Bengal Govt makes elaborate preparations for Durga Puja immersion

Elaborate security arrangements were made by Kolkata police as well as the civic authorities for the peaceful conduct of the immersion processions to the various ghats and the ceremonies thereon.

Officers of the Kolkata Police manned the riverfront to prevent onlookers from getting too close to the river. Special vigil was being maintained from a watch tower near the ghat.

Cranes were deployed at certain ghats to lift and extricate the remains of idols from the river to avoid pollution. Additional lights were put up at the immersion ghats and the flowers, levers and metallic weapons were dumped in separate vats to avoid polluting the river.

Other than maintaining law and order during immersion, teams of river police and disaster management groups patrolled the river. Closed-circuit television cameras were installed at certain ghats too.

শান্তিপূর্ণভাবে দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার

 

দুর্গা প্রতিমার বিসর্জন যাতে শান্তিপূর্ণভাবে হয় সেজন্য প্রতিবারের মত এবারও কলকাতা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে।

বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিসর্জন দেখার জন্য প্রতিটি ঘাটে সাধারণ মানুষের জন্য একটি নির্দিষ্ট জায়গা তৈরি করা হয়েছে। বিশেষ ওয়াচ টাওয়ারও বসানো হয়েছে এর মাধ্যমে নজর রাখা হবে সমগ্র পদ্ধতির ওপর।

দূষণ প্রতিরোধের জন্য প্রতিটি ঘাটে ক্রেন রাখা হয়েছে। প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে মূর্তি ও অন্যান্য জিনিস জল থেকে তুলে নেওয়া হবে ক্রেনের মাধ্যমে। অতিরিক্ত আলো লাগানো হয়েছে। ফুল ও পুজোর অন্যান্য সামগ্রী ফেলার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে।

বিসর্জনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখার জন্য বিশেষ পুলিশ বাহিনী চারদিকে টহল দেবে। এছাড়া প্রতিটি ঘাটে ক্লোজ সার্কিট ক্যামেরাও বসানো হয়েছে।

প্রতিমা বিসর্জনের পাশাপাশি পর্যটকদের জন্য রাস্তায় ও ঘাটে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ADB to give Rs 14 crore to KMC for traffic and safety management in city

Satisfied with the all-round development work by the Kolkata Municipal Corporation (KMC) in the city, the Asian Development Bank (ADB) will be providing a grant of Rs 14 crore for traffic and safety management.

Kolkata Mayor expressed optimism that the safety and security aspects in Kolkata would witness a sea change, as the city police will be utilising the funds to bring every nook and corner under CCTV surveillance.

It has been planned that the CCTVs installed in the city will be wi-fi enabled and connected with the central server at the police headquarters in Lalbazar. This will help in curbing untoward incidents and also in enhancing the quality of traffic management in the city.

With the money now available from ADB, the KMC along with Kolkata Police will be able to fast track their project of Security Safety App.

Once implemented, a person within the wi-fi enabled area can directly send videos or stills from a problematic area through this app which can be seen at the control room. This will help us to see the real time situation on our own and we will be able to plan quickly the strength that needs to be deployed in that area. Petty crimes like snatching often take place in the lanes and bylanes of the city. The police will be able to put a leash on such activities if CCTVs are installed in strategic locations.

 

ভালো কাজের ইনাম পেয়ে শহরের নিরাপত্তা ঢেলে সাজাবে পুরসভা

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর টাকায় শহরের নিরাপত্তা নতুন করে সাজতে চলেছে, জানালেন মেয়র।

মেয়র বলেন, “এডিবি’র টাকায় শহরের একাধিক কাজ হচ্ছে। সেই কাজ নিয়ে উচ্ছ্বসিত এডিবি প্রতিনিধি দল। তাইতাদের সিটি সেফটি অ্যাপ প্রকল্পের আওতায় কলকাতাকে অনুদান দেওয়ার কথা জানিয়েছে। প্রাথমিক পর্যায়ে দুই মিলিয়ন ডলার(প্রায় ১৪ কোটি) টাকা দেবেন তারা। কলকাতা পুলিশ কমিশনারকে দ্রুত ডিপিআর জমা দেওয়ার জন্য বলেছি। ডিপিআর জমা দিলেইএই প্রকল্পকে বাস্তবায়িত করা হবে। এতে একদিকে যেমন শহরের নিরাপত্তা সুনিশ্চিত হবে তেমনই ট্রাফিক ম্যানেজমেন্টেরকাজ করা যাবে। একটি অ্যাপও তৈরি করা হবে।”

