Elaborate security arrangements were made by Kolkata police as well as the civic authorities for the peaceful conduct of the immersion processions to the various ghats and the ceremonies thereon.
Officers of the Kolkata Police manned the riverfront to prevent onlookers from getting too close to the river. Special vigil was being maintained from a watch tower near the ghat.
Cranes were deployed at certain ghats to lift and extricate the remains of idols from the river to avoid pollution. Additional lights were put up at the immersion ghats and the flowers, levers and metallic weapons were dumped in separate vats to avoid polluting the river.
Other than maintaining law and order during immersion, teams of river police and disaster management groups patrolled the river. Closed-circuit television cameras were installed at certain ghats too.
শান্তিপূর্ণভাবে দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার
দুর্গা প্রতিমার বিসর্জন যাতে শান্তিপূর্ণভাবে হয় সেজন্য প্রতিবারের মত এবারও কলকাতা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে।
বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিসর্জন দেখার জন্য প্রতিটি ঘাটে সাধারণ মানুষের জন্য একটি নির্দিষ্ট জায়গা তৈরি করা হয়েছে। বিশেষ ওয়াচ টাওয়ারও বসানো হয়েছে এর মাধ্যমে নজর রাখা হবে সমগ্র পদ্ধতির ওপর।
দূষণ প্রতিরোধের জন্য প্রতিটি ঘাটে ক্রেন রাখা হয়েছে। প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে মূর্তি ও অন্যান্য জিনিস জল থেকে তুলে নেওয়া হবে ক্রেনের মাধ্যমে। অতিরিক্ত আলো লাগানো হয়েছে। ফুল ও পুজোর অন্যান্য সামগ্রী ফেলার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে।
বিসর্জনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখার জন্য বিশেষ পুলিশ বাহিনী চারদিকে টহল দেবে। এছাড়া প্রতিটি ঘাটে ক্লোজ সার্কিট ক্যামেরাও বসানো হয়েছে।
প্রতিমা বিসর্জনের পাশাপাশি পর্যটকদের জন্য রাস্তায় ও ঘাটে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।