Bengal Govt to set up hi-tech silos that can preserve rice for 2 yrs

To be prepared for any natural calamity or emergency situation in Bengal, the State Food and Supplies Department is setting up massive silos at five separate places that will be able to preserve rice for two years. In normal warehouses, rice can be stored for a maximum of seven months. The project will come up at a cost of Rs 800 crore.

Three such silos, which will be temperature-controlled to preserve the rice for long periods, will be located in south Bengal, with Bardhaman being one of the places, and two in north Bengal.

The plan is to conserve 10,000 metric tonnes of rice in each silo. Bardhaman has been selected as the location of one such silo; search is on for the other locations.

These plans were announced by the State Food and Supplies Minister at an interactive session on the achievements of the Khadya Sathi Scheme organised by Bengal National Chamber of Commerce and Industry (BNCCI). Khadya Sathi is a crowning achievement of Chief Minister Mamata Banerjee.

The minister also said that that Bengal produces 10 lakh metric tonnes of paddy in excess annually. Presently, 200 trucks of rice are exported daily to Bangladesh through the Petrapole border outpost.

He further announced that under the instruction of the Chief Minister, the department will send food stock for three months to Darjeeling.

An official at the summit said the department is setting up warehouses with a total capacity of 5 lakh metric tonnes by the end of 2018 for storing foodgrains.

Recently, Rice Tech Expo was held in Bardhaman town where modern technology for preservation of the grain was displayed by representatives from Brazil, Sweden and Norway. The districts of Purba and Paschim Bardhaman comprise the rice bowl of Bengal.

 

ধান আরও বেশি দিন সংরক্ষণে রাজ্যে হবে ৫ আধুনিক ‘সাইলো’

চাল সংরক্ষণে এবার অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তুলবে রাজ্য। এই ধরনের পরিকাঠামোর পোশাকি নাম ‘সাইলো’। খাদ্যসাথী প্রকল্প নিয়ে ‘বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ আয়োজিত এক আলোচনাসভায় এই খবর জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী।

মন্ত্রীর বক্তব্য, কৃষকদের থেকে সরাসরি ধান কেনা হচ্ছে। কিন্তু আবহাওয়ার পরিবর্তন কিংবা অন্য কোনও কারণে ধান উৎপাদন ব্যাহত হলে যাতে ভাতের অভাব না হয়, তার জন্য এখন থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত পাঁচটি সাইলো তৈরির পরিকল্পনা চলছে। তার মধ্যে দুটি হবে উত্তরবঙ্গে। বাকিগুলি হবে দক্ষিণবঙ্গে। এক একটি সাইলোতে ১০ হাজার মেট্রিক টন চাল দুবছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

মন্ত্রী বলেন, ধান মজুতের পরিকাঠামোও বৃদ্ধি করা হচ্ছে। বাম জমানার শেষের দিকে ৬২ হাজার মেট্রিক টনের গোডাউন ছিল রাজ্যে। এখন ৬ লক্ষ ১০ হাজার মেট্রিক টনের গুদাম রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই আরও তিন লক্ষ পাঁচ হাজার মেট্রিক টনের গুদাম তৈরি হয়ে যাবে। এখানেই শেষ নয়, আগামী দিনে ধান মজুতের পরিকাঠামো আরও বাড়ানো হবে।

মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে রাজ্যে ১২৫০টি রাইস মিল রয়েছে। তার মধ্যে ২৫০টি মিল বন্ধ। সেগুলিকে খোলার জন্য তিন সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। মিল ধরে ধরে আলোচনা করা হবে। বণিক সভার সদস্যদের রাইস মিল তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, নতুন রাইস মিল তৈরির জন্য ভর্তুকি দেবে রাজ্য। ট্রাইবাল এলাকায় মিল তৈরি করলে ৭৫ লক্ষ টাকা ভর্তুকি পাওয়া যাবে। অন্য জায়গায় মিল তৈরিতে মিলবে ৫০ লক্ষ টাকা ভর্তুকি।
খাদ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে তিন মাসের বকেয়া খাবার এবার দেওয়া হবে দার্জিলিংয়ে। তার জন্য ব্যাপক প্রচার করা হবে। চা বাগানগুলিতে ফেয়ার প্রাইস শপ করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, এই ধরনের ১২৬টি ফেয়ার প্রাইস শপ তৈরির কাজ চলছে। প্রতিটি চা বাগানেই এই শপ খোলা হবে।
Source: Millennium Post

Monitoring bodies for the distribution of essential food grains across all districts in Bengal to be set up

The Bengal Food and Supplies department will set up district-level monitoring committees in all the districts of Bengal to monitor the distribution of essential food grains across the state. The committee will also ensure that the people are getting quality food grains.