পুরসভা সূত্রে খবর, সিটি সেফটি এই প্রকল্পের আওতায় শহরের রাজপথ থেকে অলিগলিতে বসানো হবে কয়েক হাজার সিসিটিভি।যার মাধ্যমে শহরের যে কোনও অপরাধের ছবি পৌঁছে যাবে লালবাজার কন্ট্রোল রুমে। একইসঙ্গে শহরের যান নিয়ন্ত্রণও অনেকসহজ হবে পুলিশের পক্ষে।

এডিবি’র টাকায় এবার সেই পরিষেবা যদি শহরে করা যায় তাহলে প্রতিমুহূর্তের ‘ওয়াইফাই এনাবেল’ সিসিটিভি থেকেঅপরাধের ‘লাইভ ফুটেজ’ পৌঁছে যাবে লালবাজারে।

 

KMC to build ‘resting places’ for commuters

Kolkata Municipal Corporation (KMC) has come up with a plan to build ‘resting places’ for commuters and travellers, in collaboration with private companies on a PPP mode.

Fifty spots have been identified in the southern and western areas of Kolkata – Behala and Garden Reach among them – for building these resting places in the jurisdiction of KMC. Each place would have seating arrangements as well as bathroom facilities.

The maintenance of these places would be in the hands of the private collaborator. Advertisements would pay for the cost of maintenance.

Source: Aajkal

 

যাত্রী প্রতীক্ষালয় তৈরির পরিকল্পনা কলকাতা পুরসভার

বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে যাত্রী প্রতীক্ষালয় তৈরির পরিকল্পনা কলকাতা পুরসভার।

পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (‌পিপিপি) মডেলে বেহালা–সহ দক্ষিণ কলকাতায় তৈরি করা হবে এই যাত্রী প্রতীক্ষালয়।

পুরসভা সূত্রের খবর, বেহালা, গার্ডেনরিচ–সহ দক্ষিণ কলকাতায় ৫০টি জায়গা চিহ্নিত করা হয়েছে। পুরসভার পক্ষ থেকে জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। সেখানে মাথা ঢাকা সুদৃশ্য যাত্রী প্রতীক্ষালয় তৈরি করা হবে। থাকবে যাত্রীদের বসার জায়গা।

এ জন্য দরপত্র দেওয়া হবে। দরপত্রের ভিত্তিতে বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে সেই সংস্থার ওপর। বিজ্ঞাপনের মাধ্যমে ওই সংস্থা খরচ চালাতে সক্ষম হবে।

 

State Health Dept to introduce SMS alert system to fight dengue

The State Health Department is developing an SMS alert system to improve the monitoring and effective implementation of house-to-house surveillance for prevention and control of dengue.

Rs 12.2 lakh has been allocated for the first phase of the project, to be implemented by the State Urban Development Agency (SUDA).

People throughout the state will be able to avail various services in this regard through SMS messages. The Health Department will be able to send messages to people, especially important in dengue-prone areas, and vice versa, suspected victims of dengue and their family members will also be able to get in touch with the Health Department.

Patients will get to know information about treatment facilities available in State Government-run health centres, blood testing facilities, etc.

Kolkata Municipal Corporation (KMC) has taken up a similar initiative to check the spread of dengue, malaria and the other vector-borne diseases. KMC is also going to introduce a mobile application for providing information relating to the KMC-run health centres and the various health services that it provides.

