More initiatives towards advanced healthcare in Bengal

On the sidelines of Khadya Sathi Dibas celebrations and the police investiture ceremony at Red Road today, Bengal Chief Minister Mamata Banerjee inaugurated several healthcare initiatives that opened new frontiers in the sector in the State.

The Chief Minister inaugurated two Mother and Child Care Hubs – a 126-bedded one at Medical College and Hospital in Kolkata and a 170-bedded one at Bankura Sammilani Medical College and Hospital, the 500-bedded MR Bangur Multi Super-Specialty Hospital in Kolkata, 14 state-of-the art operation theatres and a renovated Ramrikdas Harlalka Hospital in Kolkata, with 100 beds for neurological treatment.

Under the leadership of Mamata Banerjee, healthcare in Government hospitals in Bengal has become more accessible and advanced. Beds and medicines are free at the hospitals and health centres. Infant mortality rate in the State has come down to 26 while institutional delivery has risen to 90%. There has been considerable increase in the number of medical seats in the State, and nine more medical colleges are on the anvil.

 

বাংলায় উন্নততর স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ

খাদ্য সাথী দিবস ও পুলিশ অলঙ্করণ দিবসের সূচনার পাশাপাশি আজ রেড রোডে উন্নততর স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার।

আজ মুখ্যমন্ত্রী বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। সেগুলি হল – কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ১২৬ শয্যা বিশিষ্ট মাদার ও চাইল্ড হাব, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৭০ শয্যা বিশিষ্ট মাদার ও চাইল্ড হাব, কলকাতায় ৫০০ শয্যা ও ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার সমৃদ্ধ এম.আর.বাঙ্গুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও স্নায়ুরোগ চিকিৎসার জন্য ১০০ শয্যার নবরূপে নির্মিত রামরিকদাস হরলালকা হাসপাতাল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারি হাসপাতালগুলির পরিষেবা আরও দ্রুত ও উন্নত হয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ।

রাজ্যে শিশু মৃত্যুর হার কমে হয়েছে ২৬। রাজ্যে অনেকগুলি নতুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে এবং বেশ কিছু মেডিকেল কলেজের পুনঃসংস্করণ করা হয়েছে।

 

Bengal a model for the world in development: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee initiated Khadya Sathi Dibas and Police Investiture Ceremony today at a function on Red Road.

In this colourful programme, beneficiaries from across state who have received helps from departments like Food & Supplies, Health & Family Welfare, Women & Child Development & Social Welfare, Backward Classes Welfare, Forest, Sports, I&CA’s Development schemes marched at the event.

Tableaux of departments including like Food & Supplies, Health & Family Welfare, Women & Child Development & Social Welfare, Backward Classes Welfare, Forest, Sports, I&CA were attractions of today’s event. The Bengal Chief Minister also decorated State Police officers for their courage and gallantry on the line of duty.

Speaking on the occasion, the Chief Minister said that the development in Bengal is a model for the whole world. She said: “Over 8 crore people are getting rice at Rs 2/kilo in Bengal. Over 90% people in the State have got some direct govt benefit. The infant mortality rate of Bengal has fallen from 32 to 26 out of 1000 while the national average increased from 33 to 37. We have set up 307 SNSUs, 60 SNCUs, 13 Mother and Child Hubs, many HDUs. Institutional delivery is a major socio-economic parameter. It has increased from 65% to 90% in 5 years.”

The CM added: “We want the young generation of Bengal to stand on their own feet. It is our responsibility to highlight the talent of the State. We have ensured employment for contractual workers, ICDS/Asha workers. We have started health insurance scheme ‘Swasthya Sathi’ for 3 crore people. Healthcare is free at govt hospitals. We have initiated a new scheme ‘Sabuj Shree’ under which saplings will be given to families of all newborns.”

Despite financial problems, we are working for the people and will continue to do so in the future, Mamata Banerjee added.

 

 

বাংলার উন্নয়নের কর্মসূচি বিশ্বের কাছে একটি মডেল: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ রেড রোডে খাদ্য সাথী দিবস ও পুলিশ অলঙ্করণ দিবসের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাহসিকতার জন্য এদিন পশ্চিমবঙ্গ পুলিশের অলংকরণও করেন তিনি।

এই অনুষ্ঠানে খাদ্য ও সরবরাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবহন, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ, অনগ্রসর শ্রেণি কল্যাণ, বন, ক্রীড়া, তথ্য ও সংস্কৃতি বিভাগের উন্নয়নমূলক প্রকল্পগুলির উপভোক্তাদের শোভাযাত্রা এবং সুকন্যা প্রকল্পের ছাত্রীদের আত্মরক্ষার কলা-কৌশল প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্পের আওতায় বাংলার ৮ কোটি মানুষ ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন।  এছাড়া ৯০% মানুষ আজ সরাসরি সরকারি পরিষেবা পাচ্ছেন। অস্থায়ী কর্মী, আই সি ডি এস/ আশার কর্মীদের চাকরি সুনিশ্চিত করেছে রাজ্য সরকার। স্বাস্ত্য সাথী প্রকল্পের আওতায় ৩ কোটি মানুষ সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। ‘সবুজ শ্রী’ নতুন প্রকল্প চালু হয়েছে এর মাধ্যমে নবজাতকদের নামে একটি করে চারা গাছ দেওয়া হবে তাদের পরিবারের হাতে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য রাজ্য সরকার সব রকম্ভাবে সচেষ্ট। রাজ্যের প্রতিভা তুলে ধরা আমাদের কর্তব্য”। 

