Mega clean-up mission post Ganga Sagar Mela

South 24 Parganas district administration carried out a mega clean-up mission post Ganga Sagar Mela. Sagartat, Benuban, Kochuberia, Kakdwip Lot-8, Namkhana and other areas were cleaned up as part of this mission.

Thousands of people including officials of district administration, police, Sagar Gram Panchayat, Panchayat Samiti, NGOs took part in this clean-up. Officials who were in-charge of safety and security of pilgrims were seen with brooms cleaning up fair grounds.

The DM of South 24 Parganas, local MLA Bankim Hazra, Additional DM, and other officials were present at fair grounds for cleaning.

This year 40 lakh pilgrims took the holy dip at Ganga Sagar on Makar Sankranti. Several steps were taken by the Bengal Government for smooth running of the fair.

সাগরমেলার পর মেগা সাফাই অভিযান

সাগরতট, বেণুবন, কচুবেড়িয়া, কাকদ্বীপ লট-৮, নামখানা সহ তার চারপাশ জঞ্জালমুক্ত করতে মেগা সাফাই অভিযান হল।

বিভিন্ন জায়গাতে সরকারি আধিকারিক, পুলিস, সাগর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মিলিয়ে দেড় হাজারের বেশি মানুষ এই সাফাই অভিযানে অংশ নেন। মেলার সময় যে সমস্ত অফিসারের দায়িত্ব ছিল তীর্থযাত্রীদের নিরাপদে পারাপার থেকে সাগরে স্নানের বিষয়ে সহায়তা করা, তাঁরাই এদিন ঝাঁটা হাতে সাফাই কাজে নেমেছিলেন।

মেলা প্রাঙ্গণের সাফাইয়ের দায়িত্বে ছিলেন জেলাশাসক, বিধায়ক বঙ্কিম হাজরা, অতিরিক্ত জেলাশাসক তথা মেলা অফিসার সহ আধিকারিকরা। ঝাঁটা, কোদাল, বালতি সহ সাফাইয়ের নানা সরঞ্জাম হাতে ছিল আধিকারিকদের। সারাদিন ধরে এই মেগা সাফাই চলে।

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে রাজ্য সরকার নিয়েছিল একাধিক উদ্যোগ। এবছর ৪০ লক্ষ পুণ্যার্থী সাগরে পুণ্যস্নান করেন।

 

Image is representative 

 

management

Tourism circuit based on Sagar Island

The State Government has decided to set a tourism circuit based on the Gangasagar Mela. During the six-and-a-half years of the Trinamool Congress Government, Sagar Island has seen unprecedented development.

From Bakkhali to Bhorsagar and Rupsagar on Gangasagar Island, via Fraserganj, is one long stretch of white beaches, and casuarina and mangrove forests, a region which has a lot of potential for tourism.

Already a lot of tourists arrive on Sagar Island during Gangasagar Mela. Now the idea is to ensure that tourists arrive all through the year.

Infrastructural facilities are already being built up. Tourist cottages with all facilities have been built on the island. The road from Kochuberia to Sagar Island is being four-laned. Besides, the Kapil Muni Ashram has been renovated.

গঙ্গাসাগর ঘিরে মুখ্যমন্ত্রীর পর্যটন প্যাকেজ পরিকল্পনা

শুধু তীর্থক্ষেত্র নয়, পর্যটনস্থল হিসেবেও সাগরদ্বীপকে বিশেষ অগ্রাধিকার দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বকখালি থেকে ভায়া ফ্রেজারগঞ্জ হয়ে গঙ্গাসাগরের ভোরসাগর আর রূপসাগর পর্যন্ত সাদাবালির যে সমুদ্রতট, বালিয়াড়ি, ঝাউবন আর ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে, তা নিয়ে পর্যটন প্যাকেজ তৈরি করার পরিকল্পনা মুখ্যমন্ত্রীর।
গঙ্গাসাগরে চার নম্বর রাস্তার কাছে পর্যটন দপ্তরের ‘কটেজ’গুলি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সপার্ষদ বৈঠক করেন সাগরদ্বীপের পর্যটন পরিকাঠামো নিয়ে।

Source: Bartaman