WB CM inaugurates ‘Minority Bhavan’ in Kolkata

Like every year the Kolkata Municipal Corporation organised ‘Dawat-E-Iftar’ at Park Circus Maidan, which was attended by West Bengal Chief Minister Ms Mamata Banerjee.

It is the pledge of the Ma Mati Manush government led by Mamata Banerjee to work for the development of minority community. An example of this is the four-fold increase in the budget of the minority development department.

Continuing the surge of development, WB CM today inaugurated a Minority Bhavan in Kolkata. It will provide pension, government grants, health insurance and other benefits to citizens of the minority community, like its counterparts in districts.

 

কলকাতায় ‘মাইনরিটি ভবন’ এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

প্রতি বছরের মত এবছরও পার্ক সার্কাস ময়দানে ইফতেহার পার্টির আয়োজন করেছে কলকাতা পুরসভা। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষ সরকারের অঙ্গীকার। সংখ্যালঘু সম্প্রদায়ের বাজেট চার গুন বৃদ্ধি এর একটি উদাহরণ।

আজ কলকাতায় ‘মাইনরিটি ভবন’ এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩২৭৮ স্কোয়্যার ফুট-এর এই অত্যাধুনিক কার্যালয়টি ১১/৩ ডাঃ বীরেশ গুহ স্ট্রীট, কলকাতা-১৭ তে অবস্থিত।

পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার মতই কলকাতার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পেনশন, সরকারী ভাতা, স্বাস্থ্যবিমা ছাড়া আরও অন্যান্য জরুরি পরিষেবা প্রদান করবে এই কার্যালয়টি। জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে দ্রুত পরিষেবা দেওয়ার একটি ছোট প্রয়াস কলকাতা পুরসভার।

Bengal to provide solid waste compactors to all urban local bodies

For effective management of solid waste, the West Bengal government has decided to provide stationary and mobile solid waste compactor machines to all the 125 urban local bodies (ULBs) in the State.

A total of 22 stationary compactors with hook-loader and 186 mobile compactors have been procured by the municipal affairs department and provided to the ULBs out of State funds.

The department has already commissioned 150 mobile compactors, of which 100 are now functional.

Rest of the mobile compactors will be functional by end of July 2016.

Compactors aid effective and scientific management of solid wastes, particularly for reduction of transport cost and easy movement of solid waste.

It also allows the ULBs to use the dumping ground for a longer period of time by way of reduction of volume of waste and provide hygienic environment to the citizens. In West Midnapore district, all eight urban local bodies have already been provided with mobile compactors.

22 stationary, 186 mobile compactors have already been procured by the Municipal Affairs dept.

 

জঞ্জাল পরিস্কারের জন্য রাজ্যের সমস্ত শহরে এবার বসবে কম্প্যাক্টর

জঞ্জাল পরিষ্কারের জন্য পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ১২৫টি শহরে স্থানীয় সংস্থা (ULBs) থেকে স্টেশনারি এবং মোবাইল কম্প্যাক্টর মেশিন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

মোট ২২টি স্টেশনারি কম্প্যাক্টর (হুক লোডার সহ) এবং ১৮৬টি মোবাইল কম্প্যাক্টর পৌর বিষয়ক বিভাগ সংগ্রহ করেছে।

বিভাগে ইতিমধ্যে ১৫০টি মোবাইল কম্প্যাক্টরের অনুমোদন দিয়েছে, যার মধ্যে ১০০টি কাজ করছে। বাকি মোবাইল কম্প্যাক্টরগুলি ২০১৬-র জুলাইয়ের শেষ থেকেই কাজ করা শুরু করবে।

বিজ্ঞানসম্মতভাবে শহরকে জঞ্জালমুক্ত রাখতে সহায়তা করবে কম্প্যাক্টরগুলি। এর ফলে পরিবহন খরচও অনেক কমে যাবে।

এর মাধ্যমে একটি নির্দিষ্ট জায়গায় বর্জ্য পদার্থগুলিকে জমা করা হবে বেশ কিছু সময়ের জন্য এবং এর মাধ্যমে নাগরিকদের স্বাস্থ্যকর পরিবেশ প্রদান করা সম্ভব হবে।

পশ্চিম মেদিনীপুরের আটটি শহরে ইতিমধ্যে মোবাইল কম্প্যাক্টর চালু হয়ে গেছে।

Trinamool all the way in Bengal, since May 2011

On May 13, 2011, the counting of the votes started at 8 AM for the West Bengal Assembly Elections 2011. Earlier the polling had been completed between April 18 and May 10, in six phases. At around 12 noon, the results indicated that Paribartan had finally come to Bengal led by Mamata Banerjee. History was rewritten.