 

ডেঙ্গুর প্রতিরোধে রাজ্য স্বাস্থ্য দপ্তর নিয়ে এল এসএমএস পরিষেবা

ডেঙ্গু প্রতিরোধ করতে একটি এসএমএস সচেতনতা সিস্টেম তৈরি করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ।রাজ্য নগরোন্নয়ন সংস্থা এই প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য ১২.২লক্ষ টাকা বরাদ্দ করেছে।

এই এসএমএস বার্তার মাধ্যমে রাজ্যবাসী ডেঙ্গু প্রতিরোধ সহ অন্যান্য পরিষেবা সংক্রান্ত অনেক পরিষেবা পাবে। স্বাস্থ্য দপ্তর সকলকে এসএমএস বার্তা পাঠাবে বিশেষত ডেঙ্গু প্রবণ অঞ্চলগুলিতে। পাশাপাশি ডেঙ্গু পীড়িত মানুষ ও তার পরিবার পরিজনও স্বাস্থ্য দপ্তরকে এসএমএস করে নানারকম অনুসন্ধান করতে পারবেন।

রাজ্য সরকার পরিচালিত স্বাস্থ্য ক্যাম্পগুলোতে রক্ত পরীক্ষা সহ আর কি কি পরিষেবা পেতে পারেন তা জানতে পারবেন জনসাধারন।

মশাবাহিত রোগ ডেঙ্গু, ম্যালেরিয়া প্রতিরোধ করতে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনও একই রকম উদ্যোগ নিয়েছে। তারাও খুব শীঘ্রই একটি মোবাইল অ্যাপলিকেশন তৈরি করতে চলেছে, যেখানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রে কি কি পরিষেবা পাওয়া যায়, তার বিস্তারিত বিবরণ থাকবে।

 

KMC to launch app for its health services

Kolkata Municipal Corporation (KMC) has decided to introduce a mobile app which will provide information related to the KMC-run health centers and their various services.

The Android app is scheduled for launch on May 5. Trial runs are in process now.

The app will provide a detailed information on the civic body’s health services including where and how to get treatment for various diseases like malaria, dengue and tuberculosis, where blood tests can be done free of cost, etc. In case a person falls ill, the app can help in locating the required services.

Importantly, the app will also fix accountability of the employees of KMC’s Health Department as senior officials will now be able to monitor the functioning of the Health employees.

Once the app is introduced, it would be easier for KMC to provide better healthcare services to the people.

 

নতুন মোবাইল অ্যাপ চালু করছে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তর

নতুন মোবাইল অ্যাপ আনতে চলেছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। এর মাধ্যমে জানা যাবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন চালিত স্বাস্থ্য কেন্দ্র গুলির খোঁজ খবর। পাশাপাশি এও জানা যাবে সেখানে কি কি ধরনের স্বাস্থ্য বিষয়ক পরিষেবা পাওয়া যাবে।

আগামী ৫ই মে উদ্বোধন হবে এই এপ্লিকেশনের। অ্যাপটি পাওয়া যাবে অ্যানড্রয়েড ফোনের প্লে-স্টোরে।

প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর ম্যালেরিয়া, ডেঙ্গু, টিউবারকিউলোসিস সহ বিভিন্ন চিকিৎসার তথ্য পাওয়া যাবে। কোথায় এই সব রোগের জন্য বিনামূল্যে রক্ত পরীক্ষা করানো হয় সেই সম্পর্কিত তথ্যও থাকবে এখানে।কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কোথায় চিকিৎসার পরিষেবা পাওয়া যাবে তাও দেওয়া থাকবে এখানে।

এই অ্যাপ চালু হয়ে গেলে সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়া সম্ভবপর হবে।

 

 

KMC Budget for 2017-18 focuses on pro-people measures

Kolkata Mayor Sovan Chatterjee on presented the KMC Budget for the financial year 2017-18.

While tabling the Budget, Mayor said that the projected expenditure for the financial year was Rs 3,38,988 lakh while the income stood at Rs 3,23,050 lakh. The KMC has set a revenue target of Rs 974.11 crore in the next financial year.

The civic body has proposed an allocation of Rs 374.71 crore to the Water Supply Department for 2017-18 to continue the process of development. Mayor also proposed to allocate an amount of Rs 571.99 crore to the Solid Waste Management department for 2017-18. GPRS with vehicle tracking system including post-implementation support and maintenance for a period of five years have been initiated for monitoring 450 vehicles’ movements at major VAT points.

The proposed allotment for the 2017-18 financial year would be Rs 119.69 crore for Lighting and Electricity department, Rs 42.99 crore for parks and squares, Rs 258.33 crore for Sewerage and Drainage department, Rs 143.28 crore for Health, Rs 20.28 crore for the Social Sector and Urban Poverty Alleviation department and Rs 148.89 crore for the Bustee department.

KMC has taken up various development works including construction of roads, by-lanes and laying of drainage pipelines and other beautification works.