Bengal Chief Minister’s brainchild ‘Khadya Sathi’ has brought a revolution across the state as 8.34 crore people from Bengal have already been covered under this scheme. Around 91 percent of the state’s total population is getting rice and wheat at a subsidised rate of Rs 2 per kg.

Earlier, the department had a capacity of storing 62,000 metric tonne food grains but many more godowns have come up with a total capacity of holding more than 6 lakh metric tonne of food grains. The department has a target of setting up godowns with a total capacity of 14 lakh metric tonnes.

The state government has also increased the allotment of funds for procuring more food grains.

 

খাদ্যশস্য বণ্টনের ওপর নজরদারি করতে প্রতি জেলায় গড়া হবে মনিটারিং কমিটি

খাদ্যশস্য বণ্টনের ওপর নজরদারি করতে প্রতি জেলায় রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর গড়বে মনিটারিং কমিটি। খাদ্য ও সরবরাহ মন্ত্রী বলেন, প্রতিটি জেলার সদরে একটি করে মনিটারিং কমিটি গড়া হবে। এই কমিটি নজর রাখবে রেশন ব্যাবস্থার ওপর। বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

খাদ্যশস্যের গুনমানের ওপরেও নজর রাখবে এই কমিটি। রেশন দোকান ও অন্যান্য যেসব কেন্দ্রগুলিতে খাদ্যশস্য বণ্টন করা হয়, সেগুলি পরিদর্শন করবে এই কমিটি।

মুখ্যমন্ত্রীর সাধের ‘খাদ্য সাথী’ প্রকল্পের দৌলতে রাজ্যে বিরাট পরিবর্তন এসেছে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ৮.৩৪ কোটি মানুষ এসেছে। এই প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রায় রাজ্যের ৯১শতাংশ মানুষ। উপকৃত হয়েছে সিঙ্গুর, পাহাড় ও জঙ্গলমহলের জনসাধারণ। এই প্রকল্পের আওতায় মানুষ ২ টাকা কেজি দরে চাল পায়।

প্রসঙ্গত, উত্তরবঙ্গের টোটো উপজাতিকে সম্পূর্ণ বিনামুল্যে চাল, ডাল ও অন্যান্য খাদ্যশস্য দেওয়া হয়।

Bengal Govt ensures food for all

Following are the major achievements with respect to food distribution through the public distribution system (PDS) by the Bengal Government during the rule of the Trinamool Congress, from 2011 to 2016 (not in any order of preference):

  • Chief Minister Mamata Banerjee initiated the Khadya Sathi food security scheme to provide rice and wheat at Rs 2 per kg to around seven crore people, which is almost 90 per cent of the state’s population, including special packages for the people of Jangalmahal and the Hills, the Cyclone Aaila-affected, the farmers of Singur, workers and non-workers of closed tea gardens, the tribals of Totopara in Alipurduar district, and destitute and homeless people.
  • Allocation of foodgrains under PDS has been increased manifold during the last six years
  • Special drive in association with the Health and Family Welfare Department to provide free-of-cost nutritional support ( package of 5 kg rice, 2.5 kg wheat, 1 kg masoor dal and 1 kg Bengal gram per month per month ) to approximately 4,000 severely acute malnourished children and their mothers per annum
  • System of payment of sale proceeds of paddy directly to the farmers’ Bank Account through NEFT introduced in the kharif marketing season (KMS) 2016-17
  • In case of procurement of paddy through co-operative societies, in the KMS 2016-17, CMR agencies are making direct payments of sale proceeds of paddy to the farmers within three days from the date of sale
  • Major reforms in PDS, including the use of information technology (IT) in management of the PDS
  • Construction of model fair price (FP) shops in closed tea gardens
  • Storage capacity of grains distributed through PDS enhanced from 62,000 metric tonnes (MT) to 6 lakh MT
  • Robust grievance redressal system through toll-free helplines – 18003455505 and 1967
  • From financial year (FY) 2011-12 to FY 2017-18, plan outlay increased by 800 per cent

 

 