Earlier, Trinamool Chairperson Ms Mamata Banerjee had ended her campaign on 9 May, 2011, in the constituency of Jadavpur. Before campaigning ended at 17:00, she appealed to the electorate to “Help me bring about change”. People showered their blessings.

The 34 years of Left oppression were washed away by the waves of change and the slogan, Bodla Noy, Bodol Chai. Mamata Banerjee became the first woman to be the Chief Minister of West Bengal.

Since then, the Maa Mati Manush of Bengal has never left the side of Ms Mamata Banerjee and the ensuing developmental wave that swept past Bengal.

The successive wins in the Panchayat Elections in 2013, the Municipal Elections in 12 municipalities in 2013, the General elections in 2014 and the Municipal Elections in 2015 reaffirmed the faith of people on West Bengal Chief Minister Ms Mamata Banerjee and Trinamool Congress. Besides, Trinamool Congress won several by-elections that happened time to time.

Looking back:

West Bengal Assembly Election 2011

Total no of constituencies: 294
Total contestants in fray: 1792
No of electors who voted: 47464338
Polling percentage: 84.33 %
Sits won by All India Trinamool Congress: 184

Panchayat Election 2013

The Panchayat Election 2013 was the first major challenge to Trinamool Congress after the massive win in 2011.

Of the 17 districts, the Trinamool Congress won Zilla Parishads in 13 districts. Out of the 824 zilla parishad seats, the Trinamool Congress won 530 seats.

Results:

Gram Panchayat

Total no. Of Gram Panchayat- 3,215
TMC – 1,745

Panchayat Samiti

Total no. Of Panchayat Samiti – 329
TMC- 192

Zilla Parishad

Total no. Of Zilla Parishad – 17
TMC- 13

On September 21, 2014 elections were held at 12 municipalities: – Mekhliganj (Cooch Behar), Haldibari (Coochbehar), Alipurduar (Jalpaiguri), Balurghat (South Dinajpur), Dalkhola (North Dinajpur), Chakdaha (Nadia,)Panihati (North 24 Parganas), Habra (North 24 Pargana), Diamond Harbour (South 24 Parganas),Burdwan Town, Guskara (Burdwan)and Dubrajpur (Birbhum).

The Trinamool Congress continued with its streak of electoral victories in the State, winning eight of the 12 civic bodies. It won at Diamond Harbour, Habra, Guskara Burdwan, Panihati, Chakdah Balurghat and Dubrajpur.

Over 80 per cent of the 8.4 lakh voters in the State had exercised their franchise on September 21 for the elections to the civic bodies spread across nine districts in the State.

Later in the year, Municipal elections were conducted in Jhargram, Krishnnagar, Medinipur, Baharampur and Howrah. Trinamool won the election in four out of the five bodies, winning at Jhargram, Medinipur, Krishnanagar and the prestigious Howrah municipal board.

General Election 2014

The opposition parties had only one weapon to campaign against the developmental wave of Bengal under Mamata Banerjee. The major media houses were brought into alliance and a campaign of slander through television and print media tried to undermine 2 and half years of restructuring Bengal under Trinamool Congress. People of Bengal didn’t bother much before casting their votes. Out of the 42 seats, Trinamool Congress won 34, compared to 19 in 2009.

Trinamool Congress got 39.40% votes, up from 31.18% in 2009 to finish as the 4th largest party in the Lok Sabha. Around 5, 16, 22,555 people voted and the turnout of voters was 82.16%.

The Trinamool Congress had in 2009 Lok Sabha election won 19 seats. In 2014, Trinamool Congress won all these 20 seats and bagged 14 more.