মুখ্যমন্ত্রী জানান, “লোক প্রসার প্রকল্পের আওতায় ৮০ হাজার লোকশিল্পী আর্থিক সহায়তা পাচ্ছেন। আজ বাঙ্গুর সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন হল। অনেক মাদার ও চাইল্ড হাব তৈরি করা হচ্ছে। শিশু মৃত্যুর হার রাজ্যে হাজারে ৩২ থেকে কমে হয়েছে ২৬। ৩০৭ টি এস এন এস ইউ, ৬০টি এস এন সি ইউ, ১৩টি মাদার ও চাইল্ড হাব, অনেক এইচ ডি ইউ তৈরি হয়েছে। ইনস্টিটিউশনাল ডেলিভারি বিকাশের একটি মাপকাঠি। ৫ বছরে এর হার ৬৫% থেকে বৃদ্ধি পেয়ে ৯০% হয়েছে। সেফ ড্রাইভ সেভ লাইফ এর মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা হয়েছে। মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সুকন্যা প্রকল্পের মাধ্যমে”।

 

 

 

 

 

Bengal ensures food security for all

On Sunday, Bengal Chief Minister Mamata Banerjee greeted all on the occasion of the World Food Day.

Bengal, under the able leadership of Mamata Banerjee, has been instrumental in providing food security to the people of the State, especially in Jangalmahal, tea gardens of north Bengal and Aila-affected areas of Sunderbans, people residing in the Hills, and tribal people.

Over 8 crore people in the State have been brought under food security scheme. Rice is made available at Rs 2/kg.

Thanks to the Khadya Sathi scheme, around 80 percent of the state’s nine crore people are benefiting. The scheme aims to ensure that people would receive 5 kg of food grain every month at Rs 2 per kg.

Storage capacity has increased from 62 lakhs metric tonnes to 5 crore 62 lakh metric tonnes in the last 5 years.

The government has ensured that children suffering from malnutrition, and their mothers, receive 5 kg rice, 1 kg masoor dal, 2.5 kg wheat (or flour) and 1 kg grams regularly.

 

বাংলায় খাদ্য সুরক্ষা নিশ্চিত করেছে রাজ্য সরকার

রবিবার, বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় খাদ্য নিরাপত্তা এখন সুনিশ্চিত করা সম্ভব হয়েছে। বিশেষত জঙ্গলমহল, উত্তরবঙ্গের চা বাগান এবং সুন্দরবনের আয়লা অধ্যুষিত এলাকাগুলিতে ও পাহাড়ে বসবাসকারী মানুষ এবং আদিবাসী জনজাতিভুক্ত পরিবারের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করেছে বর্তমান সরকার।

বর্তমানে রাজ্যের প্রায় ৮ কোটি মানুষকে খাদ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে, তারা সকলে ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন।

খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ৮০ শতাংশ মানুষ উপকৃত হয়েছেন। এর মাধ্যমে তাদের প্রতি মাসে ২ টাকা কেজি দরে ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হচ্ছে।

গত ৫ বছরে মজুত ভাণ্ডারের ধারণ ক্ষমতা ৬২ লক্ষ মেট্রিক টন থেকে বাড়িয়ে ৫ কোটি ৬২ লক্ষ মেট্রিক টন করা হয়েছে।

যে সকল শিশুরা অপুষ্টিতে ভুগছে তাদের মায়েদের ৫ কেজি চাল, ১ কেজি মুসুর ডাল, ২.৫ কেজি গম এবং ১ কেজি ছোলা নিয়মিত দিচ্ছে রাজ্য সরকার।

 

 

Development in Bengal highlighted at Independence Day parade

West Bengal Chief Minister Mamata Banerjee unfurled the Tricolour as the state celebrated the 70th Independence Day on Monday. Mamata Banerjee unfurled the tricolour on Red Road, Kolkata and received a guard of honour from the Kolkata Police and other security personnel.

On this occasion, Chief Minister’s police medals for outstanding and commendable service were given away. Cultural programmes were held by school children and various artistes at venue showcasing the cultural heritage of the country.

As the colourful contingents went past, a helicopter showered flower petals on people gathered to witness the celebrations.

After Mamata Banerjee became Chief Minister in 2011, she started the Independence Day event at the Red Road with parades and colourful programmes.

Here are some pictures from the event:

M 11

WB CM receives Guard of Honour

M 38

Khadya Sathi beneficiaries

M 31

Beneficiaries of Lok Prasar Prakalpa

M 54

Adivasis at Red Road

M 56

Bauls performing at the event

M 39

Sabuj Sathi

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে উদযাপিত হল স্বাধীনতা দিবস

সোমবার ৭০তম স্বাধীনতা দিবসে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে।

এই অনুষ্ঠান উপলক্ষে, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা ও বিশেষ কৃতিত্বের জন্য মুখ্যমন্ত্রী কয়েকজন পুলিশকে সম্মানিত করেছেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে।

হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির মাধ্যমে প্রথমে শুভেচ্ছা জানানো হয়৷ পাশাপাশি এদিন নেতাজির মূর্তি ও পুলিশ মেমোরিয়ালেও মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী৷ এরপর চলে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷

সরকারি বিভিন্ন প্রকল্প উঠে এল সাংস্কৃতির অনুষ্ঠানের মধ্যে৷ খাদ্য সাথী থেকে সবুজায়ন, বিশ্ববাংলার মতো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলিকে তুলে ধরা হল কুচকাওয়াজ ও অনুষ্ঠানের মাধ্যমে৷ জাতীয় সংগীতের মাধ্যমেই শেষ হয় রাজ্য সরকারের স্বাধীনতা দিবস উদযাপনের এই অনুষ্ঠান৷

২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে প্যারেড ও বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করেন।