Post immersion, civic officials gear up clean-up process

Kolkata Municipal Corporation officials along with officials of other civic bodies are taking all measures to keep the environment clean post-immersion of the Durga idols.

As soon as civic workers immersed the idol into the Hooghly, a crane moved into action. Before the colourful countenance could disappear under water, the machine retrieved and moved it to an isolated corner. As the crane retreated, a large vehicle picked it up and loaded it onto a lorry.

The same sequence played out several hundred times throughout Thursday at Baje Kadamtala Ghat on Strand Road, where the immersions were on. The elaborate logistical arrangements that included a proper plan, several heavy vehicles, police deployment and co-operation from organizers ensured that the immersion of idols did not pollute the river.

Since morning, even before the immersions started, close to 50 KMC lorries lined up along Strand Road. A barge-mounted crane was stationed close to the ghat to chip in during emergencies. Eight cranes and six payloaders worked round the clock, picking up idols from the river and putting them on the lorries. Close to 200 civic workers were also present.

A MMIC who visited the ghats in the morning said the civic body has made adequate arrangements to expedite the immersion process without causing any pollution to the river. The idols are being retrieved as soon as they are immersed. Civic workers and divers are keeping an eye on them so that idols do not drift away, he said.

The civic body enforced rules strictly this time. Whenever a vehicle stopped at the road leading to Baje Kadamtala Ghat, a group of men rushed to the dismounted the idol. It was taken to a spot where leaves, flowers, garlands, earthenware and other accessories were dumped in an isolated area away from the river.

 

ভাসানের পর গঙ্গাকে দূষণমুক্ত করতে সক্রিয় পুরসভা

কলকাতা পৌরসভা ও অন্যান্য পৌরসভার অধিকর্তারা সব ধরণের প্রস্তুতি নিয়েছে যাতে দূর্গা প্রতিমা বিসর্জনের জন্য পরিবেশ কোনো ভাবে দূষিত না হয়।

নাগরিক সমিতি হুগলি নদীতে প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে একটি বিশাল ক্রেন ওই মূর্তিটিকে তুলে একটি কোনে রাখবে যাতে কোনো ভাবেই প্রতিমার গায়ের রঙ জলে না মিশে যায়, ওই কোন থেকে পেলোয়াডর্স-এর মাধ্যমে প্রতিমাটিকে তুলে লরিতে বোঝাই করা হবে।
বাজে কদমতলা ঘাটে গতকাল কয়েকশো বার এই পুরো প্রক্রিয়াটি করা হয়েছে কারণ কাল ওই ঘাটে বিসর্জন হয়েছে বহু প্রতিমা।
এই সুবিশাল পরিকল্পনাটি নিশ্চিত করেছে যে এই বিসর্জন থেকে কোনো ভাবেই পরিবেশ দূষণ হবে না।

সকালে বিসর্জনের বহু আগে থেকে কর্পোরেশনের ৫০টি লরি স্ট্র্যান্ড রোডে মজুদ ছিল। আপত্কালীন ব্যবস্থা হিসেবে আরেকটি ক্রেন রাখা হয়েছে যেটি একটি বড় বজরাতে লাগানো থাকবে। আটটি ক্রেন, ছয়টি পেলোয়াডর্স ও ২০০জন পুরকর্মী ওখানে সর্বক্ষণ প্রস্তুত থাকবে।

একজন এমএমআইসি যিনি সকালবেলা ঘাট পরিদর্শন করেন তিনি জানান নাগরিক সমিতির এবারের যা প্রস্তুতি তাতে কোনো ভাবেই বিসর্জনের ফলে কোনো পরিবেশ দূষণ হবে না।

এবারে পৌরসভা খুব সক্রিয়, যে মুহূর্তে কোনো গাড়ি ঘাটে এসে দাঁড়াচ্ছে, পূরকর্মীরা ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে প্রতিমা নামিয়ে নিচ্ছে ও ফুল, পাতা ও অন্যান্য সামগ্রী যা বিসর্জন করা হয়ে থাকে, সেগুলোকে গঙ্গা থেকে একটু দূরে একটা জায়গায় জমা করা হচ্ছে।

KMC to introduce round the clock water supply from 2020

Come 2020, the Kolkata Municipal Corporation will introduce a 24X 7 water supply for the citizens.