Municipal Election 2015

Trinamool Congress continued its winning streak by recording a thumping majority in 71 of the 92 civic bodies in West Bengal. The party wrested control of the Kolkata Municipal Corporation by winning 114 of the 144 wards. Twelve civic bodies have no clear winner. In 2010, Trinamool won 66 municipalities.

Trinamool Congress improved its performance from 95 to 114. Of the 2,090 wards in the State, the Trinamool won an overwhelming 1,425 wards.

Assembly Election 2016

Trinamool Congress won a massive victory in the 2016 Assembly elections by winning 211 out of 294 seats.

Bottomline

It is the voice of the people that matters in democracy. The people of Bengal now know who can make their life better by bringing in actual change they had waited for years. Development speaks for itself. The Trinamool Government strives for development of the people, especially the poor, the financially backward class. People of Bengal understand this simple point and their faith on their Didi remains unhindered.

Sports gets a boost: New international stadium coming up in Kolkata

A stadium of international standards is going to be built in the Tala Park area of north Kolkata. It would come up at Gymkhana Ground, on an area of 21 bighas. The foundation stone would be laid later this month.

West Bengal’s Sports Department and Kolkata Municipal Corporation are jointly implementing the project. The 5000-seater stadium would cost Rs 15 crore.

According to sources, this is the first time that the KMC would be involved in constructing such a large stadium. With more and more such facilities coming up in West Bengal, more and more youth are getting the chance to participate in sports and earn laurels for the State in national and international competitions.

টালা পার্কে তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম

উত্তর কলকাতার টালা পার্কে তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম।  টালা পার্কের জিমখানা গ্রাউণ্ডে প্রায় ২১ বিঘা জমির ওপর তৈরি হবে এই স্টেডিয়াম।

রাজ্য ক্রীড়া বিভাগ ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম। প্রায় সাড়ে পাঁচ হাজার দর্শক বস্তে পারবে এখানে। এই প্রকল্প তৈরি করতে খরচ হবে প্রায় ১৫ কোটি টাকা।

চলতি মাসেই এই স্টেডিয়ামের শিলান্যাস করবেন মেয়র শোভন চ্যাটার্জি ও রাজ্য যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।

মেয়র পারিষদ দেবাশিষ কুমার জানান, কলকাতা পুরসভা এই প্রথম এত বড় একটা স্টেডিয়াম তৈরি করতে চলেছে। এই স্টেডিয়াম তৈরি হলে ভবিষ্যতে বাংলা থেকে আরও ভালো খেলোয়াড় পাওয়ার সুযোগ মিলবে।

KMC launches reloaded app, with new features

The Kolkata Municipal Corporation (KMC) has reworked on the app it had launched some months back and has launched it in a new avatar to provide online access to many more services. It was launched last Wednesday by the corporation’s Trinamool Congress Mayor Sovan Chatterjee. It has been developed by the civic Information Technology Department.

The new app can be now loaded on to all the three popular operating systems running on phones – Android, Windows and Apple.

This new avatar has a host of added services. It will now enable users to apply online for new water supply connection, drainage connection, building plan sanction and birth certificates, among other services.

The app now also has the ability to give information about the location of Kolkata’s pay-and-use toilets and KMC’s e-collection centres.

Here are the links for the app:

For Android phones, please CLICK HERE

For Windows, please CLICK HERE

 

 

নাগরিক পরিষেবা সুগম করতে কলকাতা পুরসভার নতুন অ্যাপ

প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নাগরিক পরিষেবা আরও উন্নত করার লক্ষে কলকাতা পুরসভা। পুরসভার তথ্যপ্রযুক্তি দপ্তরের তরফ থেকে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে একাধিক পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ই-পরিষেবাতে সাড়া দেশের মধ্যে সেরার শিরোপা পেয়েছে পশ্চিমবঙ্গ। সেই পরিষেবাকে আরও ছড়িয়ে দিতেই এই নতুন উদ্যোগ পুরসভার। বুধবার কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে মেয়র শোভন চ্যাটার্জি অনলাইনের মাধ্যমে একাধিক পরিষেবা চালু করেন।