গত ছয় বছরে খাদ্য দপ্তরের উল্লেখযোগ্য সাফল্য

একটি দিশারী প্রকল্প- ‘খাদ্যসাথী’ ২০১৬ সালের ২৭ জানুয়ারি কার্যকর হয়, আর সেই দিনই ৭.৯৬ কোটি ব্যাক্তিকে খাদ্য নিরাপত্তার আওতায় আনা হয়। আজ পর্যন্ত ৮.৬৬ কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই প্রকল্পের আওতাভুক্ত ৯০.৬ শতাংশ উপভোক্তাকে প্রতিমাসে কিলো প্রতি ২ টাকা দরে ৫ কিলো খাদ্যশস্য সরবরাহ করা হয়। জঙ্গলমহল, আয়লায় ক্ষতিগ্রস্ত পরিবার, সিঙ্গুরের কৃষক, বন্ধ চা বাগানের শ্রমিক ও অশ্রমিক, পার্বত্য এলাকা, নিঃস্ব ও গৃহহীন ব্যক্তিদের এই প্রকল্পের আওতায় বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।

  • গত ৬ বছরে গণ-বণ্টন ব্যবস্থায় খাদ্যশস্য বরাদ্দের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
  • ২০১৪-১৫ সাল থেকে প্রায় ৪০০০ তীব্র অপুষ্টি শিকার শিশু ও তাদের মায়েদের পুষ্টিগত সহায়তা (প্রতি মাসে ৫ কিলো চাল, ২.৫ কিলো গম, ১ কিলো মসুর ডাল ও ১ কিলো ছোলা) বিনামূল্যে দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সঙ্গে মিলিতভাবে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
  • ২০১৬-১৭ খারিফ মরশুমে ই-প্রোকিওরমেন্ট সফটওয়্যারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে কৃষকদের ক্ষেত্রে প্রাসঙ্গিক যাবতীয় তথ্য ও আদান-প্রদানের বিবরণী নথিভুক্ত করা সম্ভব হয়েছে।
  • ২০১৬-১৭ খারিফ মরশুমে নেফটের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিক্রয়মূল্য সরাসরি প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
  • সমবায় সমিতিগুলির মাধ্যমে ধান সংগ্রহের ক্ষেত্রে ২০১৬-১৭ খারিফ মরশুমে সংশ্লিষ্ট এজেন্সিগুলি বিক্রির তিন দিনের মধ্যে বিক্রয়মূল্য সরাসরি কৃষকদের প্রদান করছে।
  • গণ-বণ্টন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে সার্বিক সংস্কার, ব্যবহার হচ্ছে তথ্য-প্রযুক্তি।
  • বন্ধ চা বাগানে ন্যায্যমূল্যের দোকান নির্মাণ।
  • মজুদ করার ক্ষমতা সম্প্রসারণ করা হয়েছে ৬২ হাজার মেট্রিক টন থেকে ৬ লক্ষ মেট্রিক টনে।
  • পরিকল্পনা খাতে ব্যয় বেড়েছে ৮০০ শতাংশ।
  • নিঃশুল্ক সহায়তা দূরভাষের মাধ্যমে ব্যাপক অভিযোগ প্রতিবিধান ব্যবস্থা। ২৪X৭ কল সেন্টার খোলা হয়েছে, ১৮০০-৩৪৫-৫৫০৫ অথবা ১৯৬৭।

Special food packages for Jangalmahal and the Hills to continue

The Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government has decided that, despite the immense pressure on it on account of having to repay the huge debts accumulated by the Left Front Government, it would continue with the special food packages for the people of Jangalmahal and the Hills.

Besides rice and wheat at Rs 2 per kg, the State Government supplies more than double the amount supplied to the other regions of the state for the people of these regions – 11 kg per person per month against 5 kg in the other areas. Everyone, irrespective of economic condition, is eligible for getting subsidised rice and wheat in these two regions.

Whereas 42 lakh people in Jangalmahal are supplied with rice and wheat through the ration system (public distribution system, or PDS), in the Hills, the number is 8 lakh 75 thousand.

The five districts of Paschim Medinipur, Jhargram, Purulia, Bankura and Birbhum comprise Jangalmahal, whereas Darjeeling and Kurseong subdivisions of Darjeeling district and Kalimpong district comprise the Hills region.

The State Government also provides special packages in a few other regions which would also continue – 16 kg of rice and wheat per person per month through PDS to the Cyclone Aila-affected people in the Sundarbans and the farmers who lost land in Singur as a result of the illegal acquisition, 35 kg of rice and wheat per family through PDS to the families of tea garden workers, and 5 kg of rice and wheat per person per month for free to members of the Toto tribe in north Bengal.