 

জন পরিষেবাতে জোর কলকাতা পুরসভার বাজেটে

২০১৭-১৮ আর্থিক বর্ষের জন্য পুরসভার বাজেট পেশ করলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।

বাজেট পেশ করার সময় মেয়র জানান, আগামী অর্থবর্ষে প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ ৩,৩৮,৯৮৮ কোটি টাকা আর আয়ের পরিমাণ ৩,২৩,০৫০ টাকা। আগামী অর্থবর্ষে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় ৯৭৪.১১ কোটি টাকা ধার্য করা হয়েছে।

জি পি আর এস এর মাধ্যমে শহরের পে অ্যান্ড ইউজ টয়লেট ও কমন কালেকশন সেন্টার এর অবস্থানগত তথ্য পাওয়া যায়।

২০১৭-১৮ আর্থিক বর্ষে পানীয় জল সরবরাহ খাতে বরাদ্দর পরিমাণ প্রায় ৩৭৪.৭১ কোটি টাকা। বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে জঞ্জাল সাফাইয়ে। ওই খাতে প্রায় ৫৭১.৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

২০১৭-১৮ অর্থবর্ষে আলো ও বিদ্যুতায়নের জন্য বরাদ্দ করা হয়েছে ১১৯.৬৯ কোটি টাকা। উদ্যান বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে ৪২.৯৯ কোটি টাকা, নিকাশি খাতে বরাদ্দ করা হয়েছে ২৫৮.৩৩ কোটি টাকা, স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে ১৪৩.২৮ কোটি টাকা। সামাজিক খাতে এবং নগরোন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ২০.২৮ কোটি টাকা। বস্তি উন্নয়নের জন্য বরাদ করা হয়েছে ১৪৮.৮৯ কোটি টাকা।

রাস্তা নির্মাণ, নিকাশি ব্যবস্থার সংস্কার সহ অন্যন্য সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা।

 

 

Trinamool protests against linking mid-day meals to Aadhaar

Trinamool Congress on Monday hit the streets protesting against the central government’s decision to link Aadhaar card with the midday meals programme in schools.

Trinamool’s women activists led by Chandrima Bhattacharya took out a rally in central Kolkata, demanding the immediate rollback of the move dubbing it “anti-people.” Belting out slogans and displaying posters on themselves, they said students will starve due to the linking.

“To make Aadhar cards for children, one has to start when they are still in the womb? Do people now have to carry out ultra sonography to determine the sex of the infant so they can apply for an Aadhar card? Does it mean, the Centre is trying to legalise foetal sex determination,” Bhattacharya questioned.

Bengal Chief Minister Mamata Banerjee had on Saturday termed as shocking the central government’s decision. “Now even infants (0-5 years) will need Aadhar cards? Aadhaar card for mid-day meals and ICDS? Shocking! 100 Days’ Work also not spared,” she had tweeted.

Meanwhile, the Kolkata Municipal Corporation (KMC) will continue to give midday meal to students in its schools, Mayor Sovan Chatterjee said.

 

মিডডে মিলে আধার বাধ্যতামূলক করার প্রতিবাদে পথে নামলো তৃণমূল

মিড ডে মিলের জন্য আধার কার্ড বাধ্যতামূলক, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ পথে নামলো মহিলা তৃণমূল কংগ্রেস। সুবোধ মল্লিক স্কয়্যার থেকে রানি রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলটির নেতৃত্ব দেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, মিড ডে মিল পাওয়ার জন্য স্কুল পড়ুয়াদের আধার কার্ড থাকতে হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, “কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত অবিশ্বাস্য। গরিব, খেটে খাওয়া মানুষ, আমাদের প্রিয় শিশুদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।”

মিছিল থেকে এবিষয়ে কথা বলতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য  বলেন, “কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করেছে। সেখানে বয়সসীমা দিয়েছে শূন্য থেকে শুরু। আমরা শূন্য বছরের মানে বুঝতে পারলাম না। তাহলে কি কেন্দ্রীয় সরকার চাইছে মায়ের গর্ভে থাকার সময়ই শিশুর আধার কার্ড করতে হবে? আধারকার্ড করতে গেলে ছেলে না মেয়ে জানতে হবে। তাহলে কি কেন্দ্রীয় সরকার চাইছে মায়ের গর্ভে থাকাকালীন শিশুর লিঙ্গ নির্ধারণ করা হোক? তার মানে BJP পরিচালিত সরকার বেআইনি কাজকে সমর্থন জানাচ্ছে।”

KMC to organise dengue awareness rally on Jan 7

Kolkata Municipal Corporation will organise a rally on January 7 to create awareness against dengue. This is a part of a year-long programme organised by the KMC.