ব্যস্ত জীবনে মানুষ যাতে সহজে সহজে ঘরে বসেই সমস্ত কিছু চটজলদি করতে পারে সেই ভাবনা থেকেই এই অনলাইন পরিষেবা চালু করা হল। বিল্ডিং, আরটিআই, জলের ট্যাঙ্ক, জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন সহ একাধিক পরিষেবা চালু হল। এর মাধ্যমে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগও জানাতে পারবেন।

বাড়িতে নিকাশি লাইন নেওয়ার জন্য কোথাও যেতে হবে না আবেদনকারীকে। ঘরে বসে পুরসভার ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে পারবেন। এছাড়া এর মাধ্যমে শহরে কোথায় পে অ্যান্ড ইউস টয়লেট আছে তাও জানা যাবে। জানা যাবে পুরসভার ই- কালেকশন সেন্টারের ঠিকানাও।

 

এপ ডাউনলোডের স্থান:

এনড্রয়েড ডিভাইসের জন্য, এখানে ক্লিক করুন

উইন্দোজ ডিভাইসের জন্য, এখানে ক্লিক করুন

 

Bouquet of projects for the people of Kolkata

The Trinamool Congress-run Kolkata Municipal Corporation is going to gift a bouquet of projects to the people of Kolkata over the next few days.

Some of these projects, which were planned earlier, are now being wrapped up. The civic officials are also laying the foundation of a few other projects in the city.

From the augmentation of filtered water supply to the strengthening of the roads and sewerage systems, to the beautification of parks, KMC is ensuring the convenience of people in every sector.

Water

Among the developmental projects, water supply is one of the top priorities for the civic body. Within a span of 10 days, two water booster pumping stations were inaugurated by the KMC.

While the first pumping station was inaugurated in Bansdroni, the second one was inaugurated at Behala’s Parnasree.

The booster pumping station in Bansdroni will cater to large areas of Kudghat and Bansdroni while thousands living in Behala East will benefit from the booster pumping station at Parnasree.

Roads

Next in the civic body’s priority list is improvement of the city’s roads. The KMC Roads Department took up as many as 80 full-length roads or stretches of major roads for re-laying or strengthening.

Some of the major roads where strengthening (application of mastic asphalt) works are currently on include Chittaranjan Avenue, Amherst Street, Rashbehari Avenue, Ashutosh Mukherjee Road and Raja SC Mullick Road. The KMC Roads Department has also taken up the entire length of the Prince Anwar Shah Road connector to EM Bypass for repair.

Sewerage

The civic body has taken up strengthening of underground sewerage lines to combat waterlogging. The KMC Drainage and Sewerage Department has invited a national tender for procurement of sophisticated machines for de-silting of sewerage lines.

Greenery

The KMC Parks Department is also in the race. On Friday, the mayor inaugurated three machines with water sprinklers that will take care of the city’s full-grown trees and roadside plants. More such machines will be pressed into service this year, the mayor said.

Footnote

The Trinamool Congress, under the leadership of Mamata Banerjee, has been dedicated to the service of people. The continuous endeavours of the KMC to serve people are a testimony in this regard.

 

কলকাতার মানুষের জন্য একগুচ্ছ প্রকল্প

তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরসভা আগামী কয়েক দিনে এক গুচ্ছ প্রকল্প উপহার দিতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে।

এর মধ্যে বেশ কিছু প্রকল্প আগেই হয়েছে পরিকল্পিত হয়েছে, এখন সেগুলি বাস্তবায়িত হবে।  বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন।

বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, সুন্দর রাস্তা, নিকাশি ব্যবস্থা,পার্কের সৌন্দর্যায়ন সব ক্ষেত্রেই কলকাতা পুরসভা প্রতিটি ক্ষেত্রেই জনগণের সুবিধা সুনিশ্চিত করেছে।

জল

বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে জল সরবরাহ একটি অতি গুরুত্বপূর্ন প্রকল্প। ১০ দিনের মধ্যে ২টি বুস্টার পাম্পিং স্টেশন উদ্বোধন করেছে কলকাতা পুরসভা।