জঙ্গলমহল ও পাহাড়ে ‘স্পেশাল ফুড প্যাকেজ’ চালিয়ে যাবে রাজ্য

বিপুল ভর্তুকির দায় বহন করতে হলেও জঙ্গলমহল ও পাহাড়ের ‘স্পেশাল ফুড প্যাকেজ’ চালিয়ে যাবে রাজ্য সরকার। রাজ্যের এই দু’টি এলাকায় সব বাসিন্দাকে দু’ টাকা কেজি দরে চাল-গম সরবরাহ করা হয়। শুধু তাই নয়, অন্য জায়গার তুলনায় দ্বিগুণের বেশি পরিমাণ খাদ্যসামগ্রী এখানে দেওয়া হয়।

জঙ্গলমহলে ৪২ লক্ষ মানুষকে রেশনের সস্তার চাল-গম সরবরাহ করা হয়। পাহাড়ে এই সংখ্যা ৮ লক্ষ ৭৫ হাজার। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার ৩১টি ব্লক জঙ্গলমহলের মধ্যে পড়ে। পাহাড়ের মধ্যে পড়ে দার্জিলিং জেলার দার্জিলিং এবং কার্শিয়াং মহকুমা ও কালিম্পং জেলা। জঙ্গলমহল ও পাহাড় ছাড়া কিছু বিশেষ শ্রেণির জন্য অতিরিক্ত খাদ্যসামগ্রী দেয় সরকার। সেই প্যাকেজও চলবে। সুন্দরবনের আইলা বিধ্বস্ত এলাকার সব রেশন গ্রাহকদের জন্য পরিবার পিছু মাসে ১৬ কেজি করে চাল-গম দেওয়া হয়। সম পরিমাণ খাদ্যসামগ্রী পান সিঙ্গুরের জমিহারা পরিবারগুলি। উত্তরবঙ্গের টোটো উপজাতির লোকেদের বিনামূল্যে মাসে মাথাপিছু পাঁচ কেজি করে চাল-গম দেওয়া হয়। চা বাগানের শ্রমিকদের মাসে পরিবার পিছু ৩৫ কেজি করে চাল-গম দেওয়া হয় রেশনের মাধ্যমে।

Source: Bartaman

Bengal Govt setting up modern foodgrain testing lab

The Bengal Government is setting up a state-of-the-art laboratory for testing the quality of foodgrains. This would be the largest such library in eastern India. It would be located at Khadya Bhavan in Kolkata.

Testing instruments would be imported for this laboratory. Qualities of all types of foodgrains and foodgrain-derived foods, including rice, wheat, flour, refined flour and others, can be tested here.

Bengal has stacked up a lot of achievements in the last six years, during the period of the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government.

Some of the principal achievements are:

Of the state’s total population, 90.6 per cent have been brought under the Khadya Sathi Scheme of 5 kg of rice per month at Rs 2 per kg. Currently, 8.66 crore people benefit from this scheme.

From financial year 2014-15 onwards, it has been decided to provide free services to 4,000 children and their mothers suffering from severe malnutrition, as a part of which they are given 5 kg rice, 2.5 kg wheat, 1 kg masoor dal and 1 kg chana dal per month).

For the 2016-17 kharif season, the money farmers got from the State Government from selling their crops was directly transferred to their bank accounts through NEFT.

The storage capacity of foodgrains in the state has been massively increased, from 61,000 metric tonnes in 2011 to 5.99 lakh metric tonnes till May 2017.

The Non-Plan Expenditure with respect to the public distribution system (PDS) for 2011-12 was Rs 33 crore, which has increased to Rs 270.3 crore for 2017-18, an increase of 800 per cent.

The profit of the State Warehousing Corporation during 2011-12 was Rs 3.58 crore, which increased to Rs 37.41 crore during 2016-17, which is an increase by more than 10 times.

