Bengal Chief Minister Mamata Banerjee today invited Bisheswar Nandi, coach of gymnast Dipa Karmakar to set up a gymnastics academy in Bengal, on the sidelines of ‘Khel Samman’ award ceremony at Netaji Indoor Stadium.
The CM honoured sporting legends on the occasion. She conferred Khel Samman on 13 sportspersons, Banglar Gourab Samman on 15 sportspersons, Krira Guru Samman on 5 coaches. Samar Banerjee and Naresh Kumar were honoured with the Lifetime Achievement Award.
Atanu Das, Soumyajit Ghosh, Mouma Das and Debasree Majumder were honoured with ‘Bishesh Samman’ and Dipa Karmakar was felicitated with ‘Ananya Samman’. The CM also distributed financial aid to 4000 new and 8653 old clubs for developing their sports infrastructure. This programme, launched in 2011-12 is aimed at developing sporting talent in the State.
The CM lashed out at demonetisation again and pointed out that the move has adversely affected sponsorship of sports, but said that the government will always stand by the sports persons. She also announced that 13 clubs will get Rs 50 lakh from the state sports department for development of sports.
Enlisting her government’s achievements in building sports infrastructure, she said, “We have built 16 new stadiums, refurbished 46 and built 23 youth hostels.” She also said that she will compose a theme song for the sports department, and emphasised that there is need for one since it will foster identity and as sense of pride.
খেলাধুলোর প্রসার করা আমাদের কর্তব্যঃ মমতা বন্দ্যোপাধ্যায়
আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে খেল সম্মান এর থেকে জিমনাস্ট দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দীকে বাংলায় একটি জিমনাস্টিক অ্যাকাডেমি তৈরির জন্য আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “২০১৫ সালে বাংলায় ক্রীড়া নীতি তৈরি হয়েছে। বাজেটে এর বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। বাংলায় খেলাধুলোর অনেক প্রতিভা রয়েছে। সল্টলেক স্টেডিয়ামে ফুটবল অনুর্দ্ধ-১৭ বিশ্বকাপ হবে। আশা করা যায় এটি বাংলার খেলাধুলোকে আরও এগিয়ে নিয়ে যাবে। ১৩ টি ফুটবল ক্লাবকে ৫০ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে”।
তিনি আরও বলেন, “১৫ টি নতুন স্টেডিয়াম তৈরি হচ্ছে, ৪৬ টি সংস্কার করা হচ্ছে। ২৩ টি যুব আবাস তৈরি হয়েছে, ১৯ টি সংস্কার করা হয়েছে। ২৮৪ টি মাল্টি জিম তৈরি হয়েছে। জঙ্গলমহল, হিমাল-তরাই-ডুয়ার্স ও সুন্দরবন এলাকায় এখন ক্রীড়া প্রতিযোগিতা হয়। যেখানে ৭০০০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। জলপাইগুড়িতে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন তৈরি হয়েছে। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম সংস্কার করা হয়েছে”।
আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে ৪০০০ নতুন ক্লাবকে আর্থিক অনুদান দেওয়া হল তাদের পরিকাঠামো উন্নয়নের জন্য। আগে ৮৬৫৩ টি ক্লাবকে দেওয়া হয়েছে। অলিম্পিক কমিটিগুলিকেও ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে।
বিশিষ্ট কৃতী ক্রীড়াবিদদের সম্মাননা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী।
১৩ জন ক্রীড়াবিদ খেল সম্মান পেলেন
১)শ্রী চন্দন বাউরি
২)শ্রীমতী লিলি দাস
৩)জনাব শাহাবাজ আদিল খান
৪)শ্রী দীপ্তায়ন ঘোষ
৫) শ্রীমতি রুমেলি ধর
৬)শ্রী সুদীপ চ্যাটার্জী
৭)শ্রী প্রণয় হালদার
৮)শ্রীমতী পায়েল ভট্টাচার্য
৯)শ্রীমতি প্রণতি দাস
১০)শ্রী রাজেশ মন্ডল
১১)শ্রীমতী সুতীর্থা মুখার্জি
১২)শ্রী ভোলানাথ দলুই
১৩)শ্রীমতী লীলা সাহা
১৫ জন পেলেন বাংলার গৌরব সম্মান
১) শ্রী হরিশঙ্কর রায়
২) শ্রীমতী লোপামুদ্রা ব্যানার্জী
৩)শ্রীমতী জুডালিন ডি সিলভা
৪) শ্রী কার্তিক শেঠ
৫) শ্রী মিলন দত্ত
৬) শ্রী শম্ভুনাথ সাহা
৭) শ্রী অশোক কুমার সিং
৮) শ্রীমতী শম্পা গুহ
৯) শ্রী সঞ্জীব চক্রবর্তী
১০) শ্রী সুরজিৎ ঘোষ
১১) শ্রীমতী অনিন্দিতা চক্রবর্তী
১২) শ্রী কমলাকান্ত সাঁতরা
১৩) শ্ৰীমতী জ্যোত্স্না মুখার্জি
১৪) শ্রী প্রবীর সরকার
১৫) শ্রী সোমনাথ মালো
ক্রীড়াগুরু সম্মান পেলেন
১)শ্রী শিশির দাস
২)শ্রী সঞ্জয় সেন
৩)শ্রী জয়নারায়ণ দাস
৪)শ্রী বিশ্বজিৎ দে চৌধুরী
৫)শ্রী জগবন্ধু মন্ডল
জীবনকৃতী সন্মান পেলেন
১)শ্রী সমর (বদ্রু ) ব্যানার্জি
২)শ্রী নরেশ কুমার