Bengal Khadi Board to revive Kalimpong Crafts

West Bengal Khadi and Village Industries Board (WBKVIB) has taken up a plan to revive the handicrafts made in the Hills region, popularly known as Kalimpong Crafts. A fund of Rs 2.8 crore has already been earmarked for this.

Due to the lack of support by the earlier GTA administration, a number of people associated with these crafts have shifted to other places and have taken up other vocations. The new board of GTA is eager for the revival of the crafts as they are part of the heritage of the Hills.

The organisation is setting up Arts and Handicraft Development Centres (HDC) in places like Kurseong, Kalimpong, Darjeeling, Sipaidhura, Sukhiapokhri and a few others to provide a platform for the crafts-makers in marketing their products in a much better way.

As per the arrangements for revival, WBKVIB will groom the craftspeople to take up work at these HDCs. Counters will be set up beside these Centres for the display and sale of their products.
Kalimpong is famous for the weaving of Tibetan woollen carpets.

Then, there are the bronze figures made using wax moulds. The artisans are also skilled at making beautiful cane baskets of various designs and shapes.

 

কালিম্পঙ ক্র্যাফটকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী খাদি বোর্ড

 

পাহাড়ে তৈরী হস্তশিল্পের পুনরুজ্জীবনের জন্য উদ্যোগী হল পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোদ্যোগ বোর্ড। কালিম্পঙ ক্র্যাফট নামে পরিচিত এই হস্তশিল্পের প্রসারের জন্য ইতিমধ্যেই ২.৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

পূর্বতন জিটিএ প্রশাসনের অবহেলায় এই শিল্পের সঙ্গে জড়িত অনেকেই এখন জীবিকা নির্বাহের জন্য অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন। নতুন জিটিএ বোর্ড পাহাড়ের হেরিটেজ হিসেবে এই শিল্পের পুনরুজ্জীবনের জন্য উদ্যোগী হয়েছে।

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোদ্যোগ বোর্ড কার্শিয়ং, কালিম্পং, দার্জিলিং, সুখিয়াপোখরি ও অন্য কয়েকটি জায়গায় আর্টস অ্যান্ড হ্যান্ডিক্রাফটস ডেভেলপমেন্ট সেন্টার তৈরী করছে। এখানে শিল্পীরা তাদের তৈরী হস্তশিল্প বিপণনের সুযোগ পাবেন। এখানে বিক্রয় কাউন্টার তৈরীর পাশাপাশি হস্তশিল্প প্রদর্শনের আলাদা জায়গা থাকবে।

তিব্বতি ধাঁচে তৈরী কালিম্পঙের উলের কার্পেট খুবই বিখ্যাত। এছাড়াও, এখানকার মোমের ছাঁচে তৈরী ব্রোঞ্জের মুর্তি ও নানা ধরণের বেতের ঝুড়িও বিখ্যাত।

Source: Millennium Post

Bengal Khadi Board giving fillip to the rakhi industry

To help the rakhi-making industry carve out a niche for itself, the West Bengal Khadi and Village Industries Board (WBKVIB), has come forward with necessary financial and technical assistance to give it a new lease of life. WBKVIB is under the Bengal Government’s Micro, Small and Medium Enterprises (MSME) and Textiles Department.

Rakhi-making is a well-known cottage industry in Kalna in Purba Bardhaman district. At present, 30,000 people are engaged in the rakhi industry; about 260 women are part of the industry as well.

WBKVIB has helped in the setting up a Common Facility Centre (CFC) at Rs 75 lakh for offering technical know-how to make the industry viable. A result of the help by the government has been, according to the Weavers and Artisans Society secretary, the supplying of 3.9 lakh rakhis to the State Government in 2017.

The board is also providing working capital and online support. The latter has helped the association immensely in promoting its products.

 

রাখি শিল্পীদের পাশে দাঁড়ালো খাদি ও গ্রামোদ্যোগ বোর্ড

রাখি শিল্পকে উজ্জীবিত করতে উদ্যোগী হল West Bengal Khadi and Village Industries Board (WBKVIB)। এই শিল্পের সাথে যুক্ত সমস্ত মানুষকে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি বা কৌশলগত সহায়তা করবে তারা। WBKVIB রাজ্য সরকারের কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র শিল্প দপ্তরের অধীনস্থ একটি সংস্থা।

পূর্ব বর্ধমানের কালনা জেলার ৩০,০০০ মানুষ রাখি তৈরীর শিল্পের সাথে যুক্ত। এর মধ্যে মহিলা আছেন ২৬০ জন। এ রাজ্যে কালনার রাখির চাহিদা সবসময় তুঙ্গে থাকে।

WBKVIB ৭৫ লাখ টাকা ব্যয়ে একটি কমন ফেসিলিটি সেন্টার গড়বে। এই সেন্টারে রাখি তৈরীর সমস্ত আধুনিক প্রযুক্তি শেখানো হবে যা শিল্পীদের সহায়তা করবে। উল্লেখ্য, ২০১৭ সালে রাজ্য সরকারকে ৩.৯ লক্ষ রাখি পাঠিয়েছে কালনার শিল্পীরা।

ব্যবসা প্রসার করতে WBKVIB শিল্পীদের আর্থিক সহায়তা যেমন করছে, তেমনই অনলাইনে বিপণন সংক্রান্ত সাহায্যও প্রদান করছে তারা।

 

Source: The Statesman

The image is representative (source)