খাদ্যশস্যের গুণগত মান পরীক্ষার জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি

 

খাদ্যশস্যের গুণমান পরীক্ষার জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি হচ্ছে রাজ্যে। এটি হবে পূর্বাঞ্চলের মধ্যে এটি সব থেকে বড় ল্যাবরেটরি। নতুন খাদ্যভবনে এই ল্যাবরেটরির জন্য জায়গা রাখা হয়েছে।

অত্যাধুনিক এই ল্যাবরেটরির জন্য প্রয়োজনে বিদেশ থেকে যন্ত্রপাতি আনা হবে। এখানে চাল, গম, আটা-ময়দা সহ বিভিন্ন খাদ্যশস্যের গুণগত মান পরীক্ষা করা হবে।

গত ৬ বছরে খাদ্য ও সরবরাহ দপ্তর অনেক সাফল্য অর্জন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ

•খাদ্য সাথী প্রকল্পের আওতায় ৯০.৬% উপভোক্তাকে ২ টাকা কিলো দরে ৫ কিলো খাদ্যশস্য সরবরাহ করা হয়। বর্তমানে প্রায় ৮.৬৬ কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

• ২০১৪-১৫ সাল থেকে প্রায় ৪০০০ তীব্র অপুষ্টির শিকার শিসু ও তাদের মায়েদের বিনামূল্যে পুষ্টিগত সহায়তা (প্রতি মাসে ৫ কিলো চাল, ২.৫ কিলো গম, ১ কিলো মুসুর ডাল ও ১ কিলো ছোলার ডাল)দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

• ২০১৬-১৭ খারিফ মরশুমে নেফটের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিক্রয়মূল্য সরাসরি প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

• মজুত ক্ষমতার সম্প্রসারনঃ ২০১১ সালের মে মাসে মজুত ক্ষমতা ছিল ৬২০০০ মেট্রিক টন। ২০১৭ সালের মে মাসে এই মজুত ক্ষমতা বেড়ে হয়েছে ৫.৯৯ লক্ষ মেট্রিক টন।

• পরিকল্পনা খাতে ব্যয় বৃদ্ধিঃ ২০১১-১২ সালে গণ বণ্টন ব্যবস্থার জন্য পরিকল্পনাধীন ব্যয়ের মোট পরিমাণ ছিল ৩৩ কোটি টাকা, ২০১৭-১৮ সালে ঐ পরিমাণ বেড়ে হয়েছে ২৭০.৩ কোটি টাকা। বৃদ্ধির এই পরিমাণ ৮০০% এর ও বেশি।

• ২০১১-১২ সালে পশ্চিমবঙ্গ পণ্যাগার নিগমের লাভের পরিমাণ ছিল ৩.৫৮ কোটি টাকা, ২০১৬-১৭ সালে এই লাভের পরিমাণ প্রায় ১০ গুন বেড়ে হয়েছে ৩৭.৪১ কোটি টাকা।

Key schemes of Bengal appreciated at UN

Kanyashree, Sabuj Sathi, Sabuj Shree, Khadya Sathi and several other flagship schemes of the Bengal Government were appreciated at the United Nations on Thursday as Finance Minister Dr Amit Mitra delivered an address. These schemes have already brought in immense social change and development in the State and now many foreign nations showed their interest in them.

Representatives from countries like Britain, Kenya and Argentina were extremely excited and wonder-struck as they listened to Dr Mitra. From Kanyashree which has helped in empowerment of girls to Khadya Sathi that provides rice at Rs 2/kg to 8.5 crore people – every scheme was met with appreciation at the UN.

Principal Secretary of the Department of Women and Child Development highlighted how Kanyashree scheme has brought change in the grassroots level, leading to a drop in number of child marriages and a reduction in the rate of dropout of girl students in schools.

Chief Minister Mamata Banerjee is going to address the United Nations at The Hague today.

বাংলার সাফল্যের গল্প শুনল রাষ্ট্রসংঘ

বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছ বছরের কার্যকলাপের সাফল্যের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সরকারের উদ্যোগে কীভাবে বিনামূল্যে সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে, ন্যায্যমূল্যের ওষুধের দোকানের মাধ্যমে কম দামে ওষুধ কিনতে পারছেন সাধারণ মানুষ—এসবই মঞ্চে তুলে ধরেন অর্থমন্ত্রী।

রাজ্যের প্রান্তিক এলাকার মানুষ বা পিছিয়ে পড়া জনগণ যাতে অনাহারে না থাকেন, সেজন্য ২ টাকা কিলো দরে তাদের চাল দেওয়ার কর্মসূচির কথা জানান তিনি। একইসঙ্গে তুলে ধরেন ক্ষুদ্র উদ্যোগপতিদের ব্যাংক ঋণ পেতে সহযোগিতা করার কথা, কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার কথা, লাল ফিতের ফাঁস আলগা করে সরকারি কর্মসূচিতে স্বচ্ছতা আনার কথা।