This was announced on Wednesday after a marathon meeting between the Asian Development Bank officials and a KMC delegation led by city mayor Sovan Chatterjee.

The ADB officials from Manila are currently touring the city with a view to study city’s water supply infrastructure. KMC would take all measures to ensure that the water distribution network is strengthened to meet the 2020 deadline.

The KMC also has plans to map the city’s water distribution network. The digitized mapping will be stored in a centralized server to help it locate vulnerable points and plug the loopholes.

 

২০২০ থেকে ২৪ ঘন্টা জল সরবরাহ করবে কলকাতা পুরসভা

কলকাতার নাগরিকদের জন্য সুসংবাদ – আগামী ২০২০ সাল থেকে ২৪ ঘন্টা জল সরবরাহ করবে কলকাতা পুরসভা।

গত বুধবার মাননীয় মেয়র শোভন চ্যাটার্জীর উপস্থিতিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক প্রতিনিধিদল বৈঠক করেন পুরসভার কর্তাদের সাথে। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আপাতত ওই ব্যাংকের আধিকারিকরা কলকাতার বিভিন্ন অঞ্চল ঘুরে জল সরবরাহের পরিকাঠামো খতিয়ে দেখছেন। ২০২০ সালের মধ্যে যাবতীয় পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ হয়ে যাবে, জানিয়েছে পুরসভা।

কলকাতা পুরসভা এর পর কলকাতা শহরের জল সরবরাহের একটি মানচিত্র তৈরী করবে বলে জানিয়েছে। এই ডিজিটাল মানচিত্রটি তৈরী হলে তা একটি সেন্ট্রাল সার্ভারে রাখা হবে যাতে যে কোনও সময় যে কোনও ত্রুটি খুব অল্প সময়ে সরিয়ে ফেলা যায়।

KMC puts up hoardings discouraging Sep 2 bandh

The Kolkata Municipal Corporation (KMC) has put up hoardings all over the city asking people to keep offices and shops open and assured every cooperation to them. The Left trade unions have called a country-wide bandh on September 2.

The hoardings put up by KMC reads: Keep shops and markets and offices open. Let transport ply normally. The state government will stand by you and KMC will provide every cooperation.

Chief Minister Mamata Banerjee had said in the Assembly that the State Government would not support the bandh and steps would be taken to keep the offices open. “We have seen how CPI(M) had crippled the state’s economy by calling frequent  bandhs in its 34 years of rule. We are against bandhs and the state government will oppose it,” she said. The state government has decided to deduct a day’s salary for those who will not turn up for work.

The state government has decided to ply buses and requested private operators to ply them. The Chief Minister announced that the state government would give compensation if the vehicles got damaged by the bandh mongers and those doing this would be booked. Requests have also been made to the unions looking after taxis and mini buses.

 

২রা সেপ্টেম্বর বনধ ব্যর্থ করতে কলকাতা পুরসভার প্রচার অভিযান

বনধে জনজীবন স্বাভাবিক রাখার জন্য সব অফিস, দোকান খোলা রাখার আর্জি জানিয়ে শহরজুড়ে হোর্ডিং লাগিয়ে প্রচার অভিযান চালাচ্ছে কলকাতা পুরসভা। আগামী ২ সেপ্টেম্বর বাম ট্রেড ইউনিয়ন দেশব্যাপী বনধের ডেকেছে।

পুরসভার এই হোর্ডিং-এ লেখা আছে: সমস্ত দোকান, বাজার ও অফিস খোলা রাখুন। পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক ও সচল রাখুন। রাজ্য সরকার এবং কলকাতা পৌরসংস্থা সবরকম সহযোগিতা প্রদান করবে।

কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন, রাজ্য সরকার বনধ সমর্থন করবে না এবং সব অফিস খোলা রাখা হবে। আমরা দেখেছি গত ৩৪ বছরে সিপিএম কিভাবে বনধ ডেকে রাজ্য অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। আমরা সবসময় বনধের বিরুদ্ধে এবং রাজ্য সরকার বনধের বিরোধিতা করবে। তিনি জানান, ওইদিন যেসব সরকারি কর্মচারীরা ছুটি নেবেন রাজ্য সরকার তাদের একদিনের বেতন কেটে করার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি ও বেসরকারি বাস গুলো যাতে ঠিকঠাক চলাচল করে সেজন্য বাস সংগঠনগুলিকে অনুরোধ করেছেন তিনি। বনধের কারণে কোনরকম ক্ষয়ক্ষতি হলে রাজ্য সরকার তার ক্ষতিপূরণ দেবে সেই আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। ট্যাক্সি ইউনিয়ন এবং মিনি বাস সংগঠনগুলিকেও সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

 

KMC to open five more dengue detection centres

The Kolkata Municipal Corporation (KMC) will open five more dengue detection centres in the city in early September. This will take the total number of dengue detection centres in the city to 10.

The KMC is also considering a proposal to keep two centres open round the clock.

The civic authorities are likely to open five more dengue detection centres in near future. From January 1 to August 13, 290 people in the city have been afflicted with dengue, Ghosh said.

Massive Awareness Programme

  • The KMC has formed Rapid Action Team in the borough and central levels.
  • The health workers are going from house to house to launch anti-larvae drive.
  • The KMC was keeping in constant touch with the state health department.
  • KMC health department staff is visiting pathological laboratories and private nursing homes to know the names of patients who have been detected with dengue.
  • People should not panic and contact KMC ward health offices if they are found to be suffering from fever.

 

 

আরও ৫টি ডেঙ্গু রোগ নির্ণয় কেন্দ্র চালু করল কলকাতা পুরসভা

ডেঙ্গু মোকাবিলায় শহরে আরও ৫টি অতিরিক্ত ডেঙ্গি রোগ নির্ণয় কেন্দ্র চালু করবে পুরসভা। সেপ্টেম্বরের শুরুতেই চালু হবে এগুলো। এর ফলে সব মিলিয়ে শহরে মোট ডেঙ্গি রোগ নির্ণয় কেন্দ্রের সংখ্যা হল ১০টি।

এছাড়াও দুটি কেন্দ্র সর্বক্ষণ খোলা রাখার একটি প্রস্তাবও দেওয়া হয় কলকাতা পৌরসংস্থার পক্ষ থেকে।

‘অদূর ভবিষ্যতে আরো পাঁচটি ডেঙ্গু সনাক্তকরণ কেন্দ্র খোলার সম্ভাবনা রয়েছে। ১লা জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত রাজ্যে প্রায় ২৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে’, জানান অতীন ঘোষ।

ব্যাপক সচেতনতা কর্মসূচি

  • কলকাতা পৌরসংস্থা বরো এবং কেন্দ্রীয় স্তরে র‍্যাপিড অ্যাকশন টিম গঠন করা হয়েছে।
  • স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অ্যাণ্টি লার্ভা ড্রাইভ কর্মসূচি চালাচ্ছে।
  • কলকাতা পৌরসংস্থা রাজ্যের স্বাস্থ্য বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
  • কলকাতা পৌরসংস্থা স্বাস্থ্য বিভাগের কর্মী আবেগপূর্ণ ল্যাবরেটরিজ এবং বেসরকারী নার্সিং হোম পরিদর্শন করা হয় রোগীদের যারা ডেঙ্গুতে সনাক্ত করা হয়েছে এর নাম জানতে.
  • জনগণকে অযথা আতঙ্কিত হতে বারণ করা হয়েছে এবং যদি কেউ জ্বরে আক্রান্ত হন তাহলে তাদের তৎক্ষণাৎ কলকাতা পৌরসংস্থার স্বাস্থ্য অফিসের সঙ্গে যোগাযোগ করা উচিত।

 

 

Dos and Don’ts to prevent Dengue

Dengue is a viral fever and the virus is carried by Aedes mosquitoes. It is a largely preventable and manageable disease, doctors say, but precautions need to be taken to stay safe.