প্রথম বুস্টার পাম্পিং স্টেশনটি হয়েছে বাঁশদ্রোণিতে এবং দ্বিতীয়টি হয়েছে বেহালায়। বাঁশদ্রোণির বুস্টার পাম্পিং স্টেশনের মাধ্যমে বাঁশদ্রোণি ও কুঁদঘাটের অনেকটা এলাকা এবং পর্ণশ্রীর বুস্টার পাম্পিং স্টেশনের মাধ্যমে পশ্চিম বেহালার হাজার হাজার মানুষ উপকৃত হবেন।

রাস্তা

শহরের রাস্তাঘাট সাড়াইও পুরসভার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শহরের মোট ৮০টি রাস্তা সাড়াইয়ের কাজ হাতে নিয়েছে পুরসভা।

কলকাতার বেশ কিছু প্রধান রাস্তার ব্যপক পরিবর্তন হয়েছে, যেমন চিত্তরঞ্জন অ্যাভিনিউ, আমহার্স্ট স্ট্রিট, রাসবিহারি অ্যাভিনিউ, আশুতোষ মুখার্জি রোড, রাজা এস সি মল্লিক রোড ইত্যাদি। ইএম বাইপাস ও আনোয়ারশাহ সহ আরও কিছু রাস্তা মেরামত করেছে কলকাতা পুরসভা।

নিকাশি ব্যবস্থা

ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে যাতে জল না জমে থাকে। কলকাতা পুরসভার কাছে নিকাশি দপ্তর নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য অত্যাধুনিক মেশিন তৈরির জন্য আবেদন জানিয়েছে।

সবুজায়ন

কলকাতার গাছগুলোর সবুজ রঙ ও উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য নতুন উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। গাছের পাতাকে সবুজ এবং কার্বনমুক্ত রাখতে শুক্রবার নতুন পাতা ধোয়ার গাড়ির উদ্বোধন করলেন পুরসভার মেয়র শোভন চ্যাটার্জি। মেয়র আরও জানান, এই ধরনের আরও বেশ কিছু মেশিন আনা হবে এই বছরেরে মধ্যেই।

পরিশেষে

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত তৃণমূল সরকার জনগণের সেবায় নিয়োজিত হয়েছে। সব শ্রেণীর মানুষের জন্য দিন রাত কাজ করে চলেছে কলকাতা পুরসভা।

Boost for Kolkata greenery: KMC gets sprayers to clean trees

On Friday , the Kolkata Municipa Corporation (KMC) launched four carbon-removing vehicles to clean the trees.

These vehicles, which are fitted with pumps, will be used to spray water on trees and roadside plants.

Debasish Kumar, the mayor in-council member overseeing the KMC parks department, credited Chief Minister Mamata Banerjee for influencing the civic body in introducing these machines to protect and enhance greenery of the city.

“These ma chines will help carbon-soaked plants to produce more oxygen,” he added.

Mayor Sovan Chatterjee, who inaugurated the special service, narrated a story behind buying these machines.

“Once I visited a garden in the city and noticed that the garden had lost its greenery due to pollution. I decided to water the trees regularly and when I visited the place again after two weeks, I saw the garden had turned into lushy green place. I got an idea to introduce such machines for watering trees and plants to bring back their shine,” he said.

The civic body would invest Rs 2 crore to buy eight more machines in phases, the mayor added.

According to a KMC official, these vehicles will be on Kolkata streets everyday in the morning.The drivers have been assigned in contract basis.

 

Image Source

 

গাছের পাতা কার্বনমুক্ত করতে নতুন উদ্যোগ কলকাতা পুরসভার

গাছের পাতাকে সবুজ এবং কার্বনমুক্ত রাখতে শুক্রবার নতুন উদ্যোগ নিল কলকাতা পুরসভা।

পানীয় জলের গাড়িগুলিতেই জেনারেটর ও মোটর, পাইপ বসিয়ে পাতা ধোয়ার গাড়ির রূপ দেওয়া রয়েছে।

কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতাকে স্বচ্ছ-সুন্দর ও সবুজ করে তোলার জন্য এটি আর একটি পদক্ষেপ”।

তিনি আরও বলেন, “এই পাম্পগুলো গাছের পাতাকে কার্বনমুক্ত করে সেগুলিকে আরও অক্সিজেন মুক্ত করতে সাহায্য করবে”।