এইসব প্রকল্প, কর্মসূচির মাধ্যমে গরিবি দূর করতে রাজ্য সরকার কীভাবে এগিয়ে চলেছে, অর্থমন্ত্রীর প্রতিটি বয়ানে ছিল তার খতিয়ান। গরিবি দূর করার পাশাপাশি যার সঙ্গে জড়িত স্বাস্থ্যও। তাকে সমর্থন করে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে মমতা বলেন, ‘গরিবরা যাতে বঞ্চিত না হন, সেদিকে রাজ্য সরকার সজাগ দৃষ্টি রাখছে। কারণ আবেগ না থাকলে বিবেকের জন্ম হয় না।’

নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব এদিন কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের কথাও জানান। এই প্রকল্প চালু হওয়ায় বাংলায় বাল্যবিবাহ, স্কুল থেকে ড্রপ আউটের বিষয় অনেক কমে গেছে। মেয়েদের উচ্চ শিক্ষার পথ আরও প্রশস্ত হয়েছে।

আজ রাষ্ট্রসংঘের মঞ্চে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Bengal Govt to start distributing wheat under food security schemes from July

State Food and Supplies department will start distributing wheat among beneficiaries under the food security scheme from July.

Wheat will be procured after floating a tender. It is expected that the processes of distributing wheat will be started from July. The department has decided to distribute wheat as it has a demand among the people

Meanwhile, ration shops are being set up at Dooars of North Bengal. In the first, phase ration shops will be set up at 126 locations. The state Food and Supplies mMinisterJyotipriya Mullick has recently held a meeting at Uttarkanya in Siliguri in this regard.

The Bengal government had decided to distribute free ration to mothers with newborn babies across the state so that they do not suffer from malnourishment and for this, the department will distribute coupons to around 30,000 mothers across the state. The department has also chalked out a detailed plan to bring more number of pregnant women under the scheme. Mothers can now show the coupons at ration shops where they will be supplied with rice, wheat, gram and lentils. They would be given the coupons at the time when the leave the government hospitals or sub-centres, after their deliveries. One of the main purpose of this initiative was to bring down malnutrition.

The department has already instructed the ration shops to provide five kg of rice, 2.5 kg of wheat and 1 kg of lentil every month to the mothers against the coupons.

 

খাদ্য সাথী প্রকল্পের আওতাভুক্তদের গম বিতরণ করবে রাজ্য সরকার

আগামী জুলাই মাস থেকে খাদ্য সাথী প্রকল্পের আওতাভুক্তদের গম বিতরণ করবে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর।

একটি টেন্ডারের পরই এই প্রক্রিয়া শুরু হবে। আশা করা হচ্ছে যে জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। জনসাধারণের মধ্যে চাহিদা আছে বলে দপ্তর এই গম বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। উত্তরবঙ্গের ডুয়ার্সেও রেশন দোকান গড়ে তোলা হচ্ছে। প্রথম দফায়, ১২৬ টি জায়গায় রেশন দোকান হবে। সম্প্রতি এই নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যায় একটি বৈঠক করেন খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

এদিকে, উত্তর বঙ্গের ডুয়ার্সে রাশির দোকান চালু করা হচ্ছে। প্রথমত, ১২৬ টি স্থানে ফেজ রাশির দোকান স্থাপন করা হবে। রাজ্য খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মুলিক সম্প্রতি শিলিগুড়িের উত্তরাণকানায় একটি বৈঠক করেছেন।

রাজ্যের নবজাতক শিশুরা যাতে অপুষ্টির শিকার না হয় তাই ফ্রি রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রায় ৩০ হাজার মায়েদের এই কুপন দেওয়া হবে।

এই স্কিমের অধীনে গর্ভবতী মহিলাদের আনারও পরিকল্পনা করা হচ্ছে। ওই কুপনগুলি রেশন দোকানে দেখালেই তাদেরকে চাল, গম, ডাল সরবরাহ করা হবে। প্রসবের পর সরকারি হাসপাতাল থেকে ছুটির দিন মায়েদের এই কুপনগুলি দেওয়া হবে।

দপ্তরের নির্দেশে কুপনের পরিবর্তে রেশন দোকানগুলি প্রতি মাসে ৫ কেজি চাল, ২.৫ কেজি গম এবং ১ কেজি ডাল  দেবে।

 

Khadya Sathi going full steam ahead – adds 16 lakh more beneficiaries

The Bengal Government has decided to bring 16 lakh more beneficiaries under the Khadya Sathi Scheme, under which rice is made available rice at Rs 2 per kg per month.