Here’s what you should (and should not) do to prevent Dengue:

 

Dos

  • Keep the areas around your house and the drains clean
  • Use mosquito repellents and nets; install screens on your doors and windows.
  • Wear light-coloured full-sleeve clothes to avoid mosquito bites.
  • Keep yourself hydrated throughout the day and carry water.
  • Any use-and-throw utensils should be cleared and put in bins.

 

Don’ts

  • Do not let water collect in open spaces and surroundings.
  • Do not self-medicate if you have symptoms of dengue like fever and body ache.
  • Do not panic. Most of the dengue patients can be cured with timely medical treatment.
  • Avoid giving steroids or antibiotics to dengue patients.
  • Avoid platelet transfusion unless there is an active bleeding or the platelet count is less than 10,000.

 

ডেঙ্গু প্রতিরোধে কি করণীয়, কি করণীয় নয়

ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত জ্বর এবং এডিস মশা এই ভাইরাসের বাহক। ডাক্তারদের মতে, ডেঙ্গু প্রতিরোধযোগ্য কিন্তু সেজন্য প্রয়োজন সচেতনতা এবং সাধারণ সাবধানতা অবলম্বন করা।

ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য কি করা উচিত (কি করা উচিত না):

 

কি করবেন: 

  • বাড়ির চারপাশের পরিবেশ, বাড়ি সংলগ্ন নর্দমা পরিষ্কার রাখুন।
  • দরজা-জানালায় মশা প্রতিরোধক জাল লাগান।
  • মশার কামড় এড়াতে গা-ঢাকা হালকা রঙের পোশাক পড়ুন।
  • সারাদিনে বেশি করে জল ও তরলজাতীয় খাবার খান।
  • বাড়ির আবর্জনা নিয়মিত পরিষ্কার করুন এবং নির্দিষ্ট জায়গায় জঞ্জাল ফেলুন।

 

কি করবেন না:

  • খোলা স্থানে জল জমতে দেবেন না।
  • জ্বর এবং গা-হাত-পা ব্যাথার মত ডেঙ্গুর লক্ষণ থাকলে নিজে নিজে ওষুধ খাবেন না।
  • অযথা আতঙ্কিত হবেন না। অধিকাংশ ডেঙ্গু রোগীই সময়মতো সাধারণ চিকিৎসায় সেরে যান।
  • রোগীদের স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দেবেন না।
  • প্লেটলেট সংখ্যা ১০০০০ এর কম না হলে প্লেটলেট ট্রান্সফিউশন করবেন না।

 

Union Health ministry lauds KMC for conducting anti-dengue health drives

The National Vector Borne Disease Control Programme under the Union Health ministry has lauded the efforts taken up by the Kolkata Municipal Corporation (KMC) to control malaria and dengue in the areas under its jurisdiction.

The KMC’s three tier planning to combat the disease, like having special health teams in the wards and rapid action teams in the borough and in the central level was also appreciated by the Ministry.

The KMC has submitted details of 629 private nursing homes and pathological laboratories to the ministry.

To combat the spread of the disease, the KMC has identified 36 wards where special drives will be conducted against malaria and dengue.

Some of the wards where this drive will be launched are 25, 23, 61, 62, 55, 82, 74, 76, 107, 108, 109 and 104 as in these areas more dengue cases were detected last year.

The KMC has launched massive awareness programme in all the 144 wards where the people have been requested to change their water stored in containers at least once a week. Similarly, water in flower vases should also be changed once every week.

The owners of buildings have been requested to ensure that the overhead tanks and the underground reservoirs have covers. It is also conducting drives at the state-run hospitals and offices. If mosquito larvae are found, then special drives are conducted. The KMC has overall five dengue detection centres.

The civic authorities are requesting people to get their blood tested at its laboratories at free of cost and get free medicines.

