্যটন কেন্দ্রে ও আরও ২১ টি নতুন যুব আবাস তৈরির কাজ শেষের পথে।