শুক্রবার কার্বন রিমুভার পাতা পরিষ্কারের গাড়ির উদ্বোধন করলেন কলকাতা পুরসভার মেয়র শোভন চ্যাটার্জি।

মেয়র বলেন, “কলকাতার গাছগুলোর সবুজ রঙ ও উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য আমরা এই মাশিন চালু করার কথা ঠিক করি। এই মেশিন গুলোর জন্য বরাদ্দ করা হয়েছে ২ কোটি টাকা”।

KMC’s health initiatives a model for other municipalities

The Trinamool Congress-led Kolkata Municipal Corporation (KMC) is keeping a strict eye on any signs of appearance of the Zika virus. The World Health Organisation (WHO) has declared the Zika virus as a Public Health Emergency of International Concern (PHEIC) due to its rapid spread in some parts of the world.

KMC officials have said that the corporation anyway carries out cleanliness drives throughout the year. It also requests people to maintain basic hygiene in their surroundings. As a part of its cleanliness awareness programme, it is organising a workshop on February 27 (Saturday after next) at Uttam Mancha.

As a policy, KMC is always on the alert for the appearance of any vector-borne diseases like malaria, dengue et al. The civic health centres are involved in working on the diseases not only before the monsoon, but throughout the year to eliminate the occurrence of these diseases.

West Bengal Chief Minister Mamata Banerjee has praised the developmental work undertaken by the KMC. She has cited these works to be worth emulating by the other municipalities. The KMC’s health department would be helping others municipalities to fight vector-borne diseases.

 

KMC-র স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক উদ্যোগ অন্য পুরসভার কাছে একটি মডেল

তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা জিকা ভাইরাস ঠেকাতে প্রস্তুত। এই ভাইরাসের আবির্ভাবকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি আন্তর্জাতিক পাবলিক হেলথ এমারজেন্সির তকমা দিয়েছে।

পুরসভার আধিকারিকরা জানান সাড়া বছরই তারা সাফাই অভিযান চালিয়ে যান, মানুষকে অনবরত সতর্ক করেন ও তাদের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আবেদন করেন। এই বিষয়ে আগামী ২৭শে ফেব্রুয়ারি এই উপলক্ষে উত্তম মঞ্চে একটি ওয়ার্ক শপের আয়োজন করা হয়েছে।

নীতিগতভাবেই কলকাতা পুরসভা বিভিন্ন পোকা মাকড়জনিত রোগ- ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি বিষয়ে সবসময় সতর্ক থাকে। বর্ষার সময় শহরে যাতে এসব রোগের আবির্ভাব না হয় সেজন্য সাড়া বছর কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলি বিভিন্ন প্রতিরোধক ব্যবস্থা নেয়।

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার এই অভিনব প্রয়াসের জন্য অনেক প্রশংসা করে বলেছেন বাকি পুরসভাদেরও এই পদক্ষেপ নেওয়া দরকার। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ বাকি পুরসভাগুলিকেও এই বিষয়ে শিক্ষা প্রদান করবে।

KMC launches app for climate and disaster alerts

India’s first-ever Integrated Climate Cell at Kolkata Municipal Corporation has launched a mobile app for citizens that will give them alerts during natural disasters.

This first-of-its-kind app in the country is intended to give information to citizens on various eco-friendly measures and alerts during disasters as part of preparedness planning. The climate change cell has a rooftop solar feasibility calculator, another first-of-its-kind in the country. The initiative is expected to help people take steps at individual and collective levels to make a difference to the city.

The set-up of the climate change cell is being supported by UK under a two-year UK-Kolkata Municipal Corporation Programme, worth £1 million, of technical assistance on a low-carbon and climate-resilient Kolkata.

After the launch, member and mayor-in-council. KMC, Debashis Kumar, said, “We are the first city to launch the app. It will go a long way in creating awareness among people by letting them know the pollution levels and be alert.”

Besides this, KMC has taken several steps to improve the environment of the megacity, like constructing green medians along the city’s roads, planting lush green bushes along the footpaths of several streets and others.