 

রাজ্যের ডেঙ্গু মোকাবিলার প্রচেষ্টার প্রশংসা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

ম্যালেরিয়া ও ডেঙ্গু নিয়ন্ত্রণ করার জন্য কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের ন্যাশনাল ভেক্টর রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির বেশ প্রশংসা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

কলকাতা পৌরসংস্থার ত্রি-স্তরবিশিষ্ট পরিকল্পনা, বিশেষ টিম ইত্যাদি কেন্দ্রীয় মন্ত্রণালয়ের থেকে অনেক প্রশংসা পেয়েছে।

কলকাতা পৌরসংস্থা মন্ত্রণালয়ে ৬২৯টি বেসরকারী নার্সিং হোম এবং ল্যাবরেটরিজের বিস্তারিত বিবরণ  জমা দিয়েছে।

রোগের বিস্তার যাতে না ঘটে কলকাতা পৌরসংস্থা ৩৬টি ওয়ার্ডে ম্যালেরিয়া ও ডেঙ্গু বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

কিছু কিছু ওয়ার্ডে এই অভিযান শুরু করা হবে। গত বছর কিছু কিছু ওয়ার্ডে ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। যেমন – ২৫, ২৩, ৬১, ৬২, ৫৫, ৮২, ৭৪, ৭৬, ৭৬, ১০৭, ১০৮, ১০৯ এবং ১০৪ নং ওয়ার্ডে।

কলকাতা পৌরসংস্থা ১৪৪টি ওয়ার্ডে ব্যাপক সচেতনতা কর্মসূচি চালু করেছে। মানুষকে অনুরোধ করা হয়েছে কোথাও জমা জল না রাখতে। একইভাবে, প্রতি সপ্তাহে অন্তত একবার ফুলদানির জল পরিবর্তন করা উচিত।

বাড়ির মালিকদের ওভারহেড ট্যাংক এবং ভূগর্ভস্থ জলাধার ঢাকা দিয়ে রাখার অনুরোধ করা হয়েছে। সরকারি সব হাসপাতাল ও অফিসগুলোতেও পুরসভা তাদের সচেতনতামূলক অভিযান চালিয়েছে। যদি কোন মশার লার্ভা পাওয়া যায় তাহলে সেখানে বিশেষ অভিযান চালানো হয়েছে। কলকাতা পৌরসংস্থার  পাঁচটি ডেঙ্গু সনাক্তকরণ কেন্দ্র রয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের ল্যাবরেটরিতে বিনামূল্যে রক্ত পরীক্ষা করানো হচ্ছে এবং ওষুধ দেওয়া হচ্ছে।

 

WB CM warns against filling up of water bodies

Chief Minister Mamata Banerjee on Tuesday issued strict instructions to police to take stern steps against promoters and all others filling up water bodies in the state, and said no one should not be spared.

“I have instructed the police to take strong action against any attempts to fill up water bodies for building construction. Previously, there had been many cases of illegal filling up of water bodies. I will not tolerate any such menace in future,” the Chief Minister said at Nabanna on Tuesday.

She said the police have been directed to take action against the offenders responsible for filling up water bodes irrespective of political affiliations. “The police will not spare any offender, whichever party he might be associated with. The offender will not be spared even if he refers to my name. The offender has no political or religious colour,” the chief minister said.

She also said anyone trying to expand his or own business taking the name of Trinamool will not be spared. “I will not allow anyone to use Trinamool’s name for personal benefit,” she said.

 

বেআইনিভাবে জলাশয় ভরাট করার বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী

জলাশয় ভরাট ও বেআইনি প্রোমোটিংয়ের বিরু‌দ্ধে অত্যন্ত কড়া মনোভাব নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কঠোর নির্দেশ দেন যে যারা জলাশয় ভরাট করছে তাদের কঠোর পদক্ষেপ গ্রহণ করার এবং তিনি বলেন কাউকে বরদাস্ত কড়া হবে না।

মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, “জলাশয় ভরাট করলে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে৷ অভিযোগ সত্যি হলে দ্রূত ব্যবস্থা নেবে পুলিশ৷ রাতের অন্ধকারে দুষ্কৃতী পাঠিয়ে জলাশয় ভরাট করে প্রোমোটিং মেনে নেব না”।

“অনেক সময়ই এইসব ক্ষেত্রে তৃণমূলের নাম জড়িয়ে ফেলা হয়৷ কিন্তু অভিযোগ কতটা গ্রহণযোগ্য, তা দেখতে হবে পুলিশকেই। পুলিশকে আরও প্রোঅ্যাকটিভ হতে হবে৷ শান্তি বজায় রাখা পুলিশের কাজ৷” তাঁর কথায়, “অপরাধী অপরাধীই৷ তার কোনও জাত, ধর্ম, বর্ণ নেই৷”

