MSME Dept: Khadi sector sees remarkable improvement

The West Bengal Khadi & Village Industries Board, under the Micro, Small & Medium enterprises and Textiles Department, has made significant progress in helping artisans across Bengal get access to proper, organised forums.

This has helped them in getting a respectable livelihood by using skills, many of which are handed down from generation to generation.

  • 8.5 times increase in number of khadi artisans between financial years (FY) 2011-12 and 2017-18
  • Over 29 times increase in sales of khadi products between FYs 2011-12 and 2017-18 to Rs 96.8 crore
  • Project Muslin being implemented, covering 3,000 muslin weavers
  • Project Saal Leaf launched involving 1,800 self-help groups (SHG), with a Centre of Excellence established in Jhargram
  • Project Mat launched, benefitting 2,500 mat artisans
  • Project Sabai launched, involving 2,100 artisansThe above facts prove once again that the khadi artisans have never seen a time as good as under the kind patronage of Chief Minister Mamata Banerjee.

Fashion connoisseurs pour in accolades for Bengal’s muslin-khadi produce

Muslin-khadi material produced by weavers of Howrah has received widespread accolades from fashion designers and connoisseurs from the country. West Bengal Khadi and Village Industries Board (WBKVIB) has tied up with Udaynarayanpur Pancharul North Harishchandrapur Khadi and Village Development Organisation to unite the weavers.

After coming to power in 2011, Chief Minister Mamata Banerjee took initiatives to revive muslin and those weavers whose financial condition had gone from bad to worse. After the revival of muslin, the weavers were given training.

Accordingly, the weavers of Udaynarayanpur began to carry out experiments with khadi and muslin respectively. It is for the first time in the state when the unique muslin-khadi material is being produced in the state for the first time and probably in the country.

The muslin produced by the weavers has received international appreciation. Apart from sarees, shirts, kurtas, kurtis and bed linen and pillow covers made of muslin are being sold through different outlets of Biswa Bangla. Even costume jewellery made of muslin has received appreciation from the buyers from abroad.

In view of the success of muslin, it is hoped that the mixed material will have a very good market both in the country and abroad, said a senior state government official. Various schemes taken up by the state government have helped over 6,000 weavers in Howrah district to become financially stable. Artisan Welfare Trust has been set up to look after the interests of the weavers.

Under Janashree scheme, children of the weavers studying in Classes IX and X are getting a monthly stipend of Rs 1,200. The family of the weavers who die while working get Rs 3,000. The weavers can also take loans from the trust in times of need. As the financial condition of the weavers has improved manifold, they are working hard to improve the quality of their produce.

 

 

ফ্যাশন প্রেমীরা বাংলার মসলিন-খাদি মিশ্রিত বস্ত্রের প্রশংসায় পঞ্চমুখ

দেশের ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন প্রেমীদের প্রশংসা পাচ্ছে হাওড়া জেলার মসলিন-খাদি বস্ত্রের শিল্পীরা।

২০১১ সালে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন মসলিন শিল্প পুনরুজ্জীবিত করার। শিল্পীদের দেওয়া হয় প্রশিক্ষণ। উদয়নারায়নপুরের শিল্পীরা এখন খাদি ও মসলিন নিয়ে বিভিন্ন পরীক্ষামূলক কাজ করছে। সম্ভবত দেশে এই প্রথম খাদি-মসলিন মিশ্রিত বস্ত্র তৈরি হয়েছে।

মসলিন শিল্পীরা পেয়েছে আন্তর্জাতিক প্রশংসা। মসলিনের তৈরি শাড়ি, শার্ট, কুর্তা, কুর্তি, বিছানার চাদর, বালিশের ওয়াড় বিশ্ব বাংলার অনেক দোকানে পাওয়া যায়। এমনকি মসলিনের তৈরি গয়নাও প্রশংসা পেয়েছে বিদেশে।

মসলিনের এই জনপ্রিয়তা দেখে আশা করা যায় মসলিন-খাদি মিশ্রিত বস্ত্রও জনপ্রিয়তা অর্জন করবে বিশ্বজুড়ে।

হাওড়ার ৬০০০ শিল্পীদের আর্থিকভাবে সহায়তা করতে রাজ্য সরকার চালু করেছে একাধিক প্রকল্প। আর্টিসান ওয়েলফেয়ার ট্রাস্ট তৈরি করা হয়েছে শিল্পীদের সাহায্যার্থে।

যেসকল শিল্পীদের সন্তান অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠ্যরত তাদের সরকারের তরফে দেওয়া হয় মাসিক ১২০০ টাকা। এই প্রকল্পের নাম জনশ্রী। প্রয়াত শিল্পীদের পরিবারদের দেওয়া হয় ৩০০০ টাকা। শিল্পীরা নিজেদের প্রয়োজনে ওই ট্রাস্ট থেকে ঋণ নিতে পারেন।

যেহেতু আগের তুলনায় শিল্পীদের অর্থনৈতিক উন্নতি হয়েছে, তারা আরও ভালো মানের কাজ করতে চেষ্টা করছেন।

 

Khadi fashion show on September 2 at Madhusadan Mancha

The State Khadi and Village Industries Board (KVIB), under the inspiration of Chief Minister Mamata Banerjee, is organising a fashion show on September 2 at 5 PM at Madhusadan Mancha, Kolkata.

The show is being choreographed by Niloy Sengupta. Well-know models would walk the ramp wearing garments made of muslin, garments which would combine tradition and modernity. Several popular singers would present songs.

Several popular personalities from different fields long with State Cabinet minister would be present at the show.

 

ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতিভূ খাদির এক অনন্য ফ্যাশান শো

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের ব্যবস্থাপনায় আগামী ২রা সেপ্টেম্বর ২০১৭, বিকেল ৫’টায় ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে বিশিষ্ট নৃত্য পরিচালক শ্রী নিলয় সেনগুপ্তর পরিচালনায় এক বিশেষ ফ্যাশান শো।

এই অনুষ্ঠানে উপস্থাপিত হবে আধুনিক ও ঐতিহ্যসমৃদ্ধ মসলিন বস্ত্রসম্ভার। এই ফ্যাশান শো-তে র‍্যাম্পে হাঁটবেন স্বনামধন্য মডেলগণ, এর সঙ্গে জনপ্রিয় গায়ক গায়িকাগণ পরিবেশন করবেন সঙ্গীত।

এই মহতী অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও প্রযুক্তি এবং বৈদ্যুতিন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন করবেন আইন ও স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী।

Source: Aajkal