This is for first time in KMC’s history when awareness campaign against dengue is being launched during winter.

The Mayor of Kolkata, Municipal Affairs minister and other MPs and MLAs along with celebrities will take part in the walk which will start from KMC headquarters on SN Banerjee Road. Invitation has been sent to people from all walks of life to take part in the awareness campaign against the dreadful disease.

Rallies will be held in all the 144 wards under KMC on that day. The Councillors will organise the rallies in their respective areas. There will be banners and posters to create awareness among the people.

KMC used to launch anti-dengue drive and campaign after the monsoon season which was considered to be the ideal breeding season for dengue bearing mosquitoes. But as the situation has changed, KMC has taken up a year-long programme to control the spread of the disease.

Dengue clinics have been set up in different parts of the city and civic health workers are visiting flats and individual houses to check underground reservoirs and overhead tanks and steps had been taken in case dengue larvae were found there.

Residents have been asked to clean the containers where water is stored at least once a week along with flower pots and vases. KMC is successful in bringing down the number of dengue cases in the areas under its jurisdiction drastically.

 

ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য ৭ই জানুয়ারী মিছিল করবে কলকাতা পুরসভা

ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে ৭ জানুয়ারি এক মিছিলের আয়োজন করবে এই কলকাতা পৌরসংস্থা।  এটি কলকাতা পুরসভা আয়োজিত বছরব্যাপী কর্মসূচির একটি অংশ।

এই প্রথমবার শীতকালে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার করবে পুরসভা যা পুরসভার ইতিহাসে আগে কখনো হয়নি।

কলকাতার মেয়র, অন্যান্য সাংসদ, বিধায়ক এবং সেলিব্রিটিরা অংশ নেবে এই কর্মসূচিতে। এটি শুরু হবে এস এন ব্যানার্জি রোডে পুরসভার কার্যালয় থেকে। সব স্তরের মানুষকে এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ওইদিন কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। কাউন্সিলররা তাদের নিজেদের এলাকায় সমাবেশের আয়োজন করবে। সেখানে ব্যানার ও পোস্টারের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে।

সাধারণত বর্ষাকালে কলকাতা পুরসভা এই সচেতনতা মূলক প্রচারের আয়োজন করে যেহেতু বর্ষাকাল এসবের প্রকোপ বেড়ে যায়। কিন্তু পরিস্থিতি বদলে গেছে, কলকাতা পৌরসংস্থা তাই বছরব্যাপী এই সচেতনতা কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে।

Govt to set up panel to decongest, beautify Posta: Mamata Banerjee

Bengal Government will set up a committee to prepare a comprehensive plan for the development of Posta in Burrabazar, Chief Minister Mamata Banerjee announced on Monday. She said this while inaugurating a Jagadhatri Puja function organised by Posta traders on Monday evening.

The committee will include the Kolkata Mayor, Trinamool MP Sudip Bandopadhyay, the commissioner of Kolkata Municipal Corporation (KMC), Kolkata’s Commissioner of Police, local MLA and 10 traders who will be selected by the local trading community. The committee will meet to prepare the master plan and submit a report within three months.

“You sit and discuss the issues and come up with a master plan to carry out comprehensive development of Burrabazar,” she said, adding “there should be proper parking places and amenities for the workers”.

She said lorries are parked in the narrow lanes and by-lanes making it difficult for other vehicles and pedestrians to enter the area. “These problems need to be addressed and only a proper planning can accomplish this,” she pointed out. “It is the place where you do business and so you need to put in efforts to beautify the area,” she added.

“There are many old buildings which have not been repaired for several years. KMC has declared them dangerous and dilapidated and given notices to the owners. But despite that people continue to reside in them, risking their lives. The owners and the tenants should sit together to resolve the matter,” she maintained.