তিনি বলেন, “কেউ কেউ দলের নাম করে নিজের ব্যবস্থা করছে, ব্যক্তিস্বার্থ দেখছে৷ আমি কাউকে ব্যক্তিগত সুবিধার জন্য তৃণমূলের নাম ব্যবহার করার অনুমতি দেব না”।

 

WB CM chairs a high-level meeting to take stock of anti-dengue drive

Chief Minister Mamata Banerjee convened a high-level meeting with the senior officials of the Kolkata Municipal Corporation (KMC), Bidhannagar Municipal Corporations (BMC) and the state health department to combat the spread of dengue in the state.

In today’s meeting, the Chief Minister asked the civic bodies about the steps being taken to fight the spread of dengue. She also asked the health department officials to make adequate arrangements to prevent the spread of the disease. The Chief Minister announced that an advisory is being issued to all the schools and organisations in an effort to spread awareness and also control the spread of various diseases duing the monsoon season.

It may be mentioned that both KMC and BMC have carried out an extensive anti-dengue drive as a result of which the spread of the disease has been checked so far.

The state government has sent letters to all the schools in the city and outskirts to take adequate steps to fight dengue and cooperate with the civic bodies.

 

Here are some highlights of her speech:

  • Today clear instructions were given out to take all measures to prevent dengue, malaria and diarrhoea during the monsoons.
  • Advisory is being given to every organisation and schools to make sure there is no stagnant water in their premises.
  • We also took a decision that the police will take firm action against anyone who tries to fill up water bodies.
  • Everyone has to follow discipline in the society. Illegal promoters will not be tolerated.
  • I request everyone not to invest in chit funds. We are making every effort to educate the people.
  • Dept of Youth Affairs will spread the message of unity and brotherhood during Raksha Bandhan on 18th August.

 

ডেঙ্গু প্রতিরোধে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ এবং সচেতনতা বাড়ানোর জন্য আজ নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্বাস্থ্য আধিকারিক এবং কলকাতা ও সংলগ্ন জেলার পুরকর্তারা, বিধাননগর পুরসভার কর্তারাও উপস্থিত ছিলেন এই বৈঠকে।

এই বৈঠকে, মুখ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে আধিকারিকদের কাছ থেকে খোঁজ-খবর নেন মুখ্যমন্ত্রী। এছাড়া রোগের বিস্তার রোধ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বেশ কিছু রূপরেখা দেন।

উল্লেখ করা যেতে পারে যে ইতিমধ্যেই কলকাতা পৌরসংস্থা এবং বিধাননগর পুরসভা এই রোগের বিস্তার যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য সরকার। তাদের অনুরোধ করা হয়েছে সব রকম সচেতনতা অবলম্বন করতে এবং সবরকম সহযোগিতা করতে।

বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়।

এখানে তার বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজকের এই বৈঠকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও ডায়রিয়া প্রতিরোধের সব ব্যবস্থা গ্রহণ করার স্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে
  • সমস্ত স্কুল ও সংস্থাগুলিকে সব রকম সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে
  • বাড়ির সামনে কোথাও যাতে জল না জমে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে
  • আমরা আর একটি সিদ্ধান্ত নিয়েছি যে কোন জলাশয় ভরাট করলে তাদের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ নেবে
  • প্রত্যেককে সমাজের শৃঙ্খলা অনুসরণ করতে হবে
  • বেআইনি প্রোমোটারদের বরদাস্ত করা হবে না
  • আমি প্রত্যেককে অনুরোধ করছি চিট ফান্ডে টাকা না রাখতে। মানুষকে শিক্ষিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি
  • যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে রাখি উৎসব পালিত হবে ১৮ই আগস্ট

 

KMC chalks out steps to combat dengue outbreak

The Kolkata Municipal Corporation (KMC) has chalked out elaborate measures to stop the outbreak of dengue in the city on the onset of monsoon.

The Union Health Ministry had lauded the KMC for taking measures to combat spread of the disease last year.