Under the scheme, run by the Food and Supplies Department, these 16 lakh people would get 5 kg of rice each every month. So, for example, if a family has five members, it would get 25 kg of rice per month.

The 16 lakh new beneficiaries are from within the BPL category.

The State Government will now be spending Rs 4,500 crore for the entire scheme now.

Chief Minister Mamata Banerjee had initiated the Khadya Sathi food security scheme to provide rice and wheat at Rs 2 per kg to around seven crore people, which is almost 90 per cent of the State’s population. It had initially aimed to ensure that 70 lakh people in the State get food and cereals at half the market price while over seven crore people get 5 kg of food grain every month at Rs 2 per kg.

Now, the State is trying to extend the benefits of this scheme to more and more people.

 

খাদ্য সাথী প্রকল্পে উপকৃত হবেন আরও ১৬ লক্ষ মানুষ

রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্পে আরও ১৬ লক্ষ মানুষ পেতে চলেছেন ২ টাকা কিলো দরে চাল।

খাদ্য সরবরাহ দপ্তর পরিকল্পনা নিয়েছেন এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত প্রতি পরিবারের প্রত্যেক সদস্যকে মাসে ৫ কিলো করে চাল দেওয়ার। তারা অর্থ দপ্তরে নথিপত্র ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে খাদ্য সাথী প্রকল্পে এই নতুন অন্তর্ভুক্তি সংক্রান্ত।

অর্থ দপ্তরও তাদের সম্মতি জানিয়েছে এই কাজের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদানের। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচ হবে ৪,৫০০ কোটি টাকা। এই প্রকল্প শুরুর আগেই খাদ্য সরবরাহ দপ্তর সব জেলার জেলা শাসকদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত মানুষদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল।

ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য ও সরবরাহ দপ্তরকে নির্দেশ দেন রাজ্যের ৭ কোটি মানুষকে ২ টাকা কিলো দরে চাল ও গম সরবরাহ করার।খাদ্য সাথী প্রকল্প পেয়েছে অভূতপূর্ব সাফল্য পেয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে জনবন্টন পদ্ধতি পেয়েছে এক নতুন মাত্রা। এই মুহূর্তে রাজ্যের প্রায় ৯০ শতাংশ মানুষ এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত। এবার রাজ্য পদক্ষেপ নিয়েছে আরও ১৬ লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার।

খাদ্য সরবরাহ দপ্তরের এক উচ্চ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, এই নতুন প্রকল্প এ বছরের মে মাস থেকেই শুরু হওয়ার কথা। ১৬ লক্ষ রেশন কার্ড প্রাপকরা এই প্রকল্পে উপকৃত হবেন। এই মুহূর্তে দপ্তরের কাছে নতুন প্রকল্পের জন্য পর্যাপ্ত চাল মজুদ আছে।

 

 

 

 

7.5 Lakh metric tonne of paddy procured till Feb 24: Food Minister

The state government has procured 7.52 lakh metric tonne of paddy till February 24, Jyotipriyo Mallick, state Food and Supplies minister said in the Assembly on Monday.

The Minister said the government had procured 38.59 lakh metric tonne of paddy in Kharif marketing season (KMS) of 2015-16. Altogether, 328 centralised procurement centres have been set up in the state. He said the state government would meet the procurement target ahead of its schedule, adding that 18 lakh farming families were benefitted in the last KMS. In 2017 so far, he said 3.2 lakh farmer have sold paddy.

The Food and Supplies department, along with Health and Family Welfare department, jointly run a programme to combat malnutrition. 4,000 children suffering from severe acute malnutrition (SAM), identified by the Health department, are unit wise (mother and SAM child) being provided 5 kg rice, 2 kg wheat, 1 kg masur dal and 1kg Bengal gram per month free of cost for six months. Introduced in October 2014, the project has been very effective.

The State Government had budgeted Rs 5,020 crore to implement Khadya Sathi programme. January 27 was declared as Khadya Sathi Dibas by Chief Minister Mamata Banerjee. The department had set up model fair price shops (FPS), run by self help groups in six closed tea gardens in the first phase. In 2016-17, a project to construct 126 FPS in 86 tea gardens has been taken up to ensure availability of food grains to the beneficiaries.