 

পোস্তার উন্নয়নে কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

সোমবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাজ করজে আমাদের কেউ রুখতে পারবে না। কাজ নিয়ে আমি কারও সঙ্গে আপস করব না। ভিড়ে ঠাসা পোস্তায় জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পোস্তাকে ঢেলে সাজাতে হবে। পোস্তার উন্নয়ন করতে হবে। এদিন তিনি ১০ জনের একটি কমিটি গঠন করার কথা ঘোষণা করেন।

মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা কাদের কমিটিতে রাখবেন, তাদের নাম পাঠান। নগরপাল রাজীব কুমারের কাছে নামের তালিকা জমা দিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, আলোচনার সময় কোনও ঝড়গাঝাটি যেন না হয়। ভিন্ন প্রস্তাব থাকতেই পারে। মাথায় রাখতে হবে পোস্তাকে আমরা আরও ভালো করব। পোস্তায় বড় মার্কেটের প্রয়োজন। আপনারা যদি সহযোগিতা করেন, তা হলেই এ কাজ সম্ভব। সরকার আপনাদের পাশে আছে। আপনারা সবসময় আমাদের সাহায্য করেন। যখন আলুর দাম বাড়ে, তখন আপনাদের সঙ্গে আমরা আলোচনা করি।

তিনি আরও বলেন, তিন মাসের মধ্যে কমিটি করতে হবে। ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাজ দ্রুত আরম্ভ করুন। সম্প্রতি অঙ্গ প্রতিস্থাপনের সময় যে গ্রিন করিডর তৈরি করা হয়েছিল, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যদপ্তরের কাজের প্রশংসা করেন। গোটা পোস্তা জুড়ে মোট ৪৫টি সি সি ক্যামেরা বসানো হচ্ছে।

 

 

kerosene

Bengal Govt to provide food to city street dwellers

In a unique initiative, the State Food Supply Department has taken up an elaborate scheme to provide free food to street dwellers living in areas under Kolkata Municipal Corporation (KMC).

The civic body has been asked to prepare a list of the people who live on the pavements across the city.

This is for the first time that any State Government is preparing a detailed scheme to ensure food security for pavement dwellers and beggars. The Food Supply Minister has said that ration cards will be prepared for these pavement dwellers so that they can get free food grains. More than 4,000 pavement dwellers have been identified in the city initially, who would be given special food packages. Rice, wheat and other food grains would be provided to them free of cost. The pavement dwellers from the districts will also be included in the scheme in the course of time.

The Chief Minister of Bengal, Mamata Banerjee had launched the Khadya Sathi Scheme last January. Under this scheme more than 8 crore, or almost 90% of the State’s population, have been getting rice and wheat at Rs 2 per kg.

 

ফুটপাথবাসীদের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করল রাজ্য সরকার

 

রাজ্য খাদ্য সরবরাহ দপ্তর কলকাতার ফুটপাথবাসীদের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে, যা নিঃসন্দেহে একটি অনন্য উদ্যোগ। শহর জুড়ে যেসব নাগরিক ফুটপাথে বসবাস করেন তাদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে।

এই প্রথমবার কোন রাজ্য সরকার ফুটপাথবাসী এবং ভিক্ষুকদের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একটি বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছে। খাদ্য সরবরাহ মন্ত্রী বলেন, এই ফুটপাথবাসীদের জন্য রেশন কার্ড প্রস্তুত করা হবে, যাতে তারা বিনামূল্যে খাদ্যশস্য পেতে পারেন।

প্রাথমিকভাবে, শহরের ৪,০০০ এর বেশি ফুটপাথ বাসীকে চিহ্নিত করা হয়েছে যাদের এই বিশেষ খাদ্য প্যাকেজ দেওয়া হবে। বিনামূল্যে তাদের ধান, গম ও অন্যান্য খাদ্যশস্য দেওয়া হবে। জেলার ফুটপাথবাসিন্দাদেরও কালক্রমে এই পরিকল্পনার অন্তর্ভুক্ত করা হবে।

এই বছরের জানুয়ারি মাসেই খাধ্য সাথী প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের দ্বারা রাজ্যের ৮ কোটি-রও বেশি, বা প্রায় ৯০ শতাংশ, মানুষ ২ টাকা কেজি দরে চাল ও গম পাচ্ছে।