The KMC will conduct intense campaigns in the city when hoardings will be put up at important road intersections, leaflets will be distributed and health department workers will inform the people about the dos and don’ts to prevent the disease through public address system in every ward.

The surveillance has been intensified and people have been requested to clean the containers where water is stored at least once a week.

The overhead tanks and underground reservoirs should be covered and flower pots should be cleaned at least once a week.

The KMC teams visits the houses and request the owners of residential buildings and secretary of the cooperatives in case of apartment blocks to replace the covers of overhead tanks and underground reservoirs if they are found to be missing.

There are five dengue detection centres in the city where blood samples collected by the health department workers are tested.

 

The image is representative

 

KMC launches food campaign in city

Kolkata Municipal Corporation on Tuesday launched awareness campaigns to ensure food safety norms to be maintained by the street food vendors and at the posh eateries in the city.

Member Mayor-in-council, health (MMiC), Atin Ghosh visited several street food vendors situated at the Dacre’s Lane at Esplanade and also some of the posh eateries including the Lalit’s Great Eastern hotel situated at the central office district of the city.

“We are basically concerned that the eatery owners must ensure food safety norms.It is because of this reason that the civic health department will be distributing the booklet on food safety guideline,” Ghosh said.

During his visit on Tuesday, the MMiC said that an eatery was found using industrial ice, which is not approved to be used in food.

“Though we have not taken any action against the vendor, but we have destroyed the stock of ice. The civic health officer also explained the vendors regarding this usage and its side effects,” Ghosh explained.

He further said the civic health team also found usage of synthetic colour by an eater owner. “We also seized the colour. It must be noted that the colour has a certain permissible limited that could be applied only in making sweets but not in cooked food.”

The MMiC informed that the he will be making such visits at regular intervals to create awareness.

 

খাদ্য সচেতনতা বাড়াতে কলকাতা পুরসভার নয়া উদ্যোগ

খাবারে ভেজাল মেশানো রুখতে কলকাতা পুরসভার তরফ থেকেক বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার মঙ্গলবার খাদ্য নিরাপত্তা  নিশ্চিত করতে রাস্তায় খাবারের দোকানগুলি এবং হোটেলগুলি পরিদর্শন করে।

মঙ্গলবার মেয়র পারিষদ (খাদ্য, স্বাস্থ্য) অতীন ঘোষ এদিন ধর্মতলার ডেকার্স লেনের খাবারের দোকানগুলিতে পরিদর্শনে যান।

মেয়র পারিষদ বলেন, “যে খাবারের দোকান মালিকরা খাদ্য প্রস্তুতিতে সঠিক নিয়ম-নিরাপত্তা মেনে চলেন কিনা আমরা মূলত সেই ব্যাপারে উদ্বিগ্ন। আগামী জুলাই মাসের মধ্যেই দি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের গাইডলাইন মেনে প্রশিক্ষণ দেওয়া হবে”।

তিনি আরও জানাণ, প্রশিক্ষণের পর তারা গাইডলাইন মেনে খাবার তৈরি করছে কিনা তা দেখে গ্রেডেশন দেওয়া হবে।

অতীন ঘোষ আরও জানান, রাস্তায় বিক্রি হওয়া এইসব খাবারে বেশ কিছু রাসায়নিক পাওয়া গেছে যা খাবারে মেশানোর অনুমোদন নেই এবং যা শরীরের জন্য ক্ষতিকারক। ৬০-৭০ টি দোকানের খাবারে পাওয়া গেছে সিনথেটিক রঙ, দোকানদারদের সতর্ক করা হয়েছে।

এছাড়া খাদ্য নিরাপত্তার স্বার্থে বিক্রেতাদের মাথার টুপি, হাতের গ্লাভস দেবে কলকাতা পুরসভা। পর্যাপ্ত পানীয় জলেরও ব্যবস্থা করবে। শহরের ছোটবড় সমস্ত হোটেল ও রেস্তোরাগুলিতে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি হচ্ছে কিনা তা দেখার জন্য প্রতি মাসে আচমকা পরিদর্শনে যাবেন আধিকারিকরা।