 

আবহাওয়া ও প্রাকৃতিক বিপর্যয় সতর্কতা মূলক অ্যাপ কলকাতা পুরসভার

কলকাতা পুরসভার অধীনস্ত ভারতের ইন্টিগ্রেটেড ক্ল্যাইমেট সেল একটি অ্যাপ চালু করছে যার মাধ্যমে প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাধারণ মানুষকে সতর্ক করা হবে।

ভারতে প্রথম এই ধরনের অ্যাপ শুরু হবে। এর মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করার সঙ্গে সঙ্গে পরিবেশ বান্ধবও করে তোলা হবে। এই উদ্যোগ মানুষকে  ব্যক্তিগত ভাবে ও সমষ্টিগত পর্যায়ে পদক্ষেপ নিতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এই ক্ল্যাইমেট সেলের ছাদে রয়েছে একটি সোলার ক্যালকুলেটর যা ভারতবর্ষে এই প্রথম। এই উদ্যোগ মানুষকে ব্যক্তিগত ও যৌথভাবে সাহায্য করবে।

এই ক্ল্যাইমেট সেলের মূল্য প্রায় ১ মিলিয়ন পাউণ্ড।

কলকাতা পুরসভার সদস্য ও মেয়র-ইন-কাউন্সিল দেবাশিস কুমারের মতে, আমরাই প্রথম এই অ্যাপ চালু করছি। এটি মানুষকে পরিবেশ দূষণের মাত্রা জানানোর মাধ্যমে আবহাওয়া সম্বন্ধে আরও সচেতন করবে।

এর পাশাপাশি সৌন্দর্যায়নের জন্য KMC আরও কিছু পদক্ষেপ নিয়েছে। রাস্তার মাঝখানে ডিভাইডার তৈরি করে  সেখানে বৃক্ষ রোপণ ও ফুটপাথের চারপাশে গাছ লাগিয়েও রাস্তাগুলিকে আরও সুন্দর করে তোলা হচ্ছে।

Promises delivered: Behala gets new booster pumping station

People of wards 129, 130 and 131 of Behala, Kolkata, are likely to get rid of drinking water woes as a booster pumping station was inaugurated today at Senpally in Ward No 129.

The pumping station was inaugurated by Mayor of Kolkata, Sobhan Chatterjee. State Urban Development Minister Firhad Hakim, Education Minister Dr Partha Chatterjee, AITC general secretary Subrata Bakshi were present at the occasion.

With inauguration of this 3 lakh gallon capacity pump, people of the area, including that of mayor’s ward are likely to get rid of water crisis, which has been a local issue for long.

Tate Education Minister Dr Partha Chatterjee said that the Government under Trinamool Congress is delivering the promises it made to the people.

The State Urban Development Minister Mr Firhad hakim said that Bengal is setting example for other States.

The Kolakata Mayor said water crisis in the city has been largely eradicated. There will be a time when the city will be100% tube-well free, he said.

The booster pumping station was today named after eminent lyricist Mohini Chowdhury.

 

নতুন বুস্টার পাম্পিং স্টেশন বেহালায়

বেহালা ১২৯ নং ওয়ার্ডের সেনপল্লীতে একটি নতুন বুস্টার পাম্পিং স্টেশন উদ্বোধন হয়েছে। ওয়ার্ড নং ১২৯, ১৩০ এবং ১৩১ এর অধিবাসীরা পানীয় জলের জন্য তৈরি হল এই বুস্টার পাম্পিং স্টেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সী।

এই পাম্পের জলধারণ ক্ষমতা প্রায় ৩ লাখ গ্যালন। মেয়রের এলাকা সহ সব এলাকার পানীয় জলের সমস্যার সমাধান হবে এর মাধ্যমে।

রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন যে তৃণমূল সরকার তাদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করছে।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন পশ্চিম বাংলা অন্যান্য রাজ্যের কাছে একটি দৃষ্টান্ত।

কলকাতার মেয়র বলেন, “শহরে পানীয় জলের অভাব মূলত নির্মূল হয়েছে। এরপর এমন একদিন আসবে যেদিন শহরকে ১০০ শতাংশ নলকূপ মুক্ত করা সম্ভব হবে”।

প্রয়াত গীতিকার মোহিনী চৌধুরীর নামে এই বুস্টার পাম্পিং স্টেশনের নামকরন করা হয়েছে।