 

২৪শে ফেব্রুয়ারী পর্যন্ত ৭.৫ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে সরকার: খাদ্যমন্ত্রী

“রাজ্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা নিয়ে রাজনীতি নয়, বরং সহযোগিতা করুন,” বিধানসভায় নিজের দপ্তরের বাজেট পেশ করতে গিয়ে আবেদন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।

তিনি বলেছেন, “যাঁরা ধান বিক্রি করেছেন তাঁদের নাম-ধাম তো বটেই, ফোন নম্বরও রয়েছে আমাদের কাছে। চাইলে মিলিয়ে দেখুন স্বচ্ছতার অভাব আছে কি না। সিপিএম কিন্তু এমন কোনও তথ্যভাণ্ডার করত না। করেনি। আমরা করেছি।”

তাঁর দাবি, রেশন কার্ডের হিসাবে জল মিশিয়ে গণবণ্টন ব্যাবস্থাকেই শেষ করে দেওয়া হচ্ছিল। একের পর এক দুর্নীতি হয়েছে। বাংলায় ১ কোটি ৩১ লাখ জাল কার্ড ধরা পড়েছে। নতুন সরকার তা ধরেছে। ব্যাবস্থা নিয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষ দু’টাকা কেজি চাল পান। কিন্তু বাইরে থেকে আর চাল কিনতে হয় না। রাজ্য স্বাবলম্বী। ফলে বাংলায় আর আমলাশোলের অনাহারের মৃত্যুর মতো ঘটনা ঘটবে না। ঘটতে দেওয়া হবে না। রাজ্যে কেরোসিনের বরাদ্দ কমিয়ে দেওয়া নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি।

Didn’t scrap social schemes despite cash crunch and demonetisation: Mamata Banerjee

Reacting on the Bengal Budget 2017-18, Chief Minister Mamata Banerjee today said that despite financial compulsions and the effect of demonetisation, no scheme in the social sector has been scrapped.

“Bengal Govt is a humane govt. We believe in social justice. We are always with the people,” the CM said.

She slammed the Left Front Government for the huge legacy of debt that the present government has inherited. She said: When Left Front was in power why did they not start Kanyashree, Sabuj Sathi, Khadya Sathi? Left Front did not follow fiscal discipline. There was no FRBM. We are paying debts that they incurred in 2006.”

“She added, “CPI(M) destroyed the economy of Bengal. Centre did not take any step to avoid govt from falling. Despite paying so much debt instalments we are carrying out massive developmental projects.”

The Bengal government said neither the UPA nor the current government at the Centre gave any debt moratorium to Bengal.

We have restructured govt departments. The number of departments is down to 52 from 63. PSUs have been merged and restructured. No one lost jobs. No of PSUs is down to 44 from 90,” she added.

She also targeted the BJP over demonetisation. She said that the Centre has reduced funding to the States. She maintained that Centre must trust State governments.

 

নোটবাতিল ও আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও আমরা কোন প্রকল্প বাতিল করিনিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

২০১৭-১৮ বাজেটকে বেস্ট বাজেট আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, নোট বাতিল এবং আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও আমারা আমাদের কোন সামাজিক প্রকল্প বাতিল করিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার সরকার মানবিক সরকার। আমরা সামাজিক ন্যায়ে বিশ্বাসী। আমরা মানুষের সঙ্গে আছি”।  

বাম সরকারের করে যাওয়া ঋণের বোঝারতীব্র সমালোচনা করে তিনি বলেন, সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন তারা কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী প্রকল্প কেন শুরু করেনি? ওরা FRBM ব্যবস্থার অনুসরণ করেনি। ২০০৬ সালে করা দেনা আমরা এখনও শোধ করে চলেছি”।   

তিনি আরও বলেন, “সিপিএম বাংলার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, কেন্দ্র তখন কোনরকম পদক্ষেপ নেয়নি। বাম সরকারের করে যাওয়া পাপের বোঝা আমরা বহন করছি। এত ঋণের বোঝা থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজ বন্ধ হয়নি। না কংগ্রেস না বর্তমান কেন্দ্রীয় সরকার কেউই বাংলার সরকারকে debt moratorium দেয়নি।”

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সরকারি দপ্তরগুলি পুনর্গঠন করেছি। সরকারি দপ্তরের সংখ্যা ৬৩ থেকে কমে ৫২ হয়েছে। নিগমগুলির আমরা সংযুক্তিকরণ করছি, কেউ কর্মহীন হয়নি। নিগমের সংখ্যা ৯০ থেকে কমে ৪৪ হয়েছে”।

নোট বাতিল নিয়ে তিনি আবারও বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের উচিত রাজ্যগুলির ওপর আস্থা রাখা”।